এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০৫:৩২565059
  • কোশ্চেন পেপার বদলানো আর ওপেন নোট/বুক কে ক্লোসড নোট/বুক করে দেওয়া একই রকম জিনিস। কারণ প্রশ্নগুলো সেই ভাবেই করা হয়। টেক হোম পরীক্ষায় আমি যে প্রশ্ন করব ইন ক্লাস এক্সামে সেটা করব না। ইত্যাদি।

    যাই হোক, ভালো ভালো স্কলারদের তাড়িয়ে প্রেসির মান কি উন্নত হবে? যে লোকের অন্য যাবার জায়গা আছে সে কেন হ্যাটা খেয়ে পড়ে থাকবে? ভালো লোককে রাখতে গেলে তাকে সম্মান করতেও তো জানতে হবে। এখানে বাঁশটা খেলো কে? কিছু ছাত্রছাত্রী/রিসার্চ-স্কলার। জাকারিয়া ভালো স্কলার, তিনি অন্যত্র পজিশন খুঁজে নেবেন।

    আর এক সঙ্গে অনেকগুলো ভালো রিক্রুট করাও জরুরী, নইলে বাকিরা তো হিংসেতেই মরে যাবে :)
  • ম্যাক্সিমিন | 69.93.242.221 | ১০ জুন ২০১৩ ০৫:৪৯565060
  • হ্যাঁ জাকারিয়া অন্যত্র পজিশন খুঁজে নেবেন। কিন্তু তিনি একটা কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের চাকরিতে সেটা কখনোই করা যায় না, করলে চাকরি যেতে পারে। সেটা হল ফাইনাল পরীক্ষা সংক্রান্ত কোনো কথা বাইরের লোককে জানানো। তিনি সেটা করেছিলেন। ফেসবুকে ক্যাম্পেইন করেছিলেন। ইন হিজ ক্যাম্পেইন এগেইস্ট দি ইন্সটিটুশন, হি অলসো ডাইভালজড হোয়াট হ্যাপেনড ইন দি মডারেশন বোর্ড।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০৫:৫৫565061
  • তা বটে। কিন্তু তাই বলে ওনার মতো লোককে এক কথায় বরখাস্ত? ঠিক মতো প্রসিডিওর ফলো করা হয়েছিল? জানি না। সোসেনও যেমন 11:51 PMএর পোস্টে লিখেছেন ...
  • ম্যাক্সিমিন | 69.93.242.221 | ১০ জুন ২০১৩ ০৬:০০565062
  • পরীক্ষা নিয়ে সমস্ত কিছু গোপনীয়। যতক্ষণ আপনি ইউনিভ এর অংশ, ততক্ষণ আপনি বাইরে বলতে পারেন না। এমনকি মডারেশন বোর্ডের কোনো সিদ্ধান্ত মডারেশন বোর্ডের বাইরে যাবে না। স্টিক্টলি স্পীকিং, টীচারদের মধ্যে গল্পচ্ছলেও বলা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে চাকরি যায়।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০৬:০৩565063
  • শোকজ টোকজ কিচ্ছু লাগে না? দুধে লেবুর রস দেওয়ার মতো, দিলেই ছানা কেটে যায়?
  • ম্যাক্সিমিন | 69.93.242.221 | ১০ জুন ২০১৩ ০৬:১০565064
  • অত জানি না, এইটুকু বুঝি যে, এরকম লোক নিয়ে একটা নতুন বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা যায় না। একটা সিদ্ধান্ত হয়েছে, যা আগে ছিল না। এখন থেকে প্রফেসর (ফুল প্রফ) এর ইন্টারভিউ নেওয়া হবে।
  • ম্যাক্সিমিন | 69.93.242.221 | ১০ জুন ২০১৩ ০৬:২০565065
  • একটা কথা বলুন তো? শো কজ করলে ভিসির কী ক্ষতি হত? কিছুদিন দেরি হত। একটু দেরি হত বই নয়। জাকারিয়ারই বা কী লাভ হত?
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ০৬:৪২565066
  • সব মিলিয়ে আমার পার্সেপশন হয়েছে জাকারিয়া কিঞ্চিৎ পাকা ছোঁড়া। রজত রায় জাকারিয়ার টিচার এখন বোধহয় পঁয়ষট্টি আপ।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০৬:৪৫565067
  • মুশকিলটা সেই খানেই আকাদা। এদেশের ভালো ইউনিতে পাকা ছোঁড়ার অভাব নেই এবং পঁয়ষট্টি প্লাস হেড ডিপেরা হাসি মুখে তাদের আবদার সহ্য করেন। আইভী লীগ (দেশি) হতে গেলে এইটুকু পরিবর্তন তো চাই।
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ০৭:২৬565069
  • এইটা আমি একেবারেই মানতে পারলাম না। বঙ্গ কালচারেই একসময়ে প্রেসিডেন্সি আইভি লিগ স্ট্যাণ্ডার্ড ছিল। জাকারিয়া রজত রায়ের হাতেই তৈরি।

    আর এদেশেও কলিজিয়ালিটি বড় ফ্যাক্টর। বহু উদাহরণ আছে উদ্ধত আচরণের জন্য চাকরি যাবার। আরে টিমে কাজ করতে না পারলে একটা ওপেন বুক এক্সাম করে কি চারটি মোজা ছিঁড়বে। অন্তত এক্ষেত্রে আমার ভোট জাকারিয়া পাবে না। যদিও পুরোটাই পার্সেপশন, আসল ঘটনা জানা নেই।
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ০৭:৩০565070
  • আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে এখানে টিম এফর্টের ওপর বড় জোর দেওয়া হয় ইন জেনারাল। দু একটি এক্সেপশন থাকেই, সেগুলো এক্সেপশনই। সেপ্টেম্বরে জয়েন করে কেউ যদি নভেম্বর থেকে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে থাকে তাহলে সিরিয়াস প্রবলেম হ্যাজ।
  • sosen | 125.242.128.150 | ১০ জুন ২০১৩ ০৮:০৮565071
  • এই "পাকা ছোঁড়া" কনসেপ্ট নিয়েই সমস্ত শিক্ষায়তন এই বঙ্গে চলছে এবং চলবে, তাতে প্রসিডিওর আর সিস্টেমের যে রকমই শ্লীলতাহানি হোক না কেন, এবং তাতে আখেরে কার লাভ ; সে কথা আর জাহির করে লাভ নেই।
    মিডিওকারস ব্রিড মিডিওকারস এবং মিডিওকারস হায়ার মিডিওকারস ; আর নিম্নগামী গবেষণা মেধার পিরামিড দিয়ে আইভি লীগের ভিত্তিপ্রস্তর হয়না। কেরানিগিরি এবং পারস্পরিক তৈলমর্দনের ক্ষেত্র তৈরী হতে পারে।
    টিমওয়ার্ক ? দেশে ইয়ং ফ্যাকাল্টির কাছে টিম ওয়ার্ক মানে প্রতিটি ফ্যাকাল্টি মিটিং এ মুখে স্মিত হাসি ঝুলিয়ে বসে হাঁ করে হেড ডিপের দিকে তাকিয়ে থাকা। প্রত্যেকটা কথার ওজন মাপা, কিছু ভুল বলে ফেললাম নাতো । এই ক্যালকুলেশন করতে করতে কয়বছর পর পারঙ্গম হওয়া আর সঠিক স্থানে তেল দিতে শেখা। টিমওয়ার্কে কন্ট্রিবিউশন বলতে এই জিনিসটা? পঁয়ষট্টি প্লাস লোকের কথাতেই ডিপ চলবে, পড়াশুনোর , পরীক্ষার ধরন নির্ধারিত হবে, তাহলে why hire young people ? Why invite young minds ?

    ও সব আইডেনটিফিকেসনের গল্প ছেড়ে দিন। কেউ কারোর সাথে আইডেনটিফাই করে কিছু বলছে না। তাহলে কি আমি ধরে নেব আকাদা পঁয়ষট্টি প্লাস ও সর্বদা আপার হ্যান্ড নিতে অভ্যস্ত এইচ ও ডি র সাথে আইডেনটিফাই করছেন? দলে না পড়া মাছেদের কি ভাবে ভিকটিমাইজ করা হয়, সে ব্যাপারে আমার অলরেডি খোলা পাতায় প্রকাশিত আইডেনটিটির কারণেই কিছু বলতে পারলাম না এই মুহূর্তে। তবে কলিজিয়ালিটি সম্পর্কে আকাদার কনসেপ্ট আদর্শ হিসাবে একেবারেই মানতে পারলামনা, এদেশে যে এটাই চলে, তা মেনে নিলাম।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০৮:১৬565073
  • দেশের শিক্ষায়তনে কি ভাবে কাজ চলে সে বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই আমার, কিন্তু সোসেনের বক্তব্যের সাথে একমত। আমেরিকার অ্যাকাডেমিক্স নিয়ে কিছু অভিজ্ঞতা আছে, তার নিরিখে আকার 7:30এর বক্তব্যে সার কিছুই পেলাম না।
  • sch | 126.203.206.119 | ১০ জুন ২০১৩ ০৮:১৬565072
  • কোনো একটা কাগজে দেখলাম জ্যাকারিয়ার বিরুদ্ধে কলেজ চত্বরে নেশা ইত্যাদির অভিযোগ তোলা হয়েছে। আমার বিশ্বাসযোগ্য লাগে নি। কিন্তু এটা একটুও সত্যি হলে শো-কজ কিন্তু না-ই করতে পারে
  • a x | 86.31.217.192 | ১০ জুন ২০১৩ ০৮:৫৭565074
  • আমারও কেমন অদ্ভূত লাগছে। পা তুলে বসে থাকা, ওপেন বুক এক্সাম সেট করা, এগুলো তো একেবারেই কোনো কারণ না। আর এগুলো তো প্রেসির এলিট প্রফদের অচেনা কিছু হবার কথা না।
  • Ishan | 60.82.180.165 | ১০ জুন ২০১৩ ০৯:২১565075
  • আম্মো কিরকম একটা ভেবলে গেলাম। ইউনিভার্সিটির প্রসিডিওর নিয়ে কিছুই জানিনা। কিন্তু শুনে মনে হচ্ছে অচলায়তন ধরে নাড়া দেবার চেষ্টাটাই কাল হল। এট্টু পড়ে-টড়ে খোঁজখপর নিয়ে দেখি।
  • :q! | 131.241.218.132 | ১০ জুন ২০১৩ ১০:০৭565076
  • কলেজে কখনো পড়াইনি, তবে এদেশে বাইরের স্কলারদের নিয়ে খিটিমিটি আছেই। বাইরের ইউনি নিয়ে অনেকরকম কথা বলে - যেমন ম্যাঞ্চেস্টার ইউনি থেকে পিএইচডি করে আসলে এখানে অনেক বড় প্রফেসার বলেন - "ম্যাঞ্চেস্টার? ওখানে তো শুধু কাপড়ের কল ছিলো আর এখন লোকে ফুটবল খেলে!" - যদিও প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার ম্যাঞ্চেস্টারেই তৈরী, কম্প সায়েন্সে ভালো রকম রিসার্চের কাজ হয়। নিউক্যাসল সম্পর্কে এদেশে লোকের ধারণা ওখেনে শুধু কয়লাখনি আছে। কনফারেন্স ইঃ নিয়েও কিছু সেট ধ্যানধারণা আছে - ইউরোপের অনেক ভালো কনফারেন্সে এখানকার অ্যাকাডেমিয়া পাত্তা দিতে চায় না। এরকমও তাত্ত্বিক রিসার্চার দেখেছি (বড় রিসার্চ ল্যাবে বড় মাথা) যিনি ICDCIT-কে Euro-Par-এর চেয়ে বড় কনফারেন্স মনে করেন। এখনো কম্প সায়েন্সে জার্নালকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে বাইরে কনফারেন্সের গুরুত্ব অনেক বেশি - কারণ কম্প সায়েন্সে জার্নালে পাবলিশ করতে করতে সেই কাজটা আউটডেটেড হয়ে যায়...
  • potke | 68.68.85.34 | ১০ জুন ২০১৩ ১৩:১৮565077
  • যাই হোক, অভ্যু আর সোসেন বলে দিয়েছেন যা বলার--আর কিছু কমেন্ট দেখে বাক্শক্তি-রহিত!

    এইভাবেই চলবে।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১০ জুন ২০১৩ ১৩:৫২565078
  • সোসেন 'পঁয়ষট্টি প্লাস ও সর্বদা আপার হ্যান্ড নিতে অভ্যস্ত এইচ ও ডি' এইটা একেবারে হাওয়ায় কথা হয়ে গেল। রজত রায় এইচওডি নন। প্রফ ইমেরিটাস।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১০ জুন ২০১৩ ১৩:৫৬565080
  • sch, চত্বরে ড্রাগস হলে যে শো-কজ লাগে না এইটা জানতাম না।
  • potke | 68.68.85.34 | ১০ জুন ২০১৩ ১৪:০৪565081
  • হাওয়ায় কথা আপনি বলছেন, কারন আপনি জানেন-ই না যে খারাপ পড়ালে কারো চাকরি যায় কিনা বা যাওয়া উচিত কিনা!

    এদেশে DST, UGC থেকে সর্বত্র যো হুজুর ভাব করে চল্লে আপনি টিঁকবেন, নইলে না।

    সার কথা অভ্যু বলে দিয়েছে, বাইরে থেকে ফ্যাকাল্টি আনলে একসাথে অনেক কে আনো, নইলে বুড়ো ভামগুলোর সাথে ডিল করা অসম্ভব!

    ডঃ জাকারিয়ার উচিৎ সু করা।
  • potke | 68.68.85.34 | ১০ জুন ২০১৩ ১৪:১৩565082
  • ড্রাগস কেন, আরো অনেক কিছু শোনা যাবে এবার, Character assassination শুরু হল বলে!
  • চান্দু মিঁঞা | 71.95.189.220 | ১০ জুন ২০১৩ ১৪:২৩565083
  • বিপ্লব দরকার।
  • paTal | 165.201.35.63 | ১০ জুন ২০১৩ ১৪:২৫565084
  • পাল?
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১০ জুন ২০১৩ ১৪:২৮565085
  • শোনা যাবে, তার কারণ -- বাঙালির অসীম কৌতুহল।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১০ জুন ২০১৩ ১৪:৩৭565086
  • জাকারিয়া যে আশা নিয়ে এসেছিলেন -- সত্যি করে কিছু একটা করবেন যাতে নিজের কলেজের ভালো হয় -- সে আশায় প্রচুর জল ঢালা হয়ে গেছিল। তিনি রিজাইনও করেছেন চিঠি ধরালেও হাতে নেন নি। বরখাস্ত চিঠি ইমেইল করা হয়েছে। মিউচুয়াল কন্সেন্ট।
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ১৯:২১565087
  • দেখুন আমরা বোধহয় সত্যিই একটু জাজমেন্টাল হচ্ছি। সত্যি কি ঘটেছে জানার উপায় নেই। আরও দু তিনজন জাকারিয়ার সাথে প্রেসিডেন্সি জয়েন করেছে আল্টিমেটলি তারা কি করে দেখতে হবে।

    আমার ব্যক্তিগত ভাবে যা খারাপ লেগেছে জাকারিয়ার (যা শুনেছি) রজতবাবুর সাথে খারাপ ব্যবহার। শৈবাল দা কে ভালো পড়ানোর জন্য অতীন গুন বা বিডির সাথে খারাপ ব্যবহার করতে হয় নি। অমর্ত্য সেন কখনো শুনি নি দীপক বাবুর সাথে খারাপ ব্যবহার করেছে। রাহুল মুখার্জীকে জেকেজির সাথে উদ্ধত হতে হয় নি। এইটুকুই। প্রেসিডেন্সিতে এরকম বরখাস্ত হবার ঘটনাও কম। যদিও সময়ে সময়ে বিদেশ থেকে এসে অনেকেই পড়িয়েছেন।

    সবকিছু মাথায় রেখে এটা হল এক ব্যক্তির সাথে তার নতুন চাকরির জায়গার ঝামেলা হয়েছে এইটুকুই বোধহয় বলা যায়।
  • জিগীষা | 127.194.103.23 | ১০ জুন ২০১৩ ২০:২৭565089
  • রঞ্জন দার গতকাল্ের পোস্ট টা সম্পর্কে বলছি, ওনাকে ডিন করা হবে বলে নয়, হেড ডিপ করা হবে বলে নিয়ে আসা হয়েছিলো, জাকারিয়ার নিজের বক্তব্য তাই :)
  • a x | 138.249.1.202 | ১০ জুন ২০১৩ ২০:২৭565088
  • কিন্তু আকা আমাদের দেশে "খারাপ ব্যবহার" জিনিসটাও খুবই ফিউডাল ভাবে ডিফাইন্ড। মুখে মুখে তর্ককেও খারাপ ব্যবহার বলে চিহ্নিত করা যেতে পারে। তাই ঐ খারাপ ব্যবহারটাও এক্স্যাক্টলি কী তা জানা দরকার আগে।
  • জিগীষা | 127.194.103.23 | ১০ জুন ২০১৩ ২০:৩০565091
  • ম্যাক্সিমিন দি "বিভাগের কথা তিনি ভাবেন নি" এই সিদ্ধান্তে আসছেন কোন তথ্যের উপর ভিত্তি করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন