এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 209.67.203.142 | ১০ জুন ২০১৩ ২০:৩৫565092
  • অনেক কথাই খুব অদ্ভুত (মানস ভুঁইয়া যাকে আধিভৌতিক বলেন :p) ঠেকলো। তবে আর একটু খোঁজ নিতে হবে।

    ছোঁড়া পাকা ছিল এটাই কনফার্মড।
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ২০:৩৬565094
  • অক্ষ তা একটু আছেই তো। বিদেশে টেবিলে পা তুলে, জুতো দেখিয়ে কথা বলা খুবই স্বাভাবিক। রজত বাবু যেকিনা চিরকাল প্রায় কলকাতাতেই কাটিয়ে দিলেন তাঁর দিকে জুতো দেখিয়ে বসলে খারাপ তো লাগবেই। সবই সাঃনিঃ।

    এসবের পরেও এই ঘটনায় রজত বাবুর কথা ছিল বেঞ্জামিন আমার ছাত্র, তার সম্বন্ধে সংবাদপত্রে কিছু বলতে আমার রুচিতে বাঁধে।

    এনিওয়ে এটা কোন একটি ঘটনার জন্য হয় নি বলেই মনে হয়। সবকটি ঘটনার কিউমিউলেটিভ এফেক্ট।
  • h | 213.132.214.156 | ১০ জুন ২০১৩ ২০:৩৬565093
  • একটা লোকের পোসায় নি, তাকে ইন্স্টিঅটিউট এর পোসায় নি, মিটে গেল, এটা নিয়ে এত বক্তব্যের কি আসে বুজলাম না।
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ২০:৩৭565095
  • আমিও অনেকটা হানুর মতই ভাবছি, যদিও একগাদা লিখেছি। ঃ)

    আপাতত হানুকে ক দিলাম।
  • জিগীষা | 127.194.103.23 | ১০ জুন ২০১৩ ২০:৩৮565096
  • আর সবাই-ই পারলে জাকারিয়ার প্রোফাইল টা দেখবেন ফেবু তে, উনি অনেক কথা বলেছেন। জাকারিয়াকে স্যাক না করার দাবি জানাতে আমরা অনেকে ভিসির কাছে গেছিলাম, উনি বারবার বলেছেন ইন্সটিটিউশন কে ম্যালাইন করা হয়েছে ফেবু তে, সেটা আদৌ হয়নি, কখনই, অ্যাডমিনিস্ট্রেশন কে করা হয়েছে বলতে পারেন :)
    আর কোশ্চেন পেপার, মডারেশন কমিটি কি করেছে সেই সম্পর্কে বেন নিজেই বলেছেন, দেখতে পারেন :) https://www.facebook.com/ben.zachariah.33?fref=ts

    ইতিহাস বিভাগের অন্তত কিছু ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তবেই বেন বিভাগের জন্য কি করেছেন না করেছেন তার সিদ্ধান্তে আসলে ভাল হয় :)
  • a x | 138.249.1.206 | ১০ জুন ২০১৩ ২০:৪৪565097
  • কেন হনু? এটা শুধু ওয়ান-অফ ব্যক্তিগত কোনো ঘটনা তো না। শিক্ষা ব্যবস্থায় এই ডিপ রুটেড হায়ারার্কি, নেপোটিজম, অন্য কিছু করতে চাইলে তাকে সরিয়ে দেওয়া, এগুলো তো একেবারেই খালি পক্ষ ও বিপক্ষ বলে মিটিয়ে দেবার ব্যপার না।
  • aka | 34.181.43.28 | ১০ জুন ২০১৩ ২০:৪৮565098
  • ফ্রেণ্ড না হলে বেঞ্জামিনের টাইমলাইন কিছুই দেখা যায় না।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১০ জুন ২০১৩ ২১:২৬565099
  • আমিও লিখেছি 'মিউচুয়াল কন্সেন্ট'।

    জিগীষা, বিভাগের কথা ভাবেন এটা আমরা কখন বলি, যখন দেখি একজন সিনিয়র পোস্টের অধ্যাপক বিভাগের অন্য অধ্যাপকদের সঙ্গে মিলিয়ে চলেন। আমার মনে হয় এই টীম-ওয়ার্ক টা খুব দরকার। আরেকটা কথা হল, যেটা নিয়ে গোলমাল সেই ঘটনা ডিপার্ট্মেন্টাল মিটিং-এ ঘটেছিল। সেই মিটিং-এ রজত রায় এক্সটার্নাল মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন। এক্সটার্নাল মেম্বারের উপস্থিতিতে সংযত ব্যবহার করতে হয়, এটাই দস্তুর।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ২২:৩৬565100
  • এই রজত রায়, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের কথা হচ্ছে কি? http://en.wikipedia.org/wiki/Rajat_Kanta_Ray
    তাহলে উনি পঁয়্ষট্টি কি না সেটা বলতে না পারলেও উনি যে পি এইচ ডি নন সেটা এক্কেবারে বাজে কথা।

    Education
    He completed his schooling at Ballygunge Government High School, Calcutta, and his B.A. (Honours) in History, with a first class first, at Presidency College, Calcutta where he was a student of Ashin Dasgupta. He then completed his Ph.D. under the supervision of Eric Stokes at the University of Cambridge.

    কোনো ডিপার্টমেন্টকে যখন ঢেলে সাজাতে হয় তখন এমন কিছু লোকের দরকার যাঁরা বিভাগের অন্য, বিশেষতঃ সিনিয়র প্রফেসরদের সাথে তাল মিলিয়ে চলবেন না। তা না হলে অচলায়তন ভাঙবে না। কিন্তু সেটা করতে হলে সিনিয়রদের হাতে যাতে ঐ ইয়াংস্টারদের হাতে মাথা কাটার ক্ষমতা না থাকে সেটা দেখা খুব জরুরী।
  • Abhyu | 118.85.89.109 | ১০ জুন ২০১৩ ২২:৩৮565102
  • অঃ আমি এইচ ও ডি কে পি এইচ ডি পড়েছিলাম। সরি।
  • sosen | 111.63.203.94 | ১০ জুন ২০১৩ ২২:৪১565103
  • আমি RR রে কিস্যুই কই নাই, প্রসঙ্গত । ইন জেনেরাল সিনিয়রদের কথা হচ্ছিল। ম্যাক্সিদি যে কি বুঝলেন কে জানে।
  • ranjan roy | 24.99.160.7 | ১১ জুন ২০১৩ ০০:০৭565104
  • ড্রাগ নেয়া হোক বা খিস্তি করা হোক বা সিনিয়রদের গায়ে হাত তোলা হোক (বেন এসব কিছুই করেন নি বা অভিযোগও করা হয় নি)---- যতক্ষণ না প্রমাণিত হচ্ছে সেগুলো "অ্যালিগেশন" মাত্র।
    প্রমাণিত হওয়ার পরই শাস্তির কথা ওঠে। তার আগে সে deemed to be innocent!

    আর ন্যাচারাল জাস্টিসের বেসিক ক্যাননঃ no one shall be punished without being heard"।
    তাই আমি যদি নিশ্চিত জানি যে আমার অধীনস্থ কর্মচারী এরম করেছে তবুও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এইজন্যেই হাতেনাতে অতবড় কার্নেজের জন্যে ধরা পড়লেও কাসভকে তক্ষুণি ফাঁসিতে চড়ানো হয় না। ওকে আত্মপক্ষ সমর্থনের পর্য্যাপ্ত সুযোগ দেয়া হয়। বেন জ্যাকেরিয়া তো সামান্য ব্যাপার!
    আর একটা ক্যানন It is not sufficient to do justice, it should appear to have been done.
    আর একটা ক্যাননঃ
    দোষীকে আইনসঙ্গত বৈধ উপায় অবলম্বন করেই শাস্তি দিতে হবে, arbitrarily নয়।

    আমি ধরে নিলাম প্রফেসর বেন অনেক দোষে দোষী; ওকে রাস্তা দেখানোই উচিত। কিন্তু why not through 'due process of law'?

    ,centre of excellence কে হিউম্যান রিসোর্সের ব্যবহারে excellent হয়ে উঠতে বাধা কোথায়?

    জিগীষা,
    আপনি ঠিক বলেছেন। আমার inadvertent slip।ঃ(((
  • ranjan roy | 24.99.160.7 | ১১ জুন ২০১৩ ০০:১২565105
  • উপাচার্য ডঃ মালবিকা সরকারের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।
    বিশেষতঃ কলেজে গুন্ডাদের আক্রমণের সময় তাঁর স্ট্যান্ড দেখে।
    কিন্তু তিনি কখনো কোন ভুল করতে পারেন না এমন তো নয়। রবীন্দ্রনাথ বা অমর্ত্য সেনও ভুল করতে পারেন।
    প্রশ্নটা হল তিনি আদৌ ভুল করেছেন কি?
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০০:১৪565106
  • আকা লিখেছিল রজত রায় পঁয়ষট্টি আপ পোস্টটা ছিল তারই উত্তরে, ঐজন্যে ভাবলাম আর কি, সোসেন।
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০০:১৭565107
  • এই আইনি বন্দোবস্ত কাজের ক্ষেত্রে সব সময়ে চলে না তো। কন্ট্র্যাক্ট অনুযায়ী চাক্রি নিতেই পারে। পোষায় নি কাটিয়ে দিয়েছে। দু তরফেই বড়জোড় নোটিসের বন্দোবস্ত থাকতে পারে।
  • ranjan roy | 24.99.160.7 | ১১ জুন ২০১৩ ০০:৩১565108
  • @আকা,
    ১)কন্ট্র্যাক্ট অনুযায়ী নিয়েছে কি?
    ২) যদ্দূর জানি প্রেসি ইউনি স্ব-শাসিত হলেও সরকারের বড় রকমের ফান্ডিং আছে। এর উপাচার্য সরকার নিযুক্ত করেন। এটা কোন প্রাইভেট কনসার্ন নয় এয়ার-টেল এর মত। তাই আইন মেলে চলার বাধ্যবাধকতা অবশ্যই থাকবে।
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০০:৩৫565109
  • নিশ্চয়ই নিয়েছে নইলে জাকারিয়া আইনি বন্দোবস্ত নিতে পারত। যদিও জাকারিয়াও পিসড। দুপক্ষ দুপক্ষকে রিজেক্ট করেছে।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০১:১৭565110
  • প্রেসি ইউনিভ ঠিক যেন সুবিধে করতে পারছে না। সময় থাকতে স্বীকার করে নেওয়া ভালো।
  • Ishan | 214.54.36.245 | ১১ জুন ২০১৩ ০১:৩৫565111
  • আইনি ব্যবস্থা একটা লোক না নিতেই পারে। তার অসুবিধের কারণে নাও নিতে পারে। সেটা প্রমান করেনা, যে, তার প্রতি ন্যায্য বা ন্যায়সঙ্গত ব্যবহার করা হয়েছে।
  • Abhyu | 179.237.30.156 | ১১ জুন ২০১৩ ০১:৪৯565114
  • "নিশ্চয়ই নিয়েছে নইলে জাকারিয়া আইনি বন্দোবস্ত নিতে পারত।" - আকা কি ভেবে কমেন্ট করছে? আইনি বন্দোবস্ত লোকে নানা কারণে নেয় না। তার মানে এই নয় যে সব কিছু ঠিক আছে। ধরো তোমাকে পাঁচ টাকা (এককালীন) ক্যাশ ব্যাক দেবে বলে AT&T যদি না দ্যায় তুমি কি সু করবে? করতে পারো কিন্তু, আইনসঙ্গত ভাবে, কিন্তু করবে কি?
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০১:৫৮565115
  • অর্ধেক পড়িবেন না, অর্ধেক বুঝিবেন, শহরের উপকথা।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০২:০৬565116
  • রঞ্জন ১২-০৭ -- অভিযোগও করা হয় নি

    ড্রাগের অভিযোগ ছিল, ইউনিভ অফিশিয়ালরা বলেছেন।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০২:০৮565117
  • রঞ্জন ১২-০৭ -- "অভিযোগও করা হয় নি"

    ড্রাগের অভিযোগ ছিল, ইউনিভ অফিশিয়ালরা বলেছেন।
  • Abhyu | 179.237.46.187 | ১১ জুন ২০১৩ ০২:১০565118
  • আরে না আকা, আমি আদ্দেক পড়ি নি। তবে এই পুরো কেসটায় প্রেসির ইমেজ খুব ধাক্কা খেল, পরে অন্য রিক্রুটিঙে অসুবিধে হতে পারে।
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০২:১২565119
  • মনে হয় না। সঠিক লোক, সঠিক লোকের কাছে, সঠিক প্যাকেজ উপস্থিত করলে, সঠিক রিক্রুটমেন্টই হবে।

    তবে এই একটি কলেজ/ইউনিকে নিয়ে যা হচ্ছে। এসব না করে ভালো প্রফেসরদের বদলি রুখে, আর কোর্সগুলো একটু মর্ডান করলেই পারত। খাজনার থেকে বাজনা বেশি।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০২:১৭565120
  • 'পরীক্ষা নিয়ে সমস্ত কিছু গোপনীয়। যতক্ষণ আপনি ইউনিভ এর অংশ, ততক্ষণ আপনি বাইরে বলতে পারেন না। এমনকি মডারেশন বোর্ডের কোনো সিদ্ধান্ত মডারেশন বোর্ডের বাইরে যাবে না। স্টিক্টলি স্পীকিং, টীচারদের মধ্যে গল্পচ্ছলেও বলা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে চাকরি যায়।'

    এটা একটু মডিফাই করা প্রয়োজন। ওপেন বুক পরীক্ষা ভাবা হলে ছাত্রদের সেটা আগে জানানোই দরকার। এবারে সিদ্ধান্ত যদি পাল্টানো হয়, সেটাও সেটাও ছাত্রদের জানিয়ে দিতে হবে, সেটা কি করা হয়েছিল? না হয়ে থাকলে অ্যাডমিনিস্টেশনের দিক থেকে সিরিয়াস ফেইলিয়োর।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০২:২২565121
  • *অ্যাডমিনিস্ট্রেশন
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০২:২৫565122
  • আকা, ভালো প্রফেসরদের বদলি রুখে মানে? কলেজের চাকরি অটোমেটিকালি ইউনিভ চাকরি হয়ে যাবে, তা কী করে হয়? ইউনিভ পোস্ট হিসেবে advertise করতে তারা বাধ্য।
  • aka | 34.181.43.28 | ১১ জুন ২০১৩ ০২:২৭565123
  • অত কিছু জানি না। ভালো প্রফরা বদলি হয়ে এদিক ওদিক চলে যেতেন, কিন্তু বিডি বা এজির কোনদিন বদলি হয় নি। ঐ যেরকম করে ওনাদের হয় নি তেমনি করে।
  • ম্যাক্সিমিন | 69.93.215.43 | ১১ জুন ২০১৩ ০২:৩৪565125
  • কটা সরকারি কলেজে স্ট্যাটিস্টিক্স বিভাগ ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন