এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ৮৬৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.56.208 | ২৩ জুলাই ২০১২ ১৫:২১566686
  • আজকে দেখলাম মারুতি আর ক্যাজুয়াল শ্রমিক দিয়ে বেশি কাজ করাবে না। অ্যাদ্দিন চল্লিশ প্রতিশত ক্যাজুয়াল লেবার ছিল, যাদের খুব বেশি হলে রেগুলারদের তুলনায় আদ্দেক মাইনে দিতে হত।
    তাহলে গন্ডগোলের মূলে কি রেগুলারদের বিরুদ্ধে ক্যাজুয়ালদের লুম্পেন অংশকে লেলিয়ে দেয়া?
  • r | 213.91.201.54 | ২৩ জুলাই ২০১২ ১৫:৩১566687
  • ১৯৪৬ এর অ্যাক্ট কি আই টী তে লাগু হবে?
    লাগু হলে আই টী গাইরা কি বেশী সুবিধে পেতে পারে?
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৩ জুলাই ২০১২ ১৬:৫৯566689
  • অফ টপিক, কিন্তু যেহেতু এখানেই কথা হচ্ছিলো (আর কে এখন সেই আইটি ইউনিয়নের টই খুঁজতে যাবে) -

    http://www.itecentre.co.in/node/113
  • h | 213.99.212.54 | ২৩ জুলাই ২০১২ ১৭:২১566690
  • এখন পড়তে গিয়ে আমার মনে হচ্ছে, ম্যাক্সিমিন দি র সঙ্গে আমি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলেছি। উচিত হয় নি। জেনুইন দুঃখিত। এখানে আমি কাউকে বিশেষ শ্রদ্ধা করে কথা আজকাল আর বলি না বলে, (বহুদিন ধরে ইয়ার্কি মারতে মারতে ক্যাজ হয়ে গেছে) এবং আমার সঙ্গে কেউ ই আদৌ আমার সঙ্গে শ্রদ্ধা করে কথা বলে না বলে আমি শিষ্টাচারে অনভ্যস্ত হয়ে গেছি। সরি।
  • নেতাই | 131.241.98.225 | ২৩ জুলাই ২০১২ ১৭:২৬566691
  • সেকী হানুদা!!!!!
    এই তো সেদিন কবে যেন, শ্রদ্ধাভরে কী যেন একটা বলেছিলাম।
  • pi | 82.83.90.116 | ২৩ জুলাই ২০১২ ১৮:২৭566692
  • এটা একজায়গায় পড়লামঃ जुलाई के शाम को प्रबंध्न ने वार्ता तोड़ दी और पूर्वनियोजित ढंग से अपने बौंसरों ;गुण्डोंद्ध को बुला लिया। ऐसी स्थिति में उकसावेबाजों ;ंहमदज चतवअवबंजमनतेद्ध का काम करते हुए इन्होंने मजदूरों को े आक्रोशित कर दिया और प्रबंध्न के साथ झड़प शुरू हो गई। पिफर आगजनी हुई और एक व्यक्ति की दुखद मृत्यु हो गई।

    ইউটিউবের ঐ ইন্টারভ্যুতে শ্যামবিরের বক্তব্য কেউ শুনলেন ?
  • pi | 82.83.90.116 | ২৩ জুলাই ২০১২ ১৮:৪৪566693
  • এটা গতবছরের আন্দোলনের সময় এক শ্রমিকের বক্তব্য ছিল। কীভাবে গ্রামের লোককেও কেনা হয়েছিল। বাউন্সার নিতে সেখানেও কথা ছিল।


    এই কন্ট্র্যাক্ট শ্রমিকদের অন্যদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, কন্ট্র্যাক্ট শ্রমিকরা বাউন্সার, এটা যাঁরা বলছেন, কোথা থেকে বলছেন ? হয়তো মিস করে গেছি কিছু। এই বিভেদটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেই তো শ্রমিকেরা বারবার অভিযোগ করছেন।
    ঠিকা শ্রমিকদের পাশে অন্য শ্রমিকেরাও আছেন, এটাও বারবার বলা হচ্ছে। এটাও রইলো।
  • maximin | 69.93.196.159 | ২৩ জুলাই ২০১২ ১৯:১৬566694
  • এটা আমি ছাড়া আর কেউ বলে নি। ইমিডিয়েটলি রিজয়েন্ডার দিয়েছিলাম -- "সরি on its payroll কথাটার ভুল অর্থ করেছিলাম। মানে এদের পে-রোল এ রাখা হয় কাজ করিয়ে নেওয়ার জন্যে নয়, ওয়ার্কারদের পেটানোর জন্যে।'

    সরি বলেছেন দেখে ভালো লাগল বোধি।
  • PT | 213.110.243.23 | ২৩ জুলাই ২০১২ ১৯:২৮566696
  • অনেকদিন বাদে পরিশীলিত হিন্দিতে চমৎকার ভাষণ শুনলাম। কে এই সন্দীপন তালুকদার?
  • maximin | 69.93.196.159 | ২৩ জুলাই ২০১২ ২০:০১566697
  • Workers say that after 7 pm, the situation deteriorated quickly. They recount that at this time workers from Shift A were asked by union leaders to come outside the factory. Workers from Shift B then joined them. They describe around 100 policemen being present outside the factory since late afternoon when the meeting began but that both the police and the guards, outnumbered by thousands of protesting workers, were unable to intervene.

    http://kafila.org/2012/07/21/what-set-off-the-violence-at-marutis-manesar-plant-anumeha-yadav/
  • maximin | 69.93.196.159 | ২৩ জুলাই ২০১২ ২০:০৭566698
  • অনুমেহার লেখাতে যেটুকু আছে, পুলিস ও গার্ড ছাড়া অন্য কোনও বাউন্সারের কথা এই ওয়ার্কাররা বলে নি। এবং তারা আউটনামবারড। মৃত্যু বিষয়ে এই তথ্যের কি কোনো-ই মূল্য নেই?
  • maximin | 69.93.196.159 | ২৩ জুলাই ২০১২ ২০:০৮566699
  • মানে পুলিশ ও গার্ডরাই আউটনামবার্ড।
  • ranjan roy | 24.96.56.208 | ২৩ জুলাই ২০১২ ২০:০৯566700
  • আমি মন দিয়ে কাফিলা'র দুটো রিপোর্ট( আদিত্য নিগম ও অনুমেহা যাদব) পড়লাম।
    এক,
    মালিকপক্ষের গুন্ডা আক্রমণ শুরু করে এটা শুধু ইউনিয়নের নেতা রাম মেহের এর স্টেটমেন্টেই দেখলাম, অন্য কোথাও তো দেখলাম না। এমনকি অনুমেহা যাদবের রিপোর্টেও সন্ধ্যে বেলায় মালিকপক্ষ আলোচনা সেদিনের মত শেষ করে দেয়ায়( কোন দাবি না মেনে) এমনকি হায়ার অফিসিয়াল সিদ্দিকির সঙ্গে দেখা করতে না দেয়ায় ফ্রাস্টেটেড নেতারা দুটো শিফটের মজদুরদেরই ভেতরে আসতে বলেন। অনুমেহা বলছেন গেটের বাইরে শ'খানেক পুলিশ জমায়েত ছিল। কিন্তু তারা কয়েক হাজার মজদুরদের হ্যান্ডল করতে অপ্রতুল ছিল। আমি ভুল দেখলে কেউ ধরিয়ে দিন, প্লীজ! যত জায়গায় মালিকপক্ষের গুন্ডার আক্রমণের কথা আছে সবাই রাম মেহেরের স্টেটমেন্টকে কোট করেই বলছে।
    দুই, কোন রিপোর্টে পড়েছি মৃত অনীশ দেবের পাও ভেঙে গিয়েছিল। হয়ত তার জন্যেই উনি আগুনের আওতার থেকে পালাতে পারেন নি।
    তিন,
    যে পরিমাণ ভাঙ্চুর-অগ্নিসংযোগ-হতাহত হয়েছে তাতে আপাততঃ ক্ষয়ক্ষতি মালিকপক্ষেরই বেশি দেখা যাচ্ছে।
    চার,
    কারো সহানুভূতি যেদিকেই হোক, ফ্যাক্টগুলো ঠিক দেয়া উচিৎ।
    অনুমেহা যাদবের রিপোর্টে দেখলাম( কাফিলা মূলতঃ শ্রমিকদের পক্ষে) গালি দেয়া সুপারভাইজারকে তৎক্ষণাৎ কয়েক দিনের জন্যে "ফোর্সড লীভে" পাঠানো হয়েছিল। আর মজদুরকে সাসপেন্ড করা হয়েছিল।
    শ্রমিক পক্ষ ও তাদের সমর্থক সংগঠনের কথা শুনলে মনে হবে গাল দেয়ার জন্যে সুপারভাইজারকে কিচ্ছু বলা হয় নি। আবার মজদুরটি গালির প্রটেস্টে যে হাত চালিয়ে ছিল সেটা বেমালুম চেপে যাওয়া হচ্ছে। মালিকপক্ষের এই অ্যালিগেআশন যদি মিথ্যে হয় তাহলে রাম মেহের বা অন্যদের ক্যাটিগরিক্যালি এই মিথ্যাচারের বিরুদ্ধে বলা উচিৎ।
    কিন্তু এই বিন্দুতে তাঁরা নীরব।
    আমি মনে করিয়ে দিতে চাই যে বাম জমানায় বাটা কোম্পানীর দুই টপ বাম ইউনিয়ন নেতা ম্যানেজারকে কেলিয়ে ছিলেন এবং তাঁদের সাসপেন্ড করা হয়েছিল , বাটানগরের ফ্যাক্টরির কথা বলছি। দীর্ঘ আন্দোলন ও আইনী লড়াই তাঁদের বাঁচাতে পারেনি। কোর্টের রায়ে এবং ডিপার্টমেন্টাল তদন্তের ফলে ওঁরা গ্রস মিসকন্ডাক্টের দায়ে চাকরিটি হারান।

    পাঁচ,
    এসব সত্ত্বেও বলা উচিৎ যে দীর্ঘকালীন পরিপ্রেক্ষিতে মানেসরের ম্যানেজমেন্ট সম্পূর্ণ দায়ী। আগে কখনো মানেসরের শ্রমিক এমন হয়ে ওঠেনি। লাগাতার মিথ্যা আশ্বাসন, তারপর উল্টো ব্যবহার। লেবার কমিশনারের পক্ষ থেকে চুক্তি ভাঙার জন্যে মালিকপক্ষের নামে আগেই এফ আই আর দায়ের করা হয়েছে।
    এরা সামান্য গ্রিভান্স কমিটিও করতে চায় না। সমস্ত সমস্যা কে লঠমার শৈলীতেই সল্ভ করতে চায়,
    আমি যাপানী ওয়ার্ক কালচার নিয়ে কিছুই জানিনে। কিন্তু আমার অনুমান জাপানী ম্যানেজমেন্ট খোদ জাপানে এমন গাড়োলমার্কা ওয়ার্কিং কন্ডিশন দিয়ে ফল পাবেন না। ইংরেজ যেমন নিজের দেশে একরকম আর কলোনিতে একরকম, ডাও কেমিক্যালস বা ইউনিয়ন কার্বাইড আমেরিকায় একরকম নর্মস্‌ আর ভারতে অন্যরকম নর্মস্‌ চালায়-- এরা ও তাই করছে মনে হয়,
    কিন্তু এই মৃত্যুতে আন্দোলন কিছুদিন পিছিয়ে যাবে, এটাই আফশোস।
  • h | 127.194.231.110 | ২৩ জুলাই ২০১২ ২২:৪২566701
  • "The workers were protesting that the management had been unfair, suspending Lal from service while merely sending the supervisor home on leave for a few days."

    'ফোর্সড' লিভ কথা টা কাফিলায় অনুমেহা যাদব এর প্রবন্ধে কোথায় পেলেন রঞ্জন দা?
    মারুতি তার স্টেটমেন্টে সুপারভাইসর এর লিভ আর লাল নাম শ্রমিক এর সাসপেন্সনের কথা বলেছে?
    ক্লিয়ার করলে ভালো হয়।
  • h | 127.194.229.33 | ২৪ জুলাই ২০১২ ০৬:২৪566703
  • ইপসিতা দিয়ে লাভ নেই। শ্যামবির আর রাম মেহের যেহেতু দুজনেই শ্রমিক পক্ষের , এটা যাকে বলে পোকিত নিরপেক্ষ হিসেবে গণ্য হবে নাঃ-)

    we can see who were and who are outnumbered :-)

    প্রসঙ্গত ভারতের অন্যত্র, ষাট-সত্তর-আশি ইত্যাদি দশকের পুরাকালে, ট্রেড ইউনিয়নের ইতিহাসে কারখানা
    বিক্রির জন্য বা ইনসিওরেন্স পাওয়ার জন্য বা মালিকের নেওয়া ধার শোধ না করার জন্য কারখানায় আগুন লাগানোর ইতিহাস আছে। তবে সে ইতিহাস বিভিন্ন ধরণের ট্রেড ইউনিয়নিস্ট বা সিম্প্যাথাইজার দের লেখা, পোকিত শ্রমিক ও না, পোকিত নিরপেক্ষ ও নাঃ-))
  • রাজদীপ | 230.227.106.153 | ২৪ জুলাই ২০১২ ০৯:৩৬566705
  • হানু দা একটা কথা ছিল

    বহুযুগ আগে বম্বের ট্রেড ইউনিয়নে বাম প্রভাব তাড়াবার জন্য কংরেস ও সমমনস্করা শিবসেনা নামক একটি অবতারের সৃষ্টি করেছিলেন, তার ইতিহাস এবং প্রাদুর্ভাব নিয়ে তুমি কোন এক টইয়ে হাল্কা করে কিছু লিখেছিলে বলে মনে আছে , একটু ডিটেল চাই

    আর একটা রিকো আউট অফ দিস টই সাবজেক্ট .... বীরভুমে ভুমি-সংস্কার অন্দোলন আর ব্রজ মুখার্জী ও অন্য অগ্রণীদের নিয়ে একটা লেখা প্রায় লিখতে গিয়েও লেখ নি... মনে পড়ছে ?

    পারলে একটু লেখ , নইলে .... কি আর হবে ? আক্ষেপ ছাড়া !
  • h | 213.99.212.53 | ২৪ জুলাই ২০১২ ১১:১২566708
  • রাজদীপ আমি আর এখানে কিছু হ্যান ত্যান লিখে, মানে অন্য প্রসঙ্গের হ্যান ত্যান লিখে টই এর বারোটা বাজাচ্ছি না। একটা লিস্ট করেছি।।।তুমি বম্বে - আর্বান হিস্টরি নিয়ে টই খুল্লে বা আমায় ইমেল করলে ছেপে/পাঠিয়ে দেবো ঃ-)
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৪ জুলাই ২০১২ ১১:২৬566709
  • আমি আবার কেমন একটু ইন্ডাস্ট্রিয়াল রাইভ্যালরি-র গন্ধ পাচ্ছি।
  • রাজদীপ | 230.227.106.153 | ২৪ জুলাই ২০১২ ১১:৪২566710
  • হানুদা - টই খুলছি ঃ-)
  • PT | 213.110.243.23 | ২৪ জুলাই ২০১২ ১১:৪৩566711
  • শিবসেনাকে তো দুষ্টু লোকেরা আগে বসন্তসেনা বলতঃ

    The party, actually it was more of an organisation, was launched in 1966. It was allegedly nurtured by late CM Vasantrao Naik who feared that south Indians, who dominated the service sector then, would take over Mumbai.

    Also, the popular belief is that the Congress had another agenda in mind - rein in the mighty and powerful Communist-oriented labour unions.

    In the 1980s, the Sena was in deep trouble when late CM Vasantdada Patil came to its rescue with his famous utterance in the legislature that the State would foil every effort by the Centre to make Mumbai a Union Territory.

    Taking the cue, the Sena harped on Mumbai’s status and the pride of ‘Marathi Manoos’ to win the BMC elections. Since then, there has been no looking back for the party, at least in Mumbai.
    http://m.mumbaimirror.com/index.aspx?Page=article§name=News%20-%20City§id=2&contentid=2010021320100213023125347f35b6dcc
  • ranjan roy | 24.96.47.60 | ২৪ জুলাই ২০১২ ১৩:৩৮566712
  • হনু ,
    ঠিক তোমার দেয়া লাইনটায়। কাফিলা যখন শ্রমিক আক্রোশের কারণ হিসেবে বলছে যে ঐ গালাগালি-প্রতিরোধ ইত্যাদির ফলশ্রুতিতে ( তুমি সঠিক কোট করেছ) merely sending the supervisor home on leave for a few days, অথচ সাস্পেন্ডিং লাল ফ্রম সার্ভিস।
    এখন এটার থেকে কি স্পষ্ট নয় যে মালিকপক্ষ শ্রমিককে গায়ে হাত তোলার জন্যে সাসপেন্ড করেছে আর গাল দেয়ার জন্যে সুপারভাইজারকে ছুটি দিয়ে ঘরে পাঠিয়েছে? যেমন শ্রমিকটিও নিজের ইচ্ছেয় কাজ ছেড়ে সাসপেন্ড হয়ে ঘরে বসতে চায়নি, ওটা মালিকপক্ষের জবরদস্তি, তেমনি সুপারভাইজারও ছুটি নেয় নি ( সেন্ডিঙ্গ হিম)-- এটা কি ফোর্সড লিভ নয়?
    কিন্তু ইউনিয়নের বক্তব্য পড়লে মনে হবে সুপারভাইজার গাল দিলো, মজদুর প্রতিবাদ করলো( আদৌ মারে নি) আর মালিকপক্ষ কোন কথা না শুনে মজদুরটিকে সাসপেন্ড করে দিল। আর শান্তিপূর্ণ আলোচনা ভেস্তে দেবার জন্যে মালিকপক্ষ প্রচূর গুন্ডা এনে সবাইকে পুলিশেরও সাহায্য নিয়ে বেধড়ক ঠ্যাঙ্যালো, গোটা ফ্যাকটরিতে ভাঙচুর-আগুন লাগানো সব করলো, তাতে একজন অফিসার তালেগোলে দুর্ঘটনায় পুড়ে মরলো। মালিকপক্ষ লক-আউট করে দিল। শ্রমিকরা কিছু আহত, কিছু হাসপাতালে, কিছু জেলে, কিছু পলাতক।
    তেমনি মালিকপক্ষের বক্তব্য পড়লে মনে হবে হটাৎ কোন শ্রমিক ক্ষেপে গিয়ে কোন সুপারভাইজারএর গায়ে হাত তুললো। ওকে সাসপেন্ড করায় আলোচনা চলা কালীন একগুঁয়ে শ্রমিকএরা চারদিক বন্ধ করে মালিকপক্ষের লোকজনকে বেধড়ক পেটালো। রড ইত্যাদি নিয়ে প্রাণঘাতী হামলা করলো। শপফ্লোরে ভাঙচুর , আগুন লাগানো সব হোলো। অনেক সিনিয়র এগ্জিকিউটিভ আহত হয়ে হয়ে হাসপাতালে। একজন জি এম (এইচ আর )কে পুড়িয়ে মারা হল। আর বেচারা মালিকপক্ষ বাধ্য হয়ে লক-আউট করলো। এখন বলছে আর ঠিকে মজদুর দিয়ে কাজ করাবে না।
  • h | 213.99.212.54 | ২৪ জুলাই ২০১২ ১৩:৫৮566713
  • টেক্স্ট যা আছে সেটা থেকে আপনি ক্যামনে মানে করলেন

    'তৎক্ষনাৎ ফোর্সড লিভ' ? মানে এটা - ও তো করতে পারতেন, 'ঝট করে উইঙ্ক উইঙ্ক লিভ' ?

    ঃ-)

    ট্রিটমেন্ট এ ইকুয়ালিটি নেই, সেটা কে তৎক্ষণাৎ বা ঝট করে আনার চেষ্টা করে লাভ আছে, রঞ্জনদা, অ্যাঁ মাইরি? ;-)
  • ranjan roy | 24.96.126.26 | ২৪ জুলাই ২০১২ ১৬:০৭566714
  • হনু,
    ট্রিটমেন্টে ইক্যুয়ালিটি আছে এই দাবি কে করছে? এ যে সোনার পাথর বাটি! ক্ষমতাবান কখনো অপেক্ষাকৃত দুর্বলের সাথে সমান ট্রিটমেন্ট করে? বামেরা পাওয়ারে থাকায় মমতার সাথে, বা মমতা পাওয়ারে এসে বামেদের সাথে?
    কাফিলা রিপোর্ট থেকে দেখা যাচ্ছে শ্রমিকদের কথা অনুযায়ীই সকালের ঘটনার জন্যে সুপারভাইজারকে কয়েকদিনের ছুটিতে পাঠিয়ে দেয়া হয়েছে আর মজদুরকে সাসপেন্শন! দুটো আদৌ সমান নয়। তাই রাগ।
    আর গাল দেয়া এবং গায়ে হাত তোলাও সমান নয়। সমানের কথাই হচ্ছে না। কি কি বাস্তবে ঘটেছে এবং দু'পক্ষই চেপে যাচ্ছে সেগুলো নিয়ে কথা।
    পাইয়ের দেয়া লিংক এ মজদুর নেতা শ্যামের বক্তব্য শুনলাম।
    ওনার বক্তব্য থেকে যা যা বেরিয়ে আসছেঃ
    এক,
    আগে অনেক লম্বা লড়াইয়েও এই কারখানার মজদুররা ভায়োলেন্ট হয় নি, আজ কেন হল? এর জন্যে মালিকপক্ষ দায়ী।
    দুই, ওরা কন্ট্রাক্ট লেবারদের নিয়মিত করা নিয়ে আলোচনা করতেই অস্বীকার করছে। ( অর্থাৎ এটাকে নন-নেগোশিয়েবল বলছে, শ্যাম বলেন নি, ওনার কথা থেকে আমি ব্ল্লাম,ঃ)))।,
    তিন,
    মালিকপক্ষ আলোচনাটাকে ড্র্যাগ করে সন্ধ্যে সাতটা অব্দি টানলো এবং এর মধ্যে নানান গুজব ছড়িয়ে গেল যে আলোচনার মাধ্যে অমুক নেতা বা তমুক নেতা "বিক্রি হয়ে গেছে"( কোটেশন মার্ক আমার)। এর ফলে বাইরে অপেক্ষারত মজদুরদের মধ্যে উত্তেজনা ছড়াতে থাকে। তারপর পুলিশ আসার খবরে আরও উত্তেজনা বাড়ে। একজন আধিকারিকের মৃত্যু দুর্ভাগ্যজনক , কিন্তু এ নিয়ে মালিকপক্ষ ও মিডিয়া বাজার গরম করে একতরফা ভাবে শ্রমিকদের ভিলেন দেখাচ্ছে।
    চার,
    ফ্যাক্টরিতে ভাঙচোর ও আগুন লাগানোর ব্যাপারে উনি বলেন--- কে করেছে আমি জানি না। মাইল্কের বাউন্সাররা লাগিয়েছে এমন বলছি না। শর্ট সার্কিট বা অন্য কোন কারণে হতেও পারে। তবে মজদুররা লাগিয়েছে বলে আমি বিশ্বাস করি না। কারণ "যে ফ্যাক্টরি মজদুরদের হাতে গড়ে উঠেছে" তাতে ওরা আগুন লাগাতে বা ভাঙতে পারে না।
    পাঁচ,ওনার বক্তব্য থেকে এটাও বেরিয়ে এসেছে যে ওই ইউনিয়ন ওনার সঙ্গে বা কোন সেন্ট্রাল ইউনিয়নের সঙ্গে সংযুক্ত নয়।
    ছয়, উনি এই দিনের ঘটনাকে কোন পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করেন না( বিপরীতে মালিকপক্ষ, সরকার ও ইউমিয়ন এটাকে এক গভীর ষড়যন্ত্রের ফল ভাবছে।)

    এবার আমার বক্তব্যঃ
    এক,
    এই ঘটনার পরিপ্রেক্ষিতে আছে অপদার্থ অদূরদর্শী ম্যানেজমেন্টের বেইমানি ও ওপরচালাকি। গত দুবছরের আন্দোলনের হ্যান্ডলিং দেখলেই বোঝা যায়। ভেবেছিল তথাকথিত ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়নকে পকেটে পুরে কাজ চালাবে। সেটাই কাল হল। মজদুর নেতা শ্যাম যেমন বলেছেন-- নেগোশিয়নে কোন দাবি না মানা ও বাইরে নেতাদের বিক্রি হওয়ার গুজব ও পুলিশ আসার খবরে মজদুরদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। তারপর ভায়োলেন্স শুরু হয়।
    ---- ওনার এক , তিন ও ছয় নম্বর বক্তব্য দেখা যাক।
    দুই,
    উনি বলছেন যে শান্তিপূর্ণ মজদুররা এবার মালিকপক্ষের প্ররোচনায় ভায়োলেন্ট হয়ে ওঠে।( ওনার তিন নম্বর)।
    তাহলে প্রথম কোন মজদুর নেতা মানলেন যে সেদিন মজদুরেরাও ভায়োলেন্ট ছিল। বাউন্সার , পুলিশ ও মজদুরদের ভায়োলেন্সের মধ্যে কাদের পাল্লা ভারি ছিল এই থেকেই বোঝা যাবে যে একজনও প্রথম শ্রেণীর নেতা হাসপাতালে নেই , আন্ডারগ্রাউন্ডে আছেন। কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে ক'জন হাই অফিসিয়াল হাসপাতালে আর একজন যেভাবে মরেছেন তাতেই স্পষ্ট।
    তিন,
    ওনার বর্ণনা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই জন্যে যে অনেক ছোট স্কেলে এমনি ঘটনা আমার ব্যাংকেই হয়েছিল।
    মে মাস, ২০০৪।
    আমাদের হেড অফিসে এমনি করে আলোচনা লম্বা চলল, বাইরে গুজব ছড়ালো কিছু নেতাকে ম্যানেজমেন্ট ঘরের কাছে পোস্টিং এর প্রলোভন দেখিয়ে কিনে নিয়েছে। তখন ওই ইউনিয়নের ইলেকশানে ক্ষমতাচ্যুত গ্রুপের নেতা ফোন করিয়ে অন্য শাখা থেকে আরও লোক এনে চেম্বারে ঢুকে দক্ষযজ্ঞ করে চেয়ারম্যানের সেক্রেটারিকে ম্যানহ্যান্ডল করল আর মিটিং বন্ধ করিয়ে চেয়ারম্যানকে ওন্মার চেম্বারে তালাবন্ধ করে রাখল। আমাদের নিরিমিষ ব্যাংকেও সেই প্রথম আন্দোলনে পুলিস ডেকে ওদের ঘরে পাঠাতে হল। ইউনিয়নও পাল্টা চেয়ারম্যানের বিরুদ্ধে এফ আই আর করল, প্রেসে বক্তব্য পাঠাল।
    চার,
    কমরেড শ্যামের বক্তব্য অনুযায়ী মজদুররা ভাঙ্চুর/ অগ্নিসংযোগ করতে পারে না। কারণ, ওদের শ্রমে এই ফ্যাক্টরি গড়ে উঠেছে।
    --- আমার মতে এই বক্তব্যটি "মোর ইডিওলজিক্যাল দ্যান রিয়াল।" কারণ, এই যুক্তিপরম্পরায় মালিকপক্ষের বিনিয়োগ ও স্টেক দেখলে ওরা তো আরৈ করতে পারে না।
    আচ্ছা, উনি মানছেন যে মালিকপক্ষের প্ররোচনায় মজদুররা ভায়োলেন্ট হয়ে উঠেছিল। তা ওরা আগুন লাগালো না, ভাঙ্লো না, কাউকে মারলো না তো ভায়োলেন্ট হয়ে করলো কিটা শুনি! এমন শিষ্ট আচরণকে উনি ভায়োলেন্টই কেন বলছেন?
    পাঁচ,
    আমার দৃঢ় বিশ্বাস এই নতুন ইউনিয়নটি কোন কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে যুক্ত হলে অনেক ম্যাচিওর ডিলিং হত, এইরকম পরিস্থিতির উদ্ভব হত না। মালিকের প্ররোচনাতেও না। তবু বলব, কমরেড শ্যামের রোল পরিস্থিতি অনুযায়ী যুক্তিযুক্ত।
  • ranjan roy | 24.96.126.26 | ২৪ জুলাই ২০১২ ১৬:১৭566721
  • হনু,
    তোমার" তৎক্ষণাৎ " নিয়ে বক্তব্যটা চোখ এড়িয়ে গেছল।

    বিকেল পাঁচটায় আলোচনা হচ্ছে। তার আগে অনেকবার ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়নের আলোচনা হয়েছে। ইস্যু--- শপ ফ্লোরে একটি অল্টারকেশনের ঘটনায় সুপারভাইজারকে ছুটিতে পাঠানো কিন্তু মজদুরকে সাসপেন্ড করা। তাহলে কতক্ষণ আগে ওই দুটো অ্যাকশন হয়েছে?
    শপ ফ্লোরে ঘটনা ঘটা, তক্কাতক্কি, HR ডেস্কে রিপোর্ট ঘটনা শুনে অ্যাকশন ভাবা, নোট দেয়া, চিঠি( লীভ ও সাসপেম্সন) টাইপ করে সার্ভ করা ইত্যাদি তে কতক্ষণ সময় লেগেছে বলে মনে হয়? ঘন্টা দুই? ম্যাক্সিমাম? এটা কে তৎক্ষণাৎ ই ধরা হবে।
    মানুষের এক পলক= ব্রহ্মার এক পলক (তোমার উইংক উইংক আর কিঃ)))।
  • h | 213.99.212.54 | ২৪ জুলাই ২০১২ ১৬:১৮566722
  • ঠিক আছে। কিন্তু ম্যাচিওর ডিলিং হলে সেটাকে শুধু 'ডিলিং' বলা হত এই সম্ভাবনা টা ভেবে দেখলে পারেন। অলরেডি মিডিয়া আর মেনস্ট্রীম এর মূল অপিনিয়ন অনুযায়ী, 'প্রকৃত' শ্রমিক, কোনো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ছাড়াই, এইখানে স্বীকৃত হয়েছে। কারণ থিয়োরী ছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বেশি দলবাজী করে।
    ইন ফ্যাক্ট সিপিএম সিপিআই সম্পর্কে সেটাই মূল অভিযোগ। মজটা হল শ্রমিক স্বার্থ ব্রোধী 'ডিল' হয়েছে গোছের গুজব এই গন্ডোগোল এর পেছনে একটা কারণ হতে পারে বলে র‌্যাডিকাল নোট্স কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন একজন নেতা। ইপসিতার দেওয়া লিংকে।

    আর আমার অভিযোগ হল শুধুই শ্রমিক দের সংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ছাড়া, মারুতির বেছে নেওয়া সংগঠন অল্মোস্ট, তাও এই লেভেলের ডিসকন্টেন্ট। ভায়োলেন্ট ঘটনা ঘটেছে মারুতীতে, নইলে এই লিডারশিপ কে ডিসক্রেডিত করা যেত না। ঘটনা কোনদিন বেরোবে কিনা জানি না, তবে ন্যারেটিভ গুলি তুল্য মুল্য বিচার করলে এই দাঁড়ায়।
    সিপিআই এর 'সারপ্রাইজ' কমেন্ট টা এই কন্টেক্স্টেই করা, সেটা বুঝতে সারপ্রাইজড হন নি আশা করি।
  • ranjan roy | 24.96.126.26 | ২৪ জুলাই ২০১২ ১৬:১৯566723
  • শালা এই মামুর কল! তিনবার বললো আপলোডে অসমর্থ! এখন দেখছি তিনবার করেছে। ধ্যেৎ!
  • h | 213.99.212.54 | ২৪ জুলাই ২০১২ ১৬:২১566724
  • যাক ছাড়ুন। চলুন কাটাই কিছু করে দেখাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন