এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৪১২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 132.172.195.210 | ০৫ জুলাই ২০১৫ ২০:২৯551324
  • ল্যাদোশদা', উপর থেকে নীচে ছবির ক্রম অনুসারে জায়গাগুলো লিখলাম -

    ১) শিমোগা (শিভামোগ্‌গা) থেকে যোগ ফল্‌স (ভায়া সাগর) যাওয়ার পথে
    ২) চিকমাগালুর ডিস্ট্রিক্ট, মূল্যায়নগিরি হয়ে কেম্মনগুন্ডির পথে
    ৩) কুদ্রেমুখ পৌঁছানোর আগে একপশলা বৃষ্টি
    ৪) বাবাবুডানগিরি ছেড়ে এসে ভদ্রা টাইগার রিজার্ভের পথে
    ৫) সমতলে নেমে আসার পর, দূরে ভদ্রা নদী
    ৬) এটা অপ্রাসঙ্গিক
    ৭) নেত্রাবতী
    ৮) মুরডেশ্বর পৌঁছে (সমুদ্রের পাশে ছোট একটা টিলা থেকে)
    ৯) মুরডেশ্বর থেকে আরব সাগরে একটা নৌকোয়, সামনে নাম-না-জানা দ্বীপ (নামবার উপায় নেই, ডুবো পাথরে ভর্তি), তবে নৌকা থেকে লাইফ জ্যাকেট পরে জলে ঝাঁপ দেওয়া যায় :)
    ১০) নৌকা থেকে তীরের দিকে (শিবের একটা বিশাল মূর্তি আর লাগোয়া মন্দির দেখতে অনেক লোক আসে), পাশে লম্বা বীচ সেখানে ওয়াটারস্পোর্টের সবরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে
    ১১) আরেকটা দ্বীপ
    ১২) র‍্যান্ডম শট
    ১৩) ঐঃ
    ১৪) অপ্রাসঙ্গিক
    ১৫) বেলুরের মন্দিরের গায়ে দেবদেবী মূর্তি ইত্যাদি
    ১৬) হ্যালেবিড'এর একটা মন্দির
  • lcm | 118.91.116.131 | ০৫ জুলাই ২০১৫ ২০:৫০551325
  • এবার বোঝা যাচ্ছে, কিন্তু ভাগ্যিস মাউসে স্ক্রোল হুইল-টা আছে।
  • ।। | 113.50.81.112 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৫551326
  • ...।
  • ক।। | 113.50.81.112 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৮551327
  • চালকের আসনে যিনি বসে আছেন তিনি বছর কুড়ির জেনারেশান X-এর ছটফটে যুবক। সরু কবজিটার মোচড়ে অসম্ভব দক্ষতায় বৃষ্টির বাসভূমের মায়াময় দীর্ঘপথ বৃষ্টির সঙ্গে পাঙ্গা নিয়ে এগিয়ে চলেছে। বৃষ্টির দাপটে বাইরে সবুজ পাহাড় ধূয়ে ভীষণ সবুজ, পাহাড়ের গায়ে সবুজ পাইনের দীর্ঘ-সুঠাম সৈনিকরা ঠাঁয় দাঁড়িয়ে। তারই ফাঁকে ফাঁকে ছবির মত সাজানো কাঠের বাড়ি। পাহাড়ের ধাপে সবুজের চাদর বিছানো এক টুকরো ধানী জমিন। পিটুনিয়া, ক্রিসেন্থিমাম, প্যানজিদের উজ্জল উপস্থিতি। সিন্ধ, পেলব অবর্ণনীয় রঙের মাষ্টারস্ট্রোক গোটা যাত্রাপথে। আলগোড়ার পাহাড়ীর পথের নীল সীমানার এক ছোট্ট হোটেলের সামনে গাড়ি এসে থামতেই, উষ্ণ আমন্ত্রন। হোটেলের জানলায়, কার্নিসে রঙিন অর্কিডের কুর্ণিস। জানলার অন্তর, বাহিরে প্রকৃতির প্রেম ও পূজা পর্ব। অর্ডার অনুযায়ী খাবার চলে এল। সাদা ধপধপে সুগন্ধী ভাতে চিকেনের কারী, প্লেটের সীমারেখায় ঝিরিঝিরি বাঁধাকপির তেল সাঁতলানো ভাজা আর আক্কেল গরিমি করা একটা লঙ্কার আচার। উফঃ, বৃষ্টি ধোয়া অনামী রেস্তোরায় মুহূর্তে সাবাড় সমস্ত প্লেটের আনাচকানাচ।
    পূর্ব সিকিমের সীমান্তে সামান্য পুছতাছের পরেই আবার গাড়ী চলতে শুরু করল। ছোট ছোট গ্রাম, চ্যাপ্টা ঠোটের হাসিমাখা মুখ, বড়ো এলাচ, আদার ক্ষেত, পাহাড়ী বাঁক পেরিয়ে অবশেষে সেই কবিতার দেশে পৌঁছানোর আগে আধোপাহাড়ী শহর রেনক থেকে কিছু কেনাকাটা সেরে একঝাঁক রঙিন লুঙদেন আমাদের স্বাগত জানাল। এরপর পাহাড়পুরের অচিন গ্রামে এক সাজানো কাঠের বাংলো বাড়ীর সামনে গাড়ী এসে দাঁড়াল। মেঘলা দিনে, সবুজের চাদর মোড়া মন বেসামাল করা সুন্দরীকে এক পলকেই ভালো লেগে যায়। মন বলে আমি তোমার সাথে একলা হতে চাই। একটা ঠান্ডা হাওয়ার পেলব স্পর্শ ইতিমধ্যেই শরীরের আনাচে কানাচে মেখে নিয়েছি। কবিতার ছন্দে বাঁধা এই স্বর্গের নাম আরিতার। মিষ্টি একটা গন্ধমাখা বিকেল। আকাশে আগমণি মেঘেরা ভীড় জমিয়েছে। এমর সময় একটা পাগলকরা বাঁশির সুরে একছুটে বাড়ান্দায় এসে দেখি, আমাদের গাড়ীর ড্রাইভার সূরজ। মেঘলা আকাশের মুখপানে চাওয়া পাইনের বনে যেন বিষাদের সুর। স্বপ্ননীল সুখ ঠিকানায় সূর্যাস্তের সূচনা। কবিতার কৃষ্ণকলিরা নিঝুম রাতের গল্প শোনার অপেক্ষায়। এমন সময় লোডশেডিং। অমন ছবির মত সাজানো বাড়ীটা নিমেশে ভুতুরে বাড়ীর চেহারা ধারণ করল। মোমবাতির আলোতে পূজনদা ভূতের গল্প জুড়ে দিল। আধাবাংলা বলা গোপালজী সবার অলক্ষ্যে মুড়ি-চপ নিয়ে পিছনে দাঁড়িয়ে দিব্য ভূতের গল্পো গিলছিল, তাই তাকাতেই চমকে উঠেছিলাম। তারপর রাতের অন্ধকারে হাতরে হাতরে শীতমাখা রাতের নরম বিছানায়।
    পরদিন ঘুম ভাঙে চা, প্রাতরাশ, পাখীর ডাক, আর নরম রোদের আলোয় স্তব্দ সবুজের মুগ্ধ প্রকৃতির রূপ সাগরে ডুব দিয়ে, আকাশ ছুঁতে চাওয়া পাইনের জাঁল ফুরে যে রাস্তা নেমে গেছে, সে রাস্তার শেষে একটা অসাধরণ লেকের সান্নিধ্য। ইচ্ছেপূরণের লেক। অশ্বখুরাকৃতি লেকের পাড় রেলিং দিয়ে বাঁধানো। সবুজ জলে পাহাড় আর বনজ প্রতিচ্ছবি একে অপরের সঙ্গে নিবিড় সখ্যতায় জড়িয়ে আছে। লেকের নাম লামপোঘরি। ইচ্ছেপূরণের লেকে ইচ্ছে হলেই ভেসে পড়া যায়। লেকের জলে বোটিংয়ের সুন্দর ব্যবস্থা। একটা সুন্দর রেস্তোরায় ঢুকে পড়লাম। লেকের ঠিক মাথার উপরে নরম রোদের আলো শিকলে বন্দী করে মেঘের সঙ্গে বৃষ্টির আর্বিভাব। এ বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর। রেস্তোরার কাঁচের জানলার ওপারে জলরঙা প্রকৃতির থিম কালারটা খোঁজার চেষ্টা করছিলাম। নুডলসটা প্রায় ঠান্ডা করে ফেললাম বুঁদ হওয়া প্রকৃতির রঙ ছবির কবিতায় বুঁদ হয়ে। এবার পাহাড়চূড়োর একটা সুন্দর মনাস্ট্রিতে পৌঁছালাম ভগবান বুদ্ধের ছবি, দেওয়ালে রঙিন রেখচিত্র, দীপশিখার প্রজ্জলন, আকাশে মেঘের ছোঁয়া, বাতাসে ‘বুদ্ধং শরনং গচ্ছামি’, জলে ভেজা ম্যাগমোলিয়ার পাতা, লামাদের ছোটাছুটি সবমিলিয়ে আরিতারের কবিতায় ছন্দের বৈচিত্র। সময় হাতে কম, না হলে আরো কয়েকটা দিন কোলাহল মুখর প্রকৃতির বুকে বৃষ্টি, মেঘ সবুজের কবিতার দেশে থাকা যেত।
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:১২551328
  • ডিসে এ শেষের বেড়াতে যাবো । কিন্তু এখনো জায়গা ঠিক করতে পারছি না। একবার মনে হচ্ছে নৈনিতাল রানীক্ষেত আলমোড়া বিনসর মায়াবতী ও ই দিক টা যাই। আবার মনে হচ্ছে অনেক বার ঘোরা কেরাল তে আবার যাই। বিভিন্ন রাজ্যের ওয়েব সাইট ব্রাউজ করে যাচ্ছি। কিন্তু এখনো মনস্থির করতে পারছি না।
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৬551329
  • /কেরালা
  • pi | 24.139.209.3 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৮551330
  • উত্তর পূর্ব ঘোরো।
  • | 24.96.99.238 | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:২১551331
  • মানে অরুনাচল/মেঘালয় /মিজোরাম/ত্রিপুরা এই সব?

    দিন সাতেকের প্ল্যান । ফান্ডা দাও তো..
  • Bratin | 122.79.37.72 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৪551332
  • পাই, ধন্যযোগ প্ল্যান এর জন্যে। আরেক টু পড়াশোনা করে নি।
  • I | 192.66.178.145 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১০:০১551335
  • ক,লেখাটা শেষ হোক।
  • I | 192.66.178.145 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১০:০২551336
  • উত্তরাখণ্ড ৭ দিনে ম্যানেজ করা চাপ।
  • | 213.132.214.155 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৬551337
  • ইন্দো দা, হরিদ্বার ,হৃষিকেষ ,উত্তরকাশী, গঙ্গোত্রী, কেদার এই সব ঘোরা। বাকি গুলো ট্রাই নেবো।
  • | 213.132.214.155 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৭551338
  • আর ঐ করবেট ন্যাশানাল পার্কে থাকার খুব ইচ্ছে।
  • রাজর্ষি | 113.250.185.217 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৪551339
  • এবার পুজোর ছুটিতে আমরা কোচি, মুন্নার আর কুমারাকোম বেড়াতে যাবো। এই টইটা পড়ে উপকৃত হলাম।
  • de | 24.139.119.175 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৮551340
  • আথিরাপল্লী যাবেন অবশ্যই -কোচি থেকে ঘন্টা তিনেকের ড্রাইভ -
  • de | 24.139.119.175 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৯551341
  • সান্দা কি ভালো একটা হাম্পি - বেলুড় - হ্যালিবিডের প্ল্যান দিয়েচে - মেয়ের পরীক্ষে - টরীক্ষে মিটলে যদি ট্রাই করতে পারি!
  • I | 192.66.132.23 | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৯551342
  • করবেটের ভেতরে থাকার জায়গা পাওয়া নেক্স্ট টু ইমপসিবল। দুমাস আগে অনলাইন বুকিং শুরু হয়। ঠিক দুমাস যেদিন হচ্ছে, সেদিনই(রাদার সেই রাতেই ১২টা বেজে ১ সেকেন্ড হওয়ামাত্র) ঝাঁপিয়ে পড়তে হয়; তাও ভালো জায়গায় পাওয়া যায় না। সুলতান-এ কিছু ঘর হয়তো খালি থাকে। ধিকালা নো চান্স। মনে রাখবেন, সারা দুনিয়া থেকে লোক বুক করে, এবং বিদেশীরা ৪ মাস আগে বুকিংয়ের সুযোগ পায়।

    এবং, নো অফলাইন বিজনেস।
  • Atoz | 161.141.84.176 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৪551343
  • করবেট বল্লেই আমার জিম করবেটের সেই গপ্পোগুলো মনে পড়ে, সেই যে ছোটোবেলা ওরা চূড়েল(পেত্নী) দেখতে গেছিল সব জ্ঞাতি ভাইবোনেরা। ঃ-)
  • I | 192.66.132.23 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৭551344
  • করবেটের লেখালিখি ঈশ্বরের মত।
  • I | 192.66.132.23 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১১551346
  • ব, গাড়োয়াল বাদই দিলাম। ৭ দিনে কুমায়ুন ঘোরাও টাফ। দু-তিনটে জায়গা ঘুরতে পারো বড়জোর।
  • Atoz | 161.141.84.176 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩০551347
  • লেখাগুলো অতি চমৎকার! এক জায়্গায় ছিল একটা বন কাটা হচ্ছে, কিছু কিছু প্রাণী এই যেমন হরিণ খরগোশ শেয়াল এসে আশ্রয় নেয় ওনার ক্যাম্পে। একদিন দ্যাখেন এক বিরাট সাপ এসে আশ্রয় নিয়েছে, তার নাম দেওয়া হল রেক্স।
    আর একজায়্গায় ছিল এক হরিণের পায়ে আঘাত লেগেছিল, সে হাঁটতে পারছিল না, একজন আদিবাসী ভিষক ওষুধ দিয়ে একদম ঠিক করে দেওয়ার আগে অবধি একটা পয়সাও ভিজিট নিল না করবেটের কাছে। হরিণটা একদম ছুটতে পারলে তবে নিল পারিশ্রমিক।
    ঈশ, বড়ো ইচ্ছে করে আবার পড়তে।
  • Bratin | 122.79.37.48 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪০551348
  • ইন্দো দা, তোম্ররা তো ক দিন আগেই গেলে। একটা প্ল্যান দাও না প্লিজ। আমি সেই ডিসে র লাস্ট উইকে যাবো।
  • সে | 94.75.173.148 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩৫551349
  • বেড়িয়ে ফিরলাম।
  • I | 233.176.63.19 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৮551350
  • আমরা দুদিন দুদিন চারদিন কাটিয়েছিলাম করবেটে(ধিকালা দুদিন বিজরানি দুদিন),তারপর দুদিন বিনসর(কে এম ভি এন এর ট্যুরিস্ট লজ সেরা)।আর এক্দিন নৈনিতাল।তুমি করবেট কেটে নৈনিতাল বাড়াতে পারো, চৌকরি প্যাঙ্গট ভিমতাল সাততাল যেখানে খুশি যেতে পারো। তবে ৭ দিনে ৩টের বেশী জায়গা ঘুরলে হেকটিক হয়ে যাবে।
  • I | 233.176.63.19 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৬551351
  • কৌশানি মুন্সিয়ারি রানিক্ষেতের নাম বাদ পড়ে গেছিল। এদের মধ্যে যে কোনো তিনটে চুজ করে নাও।তারপর চরে খাও।কৌশানি বা বিনসর থেকে ত্রিশূল নন্দাদেবী বেস্ট দেখা যায়।
  • Bratin | 122.79.36.45 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৫551352
  • ধন্যযোগ ইন্দো দা ;))

    বাকি টা হ্রমন সম্গী থেকে দেখে নিচ্ছি।
  • Arpan | 125.118.58.169 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৭551353
  • ডাগদার, তোমরা অনলাইনে বুকিং পাইসিলা?

    আমার ভায়রাও ঐ রুটে ঘুরে এল মে মাসে। তারেও জিগাই।
  • I | 192.66.76.207 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:১২551354
  • তোমার যদি ডেট নিয়ে খুঁতখুঁতুনি না থাক, তাহলে অনলাইনে বুকিং পাওয়া সম্ভব। দিনের পর দিন ট্রাই করতে করতে একদিন লেগে গেল। আমাদের বিজরানির এক বাঙ্গালী সঙ্গী( খিটখিটে বুড়ো) ঐভাবে পেয়েছিলেন।
    আমরা অনলাইনে বুকিং পাই নি। আমাদের সম্বল ছিল আক্রাম।
  • Arpan | 125.118.58.169 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫১551355
  • তালে আর হইল না। মেয়ের স্কুল কামাই করব কিন্তু পরীক্ষার মধ্যে ডেট পেলে বিশাল চাপ।
  • I | 192.66.76.207 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৪551357
  • আক্রামকে ফোন করে নাও। 09756364768। হাতে দুমাসের বেশী সময় নিয়ে করবে কিন্তু। দুমাসের কম হলে আক্রাম কিছু করতে পারবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন