এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৪০৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.240.200 | ১৩ জুন ২০১৩ ১৬:৫৯551191
  • ব্ল্যাঙ্কিদার পরামর্শমত ব্যাপ্পক ঘুরেছি ডুয়ার্স। ডুয়ার্সে গেলে রামনাথদা মাস্ট

    আমাদের তোলা কিছু ছবি রাখলাম

    https://www.facebook.com/media/set/?set=a.10151629542578984.1073741826.598563983&type=3
  • jhiki | 216.53.152.1 | ১৩ জুন ২০১৩ ১৭:২৩551192
  • ২৬ জুন চীনের প্রাচীর দেখতে যাচ্ছি.......সাথে বেজিং এর আশেপাশেও ঘুরব।
  • Lama | 213.132.214.155 | ১৩ জুন ২০১৩ ১৭:২৫551193
  • ঝিকি বাই এনি চান্স দেশে নাকি? তাহলে একটা খবর দেবার আছে। দেশে না থাকলে অবশ্য দিয়ে লাভ নাই
  • | 190.215.108.132 | ১৩ জুন ২০১৩ ১৭:৩২551194
  • ম্যাঙ্গালোর,উদিপি,মুরুডেশ্বর,যোগ জলপ্রপাত,গোকর্ন, কারোয়ার।

    পরের সপ্তাহে যাবো।
  • Lama | 213.132.214.155 | ১৩ জুন ২০১৩ ১৭:৩৫551196
  • পরের সপ্তাহে আমি যে জায়গাগুলোতে যাবো না, সেগুলো হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং এবং আরো কত কি
  • jhiki | 216.53.152.166 | ১৩ জুন ২০১৩ ১৭:৩৫551195
  • দেশে না, ঠিক এই মুহূর্তে জাকার্তার কুখ্যাত জ্যামে আটকে রয়েছি, তুমি কি ১৬ জুনের কথা বলছ?
  • Lama | 213.132.214.155 | ১৩ জুন ২০১৩ ১৭:৩৭551197
  • হ্যাঁ ১৬ই জুন। গোটা পঁয়তাল্লিশ জনতা জুটিয়ে ফেলেছি ইতিমধ্যে
  • সায়ন | 59.249.122.158 | ৩১ আগস্ট ২০১৩ ২২:৪৪551198
  • টেনে তুললাম এটা। অ্যানুয়্যাল অফ পাবো ডিসেঃ ৭ থেকে বাকিটা, মানে তিন সপ্তাহ প্লাস। প্ল্যানপত্র বানানো শুরু করার আগে এই টইটা রিভাইজ করে নিই।
  • কৃশানু | 213.147.88.10 | ৩১ আগস্ট ২০১৩ ২২:৪৯551199
  • টাস্ক্যানি ঘুরে এসো :-)
  • সায়ন | 59.249.122.158 | ৩১ আগস্ট ২০১৩ ২২:৫৫551201
  • কী উস্কানিমূলক প্ররোচনা! না রে দাদা অত ট্যাহা নাই। সিকিম / ভূটান ভাবছি।
  • ফরিদা | ২৯ নভেম্বর ২০১৩ ০৭:২২551202
  • লক্ষ্ণৌ যাতায়াতের টিকিট কেটে ফেল্লাম - ডিসেম্বর ২৮ - ৩১। আওয়াধি কুইজিন ট্রিপ। থাকার হোটেল নিয়ে সাজেশন চাচ্ছি।
  • san | 113.240.235.67 | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:২৩551203
  • কাশ্মীরের ফান্ডা চাই।
    ক। কোনো ভালো প্যাকেজের সন্ধান
    খ। ৭ থেকে ১০ দিনের একটা প্ল্যান
    গ। বুকিং কোথায় করে টরে
  • jhiki | 149.194.243.69 | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:৪০551204
  • স্যান, যদি অন্য কোনও জায়গা থেকে ফান্ডা পাও, তো এখানে শেয়ার কোরো।
  • | 127.194.81.14 | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:১৯551205
  • লক্ষ্ণৌ র টিকেট কেটেছি। ১০-১৮ ফেব। ফরিদা,অরি বা অন্য কেউ একটু ফান্ডা দাও না।

    লক্ষ্ণৌ তে দিন দুই থাকার ইচ্ছে। তার পরে হয় রানীখ্তে,নৈনিতাল,আলমোরা,চকৌরি,বিনসর,মায়াবতী ঐ দিক টা তে যাবো নাহলে বেনারসে দিন টাতে। নৈনিতালে বরফ জমছে শুনে একটু হালকা চাপ লাগছে।

    করবেট এ থাকা যায়? কেমন এক্সপেরিয়েন্স?
  • সিকি | 131.241.127.1 | ২৯ মে ২০১৪ ১৫:১০551206
  • একটা দশদিনের কেরালার প্ল্যান চাই। কোই হ্যায়? অপ্পন?
  • সিকি | 135.19.34.86 | ৩০ মে ২০১৪ ১৫:৪১551207
  • কেউ দিল না?
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১৪ ১৮:৩১551208
  • দশ দিন ধরে কেউ কেরালা যায় নাকি !! আশে পাশে এত পাহাড় থাকতে।
  • সায়ন | 59.200.242.221 | ০৬ জুলাই ২০১৪ ১৯:২১551209
  • হেঁইয়ো।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ১৯:২৬551210
  • সিকি মিস করে গেছি। ভেরি ভেরি সরি। প্ল্যানটা দেব নাকি তোমার প্রয়োজন মিটে গেছে?
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ১৯:৫৮551212
  • না মেটে নি। দিয়ে দাও।
  • সায়ন | 233.229.255.120 | ০৬ জুলাই ২০১৪ ২০:০০551213
  • এতদিন ধরে ওয়েট করছিলিস!! এই থ্রেডেরই মাঝামাঝি অয়ন একটা ভালো প্ল্যান দিয়েছিল, ওটা দেখিস। জেন্যুইন ভালো প্ল্যান।
  • সায়ন | 233.229.255.120 | ০৬ জুলাই ২০১৪ ২০:১২551214
  • গতবারের আইটিনেরারিটা এখানে ফর রেকর্ডস লিখে রাখি -

    "আমি একটা আইটিনারারি বানিয়েছি, যাতায়াত এবং মাথা গোঁজার জায়গা সমেত (অতি পাতি পাতি থাকার জায়গা, একলা ভবঘুরে ইত্যাদি, মাইন্ড ইট)। পরে গুগল ডকে তুলে শেয়ার করে দেবো। আর সর্ষে ইত্যাদি লিখতে সর্ষেচ্যাম্প সিকি, দে'দি এঁরা রয়েছেন। এঁরা সর্ষে লিখলে পায়ের নীচে চাপ চাপ সর্ষেগাছ গজিয়ে যায়। একবেলার জন্য পুণে যাবো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। সেখান থেকে বরোদা - লিট্‌ল রাণ অফ কছ - আমেদাবাদ - জয়সলমের - যোধপুর - জয়পুর - অমৃতসর - জম্মু - দিল্লি - আগ্রা - লাকনৌ - এলাহাবাদ - বেনারস হয়ে সংঘমিত্রা এক্সপ্রেস ধরে ব্যাক টু লুরু"
  • সায়ন | 233.229.255.120 | ০৬ জুলাই ২০১৪ ২০:১৫551215
  • ব্ল্যাঙ্কির কমেন্ট/সাজেশনগুলোও রাখলাম আরেকবার -

    "ঐ পেডং, ঋষিখোলার রুট পাতি কাটিয়ে দাও। ওগুলো বাজে ঘোরাচ্ছে। তুমি ট্রাভেল এজেন্ট ধরো না। ডাইরেক্ট বুকিং করে জুলুকে চলে যাও। পরে গ্যাংটকে অনেক হোটেল, বুকিং লাগবে না বা এমনি তেই ফোন টোন করে বুক করতে পারো।
    জুলুকের গাড়ির জন্য এনার সাথে কনট্যাক্ট করো, Barnabesh : 9832368745 । এনার গোপাল প্রধানের সাথেও কনট্যাক্ট আছে, তাকার ব্যবস্থা করে দেবে।
    না হলে Gopal Pradhan @+919609860266 বা Suraj 917872883264। থাকার জায়গা এদের, বল্লে গাড়িও দেখে দেবে।
    এই পেডং, ঋষিখোলা রুটে যাওয়ার থেকে হাতে টাইম থাকলে উত্তরে তে ল্যাদ খাওয়া বেটার। উত্তরে অনেকটা নির্জন। কালুকে থাকিনি কখনো, একটা ভিলেজ রিসর্ট আছে দেখেছি - সেটা বেশ কস্টলি। তবে জায়গাটা রিংচেংপং বাজারের কাছে। উত্তরে ওখান থেকে অনেকটা দুরে।

    Darjeeling Gorkha Hill Council Office (DGHC)
    ITDC Office
    4 Shakespeare Sarani
    Kolkata
    Phone: (033)22821715, (033)22821715"
  • সায়ন | 233.229.255.120 | ০৬ জুলাই ২০১৪ ২০:৩১551216
  • এগুলো এখানে থাক -





  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২১:২৫551217
  • আমরা যেটা করেছিলাম (বেঙ্গালুরু থেকে চৌধুরী পরিবার আর শ্রীসেন্নাই থেকে মিত্তির ফ্যামিলি মিলে) -

    দিন ০ - সন্ধেবেলা ট্রেনে চেপে মাঝরাত্রে পালঘাটে ট্রেন পাল্টে ভোর বেলা কোচিন।

    দিন ১ - কোচিনে চেক ইন। হোটেলের লোকেশন দুর্ধর্ষ। একদিকে বিচ আর অন্যদিকে ব্যাকওয়াটার। দুপুর অব্দি গড়িয়ে বিকেলে সমুদ্রতীরে ঈষৎ বিহার। রাত্তিরবেলা গ্রান্ড ডিনার ও হুলিয়ে আড্ডা।

    দিন ২ - আমাদের টেক্সিভায়ের সাথে মোলাকাত (ইনি আগামী ক'দিন আমাদের তার গাড়িতে করে প্রায় পুরো কেরালা ঘোরাবেন)। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া। ফোর্ট ব্যাসিলিকা, ফোর্ট কোচি, জু টাউন, চাইনিজ নেট দেখে, শপিং ইঃ সেরে হোটেলে ফেরা। মাঝে একঘন্টার বোটিংও ছিল সাগরবক্ষে।

    দিন ৩ - চেক আউট করে মুন্নারের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। দুপুর নাগাদ মুন্নার পৌঁছে লেট লাঞ্চ। সন্ধেবেলা লনে কিঞ্চিৎ ঢুকুঢুকু উইথ মাছভাজা। রাতে ক্যান্ডললিট ডিনার।

    দিন ৪ - পুরো দিন জুড়ে মুন্নার দর্শন। চা বাগান, ফলস, পাহাড়, জঙ্গল আর অজস্র সিনিক পয়েন্ট নিয়ে হল মুন্নার। মাঝে এক ঘন্টার টাটা টি-র মিউজিয়াম দর্শন।

    দিন ৫ - চেক আউট করে থেক্কাডির পথে যাত্রা শুরু। দুপুরে পৌঁছে লাঞ্চ সেরে এলিফ্যান্ট রাইড আর সন্ধেবেলা কালারিপায়াত্তু শো (অনেকে কথাকলিও দেখে)। শপিং টপিং সেরে ব্যাক টু হোটেল।

    দিন ৬ - হোটেল থেকে চেক আউট সেরে (অনেকে এখানে এক্সট্রা একদিন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চ/হিপ সাফারি নেয়, আগাম কাঠখড় পোড়াতে হয় বলে আমরা ওই ঝঞ্ঝাটে যাইনি) আলেপ্পির দিকে যাত্রা শুরু। রাস্তায় একাধিক স্পাইস গার্ডেন পড়বে। মোটামুটি একটায় টিকিট কেটে ঢুকলে ঘন্টাদুয়েক আরামসে কেটে যায় ও প্রচুর পয়সা খসিয়ে একগাদা হার্বাল প্রোডাক্ট ইঃ কিনে গাড়িতে উঠতে হয়। বারোটার মধ্যে বেরিয়ে পড়লে পাহাড়ি রাস্তা সেশ হতে হতে বিকেল পাঁচটা মত বেজে যায় আর অজস্র ব্যাকওয়াটারের মাঝে অবস্থিত প্রাচ্যের ভেনিস আলেপ্পিতে পৌঁছতে সন্ধে সাত-সাড়ে সাত। এইখানে টেক্সিভায়ের সাথে বিদায় নেবার পালা। যে হোটেলটায় ছিলাম সেটা আবার একটা আইল্যান্ডের মধ্যে - খালে করে নৌকো চালিয়ে হোটেলের লোকজন এসে একপার থেকে অন্যপারে নিয়ে যায়!

    দিন ৭ - সকাল এগারোটার মধ্যে চেক আউট সারা। দুয়ারে হাউসবোট হাজির। আগামী গোটা একটা দিন এখানে থাকা।

    দিন ৮ - আলেপ্পিতে নেমে সকাল সকাল অন্য একটা হোটেলে চেক ইন। সন্ধের দিকে চেক আউট সেরে যে যার ট্রেন ধরে বাড়ির পথ ধরা। বেলার দিকে লোকাল সি বিচে গেছিলাম। অসাধারণ বললেও কম বলা হয়। নেহাত বেশি লোকে জানে না বলে গ্যাঞ্জাম হয় না।

    এই হল মোটামুটি স্ট্যান্ডার্ড আইটিনারারি। বিশদে কিছু জানার থাকলে জানিও। আমরা গেছিলাম পুজোর সময়। দিন দুয়েক সামান্য বৃষ্টি পেয়েছিলাম। আর শীতকাল হল কেরালা ভ্রমণের প্রকৃষ্ট সময়। তবে পুরো ট্রিপের খরচ পুজোর তুলনায় অন্তত ৩০-৪০% বেড়ে যায়।

    যদি আরো দুদিন সময় হাতে থাকে, তাহলে এর সাথে দুদিনের তিরুঅনন্তপুরম/কোভালম ট্যুর জুড়ে নিতে পারো। আর পকেটে রেস্ত বেশি থাকলে আলেপ্পির বদলে কুমারাকোম। তাজের একটা হোটেল আছে, দু দিন-এক রাতের জন্য হাজার চল্লিশেক পড়ে (নেটে দেখেই অবশ্য ঘোল মিটিয়েছি)।
  • Arpan | 125.118.58.177 | ০৬ জুলাই ২০১৪ ২১:২৮551218
  • হিপ সাফারি না, জিপ সাফারি। ঃ P
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৩১551219
  • অপ্পনের ভ্রমণসূচীর সঙ্গে আমার প্ল্যান মিলে যাচ্ছে। তবে আমরা একটু কম দিন থাকবো, আর কোচিতে এক রাত এবং থেক্কাডিতে দু দিন।

    কোচিতে কোন হোটেলে ছিলে? মুন্নার থেকে ইরাভিকুলাম গেছিলে? আর থেক্কাডিতে পেরিয়ার লেকে বোট সফর?
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৩২551220
  • থেক্কাডিতে-ই বা কোথায় ছিলে ? কলারিয়াপাট্টু কি হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেয়?
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ২১:৩৩551221
  • হুঁ, গ্রেট। অনেক অনেক থ্যাঙ্কু।

    আমরা গেলে মার্চের তৃতীয় সপ্তাহে যাবার প্ল্যান করছি। দশদিনের প্ল্যান বানালে কোভালামটাও হয়ে যাবে বলেই মনে হয়।

    কুমারকোনমই কি কন্যাকুমারী? ঐটা দেখার ইচ্ছে আছে। আর যাত্রাপথে কোন কোন হোটেলে ছিলে তাদের নামঠিকানাগুলো কি একটু দিয়ে দেওয়া যাবে? অফলাইনেই পাঠিয়ে দিও।
  • I | 24.96.23.81 | ০৬ জুলাই ২০১৪ ২১:৩৪551224
  • ভ্যাট, কুমারকোম কন্যাকুমারী হতে যাবে কেন? একটা কেরালা, অন্যটা তামিলনারু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন