এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৪০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.58.169 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৬551358
  • ঠিকাছে। থ্যাংকু। সামনের গরমে যাবো দেখি।

    এই যে কইলা অফলাইন হয় না?
  • I | 192.66.76.207 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৯551359
  • এখনো অবধি আক্রাম কাউকে ঠকায় নি। তবে পহা একটু বেশী নেয়। করবেটের ভেতরে বুকিং, গাড়ি সব বন্দোবস্ত করে দেবে।

    ধিকালায় থাকতে না পারলে করবেট গিয়ে লাভ নেই। ধিকালা অসাধারণ। লজের গায়ে গায়ে চিতল হরিণ, বুনো শোর ঘুরে বেড়ায়। নানারকম পাখি। ইন্ডিয়ান গ্রে হর্নবিল অবধি। অনেক নিচে রামগঙ্গা নদী। তার দুধারে পাহাড়-জঙ্গল। ফাটাফাটি। ওপাশের তালাওয়ে ঘড়িয়াল -কুমীর মাছ-মছলি ধরে ধরে খাচ্ছে। তিন চার রকমের মাছরাঙ্গা, ক্রেন -হেরন তাদের সাথ দিচ্ছে। আপনি অনেক ওপর থেকে টেলিলেন্স তাক করে দেখছেন। প্রতি সন্ধ্যায় মাটির তৈরী অডিটোরিয়ামে করবেটের জঙ্গল আর কার্পেট সাবকে নিয়ে ডকুমেন্টারি। রাত নিশুত হলে জঙ্গলের অজস্র চেনা-অচেনা আওয়াজ। সবচেয়ে বড় কথা ধিকালায় কোনো ডে ভিজিট নেই। মানে বাইরের হোটেলে থাকলে ধিকালায় ঢুকতে পারবে না। তাহলে ধিকালার ঐ অনুপম গ্রাসল্যান্ড মিস করে যাবে। ভারতের সেরেঙ্গেটি।

    দুর্দান্ত ভেজ খাবারও খাওয়ায়। তবে কিনা খুব মাছির উৎপাত। আর বাঁদরের।
  • I | 192.66.76.207 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:১১551360
  • একমাত্র আক্রামই অফলাইন। মানে ও-ও অনলাইন বুক করে, কিন্তু ওর বাবা না কাকা বুকিং ক্লার্ক/অফসর। কাজে কাজেই ;)
  • Arpan | 125.118.58.169 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:২২551361
  • আরিব্বাস। ক্ষী জায়্গা গুরু!
  • apps | 122.79.38.32 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৮551362
  • কলিস্থ একটা gmvn এর আপিস থেকে করবেট এর বুকিং হয়না? এ বাবা আমি তো আশায় আশায় ছিলুম! পরশু রাত আড়াইটে অবধি পিল্যান করেছি.
  • apps | 122.79.38.32 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪১551363
  • আর সেই রাবণ দেখার পর থেকে ভেবেছি আদিরাপল্লী যাব. নেহাত পয়সা কড়ি নাই তাই :(
  • Arpan | 125.118.58.169 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৩551364
  • কোচি থেকে খুব কাছে। আগের বার প্ল্যানিঙের অভাবে যাওয়া হয় নাই।

    সে ঘরের কাছে হোগেনাক্কালও খারাপ কিছু না। অথবা শিভানাসমুদ্রম।
  • I | 192.66.76.207 | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৯551365
  • অ্যাপস-কে,
    না হয় না।
  • d | 144.159.168.72 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৩০551366
  • name: Div0 mail: country:

    IP Address : 132.178.198.10 (*) Date:27 Jan 2016 -- 12:31 PM

    দে'দি, তোমরা কবে হাম্পি যাচ্ছ? জিজ্ঞেস করলাম কারণ এই জানুয়ারির শেষেই এবছর যা গরম দেখলাম ওখানে, আর ক'দিন পরে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা বাইরে (রোদে) জাস্ট থাকতে পারবে না।

    সানস্ক্রীন ছাতা টুপি রোদচশমা জল ইত্যাদি সব নিয়ে বার হোয়ো।

    তুমি একটা জায়গায় লিখেছ দেখলাম যে এটা কন্ডাক্টেড ট্যুর, মানে গাড়ি থাকছে। গাইড ঠিক করেছ কি? যদি না করে থাকো তাহলে এনাকে (গভঃ অ্যাপ্রুভড) কন্ট্যাক্ট করে রাখতে পারো (আগেভাগে)।

    নামঃ Hanumantha
    ফোংঃ +919448719144



    এছাড়া -

    ১) দুপুরের লাঞ্চ এখানে কোরো
    http://www.tripadvisor.in/Restaurant_Review-g319725-d1194465-Reviews-M
    ango_Tree-Hampi_Karnataka.html

    এরা আগে তুঙ্গভদ্রা নদীর ধারে ছিল, পরে সরকারি ঝামেলায় রিলোকেট করে এখন বিরূপাক্ষ মন্দিরের পিছনে গলিতে গেছে। রীতিমত ভীড় হয়। চেয়ার টেবিলে না বসে গদি আর বালিশ প্রেফার কোরো। নীচের লিঙ্কটা দেখো, সাউথ ইন্ডি, ইজরায়েলি সব পাওয়া যায় -

    http://yummraj.com/2015/04/20/mango-tree-river-side-drive-near-virupak
    sha-temple-hampi-583239-bellary-district-karnataka/

    খাওয়া হয়ে গেলে ফারদার রুইনস দেখতে যাওয়ার আগে নদীর ধারের দোকানগুলো ঘুরে দেখো। জাঙ্ক জ্যুয়েলারি থেকে আলিবাবা প্যান্ট সব মিলবে।

    এপারে মানে তুঙ্গভদ্রার উত্তরদিকে সব দেখা হয়ে গেলে পরের দিন হাতে একটু সময় নিয়ে মোনোলিথিক নন্দী'র পাশের রাস্তা বেয়ে নদীর ধারে নেমে গেলে করাক্‌ল পাবে। পঞ্চাশ টাকার মত নেয় পার করতে। তা নইলে এমনি নৌকা আছে, সরকারি, দশ টাকা টিকিস। ওপারটা কোপ্পাল জেলা (হসপেট বেলারি জেলায়)। সিঁড়ি দিয়ে উঠে একটু গেলেই এক্কেবারে অন্য জগত, হিপি টাউন। টু হুইলার ভাড়া পাওয়া যায়। একদিকে ধানের জমি আর অন্যপাশে নদী, উজিয়ে গেলে নানা অজানা জায়গা পাবে। অঞ্জনা পর্বত, দুর্গামন্দির ওই সব তো না যেতে চাইলে সোজা চলে যাও সানাপুরা লেক। একটা ছোট ড্যাম। তার একপ্রান্তে একটা খাল ধরে নেমে গেলে আরও ছোট ছোট গ্রাম এইসব। জলে কুমীর লেখা সাবধানবাণীগুলো উপেক্ষাই কোরো। কুমীর কোনওদিনই ছিল না, ওগুলো লেখা লোকজনকে জলে নামা থেকে বিরত করতে। পানীয় জলের লেক কিনা।

    ফেরার পথে ঢালু দিয়ে নেমে এসে বাঁ দিকে গৌরি রেস্টোর‍্যান্ট আর হোমস্টে। রান্নার ছেলেগুলো নেপালি। দারুন রুটি আর চিকেন বানায়। খাবার টাইম না থাকলে প্যাক করেও নিতে পারো। ছোটোছোটো মাটির ঘর, সামনে হ্যামক লাগানো। একটু নেমে গেলে একটা ধানের ক্ষেত, আর গাছে অনেক বাবুই পাখির বাসা। দূরে মহা মহা বোল্ডার সমেত ভাঙাচোরা পাহাড়গুলো।

    তারপর ফিরে আবার তুঙ্গভদ্রার ধারে। এমনিতে সাড়ে পাঁচটায় শেষ নৌকা তবে কর‍্যাক্‌ল তো থাকেই। বিরূপাক্ষ'র পাশে ঋষ্যমুখ পাহাড়। সময় যদি থাকে ওখান থেকে সূর্যাস্ত দেখতে ভুলো না।

    আপাততঃ এটুকুই। অ্যাডিশনাল কোনও ইনফো লাগলে জানিও।

    গাইডদের অ্যাট অল টাইম কৃষ্ণ মন্দিরের মোড় থেকে পাওয়া যায়।
  • একক | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৩৪551368
  • ধিকালা য় হেব্বি মোশা । মানে সে যে কী মোশা কী মোশা !! তবে বাকি যা কিছু আই কইলেন , অতীব মনোরম জায়গা। অদমস নেবেন ও ভুল করে পাউরুটি তে মাখিয়ে খাবেন্না , বাজে বোরিং খেতে :|
  • Div0 | 170.83.42.135 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৪:১০551369
  • থিঙ্কুজ দমদি!
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৪:১২551370
  • এটাকেও ছুঁয়ে অস্পৃশ্য করে দিলাম। :-))))))))))))
  • Rana | 131.241.218.141 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৮:৩৫551371
  • ফেব -এ জুলুক যাওয়ার প্ল্যান করেছি। সঙ্গে প্রায় ব্‌দ্ধ শ্বশুর মশাই (৭২) যাবেন বলে গোঁ ধরেছেন। এদিকে আজই গুগলে দেখলাম ৬ থেকে -৬ চলছে। চাপটা কি নেব, না রাস্তা বদল করে গ্যাংটক চলে যাবো?

    কোনো অভিমত?
  • সে | 198.155.168.109 | ২৯ জানুয়ারি ২০১৬ ০১:২৭551372
  • ৭২ বছর মানে প্রায় বৃদ্ধ???
    কী ভয়ঙ্কর!
    সরি রাণা, প্লীজ ডোন্ট টেক ইট পারসোনালি। খুব খারাপ লেগেছে বাক্যটা। আরেকবার সরি চাইলাম এবং মনটা খারাপ হয়ে গেল।
  • ত। | 113.2.135.162 | ২৯ জানুয়ারি ২০১৬ ০৬:১৫551373
  • #Rana বাবু প্লান টা একটু পরিবর্তন করে আর একটু দুর গেলে মন্দ হত না , বলি কি একটু চেষ্টা করে দেখুন না যদি #মেঘালই এ না জান তবে ঘুরে আসুন না মেঘালই টা থেকে ।। বেশ জাইগা গুল কিন্তু ।।
  • ত । | 113.2.135.162 | ২৯ জানুয়ারি ২০১৬ ০৬:২১551374
  • এপ্রিল এর দিকে #Tawang যাবার প্লান আছে ,
    কলকাতা - গুয়াহাটি- তেজপুর
    তেজপুর - Tawang

    আগে গেছেন এমন কেউ আছেন ? যদি কিছু টা গাইড করেন ।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:০০551375
  • আপনার শ্বশুরমশাইয়ের কি কোনও বড় ধরণের অসুখ আছে রানা? নাহলে আর সমস্যা কী? বেসিক সাবধানতা ও প্রস্তুতি নিয়ে জুলুক চলে যান।
    গ্যাংটকে থেকে কী করবেন? ওটা হল্ট করে এদিক ওদিক যাবার জন্য ভাল জায়গা।
  • Blank | 24.99.88.51 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:০৭551376
  • জুলুক ফেবে যাওয়ার আগে খোজ নিন রাস্তা খোলা থ্হকবে কিনা। ছাঙ্গু দিয়ে গ্যাংটকে নামার রাস্তা বন্ধ থাকার চান্স খুব বেশী।
  • Blank | 24.99.88.51 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:০৮551377
  • আর জুলুকে থাকার জায়গা একদম বেসিক, সেটা মনে রাখবেন। কাঠের দেওয়ালের ফাঁক থেকে ঠান্ডা হাওয়া দেবে।
  • Manish | 127.200.85.127 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:১৯551379
  • সোম্বারি চোলে যান, রডড্রেনডনের থরে থরে ফুটে আছে। আর ভাগ্য ভালো থাকলে Red Panda ও দেখ্তে পাবেন।আমার ভায়রা feb এর ৮ তারিখ যাচ্ছে।
  • | 213.99.211.81 | ২৯ জানুয়ারি ২০১৬ ১১:১৮551380
  • এর পরে আমি যাবো হায়দ্রাবাদ। মার্চের কোন এক সময়ে।
  • Rana | 131.241.218.141 | ২৯ জানুয়ারি ২০১৬ ১৭:৪৪551381
  • @সে, আরে না না, মনের দিক থেকে তো উনি আমার ছেলের বড়দা। তবে বাহাত্তরে বয়ঃজনিত কারনেই কিছুটা চিন্তা আর কি। তাও নিজের বাবা হলে এতো চিন্তা ছিল না, বৌয়ের বাবা কিনা।
  • Ekak | 53.224.129.52 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৬551382
  • তোলা থাকলো ।
  • Ekak | 53.224.129.52 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৭551383
  • পেজ নং ২২ ।
  • Bratin | 11.39.36.60 | ১৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৪551384
  • ডুয়ার্স ২৯ সে সেপ্ট থেকে ৩ রা অক্টো
  • Kaju | 122312.242.016712.210 | ২০ নভেম্বর ২০১৮ ১৩:৪০551385
  • ট্রেন জার্নির সময়টা বাদ দিয়ে ৭ দিনের এফেকটিভ ডে-তে রাঁচী-নেতারহাট-হাজারিবাগ-গিরিডি ঘোরার একটা ছোট্ট গাইডেন্স হবে? মানে কোনটায় কদিন রেখে সব মোটামুটি কভার করে আসা যায়? গিরিডি তেমন কিছু আছে কি, নইলে বাদ দিতে পারি ওটা।
  • b | 562312.20.2389.164 | ২০ নভেম্বর ২০১৮ ১৫:১৩551386
  • তিলুবাবুর বাড়ি। আর উশ্রী নদীর ঝর্ণা।
  • Kaju | 122312.242.016712.210 | ২০ নভেম্বর ২০১৮ ১৬:১১551387
  • প্ল্যানটা একটু ছোট করে পাওয়া যাবে কি?
  • Kaju | 122312.242.016712.210 | ২১ নভেম্বর ২০১৮ ১৬:১৬551388
  • সামান্য ঘরের ধারে ঝাড়খন্ডের ব্যাপারে জানকারি চাইলাম, তাতেই কোনো রেসপন্স নেই? অবশ্য আপনারা সব বড় বড় জায়গায় যান, এসব ছোটখাটো ব্যাপার আর জানবেন কী করে? ঠিকই।
  • অনুসন্ধান নেতারহাট | 232312.167.121223.225 | ২১ নভেম্বর ২০১৮ ১৭:০৯551390
  • name: Ekak mail: country:

    IP Address : 53.224.129.46 (*) Date:21 Sep 2016 -- 11:09 PM

    ওহ এতো সোজা রুট । সিধে রাঁচি গিয়ে থামো । জলপ্রপাত দেখো । চাট্টি খাওয়াদাওয়া করে আবার গাড়ি চালিয়ে সন্ধে বেলা বেতলা , বেতলাতে আগে থেকে বুকিং করতে হবে । পরদিন ভোরে বেতলার জঙ্গল দেখা । দুপুরবেলা কোয়েল -ঔরঙ্গার সঙ্গম ঘুরে এস । । বিকেলে আবার একটা সাফারি ট্রিপ নাও । রাতটা বেতলাতে কাটিয়ে পরদিন ভোরবেলা বেরিয়ে নেতারহাট যেতে পারো । সেক্ষেত্রে সেদিনটা নেতারহাটে থেকে সূর্যাস্ত দেখে পরেরদিন সকালে ফের ব্যাক । এবার রাঁচি তে নাইট স্টে । আমি প্রথমবার গাড়িতে গেসলুম বাবার সঙ্গে । তারপর সর্বদা ট্রেনে গেছি । গাড়িতে গেলে অবসসই নাক চাপা দেওয়ার মুখোশ -বাচ্চাদের জন্যে ফুসফুস যন্ত্র এসব রেখো । লাল ধুলো বড় বেয়াদপ জিনিস ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন