এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৫৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০২:১২516083
  • দেখুন আপনার দিক থেকে তর্ক করা খুব সোজা। যেমন আপনি হয়ত বললেন মহাবিশ্বে পৃথিবী ছাড়া প্রানের অস্তিত্ব সম্ভব।আমি বললাম না নেই। আপনি নানা যুক্তি দিলেন, পৃথিবী তে থাকলে; পৃথিবীর অনুরূপ অন্য গ্রহতে, কেন থাকবে না?
    আমি বললাম, আগে কোনো প্রাণী চাক্ষুষ করি ; তবে তো!
  • Atoz | 161.141.85.8 | ০১ এপ্রিল ২০১৬ ০২:১৪516084
  • অ মা, তাঁরা তো প্রায়ই আসেন! উড়ন্ত চাক্কি তে করে।
    ঃ-)
  • avi | 125.187.34.248 | ০১ এপ্রিল ২০১৬ ০২:১৯516085
  • এবার একটা মজার ব্যাপার দেখুন। একটু প্যারাফ্রেজ করছি, মাফ করবেন।
    "যেমন আপনি হয়ত বললেন মহাবিশ্বে ঈশ্বর ছাড়া প্রাণের অস্তিত্ব অসম্ভব।আমি বললাম না নেই। আপনি নানা যুক্তি দিলেন, সন্তানের বাবা, আবার তারও বাবা থাকলে, সবকিছুর একজন ডিজাইনার কেন থাকবে না?
    আমি বললাম, আগে চাক্ষুষ করি ; তবে তো!"
    AtoZ, ইদানীং এট্টু কম আসছেন, আগে নিয়মিত আসতেন।
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০২:২০516086
  • যেমন আমরা সবাই জানি, অজৈব থেকে জৈব পদার্থ। সেখান থেকে ডি এন এ,তার পর রেপ্লিকেশন,,এক কোষ ও পরে বহুকোষী প্রাণী।এর পরে বিবর্তন; আর আধুনিক মানুষের সৃষ্টি। কিন্তু এত সুচারু ভাবে সব জিনিস ঘটল কেন?
    ঈশ্বর বিশ্বাসী রা বলছে এতে ঈশ্বরের হাত আছে আর অবিশ্বাসীরা বলছে নিজে নিজেই সব হয়েছে।
    দু দল ই বলছে, আমার দায় নেই; আপনি প্রমান করুন।
  • avi | 125.187.34.248 | ০১ এপ্রিল ২০১৬ ০২:২২516087
  • দুদলই প্রমাণ করতে থাকুক, ততক্ষণে একটু ঘুমিয়ে নিই। শুভরাত্রি। ঃ)
  • Atoz | 161.141.85.8 | ০১ এপ্রিল ২০১৬ ০২:২৩516088
  • চাক্কিদারদের আসা হঠাৎ কমে গেল কেন বলুন তো?
    চিন্তার ব্যাপার। সত্যিই বেশ চিন্তার ব্যাপার।
    ঃ-)
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০২:২৬516089
  • আপনাকে তো অন্য গ্রহে প্রানের অস্তিত্বের যুক্তি টি দিলাম ।আমি উল্টো দিকে থাকলে তো বলতাম;চাক্ষুষ যখন করিনি, তখন নেই। স্বত সিদ্ধ।
    কিন্তু ঈশ্বর বা অলৌকিক কিছু কেন নেই আর আপনার ধারণা টা কি সেটা লিখলেন না তো?
  • avi | 125.187.34.248 | ০১ এপ্রিল ২০১৬ ০২:২৮516090
  • এতোজ, এইরকম একটা কারণ হতে পারে, ছোটবেলায় পড়েছিলাম।
    "গণ্ডগ্রামের নন্দরামের বন্ধ আমের ব্যবসা, কারণ,
    গভীর রাত্রে আমের সাথেতে অক্সিজেনের ঘটছে জারণ।
    গত বছর রুশ বিমান এক আছড়ে পড়ায় এই গ্রামেতে,
    চেরনোবিলের আলফা কণায় নেই সুগন্ধ আর আমেতে।"
  • avi | 125.187.34.248 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৩০516091
  • sm, আমার বুদ্ধি ও জ্ঞান অনুযায়ী ঈশ্বরাসিদ্ধে প্রমাণাভাবাৎ। ঃ)
  • Atoz | 161.141.85.8 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৩১516093
  • আরে উনি যাই বলুন না কেন, অপরপক্ষ কইবেন --ওনার বা কারুর ধারণাই কি আর তাঁর নিজের ধারণা? সবই তো সেই "ডিজাইনার স্যর" আষ্টেপৃষ্টে ইনপুট করে করে দিচ্ছে, এইবারে সেইরকম টুল দিয়ে কী ই বা প্রমাণ ফ্রমাণ হবে বা?
    ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৩৯516095
  • অভী,
    আমি পড়েছিলাম-

    "গন্ধগ্রামের নন্দরামের বন্ধ আমের ব্যবসা, কারণ
    গভীর রাতে আমের সাথে অক্সিজেনের ঘটছে জারণ।
    ------
    ------
    (২ লাইন ছিলো, মনে নেই )
    আমের মধ্যে মন্দ অ্যাসিড, আম খাওয়া তাই সবার বারণ।

    লিমেরিক টাইপের ছিল। ঃ-)
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৩৯516094
  • এই দেখুন শিম্পাঞ্জির মতন পরস্পরের প পি চু শুরু করেছেন। যুক্তি এতই দুর্বল? নিজের কথা গুলো গুছিয়ে ল্যাখেন না কেন?
    এতক্ষণ ধরে অনেক কিছু উল্টো পাল্টা লিখলেন; যেমন এলকোহল আর এপিলেপ্সির এমনেশিয়া এক গোত্রের, কর্টেক্স সবকিছু নিজে সামলে নেবে; ইত্যাদি।। নিজের মত টা লিখতে, এত আপত্তি কিসের? অবিশ্যি অনেকটাই আপনার নিজের মত(মাধুরী) মনে হচ্ছে :-))
  • Atoz | 161.141.85.8 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৪২516096
  • আহা, এসেম, রাগেন ক্যানো?
    এই ধরুন কেউ হিসেব কত্তে পরে না বলে মাইনে কম দিল, দশ টাকা দিয়ে কইলো "যা যা একশোটাকা দিয়েছি", সে খুশি হয়ে চলে গেল!
    এমন কি আর হয় না?

    ;-)
  • avi | 125.187.34.248 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৪৬516097
  • sm, নিজের মনের মাধুরী লাগলে লেটেস্ট রেফারেন্স নিয়ে এসে কাটুন না, শিম্পাঞ্জি ইত্যাদি বলে বিবর্তনের অন্য স্তরে নিজেকে নিয়ে যাচ্ছেন কেন? ঃ)
    এতোজ, ওটা সম্ভবত একটা প্রতিযোগিতা হয়েছিল, অনেকে অনেক রকম ভাবে শেষটা মিলিয়েছিল, তবে ঠিকঠাক মনে নেই। হ্যাঁ, লিমেরিকও হতে পারে।
  • Atoz | 161.141.85.8 | ০১ এপ্রিল ২০১৬ ০২:৫৩516098
  • অভী,
    হুঁ, প্রথম লাইনটা ওরা দিয়েছিল। ঃ-)
  • sm | 233.223.157.80 | ০১ এপ্রিল ২০১৬ ০৩:০৫516099
  • আরে, নিজের বক্তব্যের রেফারেন্স নিজেই দিন না কেন? এলকোহল ব্ল্যাক আউট আর টেম্পোরাল এপিলেপ্সির EEG এক হবে? আবার লোতুন করে শিখতে হবে যে মহায়!
    প পি চু নিয়ে এত আপত্তি কেন?
    আর রাগ ফাগ কিইস্যু হয়নাই । নাদানের সঙ্গে আবার রাগ কি!
  • Atoz | 161.141.84.108 | ০১ এপ্রিল ২০১৬ ০৪:০৯516100
  • হুম, আবালের আবার কীসের রাগ? বোধই তো নেই, হ্যা হ্যা ব্যা ব্যা করে গেলেই যথেষ্ট।
    ঃ-)
  • ranjan roy | 24.96.66.227 | ০১ এপ্রিল ২০১৬ ০৬:১৬516101
  • ইস টইটা কোথায় যে গেছে!

    আচ্ছা, এস এম,
    ঈশ্বর যদি সর্বশক্তিমান হন তো উনি এমন একটা ভারি পাথর কেন সৃষ্টি করতে পারেন না যেটা উনি নিজে তুলতে পারেন না?
    [ মানে, ঈশ্বর নেই আগে প্রমাণ করুন বলায় এটা মনে এল।]
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৪৩516102
  • আরে এতোজ, প্রথমে প পি চু; তারপরে গালা গালি। নাদান আর কাকে বলে? শুরু থেকেই হাম্বা হাম্বা করে গেলেন; কোনো কিছু যুক্তি I দেখালেন না।
  • b | 135.20.82.164 | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৪৮516104
  • তাইলে কি খাড়াইলো? ঈশ্বর আছেন এর কোনো প্রমাণ নেই। ঈশ্বর নেই, এর-ও কোনো প্রমাণ নেই।
    অর্থাৎ ঈশ্বর নামক হাইপথেসিসটি নন ফলসিফায়েবল।
    বাদ্দেন্না। থাকলে আছেন। না থাকলে নেই।
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫০516105
  • আরে রঞ্জন বাবু, সেই পুরনো প্রশ্ন করে কি হবে? ঈশ্বর কি করতে পারে বা পারে না বা করা উচিত সেই নিয়ে তো তর্ক নয়।তর্ক হলো বিজ্ঞান সব কিছু ব্যাখ্যা দিতে পারছে কিনা।
    আমরা যেটা দেখছি বা ভাবছি; ঘটনা সেরকম কি ঘটছে?
    ধরুন একটা ভূমিকম্প প্রবন এলাকা। যত ভূমি কম্প হয়, সব কি আমরা অনুভব করতে পারি?
    পারিনা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুলোর জন্য সিস্মগ্রাফ লাগে। যন্ত্র না থাকলে কি বলতাম? যে কম্পন হয় নি।
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫৭516106
  • আবার ধরুন মানুষের চোখ;এত সুক্ষ ইন্দ্রিয়; যে কিছু বৈজ্ঞানিক মনে করেন শত অভিব্যক্তি দিয়েও হয়তো , এমন যন্ত্র হওয়া সম্ভব নয়।
    এই যে মানুষের ব্রেন, এত সুক্ষ যন্ত্র; নিজে নিজেই তৈরী হয়ে গেল? আবার তাঁর মধ্যে একটা "আমি" সত্বা এসে গেল? যেটা কিনা প্রত্যেক মানুষে, মানুষে ডিফারেন্ট?
    এমন আজব যন্ত্র মানুষ ল্যাবে বানাক না কেন? ওই রকম ভিন্ন ভিন্ন আমি স্বত্তা সৃষ্টি করুক।
    ডি এন এ র বিকল্প কিছু বানাক।।
  • হরি হে | 233.226.80.200 | ০১ এপ্রিল ২০১৬ ১০:৩৮516107
  • ইহা কি বিজ্ঞান বনাম দর্শনের লড়াই চলিতেছে? শিম্পাঞ্জির সাথে আবালের?

    ব্যক্তিগত বিশেষণগুলো বন্ধ রেখেও তো ভাটানো যায়।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০১ এপ্রিল ২০১৬ ১০:৫২516108
  • কদিন আগেই অন্য টইএ কাউকে মনে হয় ইনিই অজ বললেন।
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ১১:০২516109
  • আপনাকে বলিনি তো! আপনার বোঝার ক্ষমতা সীমাবদ্ধ ।অজ মার্কা যুক্তি বলেছিলাম।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০১ এপ্রিল ২০১৬ ১১:৩৪516110
  • বাঃ
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ১১:৩৫516111
  • এই তো সোনা, বুঝতে পেরেছে।
  • d | 144.159.168.72 | ০১ এপ্রিল ২০১৬ ১১:৪৯516112
  • যা দেখলাম এককের উল্টোদিকে যাই বলা হচ্ছে তা এককথায় আটার রাবিশ।
  • avi | 113.24.86.118 | ০১ এপ্রিল ২০১৬ ১২:৫০516113
  • sm, নতুন করে শেখা ভালো। পুরনো ধ্যান ধারণা আঁকড়ে থাকতে হয় না, গালগপ্পোও শোনাতে হয় না, গালিগালাজও করতে হয় না, মেমরি সার্কিট আর EEG একই এই বোধ ক্যারি করতে হয় না। যাই হোক, চালিয়ে যান। :)
  • sm | 53.251.91.253 | ০১ এপ্রিল ২০১৬ ১২:৫৮516115
  • ওই দ্যাখেন , আবার রাগ করে। এলকোহল ব্ল্যাক আউট আর টেম্পোরাল লোব এপিলেপ্সির EEG এক হবে? যদি না হয়, কেন?লিশ্চয় ডিফারেন্ট প্যাথলজি।
    আমি বলেছিলাম আত্মনিয়ন্ত্রণের কথা। আপনি বলে বসলেন না না আত্ম নিয়ন্ত্রণ নয় দুটোই এমনেশিয়ার খেল । কেন বললেন? লোতুন লোক ভেবে উল্টো দিকে নিয়ে যাচ্ছিলেন?
    আপনি খালি অলৌকিক বা ঈশ্বর বলে কিছু হয় না; সে সম্মন্ধে নিজের মত তা বিশদে লিখুন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন