এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ৮৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 230.226.209.2 | ২৭ জুলাই ২০১২ ০৯:৩২566758
  • বিবি।
    এই যে ship breakingএর খবর।
    Comprehensively master-planned, the Kulpi Economic Zone will combine modern all weather port facilities, environment-friendly ship breaking yard, and an industrial park in a single integrated hub. The estimated project costs are: (1) Rs. 455 crore (USD 104.6 million) for the port facilities, (2) Rs. 430 crore (USD 98.8 million) for the industrial park, and (3) Rs. 40 crore (USD 9.2 million) for the ship breaking complex, making it a total of Rs. 925 crore (US$ 212.6 million) for the entire project.

    সে আমলে ৪০কোটি টাকা বরাদ্দ হয়েছিলো, জাহাজ ভাঙ্গার জন্য।

    লিংক http://en.wikipedia.org/wiki/Kulpi

    উইকির কাছে ওপরের খবরটির সুত্র - West Bengal Industrial Development Corporation

    কেলো ভুল কিছু বলেনি। পঃবঃতে আলংএর মতো নরক গড়ে তোলার পরিকল্পনা ছিলো।
  • PT | 213.110.243.23 | ২৭ জুলাই ২০১২ ১১:৪৮566759
  • যে attitude-এর কারণে শেষ পর্যন্ত পঃবঙ্গে ন্যানো হয়নি কিংবা নন্দীগ্রাম অথবা নয়াচরে শিল্প তালুক হয়নি সেই কারণে হয়্ত কুলপিতে জাহাজ ভাঙ্গার কারখানা হত না বা হলেও "নরক" হত না - কে জানে?

    অথচ এই আলং সহ (আরো কত এইরকম পরিবেশ আছে অন্য সেক্টরগুলোতেও?) সব কিছুর পরিবেশ মেনে নিয়েই গুজরাটের "শিল্পবন্ধু" অবস্থান। আর তাই নিয়ে ধন্যি ধন্যি করে পঃ বঙ্গের ভেতর এবং বাইরের বাঙালীরা। তাহলে এই প্রশ্নটাও তো করা যেতে পারে যে দুএকটা আলং-এর মত "নরক" তৈরি করতে পারলে শিল্পে বিনিয়োগের ব্যাপারে পঃ বঙ্গের ভাবমূর্তিও গুজরাটের মত হত?!!
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ১২:১২566760
  • পিটির কথার কন্টিনিউয়েশনে, হরিয়ানার যে জমিতে শিল্পস্থাপন হয়েছে সে জমিও উর্বর জমি ছিল।
  • maximin | 69.93.244.108 | ২৭ জুলাই ২০১২ ১২:১৪566761
  • ওয়ার্ক কন্ডিশনের ব্যাপারে টাটাদের সুনাম আছে বলেই শুনেছি।
  • কল্লোল | 230.226.209.2 | ২৭ জুলাই ২০১২ ১৩:৪৬566763
  • পিটি।
    কুলপি কেন হয়নি, আমি জানিনা। বন্দর বিরোধী কোন বড় আন্দোলন সেই সময়ে ছিলো না। আমরা (কৌতুহলদ্দীপকভাবে আজিজুল হক সমেত) পাঁচজন গেছিলাম কুলপীতে বিষয়টা বুঝতে। লোকে খুব দুশ্চিন্তায় ছিলো, সেটা তো স্বাভাবিক।
    যা হয়নি, তা হলে কি হতো তা নিয়ে ভেবে লাভ নেই। আমারও উচিত হয়নি নরকের কথাটা ঐভাবে বলার। তবে একই কোংএর হাতে একই শিল্পে একই পরিবেশ হবে ধরে নেওয়া যায়।

    হ্যাঁ এই ব্যাপারটায় আমি তোমার সাথে একমত যে, গুজরাটের মতো পরিবেশ-টরিবেশ, কৃষক স্বার্থ, বিরোধী আন্দোলন গুলি মেরে দিয়ে শিল্প করলে কেউ কেউ বা অনেকে বুদ্ধবাবুকেও ধন্য ধন্য করতো।
    গুজরাটে বিরোধী আন্দোলন নেই, অনাবাদী জমি প্রচুর। কিন্তু নিশ্চই সেই অনাবাদী এলাকার পরিকাঠামোগত বিষয়গুলো ঠিকঠাক, যাতে শিল্প গড়া যায়। তা নাহলে আর সানন্দে ন্যানো গেলো কেন। পঃবঃতে যেখানে কিছু অনাবাদী জমি আছে সেই বাঁকুড়া পুরুলিয়ার পরিকাঠামো বেশ খারাপ।

    কিন্তু একটা বিষয় বোধ হয় বোঝার। পঃবঃএর মতো উর্বর জমি ও ছোট জোতের বাস্তব পরিস্থিতি, হরিয়ানা বা গুজরাটে নেই। গুজরাটে বা হরিয়ানায় ভূমি সংষ্কার না হওয়ায়, জমির মালিকের সংখ্যা কম, তাই শিল্পের পক্ষে জমি নিয়ে দরাদরি করা সুবিধা। পঃবঃতে সেই সুবিধা নেই। অথচ ভূমি সংষ্কার আদতে খুবই খারাপ ব্যাপার এমনটা কেউই বলতে পারছেন না। তাহলে পঃবঃএর উন্নয়ন অন্য খাতে ভাবতে হবে। এইটা কি ভাবা যেতো বা যায় না?
  • PT | 213.110.243.23 | ২৭ জুলাই ২০১২ ১৭:১৩566765
  • গুজরাত আর হরিয়ানাতে শিল্পের ব্যাপারে সবই ঠিক্ঠাক হয়েছে আর পঃ বঙ্গে সব ভুলভাল হয়েছে এই যুক্তি মানতে আমি রাজি নই। কিন্তু তক্ক করতে পারছি না কেননা হাতে যথেষ্ট তথ্য নেই। তবে একটা ব্যাপার পরিষ্কার - অন্ততঃ ১৯৯১ থেকে ধরলে ভারতের ইতিহাসে কোন বিরোধী দল শিল্প-সংক্রান্ত ব্যাপারে তার নিজের রাজ্যের সর্বনাশ এতটা করতে পারেনি যেটা তৃণরা করেছে।

    লুধিয়ানা আর কানপুর most polluted শহর হওয়া সত্বেও কোন বিরোধী দল, কিংবা মেধা অথবা তলোয়ার অথবা সবুজ দত্ত মশাই সেখানকার কারখানা তুলে নিয়ে যওয়ার ব্যবস্থা করেছে? কিংবা মারুতির এই গোলমালের পরেও কি স্থানীয় বিরোধী দল সরকারকে কাঠি করার জন্য উঠে-পড়ে লেগেছে?
  • | 132.248.183.1 | ২৭ জুলাই ২০১২ ১৭:১৭566766
  • 'আমি তো কিছু মনে করি নি, ভাঙতে গিয়েও ভেঙে পরি নি, তুমি ই চিনিয়ে দিলে তোমাকে , আবার নতুন ভুল করে' ইত্যাদি,ইত্যাদি।
  • কল্লোল | 230.226.209.2 | ২৭ জুলাই ২০১২ ১৭:৩১566767
  • কোথায় কে বলেছে পঃবঃতে সব ভুলভাল হয়েছে। কিছু ভুল তো হয়েইছে। কিন্তু বাস্তব পরিস্থিতির বিচারে হরিয়ানা / গুজরাট কিছু সুবিধা পেয়েছে, যেটা পঃবঃএর নেই। গুজরাটে প্রচুর অনাবাদী জমি আছে যে অঞ্চলে পরিকাঠামো ভালো। আবার হরিয়ানায় অনাবাদী জমি নেইই প্রায়, কিন্তু জমির মালিক সংখ্যায় কম, তাতে শিল্পের পক্ষে নেগোশিয়েশনের সুবিধা।
    পঃবঃএ অনাবাদী অঞ্চলে পরিকাঠামো ভালো না। উর্বর অঞ্চলে ভূমিসংষ্কারের ফলে জমির মালিকের সংখ্যা বেশী। ফলে সরকারকে মান্ধাতার আমলের আইনে জমি দখল করতে হয়।
    একমাত্র, অনাবাদী অঞ্চলে পরিকাঠামোর জন্য সরকার দায়ী। কিন্তু প্রচুর উর্বর জমি থাকা, বা সফলভাবে ভূমিসংষ্কার করা তো কিছু দোষের নয়।
    তাই যেভাবে গুজরাট বা হরিয়ানা শিল্পায়নের কথা ভাবে সেভাবে পঃবঃ ভাবলে ঝামেলা আছে ও হচ্ছে।
    এর উপর মমতা কেন গুজরাটে বা হরিয়ানায় জম্মায় নি, তার দায়ও তো কেউ নিতে পারে না।
  • a | 132.179.95.211 | ২৭ জুলাই ২০১২ ১৯:৪৮566768
  • এই টইটাও গতানুগতিক "বহুত হ্যাজ" ক্যাটাগরিতে চলে যাচ্ছে মনে হয় ঃ)

    কেলোবাবুঃ আপনি আরেকবার নিজের লেখাটা পড়ে দেখলে, ভালো হয়। "... জনসাধারণের গাড়ির বদলে ডিজায়ার ..." এই অংশটা পড়ে মনে হয়েছিল আপনি বলতে চাইছেন মারুতি শুধুই নিশ সেগমেন্টে চলে গেছে। আরেকটি কথা, মারুতির মেইন্টেনান্স কস্ট সবথেকে কম, সে যে সেগমেন্টেই হোক না কেন। আপনার বাকি বক্তব্য সম্পর্কে কোন মত আমার আগেও ছিল না, এখনো নেই।

    সোমেন রায় বাবুঃ "নিরপেক্ষ তদন্তে" এই জাতীয় লুজ মন্তব্য শুধু হাস্যকর নয়, আপনার ইনক্লিনেশনও স্প্ষ্ট করে দেয়। কারণ নিরপেক্ষ তদন্তে এটা উঠে আসার কথা যে সুপারভাইজারও শাস্তি পেয়েছে। এটাও চমকে দেবার মত যে এত বড় গন্ডগোল হল কিন্তু শ্রমিকদের সেরকম কোন ক্ষয় ক্ষতি হল না মেজর। কি সুন্দর রিপ্রেসেন্টশন "এবার শ্রমিকরা রুখে দাঁড়ান"!!! দাদা নিরপেক্ষ তদন্ত করতে চাইলে, রনজনদার লেখা পড়ে নিন, নিজের বক্তব্য হাওয়ায় ছাড়বেন না অন্যের নামে। এতে আখেরে কোন লাভ নেই
  • প্পন | 122.133.206.25 | ২৭ জুলাই ২০১২ ২২:০৬566769
  • কেলোদা,

    আপনার লেখা এই বাক্যটি "কবেই যে জনসাধারনের গাড়ীর বদলে ডিজায়ার আর এস এক্স ফোর তৈরী হতে লাগল তার দিনক্ষন আমরা কেউ ঠিক বলতে পারব না" পড়ে এইটাই মনে হচ্ছিল যে মারুতি স্মলকারের বাইরে কেন পা রাখল?

    দ্বিতীয়ত, কোন প্ল্যান্টে কী তৈরি হবে সেইটা স্ট্র্যাটেজিক কারণে কর্তৃপক্ষই ঠিক করে।

    এই গেল দু'পয়সা। আপনার মূল বক্তব্যের বিরোধিতা বা সমর্থন কিছুই করিনি।
  • h | 127.194.237.13 | ২৭ জুলাই ২০১২ ২৩:০৩566770
  • যা সালা, হরিয়ানাতে আবার তৃণমূল আর সিপিএম কোদ্দিয়ে এলো।
  • | 120.227.149.161 | ২৭ জুলাই ২০১২ ২৩:১২566771
  • কবি বলেছেন সিপিএম থাকলেই তৃণমূল আসবে ঃ))
  • পাই | 82.83.90.116 | ৩০ জুলাই ২০১২ ০৯:৩৫566774
  • *পাই
  • পাই | 82.83.90.116 | ৩০ জুলাই ২০১২ ০৯:৫৯566775
  • কিছু তুল্য মূল্য হিসেবের তথ্য। আগেও কিছু এসেছে। আরেকবার থাক নাহয়।

    ইকনমিক এক্সপ্লয়েটেশনঃ
    When your profits go up by 2,200% over nine years (MSIL’s from 2001-02 to 2010-11), when your CEO’s pay goes up by 419% over four years (MSIL CEO’s from 2007-08 to 2010-11), when you get a 400% increase in productivity with just a 65% increase in your workforce (from 1992-2000), when your workers’ real wages increase by just 5.5% when the consumer price index rose by 50% (2007-11) (figures as reported by the researchers Prasenjit Bose and Sourindra Ghosh in The Hindu), when a worker can lose nearly half his salary for taking a couple of days leave in a month – you have a situation that free market economists are programmed not to register: extreme exploitation.
    about 65% of MSIL’s workers in its Manesar campus are non-permanent – contract labour, apprentices, trainees, what have you. While the permanent worker gets a maximum of Rs17000 per month, the contract worker gets a maximum of Rs7000. The CEO gets a little more, about Rs.2.45 crore per annum (and this is a 2010-11 figure).

    ফিজিক্যাল এক্সপ্লয়েটেশনঃ

    আন্দ উন্লিকে থে োর্কের, ্হো গেত্স ওন্ল্য ত্বো ৭।৫ মিনুতে তেঅ/তৈলেত ব্রেঅক্স দুরিঙ্গ অন এইঘ্ত-হৌর শিফ্ত, অন্দ হস তো রুন ১৫০ মেত্রেস তো পি্ক উপ হিস তেঅ অন্দ স্ন্ক, রুন অনোথের ৪০০ মেত্রেস তো থে তৈলেত, দ্রিন্ক তেঅ অন্দ পিস্স অত থে সমে তিমে, হোল্দিঙ্গ হিস ুপ ইন ওনে হন্দ অন্দ য়ৌ-ক্নো-্হত ইন থে ওথের, অন্দ রুন ব্ক তো থে অস্সেম্ব্ল্য লিনে বেফোরে থে সেভেন মিনুতেস অরে উপ (অস ওথের্বিসে হে ৌল্দ এন্দ উপ লোসিঙ্গ হল্ফ অ দয়’স পয়), থে তোপ মনগেমেন্ত দোএস নোত, ঈ থিন্ক, গেত পেনলিসেদ ইফ থেয় স্পেন্দ মোরে থন ৭।৫ মিনুতেস অত অ তিমে ফ্লূদিঙ্গ থে toilet.
  • রাজদীপ | 230.227.106.153 | ৩০ জুলাই ২০১২ ১০:০২566776
  • First of all, let’s begin with a game of call-a-spade-a-spade. When your profits go up by 2,200% over nine years (MSIL’s from 2001-02 to 2010-11), when your CEO’s pay goes up by 419% over four years (MSIL CEO’s from 2007-08 to 2010-11), when you get a 400% increase in productivity with just a 65% increase in your workforce (from 1992-2000), when your workers’ real wages increase by just 5.5% when the consumer price index rose by 50% (2007-11) (figures as reported by the researchers Prasenjit Bose and Sourindra Ghosh in The Hindu), when a worker can lose nearly half his salary for taking a couple of days leave in a month – you have a situation that free market economists are programmed not to register: extreme exploitation.

    এরপরেও শুনতে হবে জনতার গাড়ী বানিয়ে দেশের উন্নতি সাধন করছে বলে ৪ বছরে ৫.৫% শ্রমিক মজুরি বাড়ানো জাস্টিফায়েড , মিলিট্যান্ট ওয়ার্কার , বিশৃংখল আচরণ , মোদীর রাজ্যে চলে যাক ইত্যাদি ইত্যাদি !
  • কল্লোল | 230.226.209.2 | ৩০ জুলাই ২০১২ ১০:০৩566777
  • পাই রে!, শেষের প্যারাটা চাপ হয়ে গেলো।
  • রাজদীপ | 230.227.106.153 | ৩০ জুলাই ২০১২ ১০:০৮566778
  • http://economictimes.indiatimes.com/news/news-by-industry/jobs/maruti-suzuki-may-hire-1000-at-manesar/articleshow/15268054.cms

    এইত্তো বাবুদের ডিজায়ারের ওয়েটিং লিষ্টটাই তো দেশের মূল সমস্যা !

    সলভড

    নতুন ১০০০ শ্রমিক রিক্রুটেড

    সেই ১০ মিনিটে লাঞ্চ, ২ মিনিটে হিসি , ১০ বছরে ১০% ইন্ক্রিমেন্ট কন্ডিশন

    নেঃ কর এইবার আন্দোলন !
  • রাজদীপ | 230.227.106.153 | ৩০ জুলাই ২০১২ ১২:৩০566779
  • বেড়াল এইবার একটু একটু করে বেরোচ্ছে

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=864&h=861&year=2012&month=7&date=30&page=6&dpn=294971

    আগুন লাগা নিয়ে ম্যানেজমেন্ট এফ আই আর ই করে নি !!

    ২০০ ভাড়াটে গুন্ডা ভদ্রভাষায় যেনাদের বাউন্সার বলা হয় তাদের কাউকেও অ্যারেস্ট করা হয় নি
  • maximin | 69.93.217.188 | ৩০ জুলাই ২০১২ ১৪:৫৮566780
  • সলভড?

    সরি রাজদীপ নট সলভড। প্রোডাকশন কবে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয় নি। এমপ্লয়ীদের সেফটির জন্যে ব্যাবস্থা না নিয়ে কারখানা চালু করা যাবে না।
  • রাজদীপ | 230.227.106.153 | ৩০ জুলাই ২০১২ ১৫:০৪566781
  • সলভড মানে প্রায় এই ভাবেই মিডিয়া প্রোপাগান্ডা তৈরি করে সলুশন করার কথা বলছি
  • maximin | 69.93.217.188 | ৩০ জুলাই ২০১২ ১৫:২৩566782
  • সবটাই প্রোপাগান্ডা বুঝি? ও!
  • রাজদীপ | 230.227.106.153 | ৩০ জুলাই ২০১২ ১৫:৩৩566783
  • যারা ১০ মিনিটে লাঞ্চ, ২ মিনিটে হিসি , ১০ বছরে ১০% ইন্ক্রিমেন্ট কন্ডিশন নিয়ে অ্যাড্ভোকেসি করে তাদের কথাবার্তা কি প্রোপাগান্ডা বলে মনে হয় না?
  • maximin | 69.93.217.188 | ৩০ জুলাই ২০১২ ১৫:৩৫566785
  • আগুন লাগা নিয়ে ম্যানেজমেন্ট এফ আই আর করে নি। এ থেকে কী প্রমাণিত হয়? মিডিয়া রিপোর্ট পড়ার পর পাতার নীচে যে মন্তব্যগুলো থাকে সেগুলোও পড়ি। প্রোপাগান্ডা বেশিদূর হওয়ার আগেই একজন মন্তব্য করেছিল to cover it up, the vile mob must have set the building on fire, in order to destroy evidence (CCTV footage etc.)
  • রাজদীপ | 230.227.106.153 | ৩০ জুলাই ২০১২ ১৫:৩৯566786
  • সত্যি ই তো কত বোকা সোকা ম্যানেজমেন্ট !
    এদের দিয়েই নাকি ভারতসেরা গাড়ীর কারখানা চলছিল... আহা
  • maximin | 69.93.217.188 | ৩০ জুলাই ২০১২ ১৫:৪৪566788
  • রাজদীপ তোমায় একটা প্রশ্ন করি। আমাদের দেশের মোট এমপ্লয়মেন্টের কত অংশ ফর্মাল আর কত অংশ ইনফর্মাল?
  • Blank | 180.153.65.102 | ৩০ জুলাই ২০১২ ১৫:৪৪566787
  • একটা বড় জায়গায় সিসিটিভি ফুটেজ গুলো যে আগুন লাগাবার জন্য সামনে রাখা থাকে না তা কচি রাও জানে।
  • maximin | 69.93.217.188 | ৩০ জুলাই ২০১২ ১৫:৪৭566789
  • কী আশ্চর্য কথাবার্তা! মারধোর তো দোতলার ঘরে হচ্ছিল -- যেখানে মিটিং চলছিল সেখানে। এক সময় জানলা খুলে ইউনিয়নের নেতারা ডাকলেন 'ওপরে এসো', এগুলো কি সবই মিথ্যে কথা?
  • maximin | 69.93.217.188 | ৩০ জুলাই ২০১২ ১৫:৫৩566790
  • পুরো কারখানা ওয়ার্কারদের আওতায় চলে গেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন