এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়াঃ আইনের চোখে অপরাধ কিনা?

    Spark
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ১৮০১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 178.26.215.13 | ০৩ জুলাই ২০১২ ০১:৫৪557743
  • আমার একটা অ্যারেঞ্জড পরকীয়া চাই।
  • Spark | 161.141.84.122 | ০৩ জুলাই ২০১২ ০১:৫৯557744
  • না একক, আপনি ই ভালো করে ভেবে দেখুন। পরকীয়া চুরি, একটা স্বীকৃত সম্পর্ক থেকে একজন আরেকজনকে লুকিয়ে আরেক ব্যক্তির সঙ্গে ইনভল্ভড হচ্ছেন সেই আরেক ব্যক্তির স্বীকৃত সঙ্গী/নি কে লুকিয়ে। এটা পরিষ্কার অসততা ও চুরি।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০২:০৫557745
  • আরে মশাই
    কী চুরি ? চুরি তো একটা অবজেক্টিভ ব্যাপার . কী চুরি হচ্ছে পরকীয়া কল্লে ? সেইটে আগে বলুন. সেই একনাগাড়ে জলের দাগ কাটছেন : পরকীয়া জালিয়াতি, পরকিয়া হলো চুরি .
    পসট করে লিখুন না . "ইনভলভমেন্ট" একটা ফন্গবেনে কতা. মৌখিক হলেও চুক্তি টা কী আর কী চুরি সেই প্রশ্ন প্রথম থেকে কচ্ছি . আচ্ছা কেলো তো !
  • aka | 178.26.215.13 | ০৩ জুলাই ২০১২ ০২:০৮557746
  • এক মিনিট এক মিনিট, চুরি মানে আইন? না চুরি মানে এথিকস?
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুলাই ২০১২ ০২:০৯557747
  • এই শিবু মাল কি কানা চোদা নাকি? উঠবে কি, উঠে গ্যা-এ--ছে, বস, কন্টি তোমার নাকের ডগায় ধন ঘষে যাচ্ছ্হি, আর বলে কিনা? বালটু, আরামে চোখ বুজে পুচুর্পুচুর করলে চলবে , একটু চোখের গর্ত টাও খোলো। তবে সম্পাদক রেড সিগ্নাল দিয়ে দিয়েছেন, আমারো বিস্তর কাজ, একটু অন্য কাউকে দিয়ে আজ লাগিয়ে নাও নাহয়, কেমন? একটা দিন তো।
  • Sibu | 84.125.59.177 | ০৩ জুলাই ২০১২ ০২:১০557748
  • আমার নাকের ডগা না রে, ওটা তোর মায়ের ইয়ে।
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুলাই ২০১২ ০২:১৩557749
  • একক, বিয়ে তে অলইখিত চুক্তি থাকে অন্য কাউকে না লাগানোর। সেটা বোকা বোকা হতে পারে, কিন্ত বিয়ের চার বচর পরে দেখা যায়, যে এক পক্ষ বোকা থেকএ চালাক হয়ে ঊঠেছেন, কিন্তু এক পক্ষ না, তখন দ্বিতীয় পক্ষ অকে আঘাত দেয়া হয়। তার সেল্ফ- এস্টিম চুরমার হয়ে যায়।
  • aka | 178.26.215.13 | ০৩ জুলাই ২০১২ ০২:২০557750
  • শিবুদা এবং রিদ্ধি, ভালো লাগছে না। পসন্দ আপনা আপনা, সো ইউ মে ক্যারি অন।
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুলাই ২০১২ ০২:২৩557751
  • ইয়ে আবার কি , দম থাকল্লে সরাসরি বল , আমার মায়ের গর্ভস্রাবের প্রোটোন। ভাব্ছিস নাক ঘশে ওটার সেন্ত গায়ে মেখে আমকে ইম্প্রেস কর্বি, সুভাশ ঘাই এর সিনেমায় যেমন ঐশর্য অক্ষয় খান্ন্নর খাওয়া হয় কোকা কোলা মুখে পুরে ভাবে হেবি প্রেমে করে ফেলল।

    সালা কি সাব-সার্ভিয়েন্ট ফেতিশ রে ভাই, আমি তো আচিই, আমাকে ডাইরেক্ট এপ্রোচ মার।
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুলাই ২০১২ ০২:২৭557753
  • শিবুদা, অন্য একটা টইয়ে হোক। এখানে ওনলি পরকীয়া।
  • Sibu | 84.125.59.177 | ০৩ জুলাই ২০১২ ০২:৩১557754
  • সরি রিদ্ধি, অন্য টইতে না হোক। তুমি মাঝে মাঝেই সীমা ছাড়িয়ে অসভ্যতা কর। ভদ্রলোক চোখ বুজে সহ্য করে যায়। আজকে ধৈর্য্য রাখতে পারি নি। তার জন্য ক্ষমাপ্রার্থী। তোমার কাছে না, তোমার মায়ের কাছে। তুমি কুসন্তান বলে তাকে এর মধ্যে আনা আমার উচিৎ হয় নি। আর গুরুর অন্য যাদের রুচিকে আঘাত করেছি, তাদের কাছেও।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০২:৩৮557755
  • @ঋদ্ধি
    সমস্ত "অলিখিত" চুক্তি র যা পরিণতি হবার তাই হবে . স্পার্ক এই টই টা শুরু করেছিলেন পরকিয়া "বে আইনি" করা উচিত কিনা / আইন মেনে শাস্তি দেওয়া উচিত কিনা এই জায়গা থেকে . অলরেডি নিজেই পিছিয়ে গেছেন ওনার বেসিক ডাইলেক্টিক থেকে ( ব্যবসা র সঙ্গে তুলনা ভুল এটা স্বীকার করে নিয়ে ).

    এবার তোমার পয়েন্ট . চুক্তি : টা লিখিত হোক বা মৌখিক সর্বর্ত্র একটা জিনিষ সমান তা হলো "আন্ডার আন চেন্জড সার্কামস্ত্যান্সেস" .পরিস্থিতি পাল্টেছে ,যার নিজেকে বদলাবার ক্ষমতা বেশি সে বেটার এভিনিউ খুঁজে নিয়েছে . আরেকজন পারেনি বলে সে থেমে থাকবে কেন ? এই পৃথিবী তা গান্ডু দের জন্যে নয় . যার যেখানে যেমন ক্ষমতা সে পথ করে নেবে . সেইজন্ন্যে তাকে খেস্তানো তা একেবারেই অসুয়াজাত .

    সবচে বড় ব্যাপার . "শাস্তি" কী ? আইন বলো বা সমাজ প্রথমে এসেছে জরিমানা . অর্থাত যা ক্ষতি তা যাতে কম্পেনসেট করা যায় . জরিমানা না পাওয়া গেলে তখন শাস্তি .শাস্তির আরেকটা উদ্দেশ্য হলো দৃষ্টান্ত স্থাপন কারন সেখানে কম্পেনসেট করা সম্ভব নয় ( যেমন খুনের শাস্তি জেল বা ফাঁসি )

    পরকীয়া যে করেছে সে কী কম্পেনসেট কর্বে শুনি ? অমুকের সংয়ে ছাপ্পান্নবার শুয়েছ . আমার সঙগেও সাতান্নবার শোও . এরকম ??
    নাকি জোড় করে তাকে ধরে রাখা ? দুক্ষেত্রেই তুমি নিজেকে লুসার প্রতিপন্ন করছ. কেও কাওকে ছেড়ে গেলে পড়ে থাকা মানুষ টি লুসার হয়না. হয় তখন যখন টানাতানি তা শুরু করে . যা অনেকদিন আগে থেকেই আমার নয় তাই নিয়ে কামরাকামড়ি . এরকম লোকের মাথায় হাথ-ফাথ বোলানো যেতে পারে . তার বেশি কিচু নয়.

    সেলফ এস্টীম অনেক কিছুতেই ভেঙ্গে চুরমার হয়. আমি ভাবি আমি ব্যাপক আঁক কোষতে পারি. একটা কোনো জাঁকচার নিয়ে ২ ঘন্টা লড়ে গিয়ে বুঝলুম আমাকে দিয়ে হবেনা. আমি গাধা . আমি ভোঁদড় ! আমি অঙ্ক জানিনা . ভেউ ভেউ . :( :(
    সেলফ এস্টীম ফুসস হয়ে বেড়িয়ে গ্যালো .

    তো কী ? আমাকে বার খাওয়াতে অঙ্কশাস্ত্র বদলে ফেলতে হবা ? :D
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুলাই ২০১২ ০২:৪৫557756
  • শিবুদা, যাববাওয়া, আমার ১১ঃ১৪ এর পোস্তে কাকে এটাক ছিল? যারা জেনে বুঝে বৌকে ঠকায়-এই টাইপ লোঅক্দের । এতে গুরুর কাকে আক্রমণ করলাম? আর আপনাকে তো নয়ই। আপনি প্রথম খিস্তি করলেন।
    আমার মা গুরু পরেন না। আর আপনার ক্ষমা ওনার কছে আমি পৌছেও দেব না । আপনি আমার মাকে টেনে আনেননি। মানে, আপনার ক্ষমাপ্রার্থী হবার কোন দরকার নেই।
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ০২:৫৩557757
  • স্পার্ক একটুও পিছায় নি একক, সে প্রথম থেকেই জানতে চাইছে পরকীয়া আইনের চোখে অপরাধ কিনা, সেই নিয়ে বিভিন্ন লোকের মনোভাব ও মতামত। তার নিজের মতামত তার নিজের, তাতে কী এসে যায় অন্যদের?
    এখন পর্যত এমন কোনো শক্ত যুক্তি স্পার্ক পেলো না যার দ্বারা পরকীয়াকে অপরাধ থেকে খারিজ করা যায়, কিছু কিছু লোক রোমান্টিসিজম করলেন কিছু লোক বল্লেন প্রেম হয়ে গেলে কী করবে, কেউ বল্লেন চুক্তিভঙ্গ হলে জরিমানা দেবে, কিন্তু কোনো শক্ত যুক্তি দিয়ে কেউ এখন পর্যন্ত বলতে পারেন্নি পরকীয়া নিরপরাধ ব্যাপার।
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ০৩:০১557759
  • আর প্রেমে হয়ে গেলে কী করবে এই যুক্তি দিতে একজন এমন গপ্পো কইলেন যে প্রায় পড়ে যাবার দশা হলো আমার। ঃ-)
    কইলেন ছেলেটা নাকি মেয়েটার হাত চেপে ধরে বলেছে "বল হ্যাঁ, নইলে নর্দমায় ফেলে দেবো", মেয়েটা হ্যাঁ কইলো আর নাকি প্রেম হয়ে গেলো। ঃ-)
    এ তো সেই পুলিশেরা ধরে ধরে বিয়ে দিয়ে দিতো, সেরকম ব্যাপার। ঃ-)
  • | 60.82.180.165 | ০৩ জুলাই ২০১২ ০৩:০১557758
  • আর জানার ইচ্ছে রইলো, পরকীয়া মানে কি বউ/বর /পার্টনার ভিন্ন অন্যলোকের সঙ্গে শোয়া? এখানে খালি বারবার ঘুরেফিরে শোয়ার কথা আসাতে মনে হচ্ছে শুয়ে পড়াতেই পরকীয়ার মূল লুকিয়ে আছে।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০৩:০৭557760
  • আবার বেস এ গোলমাল . জুডিশিয়ারি তে যে অপরাধ বলে দাবি করে তাকেই প্রমান করতে হয় কেন অপরাধ .

    হুট করে বলবেন ছবি আঁকা একটি অপরাধ আর আমি উল্টোটা প্রমান করতে ছুটবো নাকি ?

    আপনি এখনো অবধি বিয়ে তে নন ট্যানজিবল এসেট কী , এসেনশিয়াল কোন কোন সার্ভিস এর চুক্তি হয় ( মৌখিক হলেও চলবে ) এটাই তো সাবস্ত্যান্শিয়েত কল্লেন না . তার আবার প্রতারণা. কোনো রোমান্তিসিস্ম এর ধার আমি ধরছি না. পাতি কথা .

    ১) প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এর যৌন জীবন যাপন এর অধিকার আছে .এটা মানেন ( হ্যা /না )
    ২) বিয়ে করলে পরস্পর পরস্পরের যৌন আকাঙ্খা পূরণ করার দায়িত্ব থাকে এরকম মনে করেন ( হ্যা / না )
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০৩:০৯557761

  • পরকিয়া মানে মোটেই শুধু শোয়া নয় কিন্তু মুশকিল হচ্ছে বিরোধীপক্ষ ওই দিকেই পাখির চোখ রেখেছেন . কাজেই আমি আপাতত ওই লাইন তা কিলিয়ার করে অন্যদিক ধরবো ঠিক করেছি .
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ০৩:১৫557762
  • একক,
    ১। হ্যাঁ আছে তবে সমস্তরকম কন্সিকোয়েন্সেস মেনে নিয়ে।
    ২। হ্যাঁ দায়িত্ব থাকে, তবে সেই দায়িত্ব আরো বহু গুরুদায়িত্বের সঙ্গে ওতোপ্রোত জড়ানো। আলাদা করা যায় না।

    এই উত্তর কেবলমাত্র আমার, অন্যদের উত্তর শোনার অপেক্ষায় রইলাম।
  • | 60.82.180.165 | ০৩ জুলাই ২০১২ ০৩:১৭557764
  • ধরুন, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রইলাম।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০৩:২৮557765
  • আমার প্রশ্ন ছিল :

    ১) প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এর যৌন জীবন যাপন এর অধিকার আছে .এটা মানেন ( হ্যা /না )
    ২) বিয়ে করলে পরস্পর পরস্পরের যৌন আকাঙ্খা পূরণ করার দায়িত্ব থাকে এরকম মনে করেন ( হ্যা / না )

    আপনার উত্তর :

    Name: Spark

    IP Address : 161.141.84.239 (*) Date:03 Jul 2012 -- 03:15 AM

    একক,
    ১। হ্যাঁ আছে তবে সমস্তরকম কন্সিকোয়েন্সেস মেনে নিয়ে।
    ২। হ্যাঁ দায়িত্ব থাকে, তবে সেই দায়িত্ব আরো বহু গুরুদায়িত্বের সঙ্গে ওতোপ্রোত জড়ানো। আলাদা করা যায় না।

    ....... অর্থাত ২ নম্বর. টায় ঘাটতি থাকলে ১ নম্বর এর কারনে মানুষ বৈবাহিক সম্পর্কের বাইরে যৌনতা করতে পারে. আপনি নিজেই প্রমান করলেন.

    আমার আর আলাদা করে কিছু প্রমান করার নেই :)
  • riddhi | 109.18.230.41 | ০৩ জুলাই ২০১২ ০৩:৪৩557766
  • একক, চুক্তি টার মধ্যেই আছে/থাকে
    'বদলে দুনিয়া সারি, তুম না বদলনা'
    ( 'কোন হিন্দী ছবির গানে নায়িকা একবারো কস্টিউম পালটাই না' ক্যও-এর উত্তর)

    আপনি যদি বলেন যার ক্ষমতা সে বুঝে নিক, তাহলে অনেক রাজনৈতিক দর্শন , 'প্রতিশ্রুতি 'এগুলো বাল হয়ে যায়। এই যে টই য়ের পর টই জুড়ে এত রাজনৈতিক খিস্তিখাস্তা, এ বেইমান , ও দালাল, এরা কি সবাই আইনত অপরাধী , তা তো ন্য, পাতি সুবিধেবাদী জনতা।
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ০৩:৫২557767
  • একক, একেবারেই ভুল সিদ্ধান্ত টানলেন, কারণ ১ ও ২ নম্বর উত্তরের কিছু অংশ পাতি ইগনোর করলেন।
    ঃ-)
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ০৩:৫৭557768
  • প্রথম উত্তরে ছিলো কন্সিকোয়েন্সেস এর কথা। অর্থাৎ কিনা করতে সে পারে, কিন্তু ক্ষেত্রবিশেষে দোষী হবার দায়্ভাগ ঘাড়ে নিয়ে।
    আর দ্বিতীয় উত্তরে ছিলো আরো বহু অবিভাজ্য দায়িত্বের কথা, অর্থাৎ কিনা একটা মিটলো না সেই অজুহাত দেখিয়ে অন্যান্য দায়িত্ব অস্বীকার করাও অনৈতিক। আর সেই অজুহাত দেখিয়ে পরকীয়া করাও নির্দোষ প্রতিপন্ন হবে না।
    সুতরাং হে হে হে, আপনার আগের প্রমাণ ভুল।
    ঃ-)
  • a x | 109.188.87.41 | ০৩ জুলাই ২০১২ ০৫:৪৭557769
  • এ মাইরি লোকে তো নিজেকে লিবেরাল প্রমাণ করতে গিয়ে অন্যের বেডরুমে উঁকি মারছে! কার বিবাহিত জীবন কেমন সেদিকে না গিয়ে, কটা পোস্ট উপরে উঠলেই দেখা যেত কেউ কেউ বলেছেন কেউ সখ করে পরকীয়া করেনা। তার উত্তরে আমার পোস্ট ছিল। সখ করে করা ভার্সাস গলায় গামছা বেঁধে করানো এর কোনোটাতেই আমার কিছু, এমন বক্তব্য রাখিনি। আর কোনো দুটি মানুষ যদি মনে করেন একে অপরের কাছে তাঁদের যৌনাঙ্গ বাঁধা দিয়েছেন, এবং তাতেই তাদের আনন্দ ও প্রাপ্তি, তাতেও কারো কিছু বক্তব্য থাকতে পারে বলে মনে করিনা।
  • Spark | 161.141.84.239 | ০৩ জুলাই ২০১২ ০৬:৫০557770
  • অক্ষ, গলায় গামছা দিয়ে পরকীয়া করানো? হি হি হি।
    হো হো হো ওরে বাবারে উফফ হা হা হা।
    ঃ-)
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০৭:৪৩557771
  • স্পার্ক

    কন্সিকয়েন্সেস -ক্ষেত্রবিশেষ এগুলো খুব ভেগ ব্যাপার . পয়েন্ট বায় পয়েন্ট আলাদা করুন . বুঝবেন সেই ক্ষেত্রেও ১ নম্বর কারণের কাছে ২ নম্বর কেটে বেড়িয়ে যাবে .

    "অর্থাৎ কিনা একটা মিটলো না সেই অজুহাত দেখিয়ে অন্যান্য দায়িত্ব অস্বীকার করাও অনৈতিক। "
    এটা স্টেটমেন্ট . কোনো অসুবিধে নেই . অন্যান্য দাযীত্ব দেখলেই ল্যাঠা চুকে যায়.

    "আর সেই অজুহাত দেখিয়ে পরকীয়া করাও নির্দোষ প্রতিপন্ন হবে না।"

    এটা আপনার জাজমেন্ট . জাজমেন্ট দেওয়ার আমি বা আপনি কেও নই . পেটে খিদে থাকলে মুখ আর মাথা মিলে ঠিক করে নেবে সে কী খাবে. কিভাবে খাবে . ইন্সটিনকট কে অস্বীকার করে গ্যাস্ট্রিক ছাড়া আর কিচু বাধেনা .
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০৭:৫৭557772
  • "আপনি যদি বলেন যার ক্ষমতা সে বুঝে নিক, তাহলে অনেক রাজনৈতিক দর্শন , 'প্রতিশ্রুতি 'এগুলো বাল হয়ে যায়। এই যে টই য়ের পর টই জুড়ে এত রাজনৈতিক খিস্তিখাস্তা, এ বেইমান , ও দালাল, এরা কি সবাই আইনত অপরাধী , তা তো ন্য, পাতি সুবিধেবাদী জনতা।"

    @ঋদ্ধি

    আমি বলিনা . ওসব বেইমান -দালাল-প্রতিক্রিয়াশীল মার্কা বাল-বীচি তারাই বকে যারা দৌড়ে পিছিয়ে পড়ে ঈর্ষায় জ্বলে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে . রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে আমার বেসিক হলো সব সালা চুতিয়া . ঘাড়ের ওপর নিশ্বাস ফেলো আর বাড়াবাড়ি কল্লেই সেই পার্টি কে লাথ মারো. ভাবাদর্শের ভাই হয়েছে .

    জীবনেও তাই. সুবিধেবাদী আবার কী ? যে পেরেছে খেলে দিয়েছে . হয় সে বেটার প্লেয়ার নয় আমি প্রকারান্তরে খেলার পিচ বানিয়ে দিয়েছি. কোনো একটা সত্যি .

    ১ )যদি বিশ্বাস করো ভালোবাসা বলে কিছু আছে তবে পরকীয়া নিয়ে ঘ্যানঘ্যান পেথ্যমেই বন্ধ করা উচিত. সে ভালোবাসেনা বা কম বাসে তাই অন্যের সঙ্গে গেছে . সেখানে আইন-ফাইন-ঘ্যানঘ্যান-ক্যালাকেলি এসব করে আল্টিমেটলি কী ভালোবাসা পাওয়া যাবে ? সেটাই যদি পেলুম না তবে একটা চলন্ত পাশবালিশ আর এক খান রেজিস্টারের চোথা দিয়ে কী ছিঁড়বো ?

    ২) আর যদি ভাবো ভালোবাসা বাল- বিয়ে মানে রেজিস্টার্ড লাগানো তাহলে তো আরো সরে দাঁড়ানো উচিত . যে বেটার লাগাবে তার চান্স আগে. খেল খতম . পরীক্ষাতে ফেল করলে কী ক্লাস ভাংচুর করা ঠিক ??
  • aka | 85.76.118.96 | ০৩ জুলাই ২০১২ ০৮:০৯557773
  • একটা কথা কিলিয়ার হওয়া দরকার। সেক্ষ ছাড়া প্রেম হয় না। সে পরকীয়া বা স্বকীয়া যাই হোক না কেন। অতএব পরকীয়ায় সেক্ষ থাকবেই থাকবে।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০৮:১২557775
  • সেক্স তো থাকবেই . মানবসমাজে পরকীয়া ও থাকবে . থাকাটা ভীষন দরকার.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন