এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৬৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ১৯:৫২569613
  • আমিও খেলব, আমিও খেলব।
    ১) একটা বড় মিষ্টিমত গোলাপিরঙের শুয়োর, যাকে দেখেই ওবেলিক্সের মতন রোস্ট করে খেতে সাধ যায়।
    ২) দুই তিনটে বাচ্চা সিংহ মা-সিংহের পেটে-পিঠে চেপে খেলা করছে নিজেদের মধ্যে।
    ৩) অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের চাবিটার মতন পুরনো লোহার চাবি, কালচে রঙের, পিছনে গোল রিং, নীচে লম্বা ডাঁটি।
    ৪) আধ গ্লাস জল। পরিষ্কার টলটলে। দেখলেই মনে হয় খেলেই প্রাণ জুড়িয়ে যাবে।
    ৫) ওমা, মেঝেটা কী তকতকে পরিষ্কার! একটু শুইয়ে নিই। কোনো অলপ্পেয়ে আবার ঢুকে পড়ে না যেন। ঘুমিয়েই নিই। ওরে বাবা, জানলা নেই তো, দমবন্ধ হয়ে মরে যাব না তো? মরে যাব তো যাব। আগে তো ঘুমিয়ে নিই।
  • ডিডি | 132.167.0.29 | ২০ আগস্ট ২০১২ ১৯:৫৫569624
  • আমাদের ঈশেন বোধয় এমনতরো ছেলেমানুষেতে থাকবে না। সে যাহোক আমি ওনার হয়েই লিখে দি।
    ১। নিয়ানডের্থ্যাল চিকেনসরাস। প্রাগৈতিহাসিক মুরগী। একটি।
    ২। একটি পলিটিক্যালি কারেক্ট অশ্বডিম্ব। সম্ভাবনায় ছটফট করছে। কি বেড়োবে তার থেকে ?
    ৩, চাবি নেই। শুধু একটি ঝলমলে দোপাট্টা। এক কোনে ছঁড়া। কোনো চাবি লাগানো ছিলো তাতে। এক এলাচী সুগন্ধ।
    ৪। বোকা প্রশ্ন। গেলাসের মাপটা দেওয়া হয় নি কেনো।
    ৫। একটু চিন্তা করি।
  • বিভীষণ | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৩০569646
  • ১) হরিণ
    ২) হাতি
    ৩) চাবি, চাবিই। চাবির আবার কী ডিটেলস বর্ণনা হয়! উফ। ওকে। স্টীলের। লম্বা।
    ৪) ভর্তি। জলই কিনা কেমন করে বুঝব?
    ৫) দরজা উবে গেলে ঢোকা যাবে কী করে?
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৩২569668
  • উপরের পোস্টটা যদিও আমি টাইপ করেছি। কিন্তু বিভীষণকে জোর করে ডেকে এনে এটা খেলানোর চেষ্টা করায় এই উত্তরগুলো পাওয়া গেছে। টাইপ করতে বলায় , বলেছে "দরকার নেই", কিন্তু আমি কবেই বা অন্যের দরকার আছে কিনা নেই, তা নিয়ে ভেবেছি!
  • Lama | 127.194.226.61 | ২০ আগস্ট ২০১২ ২০:৩২569657
  • ১) খরগোশ
    ২)বঘ
    ৩) পেতলের চাবি, কোন রিং নেই, শুধু চাবি
    ৪) কাঁচের গ্লাসভর্তি পরিষ্কার জল
    ৫) স্বপ্ন দেখছি না তো?
  • Lama | 127.194.226.61 | ২০ আগস্ট ২০১২ ২০:৩৩569679
  • *২) বাঘ
  • aka | 178.26.215.13 | ২০ আগস্ট ২০১২ ২০:৩৯569701
  • আমি তো বক আর বাঘ ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম।
  • ব্যাঙাচি | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৩৯569690
  • ১) কাক
    ২) সিংহ
    ৩) বড় আর শক্ত। মানে স্টীলের।
    ৪) হাফ গ্লাস। পরিষ্কার জল।
    ৫) আমি ভাবব যে এই বাড়ির লোকরা সব কোথায় বেরিয়ে গেছে। খুব ভয় হবে।
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৪০569707
  • এবার ব্যাঙাচিকে ধরে জিজ্ঞেস করায় সে এই উত্তরগুলো দিল। সিংহ আর জলটা আমার সাথে মিল গেছে।
  • sosen | 111.62.107.233 | ২০ আগস্ট ২০১২ ২০:৪০569706
  • ও কাজু! আর কত চাই?
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ২০:৪৩569708
  • সবাই ঘরের মধ্যে টাওয়ার আছে কিনা ভাবছে, দেওয়াল ভাঙবে কিনা ভাবছে, গাঁজা খেয়েছে কিনা ভাবছে এমনকি পাই ছবি তুলতে না পেরে দুঃখ পাচ্ছে - এইসব সুপার অ্যাকটিভ লোকেদের পাশাপাশি আমার কিনা ফাঁকা ঘর পেয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করল! মরমে মরে ছিলাম। ব্যাংদিকে দেখে একটু সান্ত্বনা পাচ্ছি।
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৪৫569709
  • হু, ঃ-))
    কিন্তু দ্যাখ, ব্যাঙাচি বলেছে যে ওর ভয় হবে।
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ২০:৪৮569710
  • ভয় তো তোমারও একটু হচ্ছিল। দরজা-জানলা নেই, দম বন্ধ হয়ে মরে যাব না তো!
    আমার আবার সেটা মাথাতেই আসে নি!
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ২০:৫০569712
  • সোসেন আর ব্যাংদির জন্য (হু জন্যেও কি ? ) ঐ বাড়ির দেওয়ালে দুখানা টিকটিকি পাঠিয়ে দিলুম।
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ২০:৫০569711
  • উফ! একক আবার লিখেছে ঐ ঘরে বসে শুয়োর জবাই করবে। বাপ রে বাপ! কাদের সাথে আড্ডা দিই!
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ২০:৫৩569713
  • পাই-এর পোস্ট উপেক্ষা করলাম। একটু চান্স দিলেই এরা এই টইটাও হাইজ্যাক করে নেবে।
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৫৫569714
  • টিকটিকি কোত্থেকে আসবে? দরজা জানলা, ঘুলঘুলি কিস্যুই তো নাই।
    আমি বাজে থ্রেটে পাত্তা দিই না।
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২০:৫৭569717
  • ওরে ও কাজু, কোথা গেলি বাপ? আয় না বাপু টর্চে ডিউরাসেল ব্যাটারি লাগিয়ে। এসে দ্যাখ দিকি নি, আমার আর ব্যাঙাচির সোয়া দুইখানা কমন বেরোলো কেন?
  • | 24.99.73.4 | ২০ আগস্ট ২০১২ ২০:৫৭569715
  • ১) কাঠবিড়ালি
    ২) বাইসন
    ৩) একটা ভারী গোছের নবতাল এর চাবি। একটা দাঁত একটু ব্যাঁকামত (এটাকে হাতে চেপে সোজা করা যায় কিনা দেখতে হবে) মাটি লাগা চাবিটার সাইডে তিনটে দাঁত। মাঝে একটা খাঁজমত কাটা।
    ৪) কা`সার গেলাসে জল, গ্লাসটা প্রায় ভর্তি। পাতলা একটা সরমত পড়ে আছে।
    ৫) এইটা কি তাহলে কোনও গুপ্তধন রাখার কক্ষ, কিম্বা এর দেয়ালে বা মেঝেতে কোনও বোতাম গোছের কিছু আছে, যা টিপলে একটা সুড়ঙ্গপথ খুলে যাবে? হুম্‌ম্‌ দেখতে হচ্ছে তো ভাল করে।
  • pipi | 139.74.191.152 | ২০ আগস্ট ২০১২ ২১:০০569718
  • ১। হরিণ
    ২। হাতি
    ৩।পুরনো পেতলের চাবি, কালচে হয়ে গেছে। পিছনে গোল মত, সামনে লম্বা ডাঁটি, পিছনের গোলটায় কারুকাজ করা।
    ৪। গ্লাস ভর্তি টলটলে পরিষ্কার জল।
    ৫। এখান থেকে বেরোব কি করে।
  • sosen | 111.62.107.233 | ২০ আগস্ট ২০১২ ২১:০২569719
  • বললেই হলো? টিকি কি কথা কইতে পারে, না গু চ পড়তে পারে? পারে না তো? তা হলে আগের চারটে প্রশ্নের জবাব ও দিতে পারবে না। না পারলে জঙ্গলে ঢুকতেই পারবে না। তো ওই বাড়ি তেও তাই টিকি যেতে পারবে না। এসব হলো লজিক।
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ২১:০৪569721
  • যেমন ক'রে তুমি ঘরের ভিতরে গেলে, তেমনি করেই টিকটিকিও যাবে। থ্রেটটা ঘাড়ের উপর পড়লে বুঝবে ভাল না বাজে থ্রেট। আমার কি, আগে থেকে সম্ভাবনার কথা মনে করিয়ে দিচ্ছিলাম, যাতে সাবধানতা নিয়ে যেতে পারো, ঐ টিকি ধরার জন্য নিদেনপক্ষে গ্লু স্টিক, যাতে ঘুমটা অন্তত ভালাভাবে হয়।

    লোকের ভালো করতে গেলে এমনই কথা শুনতে হয়।
  • Blank | 69.93.204.105 | ২০ আগস্ট ২০১২ ২১:০৪569720
  • ১। বাঁদর

    ২। ময়ুর

    ৩। পেতলের মতন রঙ, খাঁজে খাঁজে কাদা আটকে। চাবির পেছনটা ফুলকাটা কারুকাজ করা, আর একটা ফুটো তাতে। সামনে দাঁত গুলো E এর মতন। ওপর আর নীচের দাঁত বড়। মধ্যের দুটো ছোটো। সাইজ সবার আলাদা।

    ৪। অল্পই জল। ৩/৪ ভাগের কম। ওপরে ঢাকা দেওয়া, মনে হয় প্লাস্টিকের।

    ৫। হোয়াইট ব্যালেন্স টা ঠিক করতে হবে।
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২১:০৬569722
  • পিপির ১) আর ২) আবার বিভীষণের সাথে মিলে গেল!!

    কাজু, এটা যদি কোনো উল্টোপাল্টা সাইকোঅ্যানালিসিসের খেলা হয় না, ঐ সেই ফেসবুকে যেমন আগে হত, তোকে যা পেটানো পেটাবো না! গায়ের ব্যথা মরতে অনেকদিন লাগবে।

    আমি অনেক বছর আগে একবার এরকম একটা মেইল পেয়েছিলাম, তাতে এই ধরণের প্রশ্ন ছিল, তুমি একটা জনমনিষ্যিহীন দ্বীপে পৌঁছে গেছ, কোন প্রাণীকে প্রথমেই দেখতে চাইবে। আমিও তখন এককের মতন মাংস খাওয়ার ফান্ডা লাগিয়ে শুয়োর খরগোশ ইত্যাদি উত্তর দিয়েছিলাম। তারপর দেখা গেল আমার অবচেতন মনের সুপ্ত ইচ্ছা নাকি পর্নস্টার হওয়ার। কাজু, সাবধান করে দিচ্ছি, বেশি পেজোমি করলে মার খেয়ে মরবি।
  • achintyarup | 24.96.11.91 | ২০ আগস্ট ২০১২ ২১:১০569724
  • হুঁ, চাট্টে টিকটিকি, মেঝে ভর্তি কেন্নো, ফড়ফড়ে আরশোলা, দেওয়ালের গা বেয়ে আপন মনে হেঁটে যাওয়া বড় বড় কালো শুঁয়োপোকা, দুটো চিতেবাঘ আর কিলবিলে চিতিবোড়া। গান্ধীপোকার গন্ধে ঘর ম ম। কানের কাছে পোঁ-ও-ও-ও করে উড়ে বেড়াচ্ছে মশা
  • pb | 192.71.56.70 | ২০ আগস্ট ২০১২ ২১:১০569723
  • ১) একি ! মায়ের সাধের 'ধবলী' গাইটা এখানে এল কিকরে?

    ২) ওমা! আমাদের পুসি বিড়ালটা এই ঘন জঙ্গলে।

    ৩) এই যাঃ! আমার অফিসের ড্রয়ারের পাতলা পেতলের ছোটো চাবিটা এখানে।

    ৪) এটা কী ? ঘন লাল রং ! রক্ত না অন্য কিছু।

    ৫) এই তরতরে সাদা দেওয়াল দেখলে আমার হাত নিশপিশ করে। হাতের কাছে কিচুই নেই যে কিচু একটা আঁকবো।
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ২১:১৩569725
  • এভ্রিথিং ইস ফাইন একসেপ্ট টিকি
  • sosen | 111.62.107.233 | ২০ আগস্ট ২০১২ ২১:১৫569728
  • কাজু জঙ্গলে হারিয়ে গ্যাছে, আমি আর উত্তুরের আশা রাখিনে।
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২১:১৫569726
  • ইশান, ইশাআআআন, শুনতে পাচ্ছ? এই অচিন্ত্যরূপ নামের ব্যাদড়াটাকে এই টই থেকে ব্লক করে দাও তো? এক্ষুনি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন