এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ভেতর ঘুরে এসো কিছুক্ষণ

    Kaju
    অন্যান্য | ২০ আগস্ট ২০১২ | ১৮৪৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.249.1.202 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৪569505
  • কি খিল্লি মাইরি! এই সুযোগে যাকে যা শোনানোর ছিল, শুনিয়ে দিল কাজু!

    ও আমি তো আমার ইগোর কথা ভুলেই গেছিলাম! দেখেছ, কেমন ইগো, ছাই চাপা আগুন, ময়লা চাপা কিন্তু ভেতরে চকচকে পেতল! হুঁ হুঁ বাওয়া!
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৪569504
  • কিন্তু কলিদি, ঐ ব্যাখ্যা অনুযায়ী এই মনখারাপ করানো উদাসী ভাবটা আশেপাশের লোকের জন্য প্রোজেক্ট করা ( এককের বলে বলছিনা, জাস্ট ব্যাখ্যা হিসেবে), ভিতরে বা আসলেতে তা নয়, তাই নয় কি ? এইখানেই আমার খটকা লাগছে।
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৫569507
  • যদিও বোনলেস বানালে পড়তায় পোষাবে না।
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৫569506
  • এর থেকে একটা জিনিসই বোঝা যায়, একককে রেঁধে খেলে ভালোই খেতে হবে।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৬569508
  • কাজুদা আলটিমেটলি সবাইকে বাড় খাইয়ে চলেছে

    শ্রীসদারটা একটু এক্সপ্লেন করা যাবে কাজুদা
  • a x | 138.249.1.194 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৭569511
  • ব্ল্যাংকের উত্তর জানিনা, কিন্তু যাই উত্তর হোক, এগুলো বসিয়ে নাও।

    ব্ল্যাংক হল নিজেকে দেখায় পশু ক'র মত, বাইরে ফুর্তি করছে, যেন কিছুই তেমন গায় লাগেনা ( এই যেমন, বাঘ, সিংহ, হাতি, খরগোশ, গোরিলা, ময়না, চামচিকি)।

    ভেতরে ব্ল্যাংক অল্প অভিমানী, অল্প দুঃখী, নিজের কাছে একলা ( এই যেমন বাঘ, সিংহ, হাতি, খরগোশ, গোরিলা, ময়না, কিম্বা চামচিকে)।

    সাদা ঘরে ঢুকে ব্ল্যাংক ভাবছে কোন অ্যাঙ্গেল দিয়ে ছবিটা খুলবে, শুয়ে পড়ে ভাবছে, বালিশ খুঁজতে খুঁজতে ভাবছে, দেওয়ালে রং করতে করতে ভাবছে, দরজা খুঁজতে খুঁজতে ভাবছে।
  • Kaju | 131.242.160.180 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৭569510
  • এইত্তো, তেমন কিছু হলেই খিল্লি হয়ে গেল? কেন খিল্লি করব শুনি? সেধে বিপদ ডেকে আনা। খুব ডেঞ্জারাস গেম। এসব নিয়ে বেশী নাড়াঘাঁটা না করাই ভালো। এখানেই স্টপ হোক। আর দরকার নেই। ☺
  • akash | 120.227.152.192 | ২১ আগস্ট ২০১২ ১৮:৪৭569509
  • kaju da chaape pore gechhe
  • Blank | 180.153.65.102 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫০569512
  • :-D এইটা হেব্বি
  • a x | 138.249.1.202 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫১569515
  • গেলাসটা তো কি সেটাই ঠিক মত জানা গেলনা!
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫১569514
  • গেলাস । গেলাস বাদ পড়ে গেল।
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫২569516
  • ণমেঃ শ্রী সদা

    ঈ আদ্দ্রেস্স ঃ ১২৭।১৯৪।১৯৬।১৭০ (*) ডতেঃ২০ আউগ ২০১২ -- ০৭ঃ৪৬

    ১। একটা বড় হরিণ, শিং শুদ্ধ। গায়ের রং সোনালী।
    ২। একজন বৃদ্ধ সাধু। জটাজুট কালচে মেরে গেছে।
    ৩। চাবিটার শেপ মনে নেই তবে রিং এর সঙ্গে একটা বটল ওপেনার লাগানো ছিল এটা মনে আছে।
    ৪। জল কোথায়, সোডা তো।
    ৫। না খেতেই এরকম হাল, খেলে কি হবে ?

    এরটা বেশ ভালো হবে, কাজুদার অনুমতি ছাড়াই আমি লিখে ফেললাম

    শ্রীসদা আসলে বুড়ো হয়েছে, কালচে মেরে গেছে এদিকে বাইরে দেখায় সুন্দর। সদার ইগোর রিং-এ একটা ওপেনার লাগানো আছে (মানে হতে পারে, কেউ টান মারলে ইগো ফটাশ করে বেরিয়ে আসে)। ৪ নম্বরটা কি হবে ?? (জলের বদলে সোডা, এর অনেক মানে হতে পারে কাটিয়ে দিলাম) । আর মরার আগেই মরে আছে।
  • শ্রী সদা | 69.97.137.17 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৩569517
  • হ্যাঁ হ্যাঁ কাজুদা আমারটাও বলুক, তবে বুঝবো !
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৪569518
  • কাজু এখনো আমার তা ব্যাখ্যা করেনি ???
  • শ্রী সদা | 69.97.137.17 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৫569519
  • ওহ্হ গান্ধীদা বলে দিয়েছে।
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৬569521
  • পাই, কারুর কারুর ক্ষেত্রে এমনও হতে পারে যে সে যে রূপটা লোককে দেখাতে চায় সেটার সাথে তার 'আসল' রূপেরও কমবেশি মিল আছে। আবার কারুর ক্ষেত্রে দেখানো আর আসল রূপ পুরো আলাদা হতে পারে। এটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। এখানে যেমন একক নিজে ছাড়া কেউ বলতে পারবেনা ওটা পুরোটাই প্রোজেক্ট করা, না কিছুটা সত্যিও।

    আমার নিজের উত্তরগুলো দেখলে আমার অ্যানালিসিস হবে --

    ১। লোকের সামনে আমি এক ঝলক দেখা দিয়েই পালিয়ে যেতে চাই, এবং সেই দেখা টুকু লাজুক, ভিতু ধরণের।

    ২। আমার নিজের কাছে আমি আনন্দিত, খুশি কেউ, হয়তো একটাই অ্যাবসোল্যুট নেচারের বদলে একের বেশি সত্ত্বার বৈশিষ্ট্য আছে।

    ৩। চাবি নিয়ে খুব বিশদে বলতে পারছিনা। আশা করছি কাজু পারবে।

    ৪। সেক্স সম্পর্কে ধারণা হলো জিনিষটি খুবই পরিষ্কার, এবং তেষ্টা পেলে তা মেটাতেই পছন্দ করি ;)।

    ৫। মৃত্যু একটা খুব ক্লস্ট্রোফোবিক ব্যপার।

    আমার নিজের মতে এগুলো খুবই মিলে যাচ্ছে, তবে অন্য কেউ হয়তো ঐ পশুপাখী গুলোর ব্যখ্যা অন্যভাবেও করতে পারেন।
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৬569520
  • glass er jol o tar swachhota ekjon manush sex(over all) byapartake kirokom manasikotar sange dekhen setake bojhachhe..(e khetre ami abossoi detail e jabona.. sobai nirbhoye thakte paren..)

    ei sob to kajur i lekha , naki?
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৮:৫৭569522
  • একক কে ব্যাখ্যা করে, ছাড়িয়ে রেঁধে বেড়ে খাওয়া অব্দি হয়ে গেল- এখন কে না কে একক সেজে খুঁজতে এসেছে দেখসে।
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৯:০০569523
  • আমি তো নিজের সম্পক্কে এ থেকে কিচ্ছু বুঝতে পারলুম না। তবে ওই দোকান বাজার কত্তে ভালোবাসি টা একদম খাপে খাপ। আর ইগোর ব্যাপার টা মুখস্থ করে রেখেছি। আর কেউ একবারও ইগো নিয়ে কথা বলুক-

    না: কাজু বড় ভালো ছেলে। ওর কিসমিস হোক । শিগগিরই হোক।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৩569525
  • আমি যেটা লিখেছি ওটা সত্যি । কারণ তখন আমার হেব্বি খিদে পাচ্ছিল ( প্রায় ই পেয়ে থাকে) আর জঙ্গল শুনেই মনে পড়ল আহা সেই কদ্দিন আগে জুম্জা তে শুওর মেরে খেইছিলুম ইঅর্বোক্সি মিলে । লুরু এসে অবধি আমার গেম মিট খাওয়া বন্ধ । ব্যাপারটা কেরম কষ্টকর সেটা বোঝানো আরও কষ্টকর । আর আমি ছোট বেলায় নাভ্তালের চাবি গিলে খেইছিলুম । চাবি পরে আছে শুনে সেই চাবিতায় মনে পড়ল তো কি করব । আর আপনাদের বলিহারি অতখানি পথ হেঁটে কোথায় চরম খিদে পাবে , একটা ঘর পেয়েছি মানে রাত্তিরে ভালুক এর উত্পাত বাঁচিয়ে ঘুমোনো যাবে তখন খামোখা মাথায় মৃত্যুচিন্তা আসতে যাবে ক্যান ??
  • গান্ধী | 213.110.247.221 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৫569527
  • সোসেনদি কাজুদার কিসমিস হবেনা। পান্তুয়া হয়ে গেছে
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৫569526
  • এর মানে একক, আপনি মরার সময়েও খাবার কথাই চিন্তা করবেন ঃ)।
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৬569528
  • কলিদি, তার আসল রূপের সাথে মিল আছে কিনা, সে তো এই টেস্ট বলছে বলতে পারবে, দ্বিতীয় প্রাণী/পাখিটি কী দেখে ঃ)
    এটা তো বাইরে থেকে দেখে আমাদের পড়ে ফেলার বিশ্লেষণ ঃ)

    তোমার বাইরে লাজুকের এই অনুযায়ী ( আসলেতে তা বলছিনা), ব্যাখ্যা হতে পারে, আসলে লাজুক নও, লাজুক দেখাতে চাও ইত্যাদি। এই 'দেখাতে চাওয়া' ফ্রেজটা নিয়ে অসুবিধে হচ্ছে।

    তবে অক্ষদার বুনামবিশ্লেষণের এক দুই খাসা হয়েছে ঃ)
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৮569529
  • এইয়ো সোসেন , ইগো বুঝে গেছ , তাইলে আর চিন্তা কী !
    লম্বা সরু ইগো আর বেঁটে মোটা ইগোর মধ্যে তফাত লিখ ঃ)
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৯569532
  • ওহ তাহলে আগে পান্তুয়া হয়েছে , তাপ্পরে কিসমিস ও হোক------------------

    বদ্যিদের আশিব্বাদ বিফলে যায় না।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৯569531
  • টই তা ধীরে ধীরে একটা ফ্রয়েদিয়ান সেপ নিচ্ছে -ব)
  • kk | 117.3.243.18 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৯569530
  • আহা, মনেমনে আমি হয়তো খুবই হাসিখুশি , কিন্তু লোকজনের সামনে পড়লে মুখচোরা যাই, এই রকম আর কি।
  • sosen | 111.62.27.58 | ২১ আগস্ট ২০১২ ১৯:১৬569533
  • ওটা তো খুব ই সোজা।
    লম্বা সরু ইগো মোটেই ভালো ব্যাপার নয়। যখন ভাবছ- এইত কি ভালোমানুষ , এত্তটুকু অহং নেই, ইগো কাকে বলে জানেই না, একেই মুরগি করা যাক, তক্ষনি দেখবে সরু লম্বা ইগো শার্টের পকেট থেকে উঁকি মারছে। সরু বলে দেখতে পাও নি।

    বেঁটে মোটা ইগো থুপ থুপ করে হাঁটে, তাই দেখে ভাবছ বা: এর ইগো তো বেশ বাইরে দিয়ে বোঝাই যাচ্ছে - একে তো মেপেই ফেলেছি, এর সাথেই তাহলে খিল্লি করা যাক, ভুল। বেঁটে ইগো যদি মোটা ও হয়, তাহলে সে খিল্লি ও বুঝবে না। ফ্রাইডে নাইট মাঠে মারা গেল।

    এই উভয় প্রকার ইগো শুধু পুরুষদের ই হইয়া থাকে। ;-P
  • pipi | 139.74.191.152 | ২১ আগস্ট ২০১২ ১৯:১৭569537
  • ও তার মানে ব্যাপার দাঁড়াল বাইরের লোকের কাছে আমি সুন্দর হরিণটি কিন্তু ভিতরে হাতী! হাতীর মানে কি? অ্যাঁ? অ কাজু, হাতী কি??
    আর বাকী হল গে আমার বহুত ভারী ইগো (তা বাপু পষ্টাপষ্টি বলেই দেই রেস্টুর বিল, ট্যাস্কি ভাড়া ইত্যাদি প্রভৃতি সব নিজেই মেটাই, বন্ধুবান্ধব থাকলে তাদেরটাও মিটিয়ে দেই, হুঁ) আর সেক্ষ এর ব্যাপারে টলটলে জলের মত পরিষ্কার মুক্তমনা (কোনই ছুঁতমার্গ নাই) আর কিছুতেই মরতে চাই, বাঁচার প্রবল আকাঙ্খা। এই তো?
    কিন্তু হাতী? হাতী?
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ১৯:১৭569536
  • বেঁটে, সরু আর লম্বা, মোটাও লিখিবেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন