এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paTal | 165.201.35.63 | ১১ জুন ২০১৩ ১৭:৫৯565226
  • ব্যাস আর দেখতে হবে না, কোন ব্যাচ? আমি ১৯৯৬ মাঃ

    সরি এগুলো বোধহয় এই টইতে লেখা উচিৎ হচ্ছে না। দুঃখিত।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুন ২০১৩ ১৮:০০565227
  • বাই দা ওয়ে, কিলিয়ার করে যাই। অনেকেই আমার কথার ভুল মানে করেছেন হয়ত :-)

    আমি বললাম - "ইতিহাস যে ডেস্ক্রিপ্তিভ, এনালিটিক নয় - এটা একটা ভুল ধারণা" ( সা নি হলো সামাজিক নির্মাণ বা কিছু চেপে বসা ভিত্তিহীন ধারণা)
  • paTal | 165.201.35.63 | ১১ জুন ২০১৩ ১৮:০২565228
  • বুঝতে পেরেছি তো, আপনাকে বলিনি। ইন ফ্যাক্ট আপনার সাথে একমত।
  • sch | 132.160.114.140 | ১১ জুন ২০১৩ ১৮:০৪565229
  • মনে পড়েছে - প্রাণকিশোর বড়ুয়া বা প্রাণকৃষ্ণ বড়ুয়া
  • a x | 86.31.217.192 | ১১ জুন ২০১৩ ১৯:১৪565230
  • b'র সাথে একমত অনেকটাই। গবেষণামনষ্ক হওয়া আর আন্তর্জাতিক মানের গবেষক হওয়ার মধ্যেও অনেক গ্যাপ। আমার কেরিয়ার চয়েস, মোটিভেশন ইত্যাদির জন্য যাদের সর্বাগ্রে দায়ী করব তারা কেউ আন্তর্জাতিক মানের গবেষক নন। একজনের তো পিএইচডিই নেই, একজন শেষ করেনি, আরেকজনের আছে। এই জিনিস আমার আশে পাশে মোটামুটি সবার মধ্যেই দেখেছি। আর অন্যদিকে ডিরেক্ট কোলাবোরেশনে নোবেল লরিয়েট কিম্বা তাদের ছাত্রদের কাছ থেকে কিম্বা সেমিনারে যেটুকু দেখেছি অনেকেই খুবই বাজে "শিক্ষক"।

    আন্তর্জাতিক মানের গবেষক তখন দরকার যখন ইনস্টিটিউটে গবেষণামূলক কাজই প্রাধাণ্য পাবে- দরকার গাইডেন্সের জন্য, দরকার নেটওয়ার্কিংএর জন্য, দরকার ভালো মানের ছাত্র-চাত্রী অ্যাট্রাক্ট করার জন্য, দরকার রেফারেন্সের জন্য। এদেশে যেগুলো ফোর-ইয়ার ডিগ্রী কলেজ সেগুলোর অনেকেই হার্ভার্ডকে টেক্কা দিতে পারে- গবেষণায় না, পড়ানোতে, অত্যন্ত উঁচু মানের ছাত্র-ছাত্রী তৈরি করতে, যাঁদের অনেকেই পরে আন্তার্জাতিক মানের গবেষক হয়। সেজন্যই জানতে চাই প্রেসিডেন্সি কী হতে চায় তার ওপরে এটা নির্ভর করে।
  • a x | 86.31.217.192 | ১১ জুন ২০১৩ ১৯:২৫565231
  • আর একজন লাইব্রেরী বনাম অনলাইন অ্যাক্সেসের কথা বললেন - এটা একটা অসম্ভব রেস - আমার বন্ধুরা, এখানের সপা নীপা যারা দেশে তারা অনেকেই আমাকে পেপার পাঠাতে বলেন মাঝে মাঝে, আমাদের কাছে কী অনায়সলভ্য। এদের নাহয় চেনা কেউ আছে, যাদের সেভাবে নেই? আর নিজের যখন দরকর তক্ষুণি পেলাম ভার্সাস কার কবে সময় হবে তার ওপর নির্ভর করে থাকা, দুটো তো এক না। এছাড়া ল্যাব বেসড কাজে, এতটুকু অ্যাগারোস কিনতে দেশে পেন্টুল হলুদ হয়ে যায়, ওদিকে আমরা ফেলে ছড়িয়ে ব্যবহার করি। প্রতিবার দেশে যাবার সময় এখান থেকে প্যারাফিল্ম পাতি ঝেড়ে বন্ধুর ল্যাবের জন্য নিয়ে গেছি। আমি যখন এমএসসি করেছি, নিজেদের ডিস্টিল ওয়াটার নিজেরা বানাতাম - টিউব, টিপস অ্যাসিড ওয়াশ করে রি-ইউজ করতাম - এখনও যে খুব সাংঘাতিক পাল্টেছে এমন না। এখানে একটু উল্টে কটা টিপ ডেস্কে পড়ে গেল, পুরোটাই ধরে ফেলে দিল, গায়েই লাগেনা। এই প্যারিটি কীভাবে আসবে বা কবে আসবে? আমার তো মনে হয় এগুলো মাথায় রেখে পুরো ব্যপারটা অপ্টিমাইজ করা উচিৎ - শুধু নাম-কা-ওয়াস্তে স্বনামধন্য গবেষকদের এনে রিফ্লেক্টেড গ্লোরি দিয়ে কতদূর এগোনো যাবে?
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ১৯:৩৩565232
  • যাঃ সবাই সব বলে দিচ্ছে, জালিম কল।
  • Abhyu | 118.85.89.109 | ১১ জুন ২০১৩ ২০:০৩565233
  • এর মধ্যে দরকারী যেটা জানা গেল, পটলবাবু বুনানের বয়সী।
  • ম্যাক্সিমিন | 69.93.253.102 | ১১ জুন ২০১৩ ২০:২৩565234
  • অক্ষদাকে একটা প্রশ্ন। একটা ইউনিভ নতুন তৈরি হয়েছে। প্রথমেই সমস্ত বিষয় পড়াতে হবে কেন?
  • a x | 138.249.1.202 | ১১ জুন ২০১৩ ২০:৪৪565236
  • প্রশ্নটা বুঝলাম না - সমস্ত বিষয় তো এমনিই পড়ানো হয় UG লেভেলে।
  • ম্যাক্সিমিন | 69.93.253.102 | ১১ জুন ২০১৩ ২০:৫৭565237
  • হ্যাঁ কিন্তু একসঙ্গে সব কটা বিভাগকে রিসার্চ সেন্টার আখ্যা দেওয়া হয়েছে।
  • sosen | 125.241.52.214 | ১১ জুন ২০১৩ ২১:০০565238
  • প্রেসিতে বহু বছর ধরে গুচ্ছ পি জি ও পড়ানো হয়। রিসার্চ ও হয়। ডিগ্রী ক্যাল ইউনি দিত, এখন প্রেসি দেবে। নতুন কিছু হচ্ছেনা। নতুন ডিপ হয়েছে কিছু , বন্ধুবান্ধবরা দেশে ফিরে জয়েন করছে, সব ভালো। কাল না পোষালে তাড়িয়ে দেবে দেখা গেল, তো বেশিরভাগ দেশে ফেরার জন্যই জয়েন করেছে সুতরাং কেউ বিপ্লব করবেনা। করলে কি হয় সে-ও কিলিয়ার, দেখাই গেল । ইত্যাদি।
  • a x | 138.249.1.198 | ১১ জুন ২০১৩ ২১:১১565239
  • হ্যাঁ পিজি তো পড়ানো হয় জানি, সবগুলো হয়না সেটাও জানি। জনতা কি বিপ্লব কথাটা আজকাল নতুন শিখেছে? ঃ-) সর্বত্র বিপ্লবের ভুত দেখছে কেন?

    ম্যাক্সিমিন, জানতাম না।
  • a x | 138.249.1.206 | ১১ জুন ২০১৩ ২১:১৭565240
  • বিটিডব্লিউ, জাকারিয়ার বিরুদ্ধে কাগজে ড্রাগের কথা দেখলাম - এটা কি উনি কোথাও অস্বীকার করেছেন - মানে অনেক কিছুই কন্টেন্ডিং মত আছে, কিন্তু এটা একটা একতরফা অভিযোগ দেখলাম। আমি শিওর কোনো প্রমাণ নেই কর্তৃপক্ষের কাছে, থাকলে চুপচাপ বসে থাকতনা, হয়ত কানাঘুষোয় শোনা কথা - কিন্তু এটা আমার কাছে অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জাকারিয়া অল্পবয়সি, ক্যারিস্মাটিক, গিটার ফিটার নিয়ে জ্যামিং করেন, অত্যন্ত ভালো স্কলার, সব মিলে অল্পবয়সী ছেলেপুলের কাছে খুবই অ্যাট্রাটিভ প্যাকেজ - কিন্তু এরকম কিছু সত্যিই হলে কিচ্ছু করার নেই।
  • | 190.215.16.161 | ১১ জুন ২০১৩ ২১:২১565241
  • টাকে আলো ফেলে কী সুবিধা হতো? ঃ)
  • paTal | 24.99.94.186 | ১১ জুন ২০১৩ ২১:২৭565242
  • অভ্যু ঃ) তবু যেটা বুঝলেন না, যে পটল কোনও বাবু নয়।
  • paTal | 24.99.94.186 | ১১ জুন ২০১৩ ২১:২৮565244
  • ব, ওনার হত না তো, আমাদের হত। উনি এতই বাজে পড়াতেন যে নিজেদের জাগিয়ে রাখতে এসব করা হত।
  • ranjan roy | 24.99.247.74 | ১১ জুন ২০১৩ ২১:২৮565243
  • আমি এ বিষয়ে কথা বলার অধিকারী নই, কিন্তু বুড়ো বয়সে নাক গলানো স্বভাব।
    আমি সোসেন, অভ্যু, অরিজিতদের সঙ্গে সর্বাংশে সহমত। জিগীষার সঙ্গে তো বটেই। কেন?
    গতকাল নতুন বোধোদয় হল।
    আমার ভাইঝি ফ্লোরিডায় পাঁচবছরের ইন্ট্রিগেটেড পিএইচডি করতে গেছে স্পেস সায়েন্সে। কাল কথা হচ্ছিল। ও যা বললঃ
    ও আন্ডারগ্র্যাডে পড়া্নোর টিচিং গ্র্যান্ট পাচ্ছে, ফলে খরচা ভালোভাবে উঠে যাচ্ছে।
    আর কোলকাতায় রাজাবাজার সায়েন্স কলেজে এম এস সি করতে করতে কেন চলে গেল বলায় জানাল যে এখানে ভীষণ বাঁধাধরা বই থেকে থিওরি পড়ে রি-প্রোডিউস করার দিকে জোর। স্টুডেন্টদের নিজের মত কাজ করার কোন ফ্রিডম নেই, তাই দমবন্ধ লাগছিল।
    অথচ, মুম্বাই সেন্ট জেভিয়ার্সে অনেক মুক্তচিন্তার বাতাবরণ। প্রফেসাররা খুব উৎসাহ দেন, রিসার্চ মেথডোলজি নিয়ে শেখান।
    এখন ফ্লোরিডা থেকে এসে দেখছে, পুরনো বন্ধুরা , যারা ওর চেয়ে অনেক মেধাবী, রাজাবজারে কন্টিনিউ করছে তারা অনেক রেফারেন্স চটপট কোট করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ব্যাপারে -- অনেক পিছিয়ে। ফ্লোরিডায় ল্যাবে কাজ করা ও অ্যাপ্লিকেশনের ওপর অনেক বেশি জোর দেয়া হয়। কোলকাতায় স্টিরিওটাইপড কোর্স।
  • চান্দু মিঁঞা | 37.63.56.135 | ১১ জুন ২০১৩ ২১:২৯565245
  • ফুটোস্কোপ
  • paTal | 24.99.94.186 | ১১ জুন ২০১৩ ২১:৩৩565247
  • প্রেসিতে আমাদের ইউজিতে টার্ম পেপার লিখতে হত না শুনে ইউনির প্রফের অবিশ্বাসী চোখ কোনও দিন ভুলবো না।

    এখন আর কিছুই এসে যায় না, কিন্তু সেদিন খুব কষ্ট হয়েছিল। অথচ আমরা রজতবাবুর মত স্কলারের কাছে পড়েছি।
  • ম্যাক্সিমিন | 69.93.253.102 | ১১ জুন ২০১৩ ২১:৪৪565249
  • As a higher education institution providing postgraduate courses and encouraging cutting-edge research, the University has seen many developments in the past two years and has further developed on its preeminent position as a key centre of research and teaching both in the country and globally.
  • | 190.215.16.161 | ১১ জুন ২০১৩ ২১:৪৪565248
  • যারা ক্লাস টেন অবধি ইতিহাস পড়েছে এবং রজত বাবু র কাছে পড়েনি; ইতিহাস নিয়ে তাদের এই রকম ভাবনা থাকা কি খুব অন্যায়?
  • paTal | 24.99.94.186 | ১১ জুন ২০১৩ ২১:৫৩565250
  • ব, আহা অন্যায় কখন বলা হল? আমি মানলাম না, তাই বল্লাম। তাছাড়া, ইতিহাস নিয়ে পড়ছেন ও পড়াচ্ছেন, এমন অনেকেও তো ইতিহাসকে ডেসক্রিপটিভ বলে থাকেন। আবার স্ট্যাটের লোকদের আমি আগে ভয় করতাম, এখন আপনাদের সঙ্গে কথা বলতে ভাল লাগে। ঃ) এই সব ব্যাপার আর কি!
  • | 190.215.20.186 | ১১ জুন ২০১৩ ২২:০২565251
  • পটল আমাদের স্কুলে একজন ইতিহাস পড়াতেন। তাঁর মুদ্রাদোষ ছিল সব কাথায় "কেমন" বলা।

    " বাবর যখন দিল্লী আক্রমন করে তখন দিল্লী র সম্রাট ছিল ইব্রাহিম লোদী কেমন। তাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ সালে কেমন,"

    আবার মাঝে মাঝে ৪ ও মারতেন।

    ওনার ক্লাসে ট্যালি মার্কস দিয়ে আমরা "কেমন" গুনতাম। আর মাঝে মাঝে নিজেদের মধ্যে ক্রসচেক করে নিতাম কাউন্ট ঠিক হচ্ছে কিনা।
  • paTal | 24.99.94.186 | ১১ জুন ২০১৩ ২২:০৭565252
  • ব, ঃ)

    স্কুলের মণিমুক্তোর একটা আলাদা টই খুলুন, না হলে এখানে বকুনি জুটবে।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১১ জুন ২০১৩ ২২:২৮565253
  • গুরুতে তাহলে বিডির সাত?
  • ম্যাক্সিমিন | 69.93.253.102 | ১১ জুন ২০১৩ ২২:৩২565254
  • কে জানে বাবা প্রেসি ইউনিভের 'প্রস্পেকটাস' বলে কিছু পেলাম না।
  • paTal | 24.99.94.186 | ১১ জুন ২০১৩ ২২:৩৪565255
  • দোকানেও হঠাৎ গুচ্ছ বিডি দেখতে পাচ্ছি। দিনকাল খুব খারাপ।
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ২৩:২৭565256
  • পটল কেন বাবু নয়? কবি তো বলে গেছেন পটলবাবু ফিল্ম স্টার
  • PT | 213.110.243.21 | ১১ জুন ২০১৩ ২৩:২৯565258
  • RR-এর Date:11 Jun 2013 -- 09:28 PM-এর পোস্টিং পড়ে দারুণ উল্লসিত হলাম। অন্ততঃ ভাইঝি তাঁকে "বাঁধাধরা ....থিওরি"-র বাইরে "প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের" importance-টা বোঝাতে পেরেছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন