এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৪৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.198.169.206 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫২569670
  • ফোগলা নয়। ওর রুট ক্যানাল ট্রিট্মেন্ট চলছে ডিডি।
  • ডিডি | 120.234.159.216 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫৩569671
  • আপনার মধ্যে একটি পাখালি ভাব মাথা নীচু করে উড়ে বেড়ায় - এটি আপনার বাহ্যিক রূপ। অন্তরতম হচ্ছে একটি বিবর্ন শুওর যার দাঁতের কোনো উল্লেখ নেই। বোঝা জায় আপনি ডেন্টস্টদের পছন্দ করেন না। সম্ভবতঃ টুথব্রাশ দেখলেই রেগে যান।

    অপিচ এই মাথা নীচু করা নীরিহ ও ঘোঁত ঘোৎ করা দ্বিতীয় - এই দুই স্বত্তাকেই আপনি খেয়ে ফ্যালেন। এমন কি আপনার ইগো - সেই সামান্য চাবি - তাকেও আপনি খেয়ে ফেলেছিলেন।

    বাড়ীতে ঢুকেও আপনার হ্যাংলামি যায় না। আবার মাংস ছাড়াতে বসেন। বোঝাই যাচ্ছে আপনার শরীর প্রোটিন, আয়্রন ও কোলিস্টরলের এক হাহাকার চলছে। লাকি !

    ঘোলা টৈ টুম্বুর জল একটি শব্দগ্রহ্য "পান"। প্রায় উপচে পরা গ্লাসে মিশাবেনটা কি? ঠাই নেই ঠাই নেই ... কেসটা ঘোলা। সেটাই বলতে চাইছেন।
    ডিডি
  • Kaju | 131.242.160.180 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫৪569672
  • তবে কি কুবো সেই তুলসীবাবুর পোষা সেই বৃহচ্চঞ্চু?

    এককের উত্তরে প্রকাশ পাওয়া লক্ষণগুলো মনুষ্যজগতের বাইরে অতিমানবীয়। এর ঠিকঠাক সারোদ্ধার করতে পারলে কাগজে নামটাম বেরিয়ে যেত। দেখে লোকে ভির্মি খেত। তাই বোধায় হল না !
  • ekak | 69.97.40.232 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫৫569673
  • মৃত্যু কানেকশন তা আমি একদম বুঝতেই পারি নি । জঙ্গলে একটা মাথা গোঁজার জায়গা পেলুম , খাবার পেলুম । এই ফুত্তির মধ্যে মৃত্যু এলো কদিয়ে কে জানে ।
  • Kaju | 131.242.160.180 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫৭569674
  • ওই তো বললাম। মৃত্যু ধারেকাছে এলে তার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খে' ফেলবে। তার আর জীবিত (?) ফেরা হবে না !
  • | 24.99.9.69 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫৯569675
  • না না আপনে কিস্যু বোঝেন নাই একক। আসেন আমি ব্যাখ্যা করি।

    কুবো পাখি, মানে বেশ চোখে পড়ার মত উপস্থিতি কিন্তু তেমন হিংস্র নয়। মাঝেমধ্যে একটু রাগী রাগী ভাব দেখালেও এমনিতে খুব একটা ঝামেলাবাজ হিসেবে লোককে দেখাতে চান না।

    এইবারে হল আপনার অন্তঃস্থ 'আপনি'। সেটি আসলে বুনো শুয়োরের মতই হিংস্র, সতর্ক এবং রাগী। রেগে গেলে একেবারে ফালাফালা ক্রে দেবে প্রতিপক্ষকে। আর বুনো শুয়োর একলা থাকে না, অতএব আপনিও ভেতরে ভেতরে সমমনা লোকদের সাথে থাকতেই পছন্দ করেন।

    আপনার ইগো হল গিয়ে লম্বা এবং শক্ত। মানে আসলে আপনি একটি ইগোয়িস্ট লোক এবং ইগোকে বিসর্জন দিতে পারেন না।

    সেক্স সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণাই হল গিয়ে ঘোলাটে। অর্থাৎ সেক্সকে আপনি একটু ঘোলাটে চোকে দেখেন।

    আর মৃত্যুকে আপনি মোট্টে পরোয়া করেন না। একেবারে কেটেকুটে দেখতে চান মৃত্যুকে।

    কিন্তুউউউউ

    এই সমস্ত কিছুর পরেও আপনার আছে এক তৃতীয় সত্ত্বা, যে নাকি আগের এই দ্বিতীয় সত্ত্বাটিকে অনবরত চ্যালেঞ্জ করে। তাকে খেয়ে অর্থাৎ কিনা একেবারে গাপ করে দিতে চায়। সব কেতেকুটে খাবার যোগাড় আসলে আপনার দ্বিতীয় আর তৃতীয় সত্ত্বার লড়াই, যাতে আপনার প্রথম সত্ত্বাটিই প্রধান হয়ে ওঠে।
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৬:৫৯569676
  • ওঃ । নিজের বাইরের ও ভিতরের দুই সত্তাকেই আপনি ছাড়িয়ে খেয়ে ফেলতে চান। মানে নিজেকে ছিন্নভিন্ন করার প্রবণতা। সেল্ফ ডেস্ট্রাকশান। এ তো জলের মত সহজ।
  • ekak | 69.97.40.232 | ২৩ আগস্ট ২০১২ ১৭:০০569677
  • ব্যাং যে বললেন শুওর দেখলে পর্নস্টার হয় ! অনার ব্যাখ্যা টা বরং বেশ তৃপ্তিদায়ক ছিল অসম্ভব হলেও ।
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৭:০৭569678
  • ওসব আম্রিকান ব্যাখ্যা। এখানে খাটবেনা। আপনি তো আর আম্রিকান নন। আপনার শুওরও ভারতীয়। অতএব সে গুড়ে বালি।
  • Kaju | 131.242.160.180 | ২৩ আগস্ট ২০১২ ১৭:০৮569680
  • সানি লিওন তার মানে শুওর দেখে ! কিন্তু সেও তো আবার আধা ভারতীয়। পুরো শুওর কি দেখবে?
  • de | 190.149.51.66 | ২৩ আগস্ট ২০১২ ১৭:৩৫569681
  • শুয়োরের ছড়াছড়ি এক্কেরে! খোঁয়াড় হয়ে গেলো!
  • ..... | 69.160.210.2 | ২৩ আগস্ট ২০১২ ১৭:৩৮569682
  • সূর্যকরোজ্জ্বল শূয়োর দেখবে। জিগেস করো।
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ১৮:৫৯569683
  • কাজু ,চুপটি করে আছি বলে ভেবো না যে খেয়াল করছি না।
    প্রথমে দেখলাম কাঠবেড়ালি- তারপরে একটা টুকটুকে লাল কার্ডিনাল। চাবি দেখলাম একটা লম্বামতো,রিং এ ঝোলানো। জলও দেখলাম ঢাকা দেওয়া। আর আপাতত বিশ্রাম করি ভেবে দেওয়ালে হেলাম দিলাম, যদিও দিনের বেলা ভেবে ভয় পেলাম না।

    আমি কি আলোময় মৃত্যু দেখলাম?
  • kk | 117.3.243.18 | ২৩ আগস্ট ২০১২ ১৯:৩১569684
  • লাল কার্ডিনাল দেখেছে মানে ম এর ভেতরের সত্বাটি হলো পুরুষ, কারণ লালগুলো ছেলে কার্ডিনাল হয়। মেয়ে হলে কমলা ঠোঁটের বাদামী কার্ডিনাল দেখতো।
  • aka | 178.26.215.13 | ২৩ আগস্ট ২০১২ ১৯:৪১569685
  • সত্ত্বার মধ্যে সত্ত্বা, তার মধ্যে সত্ত্বা, ধরুন আপনার তৃতীয় সত্ত্বার দ্বিতীয় সত্ত্বার প্রথম সত্ত্বার তৃতীয় সত্ত্বাটির সাথে আপনার প্রথম সত্ত্বার কনফ্লিক্ট হল। কে জিতবে? আপনার কোন সত্ত্বা? শুনতে থাকুন কাজুর ব্যাখ্যা একান্ত আপনার ও আপনার সত্ত্বাদের জন্য।
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ১৯:৫৪569686
  • কলি,সেটা আমিও ভেবেছি। যে জঙ্গলটা দেখলাম সেটাও মনে আছে, একটা ধূসর বাদামি রং এর জঙ্গল। এখানে ক্রিকের পাশে একটা জঙ্গল আছে, হরিণ থাকে। তুমি গেলেই একটা স্পেশ্যাল ঘাস আর হরিণের গন্ধ পাবে। আমি জঙ্গলের কথা ভাবামাত্র সেই শীতের মাঝামাঝি পাতাহীন ঐ জঙ্গলের ছবি দেখলাম। তাতে বসে থাকা লাল কার্ডিনাল বাস্তবে এতবার দেখেছি ,যে চোখ বোজামাত্র লাল রং এর পাখিটাকে দেখতে পেলামঃ)
  • | 24.96.33.182 | ২৩ আগস্ট ২০১২ ২০:০৪569687
  • অ্যাঁ! তোমরা সত্যি সত্যি ঠিকঠাক উত্তর দিয়েছিলে? ক্কি ক্কান্ড!
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ২০:০৯569688
  • কেন!!কোথাও ব্যাংকের পিন লিখে ফেলেছি নাকি?
  • | 24.96.33.182 | ২৩ আগস্ট ২০১২ ২০:১৫569689
  • সে আমি দেখলেও বলব না। :-)

    ফেসবুকে হাজারে হাজারে হাবজ গোবজ প্রশ্ন ঘুরে বেড়ায়। ওগুলোর অমনি হাবজ গোবজ উত্তরই আমি সব্বদা দিয়ে থাকি।
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ২০:২৭569691
  • এই জন্যেই অল্পস্বল্প ভালো- দু একটা আসে,মন ফুরফুরে লাগেঃ)

    ফেসবুকে না থেকে ভালো ই হয়েছে;)
  • | 24.96.33.182 | ২৩ আগস্ট ২০১২ ২০:৩২569692
  • কিন্তু আমি এই পোস্টটা করলেই টইয়ের হেডিংটা যা দেখতে হবে না ......:-))
  • Kaju | 69.93.244.14 | ২৩ আগস্ট ২০১২ ২১:০৩569693
  • হাবজ গোবজ উত্তর নিয়ে আমিও রা কাটিনি। না হয় ৫-টা সেকেন্ড নষ্টই করলেন। কী হয়েসে তাতে, অ্যাঁ? ঃ))
    তবে অনেকে এক্ষট্রা টাইম দিয়েছেন, নাহলে এমন ইনোভেটিভ সব উত্তর আসত না। ওই 'বাঘ বাঘ' -এই থেমে যেত।

    মামীর Date:23 Aug 2012 -- 07:54 PM পড়ে আম্মো সব ছবির মত দেখতে পেলাম।
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ২১:০৭569694
  • দেখতে পেলে ভালো কথা, কিন্তু ঐ যে আমি দেওয়ালে হেলান দিয়ে বসলাম ,আর দিন বলে ভয় পেলাম না-তার কি ব্যাখ্যা?
    শিগ্গির জবাব দাও
  • Kaju | 69.93.244.14 | ২৩ আগস্ট ২০১২ ২১:১৩569695
  • ভগবান, যদি পরের জম্মো বলে কিছু থাকে, তবে পাঠাবার সময় আমায় সবজান্তার সার্টিফিটিটা গুছিয়ে ল্যামিনেট করে হাতে ধরিয়ে দিয়ো !
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ২১:১৬569696
  • আহা, আমি মৃত্যুকে সহজ ভাবে নেব কি নেব না -এই হলো গে কথাঃ(
    এইবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি।
  • 4z | 84.115.197.228 | ২৩ আগস্ট ২০১২ ২১:২৪569697
  • এদিকে কাজু আমার উত্তরগুলোকে আউট ওফ সিলেবাস বলে চালিয়ে দিল। কোনো মানে হয়?
  • Kaju | 69.93.244.14 | ২৩ আগস্ট ২০১২ ২১:২৬569698
  • অত ভাবতে নেই, মামী, অত ভাবতে নেই। আগেই ওইটা নিয়ে এত চিন্তা কেন? ৩৮৫ পোস্ট হয়ে গেল আমার ওপেন করা থ্রেডে। ভাবা যায় ! তাও আগ্রহ টানটান।

    মোদ্দা কথা হল, জিন্দেগীইইইই ক্যাসি হৈ পহেলি হায়, এই ভেবে বেলুন ওড়াতে ওড়াতে সমুদ্রতীর দিয়ে দিনের বেলাটাই আনন্দ করে কাটিয়ে দিতে চাও। যব রাত হোগা, সো হোগা। ও ছোড়ো ইয়ে না সোচো।

    দেরী আছে। আলো আছে। জীবন আছে।

    খুশী? :-))
  • | 60.82.180.165 | ২৩ আগস্ট ২০১২ ২১:৩২569699
  • বাওয়া, বল্লে হবে না- দেখেচো!!
  • ব্যাং | 132.167.76.48 | ২৩ আগস্ট ২০১২ ২২:২৭569700
  • কাজু, কথা দিয়েও আমার ইগোর ব্যাপারটা খোলসা করিস নি কিন্তু? এবার বলে দে। আর কদ্দিন এই সাসপেন্স সহ্য হয়?
  • Kaju | 131.242.160.180 | ২৪ আগস্ট ২০১২ ১২:১৩569702
  • ওঃ ওটা বলিনি না? আসলে জানাও হয়নি। সে আর বলেনি তো।

    বড় ভারী চাবি তো প্রবল আত্মসম্মনবোধের প্রতীক। আমার জন্যে কাউকে কিচ্ছু করে দিতে হবে না, আমি একাই একশো আমার নিজের জন্যে। এরকম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন