এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার আত্মজীবনীর সমালোচনা

    Arin
    অন্যান্য | ০২ জুন ২০১২ | ৭৭৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 60.136.192.52 | ০৪ জুন ২০১২ ১০:৪২550510
  • পিএম,
    গাড়ীর কারখানায় বোধহয় চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকা শীর্ষে (দেশের ৩০%)।
    অশোক লেল্যান্ড, ফোর্ড, বিএমডাব্লু, হুয়ান্ডাই, নিশান, মিৎশুবিশি, ক্রাইসলার/ডাইমলার, রয়্যাল এনফিল্ড, হিন্দুস্তান মোটর্‌স, ...
  • PT | 213.110.243.23 | ০৪ জুন ২০১২ ১০:৪৬550511
  • RR/Kallol
    কোন ডেটা টা নেবেন আর কোনটা দেখবেন না সেট আপনার। ব্যাপার। কিছুদিন আগেই দেখিয়েছি যে গুজরাত শিশুমৃত্যুতে পব-র থেকে পিছিয়ে। এতে প্রমাণ হয়্না যে গুজরাত, পব-র থেকে শিল্পে পিছিয়ে কিন্তু অবশ্যই প্রমান হয় যে গুজরাতের শিল্পে "প্রগতি" সেই রাজ্যের শিশুদের বিশেষ উপকারে আসেনি। তবে দারিদ্রের ক্ষেত্রে উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে যে সরাস্রি বিভাজন অছে সে তো বহুচর্চিত বিষয়।

    আর আদবানী/উমা ভারতী/মোদী ইত্যাদির ধর্মীয় বিশ্বাস তাদের রাজনীতি আর রাষ্ট্রীয় নীতিকে প্রভাবিত করেনি এ যদি বলতে থাকেন তাহলে বোধহয় দু-একটা ঘোড়ার সঙ্গে এ নিয়ে আলোচনা করতে হয়।

    কল্লোলের দেওয়া শেষ উদাহরণগুলো বাম মনোভাবাপন্ন মানুষদের খাটো করে দেখানোর অত্যন্ত হাস্যকর প্রচেষ্টা। ওঅরকম অনেক মাসিমা, কাকিমাদের আমিও চিনি যারা গ্রহণের সময়ে দিব্য খাওয়া দাওয়া করেছে।

    b
    আপনি এইজাতীয় আলোচনাতে অনেক পরে এলেন বোধহয়। পুরনো গুরু ঘাঁটলে এই প্রসঙ্গে প্রচুর তথ্য পাবেন।

    riddhi
    আমার নাহয় গরমে মাথা খারাপ হয়েছে। আপনি কি AC-র মধ্যে বসে ব্রেন জমিয়ে বরফ করে ফেললেন? আদবানি-মোদির গপ্প এক্কেবারে ভুলে মেরে দিলেন যে!!
  • PM | 233.223.136.24 | ০৪ জুন ২০১২ ১১:০৭550512
  • lcm, ঠিক। গুজরাটে কদিন আগে পর্যন্ত একটাও গাড়ী কার্খানা ছিলো না। টাটা ন্যনো ( তার সাথে আনুসঙ্গিক যন্ত্রাংশ কার্খানা) যাবার পরে এখন মারুতি, VW সহ সব কারখানা এখন লাইন দিয়ে দাড়িয়ে দরজায়। এটুকুই বলতে চাই যে এই পরিস্থিতি পঃবঃ তেও হতে পারতো। তৎকালীন সরকার পক্ষ আর বিপক্ষের হঠকারীতার ফল গোটা পঃ বঃ ভুগছে আর ভুগবেও। আর অনিচ্ছুক চাষীর হিসেবটা এখন আমাদের সকলের-ই জানা।
  • harmad | 132.248.183.1 | ০৪ জুন ২০১২ ১১:২২550513
  • তখ্ন তো অনেকেই 'গরিব চাষির জমি নিল রে।গুলি চালাল রে' বলে হল্লা করেচিলেন। এখ্ন আর ভেবে কি লাভ ?
    ১০০ টা লোকের ভাল কর্তে গিয়ে যদি ৫ ত লোককে মারতে হয়, তো সেটাই ঠিক।
    এই সরল ব্যাপার না বুঝলে বাঙ্গালি 'বুদ্ধিজীবি' হয়েই থাকবে।
  • cb | 202.193.164.10 | ০৪ জুন ২০১২ ১১:২৩550514
  • PM, এখন আপনি যদি বলেন যে পব তে ন্যানো টা একটা পাথব্রেকিং প্রজেক্ট ছিল, তাহলে আপনাকে শুনতে হবে আগের ৩৪ বছর কি কম পড়েছিল শিল্পের জন্য? ৩০ কিংবা ৩২ নয়, আমাদের একটাই শব্দ ৩৪। :)

    সুতরাং আপনাকে তখন ফিরে যেতে হবে আগে কেন হয়নি সেটার দিকে নজর দিতে। :) মাঝখান থেকে ন্যানো র আলোচনাটা চপে যাবে

    যা গেছে তা গেছে, কি করি বলুন তো? আশাকরি ঐ ৬০০/৭০০/৮০০ একর টায়ে একটা দারুন কারখানা হবে। সত্যিই খুশি হব
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুন ২০১২ ১২:৪১550515
  • পিএম। আমার পোস্টগুলো ভালো করে আর একবার পড়ুন।
    আমি কখনোই বলিনি গুজরাট আর মহারাষ্ট্র বা কর্ণাটকে দারুন উন্নয়ন হয়েছে। যে উন্নয়ন হয়েছে বলে দাবী করা হয়, সেই উন্নয়নএর বিরোধী আমি।
    আমি বলেছি (মোটা হরফ, তলদাগ সমেত) -
    যারা মনে করেন যে সিঙ্গুরে ন্যানো কারখানা হলে পব'র খুব উন্নয়ন হতো, তারা নিশ্চই এটা মানবেন যে গুজরাটে ন্যানো কারখানা হওয়ায় গুজরাটের খুব উন্নতি হয়েছে।
    তা যদি হয় তবে যাগযজ্ঞ পূজো করে, হাঁচি-কাশি-টিকটিকি মেনেও ওনাদের মতে "উন্নয়ন" হয়, সেটা দেখাই যাচ্ছে। আমার এটুকুই বলার ছিলো।
    তথ্য প্রযুক্তি নিয়ে যেটা বল্লেন, সেটা আংশিক সত্য। আশির দশকে কম্পিউটারের সরকারী বিরোধীতাটাও বিরাট ফ্যাক্টর ছিলো, আশা করি ভুলে যান নি।
    তখনকার কর্ণাটকের মুখ্যমন্ত্রী যাগযজ্ঞ পূজো করতেন, হাঁচি-কাশি-টিকটিকিও মানতেন।

    পিটি।
    বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা আর বিজেপি নেতাদের ধর্মীয় বিশ্বাস দুটো এক ব্যাপার নয়। কোথাও তা মিলে যায়, কোথাও নাও মিলতে পারে। যেমন কং হিন্দু নেতাদের (যারাই নীতি প্রনয়ণে গুরুত্বপূর্ণ ভুমিকা নেন) ধর্মীয় বিশ্বাস আর বিজেপি হিন্দু নেতাদের ধর্মীয় বিশ্বাসে প্রায় কোন তফাৎই নেই। সকলেই দিব্যি পূজোটুজো করেন, তথাকথিত বাবা/মায়েদের পায়ে মাথা ঠেকান, মাদুলী বাবাদুলী, কোষ্ঠি বিচারে অগাধ বিশ্বাস, কিন্তু তার জন্য কি বাবরী মসজিদ নিয়ে বিজেপি আর কং নীতি এক হয়ে গেছে?

    পুরোনো প্রশ্নটা আবার করি।
    আজকের পব কি কর্ণাটক, মহারাষ্ট্র কি গুজরাটের চেয়ে ভালো চলছে, না, চলছে না। আমার এটুকুই জানার তোমার থেকে।
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুন ২০১২ ১২:৪৬550516
  • আর সংষ্কার নিয়ে যেটা বলার ছিলো, ভারতের মানুষের মনে ধর্মীয় সংষ্কারের ভিত্তি অনেক গভীরে। এর সাথে একজন বা এক ডজন রাজনৈতিক নেতা কি মানছেন বা মানছেন না, তাতে কিছু এসে যায় না। এই সাধারণ মানুষদের মধ্যে বাম মনোভাবাপন্ন মানুষও পড়েন। পৈতে ওয়ালা পার্টি কার্ড হোল্ডার বা শুওর ও কচ্ছপ না খেতে চাওয়া পার্টি সদস্য বা পঞ্চ ক ধারন করা ভারতীয় কমিউনিষ্ট বিরল প্রজাতি নয়।
  • pi | 82.83.85.246 | ০৪ জুন ২০১২ ১৩:০৮550518
  • কচ্ছপ ?
  • ডিডি | 120.234.159.216 | ০৪ জুন ২০১২ ১৩:২১550520
  • বিরল ক্যানো?
    সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন হরকিষেণ সিং সুরজিত। তার শিখ ধর্মের সব অনুশাসন প্রকাশ্যে মেনে চলাটা সংষ্কার ছিলো না?তিনি কমুনিস না হলে কোনো কথা উঠতো না। কিন্তু তিনি তো মুখপাত্র ছিলেন।

    আর ঐ সুর্য্যগ্রহনে ছুটি দেওয়া নিয়ে খুব কথা উঠেছিলো। সেটা আশীর দশক - এটা মনে আছে। কিন্তু কোনো লিং নেই।
  • b | 135.20.82.164 | ০৪ জুন ২০১২ ১৩:২৫550521
  • @PT
    কি আস্চর্য্য! আপনার পোস্ট দেখে আমারো তাই মনে হয়েছিল। ভেবেছিলাম আপনি মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স সম্পর্কে কিস্যু জানেন না, তাই বারবার লুরুতে চেন্নইতে ৫০ টাকায় চলে কি করে তাই নিয়ে বার বার লিখেই চলেন, লিখেই চলেন......,

    ঘাট হয়েছে। আপনি সবই জানেন। স-অ-অ-ব।
  • PT | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১৩:৩০550522
  • Kallol
    "Effectively, if you take Mumbai and Pune out of the state, Maharashtra is on par with poorer states," http://articles.timesofindia.indiatimes.com/2011-11-04/mumbai/30359056
    _1_social-sector-poor-spending-maharashtra

    এইটা পড়ে জানান যে আপনার মতে মহারাষ্ট্রের মানুষ কেমন ভাল আছে। তাহলে আপনার ""ভাল"-র ডেফিনিশনটা বুঝতে পারব।

    এটা বোঝা না গেলে আবার ঐসব ""মল্টিডাইমেন্শনাল" ইন্ডেকস নিয়ে লড়তে হবে!!
  • PM | 233.223.130.32 | ০৪ জুন ২০১২ ১৩:৪৬550523
  • কল্লোলদা, আপনার আগের কমেন্টে কিন্তু "উন্নয়ন" কিন্তু কোটের মধ্যে ছিলো না। বুঝতে ভুল হতেই পারে ঃ)।

    তবে অপরাধ নেবেন না কল্লোলদা, আমার মনে হয় উন্নয়ন কাকে বলে না এ সম্পর্কে আপনি যতোটা নিশ্চিত , উন্নয়ন কাকে বলে সে সম্পর্কে আপনি ততোটাই কনফিউস্ড।

    ব্যক্তিগতভাবে মনে করি শিল্পায়ন, উন্নয়নের একটা প্রধান মাপকাঠি কিন্তু একমাত্র নয়। সেরকম HDI ও একটা খুব জরুরী মাপকাঠি। দুটোর মধ্যে তো মারমারি নেই দাদা। এটা পলিসি মেকারদের ব্যর্থতা যে দুটোকে ইন্টেগ্রেট করতে পারে না। সম্পদ তৈরী না হলে ডিস্ট্রিবিউট হবে কি করে। ডিস্ট্রিবিউসনের ব্যর্থতার জন্য আপনি সম্পদ তৈরীটাকেই আটকাতে পারেননা। আর ব্যক্তি পুজিতে যদি আপনার আপত্তি থাকে তো সেই আপত্তিটা সর্বভারতীয় প্রেক্ষিতে রাখুন --পঃবঃ এর প্রেক্ষিতে নয়।
  • PT | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১৪:০৭550524
  • বুদ্ধবাবু কাছা মেরে ধুতি পরেন আর চিদাম্বরম ধুতিটি লুঙ্গি করে পরেন। এগুলো সংস্কার না কুসংস্কার?
  • অবাস্তব | 24.139.163.29 | ০৪ জুন ২০১২ ১৪:১৩550525
  • বি-র পোস্ট Date:04 Jun 2012 -- 09:42 AM পড়ে অনেক কিছু জানলাম।
    তা নমোর গুজরাটের হালও দেখছি সুবিধের নয়।
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৪:২১550526
  • পিএম সুন্দর গুছিয়ে নিজের বক্তব্য রেখেছেন।
    আর আমিও কোনটা" উন্নয়ন" এ নিয়ে কনফিউজড্‌।
    আর কল্লোলের পুঁজি-বিরোধিতা ( শুধু সর্বভারতীয় নয়, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও), মার্ক্সবাদ বর্জন, অ্যানার্কিস্ট দর্শন স্বীকার, সর্বপ্রকার হায়ারার্কির বিরোধিতা গুরুতে বহুবার জোর গলায় বলেছে।
    প্লীজ, বলবেন না--কল্লোলের কথা ওকেই বলতে দিন। আসলে আমি একটু গাঁয়ে-মানে-না-আপনি-মোড়ল গোছের আম্পায়ারিং করতে ভাল বাসি। বুড়ো হওয়া ও রিটায়ার করার ফল বোধহয়। আমার স্ত্রী-মেয়ে সব আমার এই অব্যেস নিয়ে তিতিবিরক্ত।ঃ)))
  • অবাস্তব | 24.139.163.29 | ০৪ জুন ২০১২ ১৪:২৪550527
  • ভারতের জনঘনত্বের ম্যাপ http://www.mapsofindia.com/census2011/population-density.html সাথে রাখলে অবশ্য আমাদের হাল কেন বেহাল খানিকটা বোঝা যায়।
  • কল্লোল | 129.226.79.139 | ০৪ জুন ২০১২ ১৪:৩৪550528
  • পিএম।
    না আমার সেই পোস্টে উন্নয়ন কথাটা কোটের মধ্যে ছিলো না। কারন, কিন্তু আমি খুব গোটা গোটা করে লিখেছিলাম - "তবু তোমাদের উন্নয়নের নিরিখে, আবারও লিখছি আমার নয়, তোমাদের উন্নয়নের নিরিখে......." এর পরেও আপনার বুঝতে অসুবিধা হলো যে ওটা আমার উন্নয়নের ধারনার নিরিখে নয়, এটা বেশ ইয়ে মানে, দুঃখের।
    হ্যাঁ, আমার উন্নয়নের ধারনা খুব ফরমুলটেড নয়, তবে কোনগুলো উন্নয়ন নয় তা নিয়ে একটা ধারনা আছে। সেটা নিয়ে বহু তক্কো হয়েছে। তার মধ্যে আর গেলাম না। আগে অন্য অনেক আলোচনায়, আমার পুঁজি (ব্যক্তি ও রাষ্ট্রীয়) ও বাজারের প্রতি বিরাগ বেশ প্রকট। ফলে সেটা পব তো নয়ই, সর্বভারতীয়ও নয়, বিরাগটা ভুবনজোড়া।
    কিন্তু এখানে প্রশ্নটা অন্য। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হাঁচি-কাশি-টিকটিকিতে বিশ্বাস করেন, তাতে সেই রাজ্যে শিল্পায়ন (যা অনেকের মতে, মনে হয় আপনারও মতে, কিন্তু আমার মতে নয়, উন্নয়নের একটা বড়ো মাপকাঠি) আটকে যায় কি না।

    পিটি। আমার প্রশ্ন খুব সরল। আজকের পব আজকের গুজরাট, কর্ণাটক, মহারাষ্টের তুলনায় ভালো চলছে, কি চলছে না।
    তুমি মাল্টিডাইমেনশনাল ইন্ডেক্স (শিল্পায়ন কেমন, গরীবরা কেমন, লেখাপড়া কেমন, গণতান্ত্রিক পরিবেশ কেমন ইত্যাদি ইত্যাদি) ধরেই বলো ভাই, আমি তা শোনার জন্য কান পেতে রইলাম।

    হ্যাঁ পাই, কচ্ছপ। ইসলামে বিশ্বাসী মানুষেরা শুওরের মতো কচ্ছপকেও হারাম গোস্ত বলে মানেন।
  • PT | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১৪:৪৩550529
  • দিদির কুসংস্কার আড়াল করার জন্য অনেকে দেখছি গোল্পোস্টা শুধু শিফ্ট নয় উপড়ে ফেলে দিলেন!!
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৪:৫৫550531
  • সব কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে দাদা?

    বেঙ্গালুরুতে না হয় দেশের মধ্যে প্রথম আইটি হাব হল, কিন্তু তার বাইরেও তো পরে হয়েছে- হায়দ্রাবাদ, পুনে, গুরগাঁও, চেন্নাই, কোয়েম্বাটোর অনেক জায়গাতেই। কলকাতা সফটওয়্যার এক্সপোর্টে এই জায়গাগুলির থেকে পিছিয়ে কেন? কেন ৯৫ সালে ইনফি কলকাতায় বিনিয়োগ করতে এলে জ্যোতিবাবু তাদের পাত্তা দেন না আর তারা ভুবনেশ্বরে গিয়ে ইস্টার্ন জোনের একমাত্র ডেভেলপমেন্ট সেন্টারটি বানায়? কত বাঙালি ছেলেমেয়ে সেখানে চাকরি করে তার হিসেব আছে?
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৪:৫৭550532
  • পিটি,
    এইডা কি কইলাইন? দিদির কুসংস্কার আড়াল ক্যামনে হইল? কেউ কি কইত্যাছে যে না-না, এইডা কুসংস্কার না? কইত্যাছে এইগুলি খোরাকের যোগ্য, সিরিয়াস আলোচনার যোগ্য নয়। দিদির আত্মজীবনীও নয়।
    আর দিদির কুসংস্কারের ফলে গোটা বঙ্গসংস্কৃতিখারাপ হইব, সবাই কালীদর্শন করতে লাগব, দ্যাশ রসাতলে যাইব-- এইডা আপনার পোলাপাইন্ন্যা আবদার।ঃ)))
  • PM | 233.223.130.32 | ০৪ জুন ২০১২ ১৫:০৮550533
  • প্প্ন, কোনো বিতর্ক নেই। সমস্যা তো ছিলই। দোষটা শুধু কেন্দ্র বা রাজ্যের নয়। দোষটা আমাদের জিনেও। যে সময়্টার কথা বলছেন আপনি সে সময় শিল্পে বন্ধ্যাত্ব ছিলো। তবু সেই সরকার বার বার রমরমিয়ে ক্ষমতায় এসেছে। শেষ কয়েক বছরে যখন সামন্য কাজ করতে গেলো-গদি উল্টে গেলো। এখন্কার সরকার হাওয়াতেই কাজকম্ম করছে। আশা করি বাঙালী এই সরকার্কে আরো ৩৪ বছর রেখে দেবে, যতদিন না এরাও খেলা খেলা উন্নয়ন ছেড়ে সত্যি সত্যি কাজ শুরু করে।
  • প্পন | 226.52.215.232 | ০৪ জুন ২০১২ ১৫:১৪550534
  • ধন্যবাদ। এইজন্যই পোস্টটা করলাম যে শুধুই কেন্দ্রে বঞ্চনার কারণে কলকাতায় আইটির প্রসার ঘটেনি এইটা একটা আপাত সরলীকরণ ছাড়া কিছুই না। তাতে ইতিহাসেরও অপলাপ হয়।
  • PT | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১৫:১৭550535
  • RR
    ঐযে হরকিষেণ সিং-এর পাগড়িটা নিয়ে টানাটানি হল, তারপর গ্রহণে পবতে স্কুল বন্ধ থাকে ইত্যাদি আলোচনা শুরু হল তাই কেমন যেন সন্দ হল....তার ওপরে বিজেপির নেতাদের ব্যক্তিগত ধর্মবিশ্বাস আর রাজনীতি মিলেমিশে গিয়ে দেশটার সব্বোনাশই হয়েছিল, সেটাও যেন কেমন সাইডলাইনের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। কং-এর নেতারাও এই খেলাটা খেলত -আর রাওকে তো বলাই হত যে তিনি ধুতির নীচে খাঁকি প্যান্ট পরে থাকেন....

    Kallol
    01:30 PMএর পোস্টিং-এ আপনাকে আরও সরল একটা প্রশ্ন করেছিলাম.... উত্তরের অপেক্ষাতে রইলাম।

    অবাস্তব
    শুধু জনঘনত্ব নয়। এই টইতে যেটা এড়িয়ে যাওয়া হয় সেটা হল যে শুধু কলকাতার ওপরে, বিহার, উঃপঃ, উড়িষ্যা, উঃপুর্বের রাজ্য, নেপাল এবং বাংলাদেশ থেকে ক্রমাগত মানুষের চাপ আসছেই এবং বাড়ছেও। কাজেই চারপাশের রাজ্যগুলো যতদিন না উন্নতি করবে ততদিন পবঙ্গের কপালে দুঃখ আছে।
  • PM | 233.223.130.32 | ০৪ জুন ২০১২ ১৫:১৯550536
  • রন্জন্দা, আপনার যুক্তি অনুসারে-
    ১। তামাক/ মদ এর বিজ্ঞ্গাপন বন্ধ করা অর্থহীন, কারন কেউ-ই তা দেখে অনুপ্রনীত হয় না
    ২।ভ্রুন হত্যার বিরুদ্ধে প্রচার-ও অর্থহীন । যে যা করার তো করবেই। এই প্রচারের কোনো প্রভাব-ই নেই
    ৩। আমি বিগ্ঞপনে অভিনয় করা আর শারুখ খান কে দিয়ে বিজ্ঞাপন করা এক-ই ইম্প্যাক্ট। খমোখাই কোম্পানীগুলো শারুখকে অতো পয়সা দেয়।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুন ২০১২ ১৫:২০550537
  • অর্পন

    অফ লেট কলকাতায় যেটা হল তাতে কার ক্রেডিট বা ডিসক্রেডিট ? কেন্দ্র / রাজ্য না কর্পোরেট না হাওয়াবাজি?

    ভুবনেশ্বরেও ইন্ফির পরে আর সেভাবে কোনও আইটি হাব গড়ে ওঠে নি, কারণ কি হতে পারে?
  • S | 109.26.200.89 | ০৪ জুন ২০১২ ১৫:৩১550538
  • আচ্ছা আমরা যদি কোনো মুখ্যমন্ত্রী চাই যিনি নিজের ধর্ম বিশ্বাসকে নিজের কাছেই রাখেন এবং একই সঙ্গে রাজ্যের উন্নতি করেন - সেটা কি খুবএকটা বেশি চাওয়া হোলো?
  • PT | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১৫:৫৮550539
  • রাজদীপের প্রশ্নের সূত্র ধরে একটি প্রশ্ন রাখতে চাই। গত ৩৪ বছরে বিহার, উড়িষ্যা, উঃ প্রদেশ, আসাম এই রাজ্যগুলো, (অর্থাৎ যেগুলোতে কমুনিসরা ক্ষমতার ধারে-কাছেও ছিল না) কেন মহারাষ্ট্র, গুজরাত বা তামিলনাড়ুর সমকক্ষ হয়ে উঠতে পারেনি?
  • ডিডি | 120.234.159.216 | ০৪ জুন ২০১২ ১৬:০৭550540
  • আমি বোলবো আমি বোলবো। আমি উত্তর দেবো।

    এক নম্বর ঐ আসাম বিহার উড়িষ্যা ইউ পি চিরকালই গরীব গুর্বো স্টেট ছিলো। সে রকমই রয়ে গেলো।

    দুই নম্বর অতি অপদার্থো সরকার চালিয়েছে। তার ফল ভুগেছে জনগন। এই নীতিশের হাতে পরে নাকি বিহার দুম দাম ভালো করছে।

    গ্রহের জের কি আছে? কোনো অ্যাস্ট্রলজিক্যাল কিছু। তাইলে সেটা তিন নম্বর কারন হবে।
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৬:০৮550542
  • S,
    বেশি কেন হবে? ওটাই তো আদর্শ চাওয়া। তবে নেহরু ছাড়া আর কারুকে তো দেখিনি? একবার অর্জুন সিংকে বিলাসপুরে একটি প্রেস কনফারেন্সে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি দেশের একজন প্রধানমন্ত্রী পদের দাবিদার। অথচ কাল আপনি গতকাল ভিলাইয়ে যুগ নির্মাণ যোজনা র ১০৮ কুন্ডীয় যজ্ঞে হোম করে এলেন। এটা কি সেকুলার রাষ্ট্রের নেতার পক্ষে সঠিক আচরণ?
    অর্জুন-- সেকুলার রাষ্ট্র বলতে আপনি কি বোঝেন?
    আমি- সব ধর্মের থেকে সমান দূরে থাকা, অন্ততঃ নেহেরু এমনই ভাবতেন বলে আমার বিশ্বাস।
    অর্জুন- আমার কাছে সেকুলার মানে সব ধর্মের সঙ্গে সমান ব্যবহার, পসন্দ আপনি আপনি!
    পিটি,
    বিজেপি এবং মুসলিম লিগ ধর্মভিত্তিক রাজনীতি করে। তাই ওদের জয় রাম বলা ইত্যদি এক্সপেক্টেড আচরন।আবার বামপন্থীরা ঘোষিত ভাবে নাস্তিক দর্শনে বিশ্বাস করেন। তাই তাঁদের নেতাদের ক্ষেত্রে ধার্মিক সিম্বল ধারন( সুরজিতের মাথার পাগড়ি, কচ্চ্ছা, কৃপাণ ধারণ ইত্যাদি) নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমি বিলাসপুরে প্রয়াত শ্রদ্ধেয় কমরেড মোহন সিং ব্রিজ ( যিনি প্রথম যৌবনে সুরজিতের সঙ্গে একসাথে পাঞ্জাবে রোপার-লুধিয়ানা-অমৃতসরে পার্টির সংগঠকের কাজ করেছিলেন)কে জিগ্যেস করেছিলাম । উনি বলেছেন যে এর ফলে পার্টি শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির মধ্যে এন্ট্রি পেয়েছিল। গুরুদ্বারা শিখদের মহত্বপূর্ণ সামাজিক সংগঠনও বটে। তারপরে ওর মধ্যে বাজে লোকদের সরিয়ে বৃহত্তর শিখসমাজের আস্থা অর্জন সম্ভব হয়েছিল। কথাটা সত্যি মনে হয়। কারণ পরবর্তীকালে কালীদের মধ্যে সুরজিতের প্রভাব দেখার মত ছিল।
    আমি বলেছিলাম অনেক পাঞ্জাবি আছেন যাঁরা পাগড়ি-দাড়ি রাখে না,(মোনা পাঞ্জাবি)। ওদের সংখ্যা বাড়ছে তো। বৃজসাহেব বল্লেন-- এখনো মোনাদের খুব একটা গ্রহণযোগ্যতা নেই, তখন আরও কম ছিল।
    আর বঙ্গের স্ট্রং সেকুলার কমিউনিস্ট ট্র্যাডিশনে সুভাষের বুড়ো বয়সে পাব্লিক প্লেসে আচরন চোখ কপালে তুলবে বই কি! কিন্তু এই দুই বিপরীত মেরুর মাঝখানে দাঁড়িয়ে অধিকাংশ রাজনৈতিক দল। ওদের নেতাদের যজ্ঞ নিয়ে কে মাথা ঘামায়?
    ধোনীর টিমের মালিকের কুসংস্কার বা যজ্ঞ করা নিয়ে কে বিচলিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন