এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৮২৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব পাল | 78.33.140.55 | ৩১ জুলাই ২০১২ ০৮:৪৫565001
  • অথ প্রেসিডেন্সি কথা!
    -বিপ্লব পাল

    প্রেসিডেন্সির পূর্বতন গৌরব গরিমার উদ্ধার কার্য্যে বর্তমান সরকার গোবরজল খাইয়া লাগিয়াছে। শুনিতেছি, সমগ্র বিশ্ব হইতে মাইক্রোছাঁকিনাতে ছাঁকিয়া ৭৫,০০০ / মাসিক বেতনে অধ্যাপক নিয়োগ হইবে। মিডিয়াতে সাধু সাধু রব উঠিয়াছে। বাংলার অস্তমিত সূর্যমামাকে দিদি বগলদাবা করিয়া পূর্বে লইয়া আসিতেছেন-এই দৃশ্যকল্পে বাঙালী গর্বের ঘটিতে জল ঢালিতেছে। প্রেসিডেন্সি প্রাচ্যের হার্ভাড হইবে, এই আশায় বাঙালী বুক বাঁধিতেছে।!

    উদ্যোগ সাধু। কিন্তু মমতা ব্যানার্জির সেই ৯০% কাজ করিয়া ফেলিয়াছি সুলভ সরলমতি সকল কিছু গলাধিকরনের বিষম বায়ু হেতু, ঢেঁকুর উঠিতেছে।

    [১] রাজ্যের অন্যান্য কলেজের শিক্ষকরা নিয়মিত বেতন হইতে বঞ্ছিত। ইহার উপর ইদানিং জুটিতেছে ছাত্র সমাজের নবতম গুরুদক্ষিনা- পাদুকা প্রহার। আমার প্রশ্ন করিতে ইচ্ছা করিতেছে, পশ্চিম বঙ্গের উচ্চশিক্ষা বলিতে শুধু প্রেসিডেন্সি কলেজের হৃতগৌরবে ডিমের তা দেওয়ার আনন্দবাজারীয় সম্পাদকীয় বুঝাইবে?

    [২] এই সরকার আফিঙের ন্যায় মিডিয়াসেবী। খবরে থাকিতে ওস্তাদ। ইহা তাহারা ভালোই জানে, বারাসাত কলেজের শিক্ষকদের নিয়মিত বেতনে খবর রচিত হয় না। তাহার জন্যে প্রেসিডেন্সির দালানে তেল ফেলিতে হয়। তাহাতে জনগন বুঝিতে পারিবে সরকার উচ্চশিক্ষার জন্যে কাজ করিতেছে। এদিকে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল শিক্ষার শতকরা ৮০% ই বেসরকারি হাতে চলিয়া যাইতেছে।

    [৩] তৃতীয় প্রশ্নটি বাস্তবতার। হার্ভাড হইতে গেলে কড়ি লাগিবে। হার্ভাডে উক্ত টাকা জোগান প্রাত্তনীরা-যাহাদের অনেকেই বিজনেস স্কুল, মেডিক্যাল স্কুল বা ল স্কুলের ছাত্র ছিলেন। এগুলি বৃত্তিমুখী, অর্থমুখী শিক্ষা। স্বরস্বতীর আরাধনা নহে-লক্ষীর সাধনা হইতে আনিত অর্থ। প্রেসিডেন্সিতে স্বরস্বতীর সাধনা সাধু-কিন্ত ইতিহাস কিংবা দর্শন চর্চা করিয়া প্রেসিডেন্সি হার্ভাডের ছায়াও হইবে না। অর্থ না আসিলে, তাহা বারাসাত কলেজই হইবে।
  • i | 147.157.8.253 | ৩১ জুলাই ২০১২ ০৯:৩৮565112
  • বারংবার 'স্বরস্বতী' চক্ষে বড়ই পীড়া দিতেছেন।
  • i | 147.157.8.253 | ৩১ জুলাই ২০১২ ০৯:৪০565223
  • 'লক্ষী'ও।
    এবং 'বঞ্ছিত'।
    এবং 'ণ' র স্থলে 'ন' সকল...
    বড়ই বৈপ্লবিক বানান।
  • a x | 109.54.168.133 | ৩১ জুলাই ২০১২ ০৯:৪৬565334
  • কি হবে জানিনা, তবে সোমক রায়চৌধুরী জয়েন করেছেন দেখলাম।
  • কোয়ার্ক | 24.139.199.1 | ৩১ জুলাই ২০১২ ১২:০০565382
  • হুম! মনে রাখবেন, সোমকবাবু আগেও একবার এদেশে "জয়েন" ক'রে ফের বিদেশে চলে যান।
  • PT | 213.110.243.23 | ৩১ জুলাই ২০১২ ১২:৩৫565393
  • এই ভদ্রলোক ১৯৮৪ সাল থেকে UK-তে আছেন ও গবেষণা করছেন। অর্থাৎ প্রায় তিন দশকের অভ্যাস পরিত্যাগ করে প্রেসির শুন্যঘরে কাজকম্ম শুরু করতে হবে। ইনি কিছু করতে পারলে উত্তম কথা - কিন্তু.......
  • kumu | 132.160.159.184 | ৩১ জুলাই ২০১২ ১২:৪১565404
  • দেশে বিভিন্ন আই আই টি,বিশ্ববিদ্যালয়,সাহা/বোস/ভাবা ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধ্যাপকদের আনা যায় না?
  • Prongs | 24.96.42.119 | ৩১ জুলাই ২০১২ ১২:৪৩565415
  • একটু টাকাপয়সা দিলে কিন্তু আমিই যাই, এবং আমি পড়াতে খুব ভালোবাসি। কেউ একটু বলে দেবেন নাকি? সুগতবাবুকে দেখে এন্থু পাচ্ছি।
  • PT | 213.110.243.21 | ৩১ জুলাই ২০১২ ২২:৩৫565426
  • সেই কি যেন বলে - গেঁয়ো যোগী ভিখ পায় না- সেই রকম আর কি। সুগত বসুর সঙ্গে রাজনৈতিক সখ্যতাও বেশী আর তার সঙ্গে হার্ভার্ড-এর একটা ছায়াও আছে। IIT বা অন্য কোন research institute থেকে লোক আনলে -বিশ্বাস নেই- দু একটা সিপিএম এসে জুটতে পারে। তাই ওসব বাদ।

    প্রেসির ব্যাপারটা আরেকটা ব-অ-অ-ড় ঢপ হতে চলেছে। একটা খুব সাধারণ হিসেবঃ একটা chemistry dept -এ নিম্নতম মানের গবেষণা শুধু চালু করার জন্য যে কটা পাতি instrument দরকার তার জন্য কম করে ১০ কোটি টাকা দরকার। Bio-সংক্রান্ত কিছু করতে গেলে তার জন্য আরও বেশী টাকার প্রয়োজন হবে। সমস্ত IISER-গুলোতে এবং নতুন IIT-গুলোতে কেন্দ্রীয় সরকার টাকা কড়ি খরচা করেও সেই ধরণের কোন গবেষণা এখনো চালু করতে পারেনি।
  • a x | 138.249.1.194 | ৩১ জুলাই ২০১২ ২৩:১৬565002
  • কোয়ার্ক, এটা জানতাম না। কোথায় জয়েন করেছিলেন আগে?
  • S | 138.231.237.4 | ৩১ জুলাই ২০১২ ২৩:২৭565013
  • PT কে প্রশ্ন,
    দেশে কোলাবরেটিভ রিসার্চের কি হাল ? যেখানে অলরেডি ইন্সট্রুমেন্ট গুলো আছে তাদের সাথে কোলাবোরেশান করার কথা ভাবা হয় ?
  • Generic Letter | 160.212.67.196 | ৩১ জুলাই ২০১২ ২৩:৫৪565024
  • ইন্স্ট্রুমেন্টের ব্যাপারটা না হয় বোঝা গেল। কিন্তু অঙ্ক, ইকনমিক্স, ইতিহাস, সোশিয়োলজি, পলিটিকাল সায়েন্স এসব বিষয়ে রিসার্চ করতে লাগে খাতা আর পেন্সিল। তাতেই বা প্রেসির হালত কি? ব্যাপারটা শুধু পয়্সা নয়।
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১২ ১১:১২565046
  • @ S
    প্রথমতঃ অন্য কারো কাছে instrument আছে সেই ভরসায় আমি গবেষণা করতে শুরু করলাম তাতে কোন কাজ হয়্না। JU, KU ইত্যাদিতে এইভাবেই গবেষণা চলছে এতদিন ধরে - তাতে কোন সু- কু- কোন ফলই ফলেনি। দ্বিতীয়তঃ সমস্যাটা সামন্ত্রতান্ত্রিক ধাঁচের। আমি কোন একটি instrumentএর পালক-পিতা - হয়ত সরকারী ভাবেই আমি সেই দায়িত্ব পেয়েছি। কিন্তু অন্যের sampleএর data জোগাড় করে দিয়ে আমার কি লাভ? হয় পয়সা দিতে হবে আর না হলে শুধু data জোগাড় করে দেওয়ার জন্য গবেষণাপত্রে আমার নাম দিতে হবে। এসবে কেউ রাজি না হলে বলব যে instrument "খারাপ" আছে - একমাস বাদে যোগাযোগ করবেন, ইত্যাদি।

    @GL
    সঠিক লিখেছেন। উঠোন্তি মূলো পত্তনেই চেনা যায়!! প্রেসির সমস্যার সঙ্গে বাম-ডান রাজনীতির সমস্যার যোগাযোগ কম একথা অনেক আগেই লিখেছি। ব্যক্তির নিজস্ব ইচ্ছাতে গবেষণা শুরু হয়। সেই ইচ্ছাটাই প্রায় নেই। নাহলে ইতিহাস, দর্শন ইত্যাদিতে সব বিশ্ববিদ্যালয়গুলো ঔজ্জ্বল্য দেখাতে পারত। তবে এখন বিজ্ঞানচর্চা বিপুল ব্যয় সাপেক্ষ ব্যাপার।
  • i | 147.157.8.253 | ০১ আগস্ট ২০১২ ১১:৩৩565057
  • পিটি র ১১ঃ১২র পোস্টে যা লিখলেন, বহুবছর আগে সে যন্ত্রণাদায়ক পথে হেঁটেছিলাম।
    ইউনিতে যে বিষয়ে কাজ করছিলাম, অ্যানালিসিসের উপযুক্ত ইন্স্ট্রুমেন্ট ছিল না-রাস্তার ওপারের ইনস্টিটিউটগুলি, শহরের অন্যান্য গবেষণাগার, অন্যরাজ্যের গবেষণাগারে স্যাম্পল পাঠাতে হত । কেউ বলতেন পেপারে নাম দিতে হবে, কারো যন্ত্র খারাপ হয়ে পড়ে আছে তো আছেই, কোথাও অপারেটরের জলবসন্ত, কোথাও অ্যানালিসিস করতে গিয়ে স্যাম্পল নষ্ট করে ফেলা... এবং সেই নষ্ট করে ফেলা স্যাম্পল হয়তো আমার দেড় দু মাসের কাজ। শেষমেষ নিজের পকেটের পয়সা খরচ করে ট্রেনে চেপে ভিন্ন রাজ্যে হাতে করে স্যাম্পল নিয়ে গিয়ে অ্যানালিসিস করিয়ে আনি।
    হয়তো হাইজ্যাকিত হল টই, কিন্তু এই ছিল আমার কোলাবরেটিভ রিসার্চের অভিজ্ঞতা সে সময়ে। আজ পিটির পোস্টে মনে পড়ে গেল। এখন কি অবস্থা জানি না।
  • de | 213.197.30.4 | ০১ আগস্ট ২০১২ ১১:৩৬565068
  • আমি পিটিবাবুর সঙ্গে একটু দ্বিমত পোষণ করলাম -- গত কয়েক বছর ধরে কনডেন্সড ম্যাটার রিসার্চের কথায় বলতে পারি -- কোল্যাবোরশানের সংখ্যা অজস্র বেড়েছে। একদল স্যাম্পল বানাচ্ছেন আর তার বিভিন্ন রকম অ্যানালিসিস (থিওরেটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল) দেশের বিভিন্ন ল্যাবে হয়েছে, এরকম পেপারের সংখ্যা এখন অনেক বেড়েছে। এছাড়াও IUC র মতো অনেক ইন্সটিট্যুট আছে যাদের কাজই হলো ইউনিভার্সিটির রিসার্চার দের হেল্প করা-- ইন্স্ট্রুমেন্টাল হেল্প গুলো সেখানেও চাওয়া যায়।

    কমন ইন্টারেস্ট থাকলে ব্যাপারটা ঠিক "ডেটা দেওয়ার" মতো নয় -- অনেক ইন্স্ট্রুমেন্টেই ব্যাপারটা ঠিক ইনপুট দিলাম আর আউটপুট পেলাম -- এর মতো সোজা নয়। যথেষ্ট পরিশ্রম সেখানে থাকে।

    দিনের শেষে আসল কথা কাজ করার ইচ্ছে আর তার চেষ্টা-- এইটা থাকলে ইন্স্ট্রুমেন্টাল হেল্প কোল্যাবোরেটিভ মোডে নিয়েও ভালো কাজ করা যায়!
  • de | 213.197.30.4 | ০১ আগস্ট ২০১২ ১১:৩৮565079
  • ইন্দ্রাণী-দি -- এখন অবস্থা অনেক ভালো -- আমি অবশ্য কনডেন্সড ম্যাটার মেটিরিয়াল রিসার্চের কথা লিখলাম, বায়ো বা কেমিস্ট্রির কথা জানিনা!
  • i | 147.157.8.253 | ০১ আগস্ট ২০১২ ১১:৪৮565090
  • দে,
    মাঝে এতগুলো বছর, অবস্থা অনেকখানি ভালো হওয়াই তো উচিত।
    তবে সেই সব চোখে জল আনা অভিজ্ঞতা থেকে অনেক শিখেছি-সেও ঠিক । জীবনের ধন কিছুই যাবে না ফেলা ইত্যাদি ...
  • না বললেই ভাল | 24.139.199.1 | ০১ আগস্ট ২০১২ ১৩:০৪565101
  • প্রেসির কায়দা নিয়ে অনেক গপ্প চলছে বাজারে। কোনদিকে গেলে বিজ্ঞান চর্চার সুরাহা হবে জানা নেই, তবে কেমন যেন মনে হয় গোটা ক্যাল্কেসিয়ান আকাদেমিয়া এতটাই রাজনীতি-সম্পৃক্ত যে পলিটিক্যাল সায়েন্স বিষয় টি ই একমাত্র বিষয় যাতে রিসার্চ ভাল হতে পারে।
    কোন বিজ্ঞান ডিপার্টমেন্ট এর এইচ ও ডি। নাম না করাই যুক্তিযুক্ত। ছিলেন, দার্জিলিং জোনে রিডার। প্রফেসর হন সেখানেই। থাকতে চান নি, প্রশাসনিক পদে সুইচ করে কলকাতায় ট্রান্সফার নেন, এবং আলিমুদ্দিনের নিতান্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন। "কোথা হইতে কি হইল " স্টাইলে হঠাত দেখা যায় তিনি প্রেসির প্রফেসর, এবং সুন, চেয়ার।
    বিগত বেশ কিছু বছর ধরে নিজের ও স্ত্রীয়ের অগণিত ছাত্রছাত্রী দের বিভিন্ন উচ্চ মানের কলেজে/ইউনিভারসিটি তে শিক্ষক পদে ঢুকিয়েছেন। উদাহরণঃ বেথুন, সেন্ট জেভিয়ারস, ক ইউ! নিজের বিভাগে শিক্ষকেরা অন্য ইউনিভারসিটি তে প্রফেসরশিপ পেলে রিলিজ দেন নি, এই অজুহাতে প্রেসি শিগগির ইউনিভারসিটি হবে, এবং এখানেই প্রফেসরশিপ পাওয়া যাবে। ইতিমধ্যে পাশা উলটল।
    তৃণ হুজুগে আলিমুদ্দিন নন ফাংশনাল। তিনি প্রফেসর হন নি, এইচ ও ডি ও আর নেই, একজন ই প্রফ নেওয়া হয়েছে বিভাগে, বাইরে থেকে। যে শিক্ষকদের রিলিজ দেওয়া হয়নি তাদের কাছে "শো কজ" নোটিশ এসেছে। এবং এই ব্যাক্তিকে ফিরে যেতে বলা হয়েছে দার্জিলিং এ! এই দীর্ঘ সময় যে তিনি পরিচ্ছন্ন ভাবে এইচ ও ডি ছিলেন না, সেটিও আর চাপা রাখা মুশকিল!
    আপাতত তিনি তৃনমূলের অফিসে ধরনা দিচ্ছেন।

    আর আপনারা বায়লজির গবেষণা চাইছেন প্রেসি তে। বলি সময় কই!
  • কোয়ার্ক | 24.139.199.1 | ০১ আগস্ট ২০১২ ১৩:১৩565113
  • a_x, যদ্দুর জানি IIA
  • | 132.248.183.1 | ০১ আগস্ট ২০১২ ১৩:৩১565124
  • ঃ))
  • PT | 213.110.243.23 | ০১ আগস্ট ২০১২ ১৩:৪১565135
  • নিত্যপ্রয়োজনীয় data জোগাড় করা এক ব্যাপার আর collaboration-এর দর্শনটা সম্পুর্ণ আলাদা। basic data জোগাড় করে ওঠা অত্যন্ত কঠিন কাজ এদেশে যদিনা IACS, IICB, IISC, CCMB, NCL, IICT এবং কিছু IIT-তে গবেষণার কাজ চলে। সারা দেশের বেশীর ভাগ বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা অতি তীব্র। সারা দেশে অনেক national centre জাতীয় ব্যাপার আছে - কিন্তু সেগুলোর service প্রশ্নাতীত নয়। এই জাতীয় সমস্যার সমাধান প্রেসিতে কিভাবে করা হয় সেটা দেখার জন্য উন্মুখ হয়ে আছি।
  • না বলাই ভাল | 24.139.199.1 | ০১ আগস্ট ২০১২ ১৪:০৫565146
  • ্কিন্তু প্রেসি তো এই জাতীয় সমস্যার সমাধান করতে আদৌ উন্মুখ নয়। আপাতত শিক্ষক শিক্ষিকা দের আবেদন পত্রের লাল/সবুজ রঙ বেছে ক্লাসিফাই করতে গিয়েই তাদের নতুন পিওন রাখতে হচ্ছে। সত্য কথা।
  • VB | 161.141.84.239 | ০১ আগস্ট ২০১২ ২৩:৩০565157
  • সোমক রায়চৌধুরী? উনি তো ছিয়ানব্বুই সালে পুনের IUCAA তে ছিলেন। মানে তখনো বিদেশ থেকে স্বদেশে ফিরে কাজ করছিলেন। তারপরে কী হইলো? উনি আবার বিদেশে চলে গেলেন। এখন আবার ফিরেছেন নাকি ফিরবেন বলেছেন?
    অক্ষদা, ওনাকে ব্যক্তিগত স্তরে চেনেন নাকি?
  • a x | 138.249.1.202 | ০১ আগস্ট ২০১২ ২৩:৩৭565179
  • না না। উনি তো নামকরা লোক তাই জানি।
  • a x | 138.249.1.202 | ০১ আগস্ট ২০১২ ২৩:৩৭565168
  • না না। উনি তো নামকরা লোক তাই জানি।
  • VB | 161.141.84.239 | ০১ আগস্ট ২০১২ ২৩:৪০565190
  • আচ্ছা, অনেক বাঙালি ওনার নাম বলেন টলেন, কিন্তু খুব সংকোচের সঙ্গে জানতে চাইছি ওনার কাজকর্ম ঠিক কী জিনিসের উপরে? কী কী করেছেন?
  • a x | 138.249.1.194 | ০১ আগস্ট ২০১২ ২৩:৪২565201
  • এইরে পড়া ধরছ নাকি! গ্যালাক্সি বিষয়ক কিছু করেছেন বলে জানি। আরো ডিটেল্স চাইলে বাড়ির লোককে ফোন করতে হবে। এখন পারুম না।
  • VB | 161.141.84.239 | ০১ আগস্ট ২০১২ ২৩:৪৬565212
  • না না ছি ছি পড়া কীসের? আরে গুগলাকাকু তো দেখিয়ে দিলেন ওনার সিভিসমেত সবই। খুবই ভালো, তবে কিনা হয়তো আরো অনেক বাঙালি ই এরকম কাজ করেছেন। এনার পাবলিসিটির নেপথ্যে হয়তো আ বা প এর কিছু অবদান ও আছে। ঃ-)
  • ranjan roy | 24.96.60.242 | ০২ আগস্ট ২০১২ ০০:০৬565224
  • @ না বল্লেই ভাল,

    আপনার অধ্যাপকটি ফিজিক্সের কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন