এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paTal | 24.96.136.128 | ০৯ জুন ২০১৩ ২৩:২৮565026
  • হক কথা। কিন্তু প্রেসিডেন্সির মতো কলেজে যদি পাস করাবার জন্য খোলা বই এ পরীক্ষা নেওয়া হয়, তবে বেন-এর আসার কোনও দরকারই ছিল না।
  • ranjan roy | 24.99.217.193 | ০৯ জুন ২০১৩ ২৩:৩০565027
  • চান্দু,
    সেটাই বেশির ভাগ সময়ে হয় যাকে বলে সোজা গণটোকাটুকি।
    কিন্তু এই স্পেসিফিক কেসে এটা শুধু একটি পেপারের জন্যে, তাও মডারেশন কমিটিতে পাশ করিয়ে, একতরফা ওঁর ডিসিশন নয়। এটা খেয়াল করুন।
  • চান্দু মিঁঞা | 181.51.206.39 | ০৯ জুন ২০১৩ ২৩:৩৩565028
  • হুঁ মডারেশন হলে আমার অভিযোগ ধোপে টেকেনা।
  • sosen | 111.217.107.134 | ০৯ জুন ২০১৩ ২৩:৫১565029
  • ম্যাক্সিমিন্দি । আমি লিঙ্ক আপ্নার দেওয়া কেন অন্য অনেক লিঙ্ক পড়ে দেখেই বলছি। প্রসিডিওর টি আমার জ্ঞানত ইররেগুলার্। কেননা মিস কন্ডাক্ট হ্যান্ডল করার নিয়ম আলাদা। তার কারণে সরাসরি টার্মিনেট রিপোর্ট ছাড়া? আমি আগে লিখেছি রঞ্জন্দা ও বল্লেন।
    এবার এ নিয়ে আপনাদের সাথে কি বিতর্ক করি। আপ্নারা সিনিয়র মানুষ বহু দেখেছেন ও জানেন বলে থামিয়ে দেবেন। সেটা সত্যি। দেখা যাচ্ছে অনিয়মকে নিয়ম. বলে মানতে বড় অভ্যস্ত আমরা।
  • aka | 34.181.43.28 | ০৯ জুন ২০১৩ ২৩:৫৭565030
  • রঞ্জনদা বিদেশ বলতে আমার অভিজ্ঞতা আম্রিগার। এখানে অধিকাংশ জায়গায় এমপ্লয়ারদের হাত বেশি লম্বা। এমপ্লয়ীকে তার বস, কলিগ ইত্যাদিদের খুশী করে চলতে হয়। সেই খুশী করা বলতে তেলানো যেমন আছে, সাথে কোর স্কিলে নিজেকে প্রুভ করা যেমন আছে, তেমনই সফট স্কিল অর্থাৎ রিলেশনশিপ ইত্যাদিও আছে। টেনিওরড ট্র্যাক প্রফেসর হলে যদ্দিন না টেনিওর অ্যাপ্লাই করা হচ্ছে তদ্দিন ইয়ারলি ফিডব্যাক দেওয়া হয়। নন টেনিওরড ট্র্যাক হলে যদ্দিন পোষালো তদ্দিন আছো যবে খুশী করতে পারলে না তবে গেলে। তবে কিনা বসেরও বস আছে ভুলভাল মাসল ফোলালে সেই বস ধরবে। এইটা মোটামুটি অ্যাভারেজ, এবারে বলাই বাহুল্য দুই দিকের টেলেই কিছু কিছু এক্সামপল পাওয়া যাবে।

    আর কর্পোতে? সবই মায়া, আজ আছি কাল নেই। আমার দেখা সব থেকে দ্রুত চাকরি যাওয়া হল এক ক্ষমতাবান সিআইওর। সকালে কাজে এলে এইচার থেকে ফোন আসে, সাথে সাথে এইচার, সিকিওরিটি অফিসার সবাই ওনার আপিসে চলে আসে, এক ঘন্টার নোটিসে আপিস ফাঁকা করতে বলা হয়, ততক্ষণ সবাই ওনাকে ঘিরে থাকে। ইমেল বাক্সের পাসওয়ার্ড বদলে দেওয়া হয়। বিকেলে ওনার আপিস একটা কনফারেন্স রুমে পরিণত হয়।

    এক্ষেত্রে কি হয়েছে বলা মুশকিল, কিসুই প্রায় জানি না। কিন্তু পড়ানোর যোগ্যতাই একমাত্র দেখা উচিত এইটা ঠিক না। প্রেসিডেন্সি যা করেছে কন্ট্র্যাক্ট মেনেই করেছে নিশ্চয়ই, সেখানে শো-কজ ইত্যাদির জায়গা থাকলে এক কথা, নইলে যা হয়েছে বেসিকালি দুই পক্ষের মধ্যে মতান্তর হিসেবেই দেখা ভালো। একপক্ষ বলবে ছাড়ালাম, অন্য পক্ষ বলবে ছেড়ে এলাম।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০০:০৮565031
  • ১) মনে রাখতে হবে, ইতিহাস বিভাগে যাঁরা আগে থেকে পড়াচ্ছিলেন তাঁদের চাকরি কলেজের চাকরি ছিল, ইউনিভে পড়ানোর চাকরি যেহেতু নতুন চাকরি, সেই হেতু চাকরির জন্যে দরখাস্ত চেয়ে পাঠানো হয় এবং যাঁরা আগে থেকে আছেন তাঁদের অপশন দেওয়া হয়, ইচ্ছে হলে তাঁরা অন্য কলেজে টান্সফার নিতে পারেন। ঘটনা হল, যাঁরা আগে থেকে পড়াচ্ছিলেন তাঁরা কেউই সিলেকটেড হন নি কিন্তু কোর্স চালু হয়ে যাওয়ার ফলে আপাতত তাঁরা পড়াচ্ছিলেন। ইতিহাস বিভাগে এটাই হয়েছিল।

    ২) অধ্যাপক জাকারিয়া নভেম্বরে জয়েন করলেন, ডিসেম্বরে ব্রীচ অফ ট্রাস্টের কথা তুললেন, এপ্রিল মাসে জার্মানি, তারই মধ্যে ওপেন বুক সিস্টেম। বিভাগের কথা তিনি ভাবেন নি, ভাবা উচিত ছিল। একা কিছু করা যায়না।

    ৩) ছুটি মঞ্জুর হয়েছিল কিনা সেটা এখনও জানি না। টার্মিনেশন এমনি এমনি হয় না।
  • ranjan roy | 24.99.217.193 | ১০ জুন ২০১৩ ০০:৫৭565032
  • ম্যাক্সিমিন,
    সবই ঠিক। কিন্তু ওঁর অ্যাব্সেন্সে কোশ্চেন পেপার বদলানো? আর ওঁকে শো-কজ না দিয়ে সোজা রাস্তা দেখিয়ে দেয়া? উনি কি প্রোবেশনে ছিলেন? এই লেভেলের পোস্টে কি প্রোবেশন থাকে? জানিনা, আপনি জানেন। তাই জিগ্যেস করলাম।
  • cb | 41.6.142.13 | ১০ জুন ২০১৩ ০১:০০565033
  • পিটি দা ৯ ০৬ পি এমে যেটা বলেছেন, সেটা অনেকের ই মনের কথা। আমার এক দাদার সাথে (প্রেসী প্রাক্তনী) এই নিয়ে প্রায়ই মিনিময় হয়। সে খুবই উচ্ছসিত ছিল ক দিন আগে পর্যন্ত ও । নিয়মিত "সুগতদা" কে নিয়ে আলোচনা করত। কোলকাতা গেছে, এলে নিশ্চই নতুন কিছু শুনতে পাব
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০১:১৬565034
  • আই এস আইতে জয়ন্ত ঘোষ বেসিয়ান স্ট্যাটিস্টিকসের কোশ্চেন করলেন। ওপেন নোট, ওপেন বুক পরীক্ষা। মডারেটর বললেন এরকম হতে পারে না। জয়ন্তবাবু বললেন - কেন? মডারেটর বললেন আচ্ছা ছেলেরা ছ-পাতা নোট আনতে পারবে। (একটা কম্প্রোমাইজ হল, জয়ন্তবাবু বা মডারেটর কারোরই চাকরি যায়নি।)
    প্রেসিডেন্সীর উন্নতির আশা খুব কম বলেই মনে হচ্ছে।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০১:২০565036
  • বিদেশ থেকে আনা ভালো রিসার্চারদের টার্গেট করলে প্রেসির উন্নতি তো বিশ বাঁও জলে। তবে এটাও ঠিক যে এক সঙ্গে একই জেনারেশনের বেশ কিছু ভালো লোক আনা কাম্য। IISc যেমন আনছে।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০১:২৫565037
  • আর আকার কথা আমি কিছুই বুঝতে পারলাম না।
  • aka | 79.73.12.107 | ১০ জুন ২০১৩ ০১:৩৬565038
  • অভ্যু টেনিওর প্রসেস টা কেমন?

    এক্ষেত্রে যে যার নিজস্ব জায়গা থেকে ঘটনাটির পক্ষে অথবা বিপক্ষে কথা বলছে। যারা বেন জাকারিয়ার সাথে আইডেন্টিফাই করছে নিজেকে তারা মনে করছে বিদেশ থেকে আসা স্কলারদের টার্গেট করা হচ্ছে, যারা অন্যদিকে তারা রজতকান্ত রায়ের সাথে আইডেন্টিফাই করে মনে হচ্ছে ঠিকই হয়েছে।

    কি হয়েছে জানি না, আরও যারা বিদেশ থেকে এসে জয়েন করেছে আল্টিমেটলি তারা কি করছে সেটা দেখলে বোঝা যাবে।

    তবে চাকরির ক্ষেত্রে শুধুই পড়ানোর স্কিল, রিসার্চের পাব্লিকেশন দেখা হবে কলিজিয়ালিটি দেখা হবে না, এ আমি কোথাও দেখি নি। বর্ষীয়ান স্কলার, অধ্যাপক রজতকান্ত রায়কে যদি জাকারিয়া সত্যিই অপমান করে থাকে তাহলে তার প্রভাব তো সিলেকশনে থাকবেই। এসব ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে একমাত্র নিজ নিজ ক্ষেত্রের আইনস্টাইনরাই কলিজিয়ালিটির তোয়াক্কা না করেও টিকে থাকে।

    ওপেন নোট পরীক্ষা ইত্যাদির জন্য কারুর চাকরি কোথাও যায় না, এগুলো কিউমিউলেটিভ এফেক্ট।
  • rivu | 140.203.154.17 | ১০ জুন ২০১৩ ০১:৪৯565039
  • ওপেন বুক, ওপেন নোট, ওপেন টাইম (ধরেন হপ্তাখানেক) খুবই ভ্যালিড পরীক্ষা পদ্ধতি এবং আমার এক্সপিরিয়েন্সে সবচেয়ে কঠিন। কলিজিয়ালিটি নিয়ে আকার বক্তব্য সঠিক, কিন্তু কোনো কোনো জায়গায় সিনিয়ারের সাথে তক্কা তক্কি করাটাই কলিজিয়ালিটি ব্রেক করার নিদর্শন ধরা হয়। সেটা হলেতো মুস্কিল। এই জন্যেই ঠিক কি হয়েছিল সেটা জানা প্রয়োজন, তার জন্যেই শো কজ ইত্যাদি। এর উল্টো দিকও দেখেছি। প্রবল ঝামেলার পরেও সিনিয়ার জুনিয়ার ফ্যাকাল্টিকে একসাথে বসে চা কফি খেতে দেখেছি। আর বেনজামিনের অভিযোগ খুবই গুরুতর যদি ওনাকে না জানিয়েই পরীক্ষা চেঞ্জ করে দেওয়া হয়ে থাকে। সেটার লিগাল রিপার্কেশন না থাকতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্যতার মূলটাই নড়ে যায়।

    আর পা তোলা প্রসঙ্গে: অনেকের আইডিয়াই নাই যে ঘরে কেউ আসলে চেয়ারে পা তোলা থাকলে নামিয়ে নিতে হয়, নয়তো সেটা একটা অপমানজনক ব্যাপার, এস্পেসালি ইন্ডিয়ান কালচারে। আমার চেনা একজন খুবই ভদ্র মানুষ, কিন্তু তিনিও এই জিনিসটি করতেন। তাঁকে একবার বলে দেওয়ার পরে আর কখনো করেননি।
  • ranjan roy | 24.99.217.193 | ১০ জুন ২০১৩ ০১:৫৬565040
  • আমার বেসিক কোশ্চেনটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে।
    অভিযুক্ত বেন জ্যাকেরিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছিল কি? ওঁকে শো-কজ করা হয়েছিল কি?

    আমি অধ্যাপক রজতকান্ত/ বেন জ্যাকেরিয়া কাউকে চিনিনা বা জানিনা।

    তবে ব্যক্তিগত ভাবে আমি কিন্তু ডিসিপ্লিনের পক্ষে। সিনিয়রদের সঙ্গে মিসবিহেভের বিপক্ষে। আমি সংগঠনের নিয়মকানুনকে তোয়াক্কা না করা সো -কল্ড জিনিয়াসদের সন্দেহের চোখে দেখি, কারণ এদের মধ্যে ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সি প্রবল।
    আমি মনে করি গণতন্ত্রের জন্যে একটি জিনিয়াসের চেয়ে দশজন মধ্যমেধার কিন্তু সিন্সিয়ার লোক বেশি গুরুত্বপূর্ণ।

    কিন্তু গণতন্ত্রকে তো আগে নিজেদের নিয়মকানুন ও প্রিন্সিপল অফ ন্যাচারাল জাস্টিসের ক্যানন মেনে চলতে হবে। তাহল কোন অভিযুক্তকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি দেয়া যায় না। দিলে তা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী হবে, অর্ডারে যে without any prejudice কথাটা লিখতে হয় তা অর্থহীন হয়ে যাবে।
    এরম যে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হাইকোর্টে কলমের এক খোঁচায় উড়ে যাবে, শুধু উপরোক্ত কারণেই।

    অভিযুক্ত বেন জ্যাকেরিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছিল কি? ওঁকে শো-কজ করা হয়েছিল কি?
    নইলে বাকি সব ভালো ভালো কথা ভোঁ-কাট্টা!
    ম্যাক্সিমিন কি বলেন?
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০১:৫৭565041
  • রিসার্চ ভালো হলে সাধারণভাবে টেনিওর ডিনায়েড হয় না যতই অ্যাটিচিউড থাক। সাধারণভাবে। ভালো রিসার্চারের টেনিওর ডিনায়েড হয় না তা নয়, তবে সাধারণভাবে যাদেরই টেনিওর ডিনায়েড হয় তারাই বলে "আমরা খুব ভালো রিসার্চার কিন্তু কাকে একদিন কড়া করে কথা বলেছিলাম, তাই ..."। টেনিওর প্রসেসে এক্সটারন্যাল লেটারের একটা বড় রোল থাকে, আর ঐ এক্সটার্নাল এক্স্পার্টরা কারো ব্যক্তিগত খার মেটানোর জন্যে নিজেদের রেপুটেশন নিয়ে ছেলেখেলা করেন না। তার উপর টেনিওর ডিসিশনটা তিনটে স্টেজে হয় (ডিপার্টমেন্ট, কলেজ, উইনিভার্সিটি) এবং প্রতিটা স্টেজে ক্যাণ্ডিডেটের অ্যাপিল করার সুযোগ থাকে।

    তাছাড়া হার্ভার্ডের মতো কয়েকটি জায়গায় টেনিওর ডিনায়েড হওয়াটাই নর্ম। সেক্ষেত্রে তাঁরা অন্য ভালো ইউনিভার্সিটিতে চান্স পান।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০১:৫৯565042
  • এই লেভেলের পোস্টে প্রোবেশন থাকে কিনা জানি না।
  • ranjan roy | 24.99.217.193 | ১০ জুন ২০১৩ ০২:০১565043
  • @ম্যাক্সিমিন,
    আর শো-কজ দেয়া নিয়ে? কারণ আমি পুরো ফ্যাক্ট জানিনা।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০২:২২565044
  • দাদাগিরির কথাই যদি ওঠে, ডীন না হলেই রেগে যাওয়াটাও দাদাগিরির লক্ষণ নয় কি?

    আবারও বলছি অপমান করা ইত্যাদি কারণে চাকরি টারমিনেট করা যায়না। না, শো কজ করা হয় নি। শো কজ করা যায় নি, উনি জার্মানি চলে যান। জার্মানি যাওয়ার আগে ছুটি মঞ্জুর হয়েছিল কিনা সেটা বিচার্য।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০২:২৬565045
  • আমাকে ফুল প্রফেসার করবে বলে হায়ার করে তারপর যদি ইউনিভারসিটি অ্যাসোসিয়েট প্রফেসর করে বসিয়ে রাখে তাহলে তো আমি সু করব। এর মধ্যে দাদাগিরি আসছে কি করে? আর ঐ ছুটি মঞ্জুর না করা ইত্যাদি তো পরিষ্কার পিছনে লাগার লক্ষণ, সেটাও বলে দিতে হবে?
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০২:৩০565047
  • এনার ক্ষেত্রে কি হয়েছিল জানি না, কিন্তু দেশে নানারকমের দুই হয়। আমার এক বন্ধুকে মুখে এক কথা বলে হায়ার করা হয়, সে বোকার মতো তাতেই বিশ্বাস করে দেশে চলে যায়। তারপর তাকে জানানো হয় অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিখিত না থাকা কোনো প্রতিশ্রুতিই গ্রাহ্য হবে না। সে কিছুদিনের মধ্যেই রেজিগনেশন দ্যায়।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০২:৩৩565048
  • ফ্যাক্ট আমিও জানি না। টার্মিনেশনের খবর আজকেই জানলাম এই টই থেকে। প্রথমে এই সময় পড়লাম, তারপর সার্চ দিয়ে টাইমজ অফ ইন্ডিয়া। এই সময়ের খবর ৮ তারিখের, টাইমজের ৬ তারিখের।
  • rivu | 140.203.154.17 | ১০ জুন ২০১৩ ০২:৩৪565049
  • শো কজ নোটিস কি ইমেল এ পাঠানো যায়না? এটা আমি জানিনা, সত্যিই জানতে চাই।

    আর চাকরির কন্ত্রাক্তে যদি থাকে যে ডিন করা হবে এবং তারপর না করা হয়, আমিও খুব রেগে যেতেম মশাই।
  • aka | 79.73.12.107 | ১০ জুন ২০১৩ ০২:৩৫565050
  • অভ্যু, অফার লেটার হাতে না নিয়ে কেউ এমন ভাবে যায়? আমি জানি যারা এমন বলে আসলে তাকে বলা হয়েছিল 'এসো দেখছি' কিন্তু আদতে কংক্রিট কিছু না। এক্ষেত্রে নাও হতে পারে। জাকারিয়া অবশ্য হাই প্রোফাইল রিক্রুটমেন্ট।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০২:৩৭565051
  • তার প্র্যাকটিক্যাল সেন্স খুবই কম। কোনো সন্দেহ নেই।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০২:৪৫565052
  • প্রফেসর আর ডীন কি এক জাতীয় ব্যাপার হল? প্রফেসর পোস্টে পে স্কেল থাকে। ডিন হলে তিনি মাসে একটা ফিক্সড অ্যালাওয়েন্স পান। প্রফেসর পোস্ট পার্মানেন্ট। ডীনের পোস্ট পার্মানেন্ট নয়।

    আর assurance টাইমজ লিখেছে বলা হয়েছিল হেড ডিপ করা হবে, সেটা নাকি সুগত বোস বলেছিলেন, মুখের কথা। সুগত বোস স্বীকারও করেন নিম সুগত বোস কেমন লোক তা জানি-ও না। রঞ্জনের ভার্শনে ডীন পেলাম।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০২:৫২565053
  • This is the first instance in its 158 years of illustrious history that Presidency has taken such an extreme action against a teacher. এত সহজে বে-আইনি কাজ করবে, যেখানে আবার কোয়ালিফাইড টীচার পাওয়াই মুশকিল?
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০২:৫৫565054
  • *ডিন হলে তিনি মাসে একটা ফিক্সড অ্যালাওয়েন্স পান, ইন অ্যাডিশন টু প্রফেসর'স পে।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ০৩:২০565055
  • ডীন আর প্রফেসর এক নয় রে বাবা। কথা হচ্ছে এক রকম প্রমিস করে নিয়ে এসে সেই প্রতিশ্রুতি না রাখা নিয়ে।
  • ম্যাক্সিমিন | 69.93.245.203 | ১০ জুন ২০১৩ ০৪:১৮565056
  • ডীন করবে প্রমিস করে নি। চেক করলাম। সুগত বোস বলেছিল হেড অফ ডিপ করা হবে, কিন্তু হেড ডিপ নিযুক্ত হন উপাচার্য দ্বারা, সিনিয়রিটি অনুসারে। তিনি বলেন আপাতত এগজিস্টিং হেডকে সরানো হবে না, যদিও তিনি পদমর্যাদায় খাটো। উপাচার্যের যুক্তি ছিল, আরো কয়েকটা পোস্টে লোক নেওয়া হবে, সিনিয়রমোস্ট ব্যক্তি নতুন হেড হবেন। এই ব্যাবস্থা কেন? কারণ এখনও ফার্স্ট ফেজ অফ রিক্রুটিং চলছে।

    আর হ্যাঁ, মনে হচ্ছে ছুটি মঞ্জুর নিয়ে কিছু হয়নি।
  • ম্যাক্সিমিন | 69.93.242.221 | ১০ জুন ২০১৩ ০৫:২০565058
  • রঞ্জনের দুটো প্রশ্নের উত্তর দিই।

    ওঁর অ্যাব্সেন্সে কোশ্চেন পেপার বদলানো? বদলানো হয়নি।
    উনি কি প্রোবেশনে ছিলেন? হ্যাঁ ছিলেন। probationary appointment.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন