এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমিক রিফর্ম মাল্টিব্র্যান্ড এফডিআই ডিবেট ৩

    aka
    অন্যান্য | ১৪ ডিসেম্বর ২০১১ | ১৯৬২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.96.103.31 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৩২511167
  • এদিকে কোন্নগর, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, হুগলি ইত্যাদি জায়গায় অটো চালু হওয়ার সময় রিক্সাওয়ালারা প্রচন্ড আপত্তি, ধর্মঘট, দু চার টুকরো ইঁট ছোঁড়াছুড়িও করেছিলেন। ওঁদের রোজগারে টান পড়বে বলে। আজও এইসব স্টেশানের প্ল্যাটফর্ম থেকে নামলে রিকসাই পাবেন। অটো ধরতে গেলে একটু হেঁটে ভিতরে যেতে হবে। অটোস্ট্যান্ড কোথায় জিগ্যেস করলে রিক্সাওলারা ভারী রাগ করেন।
  • pi | 132.163.30.207 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৭511169
  • আমার অবিশ্যি টইতে লিখতে আজকাল ক্লান্তি আসে। যাহোক, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি তো নিজেই বলছে, স্থানীয় ব্যবসা ভালো মার খাবে।

    ...While the influx of international retail giants will bring in investments in backend and supply chain management , the Indian arm of Metro Cash & Carry said this will decrease the importance of small traders in the country as consumers would shift to large format stores from the local kirana shops.

    "Consumers will shift to large format stores, so the relevance of small traders will decrease. Because of substantial increase in disposable income due to a growing economy, the focus has today shifted from small to large format stores," said Rajeev Bakshi, managing director, Metro Cash & Carry, India......

    While the impact on small traders would affect Metro's business in the country, the company is betting on a growing business from hotels, restaurants and caterers (Horeca ) for continued growth. "This will indirectly impact our business, but then the other business takes off. People are eating out much more than before. So our Horeca business will go up. The net effect on us is balanced," Bakshi said.

    However, Bakshi added that it is not just foreign retail majors, even large cash-rich domestic players have the capacity to exploit the market. Despite discussions that modern stores and wholesale chains would make the local channels irrelevant, Bakshi said with the demand pattern shifting, these models are becoming irrelevant themselves ....
  • h | 213.99.212.53 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৭511168
  • ডিডি দার লজিকে, নাগরিক সৌন্দার্যায়ন পন্থী রা কিছুটা মরাল গ্রাউন্ড পেতে পারেন। মলের সামনে গাড়ি দাঁড় করানোর জায়্গা বের করার জন্য এক প্রস্থ সৌন্দার্যায়ন হলে, মাল্টি ব্র্যান্ড এফ ডি আই ও বাঁচে, বাজার সরকার ও বাঁচে।
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৯511170
  • বড় স্টোরে বেসমেন্ট পার্কিংই তো থাকে।
  • h | 213.99.212.53 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৫511171
  • ডিডি দাকে একটু খবর দিয়ে দে, খ্যাল করে না বোধায়।
    কত বড় তার উপরে ডিপেন হয়তো
    ;-)

    কিন্তু আজ আই এম এফ এত কিসু পরেও বলছে, গ্রোথ ভারতে বাড়বে না, যেটা এমনিতেই অবশ্য অনেকের থেকে বেশি। কাRণ শুনলে আদিখ্যেতা মনে হতে পারে, বলেছে ডিমান্ড নাই ত্যামন।

    September 16, 2012: The International Monetary Fund sees the global economy slowing further in 2012 before gathering steam in 2013.

    In its latest World Economic Outlook projections, the IMF seems to have underlined that no country will be able to emerge unscathed from the continuing global turmoil, slashing its earlier estimates made in April.

    India, in particular, will see the biggest impact in growth on account of the slowdown, according to IMF data.

    The IMF has cut its 2012 growth estimate for the Indian economy by 0.7 percentage points to 6.1 per cent, the sharpest revision for any of the countries included in the report. This translates into 10.3 per cent reduction in the growth estimate.

    In 2010, the Indian economy grew by 10.8 per cent, according to the IMF data. In 2011, this slowed to 7.1 per cent.

    What is more, the IMF believes that the impact of the uncertain conditions will be felt in 2013 as well: it has cut its 2013 growth estimate for India by 0.7 percentage points to 6.5 per cent. This amounts to a 9.7 per cent reduction of the growth estimate. With respect to the fourth quarter, the IMF believes the Indian economy will grow by 6.4 per cent in both 2012 and 2013, a slight improvement from 6.2 per cent in Q4, 2011.
    ...
    Besides India, other emerging market economies, such as Brazil and China, have also seen their growth projections slashed. The reasons for the downgrade include a weak external environment, coupled with a decline in domestic demand.

    ---

    quote from http://www.thehindubusinessline.com/industry-and-economy/economy/article3904448.ece
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৯511173
  • যেটা ইন্টারেস্টিং সেটা হল সিংহ শুধু গর্জন করে (আবাপ-র ভাষায়) যখন স্যাম চাচার দেশ থেকে কেশর ধরে টানে। আদারওয়াইজ (গন্ডা গন্ডা স্ক্যাম ইত্যাদির ক্ষেত্রে) সিংহ ঘুমায়, বা আয়নার সামনে প্রসাধনে ব্যস্ত থাকে (সীজারের বিবি কিনা) ;-)
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৩511174
  • হ্যাঁ, ডোমেস্টিক ডিমান্ড তো সংঘাতিক কিছু বাড়বে না। ডিজেলের প্রাইস হাইকের জন্য আরো কমবে। আজ আরবিআই রেপো রেটও কমায়নি।

    কাজেই এইবার রকেট একটু ফু-উ-উ-স করেই আবার জমিতে লুটোবে। ঃ)
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৪511175
  • মানে এর আগে একবারই সিংহ গর্জন করেছিলো - নিউক্লিয়ার ডীলের সময়। আর তারপর এই এবার গর্জন করলো। দুবারই (কাকতালীয়, নাকি নয়?) স্যামকাকু কোনো না কোনোভাবে জড়িত। এইটে যেন কেমং কেমং...
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৫511177
  • দেখো বাপু, ১৯৯০ সালে লোক ছিল ৮৫ কোটি, আর, ২০১২ সালে লোক হল ১২০ কোটি।
    বড়, মেজ, ছোট - সবাই খাবে। চিন্তার কিছু নাই।
  • j | 230.227.106.153 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:০২511178
  • মন মেরা স্যাম স্যাম .......
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:০৭511179
  • স্যাম-এর দেশের আইটি কোম্পানীকে পাত পেড়ে খেতে দেবে, আর রিটেইল-কে দেবে না, তা কি হয়!
  • PT | 213.110.243.21 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:১৪511180
  • যেমন ছিল একটা ইন্ডিয়া আর আরেকটা ভারত সেই ব্যব্স্থাটাই চালু থাকল। মলের চারপাশে কিছু নাঙ্গা বাচ্চা-গা সওয়া হয়ে গ্যাছে আর লিখতে নিজেরই কেমন ন্যাকা ন্যাকা লাগে-সে সবও থাকবে আগের মতই। যদিও নির্বেদ রায়ের মতে ১৯৮৬-তে যাদের ১৫০০০ মাইনে ছিল তারা নাকি সবাই এখন ৭৫০০০ পাচ্ছে তাই হতাশাবাদীদের এইসব হাহাকারের কোন মানেই হয়্না।

    আর এই সব কিছুর সঙ্গেই আমেরিকা জড়িয়ে মাখামাখি হয়ে রইল। বিশ্বাস করতে মন চায় না তবু পরপর কেমন যেন "খাপের খাপ পঞ্চার বাপ" তত্ব মেনে, প্রথমে বামেদের বিদায়, তারপর পণুদার বিদায় প্রহসন, আমেরিকার কাগজে মনুদাকে ধমকানি অতঃপর এইসব অর্থনৈতিক "সংস্কার" এবং সাথে সাথেই আমেরিকার কাগজে কাগজে ভুয়সী প্রশংসা।

    পরিবর্তনপন্থীরা শুধু পঃবঙ্গে কেঁদে আকুল হলেন!!!
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২০511181
  • একবার এই নিয়ে দেবেশ বাবুর (তখন পঃবঃ এর আইটি মিনিস্টার ছিলেন) অল্প কথা হয়েছিল। উনি বলেছিলেন, আমেরিকান কোম্পানী যাতে আরো আসে, শুধু আইবিএম বা অ্যালসেঞ্চার নয়, সফ্‌টওয়ার কনসাল্টিং-এর বাইরে হার্ডওয়ার-এ ইন্টেল, সিস্‌কো - এদেরকে কিভাবে অ্যাপ্রোচ করা যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করছিলেন।
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২১511182
  • বামেদের বিদায়্টাও কি স্যামচাচা ঘটাল? লিবিয়ার ফেসবুক বিপ্লবের মত? ;-)
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২২511183
  • ইন্টেল আর সিসকো তো কবে থেকেই আছে!
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২৪511185
  • কলকাতায়/পঃবঃ ইন্টেল বা সিস্‌কো-র ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ? তাহলে হয়ত পরে হয়েছে, আমি ২০০৮ এর কথা বলছি।
  • | 132.248.183.1 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২৪511184
  • অপ্পন , একটা গুরুত্বহীন দল নিয়ে এত বাইট খরছ করার কী আছে ? হাতে কাজ না থাকলে পদ্দ লেখো। ঃ))
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২৮511188
  • ভারতে আছে, তবে ম্যানুফ্যাকচারিং ইউনিট নয় মনে হয়। উপস্থিতি আছে।
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২৮511186
  • কলকাতার কথা জানি না। দেশ = পঃবঙ্গ নাকি?
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:২৯511189
  • বোঝো! দেবেশ বাবু পঃবঃ-এর কথাই বলছিলেন।
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৩511190
  • দেবেশবাবু তো পঃবঙ্গের আইটি মিনিস্টার (ছিলেন)। তিনি পঃবঙ্গের বাইরের কথা বলবেন কেন?

    ভারতে ইন্টেলের ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই। তবে নন-ম্যানুফয়াকচারিং ইউনিট হিসেবে ইউএসের পরেই সবচেয়ে বড় ইউনিট ভারতে।
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৯511193
  • ওয়ালমার্ট ভারতে বিজনেস পেল কি না তাই নিয়ে ওবামা সরকারের ঠিক কতটা মাথাব্যাথা তা নিয়ে তেমন কিছু তো শোনা যায় না।
    প্রাইভেট কোম্পানীর বিজেনেসের ব্যাপারে আমেরিকান সরকার বিদেশের গর্ভনমেন্টের ওপর কূটনৈতিক প্রভাব ফেলার চেষ্টা করে না তা নয় - তবে মূলত - অয়েল/এনার্জি, অ্যাভিয়েশন (এয়ারলাইন্স), যুদ্ধাস্ত্র... ইত্যাদিতে। যেমন, মনমোহন-এর ওপর বুশ গর্ভনমেন্টের চাপ ছিল বোয়িং থেকে এয়ার ইন্ডিয়ার প্লেন কেনার জন্যে (কয়েক বিলিয়ন ডলারের ), ফ্রান্সের এয়ারবাস-এর বিড ভালো হলেও - এবং, এটা খবরে বেরিয়েছিল।
    আর, নিউক্লিয়ার ডিল তো পুরো সরকারি ব্যাপার ছিল।
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৯511192
  • ভারতে আদৌ কোনো chip ম্যানুফ্যাকচারিং হয় বলে মনে হয় না। ইন্টেল, মেন্টর, টি-আই - সবারই ডিজাইনের কিছু কাজ হয়। ম্যানুফ্যাকচারিং সব তাইওয়ান, সিঙ্গাপুর ইঃ।
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪০511194
  • এফডিআই নিয়ে হিলারী বেশ কিছু ডায়লগ দিয়ে গেসলো।
  • | 132.248.183.1 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪২511196
  • আচ্ছা LCM দা, যে গুলো ওর বিক্রী করর চেষ্টা করে সেগুলো খানিক টা আউটডেটেড তাই তো?
  • T | 24.139.128.15 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪২511195
  • আমার 'ইন্টারেস্টিং অবজারভেশন',
    মেট্রো ক্যাশ এন্ড ক্যারি, রিলায়েন্স ফ্রেশ ও আরো নানাবিধ সুপারমার্কেট খোলার পর ব্যাঙ্গালোরের যশবন্তপুর সব্জিবাজার ক্রমশঃ সংকুচিত হয়েছে। এই সুপারমার্কেট গুলো যশবন্তপুর এলাকায় মোটামুটি ৩-৪ কিমি রেডিয়াসের বৃত্তের মধ্যে। আগে সন্ধ্যের পরও বাজার থাকত, ইদানীং আর দেখি না। আর পাড়ার যেসব দোকানে সব্জি পাওয়া যায় সেগুলো একটাও সব্জির দোকান নয়, হয় মুদীখানা বা মোবাইল সারানোর দোকান, কি ওষুধের দোকান, বা স্টেশনারী শপ ইত্যাদি। সামনে খানকতক ট্রে তে কিছু আনাজপাতি রাখা থাকে। নিতান্ত দায়ে না পড়লে কেউ কেনে না। যারা এসব রাখে তাদের প্রাইমারী ইনকাম সব্জি বিক্রী করে আসে না। আগে কিছু ঠেলাওলা দেখতাম পাড়ায় পাড়ায় ঘুরে সব্জি বেচছে। এখন আর দেখি না। মাছ মাংসের দোকান গুলোর অবস্থাও তেমনি। সুপারমার্কেট গুলোতে দাম কম। ফলে লোকে ওখান থেকেই কিনতে চায়। তবে যোগান কম তাই এখনও বাইরের দোকান গুলো টিকে আছে। বেশ কিছু আশেপাশের হোটেল গুলোর সাথে চুক্তি করে নিয়েছে। তবে ধীরে ধীরে মাছ মাংসের সুপার মার্কেট মতন ও চালু হচ্ছে। ফলে এই পাড়ায় পাড়ায় কনসেপ্ট আর বেশীদিনের জন্য নয়। সুপার মার্কেট গুলোর লোকেশনও এমন কিছু রিমোট নয়। লোকে হরদম বাস অটো বা স্কুটিতে চড়ে চলে যাচ্ছে। দুতিনবছর আগেও বাজারে গিয়ে মাছ কিনতাম। এখন আর কিনি না, কারণ দামে সস্তা পড়ে। যশবন্তপুর ইত্যাদি এলাকাতে তুলনামূলক কম ইনকামের লোকজন থাকে, সেখানেই এই অবস্থা। কাছাকাছি একটু পশ এরিয়া যেমন মালেশ্বরম ইত্যাদিতে লোকে স্রেফ এই সুপার মার্কেট গুলো থেকেই কেনে। মালেশ্বরম সব্জি বাজার কোনোরকমে টিমটিম করে টিকে আছে।

    তবে এখনো অবধি জামাকাপড় ইত্যাদির দোকানে মলের থেকে বেশী ভীড় দেখি।

    আমার 'ইন্টারেস্টং অবজার্ভেশন' শেষ হলো।
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৪511197
  • তা দেসিলো। জ্ঞান দেসিলো, কি করলে দ্যাশের মঙ্গল হয়।
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৯511199
  • রিলায়েন্স ফ্রেশ আবার আমাদের ওদিকে এক্কেরে ফালতু। চলে না বলবো না, দিব্যি চলে। রিলায়েন্স ফ্রেশ আর স্পেন্সার্স - দুটোই - পোচ্চুর ভীড় - সব আশেপাশের অ্যাপার্টমেন্টগুলো থেকে হাফ পেন্টুল পরে ভদ্রলোকেরা আসেন বাজার করতে। তবে কোয়ালিটি খুব খারাপ। বিশেষ করে রিলায়েন্স ফ্রেশটা। এই লোকগুলো কেং কোয়ে ওইসব শুঁটকো সবজি কেনে ভগা জানেন। রিলায়েন্স ফ্রেশে তো একদিন দেখি পাঁউরুটিতে ছাতা পড়ে সবুজ হয়ে গেছে - সেটাও দিব্যি র‌্যাকে রেখে দিয়েছে। নিয়ে গিয়ে দেখালুম - বল্ল - "ও, তাই? আচ্ছা" - মানে কিসুই এসে যায় না আর কী। আর কখনো ঢুকিনি ওই দোকানটাতে। স্পেন্সার্সে বরং একটু বেটার অবস্থা, কিন্তু তাও টাটকা সব্জি আর মাছ/মাংসর জন্যে বাঁশদ্রোনী বাজারই ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন