এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০২:৩৬565126
  • অন্য সাবজেক্টের কথা বলতে পারি না, কিন্তু সায়েন্স স্ট্রীমে এমন লোক আনার চেষ্টা করা উচিত যাঁরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক। সেই হিসেবে অরূপ বোসের মত লোককে আনা বেশি জরুরী। গুণ কেমন পড়ান আর বোস কেমন পড়ান সেটা বিবেচ্য হওয়া উচিত না।
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০২:৪৭565128
  • কেন? গবেষণা কোন কাজে লাগবে আন্ডারগ্র্যাডদের?

    অধিকাংশ আন্তর্জাতিক ভালো গবেষক তো পড়ানোকে সেকেণ্ড ক্লাস জব বলে ভালোবাসে না, করেও না।
  • a x | 138.249.1.194 | ১১ জুন ২০১৩ ০২:৪৭565127
  • "But Zachariah claimed that the university was tampering with the semester question papers. “I got to know that the university had opened the seal of the question papers. They also did not introduce my proposal to allow students to take home the questions and answer them,” he said. The university, however, denied the allegation."
    http://www.hindustantimes.com/India-news/Kolkata/It-is-Zachariah-vs-Presidency-V-C/Article1-1072380.aspx

    It was decided at the meeting of the moderation committee that the two modules that Benjamin taught will be tested on take-home, open-book system. The question paper was made accordingly, though Prof Guha-Thakurta opposed the idea at the meeting.

    “I was extremely uncomfortable with the phone calls that followed thereafter on the matter of dropping the “take home” examination option for this year. Finally, I must underline that I have not been involved in any changes that may have been brought about in the PG examination questions that were mutually agreed upon, moderated and properly sealed in official envelopes in that meeting,” wrote Prof Guha-Thakurta in her mail.

    She added that lack of transparency and proper procedure in handling of several critical issues, like examination questions, examination formats and syllabi has been very disconcerting, which finally forced her to dissociate from the academic committee.

    However, dismissing any possibility of question papers being tampered with, V-C Prof Malabika Sarkar said: “Question papers are untouched. But it is true that there will be no take-home questions as this is not in our policy.”

    http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=459859&catid=35

    এগুলো পড়ে তো মনে হচ্ছে যে ওপেন বুক পরীক্ষা কথাবার্তা বলেই ঠিক হয়েছিল, এবং যেহেতু প্রশ অপরিবর্তিত রাখা হয়েছে তাই মালবিকা সরকার বলছেন ট্যাম্পারিং হয়নি।
  • a x | 138.249.1.202 | ১১ জুন ২০১৩ ০২:৪৯565129
  • প্রশ্ন*
  • a x | 138.249.1.206 | ১১ জুন ২০১৩ ০২:৫০565130
  • অভ্যুর কথাটা পুরোপুরি মানতে পারলাম না। প্রেসিডেন্সি কি রিসার্চ ইনস্টিটিউট হতে চায় বেসিকালি?
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০২:৫৩565131
  • আকাদা এইটা বোঝানো খুব কঠিন - নিজে সেরকম লোকের কাছে না পড়লে বুঝবে না। একটা ভালো রিসার্চারের কাছে দুটো কোর্স পড়লেই কেরিয়ার ঠিক হয়ে যেতে পারে। সেই ক্ষমতা কোনো নন-রিসার্চার ভালো টীচারের থাকে না। জয়ন্ত ঘোষের আছে। আমার ক্ষেত্রে সেই কাজটা করেছিলেন রাহুল মুখার্জ্জী। শুধু একটা জিনিস খেয়াল করে দেখ, আমেরিকায় অনেক ডীন পর্যন্ত আন্ডারগ্র্যাড কোর্স পড়ান।
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০২:৫৪565132
  • অক্ষ, আমি ধরে নিয়েছিলাম প্রেসিডেন্সি রিসার্চ ইনস্টিটিউট হবার আশা করে। তা না হলে কিছুই বলার নেই। চলুক যেমন চলছে।
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০২:৫৯565133
  • কিন্তু তাহলে ইয়ং ফ্যাকাল্টিদের আনতে চাইছে কেন? এখন আর রিসার্চ করে না (বা কোনোদিনই করত না), শুধু ভালো পড়ায় তেমনি লোক দেখে আনলেই পারে।
  • maxmin | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০৩:০১565134
  • ওপেন বুক ব্যাপারটা দুপক্ষই স্বীকার করেছেন। কিন্তু 'the university had opened the seal of the question papers' -- এটা হয় সত্যি নয়তো মিথ্যে। দুরকম হয়না।
  • a x | 138.249.1.206 | ১১ জুন ২০১৩ ০৩:০৩565136
  • কেরিয়ার ঠিক হয়ে যেতে পারে মানে?
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০৩:১১565137
  • রিসার্চের সঙ্গে যুক্ত না থাকলে আন্ডারগ্র্যাজুয়েটে ভালো পড়ানো যায়না, এটা ইকনমিক্স বিষয়েও হাইলি প্রযোজ্য। থিয়োরি বিশেষ করে।
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০৩:৩৯565138
  • অক্ষ @03:03 AM, এতোটা ইন্সপায়ার্ড হল যে অ্যাকাডেমিক্সে যাবে, ব্রডলি কি নিয়ে রিসার্চ করবে এগুলো নিয়ে দ্বিধা দ্বন্দ রইল না।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০৪:০৫565139
  • দিলীপ মুখার্জিরাও একই রকম ইন্সপায়ার্ড হয়েছিলেন। এবং সেটা সম্ভব হুয়েছিল রিসার্চ সেন্টার থাকার ফলেই। প্রেসিতে।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০৪:০৮565140
  • অভ্যুর সংগে একমত হলাম, অভ্যু তাতে পাত্তা দিল না।
  • Bhagidaar | 216.208.223.1 | ১১ জুন ২০১৩ ০৪:০৯565141
  • রিসার্চ ইনস্টিটিউট ই যদি না হবার ইচ্ছে তো লাফিয়ে ঝাম্পিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে ইউনিভার্সিটি হবার প্রয়োজন কি ছিল? সুধু অটোনমি?
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০৪:১২565142
  • না না পাত্তা দিলাম তো। :)
    কিন্তু আমার মতো লোকের পাত্তা পাওয়া না পাওয়া নিয়ে আপনি এতো মাথা ঘামাচ্ছেন কেন? :)
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০৪:২৪565143
  • ইউনিভার্সিটি কে করেছে? বাম ফ্রন্ট।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০৪:২৬565144
  • মাথা তো আমি ঘামাই। 'আমি এরকমই'। ঋতুর মত বললাম।
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০৭:৪২565145
  • রাহুল মুখার্জ্জী এক্সেপশনাল, ওনাকে দিয়ে সবাইকে বিচার করা উচিত না।

    আম্রিগায় রিসার্চ ইন্সটিটিউট গুলোতে পড়াশুনোর মান কমছে বহুবিধ কারণের মধ্যে কিছুঃ

    ১। প্রফেসররা শুধু নিজের পেপারের সংখ্যা বাড়াতে ব্যস্ত, যার অধিকাংশই ট্র্যাশ

    ২। স্টুডেন্ট, টীচার ইন্টার‌্যাকশন আশি বা নব্বইয়ের দশকের থেকে কমেছে কারণ টীচাররা টাইম দেয় না।

    ৩। টিচিং অ্যাজ এ হোল সেকেণ্ডারি জব হয়ে দাঁড়িয়েছে, ও আমি তো রিসার্চ করি, পড়ানোও থাকে কিন্তু হেঁ হেঁ।

    আমি বলছি না কিন্তু, কদিন আগে এনপিআরে বিশদ কথাবার্তা হচ্ছিল।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ০৭:৫১565147
  • আমেরিকার শিক্ষার মান আমার বক্তব্য ছিল না। আমার মূল বক্তব্য ছিলো এক্সেপশেনাল রিসার্চারদের রিক্রুট করা উচিত (ট্রাশ পেপার লেখা লোকেদের না) কারণ তারা পুরো ডিপার্টমেন্টের স্ট্যাণ্ডার্ড ভালো করতে পারবে।
  • sosen | 111.63.215.169 | ১১ জুন ২০১৩ ০৮:৪০565148
  • কিচ্ছু বুঝলামনা। আন্ডারগ্র্যাজুয়েটে, পোস্টগ্র্যাজুয়েটে; মানে আমাদের বি এস সি এমএসসি তে গবেষণা -মনস্কতার দরকার নেই? ২৪ বছর বয়স অব্দি জেনারাল এডুকেশনে ছেলেমেয়েরা শুধু শিখবে, মুখস্ত করবে? প্রয়োগ করবেনা? অরিজিনালিটি তৈরির দরকার নেই? সিলেবি মেনে কোর্স শেষ করলেই পৃথিবীর ক্রমমুক্তি হবে?

    অবিশ্বাস্য।
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ০৯:৫৯565149
  • আকা,

    ১। স্ট্যাটিসটিক্স কম বদলি র একটা কারন হল তখন হাতে গোনা কলেজে স্ট্যাট পাড়ানো হত।

    ২।এজি র ব্যাপার টা জানি না। কিন্তু আমার বাবার ক্ষেত্রে বদলি র কথা উঠেছিল। কিন্তু সেই সময়্ত বাবা কে বারসারের দায়িত্ব দেওয়া হয়।বেশ কিছু বছর বাবা সেই দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব শেষ হবার পরে বাবার আর বছর তিনেক চাকরী ছিল। তাই ও ই বয়েসে আর ট্রানসফার করা হয় নি। ফলতঃ বাবা সারা জীবন ই প্রেসি তেই পড়িয়েছেন।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১০:০১565150
  • রঞ্জনদাকে একটা ছোট্ট কারেকশন - মালবিকা সরকার ডঃ নন।

    অভিযোগ যাই হোক না কেন, যত সিরিয়াসই হোক না কেন, একটা ইনভেস্টিগেশন হওয়ার কথা, এবং সেখানে অভিযুক্তকে বলার সুযোগ দেওয়ার কথা। এই নিয়ম অন্ততঃ বিদেশে তো চালু জানি।

    উদাহরণ হাতের কাছেই আছে - কদিন আগে প্লেজিয়ারিজম নিয়ে যে ঘটনার কথা বলেছিলাম। নর্থ ক্যারোলিনা ইউনির কাছে সমস্ত প্রমাণ আছে ওই লোকটির জালিয়াতি নিয়ে, কিন্তু তা সত্ত্বেও ইউনিভার্সিটি আলাদা করে কমিটি বানিয়েছে এইটা দেখার জন্যে, এবং লোকাল আই ট্রিপল ই-ও তাই। শুধু আমার অভিযোগ এবং পাঠানো প্রমাণ (সে যত অকাট্যই হোক) - এসবের ভিত্তিতে ওই লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি।

    এবং প্লেজিয়ারিজমের অভিযোগ টেবিলে পা তোলার চেয়ে অনেক বেশি গুরুতর।
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:০৫565151
  • গ্রাজুয়েসনে গবেষনা মনস্ক তার কি দরকার?
    তার তো তখন বিষয় টা শিখছে ভালো ভাবে? তখন সেই বিষয় টা ভালো ভাবে বোঝাতে পারবে এমন শিক্ষকের দরকার।

    তবে মাস্টার্স এ শিক্ষকতা সঙ্গে সঙ্গে খানিক টা গবেষনার মানসিকতাঅ আনার দরকার আছে। কারন এখানে পড়ানো বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে কোন একটি বেছে নিয়ে ই সে ভবিষ্যতে গবেষনা করবে। এখানে একটি বিশেষ বিষয়ের প্রতি ভালোবাসা জন্মানোর দায়িত্ব শিক্ষকের।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১০:১৪565152
  • রিসার্চ মাইন্ডসেট আন্ডারগ্র্যাড লেভেল থেকে তৈরী হওয়াই ভালো। তখনই সে ডিসাইড করতে পারবে যে মাস্টার্স এবং বিয়ন্ড যাবে নাকি শুধু ব্যাচেলর্স অবধিই থাকবে।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ১০:১৭565153
  • ব-এর 10:05এর পোস্টের সাথে ভয়ঙ্কর মতানৈক্য হইল।
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:১৮565155
  • কিন্তু তখন তো সে সাবজেক্ট শেখে নি। আর একান্ত অভাব ভালো টিচারের।

    বেশীর ভাগ শিক্ষক তো কোর্স টা শেষ করতে পারেন না বা নম নম করে সেটা কে শেষ করেন। নিজে পরিশ্রম করে সাবজেক্ট টাকে আরো আকর্ষনীয় করা তো দূরের কথা।
  • sosen | 111.63.215.169 | ১১ জুন ২০১৩ ১০:১৮565154
  • দুই স্টেপ এই দরকার। শেখা এবং প্রয়োগ করতে পারা, স্বাধীন চিন্তা করতে পারা এই দুয়ের মধ্যে গ্যাপ মুছে ফেলা খুব জরুরি। বিভিন্ন একাডেমি থেকে যে বি এস সি সামার ফেলোদের পড়িয়েছি তাদের অধিকাংশই উদগ্রীব এবং শার্প। সকলেই গবেষণা না-ও করতে পারে, কিন্তু পড়া এবং শেখা যে শুধু বইয়ের পাতায় আবদ্ধ নয় এই ট্রেনিং এর জন্যই গবেষণামনস্কতার প্রয়োজন।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১০:২০565156
  • সোসেনকে ক, এবং যারা আন্ডারগ্র্যাড লেভেলে রিসার্চ মাইন্ডসেটের উল্ট বলছেন তাঁদের ক' ;-)
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:২২565158
  • অভ্যু তুমি এখানে ই পড়েছো। এখানে কী ভাবে পড়ানো হয় বলো। তুমি নরেন্দ্র্পুরে পড়েছে ওখানে PG,নন্দ দা, উত্তম দা, অনিল বাবু অনেক ভালো ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পেয়েছো।

    সেটা আর কটা কলেজে সম্ভব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন