এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমিক রিফর্ম মাল্টিব্র্যান্ড এফডিআই ডিবেট ৩

    aka
    অন্যান্য | ১৪ ডিসেম্বর ২০১১ | ১৯৬২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩২511234
  • এলপিজি-র ৬ টা সিলিন্ডারের কথা অ্যানাউন্স হবার পর লোকজন হুলিয়ে নতুন অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে - সব কটা ডিলারের ওখানে পেল্লায় লাইন। নিয়ম হল আলাদা রান্নাঘর দেখাতে হয়। অবিশ্যি গেরো তো চিরকালই ফস্‌কা...
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩৮511235
  • তেল সাবসিডি সমর্থন করিনা।

    @hatem মমতা ব্যানার্জি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্চায়েত ভোট একা লড়বেন। রাজনীতিজ্ঞান একটু হলেও আছে। বামদলগুলি একা লড়ছে না কেন? বিজেপির সঙ্গে এক দিনে বন্ধ না ডেকে আলাদা বন্ধ ডাকছে না কেন?

    মারুতি ৫০০ জন লোককে ছাঁটাই করার পর ১৬ সদস্যর একটা কমিটি হয়েছিল ৩১শে আগস্ট। মারুতির ছাঁটাই হওয়া একজন সে কমিটিতে যোগ দেন নি। বিশ্বাস হারাতে হারাতে কোথায় গিয়ে ঠেকছে?
  • b | 135.20.82.166 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:৫৪511236
  • আচ্ছা, এই সাবসিডি কোথায় দেওয়া হয়? মানে, ক্রুড ইমপোর্ট এর সময়, প্রোডাকশনের সময়, নাকি সেলস-এ? কতটা?
  • PT | 213.110.243.21 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:৫৫511237
  • মমতার দলকে কেন্দ্র কখনই কনসাল্ট করছে না একথা বিশ্বাস করতে হবে? ব্যাপারটা যদি তাই হয় তাহলে এই ইনসাল্ট তিনি সহ্যই বা করছেন কেন আর কেন্দ্রের সঙ্গে লেপ্টে আছেনই বা কেন?
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৪511238
  • পিটি, তারা কন্সাল্ট করছে এমনটা ভাবার কী কারণ থাকতে পারে? সমর্থন পাবে না জেনেও কনসাল্ট করতে যাবে? এনডিএর সঙ্গে যাওয়ার ইচ্ছে নেই বলে সঙ্গে আছেন।
  • vc | 24.99.138.60 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২০:৫১511239
  • এই রে দুদুভাতু বলেছে।।।

    কোথায় যেন দেখলাম যে মন্টেক সিং কোথায় ইন্টার্ভু দিয়েছে যে সবাইকে কন্সাল্ট করা হয়েছে, তিনোমুল শুদ্ধু?
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৬511240
  • @b
    ট্যাক্স বা সাবসিডি কোনওটাই না বসালে দাম ঠিক হবে চাহিদা যোগানের নিয়মে। বিভিন্ন জিনিসের রিলেটিভ প্রাইস যা দাঁড়ালো তা থেকে একপ্রকারের রিসোর্স অ্যালোকেশন হল। এবারে ধরুন সব জিনিসের ওপর সমান হারে ট্যাক্স বসানো হল, রিলেটিভ প্রাইস একই রইল, রিসোর্স অ্যালোকেশন একই রইল। এটাই যে শ্রেষ্ঠ রিসোর্স অ্যালোকেশন তা নয়, কারণ কিছু জিনিস বেশি ব্যবহার হলে এক্সটার্নাল বেনিফিট হয়, কিছু জিনিসে এক্সটার্নাল ডিজ-ইকনমি। বাজার দাম দিয়ে এই সমস্যার সুরাহা হয়না। ডিফারেনশিয়াল ট্যাক্স ও সাবসিডি প্রয়োজন হয়। জ্বালানি ব্যবহারের কোনও এক্সটার্নাল বেনিফিট নেই, উল্টোটা আছে -- পরিবেশদূষণ। এই যুক্তিতে জ্বালানি-সাবসিডি ভুল পন্থা। অন্য জিনিসের চাইতে কম হারে ট্যাক্স বসানোও ভুল পন্থা।

    জ্বালানী সাবসিডি গরীব মানুষের কতটা উপকারে লাগে সেটা স্থির করা খুব সহজ নয়। সব জিনিস তৈরি করতেই কিছু জ্বালানি লাগে বটে, কিন্তু সব জিনিসের উৎপাদন প্রক্রিয়া সমপরিমানে জ্বালানি-নির্ভর নয়।
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২১:০৩511241
  • আপনার প্রশ্নের সরাসরি জবাব হল না অবশ্য, @b।
  • pi | 132.163.35.226 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২২:১৭511242
  • কল্লোলদা, ঐ স্টাডিটা দেখলে ?

    আর অন্য টইতে কিছু প্রশ্ন ছিল, জবাব পেলাম না তো !
  • a | 209.16.140.31 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৪511244
  • @maximin দি

    দুটো কোশ্ন ছিল

    ১। সাবসিডি তুলে নেবার সিদ্ধান্তে কি হচ্ছে? আপনি প্রতি মাসে ৩৫০ টাকা একটা পরিবারের কাছ থেকে নিয়ে নিচ্ছেন। এখন সেই টাকা তো শিক্ষা, স্ব্যস্থের মত অন্যান্য অবশ্য প্রয়োজনীয় খাতে খরচ হত। তো এই সাবসিডি তুলে নেবার ফলে হয় তারা আর সেই সেই খাতে খরচ করতে পারবে না, নয় সরকারকে আরো বেশি সাবসিডি দিতে হবে। এর কি মানে হল?
    ২। দাম ঠিক করার পদ্ধতি যা বল্লেন সেটা সঠিক যদি সিস্টেম পারফেক্ট থাকে, অন্য কোন ইন্ফ্লুয়েন্স না থাকে। কিন্তু ভারতের মত উন্নতিশীল কিন্তু ওয়েলফেয়ার স্টেটে যেখানে চাল ডাল থেকে শুরু করে পেট্রল, এলপিজি সবই হোর্ডিং হয়, সেখানে লোকের নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে হঠাত সাবসিডি তুলে নেবার কি মানে? আমি যা বুঝি, এতে নিচের তলার হোর্ডিংকারীরা ব্ল্যাক মার্কেটে গ্যাসের দাম হুহা বাড়িয়ে দেবে আর লোকে কিনতে বাধ্য হবে।
  • PT | 213.110.243.23 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ০০:২৪511245
  • @maximin
    গ্যাসের দাম বাড়ানো বিষয়ে সর্বদ্লীয় যে মিটিং হয় সেখানে তৃণর রত্না দে নাগ উপস্থিত ছিলেন। তিনি স্বয়ং এবিপিআনন্দকে বাইটে জানালেন যে তিনি মৌখিক আপত্তি জানিয়েছিলেন কিন্তু কোন লিখিত "নোট অব ডিসেন্ট" দেননি। ঐ মিটিং-এ উপস্থিত বাম প্রতিনিধি লিখিত "নোট অব ডিসেন্ট" দেন।
  • cb | 24.99.27.30 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ০৮:০৬511246
  • আর এ ভাই জানে নাকি যে নোট অফ ডিসেন্ট বলে কিছু হয়?

    দিদির পাশে দেখিয়ে মুখ
    তাতেই যেন সর্বসুখ
  • Demba Ba | 131.241.218.132 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৩২511248
  • উঁহু, হবে। ৮-৯-এর মত কিছু একটা।
  • Demba Ba | 131.241.218.132 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৪511250
  • বাই দ্য ওয়ে - এই ৬ টা সিলিন্ডার কবে থেকে হিসেব হবে সেই নিয়ে কোনো গাইডলাইন নেই। আমাদের ইন্ডেন ডিস্ট্রিবিউটার কাল ক্যাল খেয়েছে - লোকজনকে তাদের ৬টা হয়ে গেছে বলে বেশি দাম নিতে গিয়ে।
  • প্পন | 126.202.118.249 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৪511249
  • এলপিজি হবে কিছুটা।
  • নেতাই | 131.241.98.225 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৮511251
  • ব্ল্যাকে কত তে দাঁড়াবে?
    আগে ৬৫০-৭৫০ টাকায় পাচ্ছিলাম।
  • cb | 213.91.201.56 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৫511252
  • হুলিয়ে ক্যাল দিন, ৬ সিলিন্ডার এর প্রতিবাদ করুন :)
  • Demba Ba | 131.241.218.132 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৭511253
  • ওই লোকটা ক্যাল খাওয়ায় মোটে দুঃখু হয়নি। তিনোদের হয়ে কাউন্সিলর দাঁড়িয়েছিলো, গোটা পুটিয়ারী এলাকা জানে মালটা কোন রেঞ্জের হারামী। ইন্ডেন ডিস্ট্রিবিউটার হয়ে ফুলে ঢোল হয়ে গেছে পুরো - চুরি করে।
  • | 120.227.72.116 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:২১511255
  • সত্যি তো কোন লজ্জা নেই। জানে না চুরি করতে হলে একটি বিশেষ দলের হয়ে কাজ করতে হয় । কত লোক এই করে ঢাক/ঢোল ইত্যাদি হয়েছে। কাউনটবলি ইনফাইনাইট।
  • ডিডি | 120.234.159.216 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৫511256
  • এই যা যা প্রতিবাদ প্রতিরোধ,রক্ত গরম করা "বন্ধুগন,আজ আমরা....."ইঃ, সাম্রাজ্যবাদ বিরোধী লিংটিং। হ্যান্ত্যান। এইসবের আয়ু আর মাত্র হপ্তা দুয়েক।

    ব্যাস। তারপরেই শরত রানীর মিঠে রোদ, রাঙা আলুর মতোন আলো, ঢাকের মিহিন কুর মুড়, কাশের ন্যাজ ঝাপটা ইঃ শুরু হয়ে যাবে। নস্টালজিতে ফেটে পরবে সুবে বাংলা। শাঁকালুর গন্ধে মাতোয়ারা ত্রিভুবন। তার মধ্যেই বেড়াতে যাওয়ার গোছগাছ। আর কোনো অ্যাজেন্ডা থাকবে না।

    আবার সেই হা আ আ ই নভেম্বরে আবার প্রতিবাদ প্রতিরোধ .... যদ্দিন না বইমেলা আসছে।

    টাইমিং টা খুব মিষ্টি হয়েছে।
  • PT | 213.110.243.21 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৪:০২511257
  • ..... সোনার বাংলা?!
  • ডিডি | 120.234.159.216 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৪:২২511258
  • ঠাট্টা করবেন না। এখন সিরিয়াসনেসের সময়। সোনার ভারত অ্যাট নিউ প্রাইস আবার শাইন টাইন করে অস্থির করবে।

    এদিকে নিতীশবাবুও কয়েছেন বিহারে এপ ডি আই চলবে না, ইনফ্রাস্ট্রাকচারে ইয়েস কিন্তু রিটেইলে নো। বিহারেও ওয়ালমার্ট হবে না? তাইলে ?

    তাইলে সেই মিজোরাম আর সিকিম ছাড়া উপায় নেই? ওনারা এখনো না কন নি।

    কিন্তু আমারো বিশ্বাস, সে বিজেপি এখন যতই ইকরি মিকিরি করুক ,লুরুতে আর গুজরাতে হবেই। আমি ওয়ালমার্টে শপিং করে নিষিদ্ধ ও তুরীয় আনন্দ পাবো।

    এ আমার অংগীকার।
  • maximin | 69.93.195.248 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৫511259
  • অ --পেট্রোল-ডিজেলের ওপরে সাবসিডি দিয়ে গরীব পরিবারের স্বাস্থ্য-শিক্ষার খরচ জোটানো খুব ঘুরপথে কাজ। দু নম্বর পয়েন্ট বিষয়ে, সাবসিডি তোলে নি, কমিয়েছে।
  • PT | 213.110.243.21 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:২৯511260
  • রাষ্ট্র বোধহয় প্রকারান্তরে মেনে নিয়েছে যে চোর-ডাকাত ধরার চাইতে মাওবাদী ধরা সহজ। তাই সুইস ব্যাঙ্ক থেকে টাকা ফেরৎ আনার বা কর-ফাঁকি দেওয়া বন্ধ করার চেষ্টা না করে সাধারণ লোকের ঘাড়ে জোয়াল দিয়ে পয়সা তোলার চেষ্টা করছে।
  • maximin | 69.93.195.248 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩৪511261
  • কেরোসিন তেলে অবশ্যই সাবসিডি থাকা উচিত। প্রসঙ্গত, কেরোসিন তেলকে নীল রঙ করা হয়েছিল যাতে অন্য তেলে মেশাতে না পারে, সেটা উঠে গেছে। ঠিক কবে উঠে গেল, কোন সাল থেকে?
  • কল্লোল | 111.63.163.214 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০০:০৭511262
  • পিটিকে ক্ক্ক।
    সংষ্কার মানে ভরতুকি তুলে দেওয়া। আর, কালো টাকা ধরা মানে পিছিয়ে যাওয়া!!

    মমতা তবে সমর্থনই তুলে নিলো। সরকার হয়তো টিঁকে যাবে।
  • maximin | 69.93.195.248 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০১:০২511263
  • @b জিগাসা করেছিলেন সাবসিডি কোথায় দেওয়া হয় ইম্পোর্টে না প্রোডাকশনে না সেলস এ --

    প্রশ্নটা আসলে হবে সাবসিডি 'কাকে' দেওয়া হয়। উত্তর -- দেশের যাবতীয় তেল ব্যবহারকারিকে, বড়লোক মধ্যবিত্ত গরিব নির্বিশেষে সকলকে দেওয়া হয়।

    ইম্পোর্টে আমদানি শুল্ক আছে ও থাকাই উচিত। প্রোডাকশনে এক্সাইজ ডিউটি সব জিনিসে যেমন আছে, জ্বালানিতেও আছে, জ্বালানিতে অন্য জিনিসের চাইতে বেশি হারে এক্সাইজ ডিউটি বসানো হয়নি। হলে ভালো হত।
  • maximin | 69.93.195.248 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০১:০৭511264
  • এতদিন ধরে এই ভুল নীতি চলেছে বলে আজ আমাদের দেশে জ্বালানির এত অপচয়।
  • মন্টেক | 132.177.154.0 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০১:১২511266
  • আমি তো এটাই বলতে চেয়েছিলাম
    মোমতা দিদি শুদুশুদু আমায় ভুল বুজলো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন