এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | 169.53.174.145 | ২০ আগস্ট ২০১২ ২১:১৬569730
  • ১। ক্লায়েন্ট ম্যানেজার।
    ২। বিজনেস ইউজার।
    ৩। প্রথমে ভেবেছিলাম, চাবি, পরে দেখলুম একটুকরো দলা মোচড়া কাগজ। মোড়ক খুলে দেখি তাতে কয়েক লাইন কোড লেখা আছে, যেটা কোডর‌্যাঞ্চে সার্চ মেরে পাইনি।
    ৪। ও হরি জল কোথায়? এ তো এক কাপ কফি। হেজেলনাট। ঐ 90% ভর্তি, যেমন হয়।
    ৫। ফেঁসে গেছি! ওয়ার্ক ফ্রম হোম করলেই ভালো হত।
  • achintyarup | 24.96.11.91 | ২০ আগস্ট ২০১২ ২১:১৬569729
  • বনজঙ্গলের মধ্যে ঘরবাড়ি এই রকমই হয়
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২১:১৯569731
  • অ্যাই চিন্টু, শোন? যাদের মন সরল হয়, ভালো হয় পোষ্কার হয়, মনে পাপ থাকে না। তারা পরিষ্কার মেঝেই দ্যাখে।
  • | 60.82.180.165 | ২০ আগস্ট ২০১২ ২১:২০569732
  • ১, কাঠবেড়ালি
    ২,কার্ডিনাল, সুরেলা গলায় ডাকছে
    ৩, লোহার জং পড়া চাবি,দুটো খাঁজকাটা। বিরাট একটা লোহার রিং এর মধ্যে ঝুলছে।
    ৪, ঢাকা দেওয়া, একটা লোহার চাকতি দিয়ে।প্রায় পুরো গ্লাসভর্তি। জলটা খেতে ইচ্ছে করছে কিন্তু অনেক্দিন ধরে পড়ে আছে বলে খাচ্ছি না।
    ৫ অবাক হয়ে যাচ্ছি।সাতপাঁচ ভেবে ঘরের মধ্যে একটু বিশ্রাম নেবো বলে দেওয়ালে হেলান দিয়ে বসেছি। বাইরে দিনের আলো আছে ভেবে অতটা ভয় করছে না।
  • achintyarup | 24.96.11.91 | ২০ আগস্ট ২০১২ ২১:২২569733
  • জঙ্গলে ঢুকলেই তো মনটা পাপে ভারাক্রান্ত হতে থাকে। পচা পাতা আর পাঁকে পা দুটো বসে বসে যায়। দু হাত দিয়ে টেনে টেনে এক একটা পা তার থেকে তুলতে হয়। পায়ে ভর্তি জোঁক লেগে থাকে।
  • hu | 22.34.246.72 | ২০ আগস্ট ২০১২ ২১:২৪569734
  • কাজু তো লিখেই দিয়েছে সব সাদা। এখন বানালেই হল!
  • ব্যাং | 132.172.193.128 | ২০ আগস্ট ২০১২ ২১:২৭569735
  • আমি এখন থেকে পাই আর চিন্টুর কোনো পোস্টই দেখতে পাচ্ছি না। কী মজা!
  • pi | 82.83.82.13 | ২০ আগস্ট ২০১২ ২১:৩৪569736
  • ওরে পাগলী, চোখ বন্ধ করলে কি আর টিকিপ্রলয় ...
  • achintyarup | 24.96.11.91 | ২০ আগস্ট ২০১২ ২১:৩৮569737
  • টিক টিক টিক ঠিক
  • 4z | 84.115.197.227 | ২০ আগস্ট ২০১২ ২১:৩৯569739
  • ১। কাক
    ২। কিছু একটা ছুটে পালিয়ে গেল। কোনো জন্তু হবে।
    ৩। চাবি একটা বুঝতে পারছি কিন্তু কোনো সদাশয় প্রাণী তার উপর ইয়ে করে গেছে (সেটা আবার জুতোয় লাগল। কোথায় মুছি?) তাই কেমন দেখতে বোঝা যাচ্ছে না।
    ৪। এক গ্লাস ভর্তি জল। দেখে তো ভালৈ মনে হচ্ছে (যাক অর্ধেক খেয়ে বাকিটা দিয়ে জুতো পরিস্কার করা যাবে)
    ৫। আহ, একটা তোফা ঘুম লাগানো যাবে। কেউ ডেকে না তুল্লেই হল। ততক্ষণ তো ঘুমিয়ে নি।
  • sosen | 111.62.107.233 | ২০ আগস্ট ২০১২ ২১:৪৪569740
  • যেটা ছুটে পালালো ওটা Usain Bolt । ওই জন্য দেখতেই পেলিনা ভালো করে।

    আর শ্রী সদা র নামে কি সব বাজে বাজে কথা, 4z , ছি:।
  • 4z | 152.176.84.188 | ২০ আগস্ট ২০১২ ২১:৫৫569741
  • তুই কি করে জানলি ওটা বোল্ট? ছোটো রেখাদির তাড়া খেয়ে তুই যে পালাচ্ছিলিস না তার কি গ্র্যান্টি?
  • a x | 138.249.1.194 | ২০ আগস্ট ২০১২ ২৩:৩৪569742
  • ১। শুয়োর। দাঁতাল।
    ২। ঝলমলে ডানা টুকান পাখি।
    ৩। চাবিটা বুঝতে পারছিনা। লোহার না ময়লা লেগে এমন, একটু ঘষাতে মনে হচ্ছে চকচকে কিছু ময়লায় ঢাকা। মস্ত বড় রিং। লম্বাটে চাবি।
    ৪। জলটা ঘোলাটে, অনেকদিনের পুরোন জল।
    ৫। চমকাইনি তো। এই ঘরটাই খুঁজছিলাম। এবার বেশ আয়েশ করে হাত পা মেলে সাদা ছাদের দিকে তাকিয়ে ভাবতে থাকব।
  • san | 24.99.105.113 | ২০ আগস্ট ২০১২ ২৩:৪৩569743
  • ১) খরগোশ
    ২) হরিণ
    ৩) সোনালি, ছোট্ট চাবি, মাঝে ফুটো
    ৪) কাঁচের গ্লাসে পরিষ্কার টলটলে জল , আধাআধি ভর্তি
    ৫) আমি কি কোনো সময়হীন জগতে ঢুকে পড়লাম

    ৫ টা কেন মনে হল আমি জানিনা, কিন্তু হল
  • intellidiot | 131.245.36.65 | ২১ আগস্ট ২০১২ ০৩:০৬569744
  • ১। হাঁড়িচাচা
    ২। খটাশ
    ৩। লোহার দরজা খোলার বড় স্টিলের চাবি। পৌনে পাঁচ ইঞ্চি লম্বা।
    ৪। কাচের গ্লাস। পরিষ্কার জল। প্রায় পুরোটাই ভর্তি।
    ৫। উত্তেরি। চতুর্দিক ফটফটে হোয়াইট। এটাই কি সেই হেভেন? ব্রুস অলমাইটি তে তো এমনই দেখিয়েছিল। তবে কি আমি অলরেডি পটল তুলেছি? মর্গান ফ্রিম্যান, থুড়ি, ভগমান কে কি দেখা যাবে? যাচ্চলে, ফোনটাও তো নেই। সে যদি এর মধ্যে ফোন করে? না পেলে তো তুলকালাম! না, না, নিকালনা পড়েগা। কিন্তু কোদ্দিয়ে? দজ্জা কোই? ক্ষি ক্ষান্ড? কাকে ডাকি? ভগবান ভগবান শুনছেন? দেখো দেখি! স্যার ও স্যার... শুনুননা...
  • Swati | 76.135.100.194 | ২১ আগস্ট ২০১২ ০৫:০৪569745
  • ভাল তো খেলাটা। তারপর?ঃ)

    আম্মো লিখব?

    1 হরিণ
    2 কাঠবেড়ালি
    3 মায়ের পুরনো কাঠের আলমারির চাবি, ছোট্ট, পিতলের
    4 গ্লাসে ভর্তি জল, পরিষ্কার টলটলে
    5 বসিই তবে, জানালা-দরজা যখন উবেই গেল, এ হে, কাউকে বলে তো আসিনি, চিন্তা করবে সব। যাগ্গে, কি আর করা যাবে, দেখিই না কি হয়
  • i | 147.157.8.253 | ২১ আগস্ট ২০১২ ০৫:২৮569746
  • হৃদয়েতে সিঁদ কাটিব না।নাঃ নিজেরও না।
  • T | 24.139.128.15 | ২১ আগস্ট ২০১২ ০৬:০১569747
  • ১। একপাল হরিণ। কোনো একটা নালার ধারে জল খাচ্ছে।
    ২। একটা বিরাট বড় অজগর। একটা গাছের ডালে লটকে ঝিমোচ্ছে। আমাকে দেখে চোখ পিটপিট করল। আমি যেহেতু পার্সেলমাউথ, সেজন্য হেসে বললাম এখন খাবেন না স্যার। বাড়িটা অবধি পৌঁছতে হবে।
    ৩। মাঝারি মাপের, কালো স্টিলের চাবি। এম কিউ টি আর এক্স খোদাই করা। মাথার কাছটা একটু খয়ে গেছে।
    ৪। গ্লাসটা ৩/৪ ভর্তি। সামান্য ঘোলাটে জল।
    ৫। এখান থেকে বেরোব কি করে?
  • Sibu | 84.125.59.185 | ২১ আগস্ট ২০১২ ০৬:১৬569748
  • ১। একটা গরু। বার দুই হাম্বা, হাম্বা ডেকে পা টেনে টেনে চলে গেল।
    ২। একটা ময়ূর, লেজে একটু টাক পড়ে গেছে।
    ৩। একটা খড়কে কাঠির মত সরু চাবি। টিপতালার চাবির মত।
    ৪। গ্লাসটা পুরোটা ভর্তি, টলটলে ঠান্ডা জল। সোঁদা গন্ধ পেলাম।
    ৫। মেঝেতে বসে মনে হল এখানে একটাও বালিশ নেই।
  • ডিডি | 120.234.159.216 | ২১ আগস্ট ২০১২ ০৯:৪৪569751
  • বুঝলেন তো ? দ্বিতীয় জন্তুটি আপনার স্পাউস (বা উড বি স্পাউস)। আপনার অবচেতনে তাকে যেমনটি দেখেন। স্বপ্নের মোহাঞ্জনে মেখে। মরি হায় হায় রে।

    এবারে লিস্টি ;

    শিবু - একটি স্লাইটলি টেকো ময়ুর
    T- এক্তি খুব কেঁদো কিন্তু খুব অমায়িক সহাস্য অজগড়
    স্বাতী - কঠবিড়ালী
    ইন্টেলিডট - খটাশ
    স্যান - হরিন
    অক্ষ - এক ঝলমলে টুকান পাখী
    ফোর্জি - এক অনামা জন্তু। ছুটে পেইলে গেলো।
    বৌমা - কার্ডিনাল পাখী, সুরেলা গলায় ডাকছে বৌ বৌ
    শংখ - বিজিনেস ইউজার। (এটা জব্বর হয়েছে)
    ব্ল্যাংক - ময়ুর(আর কোনো স্পেক দেওয়া নেই)
    পিপি - হাতী
    pb - পিসি বেড়াল।
    আজ্জোদা - বেশ কয়েকটি বাঁদর। একসাথে।
    সোসেন - (আরো একটি) বাঘ
    গান্ধী - বাঁদর (একটি ই)
    ব্যাং - ছানাপোনা সহ সিংগী, ব্যাঙাচি - সিংগ, বিভীষণ -হাতী
    সিংগল ডি - বাইসন্ল্লামা - বাঘ
    কুমু- নীল রংএর পাখিটি

    এবার কন। কে কে আশ্চর্য্য হলেন ? ডিডি
  • ডিডি | 120.234.159.216 | ২১ আগস্ট ২০১২ ০৯:৪৫569752
  • সিগল ডি - বাইসন
    ল্লামা - বাঘ
  • siki | 12.50.47.36 | ২১ আগস্ট ২০১২ ১০:১৮569753
  • আমি খুব আশ্চর্য হলাম।
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১০:২১569754
  • ডিডিদা, আমার গলা বুঁজে আসছে কান্নায়, ভালো করে কথা বলতে পারছি না, কিন্তু তাও বলি, শেষে আপ্নি!! মানে আপনিও!! আপনিওআমাকে হাতি বললেন!!!!!
    ঃ-(((((
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১০:২৯569755
  • আমি আশ্চর্য হই নাই। তবে সে অন্য কিছু দেখে ঃ)
  • lcm | 34.4.162.218 | ২১ আগস্ট ২০১২ ১০:৩৩569756
  • ১) একটা শুঁয়োপোকা
    ২) আর একটা শুঁয়োপোকা, একটু গোবদা টাইপের ভারিক্কি চালে চলেছে
    ৩) কাঠের বড় চাবি, গায়ে একটা শুঁয়োপোকা
    ৪) হাফ গ্লাস জল, গ্লাসের গায়েও একটা শুঁয়োপোকা
    ৫) নিশ্চিন্ত লাগছে, ঘরে শুঁয়োপোকা নেই
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১২:৪৯569757
  • আমি তো কাল ফেবু-তে একটা গ্রুপে এটা পেলাম। তাতে আমার ৪র্থ পয়েন্টের রেস্পেক্টে অ্যানালিসিস ছাড়া সবই তো ডিটো মিলে গেল। আর সে আমায় ঘুণাক্ষরেও চিনত না। এখন অবশ্য চেনে।

    তাই ভাবলাম এখানেও দিয়ে দেখি। তবে এত লম্বা হয়ে যাবে থ্রেডটা, সে তো ভাবি-ই নি ! তবে লিঙ্কগুলোয় এর অনেকগুলোই আছে। ওগুলো এই ৫-টার চেয়ে কিন্তু অনেক জটিল। চেনাজানার মধ্যেও দু একটা ট্রাই করলাম। দিব্যি মিলল। যদি সৎভাবে বলে থাকে। অবচেতন মন সত্যি বলবেই। মূল উদ্দেশ্য জেনে গেলে সে রেজাল্ট পাওয়া যাবে না।

    সবাই যে এত উৎসাহ নিয়ে সময় নষ্ট করে ভাবলেন, তার জন্যে ধন্যবাদ। ☺
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১২:৫৫569758
  • উত্তর লিখুন ! ছাড়ছি না !! :ক্ষ
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১২:৫৮569759
  • সবাই জেনে গেছে তো কোনটার কী মানে। ☺
  • ব্যাং | 132.167.242.207 | ২১ আগস্ট ২০১২ ১২:৫৮569762
  • কাজু, পেটাব কিন্তু।
    ঠিক করে বলে যা, এগুলো কেন লেখালি? মানে কী বুঝলি? ডিডিদা যা লিখে গেলেন, সেটাই কি সত্যিই? লোকে আমাকে হাতিই দ্যাখে কি? চিন্টু আর এলসিএম এরা এত কেন্নো-শুঁয়োপোকা দ্যাখে কেন? জলটা কেমন ছিল, কর্পুর দেওয়া ছিল কি?
    তুই কাল থেকে সব্বাইকে দিয়ে এত খাটিয়ে , এখন সব্বাইকে "ধন্যবাদ" বলে কেটে পড়বি, তা চলবে না। তোকে বলতেই হবে কী অ্যানালাইজ করলি?
    আমি এককের লিংকগুলো দেখি নি, দেখবও না। তোর অ্যানালিসিসের জন্য বসে আছি। শিগ্গির বল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন