এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৪৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৯:১৭569534
  • যাই, না দেখাতে যাই ? ঃ)
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:২০569538
  • আমার মনে হচ্ছে প্রথম পয়েন্টটা লোকে বাইরে কেমন আর ভেতরে কেমন সেই। 'দেখাতে চাওয়া' ঠিক নয় হয়তো। জানিনা, যিনি বানিয়েছেন টেস্টটা তিনি কি ভেবে বানিয়েছেন।
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:২২569539
  • পিপি, হাতি আমার মতে ধৈর্য্যশীল, জ্ঞানী, ,প্রচুর মেমোরি,শক্তিশালী কিন্তু হিংস্র নয়।
  • pipi | 139.74.191.152 | ২১ আগস্ট ২০১২ ১৯:২৫569540
  • কলি, আমার জ্ঞানের বহর নিয়ে আর মুখ খুললাম না। মেমোরি প্রায়ই ফেল খায় আর এমনই শক্তিশালী যে আরশুলা দেখলেও ভিরমি খাইঃ-))
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৯:২৬569541
  • পাই এর পরেও? এর পরেও?
    না: পাই পুরো গেছে!
  • kumu | 132.160.159.184 | ২১ আগস্ট ২০১২ ১৯:২৭569542
  • সোসেন,এই জায়গাটা এট্টু ইয়ে হোলো।ধরতে গেলে আমিও ভূতপূর্ব বদ্যি,মানে অর্ধেক জীবন বদ্যিই ছিলাম,আর কাজুকে সে-এ-ই কবে থেকে আশীব্বাদ-ও কচ্চি কিন্তু তেমন ফল হয় নাই।
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩১569543
  • এই টেস্টগুলোর এইই মজা, তুমি নিজে যেমন হোক একটা ব্যাখ্যা বানিয়ে একটা টেস্ট বাজারে ছেড়ে দাও। সব্বাই নিজের নিজের ইম্যাজিনেশন অনুযায়ী এক্সপ্ল্যানেশন বানিয়ে নেবে। কেউ ইচ্ছে করলে তাকে মিলিয়েই ছাড়বে, যার ইচ্ছে হবেনা সে কিছুতেই মেলাতে পারবেনা। একটা মানুষের চরিত্র কত জটিল, এমনি এক কথায় কি আর সত্যি করে সেসব অ্যানালাইজ করা যায়?
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩২569544
  • কলিদি, এইটেই হল কথা ঃ)
  • | 24.99.165.31 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৩569545
  • এই সুষেণ,
    গত্তওলা ইগোর ব্যাখ্যাটা লিখে ফেলো তো সোনা।
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৫569547
  • হ্যাঁ সোসেন, প্লিজ, পরিষ্কার স্টিলের, মাঝারী, গোলমাথা ইগোর ব্যাখ্যাটাও.....
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৫569548
  • হবে হবে কুমুদি হবে- সবুর সও! কাজু একটু বড় হচ্ছিল এতদিন। এইবার বেশ বড়সরটি হয়েছে, বুদ্ধিসুদ্ধি হয়েছে।
    কারোর আশিব্বাদ ই বিফলে যাবেনা, সে বদ্দি হোক কি ব্রিটিশ।
    পান্তুয়া কিশমিশ আর কবু পাখির মাংসের ভোজ এলো বলে।
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৬569549
  • সবাই যেন কেমনতর কথা কৈছে---:(
  • T | 24.139.128.15 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৭569550
  • সর্বনাশ, টি এর বাইরের হাবভাব দেখে মোটেও ভুল করবেন না, ভিতরে ভিতরে এটি একটি অজগর বিশেষ (ডিডিদা ঠিকই ধরেছিলেন)। তবে একটু মরমী অজগর, ইগোর সাইজ একটু ছোট। প্রচন্ড মৃত্যুভয় কারণ স্বয়ং ভলডেমর্টের একপিস আত্মা এঁর ভেতর লুকোনো। আর ৪ নম্বুরের ব্যাপার জেনে আপনাদের কাজ নেই।
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:৩৯569551
  • ভেতরে ভেতরে অজগর বলেই তো পার্সেলমাউথ :)।
  • শঙ্খ | 169.53.46.143 | ২১ আগস্ট ২০১২ ১৯:৪০569552
  • ওরে বাবারে! নিজের উত্তরের ব্যাখ্যাটা জানতে ভয় হচ্ছে আবার প্রবল ইচ্ছেও হচ্ছে।

    ও কাজুবাবু?
  • T | 24.139.128.15 | ২১ আগস্ট ২০১২ ১৯:৪৬569553
  • হে হে হে, ধরে ফেলেছেন, ধরে ফেলেছেন। এই নিন পান্তো খান।
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৯:৪৭569554
  • মানে, মেলানোর ইচ্ছে হলেই , যাই বেরোবে, মনে হবে এইত্তো ঠিক। নয়তো উল্টো।
  • | 24.99.165.31 | ২১ আগস্ট ২০১২ ১৯:৫০569555
  • তবে ব্যাঙ নিজেকে একটা গোলাপী শুয়োর হিসাবে প্রজেক্ট করে আর অক্ষ দাঁতাল শুয়োর। তা সিগনাল আদানপ্রদান তো হবেই বটেক।
  • | 116.212.3.110 | ২১ আগস্ট ২০১২ ২০:০৭569556
  • একটা চ্ন্দ্রবিন্দু বাদ দিয়ে বুনান অ্যাঁ কে অ্যা করে ফেললো । হায় হায় ঃ))
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ২০:১১569558
  • কাজু আমাকে এতবার বলার পরেও উত্তর বলেনা কেন????

    আবার টুকে দিলাম পুরোটা। এইবারেও না দিলে ..... সোসেন যা বলেছে , বদ্যিদের আশীর্বাদের মত অভিশাপও কিন্তু বিফলে যায় না !!!!!

    ১) খরগোশ
    ২) হরিণ
    ৩) সোনালি, ছোট্ট চাবি, মাঝে ফুটো
    ৪) কাঁচের গ্লাসে পরিষ্কার টলটলে জল , আধাআধি ভর্তি
    ৫) আমি কি কোনো সময়হীন জগতে ঢুকে পড়লাম

    ৫ টা কেন মনে হল আমি জানিনা, কিন্তু হল
  • T | 24.139.128.15 | ২১ আগস্ট ২০১২ ২০:১৯569559
  • কই, আমি বলে দিচ্ছি। খুব সোজা। আপনি বাইরে খরগোশ। মানে খুব প্রাণ চঞ্চল, চুলবুলে টাইপ। কিন্তু ভেতরে ভেতরে হরিণ। মানে সৌম্য শান্ত আবার মাঝে মাঝেই ভয় পেলে দৌড়ে পালান। আপনার ইগোয় ফুটো আছে। যাকে বাংলায় বলে ফুটো কাপ্তান। আর আপনি ঘড়ি খুব ভালবাসেন, সারাক্ষণ টিকটিক করেন। মরার সময় টাইমটা খেয়াল রাখতে চান। আর চারনম্বরের মানে কাজুবাবু এসে বলবেন।
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ২০:২৩569560
  • ধ্যাৎ। আমি কখনও সময়ের কাজ সময়ে করতে পারিনা। সময়ে কোথাও পৌঁছতে পারিনা। আমার অবচেতন মন একটা ঘড়িহীন জীবন চায়। বরাবর।

    ফেল, ফেল।
  • T | 24.139.128.15 | ২১ আগস্ট ২০১২ ২০:২৮569561
  • আচ্ছা বেশ। এইবারে দেখুন তো।
    আপনি বাইরে খরগোশ। মানে খুব প্রাণ চঞ্চল, চুলবুলে টাইপ। কিন্তু ভেতরে ভেতরে হরিণ। মানে সৌম্য শান্ত আবার মাঝে মাঝেই ভয় পেলে দৌড়ে পালান। আপনার ইগোয় ফুটো আছে। যাকে বাংলায় বলে ফুটো কাপ্তান। আর আপনি ঘড়ি একদম ভালবাসেন না। সারাক্ষণ কানের কাছে টিকটিক পছন্দ নয়। সাদা ঘর দেখেই ভেবেছেন যাক আপদ গেছে। ঘড়িহীন টাইম পাওয়া গেছে। এখন সময়ের কাজ না করলেও চলবে।
    আর চার নম্বরের মানে শ্রীকাজু এসে তো বলবেনই।
    কেমন এবারে মিলেছে?
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ২০:৩৫569562
  • ঃ-))))))
    একেই ছোট্টমত ইগো, তাতে আবার ফুটো। আমার যে ক্ষি হবে ! বৈষ্ণব হয়ে গেলে হয়।

    এদিকে আমার বরকে বললাম ভিতরে ভিতরে তুমি শকুনের মত অন্যদের ছিঁড়ে ছিঁড়ে ফেলতে চাও। সে এসব নিন্দেমন্দ ফুৎকারে উড়িয়ে দিয়ে বলল, না না আমি খুব অ্যানালিটিকাল তো তাই একেবারে তন্নতন্ন করে ছিঁড়ে খুঁড়ে দেখি।

    অতএব ঃ-)
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ২১:৪০569563
  • এই টইটা পড়ে আমার প্রোফেসর ট্রিলোনীর ক্লাসে টী-লিফ রিডিং এর কথা মনে পড়ে যাচ্ছে। হুবহু এক।
  • Kaju | 69.93.246.13 | ২১ আগস্ট ২০১২ ২২:২৯569564
  • এখনো চলছে?!! এত জেনে হবেটা কী? জাস্ট খেলার ছলে খুলেছিলাম। কী ডেঞ্জারাস রে বাবা ! নিজেকে নিজের সামনে দেখা খুব কষ্টকর।

    আমি আর রা কাটব না। সবাই লেগে পড়েছে নিজের নিজের মত। ভালো।

    কল্পনাশক্তি কতদূর নিয়ে যায় এরকমই ভাবুন না। আত্মবীক্ষণ টীক্ষণই ভাবতে হবে কে বলেছে? এত রকম আইডিয়া তো পাওয়া গেল এই ৫ টার উত্তরে। অনেক ইনোভেটিভ আইডিয়া।

    তবে শেষ ডিসক্লেমারটা দিয়ে যাই -

    যদি কেউ ক্ষুণ্ন হয়ে থাকেন আমার ওপর নেগেটিভ বলার জন্যে বা না বলার জন্যে, সোজা ডাস্টবিনে ঝেড়ে ফেলে দিন। যেমন লিখেছেন, সেইমত উত্তর দিয়েছি। কাহারও প্রতি কোনো খার নাই। থাকার কারণও নাই। তেমনি কাউকে ভালো ভালো বলেও আমার রাজৈশ্বর্য লাভ হবে না। আমি সেই পচা আপিসের আইটি গাই হয়েই থাকব।

    টা টা।
  • sosen | 125.184.34.138 | ২১ আগস্ট ২০১২ ২২:৩৫569565
  • আমি তো তোমায় পান্তুয়া কিসমিস দিলুম । দু:খ কিসের? ও কাজু।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ২২:৩৭569566
  • পান্তুয়া
  • 4z | 152.176.84.188 | ২১ আগস্ট ২০১২ ২৩:০১569567
  • ল্লেঃ সবার উত্তরের চুলচেরা বিচার হয়ে গেল আর আমার উত্তরগুলো কেউ ছুঁয়েও দেখলো না। যাউগ্গা...
  • একক | 24.99.27.130 | ২১ আগস্ট ২০১২ ২৩:০৮569569
  • আমার তাও দেখেনি । কোন বিশেষজ্ঞ কে দেখানোর কথা বলেছে কাজু । আমার এমন ই পোড়া কপাল । হাত দেখালে জ্যোতিষী অসুখে পড়ে । ব্লাড টেস্ট করলে "পেশাল কেস, র্যন্ব্যাক্সী তে পাটাতে হবে" বলে ঝুলিয়ে দেয় সাত দিন আর শেষে কাজু ও আমাকে ঝোলালো :( :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন