এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৪৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • akash | 120.227.152.192 | ২১ আগস্ট ২০১২ ১৬:৫৩569471
  • ক্ষাজুদা, :( :( :(
    মাত্থাটা চুল্কাইতাসে, এক্জাম দিসি [Date:20 Aug 2012 -- 07:50 PM] একের পাতায়. ,
    অমার মার্ক্সিট কৈ?????????????????????????????????
  • গান্ধী | 213.110.243.22 | ২১ আগস্ট ২০১২ ১৬:৫৩569470
  • কাজুদা

    পান্তুয়া তো তোমার সেই লাল টুকটুক মিস্টি বৌ , ব্যাংদি নাম দিয়েছেঃ)

    যাই হোক, শেয়াল বাদে বাকিটা মানলাম। কিন্তু এমনি শিয়াল আর খ্যাঁক শিয়ালে কোনো ডিফারেন্স নেই ?
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৬:৫৬569472
  • কাজু যা সব লিখেছে তাতে নিজের সম্পক্কে জানা গেল -
    সোসেন নামক মহিলা আসলে একটি গড়পড়তা লোক-অ-মানুষখেকো সুতরাং নিরীহ। পার্টনারের ওপর পজেসিভ খুব। দোকান বাজার করা ছাপোষা মানুষ। সংসার জীবনের বাইরে খুব একটা ভাবে না। ভেতরে বাইরে এক।(ইয়ে, দোকান বাজার কে না কত্তে চায়? মালকড়ি থাকলে?)

    সোসেনের ইগো ছোট্ট কিন্তু রুপুলি রঙের (ব্যাখ্যা কে করবে শুনি?)

    সোসেনের sex সম্পর্কে মনোভাব-স্বচ্ছ এবং ৩/৪ অংশ (যা বলিস বাপু। )

    মৃত্যুর সামনে গিয়ে গুপ্ত দরজা খুঁজছে কেন সোসেন? খ্যাপা , নাকি?

    এই কাজু- আমি তোমার প্রথম ক্লায়েন্ট। ব্যাখ্যা কর, ভালো কথায় বলছি। বাঘেদের যত নিরীহ ভাবছ অত মোটেই নয়!
  • | 132.248.183.1 | ২১ আগস্ট ২০১২ ১৭:০৬569473
  • ইয়ে , ইগো মোট কত রকম রঙের হয় সেই নিয়ে কবি কিছু বলেছেন সোসেন?
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:১৪569474
  • এই সবাই অনুশীলনী নিয়ে বোসো তো এবার। শুধু জানলে হবে, অ্যাপ্লাই না করলে জ্ঞানের গভীরতা বাড়বে কেঙ্কয়ে? এই আমি যেমন কাল শিখে চেষ্টা করে করে অ্যাদ্দূর এলাম।

    ও সোসেন্দি, রাগ কইরেন না। বাঘ তো ওটাই কয়েছিল। সেই বাক্স বদল দেখেন নি? ৩, ৭, গোলাপ। মানে গড়পড়তা। হঠাৎ করে ধরলে লোকে প্রথমেই বাঘ বলবে।

    গুপ্ত দরজা খোঁজার কারণ হল, মৃত্যুকে এড়াতে চাওয়া। সামনে উপস্থিত, তবু যদি বেঁচে বেরোনো যায়। আমিও প্রায় এমনি বলেছিলাম।
  • intellidiot | 125.113.49.98 | ২১ আগস্ট ২০১২ ১৭:১৬569475
  • যাঃ, কাজুর জন্য আমার আত্মসমীক্ষাটা অপূর্ণ থেকে গেল... স্যাডনেস :(
  • | 132.248.183.1 | ২১ আগস্ট ২০১২ ১৭:১৯569476
  • এত দিন পরে ইন্টেলি । গুড গুড!! ঃ))
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৭:২৯569478
  • হায়রে, ৪ এই কিনা আমি মশার কথা ভাবলুম ঃ(
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৭:২৯569477
  • আরে! ছোট্ট ইগো, আর ৩/৪ অংশ সেক্স কি জিনিস বলে যাও! ইয়ার্কি!
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৭:৩০569480
  • *ছোট্ট রুপালি ইগো। তাতে কি হলো? আমার ইগো আছে , না নাই?
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৭:৩১569481
  • পাই -----:P
    এটা বীভত্স হয়েছে !
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:৩২569482
  • ইন্টেলিদার-টা রিভিউতে পাঠিয়েছি। সেখান থেকে জানলে তবেই আত্মসমীক্ষা সম্পূর্ণ হবে।

    বোতিন্দা,

    ম্যাক্রো লেভেলে ইগো তিন প্রকার, যেমতি বড় মাঝারি ছোট চাবি। সে ব্যাখ্যা দিয়েছি। পিছিয়ে দেখো।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:৩৫569483
  • সোসেন্দি,

    ছোট্ট চাবি মানে ইগো প্রায় নই বলিলেই চলে। মানে সবার সাথে মিশে যেতে পারে। কোনো স্নবারি দলবাজি নেই। আমি ঠিক, অন্য লোক ভুল এই ভাবটা নেই। কারুর কিছু আপত্তিকর লাগলে সোজাসাপ্টা বলে দেয়। এরকম।
  • a x | 138.249.1.194 | ২১ আগস্ট ২০১২ ১৭:৩৮569484
  • মানে আমি আসলে এক ঝলমলে পাখি কিন্তু জনসমক্ষে নিজেকে দাঁতাল শুয়োর হিসেবে দেখাই। সেক্স আমার কাছে খুব পুরোন জিনিস এখন ঘোলাটে হয়ে গেছে, আর আমি মৃত্যুর অপেক্ষাতেই আছি।

    বুঝলাম :-|
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৭:৪৫569486
  • আর আমি শেষে কিনা যমপেয়াদাদের কিম্বা পটলখেতের ফোটো তুলতে পারলুম না বলে আফশোস করবো ! এই হল সুমহান মৃত্যু সম্পর্কে আমার অবস্থান ? ঃ(
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৭:৪৫569485
  • আর আমি শেষে কিনা যমপেয়াদাদের কিম্বা পটলখেতের ফোটো তুলতে পারলুম না বলে আফশোস করবো ! এই হল সুমহান মৃত্যু সম্পর্কে আমার অবস্থান ? ঃ(
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৭:৪৭569488
  • সেই ! লক্ষণীয়, পাই যমদূত দের কাছে গুরুর জন্য এক্সক্লুসিভ ইন্টারভিউ ইত্যাদি ও চায় নি।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:৪৭569487
  • বোতিন্দা,

    ১। একটা মিষ্টি মতোন দেখতে ছোট্ট পাখি। নাম কমন পরে নি।

    ২। একটা সিংহ। অলস ভাবে বসে আছে। ভাবছে শিকার করতে যাবে নাকি এ বেলা টা উপোস দেবে।

    ৩। চাবি টা মাঝারি সাইজের বাংলা চাবি। বিশেষত্ব বলতে রিং টা কাঠের তৈরী। চ্ন্দন কাঠ।

    ৪। এক্দম কানায় কানায় ভর্তি জল।স্বচ্ছ।

    ৫। আহা মেঝে তে হঠাৎ বসে পরলে প্যান্টে ধুলো লাগবে না। ঝেড়ে ঝুড়ে কিছু একটা র ওপর বসার চেষ্টা করবো। প্রথমে একটু ভয় । পরিবেশের জন্যে। তারপরে জোর করে নিজেকে সাহস দিয়ে পরিবেশের সাথে মানানসই করে নেওয়া। নিজেকে ভুলিয়ে রাখতে ফ্লাক্স রাখ চা তে চুমুক দিয়ে গল্পের বই র পাতা ওল্টানো।

    ১। বাইরে সবার সাথে মিষ্টি ব্যবহার। সবাইকে বন্ধু ভাবে। ভারী মন কষাকষির জায়গাই নেই যেচে কারুর সাথে।

    ২। পুরুষসিংহ ঠিক সিংহ লিখেচে ! সিংহ মানে রাজকীয় মেজাজ ভেতরে ভেতরে। এন্তার খরচা করতে পারি, দিলদরিয়া। মেজাজটাই তো আসল রাজা এরকম। কিন্তু কোথাও একটু একা। ল্যাদ খেতে ভালোবাসো। এসবই সিংহের সাথে মেলে, কিনা?

    ৩। মাঝারি চাবি মানে, কিছু আপত্তিকর লাগলে বলতে চাও, কিন্তু যদি সম্পর্ক খারাপ হয়, এই চিন্তা। বলব, না থাক টাইপ।

    ৪। জল বর্ণনা পশ্য।

    ৫। মৃত্যুভয় আসবে মনে, কিন্তু আবার মনে হবে এই তো ভবিতব্য। ভেবে কী হবে? সহজ হয়ে আসে সব। যদ্দিন আছি আনন্দে কাটিয়ে দাও।
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৭:৫৩569489
  • কিন্তু প্রথমটার যে ব্যখ্যা কাজু লিখলো, তার মানে কেউ ছটফটে কি কথা বলা কোন প্রাণীর কথা প্রথমে লিখলে ও দ্বিতীয়তে না লিখলে ( কারণ বেশিরভাগ ই দুটো প্রাণী আলাদা লিখবে ), সে আসলেতে ছটফটে বা কথা বলা নয়, কিন্তু অম্নি দেখাতে চায় ? ছটফটে, কথা বলা টলা ওগুলো নিজের ইচ্ছে থেকে আসেনা, বাইরে দেখানোর জন্য আসে ? মানে, আসলেতে কথা বলা কি ছটফট করা মোটেও আসেনা, চেষ্টা করে করতে হয় ? :o
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৭:৫৪569492
  • সোসেন,:D
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:৫৫569493
  • অক্ষদারটার খুব ইন্টারেস্টিং।

    যথার্থ সৎ আতবীক্ষণ যাকে বলে। এরম বড় একটা কেউ বলতে পারে না।

    বাইরের মানুষটার মধ্যে কোথাও একটা বাড়তি সতর্কতা আছে, যাতে কেউ আঘাত না করতে পারে, বেশী কাছে না ঘেঁষে। একটা কাইন্ড অফ ইনসিকিয়োরিটি। তাই দাঁতাল শুয়োর। ওটা বাইরের আবরণ মাত্র। কিন্তু ভেতরের মানুষটা, ঠিক যা ধরেছেন, অসীমে শূন্যে মেলে দিতে চায়। আর বাইরের আবরণটা রাকহ্তে গিয়ে বড় ভারী চাবির ইগো চলে আসে। একটু দূরত্ব রাখা, মিশে গিয়েও কোথাও নিজের কাঠিন্য খোলসটা বজায় রাখা। ঘোলাটে জল আমি যেভাবে দেখি, খানিকটা পারিপা্হিকের কারণে বিশ্বাস চলে যাওয়া, সব কিছু এত ভালো এত সাদা স্বচ্ছ মানতে চায় না ভেতর থেকে।

    কত কী বলে ফেল্লাম। সবই ওই ৫টার মানে হিসেবে।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:৫৬569494
  • *আত্মবীক্ষণ
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৭:৫৭569495
  • কত টাইপো, অ্যাঃ !

    *রাখতে
    পারিপার্শ্বিকের
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৮:০০569497
  • যাই, অক্ষরটা পাতা উল্টে দেখে আসি আরেকবার।
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৮:০০569496
  • অত্ত গোলমেলে সব কি লিখছে পাই? জানি কদিন পর ফ্লাইট, তা বলে-
    নাকি ৪ নং এ মশা -র ব্যাপার টা ঢাকতেই-
    এদিকে কাজু আমায় এত্ত ভালো কথা বলেছে ইগো নিয়ে যে ৩/৪ সেক্স টা মাপ করে দেওয়া গেল।
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৮:০৩569498
  • আর দুজায়গাতেই বাঘ হওয়ার কত সুবিধে। মোটেই ইনসিকিঅর লাগবে না।
    আমার পরামর্শ- অক্ষদা সম্পূর্ণ ভাবে দাঁতাল শুওর হওয়ার চেষ্টা চালান।
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৮:১১569499
  • আরে সোসেন, ওটা আমারটা নিয়ে নয়, জেনেরিক, বোঝার চেষ্টা করতে গিয়ে দুটো উদাঃ নিয়েছিলুম। তাতে একটু ঘেঁটে গেলুম।
  • akash | 120.227.152.192 | ২১ আগস্ট ২০১২ ১৮:২৩569500
  • কিন্তু আমি?
    বাইরে বাদুর!(এটার মানে কি হবে?)
    আর ভেতরে বাঘই হতাম কিন্তু মৃত্যুভ​য়ে সাপ হ​য়ে গেছি!
    আমার লম্বা ইগো জংধরা!!!!!!
    সেক্স নেই শুধু সরানিটা আছে! অ্যাঁ........
    ক্ষাজুদা :o
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৮:৩৫569501
  • হুঁ, আমি তো বেশ বুঝলাম আমি কি'রকম আর আমার সাথে বেশ মিলেও গেলো।

    এই ব্যাখ্যা গুলো কিন্তু কিছুটা বায়াসড হবেই। কারণ এই যে জীবজন্তু গুলোর ক্যারেক্টার তো একেক জন একেক রকম ভাবে ব্যাখ্যা করবে। বাঘ বললে অনেকেই ভাববে ' লোকে দেখে ভয় পায় এমন', কেউ ভাববে' গ্রেসফুল, শক্তিশালী', কেউ ভাববে ' ভয়ংকর, হিংস্র'। হরিণও সেরকম-- কাজু বলছে 'সুন্দর', কেউ বলতে পারে লাজুক, কেউ বলতে পারে নিরীহ, ভীরু। নিজের নিজের কনসেপ্ট অনুযায়ী ব্যাখ্যা করে নিন।

    চাবির সাইজ নিয়ে বোঝা গেলো, কিন্তু ঐ সোনালী, রুপোলী, হুল বার করার চাবি, পরিষ্কার স্টিলের চাবি এগুলো ঠিক বোঝা যাচ্ছেনা অবশ্য।

    এককের কুবো পাখী নিয়ে আমার এটাই মনে হলো যে একক যে সেল্ফটা লোকের সামনে তুলে রাখেন সে অনেক কিছু বলে যায়, কিন্তু তার মধ্যে একটা উদাসীনতা আছে, একটা মনখারাপ করানো উদাস ভাবও আছে। এই রকম আর কি।
  • Blank | 180.153.65.102 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪০569503
  • আমার টা কে বলবে অ্যা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন