এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৯২৩ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্ব | 125.99.196.27 | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২০507563
  • Kaju | 131.242.160.210 | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৬507564
  • একুবাউ ইজ জাস্ট গ্রেইট মাইরি ! কবিতাকে কথ্য ভাষার লাল ফিতের ফাঁস থেকে এক ঝটকায় মুক্ত করে দিলেন।
  • Tim | 140.126.225.237 | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৬507565
  • নবাগত, ভালো লাগলো । আরো হোক
  • sosen | 177.96.112.117 | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৬507566
  • তখনো আবদ্ধ ছিল টিউমারে দগ্ধতার রেশ। পাড়ার ওপাশ থেকে হেঁকে বলে গিয়েছিলো সাতটার হাটুরে লোকাল; ভেন্ডার থইথই করে ছানার জল ভেসেছে, রূপোলি পাখনা মেলে সাঁতারে নামতে হলে মেখে এসো সানস্ক্রিন। পোড়া চামড়ার নিচে টক জল আকুলি বিকুলি করে, ওরে তোরা ছেড়ে দে আমায় সখি, এখনো সময় আছে স্মরণের, বিস্মৃতির, শরীরের সব ছিদ্র জুড়ে বহ্ন্যুৎসব শুরু হবে জানি, কিন্তু বাঁশি এখনো বাজে নি। এখনো পেটের মধ্যে অনেকটা খালি মাঠ, যোনি জুড়ে এখনো শুকনো শূন্য সকালের মিষ্টান্ন ভান্ডার। সব ট্রেতে এখনো মাছিরা বসেনি দিন শুরু হয়নি ওদেরও-আজো যদি অভিসারে না যায় রাই, কবে যাবে আর বল? ডি এন আর ভিজে যাচ্ছে ছানার অহেতু জলে, অপচয় রাত ভোর, দিন ভোর- কানু বিনে মফস্বল, কর্কটে বোঝাই হয়ে থাকে।
  • ranjan roy | 192.69.73.221 | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২১507567
  • বৃষ্টি ঝরে আরাবল্লী পর্বতমালায়
    ===================
    একটু জায়গা দাও ,
    হে দিল্লি শহর!
    পা ফেলতে চাই।
    না, না -এক জোড়া নয়
    এক পা এক পা করে।

    আমাকে করুণা কর
    হে দিল্লি শহর,
    আমি শ্বাস নিতে চাই
    না, না--এক জোড়া নয়
    একবুক ভরে।

    এ রাস্তা কোথায় যাবে?
    পথ জুড়ে পঙ্গপাল
    ঝাঁকে ঝাঁকে, অস্থির ভ্রূকুটি
    আর ধাতব গোঙানি।
    দয়া কর, দয়া কর হে শহর!

    পথ ছাড় পথ ছাড়!
    সগর্জনে বলে,- ওরা কারা?
    ব্যালে ড্যান্সারের মত চটুল পদক্ষেপে
    বঙ্কিম বিভঙ্গে চলে যায়,
    ওরা কারা?

    হে রাজধানী, আমি নতজানু।
    নিয়ে এসো 'আচ্ছে দিন' ,
    নিয়ে এসো সগৌরবে,
    নিয়ে এসো ধামসা মাদলে।
    এ ভারত স্বচ্ছ হোক,
    সবার জীবন হোক সুরক্ষিত
    কোন ইন্দ্রজালে।

    গাভীরা দুগ্ধবতী, গাছেরা দিয়েছে ছায়া
    ফুলে ফুলে পরাগমিলন;
    কিন্তু তার আগে আনো
    আরাবল্লী পাহাড়েতে স্নিগ্ধ বরিষণ।
  • pi | 24.139.209.3 | ০৪ অক্টোবর ২০১৫ ১৮:৩৯507568
  • রঞ্জনদা, তুলে দিলাম।
  • Sambuddha D. Gupta | ০৭ অক্টোবর ২০১৫ ১৯:৩১507569
  • উড়ছে ধুলো বইমেলাতে
    উড়ছে ধুলো বইমেলাতে
    উড়ছে হাওয়া উড়ছে কবি
    ছুটছে লেখক ছুটছে রঙিন
    ছবির মতন জীবন যদি।
    এইভাবেতেই কফির সাথেই
    মনের যদি রঙিন ধুলো,
    আসতে যেতে পথের সবই
    আর দেরী নয়, স্বপ্নে রঙিন
    উড়ছে কবি আর দেরী নয়
    নতুন হাওয়ায় ভাসছে সবই
    বইমেলাতে আবার ধুলোয়
    উড়বে কবি উড়বে ছবি।

    সম্বুদ্ধ দত্তগুপ্ত
  • ranjan roy | 132.162.250.249 | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:০০507570
  • আরো হোক।ঃ)))
  • sosen | 78.105.152.253 | ০৯ অক্টোবর ২০১৫ ০৭:৫৭507571
  • নিজের দিকে সন্দেহাকুল চোখে
    তাকিয়ে সেদিন বালক বলেছিল
    এরম করেই---
    এরম করেই খাতার নিচে
    আরেকখাতা চাপা দেওয়া থাকে
    ধোঁয়া ওঠা গরম লেখা। সে কি আমার?
    অন্য কারোর হবে
    ভালোবাসি, কিন্তু আমায় কেউ বলেনি এইখানে থাক
    বুকের মধ্যে,ছোট্টো হয়ে, আরো ছোটো
    আমি কি ওর? অন্য কারোর হবো
    অন্য কোথাও, অন্য লেখায়, আগুন কিম্বা জলের মধ্যে
    বাথটবের জলে ডুবতে গিয়ে মরতে মরতে
    হঠাৎ জেগে, নমাস জোড়া জলের সাগর ভাঙতে ভাঙতে
    নিজেই নিজের শিশু হয়ে জাগতে জাগতে জাগতে জাগতে

    অন্য কারোর, অন্য কিছুর, মৃত্যু কিংবা নগ্ন হাতে
    শরীর ঢেকে ফেসবুকেতে দাঁড়িয়ে থাকার
    অপমানের, কিংবা রোজই
    হারিয়ে ফেলার, হারিয়ে যাওয়ার
    বিষের সাগর, মারের সাগর পাড়ি দেওয়ার

    এককোণেতে চুপসানো মুখ
    দাঁড়িয়ে আজও বলছে বালক,
    এই তো আমার মুঠো ভরে ধরছি তোকে, ভরছি তোকে
    আর কোথা নয়, অন্য কোথাও কক্ষণো নয়
    এইখানে থাক। এইখানেতে।
  • ফরিদা | ১০ অক্টোবর ২০১৫ ০৮:৩৩507574
  • পুজো আসছে, দরজার বাইরে খোঁচাখোঁচা কাঁচাপাকা ঘাসজমিতে
    সকাল সকাল শিউলির নামাবলী গায়ে খঞ্জনি বাজিয়েছে
    একচিলতে রোগাভোগা বৃদ্ধ রোদ্দুর –
    তুমি এখন ঘুমের মধ্যে যাকে শুনতে পাচ্ছ
    ওঠো, যাও, বচ্ছরকার দিন বলে কথা,

    আজ অন্ততঃ দরজা খুলে দাও।
  • sosen | 78.105.152.253 | ১০ অক্টোবর ২০১৫ ২০:৩০507575
  • কবিতারা কবিতার কেউ নয়। নির্জনতা
    চক্ষুময়, প্রত্যেকে একাকী
    নেমে আসে, প্যারাশুট সুতো ধরে ঘরের ভিতরে
    মায়াবী অমোঘ স্বরে বলে যায়, মা
    তুমি আমাকে নিলে না? কেন?

    ওরা ঘর জুড়ে ছোটাছুটি করে, মেঘ হাঁটে, টিপি টিপি
    সন্তাপিত
    জলেরা গড়িয়ে যায় ইতিউতি, কার্পেট ভিজিয়ে
    আমার বুকের দিকে ধেয়ে আসতে থাকে সেই মৃত্যুবাণ

    মা, তুমি আমাকে নিলে না
  • ranjan roy | 192.69.168.188 | ১০ অক্টোবর ২০১৫ ২০:৫২507576
  • ফ্যাতাড়ুর দিন
    =========
    পোলিং বুথের সামনে একটা ল্যাম্পপোস্টের মাথায়
    দাঁড়কাক ঘাড় কাত, দেখে নিচ্ছে--নারী ও পুরুষ।
    লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন দৃষ্টিহীন চোখ,
    ,খাবার জুটবে আজ-- তাই কিছু পাতিকাক খুশ।

    একটু বাদে দেখা যাবে নাড়িভুঁড়ি , শিক ও কেবাব,
    খাবার জুটবে ঠিক, ধৈর্য ধর হে বায়সকুল!
    রক্ত ও বারুদগন্ধে জুটে যাবে আরও কিছু জীব,
    নিজেরটা বুঝে নিও! জানি তোমরা করবে না ভুল।

    এবং গল্পটা ঠিক এভাবেই শেষ হয়ে যেত,
    খেলার নিয়ম মেনে সবকিছু চলে ঠিকঠাক।
    প্রতিবাদ আক্রমণ লাথি-চড়- পুলিশের লাঠি ,
    কিন্তু সব ভেস্তে দিল ওই ব্যাটা ভুষুণ্ডির কাক।

    হটাৎ সে নেমে এল খুঁটি ছেড়ে বুথের ভেতরে,
    ঠোঁটের ডগায় তোলে এভিএম -ভোটের মেশিন।
    সে ডানার পাখসাটে হতভম্ব এজেন্ট, পুলিশ,
    কিন্তু আমি বুঝে গেছি আজ বুঝি ফ্যাতাড়ুর দিন।
  • অনিকেত | 127.194.224.250 | ১২ অক্টোবর ২০১৫ ০৯:০০507577
  • তর্পণ

    ...অভিবাবু পা টিপে টিপে নেমে এলেন
    আগে আরো ঘন ঘন আসতেন ইদানিং শুধু এই দিনটায়
    প্রতি বছরই আসেন। ওরা ডাকে বলেই নয় আসলে সুরটা
    এখনও বড় টানে।
    ছাদের ওপর এখনও অনেক গাছ, অন্ধকারে সব ভাল ঠাহর হয় না
    কোণের বড় টবে শিউলিগাছটা বোধহয় ওঁকে চিনতে পারল
    এপাশের কোণায় হাসনুহানাও
    ভেজানো দরজার পাশে দাঁড়িয়ে শুনতে থাকেন অভিবাবু

    বুলবুলি শিস দেয়, বড় মায়া
    স্ত্রী কি আরো কৃশ হয়েছেন আর মেয়েটা কি তেমনই ঘুমকাতুরে
    কিন্তু অভিবাবু ভেতরে ঢোকেন না
    অন্ধকার কেটে যাচ্ছে ওরা দেখতে পেয়ে যাবে

    তিলমেশানো জলের জন্য অপেক্ষা না করেই উনি রওনা হয়ে পড়লেন
    কেননা ওদের চোখে জল দেখলে এই দশ বছর পরেও
    ওঁর খুব কষ্ট হয় ।।
  • অনিকেত | 127.194.224.250 | ১২ অক্টোবর ২০১৫ ০৯:০৩507578
  • তোমরা যেমন স্ট্যাম্প জমাও, আমি জমাই শরৎকাল
    সবকটা শরতের শিউলি-ছাতিম আর কাশ ফুলের হিসেব
    ঠিকঠাক সাজানো থাকে আমার কাছে
    মাঝেমাঝে মিলিয়ে দেখি
    আকাশে নীল ধানের সবুজ আর ছাতিমের গন্ধের হিসেব
    ঠিকঠাক মিলছে কিনা
    প্রতিটা শিউলির কমলা বোঁটায় ধুনোর গন্ধ আর শুভবিজয়ার নির্ভুল বানান
    গুণে গেঁথে রাখা অথচ এর মধ্যেই কি করে যেন
    একটা শরৎ হারিয়ে গেছে
    আমি বাবের বারে হিসেব মেলাই আঁতি-পাঁতি খুঁজে বেড়াই
    ডায়রীর পাতায় কবিতার লাইনে-
    সে বছর কি তবে কাশফুল আর শিউলি ফোটেনি
    বুঝতে পারি না তবে ভয়ে ভয়ে থাকি যে
    এই করেই আমার জমানো শরৎকাল গুলো এক এক করে
    হারিয়েই যাবে আর আমি কিচ্ছু বুঝতে পারব না ।।
  • পাঠক | 132.177.177.32 | ১২ অক্টোবর ২০১৫ ০৯:১৩507579
  • অনিকেত, অপূর্ব।

    মুগ্ধতা জানিয়ে গেলাম।
  • Tim | 108.228.61.183 | ১২ অক্টোবর ২০১৫ ১০:১৭507580
  • অনিকেতের দুটো কবিতাই খুব ভালো লাগলো।
  • san | 113.245.12.111 | ১২ অক্টোবর ২০১৫ ১২:২৬507581
  • সোসেনদির কবিতাপত্তর পড়লে এম্নি কষ্ট হয় যে ইমোশনাল হয়ে যাবার ভয়ে কিছু আর লিখে উঠি না

    নবাগত , অনিকেত - ভাল লাগল।
  • i | 134.171.3.16 | ১২ অক্টোবর ২০১৫ ১৫:৪৯507582
  • এরা আমাকে পাগল করে দিল-
  • Atoz | 161.141.84.176 | ১৩ অক্টোবর ২০১৫ ০০:০৯507583
  • আমায় আর পাগল করতে পারবে না। আগে থেকেই পাগল হয়েই আছি কিনা! ঃ-)
  • sosen | 177.96.67.167 | ১৩ অক্টোবর ২০১৫ ০১:৫৬507585
  • স্যান কি বল্লো বলো তো? পড়লে পরে কষ্ট হয়, না কি পড়তেই কষ্ট হয়?---
  • Atoz | 161.141.84.176 | ১৩ অক্টোবর ২০১৫ ০২:০৩507586
  • কেজানে! হয়তো যাকে কবি বলেছেন, "নিবিড় বেদনার পুলক লাগে প্রাণে"
  • Tim | 140.126.225.237 | ১৩ অক্টোবর ২০১৫ ০৩:৫৬507587
  • সোসেনের হাতের্লেখা খারাপ বলতে চাইলো মনে হয়!
  • san | 113.245.12.16 | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:২৭507588
  • সোসেনদিই বা কী বলতে চাইল - আমায় কষ্ট করে করে বাংলা পড়তে হয় ? আমি কি নিরক্ষর ?
  • sosen | 78.105.152.253 | ১৩ অক্টোবর ২০১৫ ১০:০৯507589
  • না না আমার ঘাড়ে কয়টা মাথা? ;)
  • | 213.99.211.133 | ১৩ অক্টোবর ২০১৫ ১২:৫০507590
  • স্যান,

    আহা নিরক্ষর কেন হবে? হয়তো বলতে চাইলো তেমন ভালো বাংলা জানো না। সেটাও কম -অপমানজনক নয়। যাই হোক.. ঃ))))
  • san | 113.245.14.205 | ১৩ অক্টোবর ২০১৫ ১৭:০৭507591
  • :-D

    আরো কবিতা আসুক।
  • Atoz | 161.141.84.176 | ১৪ অক্টোবর ২০১৫ ০০:১৬507592
  • নিরক্ষর হলে আর পড়বে কেমন করে?
    ঃ-)
  • Soumyadeep Bandyopadhyay | ২৮ অক্টোবর ২০১৫ ২৩:৩৬507596
  • এই তো

    এই তো কেমন হাতল ছুঁয়ে লটকে বাঁচি
    যেমন ঝোলে মরণ কুয়োয় ট্রাপিজ দড়ি
    একটু ভুলের জামিন রাখে সময় কাঁচি
    বাঘের চোখে যেমন দেখায় চিতল হরিন

    এমনভাবেই যাচ্ছে বয়ে নৌকা নোয়ার
    পাড়ার কলে সান্ধ্য কালীন মন্দাকিনী
    স্বপনে শুধু পাই সে নরম মৌকা ছোঁয়া
    বাদবাকিটা সম্বল বুক বন্ধ্যা পিনিক

    তবুও যখন রাস্তা জুড়ে আলোর ছটা
    ফেস্টুনেতে লিখছে খুশির আখর মাণিক
    ইচ্ছে মনে ভিড়ের থেকে লুকিয়ে হটাত
    অর্গলহীন একলা থাকি - কান্না আনি
  • Soumyadeep Bandyopadhyay | ২৮ অক্টোবর ২০১৫ ২৩:৩৬507594
  • এই তো

    এই তো কেমন হাতল ছুঁয়ে লটকে বাঁচি
    যেমন ঝোলে মরণ কুয়োয় ট্রাপিজ দড়ি
    একটু ভুলের জামিন রাখে সময় কাঁচি
    বাঘের চোখে যেমন দেখায় চিতল হরিন

    এমনভাবেই যাচ্ছে বয়ে নৌকা নোয়ার
    পাড়ার কলে সান্ধ্য কালীন মন্দাকিনী
    স্বপনে শুধু পাই সে নরম মৌকা ছোঁয়া
    বাদবাকিটা সম্বল বুক বন্ধ্যা পিনিক

    তবুও যখন রাস্তা জুড়ে আলোর ছটা
    ফেস্টুনেতে লিখছে খুশির আখর মাণিক
    ইচ্ছে মনে ভিড়ের থেকে লুকিয়ে হটাত
    অর্গলহীন একলা থাকি - কান্না আনি
  • Soumyadeep Bandyopadhyay | ২৮ অক্টোবর ২০১৫ ২৩:৩৬507593
  • বা অনিকেত ় খুব ভালো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন