এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমিক রিফর্ম মাল্টিব্র্যান্ড এফডিআই ডিবেট ৩

    aka
    অন্যান্য | ১৪ ডিসেম্বর ২০১১ | ১৯৬২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 132.248.183.1 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৫২511200
  • বোনের বাড়ির পাশে মোর। বেশ ভালো ই চলে। কারন নাগেরবাজারে ওদের বিশাল অ্যার্পামেন্ট কমপেল্ক্স র পাশে ও ই সর্বে ধন নীল মনি এক পিস ই বড় দোকান। ভালো ই ভীড় টিড় হয়।
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৮511201
  • ২০০৯-এ ইউএস-এর এক্সপোর্ট ছিল 1.58 ট্রিলিয়ন ডলার, ওবামা-র প্লান ছিল ২০১৪-এর মধ্যে এক্সপোর্ট ডাবল করা, 3.15 ট্র্লিয়ন, অর্থাৎ, ৩১৫০ বিলিয়ন।
    ২০১১-তে ইউএস ইন্ডিয়া-তে এক্সপোর্ট করেছে ২১ বিলিয়ন। (২০১২ তে জুলাই অবধি ১২)। যেখানে, ২০১১-তে চায়না-তে ফরেন ট্রেড হয়েছে ১০৩ বিলিয়ন।
    প্রায় ৩০০০ বিলিয়ন যে টার্গেট, সেটা যে মনমোহন কে ধমকে করা সম্ভব নয় সেটা বোঝা যাচ্ছে।
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:০০511202
  • ব,
    বোয়িং-এর অর্ডার পুরানো প্লেনের নয়, ফ্রেশ।
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৮511203
  • বোঝো, আমি ভাবলাম বোতিন ore বিক্রির কথা কইছে। আমি ভাবছিলাম তার আবার পুরনো/নতুন ক্ষী!
  • | 132.248.183.1 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯511204
  • না আমি বলতে চাইছি মডেল গুলো পুরোনো টেনকোলজি র কি? একদম হাতে গরম টেকনোলজি কি বিক্রী করে?
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৬511205
  • লেটেস্ট, স্টেট অফ্‌ দ্য আর্ট - ৭৮৭ ড্রিমলাইনার
  • | 132.248.183.1 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৯511206
  • ইন্টারেস্টিং। আমার কেমন একটা ধরনা ছিল রাশিয়া/ফ্রান্স/আমেরিকা একদম লেটেস্ট টেকনোলজি গুলো দেয় না।
  • কল্লোল | 230.226.209.2 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩২511207
  • আমি থাকি কেম্ব্রিজ লেআউট, আলসুরে।

    এখানে চার কিমি রেডিয়াসে ফুড ওয়ার্লড, রিয়ায়েন্স ফ্রেশ, নামধারী, হাইপার সিটি, স্পার, স্পেন্সর (এগুলো বড় কোং), আর, আলসুর মার্কেট, জগুপালিয়া মার্কেট, ডমলুর মার্কেট, হ্যাল মার্কেট, মারাহথল্লী মার্কেট, মাডিওয়ালা মার্কেট(পাতি বাজার), গোটা পাঁচেক হপকম(সরকারী শব্জি ও ফলের দোকান), বেশ কিছু ঠেলা গাড়ি (সব্জি, শাক, মাছ) ও প্রচুর ছোট দোকান যারা লজেন্স-বিস্কুট-কুলডিংক ছাড়াও ডিম ও সামান্য সব্জি রাখে। আর বেশ কিছু মাছ মাংসের দোকান। এগুলো সবই চলে। মানে, কোনটারই উঠে যাবার লক্ষণ নেই। কৌতুহলদ্দীপকভাবে দুটি মদের দোকান উঠে গেছে!!!

    আলসুর মার্কেট, জগুপালিয়া মার্কেট, ডমলুর মার্কেট, হ্যাল মার্কেট, বিশেষ করে হ্যাল মার্কেটে ভিড় দেখার মতো। রীতিমতো হুল্লাট বাজার। ভালো ও রকমারী মাছ কিনতে হ্যাল বাজারই ভারসা।

    এটি মিশ্র এলাকা। জগুপালিয়া মূলতঃ নিম্নবিত্তের, বাকি আলসুর, ইন্দ্রানগর, হ্যাল, ডমলুর উচ্চবিত্ত ও মধ্যবিত্তে মেশামেশি। মুরগেশপালিয়া, পুরোনো এয়ারপোর্টের পিছনে, কোডিহাল্লি এগুলো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মেলানো এলাকা।
  • lcm | 34.4.162.218 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৪511208
  • এগজ্যাক্টলি, কেউ উঠবে না, সবাই করে খাবে। এত লোক।
  • | 132.248.183.1 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪০511210
  • "আমরা তো সবাই বাঁচি। কিন্তু এ বাঁচা কি সত্যি সত্যি বাঁচা?"

    বাচ্চে লোগ "তাঁলিয়া,তাঁলিয়া" ঃ))
  • ডিডি | 120.234.159.216 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৬511211
  • @ হানু
    ও হরি !!! ঐ দুটো পাঁচটে গাড়ীর পার্কিংকে তোমরা "বড়ো পার্কিং লট" কও! মাগ্গো, আমি হেসে বাঁচি না।

    আরে আমার বেঞ্চমার্ক তো আম্রিগা। তার নীচে তো নামতে পারি না। হোথায় সিনেমা টিনেমায় যে দ্যাখায় একটি আখাম্বা মল আর তাকে ঘিরে গাড়ীদের সমুদ্র সফেন। সবাই তিন্টে চাট্টে ট্রলি ভর্ত্তি করে কি প্রচন্ড জিনিস কিনে যাচ্ছে যেনো কেনা বন্ধ করলেই মরে যাবে। তারপর গাড়ীর ডিকিতে ঠেসে রাখছে।

    আমি তারেই গাড়ী নির্ভরতা কই।

    আমি আর আমার স্ত্রী, আর তিন মেয়ে। প্রত্যেকের পিঠে স্কুল ব্যাগ প্লাস হাতে ও কাঁধেও ঝোলা। এরম করে মলে গিয়ে বাজার করি হয়তো মাসে এক আদবার। যতোটা সস্তায় কেনা যায়। বাকী সময়টা মুরুগানের দোকান ভরসা।

    এবং ইহাই ভারতীয় রিয়ালিটি।

    আর পিটি স্যারের কথা শুনেও খ্যাঁক খেঁকিয়ে অস্থির। উনি কন বামেদের বিদায় - ফলতঃ স্যামেদের প্রবেশ। আরে স্যার, বামেরা ছিলই বা কোথায় আর সেটুকু টোকেন উপস্থিতি বা হাওয়া হয়ে গ্যালো ক্যামনে?
  • বলরাম হাড়ি | 94.235.72.32 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫১511212
  • আমাদের গ্রামসাইডে যে রিটেল চেইনই খোলে কয়েকদিন পরে বন্ধ হয়ে যায়। মোর বন্ধ হয়ে গেছে, সি থ্রি, স্পিনাচ- সব্বাই। কি দুঃখ!
  • kd | 69.93.208.97 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:০০511213
  • ডিডি, আম্রিগার কথাই যদি বলছো, তখন এট্টু কারেকশান দিই।
    আম্রিগায় ডিকি নেই, ট্রাঙ্ক আছে। ডিকি যে নেই, তা একেবারেই যে ঠিক তা না, তবে সেটা একটু অসুব্বোমতো ব্যাপার।

    অবিস্যি তেমন করে বলতে গেলে তো ট্রাঙ্কও সেই ক্যাটেগরিতেই - জাস্ট স্কেলের তফাৎ। ঃ)
  • PT | 213.110.243.21 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৪511214
  • ডিডি
    অত হাসবেন না মোয়াই। এটাতো সত্যি যে যদ্দিন বামেরা সমর্থন দিয়েছিল তদ্দিন রিটেল মিটেল ইত্যাদি ঢুকতে পারেনি-ভাল-মন্দ অন্য কথা। UPA-1-এর সময়ে বামেদের সংখ্যা খুব খারাপ ছিল না সেসব ভুলে গেলে চলবে কি করে? আগে অনেকবার বলেছি-আবার বলি-বামেরা যদি এতটাই অস্তিত্বহীন ছিল তালে পণুদা এত লাথি-ঝাঁটা খেয়েও দিদির আঁচলে বেঁধে এমনি এমনি পঃবঙ্গ কংগ্রেসকে দম বন্ধ করে মারল? বিধানসভা, রাজ্যসভা এবং পার্লামেন্টে বামেদের সংখ্যা কমানো উদ্দেশ্য ছিলনা বলতে চান?
  • h | 213.99.212.54 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৯511215
  • চিন্তা কি, কর্ণাটক তো আপত্তি করে নি। আপনার পরবাসের চেন্নাই একটু উঁহু বলেচে।কাল ও মন্টেকের নিয়মে সকলি উঁহু ফুরাবে।

    ১- ছোটো স্টোর 'এক্স্প্রেস' মডেলে বহুদিন ধরে বড় স্টোর রা ওন করে। যথা টেসকো এক্সপ্রেস। ওয়েট্রোজ হাই স্ট্রীট চিজ স্টোর
    ২ - ৫০০ বর্গফুটের কমে দোকান কোটি কোটি। সকলকে যদি বাই-আউট নাও করতে পারে, বড় দেশে, কিন্তু প্রাইস কন্ট্রোল এরাই করবেন। হোর্ডিং এর মোনোপলি ও এঁদের হাতেই থাকবে। অর্থাৎ মধ্যসত্ত্বভোগীদের পোয়াবারো থাকবে না বলা যাচ্ছে না। তবে তাঁরা নব্য হবেন এটা বলা যায়।
  • h | 213.99.212.54 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:১১511216
  • কমানো উদ্দেশ্য তো ছিলই, নইলে অভিমানী বোনটি র আর কি করে দরকার পড়তো। ডিডি দার বন্ধু এখন ওয়াল্ড ব্যাংকে চাগরি পেয়েছেন, তাই ডিডি দা ওকে টেনে খেলাচ্ছেন।
  • h | 213.99.212.53 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩১511217
  • যে অ্যানালিস্ট দের খুশি করার জন্য এত কিছু, মনমোহন তো বক্তৃতাতেও এদের উল্লেখ করলেন গত কদিনে, তারাই বড্ড খুঁত খুঁতে।

    http://profit.ndtv.com/news/economy/article-s-p-moodys-unimpressed-by-govts-reforms-push-310931?pfrom=home-otherstories

    'রোগা হয়ে লাভ কি হল' ইত্যাদি।

    লাইফ ইন্সিওরেন্স, পেন্সন ফান্ড, ব্যাংকিং পুরোটা না খুললে শান্তি পাওয়া যাবে না এবার। অথবা রিটেলে ১০০% এর দাবীর খেলা শুরু হল। তবে তার পরে থাকবে, অসব্য ডিমান্ড। সে যদি এত যত্ন আত্তি সত্ত্বেও বেড়ে উঠতে অস্বীকার করে, তাইলে আর কি, বলতে হবে, ভারতীয় রা গ্রীকদের মতই বড্ড আলসে।
  • bb | 127.213.211.91 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৫511218
  • আসল খেলাটি হবে পি-এফের কোটি কোটি টাকা শেয়ার-মার্কেটে ঢালতে পারলে, এই উদ্দেশ্যেই আবার কৌ ব বা মঃ আলু এদেরকে আরও আরও মাইনে দিয়ে বিশ্বব্যান্কে নিয়ে যাওয়া হবে। এরাই প্রভুর জন্য লড়বেন। দিনের শেষে যেমন আমরা আমাদের দোকানের মালিকের হয়ে লড়ি।
  • | 233.180.145.102 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৮511219
  • শুধু দিনের শেষে কেন? সারাদিন ঃ))
  • ডিডি | 120.234.159.216 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫০511222
  • না,না হানু। অতো সহজ ভাবে নিয়ো না।

    উমা ভারতী কয়েছেন ওয়ালমার্ট দেখলেই আগুন জ্বালিয়ে দেবেন। আর গতকাল প্রকাশ কারাত কয়েছেন ইন্ডিয়ায় যেখানেই ওয়ালমার্ট হবে সেইখানেই ওনারা সেটা আটকে দেবেন। জয়ললিতাই বলেছেন আর যাহা হোক, ছেন্নাইতে ওয়ালমার্ট কভু নেহি হোগা।

    খুবই উদ্বিগ্ন আছি।
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৮511223
  • শিল্পমন্ত্রীর মন্তব্য -- ইউন্যানিমিটি আর কনসেনসাস এক জিনিস নয়। বর্তমান সময়ে এফ ডি আই রিটেল নিয়ে কনসেনসাস আছে। কী অর্থে বললেন কথাটা?
  • T | 24.139.128.15 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:১১511224
  • আহা, সরকার আপনাদের জন্য এত কিছু করল, এবার আপনারা কিছু করুন। ওঁরা একপা এগিয়ে নিয়ে এসেছেন, আপনারা বাকিটা টেনে আনুন। জয়ললিতা বলেছে তো কি, প্রতিবাদ প্রতিরোধ করুন। বিক্ষোভ দেখান। নইলে মনু বাবু অভিমান করবেন যে। নিজের অধিকার আদায়ে সচেষ্ট হোন। কেলিয়ে পাট করে দিন।
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৬511225
  • কী ভালোই হত যদি এই বিলটাকে পার্লামেন্টে ফেলা হত। একটু দেখতাম কারা কারা বিপক্ষে ভোট দেয়।
  • maximin | 69.93.244.228 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৯511227
  • অবশ্য নিন্দুকে বলবে এটা কারও চাপে হয়নি, পূর্বনির্ধারিত ছিল। জেনেশুনেও বলবে।
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫৯511228
  • হাঃ, কালকেই বাড়িতে কথা হচ্ছিলো, আমি ৯ বলেছিলুম...
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:০০511229
  • অন্ততঃ ৬ টা সাক্ষী আছে;-)
  • প্পন | 126.50.59.180 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:০২511231
  • সৈফুদ্দিন চৌধুরী মাল্টিব্র্যান্ড রিটেলে এফ্ডিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

    ক্ষী ক্ষাণ্ড!
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:০২511230
  • কেউ যদি বলে যে এটা মোম্‌ টাডি ডি-র চাপে হয়েছে তাইলে সে হয় নেহাৎ বাল্যখিল্য (ওই খেলায় যাদের বলে দুধভাত) নয় টিমসি।
  • aka | 178.26.203.155 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:২১511233
  • হ্যাঁ লোকটা ভালোই ছিল। কোথা থেকে যে কি হইল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন