এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়াঃ আইনের চোখে অপরাধ কিনা?

    Spark
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ১৮০০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Spark | 161.141.84.239 | ৩০ জুন ২০১২ ০৩:২৯557466
  • পরকীয়া নিয়ে টইয়ের এক থ্রেডে নানা গদগদ আলোচনা দেখে এই সুতো খুললাম।
    পরকীয়া আইনের চোখে অপরাধ কি না? এটা জালিয়াতি কিংবা প্রতারণার মতই কোনো ক্রিমিনাল অফেন্স কিনা? বিবাহ নামক সামাজিক ও আইনী চুক্তিটিকে ভঙ্গ করে কিনা পরকীয়া? শুধু তাই না, এ তো শুধু যে নিজে উদ্যোগী হয়ে করছে সে একাই না, অন্য পার্টি যদি বিবাহিত/হিতা হন, তাকেও এই অপরাধ করতে বাধ্য করছে!
    এই নিয়ে আলোচনা ও বিতর্ক আশা করছি।
    পরকীয়া শরীর মনের জন্য ভালো কিনা এটা জানার আগে ভালোভাবে জানা দরকার কাজটা ক্রিমিনাল কিনা। নইলে ব্যাপারটা চুরি ডাকাতি শরীর মনের জন্য ভালো কিনা আলোচনার মতন হয়ে দাঁড়ায়।
  • একক | 24.99.96.114 | ৩০ জুন ২০১২ ০৩:৩৭557577
  • আর্টিকল ৪৯৭ অনুযায়ী এদালতারি হলো ক্রাইম . পরকীয়া নয় . পরকীয়া একটা নন ট্যান্জিবল ব্যাপার . সেটা খামোখা ক্রাইম হবে কেন :ড :ড

    সুপ্রীম কোর্ট এই নিয়ে খুব পষ্ট কথা কয়ে দিয়েছে :

    http://www.dnaindia.com/india/report_except-for-adultery-sex-outside-marriage-is-not-a-crime-supreme-court_1376992
  • Spark | 161.141.84.239 | ৩০ জুন ২০১২ ০৩:৪১557688
  • জালিয়াতি ও সেরকম ব্যাপার, বা প্রতারণা। ব্যবসায়ে পার্টনার ওরকম করলে তখন কী বলা হবে? ক্রাইম নয়?
  • একক | 24.99.96.114 | ৩০ জুন ২০১২ ০৩:৪৩557719
  • আপনি সুপ্রীম কোর্ট এর বক্তব্য টা পড়ে দেখুন না . আপনার বেসিক প্রশ্ন ছিল ক্রাইম কিনা.
  • Spark | 161.141.84.239 | ৩০ জুন ২০১২ ০৩:৪৮557730
  • ভারতীয় কোর্ট তো মহিলাদের সীতাদেবীর মতন হবার রায় দিয়ে থাকেন,আরো বহুরকম মানব-অবমাননাকর ব্যাপারও আইন করে দেখান। সেই তো আমির খানের প্রোগ্রামে এক উকিল কইলেন জাজ বলেছে পুত্র হবার জন্য চাপ দিয়েছে, কন্যাসন্তান খুন করেছে, এতো করবেই, কারণ বংশে বাতি দেবার লোক চাই।
    সুতরাং শুধু ভারতীয় আইন দেখালে চলবে না, বিভিন্ন সভ্য দেশে এই ব্যাপারে আইন কী?
    প্রথম কথা হলো বিবাহ নামক সামাজিক ও আইনী চুক্তিটি পরকীয়ার দ্বারা সরাসরি ভাঙা হচ্ছে কি হচ্ছে না?
  • একক | 24.99.52.134 | ৩০ জুন ২০১২ ০৪:১৮557741
  • না হচ্ছে না . বিয়ে চুক্তিপত্রে কোথাও লেখা থাকেনা যে এক্ষ্ত্রা ম্যারিটাল এফেআর করা যাবেনা . কাজেই এক কথায় নাকচ. সেরকম চুক্তিপত্র আপনি কাওকে সই করাতে পারলে আলাদা কথা . সেটা আবার কন্স্তিতিউশন মতে বেআইনি কাজ. সবচে বড় কথা রেজিস্টারের যে চোথা তাকে আপনি বারবার চুক্তিপত্র ভাবছেন ওটা কোনো এস সাচ ডীল ই নয় . একটা মেমোরান্ডাম অফ আন্দারস্তান্দিং যেটাকে স্টেট "রেজিস্টার" করছে , মানে স্বীকৃতি দিচ্ছে . ব্যাস.

    পার্টনারশিপ ফার্ম এর চুক্তি মানে সেখানে পরিস্কার এসেট রেসিও ডিভিশন দেখানো থাকে . রেভেনীউ ডিস্ট্রিবিউশন হয় সেই মেনেই . সেখানে দাঁড়িয়ে চুরি -জালিয়াতি করলে বেআইনি . এটার সঙ্গে ম্যারেজ এর সম্পর্ক কোথায় ? সেক্স কী ইনট্যানজিবল এসেট নাকি ? তাহলে তো বিয়ে করা বউ এর সংয়ে নিয়ম করে না শুলেও বেআইনি হয়ে যাবে ? চূড়ান্ত বাজে ব্যাপার সেটা .

    কেও যদি প্রমান করেন যে তার বর-বউ এর এক্ষ্ত্রা ম্যারিটাল সেক্স লাইফ আছে তাহলে ডিভোর্স পেয়ে যাবেন. এর কারন এই নয় যে সেক্স করা বে-আইনি. কারন হলো যে ফাইল করছে তার কনসেপ্ট অফ সেক্সুয়াল ফ্রীডম কে এনক্রচ করা হচ্ছে . সে বহুগামির সঙ্গে থাকতে চায়না . সেই ইচ্ছে কে সম্মান দেওয়া হলো.

    সোশাল অফেন্স আর ক্রাইম এ গুলিয়ে ফেলছেন আপনি. সোশাল অফেন্স এ পেনাল কোড এ বেঁধে ফেললে স্টেট এর হাতে মরাল পলিসিং করার অধিকার চলে যাবে. জঘন্য ব্যাপার সেটা . সমাজ-গোষ্ঠী-মানসিকতা অনুযায়ী সোশাল অফেন্স এর সংজ্ঞা বদলায় . এবার সমাজ কোনো মোনোলিথিক কনসেপ্ট নয় . আমি আমার জীবনে মরাল পলিসিং করতে পারি . যার পোষাবে থাকবে পোষাবেনা থাকবেনা . কিন্তু স্টেট এর কী অধিকার আছে সেটাকে পেনাল কোড এর আন্ডার এ ফেলে একটা হমজেনিক মরাল পলিসি সবার ওপরে চাপাবার ?
    আপনি যে উদাহরণ গুলো দিলেন সুপ্রীম কোর্ট এর সেগুলো সবকটাই ওই জঘন্য মরাল পলিসিং এর উদাহরণ. সেই কারণেই নিন্দে করা হয়. আবার একটা মরাল পলিসিং চাইছেন ? তাহলে সীতা-সাবিত্রী আওড়ানো জজের সঙ্গে কী তফাত রইলো ?

    আর, সভ্য দেশ আবার কী ? আমেরিকা তে ওই শালা বাইবেল বেল্ট এর চাপে পড়ে ওদের কোর্ট গুচ্ছের গান্ডুমি শুরু করেছে . ওই গুলো কী আমাদেরও শিখতে হবে নাকি ? কোন দেশ কী করলো না করলো না সেটা বড় কথাই নয় . আসল কথা হচ্ছে মরালিটি এবং ভ্যালু সিস্টেম কী হবে সেটা ইন্ডিভিজুয়াল ঠিক করবে . স্টেট নয় . ওই নিয়ে স্টেট মাথা ঘামাতে এলেই তাড়া করবো. সে আমি নিজে সেই কাজ সমর্থন করি বা না করি .

    ........ এনি ওয়ে বাকিরা লিখুন. আমার কাল জরুরী মিটিং মিছিল আছে তাই আপাতত ক্ষান্ত দিলুম.পরে এসে দেখবো.
  • Spark | 161.141.84.239 | ৩০ জুন ২০১২ ০৪:৪৩557752
  • ধন্যবাদ একক। আলোচনা চলাটা জরুরী।
    কারণ একটু তলিয়ে ভাবলেই ব্যাপার খুব একটা সরল থাকে না। মরালিটি আর ভ্যালুজ কি আসলেই কোনো ইন্ডিভিজুআল ঠিক করতে পারে? তার চারপাশের সমাজ যার সঙ্গে তার নিত্যি ওঠাবসা নিত্যি লেনদেন হয়তোবা জীবিকার্জনও তার সঙ্গে জড়িত, সেই ব্যাপারটাকে কি কোনো ইন্ডিভিজুয়াল শেষ পর্যন্ত ডিনাই করতে পারে? সমাজকে কোনো না কোনো ফর্মে কি কিছুটা সে মানতে বাধ্যই না? আর মরালিটি ব্যাপারটাই তো অনেকটাই সমাজের শেখানো, কালেকটিভ ব্যাপার।
    ধরুন ক ও খ রীতিমতন কোর্টে ও পুরুত ডেকে বিয়ে করে দাম্পত্য শুরু করেছে। ক এবারে বাইরে ফুর্তিসে পরকীয়া করে আর খ বাইরে থেকে আরেকজন যোগাড় করে কাকের বাসায় কোকিলছানা জন্ম দেয় ও বড় করে। এখানে শেয়ানে শেয়ানে কোলাকুলি, দু'জনেই ভাবছে আমি জিতলাম, কেউই জিতছে না। কিন্তু মেটেরিআল দিক দিয়ে ক বেশী প্রতারিত, তার সম্পত্তি পেয়ে যাবে অন্যের সন্তান। এদিকে সে নিজেও খ কে প্রতারণা করছে বলে আত্মপক্ষেও তার বিশেষ কিছু বলার নেই।
    এইসব বহুবিধ জটিলতা এসে পড়ে কেস থেকে কেসে, নয় কি?
  • pi | 138.231.237.7 | ৩০ জুন ২০১২ ০৫:৩৬557763
  • সম্পত্তির উত্তরাধিকারের জন্য একটা সিস্টেম রৈরি হওয়া ও চালু থাকা নিয়ে নিশির কোন আপত্তি নাই ? সেটা অস্বস্তিকর লাগে না ? আর, বিশেষ করে যখন সেই এলিমেন্টটাই মুখ্য ও ডিসাইডিং ফ্যাক্টর হয়ে। নিশির দেওয়া প্রতারণার উদাঃ টা দেখে মনে হল।
  • pi | 138.231.237.7 | ৩০ জুন ২০১২ ০৫:৩৭557774
  • মানে, সম্পত্তি সংক্রান্ত প্রতারণার যুক্তিটা দেখে।
  • riddhi | 118.218.136.234 | ৩০ জুন ২০১২ ০৫:৪৩557467
  • কটা এক্স্ট্রা-মারিটাল আফেয়ার দুনিয়াতে হয় যেখানে এডালটারি নেই? তাই অন্তত ভারতীয় আইনের ক্ষেত্রে, এটা পাক্কা অপরাধ । আর স্পার্ক, অনেক সমাজে, ডাইরেক্ট শাস্তি না থাকলেও একটা কস্ট আছে। পরকীয়া কে ভিত্তি করে ডিভোর্স হলে, কিছু কিছু দেশ রাজ্যে, পরকীয়া-কারীকে টাকাপয়সা বেশি খসাতে হতে পারে।
  • Spark | 161.141.84.239 | ৩০ জুন ২০১২ ০৬:১৩557478
  • পাই, সম্পত্তি অতি সিরিয়াস ব্যাপার। সেই নিয়ে আলাদা ডিবেট হতে পারে। বাপমায়ের সম্পত্তি কেন ছেলেপিলেরাই পাবে, কেন বাপমা মারা যাবার পরে সেটা সর্বসাধারনের বা রাষ্ট্রের সম্পত্তি হয়ে যাবে না, এইসব নিয়ে পক্ষে বিপক্ষে বিস্তর কথা আছে। ব্যক্তিগত সম্পত্তি ইত্যাদি লোপ করার পক্ষে ও বিপক্ষে বিস্তর যুক্তি দেওয়া যায়--কিন্তু সে আলাদা টপিক।
    এখানে ওটা শুধু একটা উদাহরণ হিসাবে এসেছিলো, একটা কেস এ।
  • Spark | 161.141.84.239 | ৩০ জুন ২০১২ ০৬:২১557489
  • রিদ্ধি, ঠিক। পরকীয়া হচ্ছে অথচ অ্যাডলটারি হচ্ছে না, এ যেন জলে নামছে মাথা ভেজাচ্ছে না টাইপের ব্যাপার। প্রচুর লুপহোল। সেই নিয়েই আলোচনা হোক সেটাই চাইছিলাম। ব্যাপারটা এতো সহজ না। জিনিসটা যদি নিতান্ত ইন্ডিভিজুয়ালের চয়েসই হবে তাহলে এই এত আইন টাইন থাকতো না, কোনো কোনো জায়্গায় তো প্রচুর ক্ষতিপূরণ দিতে হয় ডিভোর্সের সময় যদি এইসব পরকীয়া কেস থাকে আর সেটা প্রমাণ হয়।
    একক বললেন চুক্তিপত্রটা মেমোরান্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং, ঠিক আছে, ধরে নিলাম একেবারে কোনো চুক্তিপত্রহীন হিন্দু বিয়ে পুরুত ডেকে অগ্নিসাক্ষী করে, সেখানে কোনো চুক্তিপত্র পর্যন্ত নেই, কিন্তু তাহলেও সামাজিক চুক্তি কিন্তু থাকছেই। চুক্তি কি সর্বদা লিখিত চুক্তি হতে হবে নাকি? সমাজের প্রভাব কি অতই সংকীর্ণ? মানুষের প্রতি মানুষের প্রতিশ্রুতির দাম নেই কোনো? সেটার খেলাপ হওয়া অপরাধ নয়?
  • একক | 24.99.209.230 | ৩০ জুন ২০১২ ০৬:৩৯557500
  • আপনি এডালত্রি -র ডেফিনিশন বলুন . তারপর তর্ক এগোবে . ইন্ডিয়ান পেনাল কোড বলছে

    "Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor."

    এর চেয়ে জঘন্য সেক্সিস্ট কিচ্ছু হয় না . ছেলেটাকে জেলে পুরতে পারলে মেয়েটাকে নয় কেন ? নয় , তার কারন হচ্ছে মেয়ে টা তো সম্পত্তি ! পাশের বাড়ির গরু আমার বাগানে মুখ দিয়েছিলো. তাই গরুকে তাড়িয়ে দিলুম . বাগান তো ফেলে দেওয়া যায়না !!

    এইসব মেক্কুলে মার্কা মাকরা পোনা এসেছেই মরাল পলিসিং করতে গিয়ে . সোশাল অফেন্স এর ফল কী হবে সোসাইটি দিসায়দ করুক . স্টেট কে ?? সব কিছুর সীমানা আছে . ইন্দিভিদুয়াল সোসাইটির অংশ হলেও যেমন কতটা মাথা গলাবে তার একটা সীমা আছে , স্টেট ও সোসাইটি তে কতটা মাথা গলাবে তার সীমা আছে .
    কেন ডেকে ঘর এ কুমীর আনছেন ??

    আর আবার বলছি , আপনার "চুক্তি" টা একবার লিখুন তো . কী কী পয়েন্টস পড়ে দেখি . সেক্স কে চুক্তি তে ঢোকালে কিন্তু ভারতীয় পুরুষ দের ই মাথায় (?) হাত পড়বে . সাড়ে ৩ মিনিট ঘোঁত ঘোঁত করে ঢেঁকি তে পার দিয়ে ৫ মিনিট এর মাথায় পাশে শুয়ে নাক ডাকে যারা ...... বৌগুলো যদি "সেক্সুয়াল সার্ভিস একট" এ মামলা করে কী হবে ভেবে দেখেছেন ? :P
  • kiki | 69.93.198.50 | ৩০ জুন ২০১২ ০৮:৫১557511
  • এককের লাস্ট প্যারা!

    উরি বাবারেঃ গড়াগড়ি দিয়ে হাসছি। মোটামুটি সব বিবাহিত পুং ই মামলাতে ফেসে থাকবে মনে হয়। খি খি।
  • kiki | 69.93.198.50 | ৩০ জুন ২০১২ ০৮:৫৬557522
  • তবে আমি কি গুরুত্বপুর্ন মতামত দিতে বিরত থাকতে পারি? সত্যের পথ থেকে বিচ্যুত?

    নাঃ

    ব্যাপারটা হচ্ছে নিশি মনের আঘাত নিয়ে কোনো কঠিন শাস্তির ব্যবস্থা কি সমাজ নিয়েছে বা নেয় সে ভাবে? তাহলে তো ঠগ বাচতে গাঁ উজার হয়ে যাবে। তাই নয়? অ্যাকচুয়ালী তুমি বোধায় সেটাই বলতে চাইছো। নইলে বিয়ে করে অন্য কারোর সাথে কেউ শুয়ে পরলো সেটা নিয়ে ঝাম হবার কথা নয়। অন্যপক্ষের মানসিক কষ্ট টাই বাজে ব্যাপার। তবে ভেবে দেখো চুরি, ছিঁচকেমো বই তো আর কিছু নয় সেটা। কেউ যদি কাউকে ভালোই বাসবে তো লুকাবে কেন? অন্য সম্পর্ক কেটে বেরিয়ে তো যাবে। এটুকু গাটস যেসব ছিঁচকেদের নেই তাদের নিয়ে খামোকা ভেবো নাতো।
  • kiki | 69.93.198.50 | ৩০ জুন ২০১২ ০৯:০০557533
  • আর মাইরী আমিও তোমার মতই ভাবতুম পৃথিবীটা আইডিয়াল কিছু একটা হবে। যেটা ঠিক নয় শিখে এসেছি সেটা কেউ করবে না। করলেই রেগে গিয়ে রিয়্যাক্ট করতাম। কিন্তু বয়স আর ধাক্কা অনেক শিখিয়েছে। মনে হয় অমন সরলরেখায় জীবন চলে না। আর সে এক দিক দিয়ে ভালোই। নইলে কেমন বিস্বাদ মতন হয়ে যেত।

    হে হে।

    এবার পালাই।
  • | 127.194.101.87 | ৩০ জুন ২০১২ ১০:০১557544
  • পরকীয়া করতে হলে আমার 'সেই' গার্ল ফ্রেন্ডের সাথে করবো। নাহলে কারোর সাথে নয়।
  • test | 60.82.180.165 | ৩০ জুন ২০১২ ১১:১০557555
  • টেস্ট
  • সিকি | 132.177.187.171 | ৩০ জুন ২০১২ ১১:৪৮557566
  • পরকীয়ার টেস্ট মন্দ নয়। কেবল আমার আজ পজ্জন্ত চেখে দেখা হল না, এই যা দুঃখু।

    হায় কুড়ি।
  • প্পন | 122.133.206.25 | ৩০ জুন ২০১২ ১১:৫২557578
  • হহপাপ ভালো। তার বেশি এগনো নিজের দায়িত্বে।
  • Debashis | 99.147.0.175 | ৩০ জুন ২০১২ ১৪:১৫557589
  • হহপাপ আবার কি রকমের পাপ ঃ), এবং এর জন্য নরকে কি ধরনের শাস্তির উল্লেখ আছে?

    পরকীয়া ক্রাইম কিনা, এই নিয়ে এককের পোষ্টগুলোকে বড় করে ক। বিশেষতঃ শেষ পোষ্টের শেষ প্যারা ঃ))। আর মাথায় লিখে "?" চিহ্ন, নির্মল আনন্দ দিল ঃ))।
  • kiki | 69.93.242.141 | ৩০ জুন ২০১২ ১৪:১৬557600
  • হলেও হতে পারতো পরকীয়া।:P
  • Debashis | 99.147.0.175 | ৩০ জুন ২০১২ ১৪:২৩557611
  • ও! তাহলে এ পাপে নরকে যেতে হবে না। রাস্তায় একটু গঙ্গাজল মাথায় দিয়ে নিলেই চলবে ঃ))।
  • kd | 69.93.243.104 | ৩০ জুন ২০১২ ১৫:১০557622
  • ওঃ, স্পার্কই নিশি! ভালো ভালো।

    আমি স্পার্কের সঙ্গে পুরোপুরির থেকেও বেশী একমত। মানে বাড়িতে বউএর হাতের রান্না না খেয়ে অন্য কারুর বউএর রান্না খাওয়াও একই ক্রাইম। এটাও তো প্রতারণা - জাস্ট একটু অন্য রকমের সার্ভিস।

    একটু কনফিউশন। পরকীয়াকে প্রতারণা বলা হচ্ছে। তার মানে স্পাউসের অজ্ঞাতসারে হ'লে তখন ক্রাইম। জানিয়ে করলে ঠিক আছে তো।

    সুতরাং নেক্স্ট টাইম রেস্টুরেন্টে গেলে বৌকে সঙ্গেই নিয়ে যেও - নইলে বলা যায় না, জেলের ভাতই খেতে হ'তে পারে।
  • nishan | 106.232.46.125 | ৩০ জুন ২০১২ ১৯:৩৬557633
  • আগের threadটার মত গদগদ না এই আমার বাবার ভাগ্যের জোর!
  • riddhi | 118.218.136.234 | ৩০ জুন ২০১২ ২২:২০557644
  • একক কে বলছি, চুক্তি টা হল, (যা ৯৯% পাবলিক বিয়ের আগে করে) ' আমাদের সামাজিক ও যৌন , ট্র্যাজেকটরি ডি এন এ স্টাইলে লেপ্তে জড়িয়ে থাকবে এড-ইন্ফিনিতাম। মানসিক সংকীর্ণতা প্রাকটিস করতে হবে , বিশেষত সেই সব নির্বাচনে যেখানে পুং সেট থেকে স্যাম্পলিং জরুরী । সালসা শেখার পার্ট্নার চাই? কাপল ভেকেশান প্যাকেজ পেয়েছি, কাকে নেব ? বিচিত্র প্রশ্ন, কিন্তু উত্তরে আউট -ওফ -দ্য -বক্স চিন্তা একেবারেই মানা। দেহের কাছকাছি স্পার্মগুলোর জেনেটিক ইম্প্রিন্টেও কোন বৈচিত্র্য সহ্য করা হবে না' । এই চুক্তিটা ভাল না খারাপ, বা কোন সামাজিক ব্যব্স্থার ফসল, সেটা অবন্তর। কথা হল, দুজনেই চুক্তিটাতে মৌখিক সৈ করেছে, যদি এত অসুবিধে, না করলেই হত। করলে এই বাওয়াল টা দেওয়ায় যায়ঃ
    ' প্লান করেছি লাদাখ যাব, সারাজীবান ধরে একটু একটু করে হিমালয়ে উঠব, এক একটা বার্ষিকী একেকেটা পিক, সেই নিয়ে কত দিনের মানসিক বিনিয়োগ, ভবিষ্যতের ম্যাপে হট-স্পট গুলো দাগিয়ে রাখা, আর তুমি বললে শ্রীনগর এ একটু হাওয়া লাগিয়ে চলে আসবে। হোটেল এ হোটেল এ এসি খাবে আর গড়াবে। ওদিকে তোমার কোন ওচা বান্ধবী বলল, 'কেন যে লোকে এত কসরত করে বিয়ে করে, ইউটিউব খুলে দুটো ডি ডি এল যের গান শুন্লেই তো হয়ে যায়।' ফাক ইউ। সালা চৌহানের বাচ্চা। ঘাড় ধরে নিয়ে যাব। আগেই বলেচি, চোদনাদের জন্য এই ট্রিপ নয়। আগেই ব্যাক আউট করতে পারতে। এখন তোমার কাজ হল আমার সাথে থানায় গিয়ে তোমার বয়্ফ্রেন্ডের নামে এফ-আই ঠোকা, তোমার গা গুলিয়ে উঠলে টিকটিকি লাগিয়ে প্রমাণ করে মাল টাকে জেলের ঘানি টানাবো। আমার প্লান টা ছিল হিমালয়, আর তুমি । আবার, আগে থেকে বললে কোন ঝ্যাম ছিল না।'
  • সিকি | 132.177.187.171 | ৩০ জুন ২০১২ ২৩:৫৬557655
  • হাহাচেথেছিপগে
  • Spark | 161.141.84.239 | ০১ জুলাই ২০১২ ০২:০৬557666
  • কেডি, আমি স্পার্ক। কিন্তু কথা তো সেইটাই। স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কও তো থাকতে পারে, তাই না? ধরুন ওয়াই আর জেড, সুখী দম্পতি। কিন্তু ওয়াইয়ের সঙ্গে কে এল এম ইত্যাদি অনেকেরই স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক, আবার সেরকম জেড এর সঙ্গেও আছে এন ও পি কিউ আর ইত্যাদির স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক। সেরকমটাই তো স্বাভাবিক, তাই নয়?
    কিন্তু মুশকিল হলো এই কিছু পেটে টোক্কা মারলে গড়গড়িয়ে মাগ্গা বলতে থাকা কিছু পাব্লিক, এরাই কইতে থাকে পরকীয়া না করতে পারলে নাকি বসন্তহাওয়া বয় না, সুতরাং---
    এরা পূর্ণবয়স্ক মানুষের মধ্যে স্বাভাবিক মানসিক লেভেলের বন্ধুত্বকে মর্যাদা দেন না, এদের মনের মধ্যে সবই ইন্টুবিন্টু টাইপ।
    আর আছে কিছু হার্ডকোর শয়তান, তারা মানসিক সম্পর্ক ব্যাপারটাই মানে না, তারা মানুষ বলতে মনে করে শরীর, আর কিছু না। তবে এরা অনেক সময় সরাসরি কিনে নেয়, লুকিয়ে চুরিচামারি করে না। সেক্ষেত্রেও অবশ্য অপরাধ কম না। ডাকাতি ই হোক আর চুরি ই হোক, কোনটাই বা নৈতিক?
  • Ishan | 60.82.180.165 | ০১ জুলাই ২০১২ ০২:৫৩557677
  • তাইলে কি দাঁড়াল? বিয়ে হল চুক্তি। পরকীয়া হল চুক্তিভঙ্গ। এমনি চুক্তিভঙ্গ করলে জরিমানার প্রভিশন আছে। ভেজ খাবার দিচ্ছি বলে আমিষ দেওয়াতে ম্যাকডোনাল্ডস জরিমানা দিয়ে ফাটিয়ে দিয়েছিল। ওদিকে পরকীয়া করলে ডিভোর্সের প্রভিশন আছে। পরকীয়ার ফলে অনেক ডিভোর্স হয়। কেউ কেউ আবার বিয়ে ও পরকীয়া এক সঙ্গেই করে। ...

    এতো খুবই সিম্পল। এই নিয়ে অতো আলোচনার কি আছে? :)
  • Nishan | 106.232.46.125 | ০১ জুলাই ২০১২ ০৭:১৭557689
  • I second Spark
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন