এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৬৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 131.242.160.180 | ২০ আগস্ট ২০১২ ১৭:২৫569379
  • নিছক খেলা। আর একটু টর্চ হাতে নিজের ভেতর একা একা।

    প্রশ্নগুলো পড়েই যা মনে হবে লিখে ফেলুন। বেশী ভাবাভাবি করে লাভ নেই।
    অনেকে লিখলে তারপর আসল ব্যপারটা ভাঙব।

    ১। তুমি একটা জঙ্গলে ঢুকেছ। কিছুদূর যাবার পর প্রথম কোন প্রাণীকে দেখতে পেলে? পশু বা পাখি।

    ২। এবার আরো গভীর জঙ্গলে ঢুকলে। এবার কাকে দেখছ? পশু বা পাখি।

    ৩। হাঁটতে হাঁটতে পায়ে কিছু একটা লাগল। নিচু হয়ে দেখলে একটা চাবি। চাবিটা কেমন দেখতে? ডিটেলস বর্ণনা দাও।

    ৪। এবার তুমি পথ হরিয়ে ফেলেছো। গলা শুকিয়ে গেছে। হঠাৎ একটা বাড়ি দেখতে পেলে। জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বাড়ি। দাওয়ায় একটা টেবিলের ওপর একটা গ্লাস রাখা আছে। ভালো করে তাকিয়ে দেখো, গ্লাসটায় ঠিক কতটা জল। কেমন জল?

    ৫। এবার ঘরের ভেতর গেলে। চমকে গেলে। চার দেয়াল, ছাদ, মেঝে পুরো সাদা। জানলা দরজাগুলো উবে গেছে ! তুমি বসে পড়লে মেঝেতে। কী চিন্তা আসছে তোমার মাথায়?
  • sosen | 125.184.126.241 | ২০ আগস্ট ২০১২ ১৮:১৬569490
  • কাজু এসব কি লিখেছে?

    ক'ব্যাটারির টর্চ তাও বলে নি! ইদিকে জঙ্গলে পাঠাচ্ছে!

    ১। বাঘ।
    ২। আরো একটা বাঘ।
    ৩। রুপোলি চাবি, ছোট্ট।
    ৪। কাঁচের গ্লাস, পরিষ্কার জল , ৩/৪ ভর্তি।
    ৫। নিশ্চয়ই ওই চাবিটা দিয়ে দরজা খোলা যাবে। আমি অলরেডি গুপ্ত দরজা খুঁজছি।
  • গান্ধী | 213.110.247.221 | ২০ আগস্ট ২০১২ ১৮:২৫569601
  • ১। খ্যাঁকশিয়াল
    ২। বাঁদর
    ৩। আমার সাইকেলের হারিয়ে যাওয়া চাবি, পিছনে গোল রিং
    ৪। একগ্লাস ভর্তি জল, একদম পরিস্কার
    ৫। আমি তো গাঁজা খাইনা
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ১৮:৫৪569705
  • ৫ এর উত্তরটা দিয়ে যাই। ছবি তোলার চিন্তা মাথায় আসছে। ক্যামেরা না নিয়ে আসতে পারার জন্য হা-হুতাশ রাগ ইঃ।
  • Kaju | 131.242.160.180 | ২০ আগস্ট ২০১২ ১৮:৫৫569716
  • বাঃ। আর?

    এই খেলাটার মুস্কিল হল অনেক লোকের উত্তর এলে তবেই মুখ খুলতে পারব। কম করে দশ বারোজন। আর সবারটা ধরে ধরে বলাটাও বেশ খাটনির।

    তবে এই কটা 'রে-ধা-রে-মা-নি-সা-মা-দা-দা-রে' বাজিয়ে এক ঝটকায় এক একটা সিক্রেটিভ মেলোকর্ড অজান্তে খুলে যাওয়া, যে খোলাটা শুধু প্রশ্নকর্তা দেখতে পাবে এ মুহূর্তে।
  • Kaju | 131.242.160.180 | ২০ আগস্ট ২০১২ ১৮:৫৭569727
  • পাইদি, বাকি চাট্টেও তাড়াতাড়ি বোলো। না হলে আবার হারিয়ে যাবে।
  • aka | 178.26.215.13 | ২০ আগস্ট ২০১২ ১৯:০০569738
  • ১। হরিণ
    ২। কয়েকটা বাঁদর
    ৩। লোহার, ছোট্ট, জং ধরে আছে।
    ৪। ঘোলা জল, খাবার উপায় নেই
    ৫। নির্ঘাৎ স্বপ্ন দেখছি
  • kumu | 132.160.159.184 | ২০ আগস্ট ২০১২ ১৯:০১569749
  • ১। হলুদ বসন্ত পাখী
    ২। নীল রঙের পাখী,লাল ঝুঁটি,নাম জানি না,
    ৩। চক্চকে সোনালী চাবি,
    ৪। একগ্লাস ভর্তি জল, পরিস্কার,কিন্তু অ্যাকোয়া/মিনারেল কিনা ঠিক নাই,
    ৫। এখানে কি মোবাইলের টাওয়ার পাওয়া যাবে?
  • Kaju | 131.242.160.180 | ২০ আগস্ট ২০১২ ১৯:০২569760
  • কুমুদি চাবির সাইজটাও চাই। বড়/মাঝারি/ছোট।
  • ডিডি | 132.167.0.29 | ২০ আগস্ট ২০১২ ১৯:১০569380
  • ১। নীল প্যাঁচা, মুচকি হাসে।
    ২। রামধনু রঙের আগুন পাখী। বড্ডো ভালো গান গায়।
    ৩। আগাপাশতলা সোনার কারুকাজ করা, মনি মুক্তো ঠাসা ইয়া কেঁদো চাবি। চাবি তো চাবি। লাঠিও বলা যায়। মুগ্ধ হয়ে যাই।
    ৪। গেলাসে জলের ফোয়ারা।
    ৫। দেওয়াল ভাঙার।

    আচ্ছা, জন্মো তারিখ লাগবে না? সান সাইন? গোত্রো ? খালি আমার ভার্শনটা বোলবো না।
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ১৯:১৪569391
  • ১। কিচিরমিচির করা পাখি
    ২। পাণ্ডা
    ৩। বড় গোল জং পড়া লোহার তেরাব্যাঁকা রিং এ অম্নি জং পড়া লোহার সরু লম্বা চাবি।
    ৪।জল তো অনেকটাই, প্রায় ভর্তি। কিন্তু খোলা গ্লাস। ওপরে সর পড়ে গেছে আর মশা ভাসছে। নিগ্ঘাত ডিম পেড়েছে।
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ১৯:১৯569402
  • ১। বাঘ
    ২। হরিণ (কেন অল্প জঙ্গলে বাঘ আর গভীর জঙ্গলে হরিণ দেখলাম তার নিশ্চয়ই জটিল মনস্তাত্বিক ব্যাখ্যা আছে)
    ৩। মাঝারী মাপের পেতলের চাবি যার মুখে একটা ছোট ফুটো আছে। হুল ফুটলে বা চামড়ায় জমা ময়লা পরিস্কার করতে কাজে লাগে। এমন একটা চাবি আমাদের বাড়িতে ছিল। ওতে কোন দরজা খুলতে দেখি নি।
    ৪। কাঁচের গেলাসে পরিস্কার ঠান্ডা জল। পুরো ভর্তি।
    ৫। ঘুমিয়ে পড়ি।
  • achintyarup | 24.99.78.113 | ২০ আগস্ট ২০১২ ১৯:২০569413
  • ১। ময়ূর

    ২। খরগোশ

    ৩। মরচে-পড়া, ফাঁপা চাবি, মুখের কাছে গর্তটা মাটিতে ভর্তি, রিঙে ঝোলানোর জায়গাটা একটু ভাঙ্গা, চাবিটার সারা গায়ে ভেজা-ভেজা বালি মাটি লেগে আছে

    ৩। গ্লাসে এক-তৃতীয়াংশ জল। বাইরে থেকে পরিষ্কার দেখতে, কিন্তু জলের ওপরে হাল্কা ধুলোর সর

    ৪। যাঃ শালা! দরজা নেই তো ঢুকলাম কি করে? আর ঢুকলামই যদি তো বেরুব কি করে? খিদে পেয়ে যাবে তো। তার পর দম আটকে যাবে। আমার আবার ভয়ানক ক্লস্ট্রোফোবিয়া। মেঝেতে যা ধুলো, থেবড়ে বসলে ট্রাউজার্সের দফারফা। সাপখোপ নেই এই যা বাঁচোয়া। কিন্তু এখন কি করি?
  • achintyarup | 24.99.78.113 | ২০ আগস্ট ২০১২ ১৯:২২569424
  • চাবিটা আড়াই ইঞ্চি লম্বা
  • EKAK | 69.97.40.232 | ২০ আগস্ট ২০১২ ১৯:৩৩569446
  • *কুবো
  • EKAK | 69.97.40.232 | ২০ আগস্ট ২০১২ ১৯:৩৩569435
  • ১) কবু পাখি
    ২) শুওর
    ৩)পুরনো নাভ্তাল এর চাবি যেটা আমি কেলাস ওআন এ পড়তে খেয়ে ফেলেছিলুম , মাথা গুলো কাঁচা লোহা র , সবজেটে জং
    ৪)ঘোলা ঘোলা পানা ভাসা জল একদম টইটুম্বুর । পিয়ে খেতে হবে ।
    ৫)এবার শুওর টার ঠ্যাং ভেঙ্গে দেব যাতে পালাতে না পারে , এক হপ্তার খোরাকি । আজ রাত্তিরের জন্যে কবু পাখিটাকে হালাল করতে হবে তাই চাবি তাকে পাথরে ঠুকে কিছু ঘাস কুত ধরাতে হবে । পাথর খুঁজি যাই ।
  • de | 130.62.161.164 | ২০ আগস্ট ২০১২ ১৯:৩৯569468
  • ১) ল্যাজঝোলা পাখি, গান গায়
    ২) হরিণ
    ৩) চকচকে চাবি, মাটি লেগে আছে যদিও, নাহলে দেখতে পেতুম না, 7.35 cm, ছোট্ট ভার্নিয়ার পকেটেই ছিলো ঃ))
    ৪) গ্লাসের জল পুরোনো কিন্তু পরিষ্কার, ওপরে ঢাকা দেওয়া আছে একটা নারকোল মালা দিয়ে
    ৫) আমার একটা তুলি চাই, আর কিছু কালার, রং করবো দেওয়ালে, দরজায় -- তারপর খুলে বেরিয়ে আসবো -- এই চিন্তাটাই করবো বসে বসে
  • ekak | 69.97.40.232 | ২০ আগস্ট ২০১২ ১৯:৩৯569457
  • বাই দা ওয়ে শুওরের ঠ্যাং ভাঙ্গার সময় শালা হেব্বি চিল্লায় , সে যারা শুনেছেন বুঝবেন । বাড়িওয়ালা বাওয়াল দিলে কাজুবাবু সামলাবেন খোন।
  • sosen | 125.184.126.241 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪০569479
  • পাই এর পৃথিবীতে মশা ছাড়া কিছু নাই-
  • de | 130.62.161.164 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪২569502
  • মানে রং করলে ভিজিবল হবে --
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪২569491
  • আমার কতগুলো সেকেণ্ড চয়েজ ছিল।

    একটা ডিডিদা, আর একটা হু এর সাথে মিলে গেল। হু এর সাতেহ চাবিটা। হাতে কাঠের চোঁচ ঢুকলে মা ঐ চাবিটা দিয়ে বের করতো। আমাদের ঐ চাবিটায় একটা কাঠের বাক্সো খুলত। সে বাক্সের উপরও আমার জবরদস্ত লোভ ছিল।

    তবে আমার প্যাঁচাটা ঠিক নীল রঙের না, নীলচে সবুজ বা ময়ূর নীল। কিম্বা একেবারে কটকটে সবুজ। ঐ গুরুর প্যাঁচাটার মত।
  • kk | 117.3.243.18 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৪569524
  • ১। হরিণ, এক ঝলক দেখা দিয়েই পালিয়ে গেলো।
    ২। কয়েকটা পাখি, কিচমিচে।
    ৩।একটা পরিষ্কার স্টিলের চাবি, একটু লম্বা, গোলমাথা।
    ৪। এক গ্লাস পরিষ্কার জল, খেয়েই নিলাম জলটাও।
    ৫। খুব দমবন্ধ লাগবে, মনে হবে চিৎকার করি, অস্থির লাগবে ভীষণ।
  • ekak | 69.97.40.232 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৪569513
  • আমি মাইরি লুরু তে এসে ইস্তক দোকানের খাবার গিলে গিলে এমন ক্ষুধার্ত হয়ে আছি যে শুওর আর মাংস খাওয়া ছাড়া কিছু মাথায় এলোনা ।
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৫569535
  • আব্বে সোসেন, এতজনের নাম লিখলুম যে ! x-(
    আর জংগলেও যদি তাঁদের থাকার কথা না কই তো আমার চাগ্রি যাবে।
  • শ্রী সদা | 127.194.196.170 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৬569546
  • ১। একটা বড় হরিণ, শিং শুদ্ধ। গায়ের রং সোনালী।
    ২। একজন বৃদ্ধ সাধু। জটাজুট কালচে মেরে গেছে।
    ৩। চাবিটার শেপ মনে নেই তবে রিং এর সঙ্গে একটা বটল ওপেনার লাগানো ছিল এটা মনে আছে।
    ৪। জল কোথায়, সোডা তো।
    ৫। না খেতেই এরকম হাল, খেলে কি হবে ?

    ডিঃ পুরো ভাট। কাজুদা যেন রাগ না করে।
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৭569557
  • চাবির জন্য একটা থার্ড অপশনও ছিল। কলিদির সেই চাবি। ওটা পাওয়ার অনেকদিনের শখ আমার। তবে সব শখ কি আর পূরণ হয় আর। এ জঙ্গল যাত্রায় হল না। বেঁচে ফিরলে আবার দেখা যাবে খন।
  • sosen | 125.184.126.241 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৮569568
  • মশা মশা করেই মেয়েটা গ্যালো !
    কাজু এদিকে আমার বাঘ দুটো দেখেই ভয় পেয়েছিল, তারপর আরো একটা বাঘ, ম্যালেরিয়া ভর্তি মশা, তারমধ্যে ক্ষুধার্ত একক কে দেখে সোজা পগার পার!
  • গান্ধী | 213.110.243.22 | ২০ আগস্ট ২০১২ ১৯:৪৯569579
  • কাজুদা

    আমার ৩নম্বরে করা পোস্টের চাবিটা ঐ দেড় ইন্চি মত বড়।
  • akash | 120.227.221.211 | ২০ আগস্ট ২০১২ ১৯:৫০569590
  • ১. বাদুর্।
    ২. সাপ, বাঘই দেখতাম কিন্তু শুধু টর্চ হাতে বেড়িয়েছি আবার ঘরটা পর্যন্ত পৌঁছতে হবে (ক্ষী চাপ)।
    ৩. ১০ ইঞ্চি লম্বা বেশ মোটা জং ধরা চাবি।
    ৪. জল তো শুকিয়ে গেছে, সরানিটা র​য়েছে, একসম​য় ভরা ছিল বোঝা যায়।
    ৫. অনেক হেঁটেছি তাই ঝাপ্সা দেখছি,জিরিয়ে নি। আর দরজা জান্লা উবে গেলেও আলোটা আসছে তাই না সাদা!
    উবে আর যাবে কোথায়, এক্টু পরে রহস্য ভেদ হবে। না পারলে দেওয়াল ভাঙ্গব​।
  • kk | 117.3.243.18 | ২০ আগস্ট ২০১২ ১৯:৫১569602
  • পাই, আমার কোন চাবি? নিজেই ভুলে গেছি, আজকাল সব ভুলে যাই ঃ((।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন