এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৪০৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 180.153.65.102 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৫:০৪551125
  • এর সাথেও একবার কথা বলে দেখো। এর নাম কুমার। ৯০০২৭৭৪০৩১
    একে বলবে টিকারাম ড্রাইভারকে চাই। আমাদের গাড়ি ছিল প্রায় ৩০০০/ডে।
    তবে খাওয়া থাকা পার হেড ৮০০ নিয়েছিল। শিলারিগাও তে থাকার জায়গা হোমস্টে। দুরকমের রুম আছে। ওপরের দিকের ভালো ঘরটা নেবে। ওটা ২০০ টাকা বেশী ছিল।
  • Blank | 180.153.65.102 | ০৯ জানুয়ারি ২০১৩ ১৭:৫৮551126
  • নাথাং ভ্যালিতে থাকিনি আমি। তবে জায়গাটা খুব ভালো। আর জুলুকে থাকার জায়গা ভালো না। দু রাত থাকতে বেশ কষ্ট হবে। আমাদেরকে রংলির হোটেলের মালিক বলছিল যে রংলিতে থেকেই জুলুক ঘোরা যায়। না হলে অন্তত জুলুক ঘুরে নেমে যাওয় বেটার। ফের এক রাত জুলুকে কাটানো চাপ লাগবে।
  • ঐশিক | 132.181.132.130 | ১১ জানুয়ারি ২০১৩ ১৫:২৭551127
  • মাদুরাই, রামেশ্বরম আর কোচি কি দেখতে হব্যে আর কি খেতে হবে? গুরুগণ মতামত দিন
  • | 24.97.58.57 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:১৭551128
  • অজ্জিত,
    জুলাই আগস্টে অজন্তা যাবে? আমি আরেকবার যাব ভাবছি ঐসময়।
  • | 24.97.58.57 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:২১551129
  • কৃশানু? ব্ল্যাঙ্কি? সায়ন?
  • প্পন | 126.203.150.119 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৩০551130
  • আমাকে ডাকল না! ঃ(
  • প্পন | 126.203.150.119 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৩৬551132
  • কোচিতে সিনগগ দেখবা। জু টাউন পায়ে হেঁটে ঘুরবা। ডাচ মিউজিয়াম দেখে তার উল্টোদিকে ভটভটি ধরে ব্যাকওয়াটারে ঘন্টা দুয়েকের একটা ট্রিপ। আর বিকেলে ফোর্ট কোচিতে সিফিশ খাবা। ব্যস।

    কোচি থেকে ঘন্টা দুয়েকের ড্রাইভে আলেপ্পি আসে। দারুণ একটা বিচ আছে (বেশি লোকে চেনে না) আর লোকে হাউজবোটে চড়ে টড়ে।

    রামেশ্বরম আর কন্যাকুমারী এখনো যাই নাই।
  • | 24.97.58.57 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৩৬551131
  • আরে হার্ডকোর বেড়াইন্যাগুলোকে ডাকলাম তো। তুমি তো বছরে মাত্র দুটো ছুটি নাও আর মন দিয়ে কাজ কর বাকী সময়। ;-)
    আসবে?
  • প্পন | 126.203.150.119 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৩৮551133
  • আর বাসিলিকা ক্যাথেড্রাল। এটা কী করে ভুলে গেলাম। ভারতের প্রাচীনতম চার্চ।
  • প্পন | 126.203.150.119 | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:৩৯551135
  • আসতে পারি। দেখি। ঃ)
  • Blank | 69.93.240.27 | ১২ জানুয়ারি ২০১৩ ০২:১৩551136
  • আমি আছি। আমি আছি।
  • ঐশিক | 132.178.216.250 | ১২ জানুয়ারি ২০১৩ ০৮:৪৬551137
  • অপ্পান্দা, থাঙ্কু, কিন্তু মাদুরাই এর ডিটেল খে দেবে? ও কিশানু আস নাকি মার্কেটে? আমি আলেপ্পি গেছি তো আগে তাই এবার বাদ দেব
  • প্পন | 190.215.46.155 | ১২ জানুয়ারি ২০১৩ ১০:২২551138
  • মাদুরাইয়ের মীনাক্ষি টেম্পল ছাড়া আর কিছু আমার জানা নেই।
  • কৃশানু | 226.113.128.239 | ১৪ জানুয়ারি ২০১৩ ১৮:০১551139
  • আগে দেখি নাই দমু দি, বাড়িত গেসিলাম, ফিরে এসে সব টই পড়াশুনো হয় নি।

    জুলাইতে যে আমি কাশ্মীর সেভেন লেকস ট্রেক প্ল্যান করছি!!
  • কৃশানু | 226.113.128.239 | ১৪ জানুয়ারি ২০১৩ ১৯:৪৯551140
  • ওহ, মাদুরাই এর জন্য খোঁজ হয়েছিল খ্যালই করিনি।
    মিনাক্ষী টেম্পল অবশ্যই যাওয়া উচিত। একটু হাঁটাহাঁটি করতে চাইলে গাড়ি করে চলে যাও সোলাইমালাই। সেখেনে পাবে আলাগার কোইল( মন্দির) আর সেইখান থেকে গাড়িতে বা হেঁটে হুটে উঠে পড় পাজামুধিরচোলাই। চাদ্দিকে প্রচুর হনুমান, এখানে খাবার নিয়ে একদম যাবনা।এরা কেড়ে খেয়ে নেবে।

    আরো প্রচুর মন্দির আছে, একটা মসজিদ আছে, ইচ্ছে হলে দেখো।

    এইবারে দুটো সাজেশন যা কোনো গাইড বুকে পাবা না।
    জি-কর-ঠান্ডা বলে একরম ফালুদা গোছের জিনিস পাওয়া যায় এখানে, যাকে এরা দক্ষিণী উচ্চারণে জিগরধান্দা বলে। খেয়ে দেখা অবশ্যই উচিত।
    আর স্টেশনের পাশেই আছে কুমার মেস - পুরো দক্ষিনেই খাবারের হোটেল কে মেস বলে। এইখানে গিয়ে এদের স্পেশাল দোসা খাবা। আহ, চোখ কপালে ওঠার কি হলো? এইটে খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার। একটা পরোটার মত জিনিসের ওপরে মুরগি-মাটন-ডিম দিয়ে পুরো ঘিচিমিচি করে দেয়।

    এই লাস্ট দুটো জিনিস সম্ভব হয়েছিল আমি মাদুরাই এর বাসিন্দে দের সঙ্গেই মাদুরাই বেড়াতে বেরিয়েছিলাম বলে। ঘোর মে মাসের গরম সহ্যাতে না পেরে মন্দির ই: দেখে বাজারে গিয়ে বারমুডা কিনে চাষের খেতে পাম্প-সেটের জলে চান করেছিলাম, অত আরাম জীবনে বেশিবার পাইনি।
  • ঐশিক | 132.181.132.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫২551141
  • পন্ডিচেরি তে থাকার জায়গা সম্বন্ধে একটু আলো দেখানো হোক
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৫551142
  • খুবই সহজ। হোয়াইট টাউনের কাছে থাকবেন, কিন্তু হোয়াইট টাউনে থাকবেন না। অজস্র হোটেল, গেস্ট হাউস, বিভিন্ন বাজেটের। কমে পড়ে নাই। দেখে শুনে একটা বেছে নিলেই হলো।
    কামারাজন সালাই তে থাকতে পারেন, এটা একটা রাস্তার নাম। হেঁটে সমুদ্র দশ মিনিট।
  • a | 132.179.90.200 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৫551143
  • Devika Elite। নতুন হোটেল, আর সস্তা। সমুদ্র থেকে ৫-৭ মিন হন্টন, আর পাশেই অন্জপ্পর বিরিয়ানি।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৭551144
  • পন্ডিচেরি তে গিয়ে অন্জাপ্পার বিরিয়ানি টা ঠিক ইসে না। ওখেনে খেতে হয় কন্টিনেন্টাল খাবার দাবার। খুব বেশি জায়গায় এরকম পাওয়া যায় না।
  • ঐশিক | 132.181.132.130 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৫551146
  • তাইলে প্ল্যান তা এইরকম খারাইল:

    একদিন যাব পিচ্ছাভারম, আর চিদাম্বরম মন্দির বাকি দিন গুলো ল্যাদ আর ভুল করেও অরবিন্দ আশ্রমে যাব না, তাইত
  • ঐশিক | 132.181.132.130 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪০551147
  • Name: কৃশানু

    IP Address : 213.147.88.10 (*) Date:05 Sep 2012 -- 08:49 PM

    ভাবলুম এই টই তে এইটা দিয়েই ফেলি। যারা যারা আমি পেটুক কিনা সন্দ করেছিলেন পড়ে দেখতে পারেন।
    http://alcotravelogger.wordpress.com/2010/11/20/three-foodiots/

    Name: শ্রাবণী

    IP Address : 127.239.15.101 (*) Date:06 Sep 2012 -- 10:42 AM

    পন্ডিচেরী কাটিয়ে দিলে কেন? শমীক তো একা একা চেন্নাই থেকে একবেলার জন্যে গেছে।
    আমি ঐ একই সময়ে গেছিলাম, খুব ভালো লেগেছে!
    তবে যদি স্পিরিচুয়্যাল ব্যাপারস্যাপারে ইন্টারেস্ট না থাকে অরোভিলের দিকে থেক না, সিটির ফরাসী দিক টায় থাকবে (তামিল কোয়ার্টার টা খুব ঘিঞ্জি), সমুদ্রের কাছাকাছি।
    ভোরবেলা সমুদ্রতীর ধরে হেঁটে, শেষে লে ক্যাফে তে ব্রেকফাস্ট অথবা শুধুই কফি নিয়ে বসা। সন্ধ্যেবেলায়ও তাই।
    আমরা তিনদিনে কয়েকটা খুব ভালো খাবার জায়গা ট্রাই করেছি, আরো কিছু জায়গা রয়ে গেল। র‌্যদেভুঁ, দারুন সি ফুড, অরোভিলের পথে রোমা'জ কিচেন.......লা জবাব।
    ল্যাদ খাওয়া ছুটি কাটানোর পক্ষে দারুন পন্ডিচেরী।
    আর বেকার স্ট্রীটের বেকারী আইটেমস...এত ভালো অনেককাল খায়নি, চকোলেটের দোকানগুলো, কত বলব! তার সাথে হাই ডিজাইন আর ফ্যাবে শপিং!
    পন্ডিচেরী কাটিয়ে দিলে কেন!

    Name: কল্লোল

    IP Address : 230.226.209.2 (*) Date:06 Sep 2012 -- 11:08 AM

    পন্ডি ভীষন সুন্দর জায়গা। খাওয়া তো ফাটাফাটি। একটা অন্য প্রসঙ্গ। পন্ডিতে গেলে একবার পিচ্চাভরম যাবেন। পন্ডি থেলে ৯০ কিমি। গাড়ি নিয়ে যাওয়া যায়। ওটা একটা নদীর মোহনা। অজস্র শাখা নদী আর খাড়ি নিয়ে একটা ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনের মিনি সংষ্করন। বোট নিয়ে যাওয়া যায় মোহনা পর্যন্ত। দারুন ট্রিপ।
  • ঐশিক | 132.181.132.130 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৭551148
  • Name: Samik Mail: Country:

    IP Address : 123.242.248.130 Date:04 Mar 2011 -- 02:57 PM

    হ্যাঁ, পন্ডিচেরি ঘুরলাম। প্রথমে ভেবেছিলাম একদিন গিয়ে থেকে আসব। এত নাম শুনেছি জায়গাটার। তো পন্ডিচেরিতে তো নামলাম বাসে করে গিয়ে। অটোভাড়া খুব শস্তা। নিয়ে গেল অরবিন্দ আশ্রম। তার সামনেই প্রমিনেড বিচ। পন্ডি-র মেইন বিচ। বিচটা বেশ সাজানো গোছানো। তবে, ঐ আর কি, সমুদ্রের তো কোনও কালার নেই, আর আমার বদঅভ্যেস হয়ে গেছে; আন্দামানের রং কিছুতেই মোছে না চোখ থেকে। ইন্ডিয়া মেইনল্যান্ড থেকে কোনও বিচেই ঐ নীল রং দেখা যায় না, তবুও ... বিচে খানিকক্ষণ সময় কাটালাম, সামনেই সমুদ্রের ধারে একটা ফ্রেঞ্চ কী যেন নামের ক্যাফে, খুব নামকরা, সেখানে গিয়ে চাট্টি খেয়ে পিত্তিরক্ষা করলাম। ফটো তুললাম।

    এইবার অরবিন্দ আশ্রম। আশ্রমটা মনে হল বাঙালিদের দ্বারাই পরিচালিত। প্রতি পাঁচ হাত অন্তর একজন করে লোক দাঁড়িয়ে হিন্দি ইংরেজিতে অনর্গল বলে যাচ্ছে, জুতো ঐ সাইডে খুলে আসুন। কথা বলবেন না। মোবাইল সুইচ অফ করে রাখুন। আমার এমনিতেই ভক্তিরসে অ্যালার্জি আছে, গদগদ ভক্তি দেখলেই কেমন যেন গা চিড়বিড় করে। তো, এসেছি দেখতে, বিনা বাক্যব্যয়ে জুতো খুলে ঢুকলাম। একটা বেদী করা, ওপরে চারপাশে বিস্তর ফুল চড়ানো, চারপাশে শোকাকুল মুখে একগাদা ভক্ত বসে, যেন এইমাত্র তাদের সবার বাবা মারা গেছে। ক্ষী ঝাম! একদিকে বিক্রিবাটার জায়গা। বাংলা তেলুগু তামিল মালয়ালম হিন্দি ইংরেজি বিভিন্ন ভাষায় লেখা ধম্মের বই। অরবিন্দের বাণী। শ্রীমা-র বাণী। এইসব। মানে, সব মিলিয়ে বেশ একটা ভাবগম্ভীর ব্যবসায়ী পরিবেশ।

    বেরিয়ে এসে জুতো পরে নিশ্বাস নিলাম। বুক ভরে। পরের গন্তব্য অরোভিলা। অটো ধরলাম। সে পন্ডিচেরি শহর থেকে বহুদূর। অটো যাওয়া আসায় পুরো সাড়ে তিনশো টাকা নিল। সে-ও গেলাম। আমি ঠিক বুঝতে পারলাম না কী জন্য গেলাম। অরোভিলার এϾট্রতে আবার একখানা সাঙ্কিÄক ভোজনালয় আর সাঙ্কিÄক ব্যবসার জায়গা। চড়া দামে ভালো ভালো মোমবাতি, পটারি, ইত্যাদি বিক্কিরি হচ্ছে। সেখান থেকে এক কিলোমিটার নেচার ট্রেকিং করে মাতৃমন্দির। তার জন্য নাকি টিকিট কাটতে হয়। সে টিকিট কাউন্টারও বন্ধ। ধুত্তেরি, বলে এমনিই চলতে শুরু করে দিলাম লোকজনের সঙ্গে। যেখানে আটকাবে, সেখান থেকে ফিরে আসব।

    তো, ঐ এক কিমি রাস্তা বেশ ভালো। গাছপালায় ছাওয়া, কেয়ারি করে ছাঁটা বাগানের মধ্যে দিয়ে হাঁটা। হেঁটে দূর থেকে দেখি, মাইরি বলছি, আপ্রাণ চেষ্টা করেও ঠিক প্রশংসাবাক্য আনতে পারছি না, একটা আখাম্বা বিশাল বড় সোনালী রঙের গোলা। অত্যন্ত ভুলভাল দেখতে। দেখে প্রথমেই তুলনা মনে পড়ল তিনমূর্তি রোডে দিল্লি পুলিশ মেমোরিয়াল। একটা টাওয়ারের ওপর ঠিক এই রকম দেখতে একটা বল। যা দৃষ্টিকটূতার অভিযোগে এনডিএমসি থেকে ভেঙে দেওয়া হয়েছে দু বছর আগে।

    আবার সেই রাস্তায় ফেরা। অরোভিলার ব্যবসাকেন্দ্র থেকে একটা চায়ের সেট কিনলাম, বেশ পছন্দ হল। দামটা উরিত্তারা লেভেলের।

    আবার মেন রাস্তায় ফিরে একটা বিচের ধারে বসে ডাবের্জল খেয়ে পন্ডি-তে ফেরত।

    লোকে খুব বলেছিল হোটেল সারাভানা ভবনে খেতে। নাকি খুব ভালো খাওয়া। পন্ডিতে পৌঁছে অটো আমাকে সেই সারাভানা ভবনের সামনে নামিয়ে দিল। তখন বাজে তিনটে। ক্ষিদেয় পেট চুঁইচুঁই করছে। আর পারছি না। এদিকে সাউথ ইন্ডিয়ান আমি ধোসা ছাড়া কিছুই খাই না। তাই বসেই বললাম ধোসা দিন। লোকটা খুব বিরক্ত হয়ে বলল, দুপুরে আমরা ধোসা বানাই না। ও কেবল সকালে বানানো হয়।

    এখন কী পাওয়া যাবে? -- কেন, কার্ড রাইস, সাম্বার, ব্লা ব্লা ব্লা, চেনা নাম পেলাম পরোটা। চলো, তাইই সই, পরোটা সাম্বারই দাও। কপাল খারাপ। উইকেন্ডে এসেও ভেজ খেতে হচ্ছে।

    রামো রামো, সে কী জঘইন্য পরোটা! দুটো নিয়েছিলাম, কোনও রকমে দেড়খানা খেলাম, আর পারলাম না। এই সারাভানা ভবনের জন্য লোকে এমন করে বলে???

    কী আর করা যায়। সাড়ে তিনটে বাসে। এবার চেন্নাই ফিরে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। খানিক উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ালাম ফ্রেঞ্চ কলোনির গলিতে গলিতে। জায়গাটাকে এখনও একইরকম রেখে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগল। বিক্ষিপ্তভাবে দুটো চার্চ দেখলাম। প্রসঙ্গত, সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর। বড়দিন। কিন্তু পুরো পন্ডিতে কোনও উৎসাহ উদ্দীপনা, কোনও ক্যারল গানের আসর, কোনও শোভাযাত্রা, কিচ্ছুটি চোখে পড়ল না।

    খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে ফেরত গেলাম বাসস্ট্যান্ডে। ফেরার বাস ধরতে।

    বাসস্ট্যান্ডে আদ্যোপান্ত সমস্ত কিছু তামিল ভাষায় লেখা। ইংরেজিও নাই। নেহাৎ একটা ভলভো দেখলাম যাতে ইংরেজিতে চেন্নাই লেখা দেখাচ্ছিল। তাতেই উঠে বসলাম। চেন্নাই ফিরে সোজা কেএফসি, আন্না নগরে। দুপুর বেলায় ভেজ খেয়েছি, ক্রিসমাসের দিনে, উইকেন্ডে। পাপস্খালন করতে হবে।
  • ঐশিক | 132.181.132.130 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৬551149
  • name: সায়ন mail: country:

    IP Address : 170.83.96.83 (*) Date:13 Nov 2012 -- 04:02 AM

    অরো বীচে বেশ শান্তিপূর্ণ একটা ঝুপড়ি আছে। জনা দুই-তিন থাকলে ওখানে রাতভোর নির্ঝঞ্ঝাটে বসা যায়। তবে পন্ডি'র উৎকৃষ্ট গাঁজার সুবাসে আর কী (কে) কী (কে) আসতে পারে তা জানা নেই।

    Name: byang Mail: Country:

    IP Address : 122.172.59.191 Date:24 Mar 2010 -- 08:53 AM

    পন্ডিচেরি গেলে প্যারাডাইস বিচে যেতে ভুলো না। শহরের বাইরে, নৌকা করে ব্যাকওয়াটার পেরিয়ে একটা ভার্জিন বিচ। খুব সুন্দর।
  • ঐশিক | 132.181.132.130 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৪551150
  • name: ekak mail: country:

    IP Address : 24.96.61.196 (*) Date:13 Nov 2012 -- 03:19 AM

    প্রচন্ড ভয়ংকর রকমের নেশা হয়েছে একটা এবং পন্ডিচেরি তে এক বন্ধুর বাড়ির ছাদে ধুম্ম্ম গাঁজা খেয়ে আকাশের তারা গুনছি গুরুদেব থাকলে বলতেন বেশি বকিস ক্যান তারা ত আকাশেই হয় !
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ মার্চ ২০১৩ ১২:৪১551151
  • ডুয়ার্সের ৪-৫ দিনের একটা প্ল্যান কি করে করব? এখনো গুগলাইনি
  • কৃশানু | 213.132.214.155 | ২৫ মার্চ ২০১৩ ১২:৪৩551152
  • এইটে ব্ল্যান্কিদার হাতে ছেড়ে দিলাম পুউরো :-)
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ মার্চ ২০১৩ ১২:৫০551153
  • কৃশানুদা, ব্ল্যাঙ্কিদা, এবং বাকিরা

    আমার বয়েসী লোকজন নয়, ফ্যামিলি নিয়ে। সেই বুঝে একটুঃ)
  • Blank | 180.153.65.102 | ২৫ মার্চ ২০১৩ ১২:৫১551154
  • রামনাথ দা (৯৮৩২৫৭৮৩২৩) গাড়ি চালায় আর ছবি তোলে। ফোন করে নাও। আর কিছু লাগবে না। পুরো প্ল্যান + গাড়ি রামনাথ দা ব্যবস্থা করবে।
  • Blank | 180.153.65.102 | ২৫ মার্চ ২০১৩ ১২:৫৪551155
  • তাহলে তো চোখ বুজে রামনাথ দা। কোনো কিচু নিয়ে ভাবতে হবে না। লোকটা সব ব্যবস্থা করে দেবে। খুব ভালো মানুষ।
  • গান্ধী | 213.110.243.22 | ২৫ মার্চ ২০১৩ ১২:৫৬551157
  • ঠিক আছে, নোট করলুম। আরো কিছু জানার থাকলে বিকেলে এসে জানবো। ৪ঘন্টা ক্লাস এখনঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন