এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়াঃ আইনের চোখে অপরাধ কিনা?

    Spark
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ১৮০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.82.180.165 | ০৪ জুলাই ২০১২ ১০:১৮557557
  • ইন ফ্যাক্ট অ্যাডাল্টরির আইনটাই মৌলিক অধিকারকে খর্ব করে। অথচ সেদিকে আমি ছাড়া আর কারো নজর আছে?
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১০:২৬557558
  • জোরে জোরে বলে দ্যাখ;-)
  • | 24.96.116.43 | ০৪ জুলাই ২০১২ ১০:২৯557559
  • দাদা অঙ্ক কি কঠিন!
    অ্যাডালটারি আর পরকীয়া কি এক? (হ্যাঁ কিম্বা না তে উত্তর দিন)
  • i | 147.157.8.253 | ০৪ জুলাই ২০১২ ১০:৩৬557560
  • আহা এভাবে লিখতে হয় তো-

    দাদা অংক কি কঠিন
    অ্যাডাল্টারি আর পরকীয়া এক?
    হ্যাঁ কি না তে উত্তর দিন।

    ইতি কবি দ
  • | 24.96.116.43 | ০৪ জুলাই ২০১২ ১০:৪০557561
  • দাদা আমি কবি হতে চাইনি, দাদা কবি হতে চাইনি-ই-ই-ই
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুলাই ২০১২ ১০:৪৩557562
  • অ্যাডালটারির বাংলা তো জান্তাম ব্যভিচার।

    ব্যভিচার আর পরকীয়া কি এক? জানি না, বাংলায় খুব কাঁচা আমি!
  • ডিডি | 120.234.159.216 | ০৪ জুলাই ২০১২ ১০:৪৯557563
  • বাংলায় কাঁচা হলেও চলবে। ব্যাভিচারে ফাস' ক্লাস ফাস' না হলেই হোলো। ব্যাস।
  • gandu | 82.130.151.116 | ০৪ জুলাই ২০১২ ১২:৫৩557565
  • পিংকি ধর্ষন এর কেস টা কি?
    লিংগ ছাড়া ধর্ষন কি করে করবে?
    একটু KT চাই
  • ranjan roy | 127.194.104.182 | ০৪ জুলাই ২০১২ ১৩:১৫557567
  • পিংকি কেসে তো এখন ব্ল্যাকমেল অ্যাঙ্গেল বেরিয়ে এসেছে।
    প্রতিবেশী ভদ্রলোক দেখলাম বলছেন যে অভিযোগকারিণীকে স্বামী ঘর থেকে বের করে দিলে পিংকি ওকে কিছুদিনের জন্যে থাকতে দেয়। এখন মহিলা বলছে কয়েক লক্ষ টাকা না দিলে বাড়ি ছাড়বে না, তাই কমপ্লেন।
    আর ধর্ষণ কেসটা দাঁড় করাতেই পুরুষ শিকায়েত, মনে হচ্ছে।
  • pinaki | 148.227.189.8 | ০৪ জুলাই ২০১২ ১৫:০৮557568
  • যারা পলিগ্যামিতে/বহুপ্রেমে বিশ্বাস করে তারা বিয়ে করবে কেন? সেটা তো হিপোক্রিসি। বড়জোর করলেও এমন লোকের সাথে করা উচিত যে একই রকম ভাবে পলিগ্যামি/বহুপ্রেমে বিশ্বাস করে। আর বিবাহিত লোকের ক্ষেত্রেও অবস্থাবিশেষে অন্য প্রেম ইত্যাদির সম্ভাবনা তৈরী হতে পারে। সেক্ষেত্রে এথিক্যালি উচিৎ বিয়েটা ভেঙ্গে বেরিয়ে এসে তারপর অন্য রিলেশনটা কন্টিনিউ করা (বা না করা)। নিজের বৈবাহিক সম্পর্কটা টিঁকিয়ে রেখে পরকীয়া করে যাওয়াটা একভাবে দেখলে সুবিধাবাদিতা তো বটেই। এসেন্সিয়ালি এর মানে দাঁড়ায়, সে বিবাহিত জীবনে স্পাউসের থেকে যে যৌন নিরাপত্তা পায় সেটা চিরতরে ছাড়তে চায় না। কারণ পরকীয়া সম্পর্ক তাকে সেই নিরাপত্তা দিতে পারবে কিনা সে নিশ্চিত নয়।

    তবে এর বাইরেও কিছু কেস থাকতে পারে। সেগুলো স্পেশাল কেস। সেরকমও একটা কেস দেখেছি। তবে সেই কেসটা বাদ দিলে সাধারণভাবে আমি যেসব পরকীয়াকারী লোকজনকে দেখেছি, এই প্রশ্নে তারা খুব একটা এথিকস মেনে চলে নি। নিজের দুর্বলতা এবং সুবিধাবাদিতাকে নানান থিওরির মোড়ক দিয়েছে। বন্ধুমহলে সামনাসামনি তাদের আমরা কিছু বলি না। কিন্তু আড়ালে তাদের 'আলুর দোষ' নিয়ে হাসাহাসি করে থাকি। ঃ-)

    আইন প্রশ্নে আমার খুব কিছু বলার নেই। এসব সূক্ষ্ম মানবিক ব্যাপারস্যাপারে রাষ্ট্রকে নাক গলাতে দিলে সমস্যা আরো জটিল হওয়ার চান্স আছে। তাই সেসব চাই না। বৃহত্তর চীটিং এর ক্ষেত্রে কেবল রাষ্ট্র আসুক। তবে এর পাশাপাশি আমার মত আম জনতার ক্ষেত্রে অন্ততঃ আলু পাবলিকদের নিয়ে চাট্টি পিএনপিসি করার অধিকারটা যেন থাকে - এইটুকু চাইব।
  • প্পন | 214.138.240.254 | ০৪ জুলাই ২০১২ ১৫:১৭557569
  • ভারতীয় আইনে একজন মহিলার মহিলা দ্বারা ধর্ষণ বোধহয় "ধর্ষণ" হিসেবে স্বীকৃত নয়।

    অন্যান্য দেশে কীরকম?
  • dukhe | 212.54.74.119 | ০৪ জুলাই ২০১২ ১৭:৫৯557570
  • জীবন কি অত বিশ্বাস অবিশ্বাসে ধরা যায় রে বাপ? এই যেমন আমি বিশ্বাস করি চাকরি করে দিনে দশ-বারো ঘণ্টা বরবাদ করা পাপ, নেহাত ভণ্ড বলে করে যাচ্ছি।

    কিন্তু পিনাকী সন্তানকে হিসেবেই ধরলেন না ?
  • aka | 85.76.118.96 | ০৪ জুলাই ২০১২ ২০:২৪557572
  • হায়, শেষে কমরেড পিনাকি মানে আমাদের মিত্তিরদা এই পোস্ট করল? হ্যাঁ, এইদিনও দেখতে হল।

    কমরেড, মানুষকে মনোগামী হতে তো সমাজ শিখিয়েছে, বুকে হাত দিয়ে শপথ করে কি আমরা কেউই কইতে পারি, রাস্তা ঘাটে, পার্টিতে, স্বপ্নে আমাদের কল্পনা সর্বদাই আমাদের স্পাউসের প্রতি খুব লয়াল? সমাজের কনস্ট্রাক্ট মেনে নিলে তো হোমোদেরও ত্যাজ্য করতে হয়।

    আর দ্বিতীয় কথা হল, অনেকক্ষেত্রেই আমরা একটু জাজমেন্টাল হয়ে যাই। তাই নৃপতি বাবুকেও ঝিপতি বাবু বলি না, কবিতা, আকাশ বাতাস, গোলাপ ফুলের মোড়কে যে পরকীয়া তাকেও অ্যাডালটরি বলি না, মনে হয় আইনই এই জাজমেন্ট সরাতে পারে। তাই আইনে বিশ্বাস রাখি। হ্যাঁ আইন বদলেরও দরকার হয় যেমন আম্রিগায় হোমোদের বিয়ে নিয়ে আইন বদল হচ্ছে, বদলানোর চেষ্টা চলছে।

    আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বিয়ে শুধুই সেক্ষের ছাড়পত্র নয়, একটি অর্থনৈতিক চুক্তিও বটে। চুক্তিটি আইন মোতাবেক ইমপ্লিসিট। আম্রিগায় অনেক স্টেটেই বিয়ে চলা কালীন দুজনে সম্মিলিত যা আয় করেছে বা অ্যাসেট করেছে সেটা ডিভোর্সের সময়ে সমান সমান ভাগে ভাগ হয়।
  • kd | 69.93.193.6 | ০৪ জুলাই ২০১২ ২২:১৪557573
  • আকা, আমার মনে হয় সে সব স্টেটে বিয়ের আগের সম্পত্তিও কম্যুনিটি প্রপার্টির মধ্যে পড়ে যদি না কোন প্রিনাপাচুয়াল এগ্রিমেন্ট থাকে - অন্ততঃ ম্যাস, রোডি তে তো তেমনই শুনেছিলুম।
  • pinaki | 132.164.236.218 | ০৪ জুলাই ২০১২ ২২:২২557574
  • সব ধরণের এথিকস, মরালিটি-ই সমাজের কনস্ট্রাক্ট। মানা, না মানা তো আমাদের উপর। আমি যতটুকু বুঝি, কেউ কোনোকিছু থিওরেটিক্যালি মানে না, কিন্তু কার্যক্ষেত্রে করে - এরকম হলে তার হয় কোনো কমপালশন আছে, অথবা সে হিপোক্রিট। এবার সত্যিই কম্পালশন, নাকি হিপোক্রিসি - তার সূক্ষ্ম বিচার কে করবে? রাষ্ট্র? করলেও তার শাস্তি কি দেবে? আমরা সবাই তো কম বেশী হিপোক্রিট। আমাদের হিপোক্রিসি নিয়েও বন্ধুরা আড়ালে হাসে। হাসে না কি? পরকীয়াকারীদের সত্যি কোনো কমপেলিং রিজন না থাকলে (আমাদের মত সাধারণ লোকের বিচারে) এবং তা সত্ত্বেও তারা সেটাকে থিওরাইজ করার চেষ্টা করলে লোকে তাদের হিপোক্রিসি নিয়ে আড়ালে হাসবে। আমি শুধু ঐ আড়ালে হাসার চেকটুকুই আপাততঃ চাই। ঢিল ছুঁড়তে চাই না। আবার সুবিধাবাদিতাকে তত্ত্বের মোড়কে ঢাকার সুযোগ দিতেও আমার আপত্তি আছে। কারণ খুব চেনা অনেককে সেই সুযোগ নিতে দেখেছি তাদের জীবনে।
  • pinaki | 132.164.236.218 | ০৪ জুলাই ২০১২ ২২:২৭557575
  • ও হ্যাঁ, কম্পালশন, হিপোক্রিসি মিলেমিশেও থাকতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রের কাছে অঙ্ক আরও কঠিন।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুলাই ২০১২ ২২:৩১557576
  • একটা স্বাভাবিক জিনিসকে লজিক দিয়ে বোঝাতে গেলে অমনি হিপোক্রেসি লাগে।
  • pinaki | 132.164.236.218 | ০৪ জুলাই ২০১২ ২২:৫৭557579
  • তবে সবার আগে পরকীয়াকে ডিফাইন করে নিয়ে তক্ক করলে ভাল হত। পিছিয়ে পুরোটা পড়লাম এতক্ষণে। একেকজন একেকটা প্লেন থেকে খেলছে বলে মনে হল। তবে শিবুদা আর রিদ্ধির প্রেমালাপটা হেব্বি এনজয় করলাম। ;-)
  • kiki | 69.93.202.206 | ০৪ জুলাই ২০১২ ২৩:৫৫557580
  • নিশি না স্পার্কের ভাবনাটা ঘেঁটে যাওয়া , আমিও ঠিক ধত্তে পাচ্ছিনা।মানে ও মনিব কাজের লোকের উপর জোর খাটানো টাকেও পরকীয়াতে জুড়ে দিয়েছে মনে হলো। তবে বাকিদের টা যেটা বুঝলুমঃ

    যদি যে দুজন প্রেম করছে ( যাতে শুয়ে পরাটা মাষ্ট, এবং কারোর আপত্তিতে নয়, দুজনের সায় থাকবে) তাদের অন্ততঃ একপিস কে বিবাহিত হতে হবে , এবং ব্যাপারটাতে লুকোছাপা থাকবে, তবে সেই সম্পর্ককে পরকীয়া বলা হবে।
  • aranya | 78.38.243.161 | ০৪ জুলাই ২০১২ ২৩:৫৭557581
  • পিনাকী কি হু-র পোস্ট-টা পড়েছ বা দুখের প্রশ্ন-টা দেখেছ? সন্তান-কে কষ্ট দিতে চায় না বলে ডিভোর্স করতে পারছে না, একই বাড়ীতে থাকতে বাধ্য হচ্ছে যাতে বাবা মা দুজনকেই পায়, এক্ষেত্রে পরকীয়া তোমার নিজেরই লেখা কমপালশনের ক্যাটাগরিতে পড়তে পারে। এমন কিছু ঘটনা আমি দেখেছি।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০০:০০557582
  • জীবনে খুব কম ব্যাপারেই গ্রস জেনারালাইজেশন করা চলে - 'পরকীয়াকারিরা সুবিধাবাদী, হিপোক্রিট' - এটা একটা অর্থহীন জেনারালাইজেশন ।
  • a x | 109.50.242.221 | ০৫ জুলাই ২০১২ ০১:০৬557583
  • যে কোনো সম্পর্কে একটা পাওয়ার প্লে থাকে। এই পাওয়ার প্লে যদি সমান হয়, খুব ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো তা হয়না। আনইকুয়াল পাওয়ার প্লের মধ্যে দুর্বল যিনি তিনি অনেক কিছু মেনে নেন। মেনে নেওয়া মানেই সব ঠিক আছে এমন না। বাচ্চা ইত্যাদি থাকার দরুন যারা বিবাহিত সম্পর্কে ছেদ আনতে চান না, তারা কি ধরে নেব পার্টনারকে জানিয়ে যা করার করছেন, নাকি না জানিয়েই, ঐ সন্তান ইত্যাদির খাতিরে?
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ০৫ জুলাই ২০১২ ০১:১৬557584
  • অন্যকে (বর/বৌ) না জানিয়ে করলে তাকে ঠকানো, এবং আল্টিমেটলি কষ্ট দেওয়া।

    ভাবতে পারছি না এর সপক্ষেও অ্যাপোলজিস্টরা ভীড় বাড়াবে! .
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০১:১৭557585
  • পাওয়ার প্লেতে শক্তিশালী যদি পরকীয়া করে তাহলে জানিয়েই করতে পারে, যেমতি সেকালের জমিদাররা বউ থাকা সত্ত্বেও বারবাড়ি, নতুন বউ সবই করত।

    আর পাওয়ার প্লেতে দূর্বল হলে বলবে না, টু অ্যাভয়েড দা পাওয়ার।
  • rimi | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০১:২২557587
  • আকার পোস্ট দেখে ঘাবড়ে ঘ।
    পার্টিতে রাস্তায় অন্য লোকের দিকে ঝারি মারা কিম্বা ফ্লার্ট করা আর পরকীয়া এক জিনিস নাকি?????
    সব্বোনাশ! তাহলে আমি যে কত পরকীয়া করেছি তার তো লেখাঝোকা নেই। কতো লোকের জেল হতে পারতো ধরা পড়লে (ভারতীয় আইন অনুযায়ী)।
  • hu | 34.13.11.220 | ০৫ জুলাই ২০১২ ০১:২২557586
  • সম্পর্কে স্বচ্ছতা দরকার এটা ভীষন ভাবে বিশ্বাস করি।
    আবার সেই সাথে এটাও ভাবি, সন্তান ইত্যাদি প্যারামিটারগুলো মানুষ কিভাবে ম্যানেজ করবে। এটার কোন উত্তর খুঁজে পাই বা বলে খুব নির্মম সমালোচনাও করতে পারি না।
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০১:২৮557588
  • আঃ বোঝায় ভুল। সেটা পরকীয়া নয়। কিন্তু সেটা মানুষের ইন্স্টিংক্ট কি সেটা বোঝাতে উদা।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০১:২৯557590
  • আমি শুধু একটা কথাই বলতে চাইছিলাম, প্রতিটি সম্পর্কের অন্তর্নিহিত সত্য- স্ব্কীয়া, পরকীয়া, বিয়ে, লিভ টুগেদার - যাই বল না কেন, একমাত্র যারা এর মধ্যে আছে তারাই জানে - বাইরে থেকে জাজমেন্ট দিতে গেলে ভুল করার চান্স প্রচুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন