এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অশনি সংকেত

    Arin
    অন্যান্য | ১৭ এপ্রিল ২০১২ | ৮৬৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arin | 119.224.108.139 | ১৭ এপ্রিল ২০১২ ০৪:৩৬544221
  • http://www.bartamanpatrika.com/content/main2.htm

    [ গোয়েন্দারা জানতে চাইছেন ফেসবুক অন্তত এটা জানাক, কোন একাউন্ট থেকে এই ব্যাঙ্গচিত্রগুলি তৈরী করে ছাড়া হচ্ছে ]

    ফেসবুক এদের কথা শুনবে কিনা সেটা পরের কথা ও গৌন, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধি ও পুলিশ বা গোয়েন্দারা এরকম ধরনের অনৈতিক ও ব্যক্তিস্বাতন্ত্রের পরিপন্থী এই দাবি তোলবার সাহস পান কি করে?
  • Arin | 202.36.179.65 | ১৭ এপ্রিল ২০১২ ০৫:৪৪544332
  • মমতা বা পশ্চিমবঙ্গ সরকারই একা নন, অন্যরাও:
    http://rww.to/HPi4qP

    আজ না হয় কাল, সরকারের পক্ষে
    বি্‌য়্‌ক্‌তগত ডাটা পেতে অসুবিধা হবে না, কিন্তু সেই ডাটা পাওয়ার পর তাকে কে কি করে ব্যবহার করবেন, কে জানে?
  • kallol | 115.241.96.4 | ১৭ এপ্রিল ২০১২ ০৬:৫০544391
  • আমরা কি ব্যাক্তিগত স্তরে একটা প্রতিরোধ গড়তে পারি?
    ঐ যে নাগরিক কার্ডটার কথা বলা হয়েছিলো, তার ডেটা যদি আমাদেরই দিতে হয় তো দিতে অস্বীকার করা। অন্য নানান জায়গায় আমাদের ডেটা আছে। সেখান থেকে নিলে কিছু করার নেই।
  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ০৭:০১544402
  • প্যাট্রিয়ট অ্যাক্ট বলে একটা আইন আছে আম্রিকাতে।
  • Arin | 202.36.179.65 | ১৭ এপ্রিল ২০১২ ০৭:১০544413
  • ব্যক্তিগত স্তরে তো অবশ্যই প্রতিরোধ গড়ে তোলা উচিত, বিশেষত যারা ভারতে থাকেন ও বুঝতেই পারছেন, সরকার কিভাবে আপনার ডাটা পেতে আগ্রহী; এর আগে কপিল সিব্বল সাহেব-ও এই ধরণের কথা ও হুমকি দিয়ে রেখেছেন, এরকম আরো কেস হলে আইন পাস হতে দেরী হবে না | খবরের কাগজ, বা চিঠি চালাচালির থেকে ইন্টারনেটে লেখালিখির ধরন অনেকটাই আলাদা, অনেকটা চটজলদি, অনেকের পক্ষেই খুব ভেবেচিন্তে লেখা সম্ভব হয়না | এই মানুষ-গুলোকে টার্গেট করা খুব সহজ | এতে করে সকলের-ই স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া হয়, কিন্তু আমাদের দেশগুলোতে কেউ ইন্টারনেট -এ কে কি লিখল নিয়ে মাথা ঘামা(ত) না, এই ধরনের স্বাধীনতায় সরকারী হস্তক্ষেপ হলেও খুব একটা জোরালো প্রতিবাদ শোনা যায়নি, এবারের প্রতিবাদ সে দিক দিয়ে বেশ আশাব্যঞ্জক বলতে হয় |

    ব্যক্তিগত স্তরে প্রতিরোধ গড়ে তোলার একটা উপায় @কল্লোল বাবু যেমন লিখেছেন, যে, যেকোন ইলেক্ট্রনিক ফর্ম ভরার আগে প্রশ্ন তোলা যে, ব্যক্তিগত তথ্য কি কাজে ব্যবহৃত হবে সে সম্বন্ধে নিশ্চিত না হয়ে ফর্ম না ভরা বে সেই তথ্য না দেওয়া, অনলাইন নেটওয়ার্ক গুলোতে নিজের সব তথ্য না পেশ করা (নকল নাম, ছদ্মনাম ব্যবহারে ক্ষতি কি?) | আরো যারা সতর্ক হতে চান, [টর প্রযেক্ট] এর সফে্‌টায়ার ব্যবহার করতে পারেন, বা anonymityservice ব্যবহার করে দেখতে পারেন |

    [টর প্রজেক্ট]: http://www.torproject.org
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ০৯:২১544424
  • অরিণকে অসংখ্য ধন্যবাদ।
    জানি না ফেসবুক বা টুইটার কর্তৃপক্ষ এসব আব্দার মানবে কি না। না মানার সম্ভাবনাই বেশী। তবু চিন তো পেরেছে। অবশ্ত তফাৎটা খুবই বড়, একটা রাষ্ট্র আর একটা অঙ্গ রাজ্য মাত্র।
    কিন্তু এটা চমৎকার হচ্ছে। মমতা যত অসহিষ্ণু হচ্ছেন, ততই প্রতিবাদ প্রবল হচ্ছে। এটা খুবই আশার যে প্রতিবাদটা সিপিএমকে নির্ভর করে হচ্ছে না। ফলে অন্য একটা সমীকরণ গড়ে উঠতেই পারে, যা একই সাথে মমতা ও সিপিএম বিরোধী।
  • tatin | 122.252.251.244 | ১৭ এপ্রিল ২০১২ ০৯:৩১544435
  • আমার আশংকা, ঐ সমীকরণ গড়ার ম্যাচিওরিটি এই রাজ্যে কারোরই নেই। এক কং আই যদি স্টেপ ইন করে
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১০:০৬544457
  • ততিন। একমত। তবে প্রাজ্ঞতা তো গড়েও ওঠে। সিপিএমএর দিশাহীনতা যত প্রকট হবে, মমতার অসহিষ্ণুতা যত বাড়বে, তত এই জোটের সম্ভাবনা বাড়বে।
    প:ব:এর পুরোনো নকশালপন্থী দলগুলোর খুব একটা ধার বা ভার কোনটাই নেই। কানু সান্যাল বেঁচে থাকলে শুধু নামের জোরে একটা বিকল্প হতে পারতেন হয়তো। অসীম চট্টো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কিন্তু এদের কাউকেই আমার খুব প্রাজ্ঞ বলে মনে হয় না। লিবারেশন গ্রুপ-এসইউসি-আরএসপি-ফব-সিপিআই একটা বিকল্প হতে পারে, সরকার গড়ার জন্য নয় - শক্তপোক্ত বিরোধী ভূমিকার জন্য। সরকার গড়তে গেলে এর সাথে কং জুড়তে লাগে। লিবারেশন আর এসইউসি তাতে সায় দেবে না।
    তাই আপাতত: শক্তপোক্ত বিরোধী চাই - বিধানসভার বাইরে।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১০:০৬544446
  • যাক অনেকেরই শেষ পর্যন্ত বোধোদয় হচ্ছে। সেই ক-অ-অ-অ-বে থেকে বলে যাচ্ছি, মনু-পনু-আলুর হাত যদি শক্ত করতেই হয় তো সরাসরি করাই ভাল!!! আর মনে হচ্ছে যে আলোচনাটাও এখন থেকে ""অমুকে যাক তো তার পরে দেখা যাবে""-র রাস্তা ছেড়ে বিকল্পের সন্ধানের দিকে ঝুঁকছে।
  • kanti | 125.20.14.98 | ১৭ এপ্রিল ২০১২ ১০:০৬544222
  • http://www.anandabazar.com/17edit4.html

    আবাপতে লেখা উপরের প্রবন্ধটি সবাইকে পড়তে অনুরোধ করছি। এই রংগন যদি গুরুর সকলের প্রিয় রংগন হন তবে অনুরোধ কোরব প্রবন্ধের শেষের নিচের উক্তিটির আমার মত আম-পাবলিকের জন্য একটু সরল ব্যাখ্যা দিতে।
    .....আমাদের অগনতান্ত্রিক সাংসকৃতিক উন্নাসিকতা যদি ২০০৭-০৮ থেকে গড়ে ওঠা গনতান্ত্রিক ঐক্যটাকে বিপন্ন কোরে তোলে, সেটা বাংলার পক্ষে ভাল হবেনা।...

    অন্যরাও মতামত দিন।
  • Netai | 121.241.98.225 | ১৭ এপ্রিল ২০১২ ১০:১৩544233
  • আমি এই এই প্রশ্নতাই করে গেলাম ভাটে
    :))
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১০:১৪544244
  • পিটি। বিকল্পের আলোচনা আগেও হয়েছে। সিপিএম-তৃণ বাদ দিয়ে জোটের কথা প্রথম আমিই বলি কোন একটা পকাবু সুতোয়। গুরুতে আমরা লিখে চাইলেই যদি জোট হয়ে যেতো, তবে তো কথাই ছিলো না।
    বামফ্রন্ট ভেঙ্গে বেরিয়ে আসার হিম্মত অন্য বামেরা দেখাতে পারেনি, তাই অন্য জোট হয় নি।
    বিকল্পের ভাবনা ছিলো, কিন্তু বাস্তবে বিকল্প ছিলো না। সেখানে সিপিএম যাক অবস্থানই ঠিক ছিলো। আজ আরএসপি তাদের সম্মেলনে নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে মুখ খুলছে অনেক খোলা ভাবে। আগে বললেই শুনতে হতো, মন্ত্রীত্ব ছেড়ে দিতে। এখন আর সে ঝামেলা নেই। তাই বিকল্প ভাবা যেতেই পারে। কিন্তু এও শেষ পর্যন্ত গুরুতে লেখালেখিই। প:ব:তে নতুন রাজনৈতিক জোট গুরুতে লিখে গড়ে তোলা যাবে, এমন স্বপ্ন না দেখাই ভালো। গুরুচন্ডা৯ বড়জোর কাঠবেড়া৯ হতে পারে মাত্র।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১০:২৩544255
  • কংগ্রেস ১২ থেকে ১৫% ভোট পায়। তার সঙ্গে কুড়িয়ে বড়িয়ে আরও ৫% হলে ভোটটা ২০%-এ দাঁড়ায়-তাও যদি ধরে নিই যে ফব ইত্যাদিরা বামফ্রন্ট ছাড়ছে। এই একটি ঘটনা গত ২-৩ বাছরে বামেদের চরম দূর্দিনেও ঘটেনি। তাহলে হাতে রইল পেনসিল। ক্ষমতায় একা তৃণ বা সিপিএম আসবে। সম্ভবত: একা তৃণ আসার সম্ভাবনাই বেশী। তাহলে তো সেই পুণর্মূষিক ভব!! ওদিকে পণূদার কেন্দ্রে সরকারকে টিকিয়ে রাখার আর আমেরিকাকে খুশী রাখার ডবল দায়িত্ব। তাহলে তারাই বা রাজ্য সরকারের বিরোধিতা করে কি করে?
  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ১০:২৮544266
  • পিটি, একটা ব্যাপার খেয়াল করুন
    আগে বলা হত আর যেই আসুক, সিপিএম যাক। এখন বলা হচ্ছে বিকল্প হোক, তবে তৃণ যাক। মানে সাত মণ তেল না পোড়া অবধি মমতা থাক। মানবতাবাদীরা কার অনুগামী সে বুঝতে কি আর অসুবিধা হয়?
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১০:৩১544277
  • খেয়াল করেছি। এই অবস্থানটা অপ্রত্যাশিত নয়।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১০:৩৯544288
  • Kallol
    ক্ষতি গোস্বামী সিঙ্গুর নিয়ে এই জাতীয় বক্তব্য বরাবরই রেখেছেন। আগে যখন বলেছেন তখন মন্ত্রীত্ব ছাড়তে বিমান বাবুরা বলেননি - বলেছিলেন তখনকার বিরোধীরা। ফব বা আরএসপি সিপিএমের সঙ্গ ছাড়লে মোটামুটি শেষ হয়ে যাবে ধরে নেওয়া যেতে পারে। বহুবার বলেছি -আবার বলি - পছন্দ হোক বা না হোক এই মুহূর্তে সিপিএমকে ছাড়া যে কোন বাম/গণ আন্দোলন অশ্বডিম্ব প্রসব করবে।
  • tatin | 122.252.251.244 | ১৭ এপ্রিল ২০১২ ১০:৪৬544299
  • এই মুহূর্তে সিপিএমকে নিয়েও কোনো বাম আন্দোলন সম্ভব না তো।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১০:৫৬544310
  • আমার মনে হয় রংগন যে প্রশ্নটা তুলেছে, সেটার একটা সূক্ষ্মতা আছে।
    ২০০৭-৮ থেকে সিপিএমের অ-গণতন্ত্রের বিরুদ্ধে যে গণতন্ত্রের ঐক্য গড়ে উঠেছিলো, সেখানে রংগন কথিত নানান ধরনের মানুষ ছিলেন। গ্রামের দিকের মানুষ যাঁরা সিপিএমএর দলতন্ত্রের শিকার। শহরের নানান সামাজিক গণতান্ত্রিক সাংষ্কৃতিক কাজের সাথে যুক্ত মানুষ। পরে পরিবর্তন হচ্ছেই বুঝতে পেরে যেসব সরীসৃপেরা জাহাজ বদল করেছে তারা।
    তখনও মমতার ভুল ইংরাজি, খামখেয়ালীপনা নিয়ে কথা হয়েছে। কিন্তু প্রকট হয় নি। বরং সিপিএমের ব্যাক্তি মমতা আক্রমনের ফলে ওগুলো ধামাচাপাও পড়ে গেছিলো।
    রংগন চাইছে আজকের মমতা বিরোধীতাও ""পলিটিকালি কারেক্ট"" থাকুক। মমতার স্বৈরতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ হোক, ব্যক্তি মমতার প্রতি কটাক্ষ বাদ দিয়ে।
    অবস্থান হিসাবে খুবই ""পলিটিকালি কারেক্ট"" অবস্থান। কিন্তু একজন উদ্ভট ইংরাজিতে বণিক সভায় কথা বলেন, তখন প্রশ্ন ওঠে, মমতা কি মনে করেন ইংরাজি না জানাটা অপরাধ? উত্তর হ্যাঁ। মমতা তাই মনে করেন। তা না হলে বাংলায় বলতেন, অনুবাদক রেখে। সেটা অনেক ভালো দেখাতো, সম্মানজনক হতো।
    একটা কার্টুন, যেটাকে কার্টুন বল্লে একটু বেশিই বলা হয়, সেটা না দেখে, শুধু পুলিশের কথায় নেচে যে কান্ডোটা করলেন সেটা অবিমৃষ্যকারীতা বল্লেও কম হয়। কিন্তু প্রশ্ন হলো একজন এতোদিনের রাজনীতি করা মানুষ এটুকু জানবেন না যে রাজনৈতিক নেতাদের কার্টুন তো সারা পৃথিবী জুড়ে প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসছে। যারা কার্টুনের বিরুদ্ধে অসহিষ্ণুতা দেখিয়েছেন তাদের নিন্দা করেছে সকলে। এটা বল্লে যদি শিক্ষার অভাব বোঝায় তো বোঝায়। ভুল আর হাস্যকর ইংরাজি বা হিন্দিতে কথা বললে (যেখানে বাংলায় বলে ইং বা হিন্দিতে অনুবাদ করে দেবার মতো সুবিধা আছে) যদি শিক্ষার অভাব বোঝায় তো বোঝায়।
    রংগনের ""পলিটিকালি কারেক্ট"" থাকার দায় আছে হয়তো, সকলের তা নাও থাকতে পারে।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১১:০৪544321
  • পিটি।
    হ্যাঁ, আগে বামফ্রন্ট ছাড়লে অন্যরা শেষ হয়ে যেতো। কারন ঐ সব দলের মানুষেরা ভয়ে সিপিএমএ যোগ দিতো। আজ সেই অবস্থা নেই।
    এরপর আসে ভোটের হিসেব। তা, সিপিএমএর সাথে থেকে কেমন টিঁকে আছেন এঁরা?
    ফব ১১, আরএসপি ৭ সিপিআই ২।
    সিপিএমএর সাথ ছাড়লে মনে হয় এঁদের বিশ্বাসযোগ্যতা বাড়বে বই কমবে না। তার থেকে সংগঠন বাড়তেও পারে।
    সিপিএমই বাম আন্দোলনে বড়দা, সে দিন গেছে। গতরে বড় হলেই বড়দা হয় না।
  • d | 14.99.133.221 | ১৭ এপ্রিল ২০১২ ১১:০৫544333
  • কান্তি,
    রংগন চক্রবর্তী আর গুরুর রঙ্গন একেবারে মাথার চুল থেকে পায়ের নখের ডগা পর্যন্ত সম্পূর্ণ আলাদা লোক।
  • PT | 203.110.246.230 | ১৭ এপ্রিল ২০১২ ১১:০৬544344
  • তাহলে তো ল্যাঠা চুকে গেল। বসে থাকি কবে এসইউসি, ফব, আরএসপি, কংগ্রেস একসঙ্গে আসে তার জন্য। এক্ষেত্রে কংগ্রেসকে অবিশ্যি সিপিএমের চাইতে বেশী বামপন্থী ধরে নিতে হবে!! আর কত দেখাবি কালী............
  • tatin | 122.252.251.244 | ১৭ এপ্রিল ২০১২ ১১:১১544355
  • নাহ, সিপিএম কবে আন্দোলন করবে সেট দ্যাখার জন্য তো মিড এইট্টিস থেকে বসে আছি- সচিন ১০০ট সেঞ্চুরি করে ফেললো, সিপিএম আর আন্দোলন করলো না
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১১:১২544377
  • পিটি। ভায়া তুমি কেবল ভোটের হিসাবই দেখছো। কং কে সাথে নিলে সরকার গড়া যাবে। কিন্তু সরকারই গড়তে হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে। শক্তপোক্ত বিরোধীও তো হাওয়া যায়। সেটা বিধানসভার থেকে তার বাইরে বেশী দরকারি।
    আজ এপিডিআর যে ভূমিকা পালন করছে (তোমরা তো ভেবেছিলে এরা সব মুখে কুলুপ দিয়ে বসে থাকবে), সেটা ও এরা পালন করতে পারে। এপিডিআর ভোটে দাঁড়ায় না, ফলে সরকারও গড়বে না। তবুতো বিরোধী ভূমিকা পালন করছে। তাতে সরকার আতংকিতও। এটা কি করা যায় না? নাকি বিধানসভার ঠান্ডা ঘর ছাড়া এখন আর কিছু ভাবাই যায় না!
  • lcm | 69.236.167.153 | ১৭ এপ্রিল ২০১২ ১১:১২544366
  • সিপিএম=আসল খাঁটি বাম, সুবিধামতন লাগাইবেন।
  • rajdeep | 220.227.106.153 | ১৭ এপ্রিল ২০১২ ১১:২৫544386
  • কিন্তু কল্লোলদা প্রশ্নটা থেকেই যায় যে এই ক্রাইটেরিয়ায় কংরেস কোয়ালিফাই করছে কিসে?

    প্রকৃত বামপন্থী হিসেবে? না আন্দোলনকারী হিসেবে?
  • kelo | 117.254.246.38 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৩০544387
  • রংগনবাবু যা বলেছেন তার মধ্যে আমার সবচেয়ে বেশী মনে লেগেছে এই জায়গাটা -

    "নাগরিক বুদ্ধিজীবী সমাজ যদি মনে করেন, কার্টুন বা ধর্ষণের ঘটনায় সমাজের সকল স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাঁরা ভুল করছেন। আমি বলব বরং ‘রাত দুটোয় একটি মেয়ের পার্ক স্ট্রিটে মজা লুটতে যাওয়ার কী দরকার ছিল’, বা ‘শিক্ষক পড়াশোনা করাবেন, তাঁর কার্টুন আঁকার কী দরকার’ এই জাতীয় ‘কমন সেন্স’ ভিত্তিক প্রতিক্রিয়ার উৎস আমাদের সমাজের অনেক গভীরে। ২০১১-র পরিবর্তনের জন্য জরুরি ঐক্যকে এই বিভাজনগুলো পেরিয়ে তৈরি হতে হয়েছিল। বুদ্ধিজীবীরা যত শিক্ষার অভাব বা মননের অভাবের নিন্দা করবেন, সমাজের ভেতরে ভেতরে এই অগণতান্ত্রিক বোধগুলো তত দৃঢতর হবে, জঙ্গি হবে।"

    আমি কদিন আগেও ঠিক এই পয়েন্টটাই একটা পোস্টে লিখেছি। সেদিন CUcollegeSt.ক্যাম্পাসের গেটে সন্ধে ছটায় অম্বিকেশবাবুর গ্রেপ্তারের বিরুদ্ধে মিটিং ছিল। গিয়ে কাউকে পাই নি। পেযেছি শুধু কলেজ স্কোয়ারের নীল সাদা রেলিং এর ধারে সাদা আলোর নিচে চড়কের মেলায় রঙ্গীন মানুষের ভীড়। তাঁরাই সাধারন মানুষ, তাঁরা কিন্তু ‘শিক্ষক পড়াশোনা করাবেন, তাঁর কার্টুন আঁকার কী দরকার’এর দলে। মমতা, প্রতিদিন এবং অন্যান্যরা ঠিক বিভাজনের এই জায়গাটা ধরতে পেরেছেন। তারা এটাকেই ব্যবহার করছেন।

    স্রেফ এর জোরেই বলতে পারছেন - "জনগনের কাছে? একেবারে জব্দ।"
  • Sibu | 108.23.41.126 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৩৪544388
  • অর্থাৎ বাঙালী আসলে ফ্যাসিস্ট। এবং সেটাই ডিজায়ারেবল।

    বাই দ্যা ওয়ে, এই যুক্তিতে বিমানের মমতা সম্পর্কে অনেক মন্তব্যই জাস্ট।
  • kelo | 117.254.246.38 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৩৬544389
  • আমি আপনাদের নিরুত্‌সাহ করছি না। বরং যেটা আসল সমস্যা মনে করছি সেদিকে দৃষ্টি আকর্ষন করছি।

    নাহলে কল্লোলদার কারাগারে বর্নিত চারু মজুমদারের আবস্থাই হবে। সবাই এসে মন পাওয়ার জন্য তাঁকে শোনাতো - গনফৌজ একটু একটু করে হলেও এগোচ্ছে। সেই মিথ্যা কাউকে কোথাও পৌঁছে দেয় নি।

    সিপিয়েম, তৃনমূল, নক্সাল সবাই একটু লক্ষ্য রাখবেন - আত্মবিশ্বাস শেষে আত্মপ্রবঞ্চনা যাতে না হয়ে যায়।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৩৯544390
  • রাজদীপ।
    কংগ্রেস কোয়ালিফাই করে একটা যুক্তিতেই, যে যুক্তিতে সিপিএম প্রথম ইউপিএ সরকারকে সমর্থন করেছিলো - বিজেপি হাঠাও। এখানে তৃণমূল-সিপিএম হঠাওএর প্রেক্ষিতে কং আসে। কিন্তু বারবার বলছি - এটা সরকার গঠনের রাস্তায় হাঁটলে দরকারি। কিন্তু আমার কাছে সরকার গঠনটাই প্রধান কাজ নয়। আমি চাই সরকার যেখুশী গড়ুক, বিধানসভার বাইরে একটা শক্তপোক্ত বিরোধী জোট থাকুক। তাতে কং এর দরকার নেই। যে বিরোধী জোট, আজ এপিডিআর যে কাজটা করছে তা আরও বড়ো করে করতে পারবে।
    আমার কাছে এটাই গণতন্ত্রের মূল জায়গা। স্বাধীন চিন্তার জায়গা থেকে প্রতিষ্ঠানের বিরোধীতা।
  • kallol | 119.226.79.139 | ১৭ এপ্রিল ২০১২ ১১:৪৪544392
  • কোলো। কিন্তু সেদিন যাদবপুরে একই সময় ডাকা মিছিলে ভালোই লোক হয়েছিলো। উদ্যোক্তারা এটা খেয়াল রাখেন নি। একই দিনে একই সময়ে একই বিষয়ে দু জায়গায় কর্মসূচী রাখলে একটা ঝাড় খাবেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন