এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমিক রিফর্ম মাল্টিব্র্যান্ড এফডিআই ডিবেট ৩

    aka
    অন্যান্য | ১৪ ডিসেম্বর ২০১১ | ১৯৬১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫০511300
  • http://capitalmind.in/2012/06/fooling-us-with-the-petrol-price-breakup/

    আন্তর্জাতিক ক্রুড বাজারের সঙ্গেও সমানুপাতিক নয়, খুড়োর কল পুউরো ব্যারেলের দাম কমছে আর এদিকে পেট্রোল প্রাইস বাড়ছে, এক্সচেঞ্জ রেটের ভ্যরিয়েশনও ঐ সময় এমন কিছু ছিল না, নিচের টেবিল দ্রষ্টব্য



    আর ম্যামিদি - কখন বলা হয়েছে , জিরো প্রাইসে দিতে ?? অন্যের মুখে নিজের কথা বসাচ্ছেন কেন !
  • প্পন | 126.50.59.180 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৪511301
  • এই পয়েন্টটা বুঝলাম না। নতুন প্রোজেক্টের জন্য খরচ তেলের দাম বাড়িয়ে তুলতে হবে? তার জন্য ইনফ্লেশন বেড়ে গেলেও?

    তালে আর ঘটা করে শেয়ার ছাড়া কেন? নতুন প্রোজেক্টের জন্য আইপিও ছেড়ে টাকা তুললেই তো হয়।
  • b | 135.20.82.164 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৫511302
  • আপনার স্যাম্পল-এ ভেনেজুয়েলা একটু বেখাপ্পা। ঐ দেশটি ওপেক-এর মেম্বার। রাশিয়া, কানাডাও অনেকটাই নিজের ভাত নিজে যোগায়।

    যে দেশগুলি তেল আমদানি করে সবচেয়ে বেশি, তাদের একটু পুরোনো লিস্ট এখানে পেলামঃ

    http://www.eia.gov/countries/index.cfm?topL=imp

    ডানদিকে দেখুন। কমপেয়ার করতে হলে শুধু চীনের সাথেই করা চলে।
  • kc | 204.126.37.78 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৭511303
  • আরে রাজদীপ, ডেটা ঠিক কর।

    http://www.kshitij.com/research/petrol.shtml

    আর এই তক্কের একটা উল্টো তত্ত্বও আছে। তেলের দাম না বাড়িয়ে বাড়িয়ে, অয়েল কোম্পানি গুলোর ফিউচার প্রজেক্ট ফান্ডিংটা বেশ ননভায়াবল হয়ে উঠছে, এই করে করে নাভিশ্বাস উঠলেই বিপি আর শেভরন এদেশে রিফাইনারি খোলার পারমিশন পেয়ে যাবে।
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৩511305
  • কেসি ভাই সোজা কথা, যে সস্তায় তেল দেবে ঃ-) হ্যাঁ তেল দেবে তার অপশন এক্সপ্লোর করা উচিত, তাতে বাম , ডান উত্তর , দক্ষিণ দেখলে হবে না

    যেখানে গোটা দেশের অর্থনীতি , ইনফ্লেশন সব কিছু তেলের উপর নির্ভরশীল তার জন্য দরকার হলে বিপি , শেভরন, এক্সনমোবিল, টোটাল সবার কাছেই যেতে হবে , হ্যাঁ অবশ্যই অরুন শৌরির কায়দায় দেশীয় কোম্পানী গুলোকে না মেরে।

    কি করে এই ব্যালান্স রাখা হবে ?

    জানা নেই
  • Reshmi | 129.226.173.2 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৩511304
  • IOC তার এম্প্লয়ীদের গোল্ড কয়েন দিলে সেটা খবর হয়, (যেটা কিনা কোম্পানীর গোল্ডেন জুবিলি তে দেওয়া হয়েছিল আর তার ওপর পুরোদস্তুর perquisite tax ও নিয়েছে সরকার) আর বছরের পর পর বছর বোনাস বা খরচ কমানোর জন্য অন্যান্য আরো সুযোগ সুবিধা ক্রমশঃ কমাতে থাকলে সেগুলো কেন খবরে আসে না তাই ভাবি!

    "But these companies produce other products and by products of the refining process such benzene and toluene etc, which makes huge profits for them" - ঠিক কথা। কিন্তু এ গুলো তো ঠিক direct refining এর প্রোডাক্ট নয়, additional processing লাগে। যে সব রিফাইনারী তে এ সব plant আছে আছে, কিন্তু অন্য জায়্গায় বানাতে গেলে টাকা তো লাগবে রে বাবা। সে জন্যই তো পারাদীপ এর example টা দিলাম।
  • T | 24.139.128.15 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৬511306
  • IOCL এর নেট প্রফিট দেখুন, ২০০৮ এ ৬৯৬২কোটি, ২০০৯ এ ২৯৪৯ কোটি, ২০১০ এ ১০২২০ কোটি, ২০১১ এ ৭৪৪৫ কোটি, ২০১২ এ ৩৯৫৫ কোটি। এটা স্ট্যান্ড আলোন। কনসোলিডেটেড নেট প্রফিট ২০০৮ এ ৮৫৫০ কোটি, ২০০৯ এ ২৩৯৫ কোটি, ২০১০ এ ১০৯৯৮ কোটি, ২০১১ এ ৮০৮৫ কোটি। কোন মনোটোনিক্যালি ডিক্রীজিং এর চেহারা তো পাচ্ছি না। অন্যদিকে তেলের দাম তো ২০০৮ এর পর থেকে ক্রমাগতই বেড়েছে। সুতরাং তেল কোম্পানীর লাভ কমছে অতএব দাম বাড়াও এই যুক্তি খাটছে কি করে?
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৬511307
  • কেসি আরো একটু বলি ....

    শিয়রে যখন সমন তখন সর্ব্ত্রই আসুক , একটা দুটো কোংকে বা সেক্টরকে কেন প্রোটেকশন দেওয়া হবে?

    বিদেশি ব্যাংককে ঢুকতে দেব , বিদেশি টেলিকম কোং থাকবে , দিল্লী-কলকাতার খেলনা শিল্প ধ্বংস করে দেওয়া চাইনিজ টয় থাকবে তাইলে বিদেশি তেল নয় কেন ?

    এনার্জি সিকিউরিটির যুক্তি ? ধোপে টিকবে না , তাইলে টেলিকম সিকিউরিটি , ফিনান্সিয়াল সিকিউরিটি , আই টি সিকিউরিটি সবটাতেই কিন্তু বিদেশি কোংরা অলরেডি আছে
  • ম্যাক্সিমিন | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:২১511308
  • অন্যের মুখে বসাই নি তো? ওটা আমিই বলেছি। একটা সিনারিও কল্পনা করুন, যেখানে ক্রুডের ওপরে কাস্টমস ডিউটি নেই, তারপরের স্টেজে এক্সাইজ ডিউটি নেই, সেলস স্টেজেও কোনও কর নেই। তা সত্বেও দেশের বাজারে পেট্রোল ডিজেলের দাম শুন্য হবে না। এবারে একটা পলিসি টার্গেট বানান -- দেশের বাজারে তেলের দাম দাম শুন্য করা হবে।

    সাবসিডি লাগবে তো, নাকি লাগবে না? বি এর কালকের প্রশ্ন (আগের পাতা দেখুন) রিপিট করছি -- সাবসিডি কোথায় বসবে, ইম্পোর্টে, না প্রোডাকশনে না সেলসে এবং কত?
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৫511310
  • তো ঐ কর কেউ তুলে দিতে হবে বলে দাবি করে নি

    বলা হচ্ছে একটু কমিয়ে দিতে .... এই আর কি
  • Reshmi | 129.226.173.2 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৯511311
  • কিন্তু বিপি বা শেভরন এখানে refinery খুললে সস্তায় তেল পাওয়া যাবে সেটা কি করে ধরে নেওয়া গেল? ওরা কি সস্তায় crude oil পাবে, না কি product এ tax থাকবে না? একটু বুঝিয়ে বললে ভালো হয়।
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৩511312
  • সেটাই তো বলা হচ্ছে ... সস্তায় নাও দিতে পারে, না পোষালে উঠে যাবে

    কিন্তু অন্য সব সেক্টরের মত অ্যালাউ করতে আপত্তি কোথায় ?
  • ম্যাক্সিমিন | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৪511313
  • ঠিকাছে দাম একটু কমাবেন। কী যুক্তিতে কমাবেন? ডিস্ট্রিবিউশনাল যুক্তি নাকি এনভায়রনমেন্ট?
  • ম্যাক্সিমিন | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৬511314
  • রেশমিকে হাই বলা হয়নি। হাই বলে গেলাম।

    জেকে বলব জেনেরিক যে লেখাটা দিয়েছে সেটার সঙ্গে তার আগের পড়া মিলিয়ে নিতে অথবা মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে।
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৭511316
  • মানুষকে একটু রিলিফ দেওয়া

    ব্যস একেবারে বেদব্যাস ........ এটুকুই আর কোন যুক্তি নেই
  • প্পন | 126.50.59.180 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৭511315
  • দিতে না পারলে আসবে না। কিন্তু প্রোটেকশনিজম দিয়ে কিস্যু ভালো হয় না।
  • j | 230.227.106.153 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৯511317
  • আর বেছে বেছে একটা সেক্টরকেই প্রোটেকশনিজম দেওয়া আরো খারাপ
  • প্পন | 126.50.59.180 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪০511319
  • রেশমীকে পাল্টা প্রশ্ন, শেলের পেট্রল পাম্পগুলি কী করে চলে? তেলের দাম বেশি তাও লোকে ওখানে যায়। কেন?
  • Reshmi | 129.226.173.2 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪০511318
  • আরে বিপি শেভরন পর্যন্ত যেতে হবে কেন? যদি পোষাতো, তাহলে কি রিলায়েন্স এতদিনে export করা বন্ধ করে দেশের ভেতর তেল বিক্রি করত না? ওদের refinery তো অনেক বড় আর latest technology, production cost তো PSU refinery গুলোর তুলোনায় নিঃসন্দেহে অনেক কম।
  • kc | 204.126.37.78 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪১511321
  • রাজদীপ, আর একটু তলিয়ে দ্যাখো। এনার্জিতে বিদেশী দের হাততোলা হয়ে গেলে আর কিছুই বাকি থাকবেনা। আর সেটা হতে দেবেই বা কে? কেউ না। বিপিসিএল আর এইচপিসিএলের ডিসইনভেস্টমেন্টের বাওয়ালগুলো ভুলে যেওনা।
  • kc | 204.126.37.78 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৮511323
  • প্পন আরেক্টু দ্যাখো। ওই তেলের দাম বেশী বলেই রিলায়েন্সের তেলের পাম্প্গুলো বসে গেছে।
    আর রিলায়েন্সের সেকেন্ডফেজটা পুরো একস্পোর্ট করবে এই কড়ারেই পার্মিশন পেয়েছে। নয়তো দেশের কোম্পানিকে বাঁশ দেওয়ার রাস্তা অনেকটাই এগিয়ে গেছিল।
  • প্পন | 126.50.59.180 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫১511324
  • কেসি, আমি কিছুই বুঝছি না। আপাতত হনুর 11:06 AM-এর পোস্টে একটা ক দিচ্ছি।
  • bb | 127.213.213.247 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৪511325
  • আমি শেলের তেল কিনি আর অনেক বেশী মাইলেজ পাই IOCL থেকে।
  • PT | 213.110.243.21 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ২০:১৯511326
  • এই গোটা ব্যাপারটা কি দেশী আর বিদেশী পুঁজির বাজার দখলের জন্য দড়ি টানাটানি? বিজেপি (মমতা সহ) দেশীর দলে আর কংগ্রেস বিদেশীর পক্ষে?
  • কল্লোল | 125.184.28.22 | ২০ সেপ্টেম্বর ২০১২ ০৭:২৪511327
  • এসব খোলা বাজার আর প্রতিযোগীতা বলে লাফালাফি স্রেফ লোক ঠকানো। খোলা বাজার আর প্রতিযোগীতাই যদি দাম ঠিক করবে তো একএকটা কোংএ এক এক রকম দাম হতো পেট্রলের। সকলেই তো চাইবে দাম অন্যের চেয়ে একটু কমিয়ে বিক্রী ও লাভ বেশী করতে। কোই সে বেলা তো হাসি মুখে ওপেক হয় বাজার ও প্রতিযোগীতাকে কলা দেখিয়ে। বাজার আর প্রতিযোগীতাই যদি দাম ঠিক করবে তো ট্যাক্সো গুলো আছে কি কত্তে? ওগুলো তো বাজারী এলিমেন্ট নয়। ছোট জএর Date:19 Sep 2012 -- 04:39 PM পোস্টে পরিষ্কার যে দামের চেয়ে ট্যাক্সো বেশী।

    ওদিকে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে রুমাল হয়ে গেলো http://www.anandabazar.com/20edit4.html

    জমির দাম বাড়লে অর্থনীতি এক্কেরে মুখ থুবড়ে পড়ে পটল তুলবে। আর পেট্রল-ডিজেল-গ্যাসের দাম বাড়লে, তার জন্য সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া বাড়লে অর্থনীতি এক্দম লাফাইয়া লাফাইয়া চাঙ্গা হয়ে উঠবে।
    ঢপবাজীরও সীমা আছে। এখানে রেশনের উপর ভাষণ প্রচুর হয়, কিন্তু ভাষণের উপর রেশন নেই (ষাঠের দশকে মনোজ ভরতকুমাতের ফিল্ম উপকারে প্রাণের ডায়লগ)।

    এতেই দেখি লিখেছে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছে একরপ্রতি ৯ লক্ষ টাকায়। গুজরাটের সানন্দে সেটা করা হয়েছে একরপ্রতি ৫০ লক্ষ টাকায়। মন্তব্য নিষ্প্রয়োজন।
  • কল্লোল | 125.184.28.22 | ২০ সেপ্টেম্বর ২০১২ ০৭:৩২511328
  • পিটি। মাইরী তুমি পারোও। বিজেপি (মমতা সহ) দেশী পুঁজির দিকে, আর কং বিদেশী পুঁজির দিকে। তো ভারতীয় রাজনীতিতে "আসলী" ফ্যাক্টর (ডিডি কে - অত হাসবেন্না মহয় পোস্ট দ্রষ্টব্য) বামেরা কোন দিকে? বিজেপি (মমতা সহ)দিকে?
  • Ishan | 60.82.180.165 | ২০ সেপ্টেম্বর ২০১২ ০৭:৩৬511329
  • একটু অপ্রসঙ্গিকই হল। কিন্তু ওপেকের ব্যাপারটা হেবি ইন্টারেস্টিং। আগে যখন ওপেক ছন্নছাড়া ছিল, তখন তেলের দাম কম ছিল। ওপেককে সঙ্ঘবদ্ধ করে তেলের অতি-যোগান বন্ধ করায় নেতৃত্ব দেয় যে দেশ, তার নাম শুনলে পিলে চমকে উঠবে। দেশটির নাম হুগো শাভেজের ভেনিজুয়েলা। সালটা ভুলে গেছি, কিন্তু যদ্দুর মনে হচ্ছে, সেবার ওপেক সম্মেলন হয়েছিল কারাকাসে।

    এই জায়গাতেই আসলে বাজার-ধনতন্ত্র-আমেরিকা-ভালো-মন্দ, সবই স্লাইট গুইলে যায়।
  • kd | 69.93.243.187 | ২০ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৪511330
  • কল্লোল, এমন প্রশ্ন করে না। জানো না, বামেদের কাছে দেশটাই বিদেশ।

    মঃ পিটির চেয়ারম্যান যেন কে? ঃ))
  • b | 135.20.82.164 | ২০ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৫511333
  • সেই সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অবশ্যই শাভেজ ছিলেন না।
    আর উইকিপেডিয়া লিখছে যে, ১৯৭৩-এ ওপেকের প্রেসিডেন্ট ছিলেন আহমেদ ইয়ামানি। সৌদি আরবের। মূলতঃ তেনার নেতৃত্বেই তেলের দাম বাড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন