এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৬:৪৬547603
  • সমলিঙ্গ বিবাহ অ্যামেরিকায় ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছিলো, ফের একসময় (ওবামা ইলেক্টেড হবার সময়ে) বন্ধ হয়ে গেছল। তার আগে যেসব সমকামী কাপ্‌ল্‌ বিয়ে করেছিলেন সেগুলো তো ভ্যালিড ম্যারেজ। পৃথিবীর অনেক দেশেই সমলিঙ্গ বিবাহ সম্ভব, নিউজিল্যান্ড, ফ্রান্স, ক্যানাডা, ইঃ। সেসব জায়গায় গিয়ে বিয়ে করে ফিরে এলে বিয়েটা অ্যামেরিকাতে ভ্যালিড বলেই গন্য হবে।
    অর্থাৎ, ডিভোর্স করে এলেও (সম্ভবত যে দেশে বিয়ে হয় সেদেশে গিয়েই ডিভোর্স্‌টাও করা দরকার, ভুল হলে কেউ ঠিক করে দিন) সেটা ভ্যালিড ডিভোর্স হবে।
    সন্তান থাকলে সন্তানের দায়িত্ব, অ্যালিমনি, চাইল্ড সাপোর্ট, একজন মারা গেলে অন্যজন স্পাউস হিসেবে যা যা বেনিফিট কর্মক্ষেত্রে পায় যেমন পেনশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা পয়সা, লাইফ ইন্সিওরেন্সের টাকা (আইন সাপেক্ষে), মৃত স্পাউসের সম্পত্তির ওপর অধিকার, সাকসেশন আইনে যা যা অসমকামী স্পাউসের একজনের মৃত্যুতে অন্যজন পান সেগুলো, সবই প্রযোজ্য হবে।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৬:৪৯547604
  • ট্যাক্স ডিক্লারেশনের সময়েও ম্যারেড কাপলের মতো হারেই ট্যাক্স কাটা হবে। কিছু কিছু দেশে ম্যারেড কাপলরা একটাই কমন ট্যাক্স ডিক্লারেশন করেন (অ্যামেরিকারটা জানি না) সেটা সমকামী ম্যারেড কাপলদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
    বোঝা গেল?
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৬:৫৪547605
  • "তৃতীয় লাইন অনুযায়ী সমলিঙ্গে বিবাহ এখনও সিদ্ধ নয়"- ধুস্‌! কে বলল আপনাকে যে আলবাৎ সিদ্ধ হবে না? বাইরে থেকে বিয়ে করে এলে কে আটকাবে? বিসমকামী কাপলরা মনে করুন ভারত থেকে বিয়ে করে অ্যামেরিকায় গেল চাকরী/পড়াশোনা করতে। তাদের বিয়েগুলো যেমন সিদ্ধ, এদেরগুলো ও তাই ই হবে।
    বিসমকামী কাপলরা বাইরের দেশ থেকে বিয়ে করে (ধরুন পাশেই ক্যানাডার গিয়ে টুক করে বিয়ে করে নিলো) এলে অ্যামেরিকায় তাদের আবার নতুন করে বিয়ে করতে হয় নাকি?
    টেলিগ্রাফ কী লিখেছে সেসব না দেখে সরাসরি কোনো অ্যামেরিক্যান নিউজপেপার বা ওয়েবসাইট দেখুন।
  • প্রচার | 69.93.192.77 | ২৮ জুন ২০১৩ ১৬:৫৭547606
  • @সে

    [সেসব জায়গায় গিয়ে বিয়ে করে ফিরে এলে বিয়েটা অ্যামেরিকাতে ভ্যালিড বলেই গন্য হবে।]

    যদিও জানি না তবে মনে হয় হবে না মানে তাদের বৈধ বিবাহিত দম্পতি ধরা হবে না । যাই হোক , ওরা আসলে চায় ওই অনুদানগুলো । বিবাহের অধিকার নিয়ে ওদের তেমন মাথা ব্যাথা নেই । তার কারণ ওরা ব্যাক্তির অধিকারেই বেশী বিশ্বাসী । আর তাই এবার ও ব্যাপারে কোন জয় না হলেও ওরা ওই অনুদানগুলো পেয়েছে বলেই জয়ী হবার আনন্দ করছে । কিন্তু এই আনন্দ কি আমাদের দেশের আনন্দের সাথে তুলনীয় । সমাজ ও সামাজিক ব্যাবস্থা আর তার ওপরে দৃষ্টিভঙ্গী অনেক আলাদা ।
    সোস্যাল সিকিওরিটি - ব্যাক্তি হিসাবে - যা ওরা আগে মনে হয় পেত না , এবার পাবে । এটাই ওদের কাছে জয় । কিন্তু আমাদের সোস্যাল সিকিওরিটি দূরের কথা বেকার ভাতাই হয় নেই বা নামমাত্র , তাই এ জয় অর্থহীণ ।

    আগে ওই সব অনুদানের বন্দোবস্তো হোক তবে এই সব ভাবার সময় আসবে এটাই কি যুক্তিগত মনে হয় না ।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৭:০৭547608
  • "যদিও জানি না তবে মনে হয় হবে না মানে তাদের বৈধ বিবাহিত দম্পতি ধরা হবে না । "
    ওটা আপনার মনে হয়, তাতে আইন তো আইনই থাকছে, তাই নয় কি? আপনার কি মনে হয় বা নায় হয় সে হিসেবে আইন তো বদলাচ্ছে না। অতয়েব ওরা ম্যারেড কাপল ই থাকবে।

    "যাই হোক , ওরা আসলে চায় ওই অনুদানগুলো । বিবাহের অধিকার নিয়ে ওদের তেমন মাথা ব্যাথা নেই।" --- এটাও আপনার মনগড়া কথা। আপনি বিবাহকে শুধু অনুদানএর নিরিখে দেখেন নাকি!!

    যাই হোক , আমার এখন অনেক কাজ রয়েছে, আপনাকে এসব বোঝাতে গিয়ে সময় নষ্ট করতে পারছি না বলে দুঃখিত। নিজে একটু পড়াশোনা করে নেবেন। তবে জেগে ঘুমোলে কে আর আপনাকে ঘুম থেকে তুলতে পারবে?
    কাটছি।
  • | 24.97.89.127 | ২৮ জুন ২০১৩ ১৭:১১547609
  • সে,

    কলকাতায় একটি লেসবিয়ান কাপলের কথা জানি, যারা কোনও একটা মন্দিরে গিয়ে ধুমধাম করে বিয়ে করেছিল। সেই মন্দিরের পুরোহিত দিব্বি মন্ত্র প[অড়ে যাগযজ্ঞ করে তাদের বিয়ে দিয়েছিলেন।

    গুরগাঁওতে একটি লেসবিয়ান কাপলকে খাপ পঞ্চায়েত ও আত্মীয়স্বজনের হাত থেকে বাঁচাতে, সুরক্ষা দিতে কোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছিল। এইটা TOI তে এসেছিল। এরাও মন্দিরে গিয়ে বিয়ে করে এসেছিল।

    তবে রেজিস্ট্রী ম্যারেজ এখনও স্বীকৃত নয় বলেই জানি। আশা করি স্বীকৃত হয়ে যাবে খুব বেশী দেরী না করেই।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৭:১৪547610
  • রেজিস্ট্রী ম্যারেজ না হলে ম্যারেজ সার্টিফিকেট হয় না। সেখানেই লিগ্যাল সমস্যা। লিগ্যাল ডিভোর্স ও অসম্ভব।
    দেখা যাক কদ্দুর কি হয়।
  • | 24.97.89.127 | ২৮ জুন ২০১৩ ১৭:১৭547611
  • আর হ্যাঁ ?যেসব জায়গায় স্বীকৃত, সেখানে বিয়ে করে এলেও ভারতে স্বীকৃতই থাকার কথা। তবে সেই কোন ইংরেজ আমলে চালু হওয়া আইনের কিছুই বলা যায় না, একটা উদ্ভট ফাঁক খুঁজে হ্যরাস করা তো চলতেই পারে,।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৭:২৩547291
  • এরা হোটেলে একঘরে থাকতে পারবে কি ?

    একদিন কে যেন লিখছিলেন আনম্যারেড কাপলরাই বাড়ী ভাড়া হোটেল রুম পেতে অসুবিধা ভোগ করেন তখন সম্ভবত রঞ্জনদা তাদের নিজের বাড়ীতে আমন্ত্রন করলেন।
    বেজাতে, অন্যধর্মে বিয়ে হলেই খুন হয়ে যাচ্ছে বেঘর হচ্ছে গ্রাম ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।
    তবু আশা আশা আশা...
  • ladnohc | 37.62.253.178 | ২৮ জুন ২০১৩ ১৭:৪৭547292
  • আনম্যারেড কাপ্‌ল্‌রা যদি অপজিট সেক্সের হয় তখনই ঘড়/হোটেল ভাড়ায় প্রবলেম হয়।
    কিন্তু দুজন সেমসেক্সের রুম পেতে তো কোনো অসুবিধা হয় না। কেউ জান্তেও চায় না তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন!
    শুধু ভাড়া নেবার সময় অবস্থা বুঝে রিলেশনটা চেপে যেতে হবে!!
  • :( | 37.62.253.178 | ২৮ জুন ২০১৩ ১৭:৪৮547293
  • *ঘর
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৮:০০547294
  • ঠিক ঠিক। ☻এটা মাথায়ই আসেনি।
  • C | 161.141.84.239 | ২৮ জুন ২০১৩ ২১:৩৭547295
  • প্র রা চৌ এর একটা বক্তব্য নানা জায়্গায় দেখেও কখনো বুঝে উঠিনি।

    এই যে, দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ আধপেটা খেয়ে থাকেন, জীর্ণবস্ত্র পরেন, মাথার উপর ছাদ নেই---এইসবের জন্য তারা নাকি অমানুষ!!!!

    এই ব্যাপারটা কী? তাদের টাকা নেই বা রোজগারের সামর্থ্য নেই বলে এগুলো জোটে না, তাই অমানুষ? নাকি দেশের সমাজ তাদের জন্য এগুলো সরবরাহ করতে পারে না বলে তারা অমানুষ?

    এতে প্র রা চৌ কী বলতে চান? মানুষের এইসব ন্যুনততম প্রয়োজন গুলো মেটানোর দায় তো তার নিজেরই, নয়? যতদিন সে সমর্থ হবে না, ততদিন এগুলো তার অভিভাবকেরা যোগাবেন আর সে প্রাপ্তবয়স্ক হলে উপার্জনের যোগ্য হলে সে নিজেই যোগাবে।

    কেউ হয়তো চেষ্টা করেও আধপেটাই যোগাড় করতে পারেন, জীর্ণবস্ত্রের বেশী জোটাতে পারেন্না, আশ্রয় কুটিরটি। কিন্তু তাতে তাদের অমানুষ বলার কারণ কী? আলিশান বাড়ী মন্ডা মিঠাই পোলাও কোর্মা দামী পোশাক এসব ই কি মানুষ হবার মাপকাঠি? এরকম ও তো অনেক আছে দেশে।

    প্র রা চৌ য়ের এই মানুষ অমানুষ একেবারেই বুঝতে পারছি না। বুঝিয়ে বলুন প্লীজ।
  • C | 161.141.84.239 | ২৮ জুন ২০১৩ ২১:৩৮547296
  • টাইপো ছিল।
    ন্যূনতম হবে।
  • কৃশানু | 213.147.88.10 | ২৮ জুন ২০১৩ ২১:৪৫547297
  • এটা ঘটনা যে যাদের খাওয়া পরা নেই, প্রথাগত শিক্ষা নেই, পেটে দুটো অন্য দিতেই দিন গুজরান হয়ে যায়, তারা সমাজ বা দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামানোর সময়টুকুই পান না।
    যাদের এই সব সমস্যা নেই, সকালে দুটো কাগজ পড়ে অফিস গিয়ে মনোজ্ঞ পলিটিকাল আলোচনা করতে পারেন, বাসে ২৪৩ ক) ধারা নিয়ে টানা সাড়ে সতের মিনিট বলতে পারেন, দিনের শেষে টিভিতে প্রতিপক্ষ দেখতে পারেন, তাঁরা অবশ্যই দেশ ও দশ সম্বন্ধে বেশি ঠিকঠাক ধারণা রাখেন।
    কারুর ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলছি না, তবে মনে হয়ে দেশকে সঠিক দিকে চালিত করতে হলে ভোটের ব্যবস্থায় সংস্কার আনতে হবে।
    প্রথম প্যারাতে যাদের কথা লিখেছি তাদের দুটো ভোট একটা গোনা যেতে পারে, দ্বিতীয় প্যারাতে যাদের কথা আছে তাদের একটা ভোটে দুটো। এই রকম।

    অন্যভাবে ভাবার সময় আজ এসেছে।
  • sandipan | 146.152.7.151 | ২৮ জুন ২০১৩ ২২:৫৪547298
  • সেই! অথচ ভেবে দেখুন এই "প্রথম প্যারার লোকেরাই" জরুরী অবস্থার জবাব ভোটের মাধ্যমে দেয়, চন্দ্রবাবু নাইডুকে তাড়ায়, নন্দীগ্রাম থেকে কামদুনিতে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায় - ব্রিটিশ জমি অধিগ্রহন আইনের যৌক্তিকতা সারা দেশকে ভাবতে বাধ্য করে। এই প্রথম প্যারার লোকেরাই কিন্তু চিপকো আন্দোলন - পরিবেশ আন্দোলনের গোড়ার কথা। আর কার ভোট কটা সেটা কে ঠিক করবে?
  • কৃশানু | 213.147.88.10 | ২৮ জুন ২০১৩ ২২:৫৭547299
  • সেটা ওই দ্বিতীয় প্যারার লোকেরা একটা ভোট বেসে ঠিক করে নেবে। প্রতিনিধিমূলক ভোটিং। ধরুন প্রতিটা রাজ্য থেকে এক-লক্ষ লোক ভোট দিয়ে ঠিক করবে কার ভোট কটা।
  • প্রচার | 69.93.193.80 | ২৮ জুন ২০১৩ ২৩:২০547300
  • @সি

    আপনার ৪।৪৬ থেকে ৫।০৭ পিএম এর মধ্যে ৫ টা বোঝান পোস্ট থেকে আমি যা বুঝলাম -
    ১) আমার ধারণা ঠিক - এ্যামেরিকায় সমলিঙ্গ বিবাহ অসিদ্ধ ।
    ২) আগে সমকামীরা ব্যাক্তিগত অনুদান সহজে পেত না , নতুন আইন অনুযায়ী পাবে । তবে ব্যাক্তিগত হিসাবেই , দম্পতি হিসাবে না । এখানে দুটো ব্যাপার পরিস্কার - বিবাহের সাথে এর কোন সম্পর্ক নেই , ভারতে এ রকম কোন অনুদান নেই তাই এ রকম আইন এ দেশে হবে না ।
    ৩) এ্যামেরিকান সমলিঙ্গ নাগরিককে বিয়ে করতে হলে অন্য দেশে - যেখানে অনুমোদিত - গিয়ে বিয়ে করে আসতে হবে । অবশ্য না করলেও কোন ক্ষতি হবে না ।
    ৪) যে আইন এখন এ্যামেরিকায় হল তা ভারতে অর্থহীন ।

    আপনার ৯।৩৭ এর পোস্ট সম্পর্কে বলি যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙ্গান যায় না । আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক শাসনব্যাবস্থায় প্রত্যেকটা নাগরিকের রক্ষণাবেক্ষণের দায়িত্ত সরকারের । সে নিজে আধপেটা খাবারের জন্যে অসমর্থ হোক বা রাজভোগ খেয়ে বিলিয়ে দিক । সেই সরকার গঠন করে সব নাগরিকে মিলে প্রতিনিধিমূলক নির্বাচন প্রক্রিয়ায় । মানুষ হিসাবে জন্মালেই কোন দেশের নাগরিক মানুষ হিসাবে স্বীকৃত হয় না । অভিজ্ঞতা ও সমাজবিজ্ঞান বলে ন্যুনতম প্রয়োজন মিটে গেলেই মানুষ স্বীকৃতি মেলে । লজিক বলে না মিটলে বা যাদের মেটেনি তারা মানুষ না বা অমানুষ । স্বাভাবিক ভাবেই সরকারের দায়িত্ত্ব সব নাগরিকের ন্যুনতম প্রয়োজন মিটিয়ে দেওয়া । তারা সে চেষ্টা খাতায় কলমে করেও । কিন্তু এটাও তারা জানে তাতে তাদেরই বাড়া ভাতে ছাই পড়বে । তাই সে রকম প্রচেষ্টা তো করেই না , উলটে ওই রকমই রেখে দিতে চায় । এ অবস্থায় দেশের মঙ্গল না করলেও চলে । শুধু পাইয়ে দেবার রাজনীতি সুবিধাবাদী হিসাবে যতটা পারা যায় চালিয়ে গদি দখল করে সাময়িক রাজা হওয়া । যাদের আধপেটের ভাত যোগাতেই সারা জীবন চলে যায় তারা পাইয়ে দেবার রাজনীতির শীকার হবে এটা তো স্বাভাবিক । দেশের মঙ্গল শুধু মুখের কথা । তা আমাদের দেশের গরিষ্ঠ এরাই । আর তাই বাকীরা যতই ভেবে চিন্তে প্রতিনিধি নির্বাচন করুক , জিত ওরা যাদের ভোট দিয়েছে তাদেরই হবে ।

    @কৃশানু
    আমি আপনার চিন্তার সাথে সহমত । তবে আপনার সাজেসান বড় সরল । সবাই - বা অন্ততঃ গরিষ্ঠ - মানুষ না হলে গণতন্ত্র ঠিক মত চলবে না । দরকার একদম সময় বেঁধে দিয়ে দেশের সব লোককে মানুষ করার দায়িত্ত্ব নিতে সরকারকে বাধ্য করা । দেখা যাবে সব উন্নত দেশের সব নাগরিকেরা কিন্তু মানুষ - অনেক উঁচু মাপের ।
  • Rivu | 78.232.127.201 | ২৮ জুন ২০১৩ ২৩:৩০547302
  • আহা এমন আলোচনার গাল টিপে আদর করে দিতে ইচ্ছে করে।
  • কৃশানু | 213.147.88.10 | ২৮ জুন ২০১৩ ২৩:৪৫547303
  • ইয়েসসসসসস !!!! পেরেছি পেরেছি !! একমত !!
  • প্রচার | 69.93.193.80 | ২৮ জুন ২০১৩ ২৩:৪৬547304
  • লাভার হিসাবে না রেপিস্ট হিসাবে ?
  • প্রচার | 69.93.193.80 | ২৮ জুন ২০১৩ ২৩:৪৭547305
  • ওপরের পোস্ট @রিভু
  • C | 161.141.84.239 | ২৮ জুন ২০১৩ ২৩:৫৬547306
  • উন্নত দেশের নাগরিকেরা কি সরকারের চেষ্টায় মানুষ হয়েছে নাকি??????
  • Bhagidaar | 216.208.223.1 | ২৯ জুন ২০১৩ ০০:০১547307
  • গুরুর বাসিন্দাদের কার কার কিসে কিসে গা গলায়?
  • Bhagidaar | 216.208.223.1 | ২৯ জুন ২০১৩ ০০:০৩547308
  • গোলায়
  • sandipan | 146.152.7.151 | ২৯ জুন ২০১৩ ০১:৪৩547310
  • "সমাজবিজ্ঞান বলে......" - একটু বিস্তারিত দেবেন?
  • প্রচার | 69.93.246.117 | ২৯ জুন ২০১৩ ১০:০৪547311
  • @সন্দীপন

    ["সমাজবিজ্ঞান বলে......" - একটু বিস্তারিত দেবেন?]

    না না আমি কোন সমাজবিদ্যা বিশারবদ না । বিস্তারিত কেন খুব সংক্ষেপেও কিছু বলতে পারব না । সমাজের কথা সমাজবিজ্ঞান বলবে এই ধারণা থেকে বলেছি । অন্য কোন বিভাগ বলে বুঝি ? না কি পুরো কথাটাই ভুল বা অবিদ্যা ? আপনার যদি জানা থাকে জানাবেন দয়া করে যাতে আমার জানাটা ঠিক করে নিতে পারি ।
  • sosen | 125.242.230.151 | ২৯ জুন ২০১৩ ১০:১০547313
  • কৃশানুকে অভিনন্দন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন