এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়াঃ আইনের চোখে অপরাধ কিনা?

    Spark
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ১৮০০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০১:৩৮557591
  • ভারতীয় আইনটা বাজে। ঐ আইনে স্রেফ অন্যের বউয়ের সাথে শোয়ার জন্যই পিঙ্কি প্রামাণিকের কেসটায় পিঙ্কি অপরাধী। সেক্ষে কনসেন্ট থাকলেও।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০১:৪০557592
  • আকা, এক্স্যাকটলি। এবং জমিদারের বউ দুর্বল হবার জন্যে দেখেও না দেখার, শুনেও না শোনার অভিনয় করে যাবে। তবে এরজন্যে জমিদার হবার দরকার হয়না। প্রশ্নটা তাই ইকুয়াল ফুটিংএ খেলার। কয়েকটা ইন্স্ট্যান্সঃ

    ১) দুজনেই বিয়ের বাইরে সম্পর্কতে বিশ্বাস করেন, এবং দুজনেই যে করেন তা দুজনেই জানেন। - এরা বলে কয়ে করাতে বিশ্বাস করেন না, কারণ প্রতিটি সম্পর্কের আলাদা জায়গা ইত্যাদি ইত্যাদি।

    ২) ১- কিন্তু বলে কয়ে।

    ৩) এই রকম সম্পর্কের কথা অপরজন ভাবেন না, অন্যজনও ভাবেন না বলে ধারণা, এবং অন্যজন না জানিয়েই যা করার করেন - এই তৃতীয় ক্ষেত্রে হিপোক্রেসি ইত্যাদি বলতে আটকাবে কেন জানিনা।

    আমি বিয়ে নামক প্রতিষ্ঠানেই বিশ্বাস রাখিনা, এবং প্রথম দুই ক্ষেত্রে, তাহলে বিয়ে কেন এই প্রশ্ন ওঠে। উত্তর হিসেবে পিনাকী যা যা বলল, অর্থাৎ সিকিউরিটি, সামাজিক গ্রহণযোগ্যতা ইত্যাদি নিয়ে আসতে হয়।
  • Blank | 69.93.247.191 | ০৫ জুলাই ২০১২ ০১:৪২557594
  • আকাদা মনে হয় বলতে চেয়েছে ঐ পার্টিতে ঝারি মারাটাই হলো পরকীয়ার ইচ্ছা। যেটা খুব কমন। কিছু লোক সেটা থেকে এক স্টেপ এগিয়ে পরকীয়াটা করে ফেলে। তো সেটার জন্য চাপ কিছু নাই।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০১:৪২557593
  • আরেকটা প্রশ, যারা পলিগ্যামিতে বিশ্বাস করেন (বিশ্বাস করুন, আমিও করি), তারা বহুবিবাহতে বিশ্বাস করেন কি?
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০১:৪৬557595
  • না না আমি পলিগামিতে বিশ্বাসি হলেও বহুবিবাহতে না। ঐ যে ফাইনান্সিয়াল কমিটমেন্ট আছে কইলাম না, সেইজন্য।

    মনে পরে গেল কাব্লিদাকে উত্তর দেওয়া হয় নি। কাব্লিদা, আম্রিগার এই আইনগুলো এত বেশি স্টেট টু স্টেট ভ্যারি করে ঠিক জানি না। তবে মনে হয় যেখানে এই আইন আছে সেখানে বিয়ের আগের সম্পত্তিও মনে হয় ভাগ হয়। আমি সব কিছুর মতন এটাও ভাসা ভাসা জানি। ঃ)
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০১:৪৭557597
  • বিয়ে জিনিসটা আরোপিত তো। মেইনলি প্রিয় ও অপ্রিয় লোকজন কি বলবে বা বলবেনা এইসব ভেবে বিয়ে করতে হয় মানুষকে। এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মত জোর করে টাকা তোলাটা কঠিন করে দেওয়া, যাতে হটচট খরচ না হয়ে যায়।
    নইলে ভালোই হতো, যখন যে যাকে পছন্দ করে তার সাথে থাকতো। পেইনলেস।
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০১:৪৭557596
  • তবে আইন টাইন বদলে কৌলিন্য প্রথাটা একবার এনে ফেলতে পারেন তাহলেই কেল্লা ফতে। এক বউয়ের বাড়ি থেকে অন্য বউয়ের বাড়ি, রোজ জামাই আদর, আরও কত কি।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০১:৪৮557599
  • তাহলে পরকীয়াতে একজন ফাইনান্সিয়াল কমিটমেন্টের সিকিউরিটি পাবেন (বিবাহিত যিনি), অন্যজন পাবেন না - এই তো? এর উত্তর পেলে পরের প্রশ্ন।

    আমার ইন্টার্নেট মাঝে মাঝেই চলে যাচ্ছে, তাই ছোট ছোট পোস্টই গতি।
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০১:৪৮557598
  • এখানে বিয়ে মানে রাষ্ট্রস্বীকৃত বিয়ের কথা বললাম। মানে কাগুজে বে।
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০১:৪৯557601
  • আবার বলছি মাথায় রাখুন বিয়ের সাথে ফাইনান্স জড়িত। দুজনেরই কমিটমেন্ট, দুজনেই কিছু না কিছু ইনভেস্ট করে বিয়েতে। এছাড়াও ইন্সিওরেন্স, হেলথ কেয়ার ইত্যাদিও রয়েছে। বিয়ে জরুরী।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০১:৫০557602
  • অক্ষ, তৃতীয় ক্যাটাগরি-টাকে ঠকানো, ভণ্ডামি এসব তো বলাই যাবে। তবে এর মধ্যেও আরও শেড থাকতে পারে - বলতে চায় অথচ বলে উঠতে পারছে না, লজ্জা, সংকোচ ইঃ, সেক্ষেত্রে ভণ্ড না বলে জাস্ট দুর্বল বলতে হবে, এই আর কি।
    ব্ল্যাংক, রাইট ইউ আর। পরকীয়ার ইচ্ছে আর পরকীয়ার মধ্যে মানসিকতার/চাহিদার দিক থেকে তফাত কিছু নাই।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০১:৫৫557603
  • সিরিয়াস পরকীয়াটা অনেকক্ষেত্রেই সুখের চেয়ে যন্ত্রণা আনে বেশী - অনেক সমস্যা, কষ্ট; শিবু যেটা বলতে চাইছিল মনে হয়। সিরিয়াস পরকীয়াকারিদের জন্য আমিও দোয়াই করব, ফালতু জাজমেন্ট পাস না করে।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০২:০৫557604
  • বিয়ে জরুরী ফাইনান্স, ইন্সিওরেন্স, হেলথ কেয়ার - এইসবের জন্যে ঃ-)
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০২:১৬557605
  • বিয়ে কি তাইলে একটি রিওয়ার্ড ক্রেডিট কার্ডের মত ? ;-)
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০২:১৮557606
  • এটা একমাত্র কারণ নয় অন্যতম তো বটেই। গে, লেসবিয়ানরা যে আইনত বিয়ে চাইছে তার অন্যতম প্রধাণ কারণ এটাই।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০২:৩৬557607
  • গে লেসবিয়ানরা বিয়ে চান মূলত তাদের সম্পর্কের স্বীকৃতির জন্য। অন্যগুলো সেকেন্ডারি। এবং অন্যগুলো মেটেরিয়ালিস্টিক বা প্র্যাক্টিকাল ইম্প্লিকেশনের সাথে সাথে ঐ স্বীকৃতির সাথেও যুক্ত।

    অরণ্য। পরকীয়াতে অন্তত তিনজন জড়িত। স্বামী-স্ত্রী এবং তৃতীয় জন। বেশির ভাগ পুরুষেরই কেন জানিনা পরকীয়ারত পুরুষটিকে খুব অসহায় লাগে, তারা তৃতীয়জনের কথা ভুলেই যান। তৃতীয়জন মহিলা হলে তাকে এইসব যন্ত্রণা ইত্যাদি ছাড়াও প্রায় পাব্লিক লিঞ্চিং জাতীয় জিনিসের মোকাবিলা করতে হয়। যাইহোক। যিনি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি নিজেও বোধহয় নিজেকে হিপোক্রিট ভাবেন, যেমন আমরা সবাই জীবনের বিবিধ সময়, বিভিন্ন কারণে নিজেদের ভেবে এসেছি। এখানে যন্ত্রণাটা ঐ দুর্বলতা, হিপোক্রিসি ইত্যাদির সাথে লড়াইর সাথে কিছুট হলেও যুক্ত। এবং সেখানে জীবনের অনিশ্চয়তা, মানুষের মনের বিচিত্র গতি এইসব স্মরণ করে আমরা গভীর দীর্ঘশ্বাস ছাড়তেই পারি। কিন্তু যেখানে ঐ পিনাকী যা বলেছে, বিভিন্ন তত্ত্বের আড়ালে এটাকে পেশ করা হয়, সেখানে খুব একটা মর্মবেদনা জাগেনা, এই আর কি।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০২:৩৮557608
  • 'যে কোনো সম্পর্কে একটা পাওয়ার প্লে থাকে' - এটাও একটা জেনারালাইজেশন মনে হচ্ছে। বহু সম্পর্কে ই থাকে বটে, আবার কোন কোন সম্পর্ক নিছক ভালবাসার ভিত্তিতে তৈরী, পাওয়ার প্লে-র কোন ব্যাপার নেই, এমন তো হতেই পারে।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০২:৪৬557609
  • অক্ষ, 'বেশির ভাগ পুরুষেরই কেন জানিনা পরকীয়ারত পুরুষটিকে খুব অসহায় লাগে' - এটা তো কোন স্টাডির ভিত্তিতে বলছ না, জাস্ট তোমার পারসেপশন, তাই তো ?
    এই জন্য বলছি যে বিসমকামী পরকীয়াতে তো একই সংখ্যায় ছেলে আর মেয়ে জড়িত। শুধু ছেলেদের কথা উঠছে কেন?

    মর্মবেদনা প্রকাশ-ট্রকাশ করতে হবে না, আমি শুধু জীবনের অন্য সব ব্যাপারের মত , 'ওঃ পরকীয়া করে, কি খারাপ' এই মনোভাব না নিয়ে কেস বাই কেস দেখতে বলছি।

    জেনারালাইজ না করে এই কেস বাই কেস দেখার ব্যাপারটায় আশা করি তুমিও একমত হবে।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০২:৪৮557610
  • আমার না এই ভালোবাসা শব্দটা শুনলেই কেমন ফিক করে হাসি পেয়ে যায়। রাগ করবেন না মাইরি।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০২:৫১557612
  • পরকীয়া করে, কি খারাপ আমি বলিনি কোথাও - এটা কি আপনার পার্সেপশন? ঃ-) আমি তো সমস্ত পরকীয়াকে এক গোত্রে আনিও নি। এমনকি সব পরকীয়াকে হিপোক্রেসিও বলিনি। কিছু ক্ষেত্রে কেন হিপোক্রেসি তা বলেছি। তাও "কি খারাপ!" বলিনি।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০২:৫২557613
  • নাঃ, ভালবাসার কথায় হাসি পেলে রাগ করব কেন, সেতো আমারও মাঝে সাঝে পায়।
    এমন কি চাদ্দিকে ব্যাঙের ছাতার মত গ্রস জেনারালাইজেশনেও রাগ হয় না তো, জাস্ট খারাপ লাগে, দ্যাটস অল।
  • a x | 109.50.247.35 | ০৫ জুলাই ২০১২ ০৩:০৫557614
  • পরকীয়া করে, কী খারাপ আমি বলিনি কোথাও - এটা কি আপনার পার্সেপশন? ঃ-) আমি তো সমস্ত পরকীয়াকে এক গোত্রে আনিও নি। এমনকি সব পরকীয়াকে হিপোক্রেসিও বলিনি। কিছু ক্ষেত্রে কেন হিপোক্রেসি তা বলেছি। তাও "কী খারাপ!" বলিনি।

    আর স্টাডির কথায় - বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন সমাজ জানতে পারে, তখন সেই সম্পর্কে জড়িত এরকম একটি মেয়ে ভার্সাস একটি ছেলেকে দেখার তফাৎ কিভাবে আছে তা যথেষ্টই নথিভুক্ত। আইনের দিকে তাকান, মূলস্রোতের বাইরে যে নথি থাকে - সাহিত্য, মেমোয়ার্স সেদিকে তাকান, উত্তর রয়েছে।
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০৩:০৭557615
  • অক্ষর ভালোবাসায় হাসি পায় কেন?
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০৩:৫০557616
  • পরকীয়ার কারণে মানুষে অনেক দুঃখ, কষ্ট পায় - সেই রকম কষ্ট পাওয়া মানুষের মধ্যে স্ট্যাটিসাটিকালি ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি - এইটা যদি অক্ষ বলতে চায়, সেটা সত্যি হওয়াই সম্ভব, তা নিয়ে কোন তক্কো নেই।
    পিতৃতান্ত্রিক সমাজে জীবনের বিভিন্ন ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েদের ঝাড় অনেক বেশি। তবে সমাজ ধীরে হলেও বদলাচ্ছে, এটাই আশার কথা।
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০৩:৫৫557617
  • ভালোবাsIর কথা হাসছে। অক্ষ'র হেবি সাহস।
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০৩:৫৯557618
  • মর্মবেদনা যদি আনলিমিটেড না হয়, তাহলে পরকীয়ার কারণে যে না জেনে একজন প্রেমহীন মানুষের সাথে থাকছে, এবং মনে মনে ভাবছে সেই মানুষটি তাকে ভালোবাসে- তার প্রতিই আমার মর্মবেদনা থাকবে।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০৪:১০557619
  • টিম-কে ক। শুধু পরকীয়া রত দুজন, তাদের স্পাউসেরা এই সবাইকে ইন্টার্ভিউ করে, দরকারে ট্রুথ সিরাম খাইয়ে জানতে হবে কি কি জানে বা জানে না, কে কার প্রতি প্রেমহীন না কি কার ও x-এর প্রতি পাঁচ আউন্স প্রেম আর y-এর প্রতি দু আউন্স প্রেম - জীবন কি কঠিন রে ভাই। তার চেয়ে সব সময়েই দুয়ে দুয়ে চার এই সরল অংকে বিশ্বাস করে জাজমেন্ট পাস করে যাওয়াই বেটার।
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০৪:৪৯557620
  • যাব্বাবা, হয় মর্মবেদনা নয় জাজমেন্ট। এতো সেই আমরা-ওরা হয়ে গেল!
  • একক | 24.99.36.129 | ০৫ জুলাই ২০১২ ০৭:১৬557621
  • কিম্বা "সায়েন্স সব কিছু ব্যাখ্যা কত্তে পারেনি" সুতরাং ভগবান আছে !
  • dukhe | 212.54.74.119 | ০৫ জুলাই ২০১২ ০৯:৫১557623
  • ভালোবাসা একটা গুণ । কোয়ালিটি । যেমন দয়া । শ্রদ্ধা । ঘৃণা । একজনের জন্যেই হতে হবে এমন কোন মাথার দিব্বি নাই ।
    লোকে পরকীয়া নিয়ে হাসাহাসি করবে, ভিক্টোরিয়ার যুগলকে আওয়াজ দেবে, বৌ-মুগ্ধ লোককে স্ত্রৈণ বলবে - এসবের সঙ্গে এথিকসের সম্পর্ক খুঁজে লাভ নেই ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন