এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:২৫565159
  • যারা এখানে আর বিদেশে পড়েছে তাদের মতামত আলাদা হতে বাধ্য।

    কিন্তু আমাদের দেশের ইন্ফ্রাস্টাক্চারে আলোচনা হোক।

    আর তোমরা (সোসেন,অভ্যু,অরি) কী হলে ভালো হতো সেটা বলছো? তা হবে আমি তোমাদের সাথে একমত। আমি বলছিলাম এখানে কী হয় সেই দিক টা ভেবে।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১০:২৬565160
  • আরে হয় না সেটা আলাদা কথা। কিন্তু মাইন্ডসেটটা দরকার।
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:২৯565161
  • ওক্কে। তাহলে তোমাদের সাথে ই।
  • b | 135.20.82.164 | ১১ জুন ২০১৩ ১০:৩৭565162
  • দু পাউন্ড দি।
    ভালো রিসার্চার প্লাস ভালো শিক্ষক (মানে ভালো ক্লাশরুম পারফর্ম্যান্স) এই দুটি কম্বিনেশন হওয়া বেশ টাফ। ফেইনম্যান কিম্বা হার্ডি হয়্ত ছিলেন। আমি একজনকেও পাই নি। যিনি খুব উঁচুদরের গবেষক ছিলেন, তিমি ক্লাশে এসে 'আম' , ওয়াঁও আর 'উম' বাদে অন্য কোনো শব্দ উচ্চারণ করতেন না। ওনাকে যদি ঐ ১৭/১৮ বছরে ক্লাসে পেত এখানকার এইচ এস পাশ করা বাংলা বয়েস স্কুলের ছাত্ররা, পেন্টুল হলুদ হয়ে যেত। ওনার সাথে অনন্ত লাভবান হয়েছি ওয়ান-টু-ওয়ান ইন্ট্যারাক্শনে।

    অনেকের ক্ষেত্রে এটা প্রকৃতিগত। আবার অনেকের ক্ষেত্রে টাইম কনস্ট্রেন্টঃ দুটো ঠিকমত করতে গেলেই ফাঁকিবাজি চলে না।

    ধরুন ভবতোষ দত্ত, ইকনমিক্সের। সবাই বলেন অসাধারণ শিক্ষক। কিন্তু তেমন রিসার্চার?
    এখন বলতে পারেন, এই ধরণের লোকের দরকার আছে? কিন্তু ভবতোষবাবুর, ক্লাসে সবাই বলে যে অর্থনীতি জ্যান্ত হয়ে উঠতো। তাদের সবাই হয়ত রিসার্চের দিকে যায়নি, কিন্তু যারা গেছে, তাদের চয়েসের পিছনে ওনার পড়ানোর ভূমিকা কিছুটা হলেও আছে নিশ্চয়।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ১০:৪৫565163
  • ব্রতীনদা, নরেন্দ্রপুরের প্রশান্ত গিরি আর আই এস আইয়ের অরূপ বোস - এঁদের মধ্যে তুলনা হয় না। নরেন্দ্রপুরের শিক্ষকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, অরূপ বোস, প্রবাল চৌধুরী, জয়ন্ত ঘোষ, রাহুল মুখার্জ্জীদের হাতে পড়েই আই এস আইয়ের ছেলেরা ভালো রিসার্চ করতে শেখে। এনারা বিস্ট্যাট সেকেন্ড থার্ড ইয়ারে ক্লাস নেন। (একই কথা আর কবার বলব রে বাপ!)
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১০:৫০565164
  • হয়তো এই কারণেই আইএসআইয়ের ব্যাচেলর্স+মাস্টার্স এবং অন্য কলেজের গ্র্যাজুয়েট আইএসআই-তে মাস্টার্স - এই দুই ক্যাটেগরির মধ্যে কোয়ালিটিগত তফাত আছে। দুবার ক্যাম্পাসিং-এ গিয়ে টের পেয়েছি, এবং আইএসআইয়ের কয়েকজন টীচারের সঙ্গে কথা হয়েছে - তাঁরাও এরকমই কথা বলেন।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ১০:৫৩565165
  • ভালো কথা, যারা প্রশান্ত গিরির কাছে পড়ো নি, ওনার মতো শিক্ষক জীবনে খুব কম দেখেছি। অধ্যাপক গুণেরও অনেক প্রশংসা শুনেছি, যদিও পড়ি নি ওনার কাছে।
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:৫৭565166
  • আরে অভ্যু তুমি আমার কথা বুঝতে পারছো না। শুধু ভালো টীচার হলেই তো হবে না। ছাত্র দের মধ্যে সেই জিনিস টা নেবার ক্ষমতা টাও থাক্তে হবে তো?

    সেটা তৈরী হবে এই BSc পড়ার সময়। যাকে বাংলায় বলে ভিত। ভিত শক্ত না হলে সেখানে সাত মহলা বাড়ি ক্যামনে উঠবে?
  • | 190.215.11.40 | ১১ জুন ২০১৩ ১০:৫৯565167
  • আই এস আই এর বি স্ট্যাট ওখানের বেস্ট স্টুডেন্ট। সন্দেহের কোন অবকাশ ই নেই।
  • চান্দু মিঁঞা | 37.63.56.135 | ১১ জুন ২০১৩ ১১:১৩565169
  • দেশের মধ্যে সেরা জায়গাগুলোর একটাতেই পড়েছি আর ভালো ছেলের মাস্টার নয় ভালো লাইব্রেরি লাগে। মধ্যমানের ছেলেকেও তুলে আনতে হলে মাস্টারের কেরামতি। ভালো গবেষক খারাপ শিক্ষক ভালোগবেষক ভালো শিক্ষক তত অ্যাক্টিভ গবেষক নন কিন্তু দুর্দান্ত শিক্ষক সবই হয়। আচরেকরকে কি আমরা খেলার জন্য জানি।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ১১:২৭565170
  • ভালো শিক্ষক যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেরই সম্পদ। যদি সেই প্রতিষ্ঠানকে গবেষণার ক্ষেত্রেও নাম করতে হয় তাহলে ভালো গবেষকের খুবই প্রয়োজন। এই অব্ভিয়াস কথাটাই বলছিলাম এতক্ষণ ধরে :)
  • aka | 184.229.2.151 | ১১ জুন ২০১৩ ১১:৩১565171
  • বোঝো!!!

    আপাতত দুটো প্রশ্ন করি গুরুত্বপূর্ণ মতামত কাল দেব

    ১। গবেষণা মনস্কতা বুঝতে ঠিক কি বুঝি? সহজ সর ভাষায় ব্যাখ্যা করুন।

    ২। সেই গবেষণা মন্স্কতার সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রিসার্চ করনেওয়াল যোগসূত্র কি? (একটু জেনেরিক বলবেন, রাহুল মুখার্জী, অরূপ বসু র উদা নয়)

    ৩। এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রিসার্চার ও বিশাল মাপে চাত্র, বিরাট লাইব্রেরি নিয়েও আইএসাই এর আন্তর্জাতিক স্তরে এমন দৈন্য দশা কেন?
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১১:৩২565172
  • হুঁ, এবং প্রেসি-তে কী চাওয়া হয়েছে সেইটা ক্লিয়ার নয়।
  • lcm | 34.4.162.218 | ১১ জুন ২০১৩ ১১:৪৩565173
  • আগে কোনো এক তক্কে লিখেছিলাম, এখানে লিখে ফেলি।
    ভাল শিক্ষা প্রতিষ্ঠান বলে তো -
    ১) ভালো শিক্ষক
    ২) ভালো ছাত্র
    ৩) ভালো ইনফ্রাস্ট্রাকচার (লাইব্রেরি, সায়েন্স ল্যাব, দক্ষ প্রশাসন....)

    কিন্তু, প্রেসিডেন্সি-তে কী রিসার্চ হয়, পিএইচডি দেয় ?
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১১:৪৭565174
  • ইউনি হলে সরাসরি ডিএসটি বা ইউজিসি থেকে গ্রান্ট পাওয়া যায় বলে জানি। সেই গ্রান্টগুলো কী টিচিং-এর জন্যে না রিসার্চের জন্যে? আমি তো রিসার্চ বলেই জানতুম।
  • lcm | 34.4.162.218 | ১১ জুন ২০১৩ ১১:৪৯565175
  • UGC তো ল্যাবোরেটরি তৈরীর জন্যেও গ্রান্ট দেয়। দেয় না? জানি না।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১১:৫০565176
  • তাইলেই তো গবেষণা ইয়ানি রিসার্চ হল। ল্যাবরেটরি মানে গবেষণাগার ;-)
  • lcm | 34.4.162.218 | ১১ জুন ২০১৩ ১১:৫২565177
  • আহা সে তো বারো ক্লাসেও লাগে - কেমিস্ট্রি ল্যাব।
  • rivu | 78.232.127.201 | ১১ জুন ২০১৩ ১১:৫৪565178
  • নাহ প্রশ্ন টা করেই ফেলি। লোকজন কি এখনো রিসার্চ পেপার, বই পড়ার জন্য লাইব্রেরি যায়? আমার তো অনলাইনেই প্রয়োজন মিটে যায়। লাইব্রেরি গুলো প্রায় অব্সলেট হলো বলে।
  • lcm | 34.4.162.218 | ১১ জুন ২০১৩ ১১:৫৬565180
  • সবার হয়ত অনলাইন অ্যাকসেস নেই। লাইব্রেরীতেও তো জেনারেলি লোকে ব্রাউজ ও করে। স্টুডেন্টদের জন্যে ফ্রি ইন্টারনেট অ্যাকসেস থাকে।

    লাইব্রেরী উঠে যায় নি। বই লাগে পড়তে। সব বই তো ই-বুক রিডারে নেই।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১১:৫৮565181
  • সব পেপার তো আবার অনলাইন পাওয়া যায় না, মেম্বারশিপ না থাকলে। ইনস্টিটিউশনাল মেম্বারশিপ বেশ খরচের ব্যাপার, অনেক সময় শুধু লাইব্রেরীতে অ্যাক্সেস থাকে।
  • sosen | 24.139.199.11 | ১১ জুন ২০১৩ ১২:০৬565182
  • আকাদা কোয়েশ্চেন পেপার সেট করা প্র্যাকটিস করছেন।

    লসাগুদা, প্রেসিতে রিসার্চ হয় , পি এইচ ডি এতদিন ক্যাল ইউনি দিত এখন প্রেসি-ই দেবে। ।
    টিচিং গ্রান্ট কি জিনিস আমি জানিনা। এদেশে হয়?
    ডি এস টি-শুধু সায়েন্স রিসার্চে গ্রান্ট দেয়।
    ইউজিসি- সায়েন্স আর্টস দুয়েই দেয়, টাকা অবশ্য খুব কম দেয়।

    একটা খুব জেনেরিক কথা বলে যাই, সেটা হলো, আজকাল ভালো রিসার্চারকে ভালো প্রেজেন্টার হতে হয়, ভালো লিখিয়ে হতে হয়, আপ টু ডেট থাকতে হয়, বেশি ইন্টারএক্ট করতে হয়, ফলে খুব ভালো রিসার্চ করেন কিন্তু পড়াতে পারেননা এই ধরনের লোক গত জেনারেশনের। অনেকেই রিসার্চ করতে ভালবাসেন কিন্তু পড়াতে নয়, তাঁদের পুরোপুরি রিসার্চের পেশা বাছার স্কোপ থাকছে। তাতেও তাঁরা ছাত্র পড়াবেন, পি এইচ ডি স্টুডেন্ট। ইউনি মানে ইস্কুল শিক্ষা নয়। ইউনির পড়াশুনো রিসার্চ-লিংকড না হওয়ার কোনো মানে নেই।

    রিসার্চকে যাঁরা পড়াশুনোর সাথে সম্পর্করহিত আলাদা স্কিল ভাবছেন, তাঁদের জন্য আমার কোনো বক্তব্য নেই। দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, আগে শিখে নেবে তার পর খুঁজবে-এইটা আমার টিচিং সম্বন্ধে ধারণা না। ইউনি থেকে ভালো রিসার্চ না বেরোলে কি দিয়ে ইউনির ক্লাস যাচাই হবে? কজন ফার্স্ট ক্লাস পেল তাই দিয়ে? না ক'জন পরে বাইরে গিয়ে উন্নতি করলো, অন্য ইউনি, অন্য ল্যাব থেকে পাবলিশ করলো তাই দিয়ে?
  • sosen | 24.139.199.11 | ১১ জুন ২০১৩ ১২:১০565184
  • অর্ধেক কলেজে এনাফ কম্পিউটার ই নেই। জার্নাল মেম্বারশিপ পরের কথা। সাবজেক্টের নতুন পেপার ক'জন শিক্ষক পড়েন? সিলেবি মুখস্ত করে ক্লাসে নোট লিখিয়ে কে কেমন মুখস্ত করেছে সে যাচাই করে , একটা ভালো স্টুডেন্টকে বাইরে পড়তে পাঠিয়েই, ভালো একাদেমিশিয়ান হয়না। দু:খিত। কেরানিগিরির ক্ষেত্র তৈরী হয়, তাই হচ্ছে। একাদেমিয়া মানে নতুন কাজ। আগের কাজের জাবর কেটে কাজ চালানো নয়।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১২:১০565183
  • এটাতেও ক। বাইরেও দেখেছি - ইউনির গ্রেডেশন হয় রিসার্চ দিয়ে।
  • lcm | 34.4.162.218 | ১১ জুন ২০১৩ ১২:১৪565185
  • সোসেনের বলে দিয়েছে। আপডেট হয়ে গেল।
    প্রেসিডেন্সি যদি পিএইচডি দেয়, তাইলে তো ভালো মাস্টার দরকার।
  • :q! | 131.241.218.132 | ১১ জুন ২০১৩ ১২:১৬565186
  • এবং পিএইচডির গাইডের ক্ষেত্রে ক্লাসে ভালো পড়ানোর চেয়ে রিসার্চ ভালো করানো জরুরী।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ১২:১৮565187
  • সোসেন অরিজিতকে ক।
  • lcm | 34.4.162.218 | ১১ জুন ২০১৩ ১২:১৯565188
  • দুটোই জরুরী। হেব্বি ফান্ডা।
    রিসার্চ তো পড়াশোনাই।
  • b | 135.20.82.164 | ১১ জুন ২০১৩ ১৪:৫১565189
  • "একাদেমিয়া মানে সব সময় নতুন কাজ" তা তো নয়! যারা সদ্য সদ্য হাঃ সেঃ পাশ করে বেরিয়েছে, তাদেরকে সাবজেক্ট সম্পর্কে কিছু জাবরকাটা মাল কি দরকার নয়? মানে রামানুজম এর থিওরি পড়ার আগে কি দাশ মুখার্জি বা সাধন মাপা-র বই, একশো দুশো বছরের পুরোনো ইকুয়েশনগুলো জানা জরুরী নয়? পরে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে-র আগে?

    আমার জ্ঞানত এমন দুজনকে দেখেছি, যাঁরা রাতের পর রাত জেগে নোট বানাতেন (সোশাল সাইন্সে অবশ্য), পাগলের মতো বই কিনতেন ও ঘাঁটতেন, অর্থাৎ এক কথায় রিসার্চ করতেন। কিন্তু সেই পড়াশুনার মূল উদ্দেশ্য ছিলো পাবলিশিং নয়, নতুন কিছু লেখা নয়। নতুন কিছু বলা, ছাত্রদের কাছে। আরো একটু ভালো করে পড়ানো। সেটাকে মূল্য না দেবার কোনো কারণ দেখি না।
  • ম্যাক্সিমিন | 69.93.253.102 | ১১ জুন ২০১৩ ১৫:২৪565191
  • এইটে ব্রতীন ভালো বলেছে। এই টইতে ব্রতীনকে মিস করছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন