এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অথ প্রেসিডেন্সি কথা

    Biplab Pal
    অন্যান্য | ৩১ জুলাই ২০১২ | ২৭৮৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.231.246 | ১২ জুন ২০১৩ ০০:৩০565259
  • @পিটি,
    ঃ))))
    যেমন আরেক ভাইঝি 'হানি সিং' বোঝায়।
  • কৃশানু | 213.147.88.10 | ১২ জুন ২০১৩ ০০:৩৮565260
  • ক্ষি মুশকিল। এতদিনের সযত্নে লালিত গোপন কথাটি রঞ্জনদা এভাবে খোলা পাতায় ছেড়ে দিলেন!! :-)
  • 4z | 209.7.156.145 | ১২ জুন ২০১৩ ০৩:২৯565261
  • বিডিতে ভূগোলের একজন টিচার ছিলেন না, শূর স্যার না কি নাম?
  • Abhyu | 179.237.46.187 | ১২ জুন ২০১৩ ০৬:৩৪565262
  • http://www.anandabazar.com/12cal1.html

    চার মাসে গেলেন পাঁচ শিক্ষক
    কাজের সুযোগ নেই, ফের ইস্তফা প্রেসিডেন্সিতে
    নিজস্ব সংবাদদাতা
    প্রেসিডেন্সি থেকে চলে যাওয়ার তালিকায় নাম উঠে গেল আরও এক শিক্ষকের। রসায়ন, প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা ও বাংলার পরে এ বার বিশ্ববিদ্যালয় ছাড়লেন শারীরবিদ্যা বিভাগের এক শিক্ষক। গত ৪ জুন কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন শারীরবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুদীপ্ত সরস্বতী। এক মাসের আগাম নোটিস দিয়ে ওই শিক্ষক ব্যক্তিগত কারণে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন। তবে শারীরবিদ্যা বিভাগ সূত্রের খবর, গবেষণার যথেষ্ট সুযোগ না-পাওয়াতেই তাঁর এই সিদ্ধান্ত।
    গত ২৭ মে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্তের কাছে পদত্যাগপত্র পেশ করেন বাংলার শিক্ষক প্রকাশকুমার মাইতি।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১২ জুন ২০১৩ ০৯:১২565263
  • শূরবাবু ছিলেন। আমাদের সময়ে - মানে দিল্লির সিংহাসনে যখন ইব্রাহিম লোদি।
  • PT | 213.110.243.21 | ১২ জুন ২০১৩ ০৯:৩০565264
  • আমার সত্যি সত্যি করুণা হয় এই সব শিক্ষিত মানুষ গুলোর জন্য। এরা প্রেসিতে যোগ দেওয়ার আগে যেন জানত না যে প্রেসিতে বিশ্বমানের গবেষণা করা এখন এবং সুদূর ভবিষ্যতেও সম্ভব নয়। শুধু মাত্র জৈব রসায়নের মোটামুটি কাজ শুরু করার অবস্থা তৈরি করতে যন্ত্রাদি সহ কম করে ১০-১৫ কোটি টাকা লাগবে। বায়োলজির ল্যাবের কথা ছেড়েই দিলাম। মেন্টর গ্রুপের বুদ্ধিমানেরা যারা মমতাকে বুদ্ধি যোগাচ্ছে তারাও জানে যে এটা সম্ভব নয়-কিন্তু সত্যি কথাটা বলতে রাজী নয়। কার কি ধান্দা আছে কে জানে!!
  • paTal | 165.201.35.63 | ১২ জুন ২০১৩ ১০:৫৮565265
  • শূরবাবু আর আশিসবাবু, পরের জনকে ঘটু নামে ডাকা হত। অনেকে আসল নাম ভুলে গিয়েছিল।

    অভ্যু, সেই পটল কি আর এই পটল ঃ)
  • rivu | 78.232.127.201 | ১২ জুন ২০১৩ ১৩:০০565266
  • কিন্তু ল্যাব তৈরির টাকা পয়সা না থাকলেও ম্যাথেমেটিকাল জিনিসপত্র যেমন অঙ্ক, কম সাইন্স, স্ট্যাট, সোশাল সাইন্সের বেশ কিছু বিভাগ এইসবে রিসার্চ করা সম্ভব নয় কেন? এইগুলোতে তো ইনফ্রাস্ট্রাকচার তেমন কিছু লাগেনা।
  • PT | 213.110.246.230 | ১২ জুন ২০১৩ ১৩:৩৯565267
  • সেটা যে হয়না তা JU-র দিকে তাকালেই তো বোঝা যায়। নাহলে কলা বিভাগ, যেখানে যন্ত্রপাতির ব্যবহার নেই, সেখান থেকে বহু আগেই তো দুনিয়া কাঁপানো দর্শন-সাহিত্য ইত্যাদির গবেষণা হতে পারত। অমল রায় চৌধুরী ছাড়া সেরকম কাজকম্ম কেউ করেছেন কি? তিনি অবিশ্যি শেষের দিকে তাঁর বাড়ির ঠিকানা থেকে গবেষণা-পত্র ছাপাতেন।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১২ জুন ২০১৩ ১৪:৪৩565269
  • ভারতবাসীর বক্ষের ধন, চক্ষের মণি আইআইটি, যেখানে পয়সার কমতিও নেই, তৃণমূলও নেই সেখানে কীরকম দুনিয়া কাঁপান গবেষণা হয় জানতে চাই। চারটি অ্যানেকডোট নয় যে "আমার পরিচিত একজন" ইত্যাদি। বছরে কতগুলো পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়, সেট বিদেশের প্রিমিয়ার ইন্স্টিটিউটের তুলনায় কেমন - ইত্যাদি যেসব মেট্রিকে গবেষণা মাপা যায়, সে সব মেট্রিক কীরকম।
  • PT | 213.110.246.230 | ১২ জুন ২০১৩ ১৪:৫৬565270
  • হয়্না-সেতো সবাই জানে!! তবে এই আলোচনাটা absolute না comparative হবে সেটা ঠিক করে নেওয়া ভাল।
  • T | 24.139.128.15 | ১২ জুন ২০১৩ ১৫:১৫565271
  • আই আই টি গবেষণার জন্য বানানো হয় নি। বেসিকে গন্ডগোল। তবে ২০০০ সাল পরবর্তী সময়ে, (মোটামুটি ২০০৩ পরবর্তী) হুড়মুড়িয়ে পি এইচ ডি স্টুডেন্ট নেওয়া শুরু হয়েছে। এদিকে এসবের জন্য উপযুক্ত ল্যাব, ফান্ডিং ইত্যাদি ত্যামোন নেই। ফলে রিসার্চের যা হওয়ার তাই হচ্ছে।
  • + | 213.110.240.200 | ১২ জুন ২০১৩ ১৫:৩৫565272
  • ন্যাড়াদার প্রশ্নের উত্তরে

    http://www.leidenranking.com/ranking

    ন্যাচারাল সাইন্সের ক্ষেত্রে, ইন্ডিকটর P দিলে ( পেপার পাবলিশড ইন ইন্টারন্যাশনাল জার্নাল) ব্যাঙ্গালোর এবং খড়গপুর প্রথম ১০০য় আছে।

    আর ইন্ডিকেটর PP দিলে (proportion of top 10% publication) ৩০০-৪০০ র মধ্যে ভারতের তিনটে

    সাইটেশনের ক্ষেত্রেও তাই

    খুব খারাপ কি? ইউরোপ-আম্রিগা-চীন-জাপান-কোরিয়া ছাড়া এর উপরে খুব একটা কাউকে পেলাম না
  • জিগীষা | 127.194.108.217 | ১২ জুন ২০১৩ ১৫:৪১565273
  • ব্রডব্যান্ডের ঝামেলায় অনেক পরে উত্তর দিচ্ছি :(
    'ব' কে, আমি ইংরাজি পড়ি, তাই ইতিহাস বিভাগে এই নিয়ে আলোচনা হয়েছে কিনা জানিনা। এটাই প্রথম ওপেন বুক পরীক্ষা হতে যাচ্ছিল ইতিহাসে, সেটারও ত প্রশ্ন পালটে দেওয়া হল, ফলে কি প্রশ্ন আসতো খুব জানিনা :(
    তবে, ইতিহাস প্রবলভাবে অ্যানালিটিকাল বলে মনে হয়, অন্তত স্কুল লেভেলের পরে তো বটেই ।

    ম্যাক্সিমিন দি, কনভার্ট করার জন্য না, আমি বেনের অভব্য আচরণের সাথে একেবারেই সহমত পোষণ করিনা, উনি যে ব্যাকগ্রাউন্ডেই বড় হন না কেন , যেখানে পড়াচ্ছেন সেখানকার সেন্টিমেন্ট মাথায় রাখা উচিত ছিল, কিন্তু, মিডিয়াতে যেভাবে ব্যাপারটাকে প্রেসেন্ট করা হচ্ছে, সেটা অর্ধসত্য ।
  • :q! | 131.241.218.132 | ১২ জুন ২০১৩ ১৫:৪৯565274
  • এখনো জার্নালের হিসেবে রিসার্চ ইনডেক্স হয়?

    উদিকে বাইরের দিক্‌পালেরা (অন্ততঃ আমাদের লাইনে) উল্টো বলেন।
  • + | 213.110.240.200 | ১২ জুন ২০১৩ ১৫:৫২565275
  • অজ্জিদ্দা, এটা এর উত্তরে

    " কতগুলো পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়, সেট বিদেশের প্রিমিয়ার ইন্স্টিটিউটের তুলনায় কেমন"
  • :q! | 131.241.218.132 | ১২ জুন ২০১৩ ১৫:৫৪565276
  • আম্মো তো ওইটা দেখেই কোশ্চেনটা করলাম।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১২ জুন ২০১৩ ১৬:০০565277
  • আমি ঐ হিসেবটাই জানতাম। আর কী কী হিসেব আছে?
  • ন্যাড়া | 213.83.248.37 | ১২ জুন ২০১৩ ১৬:০১565278
  • বাই দ্য ওয়ে, PP-তে ৩০০+ র‌্যাংকিং একেবারেই বলার মতন নয়। যেখানে আইআইটি ভারতে প্রিমিয়ামস্য প্রিমিয়াম ইনস্টিটিউট আর ভারত নাকি প্রযুক্তিবিদদের ডিপো।
  • :q! | 131.241.218.132 | ১২ জুন ২০১৩ ১৬:২২565280
  • ডিপো না, আঁতুড়ঘর বলা যায়। আইআইটির কত পার্সেন্ট ছেলেমেয়ে ভারতে থাকে সেই হিসেবটা আছে কোথাও? মনে হয় না খুব বেশি থাকে।

    কম্প সায়েন্স লাইনে অনেক ক্ষেত্রে এখন জার্নালের চেয়ে কনফারেন্সের ওয়েটেজ বেশি দেয় - মানে ইংল্যান্ডেও দেখেছি, আম্রিগান অনেক প্রোফেসর (যেমন উলম্যান বা ভিএস) বলেছেন। কারণ বিশেষ কিছু না - জার্নালে গুচ্ছের সময় লাগে, তদ্দিনে টেকনোলজি পাল্টে যায়। তবে ধরেন একটা নতুন কোর অ্যাল্‌গো লিখলে কী আর সেইটা হবে?

    রিসার্চ ইন্ডেক্সে শুধু পাব্লিকেশন নয়, প্রোজেক্ট কত, কী কী, তার ফান্ডিং, পিএইচডি স্টুডেন্ট সংখ্যা, গ্রান্ট ইত্যাদি হাবিজাবি অনেক কিছু দেখে। বিলেতে এইসব মিলিয়ে একটা র‌্যাঙ্কিং বের করতো RAE রেটিং বলে।
  • T | 24.139.128.15 | ১২ জুন ২০১৩ ১৬:২৩565281
  • রিসার্চের দিক দিয়ে আই আই টি ভারতের প্রিমিয়ামস্য প্রিমিয়াম ইন্সটিট্যুট নয়। তবে গাদা গাদা আই আই টি পাস আউট বিদেশে উচ্চমানের প্রযুক্তিবিদ হিসেবেই পরিচিত হয়। এছাড়া বিদেশের বেশীরভাগ নামী কলেজের ভারতীয় প্রফেসরদের ব্যাকগ্রাউন্ডও আই আই টি বিটেক, এতো সবাই জানে। ফলে প্রযুক্তিবিদদের ডিপো তো বটেই।
  • paTal | 165.201.35.63 | ১২ জুন ২০১৩ ১৬:৩১565282
  • ডিপো অথচ সেরকম দারুণ গবেষণা কিছু হচ্ছে না, এটা কি ঠিক বুঝছি?

    ঠিক হলে, প্রশ্নটা আবার সেখানেই চলে আসে যে কেন হচ্ছে না। ইনফ্রাস্ট্রাকচার, সদিচ্ছার অভাব না অচলায়তন, লালফিতের ফাঁস।
  • :q! | 131.241.218.132 | ১২ জুন ২০১৩ ১৬:৩৬565283
  • আইআইটি নিয়ে একটা বড় খবর আজকের এইসময়-তেই আছে। নন-ইনভেসিভ ব্লাড সুগার মনিটরিং ইনস্ট্রুমেন্ট। খুব কাজে আসবে এইটা।
  • T | 24.139.128.15 | ১২ জুন ২০১৩ ১৬:৩৭565284
  • হ্যাঁ, ডিপো বা আঁতুড়ঘর। কিন্তু দারুণ কিছু গবেষণা হচ্ছে না। কারণ অনেক। ঐ ইনফ্রাস্ট্রাকচার, সদিচ্ছার অভাব, অচলায়তন, লালফিতের ফাঁস সবই আছে। আই আই টি তে আইয়াইটির বিটেক ছেলেরা গবেষণা করতে যায় না এটাও ধরতে হবে।
  • paTal | 165.201.35.63 | ১২ জুন ২০১৩ ১৬:৪৩565285
  • হুঁ। প্রেসিতেও ঐ ঐ কারণই মনে হচ্ছে।
  • PT | 213.110.243.21 | ১২ জুন ২০১৩ ১৯:৪৯565286
  • "আই-আই-টি গবেষণার জন্য বানানো হয়নি"-এটা কোথায় সিদ্ধান্ত হয়েছিল?

    আর ২০০০ সালের অনেক আগেই অন্ততঃ chemistry dept. থেকে অনেক ছাত্র PhD ডিগ্রী পেয়েছে।
  • aka | 34.181.43.28 | ১২ জুন ২০১৩ ১৯:৫২565287
  • দারুণ গবেষণা বছরের পর বছর জেনারেশন আফটার জেনারেশন করে যাওয়ার জন্য ভালো ছাত্র, ভালো ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদির বাইরেও একটা বড় জিনিষ দরকার হল ভালো রিসার্চ করার জন্য ইন্সেটিভ এবং তাকে সাপোর্ট করার জন্য বাইরের প্রসেস। শুধুমাত্র একটি বা দুটি ভালো প্রতিষ্ঠান ক্যান ডু অনলি সো মাচ।
  • pi | 118.12.167.200 | ১২ জুন ২০১৩ ১৯:৫৫565288
  • 'ম্যাক্সিমিন দি, কনভার্ট করার জন্য না, আমি বেনের অভব্য আচরণের সাথে একেবারেই সহমত পোষণ করিনা, উনি যে ব্যাকগ্রাউন্ডেই বড় হন না কেন , যেখানে পড়াচ্ছেন সেখানকার সেন্টিমেন্ট মাথায় রাখা উচিত ছিল, কিন্তু, মিডিয়াতে যেভাবে ব্যাপারটাকে প্রেসেন্ট করা হচ্ছে, সেটা অর্ধসত্য ।'

    জিগীষা, আরেকটু বিস্তারিত লেখা যাবে ?
  • ranjan roy | 24.99.54.113 | ১৩ জুন ২০১৩ ০০:০৮565289
  • জিগীষা,
    আপনি কি ইতিহাসের ছাত্র?
  • প্পন | 190.215.116.221 | ১৩ জুন ২০১৩ ০০:১১565291
  • ন্যাড়াদা, ফোর্জিঃ

    শূরস্যার না। সুরস্যার। পদবী সুর। পুরো নাম শিবপ্রসাদ সুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন