এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৪৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১২:৫৮569761
  • কাজুদা

    উত্তর বল , আমাকে একটা বাঁদরী দিয়ে কেটে পড়লে হবে ???
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৩:০০569763
  • ওই লিঙ্ক গুলো আমি দি নি । এই এক জ্বালা , হেডার এ সাবজেক্ট লিখলেই সবাই ভাবে একক লিকচে ।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৩:০২569764
  • জানিনা।। অত কষ্ট করে লিংক পড়তে পারছিনা।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৩:০৫569765
  • আচ্ছা জেনেরিক মানেগুলো দিয়ে যাচ্ছি। আমাকে যে বলেছিল সেটাই কপি করে দিলাম। মানে এতগুলো প্রত্যেকটা আলাদা করে চাপ তো ! বাংলিশেই রাখলাম। বড্ড বড়। :-P

    1. jungle hochhe amader man.. sei jungle e probesher por prothom dekha praniti hochhen sei "ami" je amitake amra sob samay janasamakkhe rakhte chai..arthat amader mukhosh hisebe etake dhore newa jete pare..

    2. dwitiya prosno besh gavir jungle e dhuke dekha prani..seti hochhe amar vetore lukiye thaka asol manush ti... jake amra nanan cultural sensor shiper madhyame atke rakhi...

    3. khuje pawa chaabiti holo manusher ego... Ego kothatar anek apobyakhya hoy..kintu manobigyanira bolen... Ego holo manusher valo mando bicharer mapkathi..

    4. glass er jol o tar swachhota ekjon manush sex(over all) byapartake kirokom manasikotar sange dekhen setake bojhachhe..(e khetre ami abossoi detail e jabona.. sobai nirbhoye thakte paren..)

    5. erpor sei Sada ghar... anekei bujhe gechhen eta holo mrityur protik.. amader sesh porinoti samporke amader manansik abosthan bojhbar jonnoi ei prosno..
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:০৭569766
  • কাজু,
    আজ তোর পরীক্ষাআআআআআআআআআআআআআআআআআআআ।
    শিগ্গিরি বল, টর্চ জ্বালিয়ে কী দেখলি? নয়তো ঐ টর্চ দিয়েই তোর ব্রহ্মতালু গুঁড়ো করব।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৩:০৮569767
  • বুঝলুম না ঠিক। আমার ক্ষেত্রে দিতেলে যেতে পারেন , হোয়াটএভার ইত মে বে । কুন আপত্তি নাই । প্লিস প্রসীদ
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:০৯569768
  • জেনেরিক মানে দিয়ে শর্টে সারবি ভেবেছিস? সে গুড়ে বালি তোর।
    এখন কেস বাই কেস তোকে হ্যান্ডল করতে হবে। আমি তো আবার আমার একারটা দিই নি, আমার গোতা গুষ্টিরটা দিয়েছি। আমার ভ্যালু ফর সময় চাই। তোকে এখন পোস্ট ধরে ধরে একেকজনের অ্যানালিসিস রিপোর্ট দিতে হবে।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৩:১১569769
  • একদম । সিপিউ টাইম খচ্চা করেছি । ছাড়ান নাই !
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৩:১১569770
  • ইয়ার্কি হচ্ছে !! আমি খ্যাঁকশিয়াল !! আর আমার হারিয়ে যাওয়া চাবির সাথে ইগোর কি সম্পর্ক ?? ডিটেলে না বললে ছাড়বোনা
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৩:১১569381
  • ব্যাংদি র দাবী মানতে হবে
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:১২569382
  • গান্ধী,
    আমার কেসটা আরো খারাপ। আমি নাকি লোকের কাছে নিজেকে একতা গোলাপি শুয়োর হিসেবে দেখাতে চাই!!!!
    হে ধরিত্রীমা, আমাকে ডেকে নাও মা। আর তো এ মুখ দেখাতে পারি না কাউকে।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৩:১৩569383
  • প্রথম দুটো তো ক্লিয়ার। চাবিরটাই বোঝা একটু শক্ত। সেটা হচ্ছে -

    jara vari mota ornamental chabi dekhechhen..tader Ego khub strong.. khete giye nijera bill pay koren.. taxi fare share korenna etc..

    jara halka fulka cycle er chabi dekhechhen tader oi jototuku na thakle noy..tototai achhe..era sohojei mukher opor sadake sada o kalo ke kalo bole den..

    majhari maper chabi majharai maper egowala lokera dekhben..era ektu subidha badi type..janogan mukh khulle tobei era mukh khulben..tar age noy..

    ৪-এর টা লিঙ্কের সাথে একদম এক।

    আবার সময় পেলে লিখব। যারা যারা উদগ্রীব, না জানলে চলছে না, তারা একটু ভাবো, যে বুদ্ধি কবিতা বুঝতে লাগাও, সেই বুদ্ধিই প্রত্যেকটা উত্তর ছবির মত নিজের সামনে নিজেকে তুলে ধরবে।
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:১৪569384
  • কাজু,
    আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি। মিঠু কিন্তু শিকাগোতে মুগুর ভাঁজছে, তোকে দুরমুশ করবে বলে। ভালো চাস তো কেস বাই কেস অ্যানালাইজ কর।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৩:১৫569386
  • আমাকে খ্যাঁকশিয়াল কেন বলা হল ??? জবাব চাই
  • দুর্লভচাঁদ চতুর্বেদী | 24.96.94.100 | ২১ আগস্ট ২০১২ ১৩:১৫569385
  • ১) দাঁড়কাক
    ২) শালিক
    ৩) মেয়েদের চুলের কাঁট দিয়ে বানানো পিক-লক
    ৪) হিসুর রং, অ্যাকোয়া টাইকোটিসের গন্দো
    ৫) বাথরুমটা কোথায়?
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৩:১৭569387
  • ওসব রেটরিক দিয়ে পালানো জাবেক লাই । এটা একটা কেস সেনসিটিভ সেট । কবিতার সঙ্গে কুন সম্বন্ধ লাই ।
    আমি নিজেকে কুবো পাখি হিসেবে প্রজেক্ট করি ? এর মানে কি ?? আমার চাবিটা নাভ্তাল ।মত নয় কিন্তু অনেক লম্বা ,ভারী । তাহলে কি আমার লম্বামতন ইগো ?? এইসব পোস্কার করা হোক !
  • দুর্লভচাঁদ চতুর্বেদী | 24.96.94.100 | ২১ আগস্ট ২০১২ ১৩:২১569388
  • আগে ব্যাখ্যাগুলো দেখি নি।

    আমি সবাইকে একটি দাঁড়কাক হিসেবে নিজেকে দেখাতে চাই যদিও আমার ভিতর একটি ছোট্টো ইগোহীন শালিক লুকিয়ে আছে!!

    সেক্সের ব্যাপারটা কিচ্ছু বুঝলাম না।

    মরার সময় আমি হাগতে যাব?!!!!

    কে র‌্যা?? উদুম ক্যালাও।
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:২৩569389
  • হায় হায় গো! আমি নাকি নিজেকে গোলাপি শুয়োর হিসেবে প্রোজেক্ট করি!! আর আমার চাবিটা কালচে লোহার চাবি হওয়ায় আমার ইগোটা কেমন তাও বুঝতে পারছি না। কাজু, সেফ খেলার চেষ্টা ছাড়, তোকে একেকটা কেস ধরে বলতেই হবে। আর আমি কি ঘুমের মধ্যেই মরে যাব?
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:২৫569390
  • আর আমার ভেতরে সিংহীহৃদয় এক মহিলা লুকিয়ে আছেন, নাকি বুদ্ধু সিংহশিশু? কোনটা? আমার স্বভাবটা কেমন? সিংহশিশুর মত উটখুট্টে?
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:২৭569392
  • একজনেরই চাবির কেসটা বুঝতে পারলাম। সে হল ডিডিদা। ডিডিদার সাথে রেস্টুর‌্যান্টে খেতে যেতে হবে। ডিডিদার সাথে অটো চড়ে কর্পোরেশন আপিসে যেতে হলে ডিডিদা বিজয় মালিয়ার হেলিকপ্টারটা ভাড়া করে আনবেন, ইত্যাদি।
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:২৯569393
  • আমিও চারনম্বর জেনেরিক মানেটা কিস্যু বুঝি নি।
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:৩০569394
  • গ্লাসের জলের স্বচ্ছতার ব্যাখ্যাটা কিস্যু বুঝি নি। আরো একটা কোশ্নো, গ্লাসের জলের মাপটা কী ডিনোট করছে? ডিউরেশন?
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৩:৩২569395
  • গান্ধী,

    শেয়ালের মানে হচ্ছে, তুমি বাইরে নিজেকে এমন ভাবে সবার কাছে represent করতে চাও, যাতে কেউ তোমায় বোকা না ভাবে। সবসময় একটা চালাকচতুর হাবভাব। চকচকে চোখে বুদ্ধির ঝিলিক দেখাতে তুমি সব সময় সচেষ্ট।

    কাঠবিড়ালী মানে হল, সবসময় কিছু একটা করছে, ছটফটানি। কোনো সময় চুপ করে বসে থাকে না। টুকটাক কিছু না কাজ সে করেই চলছে। কর্মতৎপরতা।

    হরিণ মানে হল, যে নিজেকে সবার কাছে আরো সুন্দর করে তুলে ধরতে চায়। সবাই আমাকে দেখে ভালো বলুক, ভালোবাসুক আমার স্বভাব।

    নানারকম কেস স্টাডি। প্রতিটাই সেই পশু বা পাখির স্বভাবের সাথে মিলঘটিত, যদি সিনসিয়ারলি রেসপন্স দিয়ে থাকো। বানিয়ে বললে মিলবে না। সেটা বুদ্ধি খাটিয়ে বার করা যায়।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৩:৩৪569397
  • কি চাপ !! এমন একটা কথা বলে দিল, এবার আমি কিছু বললেই বলবে 'দেখেছিস আবার চালাকী করছে " (রাগ স্মাইলি)
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:৩৪569396
  • কাজু, আমি একদম সিনসিয়ার স্পনটেনিয়াস উত্তর দিয়েছি। আমাকে ১), ২), ৩), ৪), ৫) করে ব্যাখ্যা দে। আমি খেতে যেতে অব্দি পারছি না।
  • siki | 12.50.47.36 | ২১ আগস্ট ২০১২ ১৩:৩৬569398
  • ধুর মাইরি! কী চাপ!!
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:৩৭569399
  • কাজু, যারা প্রশ্ন করছে, দরজা না থাকলে ঘরে ঢুকলাম কী করে, গাঁজা খেয়েছি নাকি, এইসব , তারা সবাই কি কোমায় চলে যাবে?
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৩:৪২569400
  • ৪-এর যদিও সেক্ষ-মেক্ষ বলছে আমি ওটার মানেটা করছি এরকম, মানে সমান্তরাল এরকম হতেই পারে -

    পুরো ভর্তি স্বচ্ছ জল - সে আশেপাশে সবই খুব সুন্দর দেখে। তার বাহ্যিক জীবনে কলুষ থাকলেও সে সেটাই একমাত্র ভাবে না। তার কাছে আকাশ চিরদিনই নীল। প্রতিদিন ভোরে নাম না জানা অথচ রোজ সানশেডে এসে বসা পাখির ডাক শুনলেই সে চিনতে পারে। ভেতরে সৃষ্টির প্রেরণা আসে।

    অর্ধেক ভর্তি স্বচ্ছ জল - মেলানো মেশানো। কিছুটা ভালো দেখে। তবু আশপাশ থেকে বিশ্বাস খানিক কমে এসেছে পারিপার্শ্বিকের হাবভাব দেখে। প্রথম ক্যটেগরির মত সে সবই ভালো ভাবতে পারে না। বিশ্বাস করে মানুষকে কিছুটা বাদ রেখে, যদি ঠকতে হয় ! ভালো লাগা আছে, নতুন কিছু করার প্রেরণাও পায়, আবার 'ধুর কী হবে...'

    অর্ধেক ভর্তি অস্বচ্ছ জল - নেগেটিভিটি বড় বেশী এসে গেছে দেখার মধ্যে। গতানুগতিক জীবন, গড়ার চেয়ে ভাঙাই সে বেশী দেখছে। ভালো লাগার মত যেন কিছুই নেই। কোনো সৃষ্টির প্রেরণা আর বাকি নেই যেন।

    পুরো ভর্তি অস্বচ্ছ ময়লা জল - দৃষ্টি ভালোলাগার থেকে উঠে গেছে সম্পূর্ণ। জাস্ট বয়ে নিয়ে চলা ভারী পাথরবাঁধা জীবন। সৃষ্টির থেকে বহু দূরে। ওসব কোনো কাজের নয়। এই কুৎসিত সবকিছুর মধ্যে আর কী-ই বা হবে এমন ভাব। গয়ংগচ্ছ। সুন্দর কিছু দেখতে পায় না। অনুভূতিগুলো মরে গেছে প্রায়।
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১৩:৪৪569403
  • ওকে
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৩:৪৪569401
  • ব্যাঙদিরটা বলছি। একটু ধৈর্য ধরো। নয় খেতে চলে যাও। আমি লিখে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন