এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ৮৬৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ডিডি | 120.234.159.216 | ৩১ জুলাই ২০১২ ১৫:০৪566827
  • না। জ্যোতিষী আসবেন। প্রত্যেকের কোষ্ঠী বিচার হবে। যোটক না মিললেই দুর করে দেবে।
  • | 233.231.17.16 | ৩১ জুলাই ২০১২ ১৫:৩৩566828
  • যদি কালসর্প যোগ দেখা যায়? ঃ)
  • বিপ্লব পাল | 78.33.140.55 | ০১ আগস্ট ২০১২ ১০:৩৩566830
  • ্মারুতি কারখানাতে যা হয়েছে, তা বুঝতে গেলে, জাপানি সংস্কৃতি এবং কিভাবে মাল্টি ন্যাশানাল কোম্পানীর রাজনীতি চলে সেটা জানতে হবে।

    মাল্টি ন্যাশানাল কোম্পানীতে ভারতের ম্যানেজারদের একমাত্র কাজ ইয়েস ম্যান এবং লইয়ালিটির। আর ম্যানেজমেন্ট জাপানিজ হলে-আরোই প্রশ্ন করার উপায় থাকবে না। সেই হবে ভাল ওপরেশনাল ম্যানেজার যে মানুষকে সম্পূর্ন ভাবে দাসেদের মতন নিংড়ে নিতে পারবে। আমি খুব অল্পদিন জাপানী কোম্পানীতে কনসাল্টিং করেছি-এদের সংস্কৃতিটাই আলাদা। রাত্রি ২-৩টে যখন খুশি সেলফোনে ডেকে কলে নেবে-যেখানে এসবের কোন দরকারি থাকে না। মানুষের ওপরে কাজ, তার ওপরে লয়ালিটি-এইভাবে চলে জাপানী সংস্কৃতি। তার সাথে ভারতীয় ম্যানেজার বাঁদরগুলো জুরলে কি ভয়ংকর আইন এবং উৎপাত হবে শ্রমিক দের ওপর অনুমান করতে পারি। মারুতির আইনগুলিতে আশ্চর্য হচ্ছি না। আমি নিজের অভিজ্ঞতা হল, ওপর মহলের চাপে আমি একদিনে সকাল পাঁচটা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত একটানা ৬০০ মাইল গাড়ি চালিয়ে ৭ টা ডেটাসেন্টার ভিজিট করেছি। কারন সেটাই ছিল জাপানী নির্দেশ। এদিকে আমার সাথে একটা জাপানি ছেলেকে পাঠিয়েছিল। সে টোকিও থেকে নিউ ইয়ার্কে রাত ৪ টে নেমে সটান আমার কাছে এসে রাত ১০ টা পর্যন্ত আমার সাথে ঘুরল। ৪৮ ঘন্টা না ঘুমিয়ে। কারন ওপর মহলের নির্দেশ। এদিকে কাজটা অনায়াসেই দুদিনে করা যেত। কিন্ত এটাই হচ্ছে জাপানী সংস্কৃতি-ওরা শ্রমিক দের অমানবিক খাটাতে বিশ্বাস করে-ম্যানেজার গুলোও অমানকি খাটে- এবং তাতেই তাদের গর্ব।
  • ডিডি | 120.234.159.216 | ০১ আগস্ট ২০১২ ১১:৫২566831
  • কোরিয়ান কোম্পানিগুলোতেও।

    শ্রমিক ও ম্যানেজার। সবাই। দিনের পর দিন ফেকটরীতেই থেকে যায়। ভালো করে স্নান খাওয়ার টাইমও পায় না। অ্যাসেম্বলি লাইন হলে তো কথাই নেই।

    ভয়ংকর সব টার্গেট থাকে। নো একস্কিউস। তবে লোকে মানে ম্যানেজারেরা যে খুব অখুসী এমন মনে হয় নি।

    প্রত্যক্ষ প্রতিবেদন।
  • রাজদীপ | 230.227.106.153 | ০১ আগস্ট ২০১২ ১১:৫৮566833
  • জাপানীজ কোং নিয়ে বিপ্লব পাল যা লিখলেন এক্কেবারে অক্ষরে অক্ষরে সত্য

    তায় আবার ২৪X ৭ প্রসেস প্ল্যান্টে ছিলুম , হাড়মাস কালি করে দিয়েছিল !

    তবে হ্যাঁ ... জাপানীজ বা কোরিয়ান কোং এর ক্যান্টিন অতীব খাসা হয় এবং অনেককেই দেখেছি ওটাকেই ইনসেনটিভ হিসেবে ভাবতে
  • lcm | 34.4.162.218 | ০১ আগস্ট ২০১২ ১১:৫৮566832
  • শুধু কোম্পানিতে নয়। সাউথ কোরিয়া-তে আট-বারো ক্লাসের ছাত্র ছাত্রীদের সাংঘাতিক অবস্থা। সারা রাত ধরে পড়াশোনা করার এত ঝোঁক, যে, সিওল-এ গভর্নমেন্ট আইন করে দিয়েছে, রাত ১০টার পর পড়াশোনা বারণ, কেবল ঘুম, পুলিশ পাড়ায় পাড়ায় টহল দিয়ে বেড়ায়, কোনো বাড়িতে আলো জ্বলছে দেখলে দরজায় নক করে অনুসন্ধান করে। গোপন বেআইনি প্রাইভেট টিউশনির ডেরায় হানা দেয়।
  • lcm | 34.4.162.218 | ০১ আগস্ট ২০১২ ১২:০৫566834
  • মারুতি-কে সুজুকি-র মালিকানা থেকে বের করে আনতে পারে। সিঙ্গাপুর এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার ৫১% র বেশী মালিকানা চেয়েছিল - সেটা তো গর্মেন্ট দিল না।
  • bb | 127.195.171.213 | ০১ আগস্ট ২০১২ ১২:১১566835
  • আমার ও জাপান এবং কোরীয়ার ক্ষুদ্র কাজ করার অভিঞ্জতা ভয়াবহ। আগেয় দিন রাত ১০ অবধি কাজ করে আমরা গেছি। তারপর আমাদের ফিডব্যাকের ওপর ওরা রাত ১২টা পর্যন্ত কাজ করে পরদিন ৭টার মধ্যে অফিসে হাজির। এইটা নাকি কোন ব্যপার নয় - বাপরে বাপ- দিনের পর দিন!!!
  • S | 139.115.2.75 | ০১ আগস্ট ২০১২ ১২:১৮566836
  • আমি এক কোরিয়ানকে চিনি - একশেপশনাল ওয়ার্ক এথিক্স। আর জাপানি-কোরিয়ানরা মনে হয় খুব বাধ্য হয়। এরকম কিছু একটা ব্যাপার আছে।

    কিন্তু সিঙ্গাপুরকে দিলো না কেন?
  • রাজদীপ | 230.227.106.153 | ০১ আগস্ট ২০১২ ১২:২১566838
  • *সুজুকি
  • রাজদীপ | 230.227.106.153 | ০১ আগস্ট ২০১২ ১২:২১566837
  • মারুতিতে দেশীয় মালিকানা বলে আর প্রায় কিসুই নেই ... শুধুই নামেই

    ওটা এখন সুজিকির ওভারসিজ সাবসিডারি
  • maximin | 69.93.220.233 | ০১ আগস্ট ২০১২ ১৪:০৯566839
  • 'মারুতি-কে সুজুকি-র মালিকানা থেকে বের করে আনতে পারে।' কত সহজে বলে দিল!
  • maximin | 69.93.220.233 | ০১ আগস্ট ২০১২ ১৪:৩২566841
  • Domestic sales this July was 6.8% higher than last July. And the sales were driven mostly by its compact sedan Dzire, which recorded a nearly four-fold increase.

    আমাদের দেশের লোক মারুতি গাড়ির প্রতি দারুণ অনুরক্ত। সুজুকি গাড়ির প্রতিপত্তি বিশ্বের বাজারে ততটা নয়, যতটা আমাদের দেশে।
  • pi | 82.83.90.116 | ০১ আগস্ট ২০১২ ১৯:১৫566842
  • এই শুক্রবার, ৩রা অগস্ট, সুবোধ মল্লিক স্কোয়ারে দেড়টায় বিভিন্ন ট্রেড ইউনিয়নের জমায়েত আছে, সেখান থেকে ক্যামাক স্ট্রীটে মারুতি অফিসের সামনে বিক্ষোভ জানানোর কর্মসূচী আছে।
  • Blank | 180.153.65.102 | ০১ আগস্ট ২০১২ ১৯:২৪566843
  • মারুতির মার্কেট শেয়ার বেশী তার কারন বাজারে বহুযুগ ধরে আছে, তাই নেটওয়ার্ক টা খুব ভালো। সার্ভিস সেন্টার প্রচুর। এত কিছু সত্তেও সেই শেয়ার গত বছর ডিসেম্বারে ৩৪% এ নেমে এসেছিল।
  • প্পন | 122.133.206.25 | ০১ আগস্ট ২০১২ ২০:৩৬566844
  • এক জাপানিজ অ্যাকাউন্টে আট মাস ছিলাম। পালিয়ে নর্থ আমেরিকান অ্যাকাউন্টে এসে বেঁচেছি।

    কিন্তু এই টয়োটা প্রোডাকশন সিস্টেম নিয়ে বকে বকে তো প্রসেস কনসাল্ট্যান্টরা মুখের ফেনা তুলে দিল। আমি একটা জিনিস আজ অব্দি বুঝতে পারিনি, অ্যাসেম্বলি লাইনের জন্য যেইটা বানিয়েছে সেইটা সফটওয়্যারে কী করে খাটবে!
  • aka | 178.26.215.13 | ০১ আগস্ট ২০১২ ২০:৫২566845
  • প্রসেস তো খাটালেই খাটানো যায়। টিপিএসের গোল হল সবথেকে কম সময়ে, সবথেকে কম খরচে, সর্বোত্তম উৎপাদন। যেখানেই কিছু প্রোডাকশন হয় সেখানেই এই গোল কাজে লাগানো যায়। ঐ আর কি।
  • Binary | 208.169.6.50 | ০২ আগস্ট ২০১২ ০২:২৮566846
  • কতক্গুলো জেনরাইসড কন্সেট তো খাটানো-ই যায়। কাইজেন বা চাল্যান্জ। বা মডিউলার সিস্টেম ট্র্যান্সপারেন্সি। বা পুল র‌্যাদার দ্যান পুশ। বা কারেক্ট অ্যাট ফার্স্ট। এগুলো ঠিক ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট নয় তো।
  • কল্লোল | 230.226.209.2 | ০২ আগস্ট ২০১২ ০৯:১২566847
  • কম সময়ে মানে কি কম হিউম্যান আওয়ার না কম কাজের দিনে?
    কম খরচ মানে কি? ইনোভেশন না মাইনে কম?
    এই যে বিপ, বিবি, প্পন, রাজদীপের অভিজ্ঞতা এটা কি জাপানীদের দেশপ্রেম? নাকি তারা আমেরিকান বা ব্রিটিশ বা অন্যদেশের কোংএও এইরকমই কাজ করে? মনে হয় না। আমার আগের দোকানের উপরে নীচে প্রচুর জাপানী কাজ করে। তারা তো দেখতাম আমার সাথেই লিফটে ওঠে ও নামে। এর মধ্যে টয়োটাও আছে।
    দেশপ্রেম বল্লাম, কারন দেশপ্রেমের টইতে কিকি লিখেছেন জাপানীরা খুব দেশপ্রেমিক, যদি না আমি ভুল বুঝে থাকি।

    প্রসেস নিয়ে। কারেক্ট অ্যাট ফার্স্ট। এসএপিতে ইম্প্লিমেন্টেশনে কাজ করতে এসে ২০০১ সালে প্রথম শুনি। এসএপিতে নাকি সার্জেনদের মতো প্রিসিশনে কাজ করতে হয় - কারেক্ট অ্যাট ফার্স্ট। এখন তো দেখছি সব ঢপের। এসএপিকে কতটা ডায়ল্যুট করা যায় তার সীমা পরিসীমা নেই।
    আর আমাদের কোডিং লাইনে আদ্যিকালের একটা অরণ্য প্রবাদ না কি যেন বলে সেরকম একটা ছিলো - যে কোড (আমরা পোগ্গাম বলতাম) প্রথমবারে বাগ ছাড়া চলে, সেটি অনতি ভবিষ্যতে যে মার মারবে হাতে হারিকেন আর ইয়েতে বাঁশ করে ছাড়বে। হতোও তাইই।
  • PT | 213.110.243.23 | ০২ আগস্ট ২০১২ ১১:০৪566848
  • অবশেষে দিদি ডাক দিয়েছেন মারুতিকে পঃবঙ্গে ব্যবসা করার জন্য!!
  • বাহ্ তাইলে তো | 24.96.123.27 | ০২ আগস্ট ২০১২ ১১:০৬566849
  • সব পব্লেম সলভড , যাই এট্টু হিসি করে আসি ।
  • pi | 82.83.90.116 | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৮566850
  • A handful of workers we managed to speak to were unanimous in the view that the death of the Maruti Suzuki ­executive Awanish Kumar Dev “should not have happened”. According to a worker, Awanish Dev had agreed to take back Jiya Lal, the suspended worker, who had protested caste abuse by a supervisor during the A-shift on 18 July, but then Awanish Dev got a call from a senior, instructing him otherwise. Naresh Narwal, additional labour com­mis­sioner, and Gurgaon district administration officials told a joint trade union delegation that they too had received word that Maruti Suzuki management had agreed to take back the suspended worker the next day on 19 July and that the matter was almost resolved. Some B-shift workers we spoke to report hearing the same.

    What happened in the matter of a couple of minutes that changed the course of events that evening? Was it the phone call from a senior manager, reversing the understanding and agreement with the union? Were the union leaders who protested the alleged reversal of the ­decision threatened inside that negoti­ating room? Did union members rush into the negotiating room to protect their leaders who they feared were ­being threatened or attacked? Or was it the case that some people dressed in workers’ uniforms carrying “weapons” entered the room and started thrashing managers, exhorting workers who were milling outside the room to follow their lead, and these ­instigators refused to ­listen to union leaders who pleaded with them to stop and drop their weapons? Was the fire deliberately started or was it an accident, a short-circuit? Was Awanish ­Kumar Dev’s death an accident or a brutal murder?

    Perhaps we will never know.

    Perhaps by the time workers and union leaders who were present in that negotiating room are able to present their story (if at all they are able to do so), no one would be willing to listen, because Maruti Suzuki management would have drowned out all reasonable voices and the relentless baying for the blood of workers would have reached such a crescendo that the guilt of all workers would be a foregone conclusion and no one would want to hear otherwise.

    http://www.epw.in/commentary/maruti-workers-are-villains-truth-or-prejudice.html
  • pi | 82.83.90.116 | ০৩ আগস্ট ২০১২ ১০:৫১566852
  • Equally tragic was the brutal murder on 18 October 2009 of 26-year-old Ajit Yadav, a worker at Rico Auto Industries, Gurgaon, who was allegedly tossed into the company’s furnace by company officials and company-hired goons during a struggle by the workers to form a union to demand a wage hike and an end to onerous working conditions.

    Three years later the family of Ajit ­Yadav and workers of the Gurgaon indus­trial belt are still awaiting justice!
  • j | 230.227.106.153 | ০৩ আগস্ট ২০১২ ১৩:২১566853
  • এই রিকো অটোর মালিক হচ্ছে করিশমা কাপুরের স্বামী

    ন্যাক্কারজনক ঘটনা, হ্যাঁ অরেকটা জিনিস এর থেকে কি বোঝা গেল ?

    শ্রমিককে পুড়িয়ে মারলে কারখানা বা মালিকের দাবী "ইলেজিটিমেট" হয় না , হয় উল্টোটা হলে .... এই মানে মারুতি মানেসরের মত হলে

    কর্পোরেট বীক্ষা !
  • maximin | 69.93.194.244 | ০৩ আগস্ট ২০১২ ১৭:৪৫566854
  • A strike called by various unions of industrial workers brought a number of units located in the Gurgaon-Manesar-Dharuhera belt to a standstill today. Thousands of workers staged a demonstration in front of RICO Auto Industries. Much to the relief of the district administrative and police authorities, the strike-cum-protest demonstration was largely peaceful, barring the incident of beating up of a senior RICO official by the agitators. The protesters submitted a charter of demands. The Charter of demands :-

    1. Give compensation to the family of Ajeet Yadav and others who have been injured
    2. Give a job to the wife of Ajeet Yadav!
    3. Rise Against Capitalist Exploitation!
    4. Hold High the Red Flag of Working Class Solidarity!
    5. Let the Workers’ Union be formed in RICO and other companies immediately.

    That was all. No murder charge. According to sources, talks between the veteran Communist and trade union leader Gurudas Dasgupta and top functionaries of the Haryana government played a crucial role in containing the protest.
  • maximin | 69.93.194.244 | ০৪ আগস্ট ২০১২ ০০:৪০566855
  • না ভুল বলেছি। মার্ডার চার্জ আনার কথা হয়েছিল। যদি খুনের মামলা দায়ের করা হয়ে থাকে, মামলার কী হল, কেউ জানলে জানাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন