এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ৮৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.12.169.134 | ০৮ জুলাই ২০১৩ ১৯:৩৭566924
  • a | 132.179.108.1 | ০৮ জুলাই ২০১৩ ২০:০৬566925
  • এখনো সেই এইচারকে পুড়িয়ে মারার বিষয়ে কেউ নিন্দা করলেন বলে দেখলাম না।
    মাইনে নিয়ে, ওয়ার্কিং কন্ডিশন নিয়ে সমস্যা হতেই পারে, কিন্তু এটা তো জাস্ট মারামারিকে ঐসব সংগ্রামের আড়ালে বৈধতা দেবার চেষ্টা হচ্ছে।
  • priyasmita | 127.194.243.243 | ১৫ জুলাই ২০১৩ ১০:২২566926
  • ১৭ই জুলাই, স্টুডেন্টস হলে, বিকেল ৪ টে থেকে কনভেনশন, সংগ্রামী ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে, মারুতির লড়াকু শ্রমিক দের সমর্থনে, আসুন, পাশে দাড়ান।
  • pi | 118.12.169.134 | ১৭ জুলাই ২০১৩ ২০:৩৯566927
  • ম্যাক্সিমিন | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২০:৪৬566930
  • ব্যাক টু বহিরাগত দুষ্কৃতী। বাঃ।
  • bip | 78.33.140.55 | ১৭ জুলাই ২০১৩ ২০:৪৭566931
  • যা শালা, হল হরিয়ানাতে, আর প্রতিবাদ পশ্চিম বঙ্গে? এই রাজ্যের লোকেদের নিয়ে লোকে সাধে হাঁসাহাসি করে।

    জোক্স এপার্ট- শ্রমিক সংগঠন খুব বাজে জিনিস। তা সমাজতন্ত্র এবং ধণতন্ত্র কারুর সহায়ক না । প্রোডাকশন সিস্টেমের পেছন মেরে রেখে দেয়।

    শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কারখানার ইক্যুইটি শ্রমিকদের দিতে হবে-ব্যবসার লাভ লোকসানের সব হিস্যা তাদের দিতে হবে। আইন মাফিক। এটা উইন উইন হবে। শ্রমিক সংগঠন সম্পূর্ন লস লস গেম-এগুলো বিংশ শতাব্দির বাতিল ধারনা। শ্রমিকদের মালিকানার অংশ দেওয়াটা একমাত্র সমাধান।
  • pi | 118.12.169.134 | ১৭ জুলাই ২০১৩ ২০:৫২566932
  • যা শালা, দিল্লিতে ধর্ষণ হল, আর প্রতিবাদ পঃবঙ্গে, সারা ভারত জুড়ে ?
    কামদুনিতে ধর্ষণ হল, আর প্রতিবাদ কোলকাতায়, লুরিতে ?
    সাধে এই দেশের লোকজনকে নিয়ে লোকে হাসাহাসি করে ?
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২১:৫৩566933
  • দিতে হবে টা কেমনে হবে বিপ?
    দু প্লেট গজা মালিকের সামনে ধরে ইক্যুইটি চাইলেই মালিকরা আজকাল দিয়ে দিচ্ছে?
  • Blank | 180.153.65.102 | ১৭ জুলাই ২০১৩ ২১:৫৬566934
  • শ্রমিকদের হিসি করার সময় দেয় না কেউ আর ইনি বলেন তাহলে কেন ইক্যুইটি দেয়া হয় না !!!!
    হায়রে ফরাসী রানী ঃ(
  • pi | 118.12.169.134 | ১৭ জুলাই ২০১৩ ২২:০১566935
  • শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কারখানার ইক্যুইটি শ্রমিকদের দিতে হবে-ব্যবসার লাভ লোকসানের সব হিস্যা তাদের দিতে হবে। ।।।।এটা কি শ্রমিক সংগঠন চায় না ? ঃ)
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২২:০৪566936
  • ভারত জোড়া প্রতিবাদের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে সোশাল ওয়ার্কারদের দাবী। দিনের শেষে সোশাল ওয়ার্কাররা কী চায়? চায় যে, অভিযুক্তের ক্রিমিনাল রেকর্ড মুছে দেওয়া হোক, কারণ অপরাধের সময় তার বয়েস ছিল ১৭ বছর ৬ মাস।
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২২:০৬566937
  • ম্যামিদির হল কি? যুক্তি টুক্তি সব ভুলে গেলেন?
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২২:২৭566938
  • না ভুলি নি। দিল্লির মেয়েটির ক্ষেত্রে 'শিশু' অভিযুক্ত বিষয়ে কী সাব্যস্ত হয়েছে তা কেউ জানবে না। সে চাকরি ইত্যাদি সবই পাবে। জুভেনাইল জাস্টিস বোর্ড এই ভার্ডিক্ট দিয়েছে শুধু না, এই ভার্ডিক্ট তারা দিতেই বাধ্য কৃশানু। এইসব জুভেনাইল জাস্টিস বোর্ডে ম্যাজিসট্রেট একজন থাকেন বটে, বাকি সদস্য সোশাল ওয়ার্কার।

    প্রতিবাদকারীদের মধ্যেও সোশাল ওয়ার্কার ছিল। হয় তারা জুভেনাইল জাস্টিস বোর্ডের ডিউটি-রেস্পনসিবিলিটি জানত না, নয়তো তারা শিশু প্রোটেকশনের নামে এটাই চেয়েছিল।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২২:৩৬566939
  • শিশুর অধিকার অগ্রগণ্য। অনুরূপভাবে, মারুতি কারখানায় শ্রমিকদের অধিকার অগ্রগণ্য। শ্রমিকদের দাবি মানার জন্যে যে লোকটি সবচেয়ে বেশি সচেষ্ট ছিল, সে পুড়ে মরে গেলে ইউনিয়ন নেতা প্রথম বিবৃতিতে উল্লেখও করেন না যে একজন মারা গেছে। এগুলো ফ্যাক্ট। এই টইতে রেকর্ডেড আছে।
  • kisholoy | 127.194.247.224 | ১৭ জুলাই ২০১৩ ২২:৪২566941
  • কে একজন বললেন যে শ্রমিক সংগঠন খারাপ কারণ তাতে নাকি ""প্রোডাকশন সিস্টেমের পেছন মেরে"" যায়। একদম উল্টো। যেখানে collectively কাজ করে শ্রমিকরা, বিশেষ করে যেখানে self management প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকদের, সেখানে উৎপাদন অনেক ভালো ভাবে হয়েছে। উৎপাদন ব্যবস্থার ব্যক্তি মালিকানাই হচ্ছে উৎপাদনের বিকশিত হওয়ার পথের সব থেকে বড় কাঁটা। কাজেই সেই ব্যবস্থা অর্থাৎ পুঁজিবাদকে উৎখাত করতেই হবে। এবং মারুতির শ্রমিকদের এই লড়াই, সত্যিকারের "বহিরাগত দুষ্কৃতী"-দের মানে এই পুঁজিপতিদের [ও তাদের দালালদের, যাদের অনেকেই সুবিধাবাদী, সুবিধাভোগী মধ্যবিত্ত শ্রেণীর সদস্য] বিরুদ্ধে যে সংগ্রাম, তাকে বলিষ্ঠ করছে। একজনের দুঃখজনক মৃত্যু ঘটেছে, কিন্তু সত্যিই তো এর বেশীর ভাগ দায়টা নিতে হবে এই শ্রমিকদের শোষণকারী রাষ্ট্র ব্যবস্থা ও তার ধারক ও বাহকদের, যার মধ্যে অন্যতম হচ্ছে মারুতীর মতো পুঁজিপতিরা, কারণ এই শ্রেনী বিভক্ত সমাজে পুঁজিবাদ বিরোধী লড়াইয়ে কেউ থাকবে শ্রমিকদের পক্ষে, কেউ শোষণকারীদের পক্ষে। ফলে এই নিয়ে বিশেষ তর্কের জায়গাই নেই - এটা একটা সামাজিক যুদ্ধ, শ্রেনী সংগ্রামের যুদ্ধ - হয় আপনি মিত্র, নয় শত্রু।কোনদিকে থাকবেন - বেছে নিন।
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৬566942
  • না ভুলি নি। দিল্লির মেয়েটির ক্ষেত্রে 'শিশু' অভিযুক্ত বিষয়ে কী সাব্যস্ত হয়েছে তা কেউ জানবে না। সে চাকরি ইত্যাদি সবই পাবে। জুভেনাইল জাস্টিস বোর্ড এই ভার্ডিক্ট দিয়েছে শুধু না, এই ভার্ডিক্ট তারা দিতেই বাধ্য কৃশানু। এইসব জুভেনাইল জাস্টিস বোর্ডে ম্যাজিসট্রেট একজন থাকেন বটে, বাকি সদস্য সোশাল ওয়ার্কার।

    প্রতিবাদকারীদের মধ্যেও সোশাল ওয়ার্কার ছিল। হয় তারা জুভেনাইল জাস্টিস বোর্ডের ডিউটি-রেস্পনসিবিলিটি জানত না, নয়তো তারা শিশু প্রোটেকশনের নামে এটাই চেয়েছিল।

    -তো? তারমানে দিল্লির ঘটনা-র বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশ্য ছিল ওই জুভেনাইল ক্রিমিনালটিকে মুক্ত করা? মানে আপনি তাই বলতে চাইছেন?

    এতার উত্তর পাবার পর মারুতি নিয়ে তর্ক করব কি করব না ভাবব।
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৯566944
  • বাই দা অয়ে, কিশলয়-দার মতো গোঁড়া স্টান্স ও আমার নেই। মারা যাবার ব্যাপারটা বুশ-পন্থী দের মতো কোল্যাটারাল ড্যামেজের ঘাড়ে না চাপানোই ভালো :-)
    বুশ সাহেব ও পক্ষ নিতেই বলে ছিলেন। এ মাইরি আমার জায়গা নয়।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২২:৪৯566943
  • কিশলয়,আর চার্জশীট ইত্যাদি পেশ হল যে?
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২২:৫৮566945
  • একটা আইদার অর ছিল -- হয় তারা জুভেনাইল জাস্টিস বোর্ডের ডিউটি-রেস্পনসিবিলিটি জানত না। his role in the crime will remain sealed, as per the juvenile justice act. এটাই জুভেনাইল জাসটিস আইন। এই ছেলে পরে যে কাউকে আক্রমণ করতে পারবে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৬566947
  • বোঝা গেলো না। দিল্লির ঘটনা-র বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের উদ্দেশ্য কি ছিল?
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৬566946
  • কৃশানু বলতে চাইছি, দিল্লির ঘটনা-র বিরুদ্ধে প্রতিবাদ কোনও কাজে লাগে নি। আইন সংশোধন হলে এই মামলায় সেটার ফল পড়ত না। কিন্তু আইন সংশোধন জরুরি, ও সেই দাবিটা এখনও আসছে না।
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২৩:০৮566948
  • দিল্লির ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের কি ওই একটা অ্যাঙ্গেল-ই ছিল?
  • pi | 118.12.169.134 | ১৭ জুলাই ২০১৩ ২৩:১৫566949
  • যা যা বলার ছিলো, কৃশানু মোটামুটি বলেই দিচ্ছে। কাজ কমল।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২৩:২০566950
  • না না তা নয়। পাই বলল কিনা, দিল্লিতে ধর্ষণ হল, আর প্রতিবাদ পঃবঙ্গে। কলকাতায় (স্পেসিফিকালি কলেজ স্কোয়্যারে) যে প্রতিবাদ হয়েছিল তাতে ইন ফ্যাক্ট ওই অ্যাংগলটা ছিলই না।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২৩:২৩566952
  • Social workers / human rights workers are a confused lot.
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২৩:২৮566953
  • সেটাই তো কথা। তো পাইদি সেটা বলল কেন? বিপ এর পোস্ট এর পরিপ্রেক্ষিতে। যে এখানে কেন প্রতিবাদ হচ্ছে।

    এবার পাইদি যেহেতু বার খাইয়ে দিয়েছে, তাই আমি ঠিক দুটো কথা বলবঃ-

    প্রতিবাদ ঠিক অকুস্থলের কতটা ব্যাসার্ধের মধ্যে হওয়া উচিত? ফর এগজ্যামপ্ল কামদুনি। প্রতিবাদ তারমানে শুধু কামদুনিতেই হবে? নাকি কামদুনি-র যে পাড়াতে মেয়েটির বাড়ি, সেই পাড়ার মোড়? নাকি বাড়ি-র সামনে? বেড়ার ভেতরে?
    (রাশিয়ায় বৃষ্টি হলে সিপিয়েমের ছাতা খোলার চালু গল্পও জানি, ও দিয়ে লাভ হবে না)

    দ্বিতীয়তঃ - বিপ এর কথা, কেন বঙ্গে বিপ্লব? এর উত্তরঃ সেই
    ফার্স্ট দে কেম ফর দ্য কম্যুনিস্টস।
  • কৃশানু | 213.147.88.10 | ১৭ জুলাই ২০১৩ ২৩:৩২566954
  • কনফ্যুজড হবার মধ্যেই বা দোষটা কীসের?
    তবে সোশ্যাল ওয়ার্ক হিউম্যান রাইটস ওয়ার্ক বিন্দুমাত্র না করেও আমি দিব্যি কনফ্যুজড।

    আর পাইদি আশা করছি ১০ঃ৪৯ এর সাথেও একমত :-) জানতে চাইছি।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২৩:৩৪566955
  • আরে কী কান্ড, বিপ তো বলেছে প্রথম লাইনটা রসিকতা ছিল।
  • কৃশানু | 213.147.88.10 | ১৮ জুলাই ২০১৩ ০০:০১566956
  • সেটা এন্সিওর করতেই তো চাইছি।
  • pi | 172.129.44.87 | ১৮ জুলাই ২০১৩ ০০:০৫566957
  • কৃশানু, হ্যাঁ ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন