এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়াঃ আইনের চোখে অপরাধ কিনা?

    Spark
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ১৮০১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Spark | 161.141.84.239 | ০১ জুলাই ২০১২ ২৩:৫৭557700
  • থ্যাংকু নিশান।
    গুছিয়ে লিখে ফেলুন দিকি আপনার যুক্তিতক্কো সব।
    সবচেয়ে ভালো হতো কোনো দুঁদে উকিল যদি এই সাইটে আসতেন ও লিখতেন।
  • Spark | 161.141.84.239 | ০২ জুলাই ২০১২ ০০:০৮557711
  • আর এই চুক্তির ব্যাপারে দুইখান কথা ছিলো।
    ধরুন একটা ব্যবসায়ে দুইজন অংশীদার অ আর আ। দুইজনের সমান সমান শেয়ার, দুইজনেই খাটেন ব্যবসাটা চালাতে। এখন এই আ প্রতারণা করলেন, তিনি গোপণে গোপণে এক ঙ এর সঙ্গে ডীল করে ব্যবসার টাকাকড়ি সেইখানে সরাতে শুরু করলেন। ব্যবসায় লালবাতি জ্বললো, অ পড়লেন আতান্তরে। তিনি কেস করলেন আ য়ের বিরূদ্ধে। কারণ ব্যবসা লাটে উঠেছে, এদিকে আ য়ের টাক্করটি পড়েনি, তিনি ঙ এর সঙ্গে নতুন ব্যবসা শুরু করেছেন। কেস চলতে থাকে ও আ য়ের প্রতারণা ধরা পড়ে। এই ক্ষেত্রে কী হবে? আ য়ের শাস্তি হবে তো? জেল বা জরিমানা বা দুটোই?
    ব্যবসার মতন একটা মেটেরিয়ালিস্টিক ব্যাপারেই যদি এই ব্যবস্থা থাকতে পারে, তাহলে বিবাহের মতন ত্রিকালস্পর্শী ব্যাপারে থাকবে না কেন? সংসারের ফলাফল শুধু নিজেরা না, বংশাবলীক্রমে ভোগ করতে হয়। জিন জিনিসটা তো সোজা জিনিস না, বহুৎ প্যাঁচোয়া। শুধু তাও না, এমনকি জিনের বাইরেও বাপমায়ের শিক্ষাদীক্ষার প্রভাব পর্যন্ত পড়তে থাকে আগামীর উপরে, সেই দায়িত্বের কথাও তো রয়েছে, তাই নয়?
    ব্যাপার গুরুচরণ। ঃ-)
  • PM | 233.223.136.48 | ০২ জুলাই ২০১২ ০০:২৯557712
  • স্পার্ক মনে হয় আইনি আঁঠ ঘাট বেঁধে পরকীয়ায় নামতে চাইছে। SWOT অ্যানালিসিস সমেত পরকিয়া প্রজেক্ট এর চার্টর বানাচ্ছে। ঃ)
  • Spark | 161.141.84.239 | ০২ জুলাই ২০১২ ০০:৩৭557713
  • উল্টোটাও হতে পারে পি এম, উল্টোটাও হতে পারে। ঃ-)
    সিরিয়াস, এইসব ব্যাপারে ভালো করে জানা উচিত লোকের, কারণ বলা নেই কওয়া নেই ঘাড়ে রোঁ উঠিয়ে বুড়োশালিকেরা চল্লেন টাক চুলকাতে চুলকাতে ভুড়ি বাগিয়ে পরকীয়া কত্তে, তার এফেক্ট পড়ে বহু লোক নানাভাবে তছনছ হয়ে গেলেন, সেটা তো কোনো ভালো কথা নয়।
  • aka | 85.76.118.96 | ০২ জুলাই ২০১২ ০০:৫৩557714
  • ভারতে অ্যাডালটরি আইনত অপরাধ, ছেলেটি কেস খায়, মেয়েরা ঝাড়া হাত পা।
  • একক | 24.99.3.41 | ০২ জুলাই ২০১২ ০২:১৩557716
  • স্পার্ক একটা ব্যাপার প্রথম থেকে এড়িয়ে যাচ্ছেন . বিয়ে তে এসেট টা কী যে প্রতারণা হবে ?
    সেক্সুয়াল সার্ভিস কে বিয়ের চুক্তি ( যদি অলিখিত বলে ধরি তাও) -র মধ্যে ফেলছেন কী ? উপার্জন নেই এমন বউ বা বরের অর্থনৈতিক দায়ীত্ত্ব না নেওয়া টা একটা পয়েন্ট হতে পারে . তার জন্যে আইন আছে.
    কিন্তু ছেড়ে যাওয়া যাবেনা এ কেমন চাপ রে বাবা !

    "সংসারের ফলাফল শুধু নিজেরা না, বংশাবলীক্রমে ভোগ করতে হয়। জিন জিনিসটা তো সোজা জিনিস না, বহুৎ প্যাঁচোয়া। শুধু তাও না, এমনকি জিনের বাইরেও বাপমায়ের শিক্ষাদীক্ষার প্রভাব পর্যন্ত পড়তে থাকে আগামীর উপরে, সেই দায়িত্বের কথাও তো রয়েছে, তাই নয়?"

    কীসের বংশাবলী ? কীসের শিক্ষা ?? ডায়ভর্সড বাপ মা মা এর সন্তান কে সমাজের লোক ছোটো চোখে দেখে . এটা তো কুশিক্ষা . এমন বংশমর্যাদার মুখে প্রস্রাব . রাতদিন কাজিয়া করে একটা তেতো কালমেঘ সম্পক্ক বয়ে নিলে বেড়ালে ভালো আর পরকীয়া করে বেড়িয়ে গেলে খারাপ ?? এইসব সমাজের মলমূত্র ধারণা কে প্রশ্রয় দিতে হবে ?

    এবার অনেকে বলবেন "ডায়ভর্স এর কথা হচ্ছেনা . একটা সম্পক্ক থাকতে আরেক টা কর্বে ক্যান ?"

    দেখুন মহায় , মানুষের জীবন ওরকম সোজা পথে চলেনা . জীবনের একটা সময় অনেকেই এক সঙ্গে দু নৌকোয় পা রাখে , তাপ্পর টুক করে নৌকো টা পালটায়. যার টাইমিং ভালো সে বেঁচে গ্যালো , নইলে মাঝ গঙ্গায় হাপুস হুপুস .

    যারা এখনো বিয়েকে চাকরি বা ব্যবসার মতো যুক্তি দিয়ে ভাবছেন তাড়া তাহলে এইভাবে ভাবুন .
    একসঙ্গে একজন লোক ৩-৪ জনের সঙ্গে আলাদা আলাদা পার্টনারশিপ ব্যবসা করতে পারেনা ? নাকি কোথায় কত শেয়ার সেটা সবাইকে বলে বেড়াতে হবে ?
    যখন প্রেসেন্ট আপিসের কাজে ফাঁকি দিয়ে "এই আসছি" বা " বাড়ি যেতে হবে " বলে বেড়িয়ে অন্য কোম্পানি তে ইন্টারভিউ দিয়ে আসেন তখন সেটা পরকীয়া নয় ? একটা চাকরি করে বেড়িয়ে আরো দুটো ওভারটাইম করা পরকীয়া নয় ?
  • Spark | 161.141.84.239 | ০২ জুলাই ২০১২ ০৩:৪৬557717
  • আরে কী আশ্চর্য! ডিভোর্সের কথা তো না। ডিভোর্স তো সোজাসাপ্টা অনেস্ট ব্যাপার, সেটা করলে তো সমস্যা নেই, থাকতে পারছি না সংসার করতে পারছি না, ডিভোর্স, ব্যস।
    কিন্তু এই আলোচনা পুরো অন্য কিছু নিয়ে, পরকীয়া। যেটা কিনা অত্যন্ত অসততা ও বিশ্বাসঘাতকতা। কারণ সততা থাকলে সরাসরি ডিভোর্স করে বেরিয়ে যেতো।
    এই পরকীয়া এক ধরনের সুবিধাবাদিতা ও, গাছেরো খাবো, তলারও কুড়াবো টাইপ।
  • Spark | 161.141.84.239 | ০২ জুলাই ২০১২ ০৩:৫০557718
  • আর এককের পোস্টের শেষের দিকে ব্যবসার ব্যাপার নিয়ে ও কিছু কথা আছে।
    বিবাহটা ব্যবসা নয় বলেই তো এত সব, নইলে তো এখানে ওখানে সেখানে খেপ খাটা ব্যবসায় চলেই, লাভ লোকসান হিসাবও আছে। কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি (যে যেদিক থেকে ভাববেন), বিবাহ ও সংসারের দায়িত্ব ও ক্ষমতা আরো অনেক বিস্তৃত, বহুরকমের ফ্যাকটর।
  • Sibu | 118.23.96.4 | ০২ জুলাই ২০১২ ০৬:৫০557720
  • একটা কথা। শখ করে পরকীয়া কেউ করেনা ভাইটি। এত কমপ্লিকেশন! নিতান্ত নিরুপায় যে স্ত্রী/পুরুষ অবৈধ কাউকে ভালবেসে ফেলে তার জন্য দোয়া করুন।
  • | 127.194.98.117 | ০২ জুলাই ২০১২ ০৬:৫২557721
  • শিবু দার এক লাইনে বড় করে ক ।

    তবে ভাববেন না আমি পরকীয়া করি ( ডিঃ ক্লে দিয়ে দেওয়া ভালো। যা দিন কাল!!)
  • ranjan roy | 24.99.209.12 | ০২ জুলাই ২০১২ ০৮:৪৩557722
  • শিবুকে ১১০% ক'।
    পরকীয়া করবো ভেবে ছক কষে পরকীয়া করা আর লালবাতিপাড়ায় যাওয়া একই ব্যাপার। কিন্তু হটাৎ য্খন কারো সঙ্গে কারো কেমিস্ট্রি কাজ করতে শুরু করে? কিছু কিছু মনের চাহিদা পূর্ণ হতে থাকে? দিল হ্যায় কি মানতা নহী- হয়ে যায়?
    আমার ঘনিষ্ঠ কলিগ এবং বন্ধু (বাঙালী নয়) মাঝবয়সে বিলাসপুরে ভাড়াবাড়িতে থাকতে গিয়ে আবিস্কার করলেন যে বাড়ির অবিবাহিত মালকিন ছোটবেলায় অন্য শহরে ওদের পড়শি ছিলেন। বাবা-মা মারা যাওয়ায় নিজে রেলের চাকরি করে ভাইবোনদের জীবনে প্রতিষ্ঠিত করে বিয়ে দিয়েছেন।
    আমি একটু বাল্যপ্রেম নিয়ে ইয়ার্কি মারলাম। কিন্তু মেরি কালী জুবান!
    একবছর বাদে শহরে তুলকালাম -হাহাকার!
    "একই অস্ত্রে হত হল মৃগী ও নিষাদ,
    আদিরিপু উন্মোচিল প্লাবনের বাঁধ;
    সেই পথ দিয়া
    প্রেম এল দুকুল প্লাবিয়া।"
    আজ ওর ভাগীরথী ও পদ্মা। দু দিকেই সন্তানেরা আছে। রিটায়ার হয়ে গেলে শহর ছেড়ে বৌয়ের শহরে অন্য রাজ্যে গিয়ে থাকবে।
    কিন্তু আমাকে বলে--- কী ভেবেছিলাম আর জীবনটা কি হয়ে গেল! বিষ গিলে নীলকন্ঠ হয়ে বেঁচে আছি।
  • কল্লোল | 129.226.79.139 | ০২ জুলাই ২০১২ ১১:২৭557723
  • শিবুর সাথে একমত। ক বা ক্ক দিলাম না। কারন, শিবুর সাথে একমত, এই কথাটা লিখতে পারার রোমাঞ্চ।
    যারা পরকীয়া নিয়ে, গাছেরও খাবো, তলারও কুড়াবো গোছের ঘৃণাবাক্য দিচ্ছেন। তাদের বলি, খুব আক্ষরিক অর্থেও এই বাক্যটি অদ্ভুত। তাই করে মানুষ, ফল পাড়তে গেলে গাছেরও খায় তলারও কুড়োয়, সেটাই স্বাভাবিক।
    কি করে প্রেম হয়? কেউ জানে? ঐ মেয়েটার/ছেলেটার সাথে প্রেম করবো, এভাবে হয়? অনেকেই বলবেন, না হয় না। আমি জানি হয়, আবার হয়ও না।
    একটা প্রেমের গপ্পো বলি, না পরকীয়া নয়, একদম প্রাক-নিজকীয়া।
    মেয়েটি স্কুলে পড়তো, ছেলেটি সদ্য কলেজ। মেয়েটি বেশ ডানপিটে, ছেলেটিও বিষ বিচ্ছু। আসানসোল, ১৯৮৫।
    মেয়েটির ইস্কুল আসা যাওয়ার রাস্তায় ছেলেটি চোখ পেতে রাখে। সাইকেলে তার পিছু পিছু যায় ইস্কুল আবধি। ইস্কুল ছুটির পরে উল্টোরথ। কোন কথা নেই বাত্তা নেই। এর মাঝে গরমের, পূজোর ও শীতের ছুটিতে বিরহ চলে। এইভাবে মাস যায়, বছর যায়। কোন কিছুই হচ্ছে না দেখে, ছেলেটি বন্ধুদের প্ররোচনায়, মেঘদূতিয় এটিকেটের গুলি মেরে, সোজা হেঁটে মেয়েটির সামনে দাঁড়ায় ও চিঠি হাতে গুঁজে দেয়। চিঠি পাবার পরদিন থেকে, আবার যে কে সেই। কিন্তু এবার মেয়েটি মাঝে মাঝে তাকায় ও হাসে।
    এ আর কদ্দিন সহ্য করা যায়, হয় হ্যাঁ বল বা না, খালি হাসিতে পোষাচ্ছে না।
    শেষে একদিন ইস্কুল থেকে ফেরার পথে এক খোলা নর্দমার ধারে তাকে দাঁড় করায় ছেলেটি। নাঃ চিঠি ফিঠি নয়। সোজা হাত পাকড়ে বলে, তোকে হ্যাঁ বলতে হবে, নইলে নর্দমায় ফেলে দেবো - এবং প্রেম হয়ে গেলো।
    এটা ওদের দুজনের থেকে এক লক্ষীপূজোর রাতে পুরুতের জন্য অনন্ত অপেক্ষায় বেঙ্গলি ইন ব্যাঙ্গালোরের পূজো মন্ডপে বসে শোনা।
    তো, যেটা বলছিলাম, প্রেম কিভাবে কখন কার সাথে হয়, কেউ জানে? বিয়ের পরে অন্য কারুর সাথে প্রেম হবে না এমন কোন মাথার দিব্যি আছে? হলে হুউউশ করে দিগ্গনিশ্বাস ফেলে - পরের জনমে আসিও বিজনে ভেবে - কেস খাওয়াটাই একমাত্র অপশন? মানা গেলো না।
    আমি পরকীয়া করে থাকি, যদি হয়ে যায়।
  • ranjan roy | 24.96.56.3 | ০২ জুলাই ২০১২ ১১:৩৯557724
  • জ্জিও কল্লোল!
  • Blank | 180.153.65.102 | ০২ জুলাই ২০১২ ১২:৩৭557725
  • গাড়ি কিনলে ট্যাক্সি চড়া বারন নাকি !!! বিয়ে চুক্তি তে এমন কিছু লেখা থাকে নাকি যে অন্য কারোর সাথে শোয়া যাবে না
  • kd | 69.93.222.39 | ০২ জুলাই ২০১২ ১২:৫৫557726
  • ঠিক ঠিক। রোজ ভাত, ডাল, নাছ খেতে খেতে কখনও সখনও বিরিয়ানি খেতে সাধ হয় না? (রেফঃ "মস্তি" সিনেমা)
  • কাজু | 131.242.160.180 | ০২ জুলাই ২০১২ ১২:৫৭557727
  • তোমরা আকাশ বাংলায় রাত সোয়া গ্যারোটায় 'লাফিং ক্লাব' দেখো না? ওতে অ্যাওয়ে ম্যাচ নিয়ে তোমাদের পছন্দের নানা নাটিকা হয়।
  • riddhi | 118.218.136.234 | ০২ জুলাই ২০১২ ২৩:১৪557728
  • 'ভালবেসে ফেলে' ? 'শখ করে কেউ পরকীয়া করে না' !!!! বেশীর ভাগ ক্ষেত্রে পাজির পা-ঝাড়া ছড়া খুব কম লোক পরকীয়া করে। আর রন্জন দা কল্লোল দা ফালতু রোমন্টিক লাইনে খেলছেন।
    এই যে আশেপাশে আমাদের বিবহিত বন্ধু-বান্ধব বাবা- মা কাকা কাকীমা, যাদের নিত্য দিন ওপোসিট সেক্সের রত্ন রাজির মধ্যে চলাফেরা, এরা ভালবেসে ফেলছেন না কেন? এরা কি সবা হ্সিবসেনা নাক সব কটা রোম্যান্টিক অনুভূতি হীন লোক, যাদের র প্রেমের এন্টেনা ঠিক বিয়ে/ প্রেমের পরেই ঘড়ি দেখে, দুম করে কেলিয়ে পড়ে ?? উত্তর হল, সং যম , মানে প্রেমে পড়তে নিজেদের এলাউ করেন না। এটা সহজ, পাখার স্পীড কমনো বাড়ানোর মত, ইম্পালস কন্ট্রোল ১০১। বুড়ো তো কোন ছাড়, ১৭-১৮ বছরের বাচ্চারাও , যারা হর্মোন, নিউরন, মাল, গাজার ঘ্যাট, তারাও বন্ধুর গার্ল-ফ্রেন্ড বুঝে যৌবনের উচ্ছশ ঘটায়। না তো দুনিয়া জুড়ে ক্যালাকেলি লেগে যাবে।
    যারা করে, তারা চালাকি করে লুকিয়ে, বা পেছনে এত পয়সা ব ক্ষমতার জোর, যে বাল ছেড়া যায়। এই ধরনের লোকদের সাইজ করুন, রোম্যান্টিসাইজ করবেন না।
  • Spark | 161.141.84.239 | ০২ জুলাই ২০১২ ২৩:২৫557729
  • প্রেমে পড়ে গেলো, আহারে প্রেমে পড়ে গেল ধরনের এই অদ্ভুত যুক্তি যারা দেন, তাদের বলতে ইচ্ছে করে পাড়ার গুন্ডারাও অনেকসময় এই যুক্তি দেয়, ভালোবেসে ফেলেছে এই অজুহাত দিয়ে গেরস্থঘরের মেয়ে তুলে নিয়ে গিয়ে ফুর্তি করে বিক্রি করে দেয়। তাদেরও কি ঈনারা এইভাবে ডিফেন্ড করবেন কিনা, জানতে ইচ্ছে রইলো।
  • Spark | 161.141.84.239 | ০২ জুলাই ২০১২ ২৩:২৭557731
  • আর আরেকজন দেখলাম খুল্লামখুল্লা দুই বিয়ে আর দুইদিকেই বাচ্চাকাচ্চা আছে--এই ব্যাপারও বললেন। আইনে এই টা কী? এই লোকের তো শ্রীঘরে থাকার কথা ছিলো, ইনি খোলামেলা চলে ফিরে বেড়াচ্ছেন কীরকম?
  • aranya | 154.160.226.53 | ০২ জুলাই ২০১২ ২৩:৩৭557732
  • 'সাইজ করুন, রোম্যান্টিসাইজ করবেন না' - টু গুড ঃ-)রিদ্ধির সব লেখা নিয়ে একটা চটি বেরোনো মাস্ট।
  • Sibu | 84.125.59.177 | ০২ জুলাই ২০১২ ২৩:৫৬557733
  • রিদ্ধি, ইউ আর ওয়েলকাম টু সাইজ মি, এনি টাইম। আদারওয়াইজ, শাট ইওর ফাকিং মাউথ।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুলাই ২০১২ ০০:৩৭557734
  • শিবুদা রেগে গেছে, নইলে একটা হিনী খেত। ঃ P
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুলাই ২০১২ ০০:৪১557735
  • উরেব্বাস, হেবি ব্যথা লাগছে না কি? একেবারে চীল-চীৎকার জুড়ে দিলেন যে! পেচন ফিরে দেখুন, ওটা আমি নৈ স্যার। আপ্নার বস হতে পারে, আপনার হাত হতে পারে, আপনার বালের বাটার্ফ্লাই এফেক্ট হতে পারে, কিন্তু আমি নৈ মাক্কালী । আপনকে মুখ, মুখোশ, ডিলডো, কোন কিছু দিয়েই দিয়ে কোথাও চোদার ইচ্ছে নেই, এই গ্যরান্টি দিলাম। এখন নিজের গাড়জ্বালানি নিজে সামলান।
  • a x | 138.249.1.202 | ০৩ জুলাই ২০১২ ০০:৪৮557736
  • আমি একাধিক লোককে জানি যারা সখের পরকীয়া করে। মানে পরকীয়াতেই তাদের আনন্দ। তথ্য স্বরূপ বললাম। নো জাজমেন্ট।
  • Sibu | 84.125.59.177 | ০৩ জুলাই ২০১২ ০১:০৬557737
  • তোর কি ওঠে? যে চুদবি?
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০১:৩৩557738
  • যদি সখেও হয় কার কী ?
    যার সংগে যে করছে দুজন মিলে বুঝে নেবে . কোনো ব্যক্তিবিশেষ কী যৌনাঙ্গ বন্ধক রেখেছে নাকি কোথাও যে সমাজ বা আশপাশের লোকের পারমিশন নিয়ে শুতে হবে ??
    কারা করেন না তা দিয়ে কী প্রমান হয় ? অনেকেই অনেক কিচ্ছু করে . অনেক কিচ্ছু করেনা . তো ??
    সেক্সুআল এজায়লিটি বলে একটা ব্যাপার আছে যেটা অনেকের মধ্যে কম. কম থাকা অপরাধ নয় কিন্তু তোমার কম বলে আমার বেশি হতেপারেনা এ কেমন ধারা যুক্তি রে ভাই !!

    আর যারা মনে করেন যে বিবাহ মানে যৌনাঙ্গ বন্ধক রাখা তাদের বিবাহিত জীবন যে কী সঙ্গীন তা কানা মনে মনে জানা :D :D :D পরকীয়া করুন বা না করুন.
  • Spark | 161.141.84.122 | ০৩ জুলাই ২০১২ ০১:৩৭557739
  • ডাকাতেরাও একদম এক যুক্তি দিতে পারেন। অনেকেই ডাকাতি করেন না, তাই বলে তারাও ডাকাতি করবেন না, তা কেন হবে? সবচেয়ে বড়ো কথা, মনের হরষে তেনারা ডাকাতি করেন না, প্রয়োজন বলেই করেন। যাদের বেশি আছে, তাদের থেকে টাককড়ি সরিয়ে নিজেরা নিয়ে নেন, এতে কারুর কোনো আপত্তি ই থাকার কথা নয়।
  • Ishan | 202.43.65.245 | ০৩ জুলাই ২০১২ ০১:৪৩557740
  • গালিগালাজ বন্ধ করলে ভালো হয়।
  • একক | 24.99.24.139 | ০৩ জুলাই ২০১২ ০১:৪৯557742
  • স্পার্ক বোধ করি পণ করেছেন যে যুক্তি-বুদ্ধির সঙ্গে ডাইভর্স টা সেরেই ফেলবেন .

    ডাকাত অনিচ্ছুক লোকের ওপর ডাকাতি করে, পরকীয়া তে বোথ পার্টি কনসেন্ট দিচ্ছে . কোনো তুলনা হয় ???
    এট্টু ভেবে কথা বলুন না :( কথা দিচ্ছি পেট কামড়াবে না .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন