এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৫৮১৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sp | 217.239.86.106 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:২৮527026
  • নরওয়ে আর নিউ জার্সি এই দুটো ক্ষেত্রেই একটা ফ্যাক্টর কমন - অভিযুক্ত বাপ, মা বাঙালী । কে জানে এরপর হয়্ত বাঙালীদের উপর সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার এর ট্যাগ লেগে যাবে ।
  • SS | 141.193.196.214 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৫527028
  • হ্যাঁ, চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসের লোকজনেরও ভুল হয় এবং যখন হয় সেটা একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
    এক্ষেত্রে আরো খারাপ লেগেছিল কারণ ভুল ধরা পড়ার পরও এরা কোনোদিন বাচ্চাটার দাদু-দিদার কাছে ক্ষমা চায়নি। এদের স্যু করাও যায়নি কীসব সরকারি ইম্যুনিটি থাকার জন্য।

    আরও একটা জিনিস লক্ষ্য করলাম এইধরণের কেসে হাজব্যান্ড/ওয়াইফ (যে সাসপেক্ট নয়) তাকে পরামর্শ দেওয়া হয় বাচ্চা ফেরত চাইলে ডিভোর্স করে নিতে। নরওয়ের ঘটনাতেও একই পরামর্শ দেওয়া হয়েছিল।
  • a x | 138.249.1.202 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৫527027
  • দুখে,

    অনেক ছোটবেলায়, আমার ১২-১৩ বছর বয়সে একটা ছোট্ট জিনিস দেখেছিলাম, যা কেন কে জানে এখনও মনে আছে। ট্র্যায়াঙ্গুলার পার্কের কাছে কালীবাড়ি থেকে বেরোলেই ফুটপাথে অসংখ্য মানুষের বসতি ছিল। তার উল্টোদিকে হরিণঘাটা দুধের ডিপো। এক ভোরবেলা দুধের লাইনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে একটা বাচ্চাকে দেখেছিলাম। ৮-৯ মাস মত বয়স, হামা দিয়ে বেড়াচ্ছে, ফুটপাথ থেকে বেরোলেই সাঁই সাঁই করে গাড়ি। তার মা তাকে কোমরে একটা দড়ি বেঁধে কালিবাড়ির গেটের থামের সাথে আটকে রেখে, নিজে কাজ করছে। দড়িটার দৈর্ঘ্য ঠিক ফুটপাথ থেকে দুফুট অবধি।

    আমি যখন বলছি রাষ্ট্রর শিশুদের অধিকার রক্ষার দায়িত্ব নেওয়া উচিত, তার মধ্যে খাওয়া পড়া পরার অধিকার ইনক্লুডেড। যোগত্যামান চালু করা উচিৎ কিনা আর অনেকের যোগ্যতা নেই দুটো এক জিনিস না। এই যোগ্যতার সাথে গরীব বা দারিদ্র্যর খুব একটা সম্পর্ক নেই। এখানে যোগ্যতা বলতে আমরা নেগলিজেন্স, কিছু কমন সেন্সের খামতি, এবং এক্সট্রীম কেসে অ্যাবিউসের কথা বলছি। বাবা-মা গরীব হলে যদি বাচ্চার ম্যালনিউট্রিশন হয়, সেটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বাবা-মা গরীব না, বাচ্চাকে চকোলেট আর ম্যাকডোনাল্ডের ডায়েটে রাখলে তাদের কমনসেন্সের অভাব এবং নেগলিজেন্স। অবশ্যই প্রতিটি এইধরণের নেগলিজেন্সে রাষ্ট্র এসে তুলে নিয়ে যাবে এরকম দাবী কিন্তু করিনি। আর আমেরিকা মানে ভুল করেনা, এরকম কথা তো আমি অন্তত কোথাও বলিনি। এই সুতোতে দুটো কেস উঠেছে, এক এই সাম্প্রতিক ঘটনা - এখানে অনেকেই বলেছেন তাদের বাচ্চা খাট থেকে পড়ে গেছিল। বাচ্চার খাট থেকে পড়ে যাওয়া খুব কমন, তিনফুট উঁচু খাট থেকে শক্ত মেঝেতে পড়লেও বাচ্চার কিছু হয়না। সেই ক্ষেত্রে এখানে যা চোটের কথা আবাপ লিখেছিল (সেই খবরটা আর দেখছিনা এখন আগের লিংকে), তা অস্বাভাবিক। এই অবস্থায় ইনভেস্টিগেশন হবেনা কেন? নরওয়ের ঘটনায়, বাবা ভদ্রলোক পরে কাগজে বলেছিলেন বাচ্চাদের ওপর মার অত্যাচারের কথা, স্ত্রী ওনাকে মারতেন ইত্যাদি। এইগুলো কি স্রেফ উপেক্ষা করার, যার যার ব্যাক্তিগত ব্যাপার বলে উড়িয়ে দেবার জিনিস?
  • a x | 138.249.1.202 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৯527029
  • লোকেদের ইন্টার্প্রিটেশনের অদ্ভূত ক্ষমতা দেখে আগের গল্পর মানে বই দিয়ে যাই। গল্পটা বলা কমনসেন্স ও ইনজিনিউটির উদাহরণ হিসেবে।
  • a x | 138.249.1.202 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৪527030
  • আরেকটা জিনিস যাদেরই বাচ্চা পড়ে গেছে বলে এখানে লিখেছে, তারা ডাক্তারকে ফোন করেছে। এখানে এই বাবা-মা বলছেন আগেও পড়েছে (এবং এমনই পড়েছে যে ব্লাড ক্লট ও লিগামেন্ট টিয়ার হয়েছে), কিন্তু তারা সেটার জন্য কিছুই করেনি। এক্স্যাক্টলি কতবার পড়লে, ঠিক কতটা আঘাত পেলে তবে ইন্টার্ফিয়ার করা ঠিক হত?
  • a x | 138.249.1.202 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:২২527031
  • ফস্টার কেয়ার বা এই সিস্টেম সম্বন্ধে হয়ত অনেকের খুব একটা সম্যক ধারণা নেই। বাবা-মার নেগলিজেন্স, ড্রাগ, অ্যালকোহল রিলেটেড অ্যাবিউস, সেক্সুয়াল অ্যাবিউস, ফিসিকাল, মেন্টাল অ্যাবিউস ইত্যাদির স্ট্রং সন্দেহ হলে বাচ্চাকে এমার্জেন্সি ফস্টার কেয়ারে দেওয়া হয়। ১০ দিনের মধ্যে হিয়ারিং হয়। যদি দেখা যায় ভুল ভাবা হয়েছিল কিম্বা শোধরানোর সম্ভাবনা আছে, বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয়, কখনও কখনও সোশাল ওয়ার্কার রেগুলার ভিসিট করে, প্রোবেশন থাকা কালীন। যদি দেখা যায় না অ্যাবিউসের সম্ভাবনা রয়েছে, তখন কেস চলে এবং এমনি ফস্টার কেয়ার দেখা হয় ও বাচ্চার রিলেটিভ বা নিজের কোনো লোক বাচ্চাকে কাছে রাখবে কিনা তা দেখার চেষ্টা করা হয়।

    এই সেকেন্ড স্টেপে ফিল্টার্ড হয়ে যেসব বাচ্চারা আসে তাদের জীবন মোটামুটি ওখানেই শেষ বলে ধরে নেওয়া যেতে পারে। দে সিম্পলি ফল থ্রু দ্য ক্র্যাকস অফ দ্য সিস্টেম। একেবারে শিশু হলে একরকম কিন্তু একটু ছোট বাচ্চা এইভাবে টানা-হেঁচাড়ানোতে নিজেকে দোষী ভাবে, আনওয়ান্টেড ভাবে এবং তার নিজের বিহেভিয়ার ডিসরাপ্টিভ ও সামলানোর বাইরে চলে যায়। তখন ফস্টার কেয়ার বলে আমরা আর পারছিনা, শুরু হয় আরেক ফস্টার কেয়ার দেখা। এইভাবে এক ফস্টার কেয়ার থেকে আরেক, কখনও কখনও জুভেনাইল কেয়ার। ফস্টার হোম গুলো নাকি প্রচুর ছান বিনের পরে সিলেক্ট হয়, কিন্তু ফস্টার পেরেন্টস দ্বারা সেক্সুয়াল অ্যাবিউসের ঘটনা খুব একটা আনকমন না।

    প্রিয়ন প্রোটিন বা কুরুর ওপর কাজ করে গ্যাজুসে '৭৬-এ নোবেল পান। ৯৩ নাগাদ এনার সাথে আলাপ হয় দেশেই একটা কনফারেন্সে, কথায় কথায় জানি এনার গোটা পঞ্চাশেক দত্তক নেওয়া বাচ্চা রয়েছে। হেব্বি ইম্প্রেসেড হয়েছিলাম। এত বড় বিজ্ঞানী আবার এতগুলো বাচ্চাকে একটা সুস্থ জীবন দেবার চেষ্টা করছেন। ১৯৯৭ নাগাদ খবরের কাগজে পড়ি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসের কেস হয়েছে এনার এগেইন্স্টে। গ্যাজুসে গিল্টি প্লিড করেন, কয়েকবছর জেলে ছিলেন, তারপর প্রোবেশনে, আলটিমেটলি আমেরিকা ছেড়ে চলে যান। ঐ সময়ের পর থেকেই মোটামুটি অবলিভিয়নে চলে যান ভদ্রলোক।
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:২৬527032
  • এহে, আমার দ্বিতীয় উদাঃ টা সকলের মনে ততটা রেখাপাত করে নি দেখছি!!
    কেউ ওটি নিয়ে একটি বাক্য খরচ করেন নি।
  • a x | 138.249.1.194 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৪527033
  • আমি করেছি, আমি করেছি!
  • dukhe | 127.194.242.163 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২৩:১২527034
  • a x, আমি কি একবারও বলেছি যে আপনি বলেছেন আমেরিকা ভুল করতে পারে না ? আপনি বললেন আমার লেখা পড়ে মনে হচ্ছে আমেরিকা বলে যা খুশি করছে - সেটাকেই ক্লারিফাই করলাম মাত্র ।
    যাক, এই তর্কে শুধু নিজেকে রিপিট করে গিয়ে লাভ নেই। অতএব, মহাপুরুষেরা যেমন বলেন - লেট আস এগ্রি টু ডিসএগ্রি ।
  • pi | 125.250.115.33 | ১১ সেপ্টেম্বর ২০১২ ২৩:৫৮527036
  • গরীব লোকেদের প্রশ্ন এজন্যেই তুলছিলাম। গরীবীর জন্য অযত্ন করতে বাধ্য হলে বা এমন কিছু, যা নিয়মাবলী অনুযায়ী 'অ্যাবিউজ' হিসেবে গণ্য হবে, উন্নত রাষ্ট্রের কী নিদান ?
  • sahana | 127.194.224.91 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৫527037
  • স্যান এর সাথে আমিও একমত, বাবা মা যেন শুধু জন্ম দিয়ে খালাস , বা জন্ম দিয়ে বাচ্চা কে উদ্ধার করে দিয়েছি,উপরন্তু টাকা পয়সা দিয়ে খাইয়েছি পরিয়েছি র মধ্যে সীমাবদ্ধ রাখলে, বাচ্ছার মানসিক চাহিদা বোঝার দায়িত্ব না নিলে , নিজেদের (বাবা, মার) সম্পর্কের সুস্থতা বজায় রাখতে না পারলে , তাদের বাবা মা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারন এইসব (ব্রোকেন হোম এ বেড়ে ওঠা) বাচ্ছারা প্রতিদিন জীবনের কাছে যেভাবে abused হয়, তার দায়িত্ব বাবা মায়ের অযোগ্যতাই।
  • rimi | 178.26.205.19 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০১:৫৯527038
  • একদমই একমত। আমিও জানতাম না, সম্প্রতিই শিখলাম যে বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্যে পুষ্টি জোগানোটাও বাবা মার গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানে শরীরের মতন একইরকম গুরুত্বপূর্ণ, একটুও কম নয় কিন্তু।

    সাহানা এই নিয়ে লেখো না।
  • aka | 178.26.203.155 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০২:০৪527039
  • একি অনাসৃষ্টি কাণ্ড, ভাগ্যিস আপনেরা গুহামানবের আমলে জন্মাননি তাহলে মানুষ জাতি টাই উঠে যেত এদ্দিন।

    এরপর বলবেন রাস্তার গরীবদের সেক্ষ করারও অধিকার নেই। আশ্চর্য্য!!!
  • aranya | 154.160.226.53 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৩:২৯527040
  • সেক্ষে তো বারণ করে নি কেউ, বলেচে প্রোটেকশন নিতে।

    সরি, সিরিয়াস টপিক, ফুট কাটা উচিত না, নেহাত আকা ফুলটস দিল, তাই।
  • aka | 85.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৫:০৬527041
  • অরণ্যদার ডেটা পয়েন্টে গণ্ডগোল আছে। ফুলপ্রুফ কোন প্রোটেকশন নেই। সেই নিয়ে বিবিধ গালাগালিও আছে।
  • aranya | 154.160.226.53 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৫:০৭527042
  • হুঁ, গাল-গুলো মনে পড়ল, স্ট্যাণ্ড কারেক্টেড :-) ।
  • rimi | 85.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৬:৩৩527043
  • গরীব দেশের সেরকম গরীব লোকেদের কথা তো এখানে বলাই হচ্ছে না। সাগরিকা আর অনুরূপ কিম্বা দেবাশিস পামেলা - কেউই গরীবও নয়, অশিক্ষিতও নয়। তাদের নিয়ে আলোচনা প্রসঙ্গে এখানে সেই বৃত্তের লোকেদের কথাই ধরে নেওয়া হচ্ছে।

    খামোখা বাজে তর্ক করতে হলে তো হীরকরানীর টইই আছে, সেখানে যাও না সবাই?
  • aka | 85.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১২ ০৬:৪০527044
  • স্যানের বক্তব্য পড়ে দেখতে হবে। x, y এর সাথে একমত, z y এর সাথে একমত, মানে z, x এর সাথে একমত। কিন্তু z জানে না x কি বলেছে। এতো হীরকরানির টইতেও নমিনেশন পাবে না।
  • kd | 69.93.211.207 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১১:০৫527045
  • এখানে x না থাকলেও ax আছে, z না থাকলেও 4z আছে, কিন্তু y কে? দীপু?
  • siki | 96.96.160.39 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:২৬527047
  • কবিতার খাতাটা দিল্লিতে ছেড়ে এসেছি, নইলে এখানে একটা কবিতা তুলে দিলাম।

    অনেকদিন আগে দেশে বেরিয়েছিল। কার লেখা ভুলে গেছি। গল্পটা এই রকমঃ

    রিক্সাওয়ালা মদন সারাদিন রিক্সা চালানোর শেষে এক দোকানে এল পাঁউরুটি কিনতে। সেই পাঁউরুটিই তাদের আজ রাতের খাবার। পাঁউরুটির দাম মেটানোর সময়ে "সহসা পাশ থেকে এক গোলাপী উরু তাকে হাতছানি দিল।" কন্ডোমের প্যাকেট, দোকানের সামনে সারিসারি ঝোলানো। মদন আকৃষ্ট হল।

    "বসন্ত এসেছে ঐ, বসন্তসখা পড়েছে ফাঁপরে।" বসন্তকাল মদনকে বড় জ্বালাচ্ছে, আজ রাতেই সে তার বউয়ের সাথে মিলিত হতে চায়। কিন্তু তার কাছে যা টাকা আছে, তাতে করে পাঁউরুটি কেনার পরে তার কাছে আর কন্ডোম কেনার পয়সা থাকবে না। তাকে যে কোনও একটা কিনতে হবে।

    তা হলে কী করবে মদন (বসন্তসখা)? কন্ডোমের স্বার্থে ফিরিয়ে দেবে পাঁউরুটি? খালিপেটে মধুর মিলন হবে তো? কাল সকালে কিন্তু তাকে আবার রিক্সা নিয়ে বেরোতে হবে। ...আর যদি কন্ডোম না কিনে পাঁউরুটি কিনে নিয়ে ফিরে যায় সে, তা হলে আজ রাতেই পাঁউরুটি খাবার আরেকটা লোক বেড়ে যাবে এই পৃথিবীতে।

    মদন কী সিদ্ধান্ত নেয়, তার দিকে তাকিয়ে আছে আজ গোটা ভারতবর্ষ।

    বসন্ত এসেছে ঐ, ভারতবর্ষ পড়েছে ফাঁপরে।

    -- অরণ্যর 12 Sep 2012 -- 03:29 AM পোস্টটাপড়ে কবিতাটা মনে পড়ে গেল।
  • siki | 96.96.160.46 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:২৭527048
  • ** কবিতার খাতাটা দিল্লিতে ছেড়ে এসেছি, নইলে এখানে একটা কবিতা তুলে দিতাম।
  • kumu | 132.160.159.184 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৫০527049
  • সিকি,আমি পড়েছি এটা।এখন সারাদিন মাথায় টিক টিক
    করবে,কার লেখা?কার লেখা?কে যেন লিখেছিল-
  • san | 24.99.3.191 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৫১527050
  • আম্মো পড়েছি। পিনাকী ঠাকুর? শ্রীজাত?
  • siki | 96.96.162.8 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৭527051
  • না। পিনাকী বা শ্রীজাত নয়। আনকমন নাম। আমি নাম মনে রাখতে পারি না, তবে খুব আবছা আবছা মনে পড়ছে স্বপনবরণ আচার্য বা ঐ রকমের কিছু নাম ছিল।
  • rimi | 178.26.205.19 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৫527052
  • আরে কন্ডোম ছাড়াও আরো অনেক উপায় আছে, অনেক সহজলভ্য সস্তা উপায়ও।

    শুধু অ্যাওয়ারনেস বাড়ানো দরকার। ঐটা আমাদের দেশে শিক্ষিত মধ্যবিত্ত কিম্বা উচ্চমধ্যবিত্তদের মধ্যেও কম। অ্যাওয়ারনেসটা যে খুব জরুরী এই বোধটাই কম। গরীব অশিক্ষিতদের কথা তো বাদই দিলাম।

    গরীবঘরে গাদা গুচ্ছের ছেলে পুলে, বাবা মা তাদের নিয়ে নাজেহাল হয়, এমন নয় যে সন্তান পরিবৃত হয়ে সাংঘাতিক সুখ লাভ করে তারা। ঠিকমতন প্ল্যানিং করলে রেগুলার কন্ডোম কেনার খরচ একটা এক্স্ট্রা বাচ্চা বড় করার থেকে ঢের কম। এবং এই প্ল্যানিং করার জন্যে বিশাল এমে বিএ পাশের দরকারই হয় না। দরকার শুধু ঠিকমতন ইনফরমেশন।

    সেদিক থেকে দেখতে গেলে স্যানের এবং সাহানার বক্তব্য অনেকটাই সঠিক। আমরা শিক্ষিত মধ্যবিত্ত উচ্চমধ্যবিত্তরা একটা বা বড়জোর দুটোর বেশি সন্তান চাই না। ইন ফ্যাক্ট রোজগার বা সময়ের ঘাটতি থাকলে অনেকে সন্তান নিতেই চায় না। আমার এমন অনেক বন্ধু আছে যারা সময় দিতে পারবে না বলে মা হয় নি।
    গরীব অশিক্ষিত মানুষদের মধ্যে কি এমন স্নেহের বাড়াবাড়ি যে তারা গুচ্ছের সন্তান চাইবে? কি মনে হয়? এই সব গরীব অশিক্ষিতরা ঠিকমতন শিক্ষিত হলে কি চাইত?
  • siki | 96.96.162.9 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৯527053
  • রিমিকে ক।

    গরীব অশিক্ষিত মানুষ সাধারণত গণ্ডা গণ্ডা সন্তান চেয়ে কেউ সেক্ষ করে না। যখন যখন ঝোঁক চাপে তখন করে। এইবারে সঠিক ইনফরমেশন তাদেরকে শিখিয়ে দেওয়া হলেও সেই ইনফর্মেশন ধরেই তারা মিলিত হবে এমন গ্যারান্টি দেওয়া যায় কিনা, আমি জানি না।
  • Blank | 180.153.65.102 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:০০527054
  • অনেক গরীব ফ্যামিলিতেই বাচ্চা হলো ইনভেস্টমেন্ট। বছর ৫/৬ হলেই সে রোজগার করতে পারবে।
  • rimi | 178.26.205.19 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৬527055
  • ব্ল্যাংকি, সেটাও অশিক্ষারই ফল। ঠিকমতন প্ল্যানিং আর ক্যালকুলেশন করতে জানলে, আর শিশু পালন সম্পর্কে সম্যক জ্ঞান ইত্যাদি থাকলে ৫/৬ বছর বয়স থেকে কেউ বাচ্চাকে রোজগার করতে পাঠাতে চাইবে না।

    সিকি, অন্তত মেয়েদের কথা বলতে পারি, বার্থ কন্ট্রোলের অ্যাফোর্ডেবল উপায় জানলে তারা সেটা ব্যবহার করবেই। কারণ সন্তান জন্মের যন্ত্রণা, সন্তান পালনের যন্ত্রণা - ধনী গরীব নির্বিশেষে মেয়েদের সেটা একইরকম। বারবার প্রেগ্ন্যান্ট হতে কোনো মেয়েই চায় না, সে ধনীই হোক, আর গরীব। সন্তানের জন্ম দিয়ে তাকে খেতে না দিতে পারার যে যন্ত্রণা, তার থেকে সন্তানের মা না হতে পারার যন্ত্রণা অনেক অনেক কম ভাই। মানে, মায়েদের পার্স্পেক্টিভ থেকে বল্লাম। বাবাদের পার্স্পেক্টিভ অনেকটাই আলাদা অবিশ্যি।
  • siki | 96.96.160.37 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:২১527056
  • হুঁ।
  • de | 213.197.30.4 | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:২৫527058
  • রিমিকে ক'! বাবা-গরীব দেরই আলোকিত করা উচিত -- অ্যাকচুয়ালি এই টইটা হঠাৎ করে গরীবের দিকে টার্ন কেন নিলো সেটাই যদিও স্পষ্ট নয় --
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন