এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৪০৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 188.91.253.22 | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৪০551291
  • বাহ! একক বড় ভালো ছেলে।
  • lcm | 118.91.116.131 | ০৬ এপ্রিল ২০১৫ ১১:৫৩551292
  • ভুটান প্ল্যানটা ভালো। একক তো হেব্বি জায়গায় কাজ করত।
  • Tim | 188.91.253.22 | ০৬ এপ্রিল ২০১৫ ১২:০৩551293
  • এককের প্ল্যানটা বড়ো মনোরম। পড়লেই একছুটে চলে যেতে ইচ্ছে করে।
  • একক | 24.99.87.113 | ০৬ এপ্রিল ২০১৫ ১২:১০551294
  • প্রসঙ্গত আমি প্ল্যানটা খুব টাইট স্কেদ্যুল এ রেখেছি মিনিমাম টাইম ম্যাক্সিমাম কভারেজ ধরে ।কেও চাইলে এক বা একাধিক পয়েন্টে বেশিদিন স্টে করতে পারেন । বুমথাং এ যেমন অনেকেই দিনতিনেক থেকে যান ।
  • lcm | 118.91.116.131 | ০৬ এপ্রিল ২০১৫ ১২:১৭551295
  • তিনদিনে বেজিং, ছদিনে আলাস্কা, হাওয়াই-এর দ্বীপপুঞ্জে এক সপ্তাহ, ব্যান্‌ফ এর রকি মাউন্টেইন্‌স, স্নোমোবিলে চেপে শীতের ইয়োলোস্টোন, ডিসেম্বরের ফ্লোরিডা এভারগ্লেড্‌স, ট্রেনে ট্রেনে লন্ডন-প্যারিস-ভেনিস-রোম --- এমন সব । লিখব কখনও, ভুলে যাবার আগে।
    হালে এক সলিড প্ল্যান করে আম্রিগা ঘুরে গেল গুরুর শান্তনু।
  • hu | 188.91.253.22 | ০৬ এপ্রিল ২০১৫ ১২:৩০551296
  • পাঁচ দিনে নর্দান লাইটস ট্যুরের একটা প্ল্যান দিন তো কেউ।
  • 4z | 80.24.55.239 | ০৬ এপ্রিল ২০১৫ ১৮:১৬551297
  • কানাডিয়ান নর্দান লাইট্স ট্যুরের প্ল্যান দিলাম।

    ডে ১ঃ প্লেনে হোয়াইটহর্স। এয়ারপোর্ট থেকে হোটেল। ডাউনটাউনে হোটেল বুক করা ভাল। ওয়াকিং ডিস্ট্যান্সেই সব পাওয়া যাবে। হোটেল থেকে বা আশেপাশে কোন ট্যুর গাইডের সঙ্গে বুকিং করে ফেলা। উপযুক্ত শীতের জামাকাপড় সঙ্গে থাকলে ভাল কথা নাহলে ওখানে ভাড়া পাওয়া যায়। মনে রাখা ভাল ঐ ঠাণ্ডায় মোটামুটি সারারাত খোলা আকাশের নিচে রাত কাটাতে হতে পারে তাই প্রপার ড্রেস না থাকলে ছবি হয়ে যেতে হতে পারে। আর ট্যুর গাইডকে বলবে রিমোট কেবিনে থাকতে চাও। সেই ভাবে বুকিং করবে।

    ডে ২ঃ সকাল সকাল গাইডের সঙ্গে বেরিয়ে পড় Kluane ন্যাশনাল পার্কের দিকে। ওখানে পৌঁছে গাইড তোমাকে অপশন দেবে রাইডের। যদি স্নোমোবাইল চালাতে পারো তো ঐ অপশন না হলে ওরা গাড়ি করে লাইট্স দেখাতে নিয়ে যাবে। ওখান থেকে ঘন্টা দুয়েক লাগবে কেবিনে পৌঁছতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট আর রাতের জন্য অপেক্ষা। অন্ধকার ঘন হলে স্নোমোবাইলে চেপে লাইট্স দেখতে যাওয়া।

    ডে ৩ঃ বিভিন্ন ট্রেল এক্সপ্লোর করা, চাইলে আইস ফিসিং আর ক্যাম্প ফায়ার সঙ্গে লাইট্স ওয়াচিং তো আছেই।

    ডে ৪ঃ সারাদিন এদিক সেদিক ঘুরে হোটেলে ফেরার প্রস্তুতি। রেস্ট।

    ডে ৫ঃ ফ্লাইট ধরে ঘরে ফেরা।
  • 4z | 80.24.55.239 | ০৬ এপ্রিল ২০১৫ ১৮:১৮551298
  • এই পুরো ট্যুরটাই অ্যাডভান্সে বুক করা যায়। আর হ্যাঁ গাইড ছাড়া রিমোট এলাকায় নিজেরা ঘোরার প্ল্যান না করাই ভাল।
  • hu | 188.91.253.22 | ০৭ এপ্রিল ২০১৫ ১০:৫৭551299
  • ফোর্জিকে থ্যাঙ্কিউ। কোন সময়টায় যাওয়া ভালো? ট্রিপ অ্যাডভাইসর ইত্যাদিতে বলছে ইকুইনক্সের সময় যেতে। কিন্তু ঐ সময় ছুটি ম্যানেজ করা কঠিন। ক্রিসমাসের সময় কেমন দেখা যায়?
  • 4z | 80.24.55.239 | ০৭ এপ্রিল ২০১৫ ১৫:৪৫551301
  • আগস্টের শেষ থেকে মিড এপ্রিল ভাল সময়। তবে অক্টোবর থেকে মার্চ বেস্ট। ক্রিসমাসের সময়ও ভাল দেখা যায় তবে ইয়ুকুন টেরিটরিতে মারাত্মক ঠান্ডা তখন। আর একটা কথা। আলো দেখা গেলেও আলোর নাচ কিন্তু দেখতে পাওয়া গ্যারান্টিড নয়।
  • Arpan | 125.118.162.22 | ২৪ জুন ২০১৫ ০০:৩৩551302
  • কোভালম না ভারকালা?

    কোনটা বেটার?
  • কেরালা | 126.203.188.76 | ২৪ জুন ২০১৫ ০১:১১551303
  • কোভালম। কোভালম।। কোভালম।।।
  • Suhasini | 213.99.205.105 | ২৪ জুন ২০১৫ ১০:২৬551304
  • পুজোর সময় তিন দিন লখনৌ আর তিন দিন কাশী। গুরুজনরা, একটু বেড়ানোর প্ল্যান দেবেন কেউ প্লিজ? আর ইয়ে, হোটেল reccomendationও।
  • | 77.98.72.126 | ২৪ জুন ২০১৫ ১০:৩১551305
  • বেনারসের ব্যাপারে SME হল বুনান ঃ)
  • Manish | 127.214.40.247 | ২৪ জুন ২০১৫ ১১:০১551306
  • এককের ভুটান journey খুব enjoy করলাম, আমি ১৯৯৩ থেকে ১৯৯৭ তক ভুটানে ছিলাম। এককের লেখা সবকটি destination আমার ঘোরা। তবে সেই সময়ে foreign Touristদের allow ছিলো না। শুধু ভারতীয় tourist আর bangkadeshi। যারা apple এর ব্যাবসা করতো।
  • | 77.98.72.126 | ২৪ জুন ২০১৫ ১১:০৩551307
  • আমি নেপাল/ভুটান কোথাও যায় নি। ভেউ ভেউ ঃ((
  • Arpan | 233.227.18.112 | ২৪ জুন ২০১৫ ১১:৩৫551308
  • বুনান এসে বেনারসের প্ল্যান দিয়ে দেবে। তবে আজকাল অনিয়মিত হয়ে গেছে।

    বোতিন ধরে আনতে পারবে মনে হয়।
  • | 77.98.72.126 | ২৪ জুন ২০১৫ ১১:৩৬551309
  • তাকে আগে ক্যান্টিনে দেখতুম। এখন আর দেখতে পাই না। ঃ(((
  • Blank | 24.99.57.17 | ২৪ জুন ২০১৫ ২২:২৪551310
  • বেনারস ঘোরাঘুরি খুব সহজ। ট্রেন থেকে নেমে রিক্শা নিয়ে হোটেল যান।
    আমার পছন্দ গনপতি লজ (৫৪২ ২৩৯ ০০৫৯) অথবা অলকা হোটেল (৫৪২ ২৩৯ ৮৪৪৫)। দুটো ই একদম ঘাটের ওপরে (মীর ঘাট)। গনপতি লজ একটা পুরনো হাভেলী রেনোভেট করে বানানো। পুরনো মোটা দেওয়ালের ঘর, তাতে কুলুঙ্গী - রঙ বেরঙের জানলা - তার ওপরে এসি বসানো।

    রিকশা/অটো করে বেনারস ঘুরতে একদিন লাগে। একখানা প্ল্যান দিচ্ছি নীচে, দেখে নিন।

    ১ম দিনঃ ট্রেন থেকে নেমে রিকশা / অটো ধরে চলে যান গোধুলিয়া মোড়। সেখান থেকে হোটেল অব্দি হাঁটতে হবে। তবে ঐ রাস্তা টুকু হাঁটার অভ্যেস না থাকলে বেনারসে চাপ আছে। দুক্কুরে হোটেলেই খেয়ে দেয়ে নিন। বিকেলে ঘাটে এসে নৌকো চেপে ঘুরতে বেড়োন। মনিকর্নিকা থেকে দশাশ্বমেধ ঘাট ঘুরিয়ে ফের আপনি যে ঘাট থেকে উঠেছেন সেখানে নামিয়ে দেবে, রেট ২০০ থেকে ৪০০ (সীজনের ওপর বেস করে)।
    সন্ধ্যে হয়ে গেলে ক্লীশে হয়ে ওঠা আরতি দেখুন দশাশ্বমেধ ঘাটে। তারপর হাঁটতে হাঁটতে বিশ্বনাথের গলি ধরে মন্দির দেখে নিন। অ্যাটলিস্ট সোনার চুড়ো টা তো দেখুন।
    শপিং করার অজস্র দোকান ও পাবেন গলিতে।
    ২য় দিনঃ ভোরে উঠে দশাশ্বমেধ থেকে বাম দিক ধরে হাটতে থাকুন। মনিকর্নিকা ঘাট, মনিকর্নিকা কুন্ড পেরিয়ে অর ঘাটে থাকবেন না। সোজা ওপরে উঠে গলি ধরুন আর সবসময় বাম দিকের গলি ধরবেন। রাস্তায় যে কোনো মিষ্টির দোকান, দুধ জাল হচ্ছে - এই সব দেখলেই জেনে নিন মালাইয়া (মালাই নয়) আছে কিনা। সে এক অপুর্ব মিষ্টি, বা দুধের ফেনা। ঐ বস্তু না খেলে বেঁচে থাকার মানে নেই। এই সব গলি দিয়ে এদিক সেদিক হাটলে কচৌরি গলি ও পেয়ে যাবেন। কচৌরি গলি তে ব্রেক ফাস্ট সেরে পেছন দিকে হাঁটতে থাকুন - জ্ঞানবাপী মসজিদ দেখে নিন।
    বেলা হয়ে গেলে ফিরে এসে রেস্ট নিয়ে ফের নৌকা বা অটো নিন। দেখে আসুন রামনগর। এই জায়গাটা খুব ভালো। রামনগর ফোর্ট আর ভেতরে বন্দুকের কালেকশান দেখার মতন। রামনগর ফোর্টের টাইম এমন ভাবে ঠিক করুন, যাতে ফেরার মুখে সুর্য ডোবে। তাহলে খুব ভাল লাগবে গঙ্গার চড়াটা।
    সন্ধে বেলা অবশ্যই গোধুলিয়া মোড়ের লস্যির দোকান গুলোতে ভাঙের শরবত খান। লজ্জার কিছু নেই, ভাঙ লীগাল।লুকিয়ে, ইশারা করে বলতে হবেনা। তবে খাওয়ার পর এক ঘন্টার মধ্যে হোটেলে ফিরে আসুন, যথেষ্ট খাবার আর রাবড়ী নিয়ে। এক ঘন্টা পর কি হলো গুরু তে লিখে জানান।
    ৩ দিনঃ ভোরে উঠে ফের মনিকর্নিকা র দিকে যান। তারপর আরো হাটুন। দুর থেকে একটা মসজিদ দেখা যায় ঘাটের ওপর। সেটা খুব সুন্দর। ভেতরে গেলে খুব ভালো লাগবে। অথবা সম্পুর্ন উল্টোদিকে হাঁটুন, বেনারস রাজার বাড়ির অব্দি হাঁটতে খুব ভাল লাগবে।
    এন্থু আর ভক্তি থাকলে রিক্শা বা অটো নিয়ে বেনারস ঘুরে নিন - গুচ্ছ মন্দির দেখিয়ে দেবে, যেগুলোর ঘাটের আশে পাশে নয়। তবে বেনারস ঘুরতে ভাল লাগে হেঁটেই।
    আর পারলে চুনার ফোর্ট দেখে আসুন গাড়ি ভাড়া করে। তবে ভাল টাইম খাবে এটা। প্রায় এক বেলার ব্যপার।

    গোধুলিয়া মোড়ে জলযোগ (বাঙালী রেস্টুরেন্ট) এ খেতে ভুলবেন না। প্রতি রাতে ওখানেই নাকি কালভৈরব খেতে আসে যদি খাবার বেঁচে থাকে আর সব এক্সট্রা খাবার খেয়ে চলে যায়।
  • Bratin | 122.79.36.224 | ২৪ জুন ২০১৫ ২৩:০১551312
  • দারুন লিখেছো বুনু। শুধু রাবড়ি খাবার আসল জায়গা টা বলে দাও।
  • Nabanita | 160.148.14.8 | ২৪ জুন ২০১৫ ২৩:৩৬551313
  • অরন্য দা আপনার ট্রিপ টা আমরা লাস্ট year এ করে এলাম। আপনি আমায় ইমেইল করুন <enigmar3@gmail এ
  • Suhasini | 213.99.206.243 | ২৫ জুন ২০১৫ ১৩:৫৫551314
  • থ্যাংক ইউ ব্ল্যান্কি! খুবই কাজে আসবে এটা।
  • ` | 192.66.48.213 | ২৫ জুন ২০১৫ ১৬:০১551315
  • ভালপারাই আনাইমালাই কেউ গিয়েছেন? গিয়ে থাকলে একটু...
  • asmita | 162.79.255.200 | ২৫ জুন ২০১৫ ২২:৫৩551316
  • বেনারস গেলে সারনাথও কিন্তু যাওয়া উচিত, ট্যুর কোম্পানীরা বলে কয়েক ঘন্টা, তবে ঠিক ভাবে দেখেতে গেলে অন্তত তিন/চার ঘন্টা।
  • Suhasini | 213.99.205.105 | ২৬ জুন ২০১৫ ১০:৩২551317
  • থ্যাংকস অস্মিতা। আরও একটু টিপস দেবে নাকি?
  • | 213.99.211.19 | ২৬ জুন ২০১৫ ১০:৫৯551318
  • সারনাথ খুব দেখে এসো ভালো । আমার প্রোফাইলে গিয়ে লক্ষৌ,বেনারাস র ফটো গুলো দেখতে পারো সুহাসিনী ঃ)
  • Div0 | 132.172.195.210 | ০৫ জুলাই ২০১৫ ১৯:৩২551319
  • কঙ্কণ উপকূল
    ========

    জুলাই থেকে সেপ্টেম্বর পশ্চিমঘাটের ছোট ছোট হিলটপগুলো, ঘন সবুজ আঁকিবুঁকি পথ আর কোস্টাল কোঙ্কণের একদিকে মেঘপাহাড় অন্যদিকে উদ্দাম সমুদ্রের নোনাস্বাদ মুখে মেখে বেড়ানোর উপযুক্ত সময়। যদি কেউ বাই রোড, নিজে ড্রাইভ / রাইড করতে চান (অথবা রেন্টাল), তাঁদের জন্য একটা 'এক্সটেন্ডেড' উইকেন্ড ট্রীপ প্ল্যানার রইল। এর সঙ্গে গোয়ার সংযোজন না করাই ভালো। উত্তর গোয়া আর তার সঙ্গে নব্বই কিলোমিটার দূরে দুধসাগর একটা আলাদা রূট। টেকনিক্যাল কিছু ডিফিক্যাল্টি আছে তবে সেগুলো এখানে লিখলাম না। তবে বিজয়নগর/হাম্পিও পেয়ে যাচ্ছেন। আলাদা করতে চাইলে কুদ্রেমুখ (মালেনাডু) থেকে ভদ্রা নদী ধরে বেলারি-হসপেট পর্যন্ত তুঙ্গভদ্রার তীর একটা অদ্ভুত সুন্দর জার্নি। (আর অফরোডিং নিয়ে এই প্ল্যানে কোনও উল্লেখ নাই। লীচ ইনফেস্টেড ওয়েস্টার্ন ঘাটের জলে-জঙ্গলে প্রিপেয়ার্ডনেস শব্দটা সবথেকে গুরুত্বপূর্ণ।) আপাতত শিমোগা-হাসান-চিকমাগালুর-ধারওয়াড়'এর রূটিং। এই রূটে পাশে পাবেন নেত্রাবতী নদীকে। এক অন্যরকম সুন্দরী নদী নেত্রাবতী।

    ম্যাপ (টেক্সট) --> http://tinyurl.com/q79bc5r

    ম্যাপ (ইমেজ) -->

    Bangalore - Belur/Halebid - Mudigere - Murudeshwar - Jog Falls - Vijaynagar/Hampi - Bangalore (approx. 1200 KM)

    Day-1
    Start at 7:00 AM from Bangalore - Destination Belur/Halebid - 225 KM
    Arrive at Belur/Halebid by 12:00 Noon
    Depart from Belur/Halebid by 4:00 PM - Destination Mudigere - 40 KM
    Night stay at Mudigere

    Day- 2
    Depart Mudigere by 7:30 AM - Destination Murudeshwar - 250 KM
    Arrive at Murudeshwar by 1:00 PM
    Depart Murudeshwar by 3:30 PM - Destination Matthuga Homestay at Talavata (near Jog Falls) - 90 KM
    Night stay at Matthuga

    Day- 3
    Depart Matthuga by 7:30 AM - Destination Jog Falls - 15 KM
    See Jog Falls - Depart - Destination Hospet - 270 KM
    Arrive at Hospet by 2:30 PM
    Check-in to Hotel - Visit sunset at Tunga Bhadra Dam
    Night stay at Hospet

    Day- 4
    Check out and Visit Vijaynagar and Hampi
    Depart Hospet by 3:00 PM - Destination Bangalore - 340 KM
    Arrive Bangalore by 10:00 PM

    লাস্ট ট্রীপ থেকে কিছু ছবিঃ














  • lcm | 118.91.116.131 | ০৫ জুলাই ২০১৫ ১৯:৪২551320
  • আহা, ছবি। বেড়ানোর ছবি।
  • Div0 | 132.172.195.210 | ০৫ জুলাই ২০১৫ ১৯:৫৬551321
  • 5209 আর 5720 - দুটো ভুল ছবি আপলোড হয়ে গেছে। ঠিকগুলো এখানে -


  • lcm | 118.91.116.131 | ০৫ জুলাই ২০১৫ ২০:০০551323
  • ডিভো, এগুলো কোথাকার ছবি একটু লেখো, নইলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন