এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৫৮১৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৩526927
  • মামীর 12:26 AM-এ ক।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৩526926
  • রিমিদি, জানতে হবে, সেটাও তো জানতে হবে ঃ)
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৪526928
  • পাইকে, ছোট বাচ্চা নিয়ে গেলে এইটা বাপ-মায়ের দায়িত্বের মধ্যে পড়ে।
  • a x | 138.249.1.202 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৬526930
  • হ্যাঁ অর্পণের এই কথাটা একদম ঠিক। অনেক বেশি সরকারী সাপোর্ট অ্যাভেলেইবল অন্যান্য দেশে। সিকোতেও দেখিয়েছিল না ফ্রান্স, ইউকেতে বাচ্চা হবার পর কত সরকারী সাপোর্ট পাওয়া যায়?
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৬526929
  • যেমন বাবা বা মাকে বেড়াতে নিয়ে আনলে কী ধরণের ইন্স্যুরেন্স করানো উচিত সেইটা যেমন লোকে ভাবে এইটাও তেমন।

    তবে এই নিয়ে এত হইচই হচ্ছে (সর্ভভারতীয় মিডিয়াতেও) এই নিয়ে অ্যাওয়ারনেস গজিয়ে যাবে অচিরেই।
  • Hatem | 127.194.197.245 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৭526931
  • এনএইচএস নিয়ে প্পনকে ক। দুঃখের ব্যাপার হল টোরি ব্যাটারা এটাকে শিকেয় তুলে আম্রিকান স্টাইল আনার চেষ্টা করছে।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৮526932
  • হ্যাঁ, সিকোতে ছিল।
  • a x | 138.249.1.194 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪০526934
  • আম্মো ইন্টার্নেট পড়েই প্রায় না ভেঙ্গে বাচ্চা মানুষ করলাম। প্লাগপয়েন্ট বন্ধ করা, সিঁড়ির ওপর নীচে ফটক লাগানো, হামা টেনে দাঁড়াতে শিখলে টেবল ক্লথ কাটিয়ে দেওয়া, লটরপটর করা পর্দা বাঁধা দড়ি গুটিয়ে রাখা, আসবাবের ধারালো শার্প কোনা থাকলে সফট অ্যাঙ্গেল কিনে লাগানো, হাতের নাগালের কাবার্ডের বা বাথরুমে সিংকের নীচে কেমিকাল থাকলে সেই কাবার্ডের দরজার বেবি সেফ লক লাগানো, ক্রীবে ফোলা ফোলা বালিশ বিছানা না রাখা, সব কিছুই।
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪০526933
  • অক্ষদা সাপোর্টের থেকেও বড় কথা অ্যাভেইলেবিলিটি অফ ইনফরমেশন। সেইখানে আমার মাথায় ক্লিক করল অতএব আমাকে নেট ঘেঁটে প্রো-অ্যাক্টিভলি খুঁজে বার করলাম এই ধরণের দাবি অবশ্যই কম!
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৩526937
  • ঠিকই, মা হয়ে বোন এলো বাড়ি- বর চলে গেলো নিজের বাড়ি। হপ্তান্তে আসে, লাজুক মুখে ,যাই ছানাটাকে একবার দেখে আসি বলে কাজ সারে। দুবেলার দুজন আয়া।পিঠোপিঠি দুই ছেলে নিয়ে দিন সুখেই কাটছিলো।
    এইবার কানাডা আসতে হলো। উফ্‌ কি জ্বালাতন। সারাদিন 'একা' হাতে ছেলেমানুষের দুঃখভরা কাহিনী শুনি আর বুঝতে পারি না,হাসবো না কাঁদবো। ছেলেরা রোজ খুব দৌড়োয়-লাফালাফি করে। নিচের ঘর থেকে নালিশ আসে। বোন কেঁদে বলে , দ্যাখ, বাচ্চারা তো ছোটাছুটি করবেই। কি করে বোঝাই , নীচের যে থাকে তার মাথার উপর দুম দুম করে আওয়াজ হলে সে বেচারা যা কোথায়। নালিশের মাত্রা বাড়ে।কোন এক এজেন্সির লোক এসে কথা বলে যায়।
    সে বাড়ি ছাড়তে হয়েছে। অন্য বাড়িতে শুনছি ছেলেরা আর ঘরে দৌড়োচ্ছে না। এতে মাবাবা খুবই দুঃখিত। কিন্তু বারবার বাসাবদলের হ্যাপার হাত থেকে মুক্তি পেয়েছেঃ)

    ক্যানসাসে সৈকতের বন্ধুর বৌ বাচ্চা কোলে নিয়ে গাড়িতে চড়ে যায়। কারসিটে নাকি বসালেই কাঁদে। তাই গাড়িতে কারসিটই নেই। বেড়াতে গেলো টেক্সাস। ওমা , একদিন দেখি জোসি কারসিটে বসে আছে। এখন আর কাঁদে না? কাঁদে,কিন্তু টেক্সাসে ৩০০ ডলার ফাইন হয়েছে, আর ওয়ার্নিং দিয়েছেঃ))
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৩526936
  • হ্যাঁ, এই কমন সেন্সটাই সবচেয়ে আগে জরুরি।
  • Hatem | 127.194.197.245 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৪526938
  • আমরা বই পড়ে। একটা আম্রিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের "বার্থ টু ফাইভ ইয়ার্স", আরেকটা ইউকে-তে দিয়েছিলো এনএইচএস থেকে, নামটা মনে নেই - কিন্তু কনটেন্ট ওই রকমই।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৫526939
  • এদেশ থেকে গেছেন, একটু কম শিক্ষিত, কম নেট স্যাভি, একটু দরিদ্র মা বাবারা তাহলে এরকম কেস প্রচুর খান নিশ্চয়। বোধহয় খবরে খুব কমই আসে।
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৭526940
  • হ্যাঁ, বাচ্চা হবে বলে আমাদের এনএইচএস থেকে গোটা তিনেক মোটা মোটা বই দিয়ে গেছিল। বাড়িতে হপ্তায় তিনদিন মিড ওয়াইফ এসে বউকে চেক করে যেত। জন্মের পরেও তিনি তিন মাস এসেছিলেন মেয়ে আর মাকে দেখতে।

    স্ক্যান্ডেনেভিয়া যাইনি, কিন্তু ইউকেতে পাব্লিক হেল্থ কেয়ার দেখে জাস্ট মুগ্ধ। যদি কোনদিন বাইরে সেটল করা ইচ্ছে জাগে তাহলে ওই দেশেই করব।
  • riddhi | 208.213.193.254 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৯526942
  • না, এইগুলো জানানোর জন্য সিস্টেম থাকতে হবে । অনেকে অনেক কি্চু জানছে, বই পড়চে সিনেমা দেখছে, বলে নেট পড়ে জেনে নেবে এটা খুব বোকা দাবী । আর্ধেক লোকের মাথাতেই আসবে না। একতা বিশা-আ-আ-ল কালচারাল গ্যাপ। কেউ হতেই পারে বেশী কিউরিয়াস তারা জেনে নেয় । এখন এই জানানোর সিস্টেম হয়তো অলরেড আছে জানি না। যেমন এখানে ইন্টার্ন্যশ্নাল স্টুদেন্ত্দের জন্য ওরিয়েন্টেশান হয় প্রচুর রকমের। তেমনি, নতুন চাক্রি তেও ইমিগ্রেন্ট্দের জন্য নিশচয় হয়।
  • a x | 138.249.1.194 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৯526941
  • হ্যাঁ ঐ বইটা এখনও আমার বাড়িতে আছে অরিজিৎ।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৫০526944
  • আম্রিগায় ইউ কে র হেল্থ কেয়ার বিশাল সোসালিস্ট জুজু ঃ)
    কানাডিয়ান সিস্টেম ই চালু করতে পারলো না !
  • Hatem | 127.194.197.245 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৫০526943
  • নানা রকম ক্লাস ইত্যাদি। এমনকি বড় ভাই-বোন থাকলে তাদেরও একদিন হাসপাতালে নিয়ে ঘুরিয়ে দেখায় যাতে তারাও বুঝতে শেখে।
  • a x | 138.249.1.202 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৫১526945
  • আমারও তো বাড়িতে দু সপ্তাহ পর পর নার্স এসে সব চেক আপ করে গেছিল। আর মাইরি কি ইন্সু ছিল আমার কোংএর জানিনা, একটা সেন্টও দিতে হয়নি আমার। বাচ্চা, সিজারিয়ান, তিনদিন হাসপাতাল, খাওয়া, পেডিয়াট্রিসিয়ান, বাড়ির ভিসিট, সব নিখরচায়।
  • Hatem | 127.194.197.245 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৫২526947
  • আর ইউকেতে এখন উঠে পড়ে লেগেছে এনএইচএস তুলে দেওয়ার...
  • a x | 138.249.1.194 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৫৩526948
  • হ্যাঁ ঠিকই, আমরা যারা এগুলো বলছি, সবারই এদেশে এসে বাচ্চা হয়েছে। দেশে বাচ্চা হলে কোনো কিছু জানতেও হয়না, অসংখ্য আত্মীয় স্বজনের চোখের সামনে বাচ্চা থাকে। এদেশে ডাক্তার/হাসপাতাল/নার্স অনেক কিছু জানিয়ে দেয়। আমি যখন বেডে শুয়ে তখন বাবাকে কীভাবে বেবি কে চান করাতে হবে, কিভাবে খাওয়াতে হবে, ন্যাপি বদলাতে হবে, swaddle করে শোয়াতে হবে সব শিখিয়ে দিয়েছিল।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০০:৫৯526949
  • প্প্ন, পরে আর সেই স্বর্গরাজ্য থাকে কিনা দ্যাখো। থেকে থেকেই যা সব করছে ..
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০০526951
  • ঋদ্ধিকে মোর অর লেস ক।
  • aka | 178.26.203.155 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০০526950
  • কথা হল এখানে বাচ্ছা হল আর ওখান থেকে বাচ্ছা কোলে নিয়ে এখানে আসা দুই কিন্তু এক না।

    এমনিতেই আমেরিকা এসে প্রথমে বিরাট কালচারাল এবং সিস্টেম শক। সব নিজেকে করতে হচ্ছে, সময় নেই, খাটতে খাটতে জীবন কালি। তারসাথে কোলে বাচ্ছা থাকলে সব গুলিয়ে গ। একটা লিফলেট পেলেই কিন্তু হয়ে যায়, ডু'জ অ্যাণ্ড ডোন্ট'স।
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০১526952
  • আরে সেসব থাকবে না তো জানা কথাই।

    গ্রিসেই লোকজনকে এখন শুনছি আপিসে হাজিরা দিয়ে পুরো সময়ে থাকতে হচ্ছে। ঃ)
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০২526953
  • হ্যাঁ, ঠিকই তো। এই ডু এন ডোন্টটা ইমিগ্রেশন থেকেও দেওয়া যায়। সবাই তো আর আইটি দোকানের কর্মচারি নয়।
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০৩526955
  • 'হোয়াট টু একস্পেক্ট'- সিরিজ টা তো একস্পেক্টিং মাদের বাইবেলঃ)
    আর এখানে হাসপাতালে নিউবর্ন দের কি ভাবে সামলাতে হবে তার জন্যে নানাবিধ ক্লাশের বন্দোবস্ত থাকে। সন্তান পৃথিবীতে আসার আগেই ভালো করে বুঝেসুঝে তৈরি হবার কিছুটা হলেও উপায় আছে।
    বাড়িতে এখানে বাচ্চা হয় না, হ্যাঁ টিএলসি তে দেখায় বটে। তবে তাদের সাহায্য করার জন্যে কোয়ালিফায়েড নার্স ইত্যাদি থাকেন।
  • aka | 178.26.203.155 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০৩526954
  • এনএইচএস শুনতে ভালো। কিন্তু এনএইচএস টানতে পারছে না। আম্রিগাতেও সোশাল সিকিউরিটি এবং মেডিকেড, মেডিকেয়ার এনটাইটেলমেন্ট টানতে পারছে না। সোশালিস্ট সিস্টেম শুনতে ভালো, কিন্তু প্রবলেম যেগুলো আছে সেগুলোও ইগনোর করার মতন না।
  • 4z | 209.7.156.133 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০৬526956
  • এখানে প্রেগন্যান্সির সময় সরকার থেকে রীতিমত ক্লাসের ব্যবস্থা করা হয়। বাবা-মা দুজনকেই অ্যাটেন্ড করতে হয়। সেখানেই সব শেখানো হয়। এছাড়া প্রচুর রিডিং মেটেরিয়াল দিয়ে দেয়। আর বাচ্ছা হওয়ার পরে নার্সের ভিজিট, ব্রেস্ট ফিডিং অ্যাসিস্টান্স, দোনে খোঁজ নেওয়া এগুলো তো আছেই।
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:০৭526958
  • হ্যাঁ, কিছুটা কাটছাঁট হবে হয়ত। যেমন মিড ওয়াইফদের বাড়ি বাড়ি ভিজিট দেওয়া বন্ধ হয়ে গেল। অথবা টার্মিনাল ডিজিজের ট্রিটমেন্ট এক্সক্লুডেড হল। কিন্তু এত দিনের প্র্যাকটিস, একদিনে সব কিছু হয়ত উবে যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন