এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৪৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ১৪:৪৬569437
  • আমার না, জেনেরিক। মানে আমার তো লাগবেই কিন্তু বাকিদের ছদ্মবেশও তো ভেদ করতে হবে নাকি? ঃ-)

    ক্ষাজুর নিজের কি বেরিয়েছিল?
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ১৪:৪৭569438
  • আজকে একটা সাতচল্লিশে আমি নানান প্রশ্ন করেছি দেখো।
  • kumu | 132.160.159.184 | ২১ আগস্ট ২০১২ ১৪:৪৮569439
  • আমাট্টা???
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৪:৫৪569440
  • আমার সাপ-হরিণ-আপিসের ড্রয়ারের ছোট্ট চাবি-আধভর্তি গ্লাসে স্বচ্ছ জল-দমবন্ধ হয়ে আসছে বেরোতে পারব তো? এই কম্বি ছিল।

    বাইরে সাতে নেই পাঁচে নেই, কিন্তু অ্যাটাক করলে ফোঁস করতে দ্বিধা করি না। হরিণ কিসের প্রতীক বলেছি আগে। জল তো ডিটেলস বলেচি। মৃত্যুভয় প্রবল। যেন সময় ফুরোবার আগে কিছু করা হল না মনে রাখার মত।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৪:৫৯569441
  • আমার তা কই ??
  • গান্ধী | 213.110.243.22 | ২১ আগস্ট ২০১২ ১৫:০০569443
  • ঐ যে ডিডিদা লিখেছেন

    "নিজেদের পছন্দের জীবনসংগীদের কি ভাবে দেখেন বা দেখতে চান" তো লাল টুকটুক, মিস্টি মতন জীবনসঙ্গী, পান্তুয়া-কাজু খারাপ নয়

    কাজুদা সবার গোটা অ্যানালিসিস দিচ্ছে আমারটা বাদেঃ(
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৫:০০569442
  • ১। টেপির
    ২। হানিব্যাজার
    ৩। পেতলের, সিলিন্ড্রিকাল, পুরোনো হয়ে মসৃন যাওয়া চাবি।
    ৪। ১/৪ শ্যাওলা মাখা জল। (এই টা লিখতে গেলেই বারবার স্ট্কারের দৃশ্য মনে পড়ছে, তাই শ্যাওলা মাখা জল লিখলাম)
    ৫। পাতি মরে যাবো এবার।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৫:০৬569444
  • কুমুদির তো পুরো মিএল গেছে।

    ১। হলুদ বসন্ত পাখী
    ২। নীল রঙের পাখী,লাল ঝুঁটি,নাম জানি না,
    ৩। চক্চকে সোনালী চাবি,
    ৪। একগ্লাস ভর্তি জল, পরিস্কার,কিন্তু অ্যাকোয়া/মিনারেল কিনা ঠিক নাই,
    ৫। এখানে কি মোবাইলের টাওয়ার পাওয়া যাবে?

    ১। সবার কাছে ভীষণ সুন্দর, ভীষণ প্রিয় হয়ে থাকার মত বাইরের মানুষটা। অনুভূতিপ্রবণ, যে মন বারান্দার রেলিঙ পেরিয়ে আসা শীতের দুপুরের এক চিলতে রোদ দেখে নেচে ওঠে অজানা আনন্দে। সব দরজা জানলা হাটখোলা, দু বেলা রং বেরঙের পাখির আসাজাওয়া সে মনে।

    ২। ভেতর বাহির এক হয় এমন একজন শুধু ওখানে ফেবুতে লিখেছে। যেটা বলা খুব সহজ, চোখের সামনে পড়ে থাকা ক্লু যেমন, তাই গভীর স্রোতগুলো তাকে ছুঁতে পারে না। সহজ কথা যায় না বলা সহজে। কুমুদি সেই বিরল ক্যাটেগরির দ্বিতীয় জন, যাঁর ভিতর মনের জন্যে ১ এর পয়েন্ট আবার লিখতে হবে। ডিটো।

    ৩। ছোট্ট সুন্দর চাবি। ইগো বিন্দুমাত্র নেই। দরকারে সোজাসাপ্টা। পষ্ট কথায় কষ্ট নাই বিশ্বাস করেন।

    ৪। জলের প্রথম ক্যাটেগরি যা বলেছি।

    ৫। মৃত্যু যখন আসবে, তার ঠিক আগে সবাইকে কাছে চাই। নেটওয়ার্ক অর্থাৎ জনসংযোগ। হাসতে হাসতে চলে যাওয়া সবার ভালোবাসা আঁচলে গিঁট দিয়ে বেঁধে নিয়ে। ধুর ভাল্লাগে না এ পয়েন্টটা বলতে।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৫:০৯569445
  • দেব রে বাবা দেব। এত লিখছি দেখলে দেবাশিষদা আমায় কী দশা করবে জানিস? মনে করিয়ে দিস। সময় পেলে ঠিক দেব। তবে এককেরটা ওখান থেকে উত্তর পাই তারপর। একক টাইমস্ট্যম্প দাও।
  • ডিডি | 120.234.159.216 | ২১ আগস্ট ২০১২ ১৫:১১569447
  • ঐ দুই নং পয়েন্ট নিয়ে আমার কন্ফুসন আছে। যেমতি কাজু কইলো "ওটা এক্কেবারে প্রত্যেকের নিজের নিজের নিজের অন্তরতম আমি।" আর আজ্জোদা যে লিং দিলেন তাতে লেখা রইলো "আমরা নিজেদের স্পাউসকে কে কেমন ভাবি"।

    তো আপনি কোন মতের অনুগামী না জানলে তো ঠিক ঠিক বিচার হবে না। বিশুদ্ধ সিদ্ধান্ত না গুপ্ত প্রেস? ত্রৈরাশিক না ভগ্নাংশ? আপনি কি আধা সামন্ততান্ত্রিক আধা ঔপনিবেষিক না জনগনতান্ত্রিক বিপ্লবের অংশীদার? নিঁখুত প্রোফাইল চাই।
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ১৫:১২569448
  • কাজু , তিন্নং পাতায়, রাত পোনে বারোটায়।
  • san | 24.99.183.76 | ২১ আগস্ট ২০১২ ১৫:১৪569449
  • এছাড়াও আমি জানতে চাই
    ১) বাঘ ও শকুন
    ৫) স্বপ্ন দেখছি

    ইহা আমার নয়।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৫:১৭569450
  • কাজু

    টাইম স্ট্যাম্প Date:20 Aug 2012 -- 07:33 PM
  • গান্ধী | 213.110.243.22 | ২১ আগস্ট ২০১২ ১৫:২০569451
  • ণমেঃ গান্ধী

    ঈ আদ্দ্রেস্স ঃ ২১৩।১১০।২৪৭।২২১ (*) ডতেঃ২০ আউগ ২০১২ -- ০৬ঃ২৫

    ১। খ্যাঁকশিয়াল
    ২। বাঁদর
    ৩। আমার সাইকেলের হারিয়ে যাওয়া চাবি, পিছনে গোল রিং
    ৪। একগ্লাস ভর্তি জল, একদম পরিস্কার
    ৫। আমি তো গাঁজা খাইনা

    পরে আবার বলেছি চাবিটা দেড় ইন্চি লম্বা
  • de | 213.197.30.4 | ২১ আগস্ট ২০১২ ১৫:২২569452
  • কাজু -- আমাট্টা পেত্থোম পাতায় Date:20 Aug 2012 -- 07:39 PM --
  • intellidiot | 125.113.49.98 | ২১ আগস্ট ২০১২ ১৫:২৬569453
  • কাজু, আম্মো জানতে চাই। তিন্নং পাতায় স্যানের ঠিক পরেই। 21 Aug 2012 -- 03:06 AM।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৫:৫২569454
  • দে-দি,

    ১) ল্যাজঝোলা পাখি, গান গায়
    ২) হরিণ
    ৩) চকচকে চাবি, মাটি লেগে আছে যদিও, নাহলে দেখতে পেতুম না, ৭।৩৫ ্ম, ছোট্ট ভার্নিয়ার পকেটেই ছিলো ঃ))
    ৪) গ্লাসের জল পুরোনো কিন্তু পরিষ্কার, ওপরে ঢাকা দেওয়া আছে একটা নারকোল মালা দিয়ে
    ৫) আমার একটা তুলি চাই, আর কিছু কালার, রং করবো দেওয়ালে, দরজায় -- তারপর খুলে বেরিয়ে আসবো -- এই চিন্তাটাই করবো বসে বসে

    ১। বাইরে সবার খুব প্রিয় হয়ে থাকা, সুন্দর করে নিজেকে প্রকাশ করা। নিজের মধ্যে সুন্দরকে খুঁজে পাওয়া। খুব জটিলতার মধ্যে নেই। খানিকক্ষণ এসে সবার সাথে দিলখোলা হয়ে মিলেমিশে আবার চালে যাও।

    ২। ভেতরের মানুষটাও কোনো ঝগড়া তর্কে নেই। নির্বিবাদী। অথচ নিজেকে আরো সুন্দর করে তুলতে চাও, যাতে আরো সবার প্রিয় হতে পারো।

    ৩। ইগো প্রায় নেই। সোজাসাপ্টা পষ্ট কথার মানুষ যেখানে দরকার ন্যায্য কথা বলে দাও।

    ৪। জলের ডিটেলস পশ্য

    ৫। এইবার সেইটা আবার। ঃ(

    যখন মৃত্যু আসবে আসবে। অত ভাবার কিছু নেই। তার আগে চারদিক সুন্দর করে সাজিয়ে রেখে যাব উত্তরসূরীদের জন্যে। যাতে আমি চলে যাবার পরেও সেসবের মধ্যে আমাকে পাবে প্রতি মুহূর্তে।
  • গান্ধী | 213.110.243.22 | ২১ আগস্ট ২০১২ ১৬:০২569455
  • পান্তুয়া খালি আমাকে এড়িয়ে সবাইকে উত্তর দিচ্ছে
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৬:০৩569456
  • আচ্ছা বাঘেরটা বলা হয়নি।

    বাঘ হল গড়পড়তা লোক। অ-মানুষখেকো বাঘ যেমন এমনিতে নিরীহ। পার্টনারের ওপর পজেসিভ খুব। দোকান বাজার করা ছাপোষা মানুষ। সংসার জীবনের বাইরে খুব একটা ভাবে না। বাঘ যারা ১ ২ দুটোতেই, তাঁরা তো স্পষ্টতই ভেতরে বাইরে এক।

    বাইরে সিংহ মানে রাজকীয় হাবভাব আছে চলায় ফেরায়।

    আর শকুন হলে তো ! চোখ কান শার্প, সদা জাগ্রত, সব খবরাখবর ঠোঁটের ডগায়। তাগ করে বসে আছে অপছন্দের লোক কী ভুল করল। ব্যস লেগে পড়ো, ছিঁড়ে খাও। চুলচেরা হিসেব করে বার করো। পৃথিবীতে আর কোনো ভালো জিনিস নেই। শিকারের দিকে দৃষ্টি নিবদ্ধ। চর্বিতচর্বণ। নো ছাড়াছাড়ি। করেছে কেন? একবার পেয়েছি রিঙের মধ্যে, ছেড়ে দেব? এরম হাবভাব। বাপরে ! কেউ সেরম বলেন নি তো নিশ্চয়ই? ☺
  • aka | 85.76.118.96 | ২১ আগস্ট ২০১২ ১৬:০৬569458
  • আমি বাইরে মানে জনসমক্ষে হরিণ, ভেতরে ভেতরে বাঁদর, ইগো বলে কিছু নেই, সেক্ষের ব্যপারে ঘোলা আইডিয়া, আর মরার কথা ভাবতেই পারি না। আঃ কি শান্তি। কাজু বাঁদরের ক্যারাটারিস্টিকটা কি?

    আর সেক্ষের ব্যপারটা একটু কিলিয়ার না হলে জমছে না।
  • akash | 116.209.101.204 | ২১ আগস্ট ২০১২ ১৬:১৪569461
  • এরকম চলবে না, সবার দিতে হবে, আমারটাও
    [Date:20 Aug 2012 -- 07:50 PM] একের পাতায়.
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৬:১৪569460
  • বেচারা শকুন মরে যাওয়া গরুফরু খায়, কারও সাতেপাঁচে থাকেনা শুদুমুদু কাজু নিন্দেমন্দ করছে।
  • | 132.248.183.1 | ২১ আগস্ট ২০১২ ১৬:১৪569459
  • ১। একটা মিষ্টি মতোন দেখতে ছোট্ট পাখি। নাম কমন পরে নি।

    ২। একটা সিংহ। অলস ভাবে বসে আছে। ভাবছে শিকার করতে যাবে নাকি এ বেলা টা উপোস দেবে।

    ৩। চাবি টা মাঝারি সাইজের বাংলা চাবি। বিশেষত্ব বলতে রিং টা কাঠের তৈরী। চ্ন্দন কাঠ।

    ৪। এক্দম কানায় কানায় ভর্তি জল।স্বচ্ছ।

    ৫। আহা মেঝে তে হঠাৎ বসে পরলে প্যান্টে ধুলো লাগবে না। ঝেড়ে ঝুড়ে কিছু একটা র ওপর বসার চেষ্টা করবো। প্রথমে একটু ভয় । পরিবেশের জন্যে। তারপরে জোর করে নিজেকে সাহস দিয়ে পরিবেশের সাথে মানানসই করে নেওয়া। নিজেকে ভুলিয়ে রাখতে ফ্লাক্স রাখ চা তে চুমুক দিয়ে গল্পের বই র পাতা ওল্টানো।

    এই বার বলে ফ্যালো।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৬:১৬569462
  • কে পান্তুয়া রে ব্যাটা? :-X

    গান্ধীর কিন্তু সব বলে দিয়েছি। বড় খাটায় !

    ১। খ্যাঁকশিয়াল
    ২। বাঁদর
    ৩। আমার সাইকেলের হারিয়ে যাওয়া চাবি, পিছনে গোল রিং
    ৪। একগ্লাস ভর্তি জল, একদম পরিস্কার
    ৫। আমি তো গাঁজা খাইনা

    পরে আবার বলেছি চাবিটা দেড় ইন্চি লম্বা

    ১। শেয়াল পুরো বলেছি।
    ২। বাঁদর মানে হচ্ছে, কোনো কিছু সিরিয়াসলি গায়ে মাখে না। বলল তো বলল, অত সে নিয়ে মাথা ঘামানোর কী আছে? আমি আমার মত চলব। এরকম।
    ৩। হারিয়ে যাওয়া কিছুর জন্যে সুপ্ত আক্ষেপ, যেটা পেলে ভালো হত। কিছু স্মৃতি মাঝেমধ্যে উস্কে ওঠে, যেখানে ফেরা গেলে ভালো হত।
    ৪। জল পশ্য।
    ৫। মৃত্যু নিয়ে ভাবতে চাস না। হবে যখন হবে, নো চাপ।
  • | 132.248.183.11 | ২১ আগস্ট ২০১২ ১৬:১৭569463
  • আমাদের দাবি মানতে হবে। মানতে হবে....
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৬:১৯569464
  • আকাদা গন্ধীরটায় বাঁদর লেখা আছে।

    বোতিন্দার তো বলবই না। ফেবু-তে ওই গ্রুপে তুমি আছো, বলো নি কেন? ওখানে কত গুছিয়ে লিখে দিল। এটা ওখানে কপি মেরে এসো। শ্রীপর্ণাদি বলে দেবে।
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৬:২০569465
  • ভাবুক বাঁদর আমি প্রচুর দেখেচি।
    অ্যানথ্রোপোমর্ফাইজ্ড প্রাণী দিয়ে মানুষেরই সত্ত্বার ব্যাখ্যা চলবে না।
  • de | 213.197.30.2 | ২১ আগস্ট ২০১২ ১৬:৪০569466
  • কাজুকে আমি কাটলেট খাওয়াবো - -আমায় অ্যাত্তো অ্যাত্তো ভালো কতা একসাথে কেউ বলে নি গো! ঃ))

    কাজু, তোমার নিজেরটা লেখো এবার -- আর অ্যানালিসিসটা জনতার ওপর ছেড়ে দাও!
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৬:৪৩569467
  • আচ্ছা অনেকগুলো স্যাম্পল স্টাডি তো দিলাম। এবার পারস্পরিক অ্যানালিসিস হোক। যেভাবে পরীক্ষকের খাতা দেখার সময় না থাকলে এরটা ও, ওরটা এ করে আমরা আনসার সিট চেক করতাম। ইন্টেলিদারটা সিলেবাসের বাইরে তো বটেই, এক্ষপার্টের থেকেও জানা মুস্কিল। সারেন্ডার।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৬:৪৯569469
  • আমার তো লিখে দিয়েছি Date:21 Aug 2012 -- 02:54 PM।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন