এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৫৮১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:১০526960
  • কানাডা তো শুনলাম,চাইলেই কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া যায় না- তোমার ফিজিশিয়ান মনে করলে তবেই রেফার করবেন,এবং দরকার হলে দু তিনমাস বাদে তার দেখা পাওয়া যাবে। তেমন কিছু ঘটলে হাসপাতালে যেতে হবে- কিন্তু বিশেষজ্ঞের দেখা নির্দিষ্ট সময়ের আগে মিলবে না।

    অন্টারিও থেকে তাই এক্জন বাফেলোতে চলে এসেছেন। হপ্তায় তিনদিন ওখানে থেকে আপিশ করে আসেন। বাকিদিন এদিকে থাকেন। ডাক্তার দেখানোর সুবিধের জন্যেই নাকি এদিকে আসা!!
  • rimi | 178.26.205.19 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:১০526959
  • এইগুলো আমার কিছুই হয় নি। কারণ যখন প্রেগন্যান্ট ছিলাম, তখন ছাত্র ছিলাম, আর একদম একা থাকতাম। নিজের পড়াশুনো আর শত্রুরূপী হতচ্ছাড়া গাইডকে সামলাতেই হিমসিম খেতাম। কোনো ক্লাসেই যেতে পারি নি। আর বাবা তো কাছে ছিলই না। ঐ ক্লাসগুলো একসঙ্গে না করতে পারার দুঃখ চিরকাল থাকবে। ঃ-(
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:১৪526962
  • বিলেতেও তাই। ঐ কানাডার মত।

    ওই কারণেই ডেলিভারির সময় কেন ডাক্তার থাকবে না, এই দুশ্চিন্তায় দেশিরা অনেকে দেশে গিয়ে ডেলিভারি করিয়ে ফিরত।

    নাঃ, ঘুমুতে যাই।
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:১৪526961
  • রিমি, খুব মিস করেছো। ক্লাসগুলো এত ভালো আর মজার হয় যে কি বলবো। খুব ভালো লাগতো ঐ ক্লাসটাতে যেতে। নতুন ,নার্ভাস বাবাকুল কে মনে পড়ে গেল অনেকদিন বাদেঃ)
  • 4z | 209.7.156.133 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:১৯526963
  • হ্যাঁ, এটা ঠিক। তবে সিরিয়াস কেস হলে এক-দু সপ্তাহ-র মধ্যে অ্যাপো পাওয়া যায় তবে ফ্যামিলি ফিজিশিয়ানকে রেফার করে দিতে হবে। হাসপাতালগুলোতে ওয়েটিং টাইম লম্বা, ইমার্জেন্সিতেও। সেটা অবশ্য ইউকেতেও দেখেছিলাম। এখন যেটা করি, হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হলে পাশের ছোট শহরেরটায় যাই। অনেক তাড়াতাড়ি আর ফাঁকায় ফাঁকায় হয়ে যায়।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:২২526964
  • আম্রিগায় বড় শহরে বেশ ভালোই ওয়েটিং টাইম। সে এমার্জেন্সি হোক কি স্পেশালিস্ট।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:২৩526965
  • ফৌজি, কানাডাতে তোমাদের ওয়েটিং টাইম মোটামুটি কেমন পড়ে ?
  • 4z | 209.7.156.133 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:২৪526966
  • ও হ্যাঁ, তবে প্রেগন্যান্সির ক্ষেত্রে আলাদা ব্যবস্থা। বাবা-মাকে বলাই থাকে ইমার্জেন্সিতে না গিয়ে সোজা হাসপাতালের লেবার ডেলিভারিতে চলে যেতে। ওখানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালু করে দেয়।
  • lcm | 202.12.85.196 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:২৫526967
  • অপ্পোন, স্ক্যান্ডিনেভিয়ান দেশের কথা ঠিক বলেছে, দারুণ সার্ভিস, কিন্তু বাপু, মনে রেখো, সুইডেনে ইনকাম ট্যাক্সো প্রচুর।
    উইকি থেকে -
    The typical worker receives 40% of his or her income after the tax wedge.
    http://en.wikipedia.org/wiki/Sweden
    মানে ট্যাক্সো দিতে ৫০-৬০% চলে গেল, আর ভ্যাট ও ২৫% (সব কিছুতে নয় অবশ্য)। ওয়েলফেয়ার স্টেট শস্তা নয়।
    পাকাপাকি সেট্‌ল করার আগে ভেবে দেখো ঃ)
  • প্পন | 126.202.155.190 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:২৮526969
  • উফ, এই ল্যাদোশদাটা না! ঘুম থেকে টেনে তুলল ঠিক।

    স্ক্যান্ডিনেভিয়ায় সেটল করব মোটেও লিখিনি। ভালো করে পড়ুন স্যার। ওখানে পিনাকী বলেছিল সেটল করলেও করতে পারে।
  • lcm | 202.12.85.196 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:৩০526970
  • ওহ! পিনাকী। ঘুমটা আমারই পেয়েছে, মাশরুম স্যান্ডউইচ এবং আলুভাজা সহযোগে লাঞ্চ ঃ)
  • 4z | 209.7.156.133 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:৩৪526971
  • পাই,

    স্পেশালিস্টের ক্ষেত্রে দু সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস হতে পারে। আর যদি সার্জন হয় সেক্ষেত্রেও কয়েক মাস ধরে চলতে হবে। তবে ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশনের ওপর। আর হাসপাতলে -পাঁচ ছ ঘন্টা মিনিমাম। তবে সিক কিডসে খুব বেশি হলে আধ ঘন্টা। আমি এখন যেখানে থাকি সেখানকার হাসপাতালের ওয়েটিং এই অঞ্চলের মধ্যে সব থেকে বাজে, তাই ভিড় সামলাতে দ্বিতীয় হাসপাতাল খুলছে।
  • pi | 127.194.3.9 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০১:৩৯526972
  • আমার আম্রিগা অভিজ্ঞতাও অনুরূপ।
  • kd | 69.93.207.52 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০২:৩৯526974
  • ঠিকমতো পিসিপি থাকলে মোটামুটি বড় শহরেও (যেমন নিউ ইয়র্ক সিটি) স্পেশালিস্ট পেতে খুব বেশী ওয়েট করতে হয় না।

    আর একটা কথা, অনেকেই বলে ক্যানাডা আর ইউকে মেডিকাল-সাপোর্ট সিস্টেম খুব ভালো, এমনকি এমন সিস্টেম ইউএসএতেও অ্যাডাপ্ট করা উচিত। আমার নিজের কোন এক্সপিরিয়েন্স নেই (হ্যাঁ, টরন্টোতে একবার হোটেলের ঘরে ডাক্তার এসেছিলো, আমেরিকায় ব্যাপারটা অকল্পনীয়), কিন্তু ওই দুই দেশেই বেশ কিছু সিনিয়র লেভেল এক্সিকিউটিভ হায়ার করেছি - প্রত্যেকেরই অলমোস্ট প্রথম প্রশ্ন, প্রাইভেট হেল্থ ইন্সিওরেন্স কভারেজ। কেন, কে জানে!
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০২:৩৯526973
  • অন্টারিও থেকে যিনি বাফেলো তে মুভ করেছেন, মানে করতে বাধ্য হয়েছেন- তার একটি রক্তের অসুখ আছে। মাঝে মাঝেই বাড়াবাড়ি হয়-তখন তাকে স্পেশ্যালিষ্ট এর কাছে দৌড়ে যেতে হয়। তো কানাডায় সেটা খুব অসুবিধেজনক ।প্রত্যেকবার রেফারেন্স এবং অপেক্ষা - এটা শুধু শারীরিক কষ্ট নয়, তার সঙ্গে নিজের এবং পরিবারের মানসিক কষ্ট আর ওরা নিতে পারছিলেন না। ফলে একরকম বাধ্য হয়েই ওদের ওপারের পাট চুকিয়ে এদিকে আসতে হয়েছে।

    পুঃ আমাকে প্রত্যেক তিনমাসে একবার বিশেষজ্ঞের কাছে যেতে হয়। যখন শিকাগো শহরে ছিলাম ,তখনো যেতে হতো। দুমাস অপেক্ষা করতে হয় নি। নিজের পছন্দ্সই ডাক্তার না পেলেও নেটওয়ার্কের অন্যকোনো ডাক্তারকে প্রয়োজনের আগে যেতে হলে সবসময় পেয়েছি।
    এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কানাডায় শুনেছি সেটা খুব কঠিন।
  • 4z | 84.115.197.225 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৩:০৭526976
  • ম'দি,

    তোমার পরিচিতর কেসটা আমি এক্সেপশন বলব। আমার নিজের অভিজ্ঞতায় এরকম কিছু চোখে পড়েনি। হ্যাঁ, এরকম কোন সার্জারি যেটা এখানে কমন নয় এদিকে ইউএসে যার প্রোভেন সাকসেস আছে, সেরকম ক্ষেত্রে কেউ কেউ ওখানে যায়। আর এই ধরণের একটা দুটো কেসে সরকার পুরো খরচা দিয়েছে।

    কেডিদা,

    সেই চোখ, দাঁত আর ওষুধের খরচা।
  • | 60.82.180.165 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৩:৫৯526977
  • হ্যাঁ,ফোর্জি, এনার রক্তের অসুখটা নাকি ওপারে ততটা সিরিয়াস নয় বলে ট্রিট করা হচ্ছিলো- এপারে উল্টোটা।
    ভদ্রলোক এদিক থেকেই ওদিকে গিয়েছিলেন। এখন ফিরে এসেছেন।
  • aka | 85.76.118.96 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৬:৪৪526978
  • আম্রিগায় স্পেশালিস্ট পেতে আজ অবধি আমার কোন অসুবিধা হয় নি। এমনকি এইচএমও পলিসি তেও না। পিসিপিকে বললে পিসিপি অনায়াসে রেফার করে দেয়। এখানে না হয় ছোট শহর, কিন্তু বোস্টন বা ল্যাক্সেও অসুবিধা হয় নি।

    এখানকার হেলথ কেয়ার কস্টলি, এখানকার হেলথ কেয়ার পলিটিকাল ইস্যু আছে, যাদের হেলথ কেয়ার অ্যাভেইল করার মতন পয়সা নেই তাদের ব্যপক ঝাড় - যদিও তারা এমার্জেন্সি রুমে যায়। কিন্তু যাদের প্রপার ইন্সিওরেন্স আছে তাদের জন্য খারাপ কিছু না।
  • a x | 118.207.195.138 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৭:১১526981
  • এখানে স্পেশালিস্ট রেফার করার পর ঠিকঠাক লোকের অ্যাপয়েনমেন্ট পেতে ৩ মাস মত সময় লাগে এরকম বহুবার হয়েছে। নিজের পছন্দের বাইরে গেলে যাকে খুশি তাকে হলে অবশ্যই পাওয়া যায়।

    আমার এক ল্যাবমেট ভারতীয় কিন্তু ক্যানেডিয়ান সিটিজেন, ১০ বছরের বেশি আছে, সেও কিন্তু এই অপেক্ষার কথা বলল। এবং প্রথম দিকে বেশ রাগ করেই বলত যে ক্যানাডাতে পয়সা লাগেনা কিন্তু ডাক্তার পেতে পেতে অসুখ সেরে যায়, দু-তিন মাস কোনো ব্যাপারই না। পয়সা দিয়ে তাড়াতাড়ি অ্যাপো পাবার উপায় নেই এতে তার খুবই দুঃখ ছিল। ইদানীং এদেশে কো-পে দিতে গিয়েই তার সে দুঃখ কিঞ্চিৎ ঘুচেছে।
  • aka | 85.76.118.96 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৭:১৫526982
  • একজন ডাক্তারের প্রচূর ডিমাণ্ড আছে, সবাই যদি তার কাছেই দেখাতে চায় তাহলে তার কাছে অ্যাপয়নমেন্ট পেতে দেরি হবেই। পৃথিবীর কোন সিস্টেমে তা সামলানো সম্ভব নয়।
  • 4z | 109.227.143.99 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৭:২৯526983
  • তার ওপর আছে ডাক্তারের শর্টেজ। আর ইদানিং অন্টারিও সরকার যা শুরু করেছে তাতে এই শর্টেজ আরও বাড়বে মনে হয় খুব তাড়াতাড়ি।

    অক্ষদি,

    তোমার বন্ধু অপেক্ষার ব্যাপারে যা বলেছে ইয়ার্কি মেরে আমরাও ঐ একই কথা বলি। তবে আমার মা এখানে এসে অসুস্থ হয়ে পড়ায় দু'সপ্তাহের মধ্যে শুধু স্পেশালিস্ট দেখল তা নয়, অপারেশনও করল। হ্যাঁ ইন্স্যুরেন্স as usual পাঙ্গা নিয়েছিল সে আলাদা কথা।
  • aka | 85.76.118.96 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৭:৩৪526984
  • ইন্সিওরেন্স কেন? ট্যাক্সের পয়সা দিয়ে ফ্রি না? ইন্সিওরেন্সই যদি হবে তো আম্রিগার সাথে পার্থক্য কোথায়?
  • 4z | 109.227.143.99 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৭:৪০526985
  • মা তো ভিজিটার ভিসায় এসেছিল। মার জন্য ফ্রি কেন হবে? ট্র্যাভেল ইন্স্যুরেন্স নেওয়া ছিল।
  • aka | 85.76.118.96 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৭:৪৮526986
  • ওঃ আমি খেয়াল করি নি।
  • a x | 118.207.195.138 | ১১ সেপ্টেম্বর ২০১২ ০৮:৪৭526987
  • নাহ একজন দুজনের ব্যাপার না, ইন্টার্ন বা অ্যাসোসিয়েট লেভেলে হয়ত সহজে পাওয়া যায়, কিন্তু একটু অভিজ্ঞ ডাক্তার হলেই দু-তিনমাস কোনো ব্যাপার না। এটা আমার দেখা দুটি টপ টিয়ার হাসপাতালের কথা। সেখানে প্রাইমারি কেয়ারের অ্যাপো পেতেও অনেক সময় এরকম সময়ই লাগে। এবং ভেতরের লোকের লাগে। বাইরের বা আউটস্টেশন আরো বেশি। আর "প্রপার ইন্সুরেন্স" প্রসঙ্গে, এদেশের মোট ইন্ডিভিজুয়াল ব্যান্করাপ্সির অর্ধেকের বেশি হয় স্রেফ মেডিকাল কস্টের জন্য। এবং তাদের মধ্যে আশি শতাংশেরও বেশি "প্রপার" হেলথ ইন্সুরেন্স থাকে।
  • dukhe | 212.54.74.119 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১০:০৪526988
  • a x কি 'তর্কের আনন্দে' মিতার উদাহরণটা মিস করলেন যেখানে আইন আইনের পথে চলেছিল, কিন্তু লবি লবির পথে চলে তাকে ঠেকায় ?
    দেখুন, সবার কি আর অল-ইনভেসিভ রাষ্ট্র পছন্দ হবে? এমনকি রাষ্ট্র দয়ালবাবা অবতারে এলেও। দুধের শিশুর পরম কল্যাণকামনায় তাকে আজন্মপরিচিত মুখগুলি থেকে দূরে একটি বিজাতীয় পরিবেশে রেখে ট্রমা উপহার দিলে কারো কারো খারাপ লাগবেও । অন্ততঃ তাদের - যারা বিশ্বাস করে মা বাবাকে কাছে পাওয়ার অধিকার শিশুর থাকে ।
  • a x | 118.207.195.138 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১০:৩১526989
  • দুখে কনটেস্ট করা আর লবি করা যে এক না, এটা আপনিও জানেন। অফকোর্স আমি মনে করি বাচ্চার জন্ম দিলেই মা বাবা হবার অধিকার হয়না। আর দুধের শিশুর রেসিলিয়েন্স খুবই বেশি, তার কাছে বিজাতীয় জিনিসের কনসেপ্ট প্রায় নেই, ওগুলো আমাদের আছে। ফস্টার কেয়ার আদৌ ভালো কিছু জিনিস না। ফস্টার কেয়ার অ্যাবিউস, এক ফস্টার কেয়ার থেকে আরেক ফস্টার কেয়ারে ঘুরে বেড়ানো এই গল্পও শোনা যায়। তার সাথে ভিডিও বেরোয় তিন বছরের বাচ্চাকে এলিভেটরে এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে চড় মেরে পাঠাচ্ছে মা-র নতুন প্রেমিক। কিম্বা একেবারে না খেতে পাওয়া অবস্থায় তিন শিশু, মার সিভিয়ার ডিপ্রেশন। আমাদের দেশ হলে "পরিবার" তন্ত্রের আড়ালে অনেক কিছুই চাপা পড়ে। এই পরিবারতন্ত্রের মধ্যে বসেই কাকা চার বছরের বাচ্চার যৌন নিগ্রহ করে, দুধে নাক ডুবিয়ে কন্যা শিশু খুন হয় এই পরিবারতন্ত্রের ভেতরেই। স্কুলে সাত-আট বছরের বাচ্চারা প্রায়শই মার খেয়ে বেহুঁশ হচ্ছে, মারাও যাচ্ছে। রাষ্ট্র, তার পুলিশ স্রেফ পাত্তা দেয়না। অফ কোর্স আমি চাইব রাষ্ট্র শিশুর্দের অধিকার রক্ষার দায়িত্ব নেবে। আইনের অপব্যবহার হয়না এরকম দাবীও করিনি। আপনার কথা থেকে মনে হয় অ্যামেরিকা কিম্বা সাদা চামড়ার দেশ মানেই যা খুশি করছে, ছেলে মেয়ে তুলে নিয়ে যাবার জন্য থাবা বাড়িয়েই আছে আর আমাদের নিপাট ভালোমানুষ বাবা-মারা সন্তানের ক্ষতির কোনো কিছু ঘটাতেই পারেনা।

    অল-ইনভেসিভ রাষ্ট্রের পক্ষে আমি এটা শুনে গুরুর পাতা খিক করে একটু হাসল, ঠিক শুনতে পেলাম ;-)
  • নেতাই | 131.241.98.225 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১০:৫৩526990
  • অপত্যের প্রতি বাবা মার অসীম ভালোবাসার কোন বিকাল্প যাস্ট হয়না।

    রাস্ট্রের মনিটারিং থাকা ভালো। কিন্তু বাচ্চাকে বাবা মায়ের থেকে নিয়ে নেওয়া খুবই একস্ট্রিম কেসে হওয়া উচিৎ।
  • dukhe | 212.54.74.119 | ১১ সেপ্টেম্বর ২০১২ ১১:২১526992
  • a x, আপনাকে অল-ইনভেসিভ রাষ্ট্রের পক্ষে বললাম কি ? আমি নই, এটুকুই বললাম ।
    মিতা কিন্তু লবির কথাই লিখেছিলেন ।
    আমেরিকা মানেই যা খুশি করছে নয়, আবার আমেরিকা মানেই ভুল করে না এটাও নয়।
    খুবই গরিব বাবা মাও কি চান তার বাচ্চাকে সরকার তুলে নিয়ে এমন জায়গায় রাখুন যাতে ভালো খেতে-পরতে-পড়তে পায়, কিন্তু তাদের সঙ্গে কোন সম্পর্ক না থাকে ? পৃথিবীতে কারা বাচ্চা আনতে পারবে সে বিষয়ে কি কোন যোগ্যতামান চালু করা উচিত তাহলে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন