এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৪১১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৩৫551225
  • মার্চে তো বেশ গরম হবে মনে হয় !
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২১:৩৮551226
  • কোচিতে চেরাই বিচে ছিলাম। এইখানে। নেক্সট টাইম ফোর্ট কোচিতে থাকব।

    http://www.bluewaterscherai.in/

    ইরাভিকুলাম কি সেই রাবণ সিনেমার ফলসটা? না যাইনি।

    পেরিয়ার লেকে বোট সফর একটু ওভারহাইপড। তারপরে সকালে গিয়ে মারপিট করে টিকিট কাটতে হয় ও সেইভাবেই লঞ্চে চড়তে হয়। একাদিক বাচ্চা ও প্রৌঢ় টিমে থাকায় রিস্ক নেইনি। তবে যা বললাম, ভোর বা সূর্যাস্তের ট্রিপটায় না গেলে খালি কিছু বেয়াড়া বাঁদর ও এক-দুটো বিলীয়মান হরিণের দেখা মেলে।
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ২১:৩৯551227
  • ডিসেম্বরে কোনওমতেই হবে না। একাধিক এনগেজমেন্ট। মার্চেই প্ল্যান করতে হবে।
  • dc | 132.164.109.222 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৪551228
  • থেক্কাডিতে দুদিন বোধায় না থাকলেও চলে, পেরিয়ার লেক ছাড়া দেখার তেমন কিছু নেই। পেরিয়ার লেকের টিকিট কাটতে হয় ফরেস্ট গার্ডের চেক পয়েন্ট থেকে, যেটা লেকের থেকে কিছুটা দুরে। সক্কালবেলা সাতটার মধ্যে বেরিয়ে পড়বেন, নাহলে গাড়ী আর বাসের বিশাল লাইন পড়ে। চেকপোস্টের সামনেই অন্তত এক-দুই ঘন্টা নষ্ট হবে। আর পেরিয়ার লেক বেশ সিনিক, তবে মাত্র এক ঘন্টার বোট রাইড। চাইলে সকালে একবার, দুপুরে একবার রাইড করতে পারেন। থেক্কাডি যেতে হয় কোট্টেয়াম রেল স্টেশন থেকে, ঘন্টা তিনেক লাগে। রাস্তাটা অসাধারন। ক্যামেরা রেডি রাখবেন, প্রচুর ছবি তুলতে পারবেন।
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৫551229
  • না, ইরাভিকুলাম একটা স্যাংচুয়ারি। সেখানে নীলগিরি তার দেখতে পাওয়া যায়।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৭551231
  • একে একে। আস্তে আস্তে। দক্ষিণাটা না হয় পরেই দিয়েন, ক্যামুন?

    ১। কুমারাকোম ভাম্বানাড লেকের অন্যদিকে। আগে জেলেদের গ্রাম ছিল। এখন স্টে অফ লাক্সারি দ্য আর্ট হোটেল সব।

    এইটা দেখুনঃ

    http://www.kumarakomlakeresort.in/kumarakom_photos.html

    ২। থেক্কাডিতে বাজেটের মধ্যে এইটাতে ছিলাম। একরাত্তির ছিলাম বলে ক্ষমাঘেন্না করে থেকে গেছিলাম।

    http://www.periyarhousethekkady.com/

    ভালো হোটেলের দাম ভালোই বেশি। তবে জঙ্গলের কাছাকাচি হোটেলের অপশন বেশি না।

    ৩। কালারিপাত্তু গেলেই টিকিট মেলে। একাধিক গ্রুপ পারফার্ম করে। হোটেলেও ম্যানেজ করা যায়।

    ৪। মার্চে যাবার কথা চিন্তাও কোরো না। জাস্ট ব্লাসফেমি।

    ৫। যেসব হোটেলে ছিলাম, তার লিস্টি দিচ্ছি। ল্যাপি খুঁজে বার করতে হবে।
  • সায়ন | 59.200.243.233 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৭551232
  • নীলগিরি তার মুন্নারেও দেখা যায়।
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৭551230
  • অপ্পনের হোটেলটা বেশ ভালো তো ! দেখি, কেটিডিসি-র সাথে কথা বলতে হবে, ওরা যদি অ্যারেঞ্জ করে দেয় !
  • সায়ন | 59.200.243.233 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৮551233
  • প্পন্দা জানি না মুন্নারে কোথায় ছিলে তবে কেরালা ট্যুরিজমের 'টী কাউন্টি এস্টেট'টা থাকার জায়গা হিসেবে দারুন। একটা ওয়াইনারিও আছে :)
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৯551236
  • পেরিয়ার থেকে আলেপ্পি যেতে এত সময় লাগে? হ্যাঁ অপ্পন?
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২১:৪৯551235
  • কেটিডিসির সাথে কথা বলতে হবে কেন? তুমি কি ওদের সাথে গাঁটছড়া বেঁধে যাচ্ছ?
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৫০551237
  • হ্যাঁ। কেন, ভুল করছি?
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২২:০৫551239
  • অপ্পন, আমাকে একটা ফাণ্ডা দাও। কেটিডিসি কোচিতে ফোর্ট কুইন বলে একটা হোটেল সাজেস্ট করেছে। সেটা নাকি ফোর্ট কোচির কাছে। ( www. fortqueen.com)
    সেখানে থাকবো, নাকি ব্লু ওয়াটার্স চেরাইতে চেষ্টা করবো?
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ২২:০৭551241
  • মার্চে চিন্তাও করব না কেন? খুবই কি গরম হবে? ডিসেম্বরে কোনওমতেই সম্ভব নয়, সেক্ষেত্রে এই বছরে কাটিয়ে দিতে হবে। আর ডিসেম্বরে টুরিস্টে টুরিস্টে খুব ঘিজিমিজি হয় না?
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:০৮551242
  • যেকোন হোটেলের রেটিং ট্রিপঅ্যাডভাইসরে দেখ। আমরা সেসব করেই সব বুক করেছিলাম।

    আর কেটিডিসি নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমরা নেটে সব ঘেঁটেঘুটে রিসার্চ করে নিজেরাই বুকিং ইঃ করেছিলাম।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:০৯551243
  • মার্চে খুব গরম। জুলাই-অগাস্টে বিষ্টি। যাবার সময় অক্টোবর থেকে জানুয়ারি।

    ব্যস।
  • সায়ন | 59.200.243.157 | ০৬ জুলাই ২০১৪ ২২:০৯551244
  • টি কাউন্টি কেটিডিসি'র লিং টাও রেখে যাই, যদি কারু মনে ধরে -

    http://www.teacountymunnar.com/

  • সায়ন | 59.200.243.157 | ০৬ জুলাই ২০১৪ ২২:১২551246
  • সিকি, আমরা এই মার্চে গেছিলাম। ইট অয়জ প্লেজেন্ট টু সে দ্য লীস্ট। মনোরম আবহাওয়া।
    মুন্নার গেলে একটা ওয়াকিং ট্রেইল আছে, কোডইকানাল পর্যন্ত যাওয়া যায়। বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে। দেড় দিনের ট্রেক। অসম্ভব সুন্দর পরিপার্শ্ব।
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ২২:১৩551247
  • হুঁ।

    অপ্পনের দেওয়া হোটেলগুলোর বেশির ভাগই তো ঘরভাড়া লেখে নি। :)
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:১৪551248
  • ফোর্ট কুইনের রেটিং খুবই ভালো দেখছি। তবে যা বললাম চেরাইয়ের হোটেলটার লোকেশন জাস্ট অসাম। একদিকে সমুদ্র অন্যদিকে ব্যাকওয়াটার - মাঝখানে হোটেল। সার্ভিস, অ্যামেনেটিস ইত্যাদিও ভালো।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:১৬551249
  • টারিফ তো ফোন করলেই বা সাইটে গেলেই জেনে যাবে!
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ২২:১৭551250
  • http://www.keralatravelexotica.com/ এই সাইটটা থেকে এই রকমের একটা আইটিনেরারি পেলাম, এটাও বেশ পছন্দ হয়েছিল।

    10 Nights/11 Days Cochin-Munnar-Thekkady-Kumarakom-Alleppey-Kovalam-Kanyakumari–Trivandrum
    ------------------------------------
    Day 1 Cochin
    On your arrival at Cochin international Airport/ Railway station, meet our executive to Welcome & receive you. Later you will be taken to your hotel at Cochin and after lunch go for sightseeing at Historical Fort Cochin which has a rich heritage and strong historical relationship with English, Portuguese, Dutch, Arabs, Chinese etc. you can visit Dutch Palace, Asia’s best preserved Synagogue, Chinese fish nets, Sea mouth, Beach walk way etc. over nights stay.

    Day 2 Cochin-Munnar (130 km/4 hrs)
    Today after breakfast check out from Cochin hotel, drive towards Munnar hills (130 Kms), the green Paradise of Kerala with unending expands of Tea plantations, spice plantations and a variety of flora and fauna. Check in your hill resort and after noon at leisure/ you can go to visit Munnar town and nearby places & Overnight stay.
    Ø Cheeyappara water falls
    Ø Valara Waterfalls
    Ø Blossom Park
    Ø Tea Plantations

    Day 3 Munnar
    Today after breakfast, go for sightseeing at Mattupetty Dam; a beautiful spot for viewing the picturesque Munnar, Kundala Lake- a natural lake with recreational facilities like boating and having excellent view of Western Ghats as well as the forest surrounded with. Also visit Eco point and tea plantations. After noon you can visit Eravikulam National park; where the endangering NilgiriTahr is conserved. Later drive back to your resort for Overnight stay.
    Ø Mattupetty Dam
    Ø Kundala Lake
    Ø Echo point
    Ø Eravikulam National Park
    Ø Tea Museum

    Day 4 Munnar-Thekkady(120 km/3 hrs)
    After breakfast check out the Munnar hotel and drive towards Thekkady. It’s your day to explore the wildlife and natural treasures of exotic Thekkady. You will reach Thekkady in the afternoon. Check in to the hotel and relax. In the evening visit local spices markets and go for some optional activities. Overnight stay.

    Day 5 Thekkady
    After breakfast go some activities like Spice plantation visit, elephant ride, or an Ayurvedic massage treatment there. You can have an amazing and adventurous boat ride in the Periyar River flowing through the Tiger Reserve which will bring rare opportunities to watch wild animals roaming in their natural habitat very closely. You can very often find Wild elephant, Bison, Deer, different type’s water birds etc. After boating you can get engaged with various interesting optional activities like Elephant safari, Spice Plantation visit, Theatre shows like Kathakali, Kalarippayattu, Trekking, Bamboo rafting etc. Overnight stay.
    Ø Kathakali & Kalarippayattu show
    Ø Periyar wild life sanctuary
    Ø Boating in Tiger reserve.
    Ø Spice gardens

    Day 6 Thekkady –Kumarakom(165 km/3.30 hrs)
    After having breakfast, Check out your hotel & drive towards Kumarakom (165 Kms), the Icon of Kerala’s tourism prosperity. Today, Kumarakom is world’s best known back water destination and recognized by many international tourism organizations and travel magazines. It has also ranked above Taj Mahal in a latest statistics. Check in your resort and later visit Kumarakom bird sanctuary and nearby water scapes. Overnight stay.

    Day 7 Kumarakom-Alleppey (house boat) (50 km/1 hr)
    After breakfast Check out your resort and drive to Alleppey; also known as Venice of the east by its special geographical features as the place is famous for its vast back water stretches and paddy fields. By 12 pm you can board your house boat to explore the back waters and its serene beauty. Enjoy the ride; delicious cuisines and an overnight stay onboard

    Day 8 Alleppey –Kovalam(180 km/3.30 hrs)
    After having your breakfast, check out the house boat and drive to your beach resort at Kovalam; the international beach destination of Kerala with shallow water for swimming and perfect for other water sports activities. After lunch enjoy the beach till the sun set in the Arabian Sea. Overnight stay.

    Day 9 Kovalam
    Today after breakfast you will have an half day city tour to visit the iconic spots Old Travancore Kingdom’s capital Trivandrum includes, Napier Museum, Sri Chithira Art Gallery, Zoo, Padmanabhaswami Temple and adjacent Palace etc. after back to your resort and enjoy the beach. Overnight stay.
    Ø Napier Museum
    Ø Sri Chithira Art Gallery
    Ø Zoo
    Ø Padmanabhaswami Temple
    Ø Kuthiramalika Palace

    Day 10 Kovalam- Kanyakumari(100 km/2 hrs)
    Today morning check out your Kovalam hotel and drive towards Kanyakumari the southern tip of Indian Sub-continent and an important destination for pilgrim as well as leisure travelers. On the way get down at Padmanabhapuram Palace an architectural wonder, and reach Kanyakumari at noon. Evening visit the famous Vivekananda rock which is situated in the sea and the statue of Thiruvalluvar on the rock. Enjoy an ever memorable Sunset from there as it’s the point where Arabian sea, Indian ocean and Bay of Bengal are joining together. Over nights stay.

    Day 11 Kanyakumari-Trivandrum Drop off.
    Till noon, have leisure in your hotel and later check out for your return drop off at Trivandrum Airport/ railway station.
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:১৮551251
  • কমরেড বিভ্রান্ত হবেন না। মার্চে মুন্নার ইজ ওকে। থেক্কাডি অলসো উইল বি প্লেজান্ট।

    বাট কোচি, আলেপ্পি আর তিরুঅনন্তপুরম - এই তিন জায়গাতে যেতে লোকালাইটরাই বারণ করেছিল।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:২২551252
  • সিকি, ঐ আইটেনারারিটা আমাদের মতই। খালি লাস্টে কোভালাম আর কন্যাকুমারি অ্যাড করেছে।

    আর কোচিতে অনেক কিছু দেখার আছে। একটা দিন বেশি থাকা রেকমেন্ড করব। আর কুমারাকোম বা আলেপ্পি দুটোর একটা কভার করলেই হয়।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২২:৩৩551253
  • ডাক্তারকেঃ পেরিয়ার থেকে আলেপ্পি ঘন্টা চারেক তো মিনিমাম লাগবেই। পাহাড় থেকে সমতলে নামতে হয়। মাঝখানে লাঞ্চ ব্রেক ইঃ ধরলে আরো এক ঘন্টা। স্পাইস গার্ডেন দেখার চোটে আমাদের আরো দু ঘন্টা বেরিয়েছিল।
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ২২:৪৭551254
  • আইচ্ছা। দেখি তা হলে।
  • ঐশিক | 127.218.17.62 | ০৭ জুলাই ২০১৪ ১৬:০৫551255
  • আইয়ো সিকিদা, ফেব্রুয়ারিতেও কোচি তে পোবল গরম জাস্ট ঘেমে ঘেমে হেজে যাবে, আর হ্যা ওখেনে http://en.wikipedia.org/wiki/Kochi-Muziris_Biennale ইটা কিন্তু মিস করবেন না কমরেড, আমি গেস্সলাম ২০১৩ র ফেব্রুয়ারী তে, খুব সুন্দর শহর, কিন্তুক খুবই গরম আর ঘাম।

    আর ওই হাউসবোট এর চক্করে না গিয়ে মাদুরাই দেখে আসুন, রামেস্বারাম দেখুন গে।

    মুন্নার আর থেক্কাদী আর কোভেলাম সব overhyped , হ্যা আলেপ্পি দারুন
  • Arpan | 125.118.72.120 | ১৭ জুলাই ২০১৪ ০০:৩৫551257
  • কেরালা নিয়ে আর কোন কোশ্ন আছে?

    লাক্ষাদ্বীপ নিয়ে ফান্ডা চাই। কেউ গেছে(ন)?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন