এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৩ জুন ২০১৩ ০০:১৫565292
  • মাই ব্যাড। ইয়েস সুরস্যার। তোরা মাজিবাবুকে পেয়েছিলি?
  • ppn | 52.107.175.148 | ১৩ জুন ২০১৩ ০০:৩০565293
  • না। মিসড বাই হুইস্কার।

    ঘটুর ভালো নাম ছিলো আশিস কুমার রায়। অইর ওনার অউএর নাম ছিল "ভারত ও বসুধা"।
  • ppn | 52.107.175.148 | ১৩ জুন ২০১৩ ০০:৩১565294
  • *ওনার বইয়ের নাম
  • প্পন | 126.202.156.194 | ১৩ জুন ২০১৩ ০০:৩৭565295
  • বিডি থেকে তো আটজন হল।

    অরিন্দম চক্রবর্তীকে বাদ দিসো।
  • 4z | 194.148.150.101 | ১৩ জুন ২০১৩ ০৪:২৬565296
  • ইয়েস, সুরস্যার। খুব ভাল পড়াতেন।
  • Abhyu | 179.237.46.187 | ১৩ জুন ২০১৩ ০৪:৪৬565297
  • টইয়ের নামটা বদলে দেব? বিডিস্কুলবাড়ি?
  • 4z | 194.148.150.101 | ১৩ জুন ২০১৩ ০৪:৫৪565299
  • আমি বিডি না। তবে সুরস্যারের কল্যাণে এইচএসে ভূগোলে উৎরেছিলাম।
  • জিগীষা | 127.194.102.100 | ১৩ জুন ২০১৩ ০৯:৩৫565300
  • রঞ্জন দা আমি ছাত্র নই, ছাত্রী :( ইতিহাস না, ইঞ্জিরি। তবে ইতিহাসের অনেক বন্ধুবান্ধব আছে আর কি ...
    আর আজ এই লেখা টা প্রতিদিনে বেরিয়েছে , পড়ে দেখতে পারেন
    http://epratidin.in/Details.aspx?id=13655&boxid=122318593

    পাই দি, আমি পাবলিক ফোরামে লিখি তাপ্পর আমাকেও বরখাস্ত করে দিক আর কি!
  • ranjan roy | 24.96.120.160 | ১৩ জুন ২০১৩ ১১:৪৮565302
  • জিগীষা,
    আমি 'সচেতন'বহাবে জেন্ডার-সেন্সিটিভ শব্দ বর্জন করতে চাইছিলাম আর কি! সবাইকে লেখক, অভিনেতা, নেতা, মুখ্যমন্ত্রী ইত্যাদি বলার পক্ষেঃ)))।
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ জুন ২০১৩ ১২:৩২565303
  • জিগীষা, এই কি সেই দেবর্ষি - প্রেসি হামলার সময় যাকে টিভিতে দেখেছিলাম? এমনিই জানতে চাইছি।
  • কৃশানু | 177.124.70.1 | ১৩ জুন ২০১৩ ১২:৩৬565304
  • এবং লেখাটা খুব ভালো লাগলো, এটা বলাও জরুরি।
  • sosen | 24.139.199.11 | ১৩ জুন ২০১৩ ১২:৪৩565305
  • লেখাটা খুব ভালো লাগলো।
  • ম্যাক্সিমিন | 69.93.207.52 | ১৩ জুন ২০১৩ ১৩:৫৫565306
  • না না জিগীষা বিস্তারিত লিখো না। তোমার স্ট্যান্ড এই থেডে একদম পরিষ্কারভাবে বলেছ।
  • Rivu | 209.234.155.34 | ১৩ জুন ২০১৩ ১৩:৫৬565307
  • কম সাইন্সের ক্ষেত্রে দেশে বা স্পেসিফিকালি আই আই টি তে রিসার্চ করার একটা মুস্কিল হলো, পদোন্নতির প্যারামিটার হিসাবে জার্নাল পাবলিকেশন কে ধরা। তো আই আই টির প্রফেসর টেনীয়র পাওয়ার জন্যে জার্নালে পাবলিশ করতে হবে, ইদিকে কম সাইন্সে জার্নালের চেয়ে কনফারেন্স প্রসিডিং লোকজন পড়ে ও বেশি আর সাইট ও করে বেশি। আর জার্নালে পাবলিশ করতে টাইম ও নেয় প্রচুর। ফলতঃ আই আই টির প্রফ উভয়তই বাম্বু খেলেন।

    এছাড়া, কনফারেন্স এ পেপার পাঠালে সেই পেপার প্রেজেন্ট করতে কাউকে পাঠাতে হবে। অধিকাংশ ভালো কনফারেন্স হচ্ছে আমেরিকা ইউরোপে। সেখানে যাওয়ার খরচা অনেক। আমেরিকান ও ইউরোপের লোকজন তুলনামূলক অনেক সুবিধার জায়গায়। অবশ্য, হাল সবারই খারাপ, ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট এ যেতে হলেও ভাবনা চিন্তা করতে হয়।

    তো, সংক্ষেপে এই হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে আই আই টির এপারেন্ট নাম ডাক হীনতার কিছু কারণ, বিশেষতঃ কম্প সাইন্স এ। এছাড়া কিছু অবভিয়াস কারণ হলো ছেলে পুলের বাইরে চলে যাওয়া, undargrad লেভেলে বেশি জোর দেওয়া, ইত্যাদি।

    আর একটা কথা খেয়াল রাখবেন কমরেড, আমেরিকায় শুধু এনেসেফ এর বাজেট হলো সাত বিলিয়ন ডলার। এনায়েয়চ, দিওদি, প্রাইভেট ও গভর্নমেন্ট মিলিয়ে মিনিমাম পঞ্চাশ বিলিয়ন ডলার দেওয়া হচ্ছে রিসার্চ ফান্ডে। সে তুলনায় দেশে কত টাকাই বা পাওয়া যায়? তাতে যা হচ্ছে কম প্রসংশনীয় নয়।

    এত কিছু সত্ত্বেও কম্প সাইন্সে আস্তে আস্তে ইন্ডিয়া উঠছে। গপ্প দিয়ে লাভ নাই, একটা অবজেক্টিভ স্টাডি করা দরকার, সেইটা হলে খবর দেব :)
  • ম্যাক্সুমিন | 69.93.207.52 | ১৩ জুন ২০১৩ ১৩:৫৭565308
  • রজন,
    কাল একবার ভাবলাম বলি যে ও তো আগেই লিখেছে ইংরাজি পড়ে। তারপর মনে হল ও নিজেই এসে বলুক।
  • ম্যাক্সিমিন | 69.93.207.52 | ১৩ জুন ২০১৩ ১৪:০৯565309
  • বাহ দেবর্ষি চক্রবর্তীর লেখাটা খুব সুন্দর।
  • ranjan roy | 24.96.108.167 | ১৩ জুন ২০১৩ ২২:০৬565310
  • ম্যাক্সিমিন,
    শুধু সুন্দর?
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৩ জুন ২০১৩ ২২:২২565311
  • আবার সেই অজুহাত। কন্ফারেন্স প্রসিডিংসের হিসেবেই নাহয় আইআইটি তিনশো কত নম্বরে আমাকে বলে দেওয়া হোক। যন্ত্রণা ঘোচে।
  • ম্যাক্সিমিন | 69.93.207.52 | ১৪ জুন ২০১৩ ০০:৫৫565313
  • রঞ্জন হ্যাঁ। লেখা হিসেবে ভালো। বক্তব্যকে জোরালোভাবে পেশ করেছেন।
  • G | 75.93.78.57 | ১৪ জুন ২০১৩ ০৬:৪৮565314
  • ম্যাক্সিদি, একটা প্রশ্ন করব? আপনি কি প্রেসি ইকো?
  • ম্যাক্সিমিন | 69.93.192.250 | ১৪ জুন ২০১৩ ১৩:০৮565315
  • G -- হ্যাঁ।
  • G | 77.163.246.77 | ১৭ জুন ২০১৩ ০৮:২৭565316
  • আমি ৯৬ তে শেষ করেছি। আপনি? (বেশি জিগিয়ে ফেলছি না তো?)
  • AM | 226.15.112.42 | ১৭ জুন ২০১৩ ০৯:০৯565317
  • IIT থেকে গবেষণা একেবারে ফেলে দেওয়ার মতও হয় না, নইলে সেখানকার ছেলেমেয়েরা বাইরের প্রিমিয়ার ইনস্টিটিউট গুলোতে পরবর্তী গবেষণা করার জন্য সুযোগ পেত না। প্রতিযোগীতা তো কিছু কম নয়। রসায়নের ক্ষেত্রে বললাম। সমস্ত বিষয়ের ক্ষেত্রে বলার মত ইনফর্মেশন আমার কাছে নেই।
  • Abhyu | 118.85.89.109 | ১৭ জুন ২০১৩ ০৯:২৫565318
  • ভারতে অঙ্কের গবেষণা খুব উন্নত মানের। স্ট্যাটিস্টিকসও ভালো, তবে আরো ভালো হতে পারত যদি একটু দূরদর্শিতা থাকত।
  • S | 147.187.241.5 | ১৭ জুন ২০১৩ ১৮:১১565319
  • IIT থেকে ছেলেমেয়েরা বাইরের প্রিমিয়ার ইনস্টিটিউটে সুযোগ পায় - তার থেকে কি করে প্রমাণ হল IITতে ভাল গবেষণা হয়? কেমিস্ট্রির পিয়ার রিভিউড জার্নালে IIT থেকে প্রকাশিত পেপারের সংখ্যা কিরকম?
  • pi | 118.12.167.200 | ১৭ জুন ২০১৩ ১৮:১৩565320
  • ভালোই আছে।
  • ম্যাক্সিমিন | 69.93.198.87 | ১৭ জুন ২০১৩ ১৮:৫৪565321
  • G, না বেশি জিগিয়ে ফেলো নি। তবে আমি অনেক আগেকার। তাপস মজুমদার, নবেন্দু সেন, অমিয় বাগচি, অজিত সেনগুপ্ত, প্রহ্লাদ জানা, দীপক ব্যানার্জি, মিহির রক্ষিতদের আমলের ছাত্র। পিএইচডিও প্রেসিতেই করেছিলাম, কাজেই দীর্ঘদিনের সম্পর্ক।
  • AM | 28.60.12.108 | ১৭ জুন ২০১৩ ২০:২৪565322
  • S,
    আই আই টি থেকে পি এইচ ডি করার পরে বিদেশের নাম করা ইনস্টিটিউট গুলোতে পরবর্তী গবেষণার সুযোগ পাওয়ার কথা বলছি। পাতে দেওয়ার মত গবেষণা না হলে, ভালো পেপার না থাকলে তারা সুযোগ পাচ্ছে কিভাবে? ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যাপার নেই, প্রতিযোগীতা ভীষণ ভাবেই আছে।
    কেমিস্ট্রির পিয়ার রিভিউড জার্নালে পেপার ভালই বের হয়। এরপরে যদি ইমপ্যাক্ট ফ্যাক্টরের কথা আসে তো তাতেও ক্ষতি নেই, সেখানেও, ঐ যে বল্লাম ফেলে দেওয়ার মত অবস্থা নয়, ৩-৬ ইমপ্যাক্ট ফ্যাক্টর তো আছেই, ৭-১৪ ইমপ্যাক্ট ফ্যাক্টরের পেপার ভালো মাত্রতেই বেরহয়। স্ট্যাটিসটিক্স দেওয়ার লোক তো আমি নই, সেক্ষেত্রে কোন আই আইটির R&D অফিস থেকে যে ম্যাগাজিন বের হয় তাতে খুঁজতে হবে। আমি গত দশ বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি। এর সাথে মনে রাখতে হবে যে আই আই টির ইনফ্রা স্ট্রাকচার বেশ ভালো হলেও বিদেশের কিছু নাম করা ইনস্টিটিউট এর তুলনায় বেশ অপ্রতুল।
    যদিও আই আই টি নিয়েই বললাম, তবে এখানে জানা কথা আবার বলে রাখা ভালো, যে আই আই টি ছাড়াও আরও অনেক ভালো ইনস্টিটিউট ভারতে আছে আর সেখানেও কেমিস্ট্রি বা কেমিস্ট্রি রিলেটেড কাজকর্ম খুব ই ভালো হয়। যথা, IACS, IISc, TIFR ইত্যাদি।
  • G | 160.212.68.100 | ১৭ জুন ২০১৩ ২২:৩৮565324
  • একটা সাজেশন। যাঁরা যাঁরা রিসার্চ ফিল্ডে আছেন, তাঁরা প্রত্যেকে নিজের বিষয়ে দেশের গবেষণার মান কেমন সেই নিয়ে কিছু লিখুন না। ফিল্ড বাই ফিল্ড অনেক ভ্যারিয়েশন আছে বলে মনে হচ্ছে -সব ফিল্ডের কথা শুনলে একটা জেনারেল ধারণা পাওয়া যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন