এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ৮৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.93.245.143 | ২৩ জুলাই ২০১২ ০৭:২৬566654
  • কাফিলার লেখাটা পড়লাম। খুব ভালো রিপোর্টিং।
  • h | 127.194.232.101 | ২৩ জুলাই ২০১২ ০৭:২৭566655
  • অবনীশ দেব বিচার অবশ্যই পেতে পারেন, তবে সেটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি র মাধ্যমে ই সম্ভব। তবে উদ্যোগ টা হয় হয় আইনজীবিদের সংগঠন বা পরিবার কে নিতে হবে। ম্যানেজমেন্ট নেবে কিনা সন্দেহ। যদি না নেওয়াতে তার নিজের কিছু পাওয়ার থাকে। এখানে তো ম্যানেজমেন্ট এর পোয়া বারো, তার পক্ষের লোক শহিদ, সরকার তার সঙ্গে , মিডিয়া, বড় মিডিয়া তার সংগে। অতএব এই অনুকুল পরিস্থিতিতে আলাদা এনকোয়ারি সে করবে কিনা সন্দেহ। ক্ষতি পূরণ হয়তো দেবে। তবে এটা হতে পারে, কোনো জুডিশিয়াল কর্তৃপক্ষ যদি সারকামস্টান্স জানতে চায় তাহলে ফুল এনকোয়ারি হয়তো হবে।

    আর সাক্ষী কেনা বেচার ব্যাপারটা তে আপনি যে ভাবে ট্রেড ইউনিয়ন ও ম্যানেজমেন্ট কে এক ই প্লেন এ দাঁড় করিয়েছেন, সেটা বিস্ময়কর। মারুতি কোম্পানি একটি হাজার হাজার কোটি টাকার কোম্পানি। আর ট্রেড ইউনিয়ন গুলি মূলতঃ শ্রমিক দের চাঁদায় চলে। চাকরি চ্যুত শ্রমিক বা কর্মী কে নানা ভাবে সাহায্য ও করতে হয়।
  • h | 127.194.232.101 | ২৩ জুলাই ২০১২ ০৭:৩২566656
  • কাফিলার রিপোর্টিং টাকে সত্যনিষ্ঠ অথবা রিআয়েবল (বা ভালো ইংরেজি) ইত্যাদি বলছেন ম্যাক্সিমিন দি, হাস্যকর রিডার্স বায়াস ঃ-) এসেনশিয়াল্স দেখলে একজ্যাক্টলি এক ই বক্তব্য ট্রেড ইউনিয়ন নেতার, যাকে ইপসিতা প্রথম থেকে কোট করছে।
    এবং আই অ্যাম সিওর এই বক্তব্য গুরুদাস বাবু বা সিটু র সর্বভারতীয় নেতৃত্ত্ব রাখলে ম্যাক্সিমিন দি অন্য কথা বলতেন।
    তখন আনডার এস্টিমেট করিনি, তবে এখন দেখছি আদৌ এস্টিমেট না করাই ভালো হবে ঃ-))))
  • maximin | 69.93.245.143 | ২৩ জুলাই ২০১২ ০৭:৩৬566657
  • কোথায় দাঁড় করিয়েছি একই প্লেনে? দেখান তো? একটু বেশি বুঝছেন এইচ।
  • maximin | 69.93.245.143 | ২৩ জুলাই ২০১২ ০৭:৩৮566658
  • এইচ আমাকে উদ্দেশ্য করে মন্তব্য করা বন্ধ করুন কাইন্ডলি।
  • h | 127.194.232.101 | ২৩ জুলাই ২০১২ ০৭:৪০566659
  • ম্যাক্সিমিন দি এখন বলছেন স্বাধীন ইউনিয়ন থাকলে সিটু সাধারণত ইনটারফিয়ার করে না, প্রশংসাসূচক। অথচ একটু আগেই বলছিলেন, সিটু শুধু বিস্ময়্কর বলে ছেড়ে দিল , অসংগঠিত শ্রমিক দের জন্য বা আদৌ বিশেষ কিছু করলো না, সর্বভারতীয় নেতারা বক্তব্য রাখলো না ঃ-)))

    biggest heap of rubbish, I have come across recently apart from NDTV's reporting!
  • maximin | 69.93.245.143 | ২৩ জুলাই ২০১২ ০৭:৪৩566660
  • ওকে সরি। এবং টাকা শুধুমাত্র মালিকেরই আছে তা নয়, ট্রেড ইউনিয়নেরও আছে। এই লাইনটা লিখেছিলাম। ভুলে গেছিলাম। এই পোস্টে আমাকে বারে বারেই সরি বলতে হচ্ছে।
  • bb | 127.195.176.155 | ২৩ জুলাই ২০১২ ০৭:৫৯566661
  • কল্লোল দা এবং পাই - ভারতের শ্রমিকদের খারপ অব্স্থা এবং তাতে মুনাফালোভী শিল্পপতিদের হাত সম্বন্ধে আমার নতুন করে কিছু বলার নেই - অনেক বড় বড় লোকেরাই বলেছেন এবং বলেছ। কিন্তু সবাই খারাপ এইটা বলতে আমি রাজি নই।
    আর কল্লোলদা - আমি কাজ করতে ভালবাসি আরামসে ১২-১৩ ঘন্টা কাজ করতে আমার অসুবিধা হয় না। কিন্তু সেটা আমার নর্ম নয় এবং আমাদের ক্ষেত্রে আমাকে কেউ বাধ্য করে না। সে আপনি সরল (গরল) যাই মনে করুন।
    কাজের দৌলতে আপনার শহরেও মাসে ২-৩ বার আমি যাই, এবার আপনি হাইডে এলে আগে টোকা দেবেন, নিশ্চয় দেখা করব।
  • pi | 82.83.90.116 | ২৩ জুলাই ২০১২ ০৮:০০566663
  • একটু শোনা যাক ?
  • pi | 82.83.90.116 | ২৩ জুলাই ২০১২ ০৮:০৩566664
  • বিবিদা, আমি তো আলাদা করে মারুতির ব্যালান্সশীট টা দিয়েছিলাম। মারুতিকে নিয়ে কী বলবেন ? আর বাকি 'বেস্ট প্র্যাকটিস' গুলো ?
  • কল্লোল | 230.226.209.2 | ২৩ জুলাই ২০১২ ০৯:১২566665
  • বিবি, আপনারেও বলা রইলো। এদিকে এলে একটা আবাজ দেবেন।

    আর ঐ ১২/১৩ ঘন্টা কাজ নিয়ে। দেখুন, আপনি নিজে থেকে করলে তো বলার কিছু নেই।
    যখন প্রথম প্রথম কোডিং করতাম (আমরা বলতাম প্রোগ্রাম লেখা) তখন অনেক সময় হয়েছে যে সময়ের পরেও থেকে গেছি। তারপর দেখেছি ম্যানেজমেন্ট পেয়ে বসে। সাড়ে পাঁচটার সময় স্পেকস ধরিয়ে বলে কিনা আগামী কাল লাঞ্চের আগে রিপোর্ট চাই। (তখন রিপোর্ট রাইটার গোছের কিছু ছিলো না, একটা ডেটা মাসাজ করা রিপোর্ট দিতে গেলে পাঁচ মিটারের কোবল প্রোগ্রাম লিখতে হতো) এটা কয়েকবার হবার পর রিফিয়ুজ করি। তাও বলেছিলাম কোয়ালিটির জায়গা থেকে। অত তাড়হুড়ো করলে ভালো কাজ হয় না।
    আর, এই ধরনের আবদারটাই ছিলো দস্তুর।
    আজও দেখি, আমার ছেলের বন্ধু, রাতের খাবার ফেলে উঠে গেলো, ল্যাপি নিয়ে লড়ে গেলো, খেলো গিয়ে রাত তিনটেয়। এটা না করলেই নাকি নেগেটিভ অ্যাটিটুড।
  • কল্লোল | 230.226.209.2 | ২৩ জুলাই ২০১২ ০৯:১৬566666
  • বলতে ভুলে গেছি। সে (ছেলের বন্ধু) খেতে খেতে তার বসের ফোং এলো।
  • প্পন | 122.133.206.25 | ২৩ জুলাই ২০১২ ০৯:৪৪566667
  • এটা তো আছেই কল্লোলদা। সেই বসকেও কেউ হুড়ো লাগিয়েছে। তার উপরে আমেরিকান ক্লায়েন্ট হলে রাতদুপুরে কংকল নাও।

    তবে যখন কাজ থাকে না বা চাপ কম থাকে তখন তো একটা মিনিমাম সময় আপিসে থাকলেই হয়ে যায়। যাদের ওয়ার্ক প্রম হোম আছে, তাদের ওয়ার্ক ফ্রম হোম।

    তো, স্ট্র্যটেজিটা হল তাড়াতাড়ি এই কোডিঙের স্টেজ পার হয়ে নেক্সট লেভেলে চলে যাওয়া যাতে আমি অন্যকে কাজ ডেলিগেট করতে পারি। ;-)

    জোক্স অ্যাপার্ট, এই ফ্লেক্সিটাইমিং ওফ্রহো এইসব দিয়ে কোর ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের অবস্থা বোঝা যাবে না।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৩ জুলাই ২০১২ ০৯:৫৬566668
  • "তবে যখন কাজ থাকে না বা চাপ কম থাকে তখন তো একটা মিনিমাম সময় আপিসে থাকলেই হয়ে যায়। যাদের ওয়ার্ক প্রম হোম আছে, তাদের ওয়ার্ক ফ্রম হোম।"

    খুব কম আপিসে এরকম সুবিধা আছে। টিসিএসের প্রথম শিফটে একদমই এরকম ছিলো না - অনেক প্রোজেক্টে দেখেছি কে কতক্ষণ আপিসে আছে সেটাই পারফরমেন্সের মাপকাঠি। পরে অন্য বেশ কিছু আপিসে চাকরি করা বন্ধুদের কাছে একই কমপ্লেন শুনেছি। এখন আমাদের ল্যাবে এসব বাজে ব্যাপার নেই, বা আমার আগের দোকানেও ছিলো না, তবে এখনকার দোকানের অনেকের কাছে একই জিনিস শুনি। একজন ম্যাঞ্জারের কথা শুনলাম যার পারফরমেন্স স্কেল হল কেউ চলে যাওয়ার পর তার সীটে এসে হাত দিয়ে দেখা সেটা কতটা গরম - মানে কখন চলে গেছে আর কি;-) কোর সেক্টরে আমার বউ বা তার বন্ধুদের আপিসেও একই গল্প শুনি। কোর সেক্টরে সব নামেই ফ্লেক্সিটাইম আর মাল্টিন্যাশনাল - আদতে তো সেই পঞ্চাশের দশকের মেন্টালিটির লোকজন ম্যাঞ্জার লেভেলে বসে থাকে...
  • প্পন | 122.133.206.25 | ২৩ জুলাই ২০১২ ১০:০২566669
  • হ্যাঁ, সেইটা ঠিকই। এই যেমন ইনফিতে এখন নিয়ম করেছে তোমার সোয়াইপ হিস্ট্রিতে ৯.১৫ ঘন্টা মিনিমাম থাকতেই হবে (টিএনেম প্রোজেক্টে ৮.৫ ঘন্টা বিলেবল ধরে অফশোরে)। আমাদের আপিসে ছ'ঘন্টা দেখালেই হয়।

    কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে ঐ ন'ঘন্টা কাজের চাপ কম থাকলে নিজের ইচ্ছেমত সময়টা কাঠানো যায়, সে আমার মেশিনে নতুন টেকনোলজি নিয়ে খেলাধুলো করি, অথবা লাইব্রেরিতে গিয়ে কাগজ পড়ি অথবা ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি। আমি কতক্ষণ ব্রেক নিলাম বা কতক্ষণ ধরে লাঞ্চ করলাম কেউ মাপতে যায় না।

    জানি না, সব অফিসে এরকম কিনা। আমার চেনা জগত থেকে বললাম।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৩ জুলাই ২০১২ ১০:১০566670
  • সেও তো এক রকম জেলে আটকে রাখা। আইডিয়ালি কতক্ষণ সময় আপিসে থাকলাম সেটা দেখার কথাই নয় - কাজ হল কিনা সেটা আসল। ফস্টার হুইলারে সেকেন্ড-মিনিটের হিসেব করে, শুক্রবার গণমেল ছাড়া হয় একটা এক্ষেল শীট সহ - কার আড়াই মিনিট শর্টফল, কার চোদ্দ মিনিট ইত্যাদি। উইপ্রোতেও শুনেছি অটোমেটেড মেল এসে যায়। আর এই নয়-সাড়ে নয় ঘন্টার ব্যাপারটাও অদ্ভুত। আট ঘন্টার নিয়মটা যে কবে বাতিল হয়ে গেলো কে জানে...আট ঘন্টার নিয়ম, বছরে বারোটা ছুটি প্লাস তিরিশ দিনের আর্নড লীভ, সাতটা ক্যাজুয়াল ইত্যাদি সব কালের গর্ভে তলিয়ে গেছে - বাড়িতে যে কতবার এগুলো ক্যারিফাই করতে হয়...
  • প্পন | 122.133.206.25 | ২৩ জুলাই ২০১২ ১০:১২566671
  • সেসব কালের গর্ভে তলিয়ে গেছে ....
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৩ জুলাই ২০১২ ১০:১৪566672
  • মানে ২০০০ সালেও যখন টিসিএসে ছিলাম, তখনও অফিশিয়ালি আট ঘন্টা (আন-অফিশিয়ালি ১৬-ও হত অবশ্য) ছিলো। ৩০ দিনের আর্নড লীভ, ৭ টা ক্যাজুয়ালও ছিলো। এসব হয়েছে ওই STP আর SEZ-এর দৌলতে। মনে হয়।
  • maximin | 69.93.245.143 | ২৩ জুলাই ২০১২ ১০:২১566674
  • কাফিলার রিপোর্টে ভাড়া করা গুন্ডার কথা পাই নি। আছে কি?
  • প্পন | 122.133.206.25 | ২৩ জুলাই ২০১২ ১০:২২566675
  • ৯৮ সালের ইনফিঃ দিনে 8.5 ঘন্টা ম্যান্ডেটরি, নো ক্যাজুয়াল লিভ, আঠেরোটা আর্নড লিভ।

    কোথায় তখন SEZ? STP ছিল অবশ্য।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৩ জুলাই ২০১২ ১০:২৫566676
  • প্রথম বছর (যদ্দিন ASE Trainee আর কি) তদ্দিন ওরকম নিয়ম থাকতো। Trainee পিরিয়ড শেষ করার পর থেকে নর্মাল - মানে টিসিএসের কথা বল্লাম। এসব ক্ষেত্রে সবাই মোটামুটি একই হয়। এখনো তাই - সবাই প্রায় একই সময়, ছুটি ইত্যাদি করে দিয়েছে।
  • প্পন | 122.133.206.25 | ২৩ জুলাই ২০১২ ১০:৪১566677
  • হুম, কিন্তু এইখানে ট্রেনিং পিরিয়ড শেষ হবার পরেও অবস্থাটা পাল্টায়নি। প্রোমোশন হলে আঠেরোটা কুড়ি হয়েছে অথবা কুড়িটা বাইশ। ব্যস।

    এখনকার দোকানেও ঐ চব্বিশটা আর্নড লিভ। নো ক্যাজুয়াল লিভ।
  • কল্লোল | 230.226.209.2 | ২৩ জুলাই ২০১২ ১২:০০566678
  • মারুতী কারখানার নিয়ম কানুন হিসি ও টিপিন খাওয়ার সময় পড়ে মনে হলো, চার্লির মডার্ণ টাইমস।
    খুনটা নিশ্চাই নিন্দাযোগ্য, কিন্তু আমার সন্দেহ আছে ওটা কাদের কাজ। ব্যাপারটায় কতৃপক্ষের লাভ সোজা দেখাই যাচ্ছে। শ্রমিকদের ওপর চাপ বাড়ানো গেলো। তারপর চাট্টি মাও মাও ধুয়ো তুলে যাকে তাকে ধরে ক্যালাও।

    ভালো কথা। একটু অন্য প্রসঙ্গ।
    ৩৬৫দিন নামে একটি খবরের কাগজে (পূষণ গুপ্ত সম্পাদক) আমার দুই বন্ধুর নাম করে ছাপা হয়েছে যে তারা মাওবাদী। এরা আয়না নামে একটা নাটকের দল চালায়। এরা থার্ড থিয়েটারে বিশ্বাসী। তাই, কলকাতায় ও গ্রামে গঞ্জে মাঠে-ঘাটে-রাস্তায় নাটক করে বেড়ায়।
    ওরা কাগজটিতে প্রতিবাদ পাঠিয়েছে। প্রমাণ দাখিল করতে বলেছে, না হলে ক্ষমা চইতে হবে। না হলে মামলা। এছাড়া স্থানীয় থানায় নিরাপত্তা চেয়েছে, যে আমাদের নামে মাওটাও বলা হচ্ছে, রাস্তায় যদি লোকে মাও বলে পিটিয়ে দেয়। তাই পুলিশ প্রটেকশন চেয়েছে।
  • dukhe | 212.54.74.119 | ২৩ জুলাই ২০১২ ১২:০৬566679
  • আয়না এখনো আছে ? কতদিন আগে ওদের নাটক দেখেছি ।
  • bb | 127.195.166.4 | ২৩ জুলাই ২০১২ ১২:২৩566680
  • কল্লোদা - আমার ঐ ৭ মিনিট পড়ে মর্ডান টাইমসের ঐ বাথরুমের দৃশ্যটাই মনে পড়ল।
    প্পন- আমার এখনকার দোকানে ওফ্রহো- কিন্তু তাতেও দিনে ১০-১২ঘন্টাই হয়ে যায়। তবে ঐ ২ ঘণ্টা করে রাস্তায় থাকতে হয় না। আবার ঘরে থাকলে কোন ব্রেক নেই ঃ(।
  • ranjan roy | 24.96.56.208 | ২৩ জুলাই ২০১২ ১৫:১৮566685
  • tts কে ধন্যবাদ!
    নিজেদের হাই-হ্যান্ডেডনেস কে আদর্শ বলে চালাতে চায় IT ইন্ডাস্ট্রির জারেরা। আমি ভাবতাম সরকার ওদের দিকে আর নজর দেবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন