এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৭৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:৫১588879
  • কথা হচ্ছে পঃবঃ এর ITSEZ নিয়ে। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম গতকাল উত্তর পাই নি। আরেকবার করছি-

    তথ্যঃ INFY, WIPRO,ITC জমি কিনেছে। ৫০০০০ চাকরী রাজ্যের কড়া নাড়ছে। ওরা কেন্দ্রিয় সরকার থেকে SEZ বাবদ কিছু সুবিধা পয় যার জন্য রাজ্য সরাকারের অনুমোদন লাগে। সেটা না পেয়ে অন্য রাজ্যে জব ক্রিয়েট করছে। TCS বাম আমলে SEZ পেয়েছে , পরের দু বছরে ১৩ হাজার অতিরক্ত জব তৈরী করবে এরাজ্যে, দিদির মন্চ থেকে জানিয়েছে।

    এবার বলুন ঃ

    ১। ৫০ হাজার নতুন চাকরী তৈরী হলে রাজ্যে ঠিক কি কি অসুবিধা/ক্ষতি হবে ? একটু ভাবলেই নিশ্চয়-ই কিছু ইনোভেটিভ ক্ষতির সম্ভবনা বার করে ফেলবেন। আপনাদের ওপোর আমার এটুকু ভরসা আছে ঃ)

    ২। IT ক্ষেত্রে SEZ না দেওয়াতে রাজ্যের ঠিক কি কি উপোকার হচ্ছে?

    ( কেউ নিশ্চিত ভাবেই বলবেন ৫০০০০ ফিগারটা ঢপ- তাদের জন্য

    বড় IT কোং গুলোর মোট ১৭০০০০ হায়ারিং টার্গেট ছিলো ২০১৪ তে
    http://articles.economictimes.indiatimes.com/2014-04-22/news/49318642_
    1_phd-programme-rd-work-ajoyendra-mukherjee

    TCS এর ৫৫০০০।
    http://profit.ndtv.com/news/corporates/article-tcs-raises-hiring-targe
    t-to-55000-377878

    INFY র ১৬০০০
    http://profit.ndtv.com/news/industries/article-infosys-to-hire-around-
    16-000-engineers-next-year-murthy-375246)

    ৩। কথা হচ্ছে আপনি কি চান এই জব এর কিছুটা অন্তত এই রাজ্যে আসুক?

    আপাততঃ এই প্রশ্ন গুলোর উত্তর দিলেই হবে।

    এই সুতোর পাতাগুলি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩০] [৩১] [৩২] [৩৩] [৩৪] [৩৫] [৩৬] [৩৭] [৩৮] [৩৯] [৪০] [৪১] [৪২] [৪৩] [৪৪] [৪৫] [৪৬] [৪৭] [৪৮] [৪৯] [৫০] [৫১] [৫২] [৫৩] [৫৪] [৫৫] [৫৬] [৫৭] [৫৮] [৫৯] [৬০] [৬১] [৬২] [৬৩] [৬৪] [৬৫] [৬৬] [৬৭] [৬৮] [৬৯] [৭০] [৭১] [৭২] [৭৩] [৭৪] [৭৫] [৭৬] [৭৭] [৭৮] [৭৯] [৮০] [৮১] [৮২] [৮৩] [৮৪] [৮৫] [৮৬] [৮৭] [৮৮] [৮৯] [৯০] [৯১] [৯২] [৯৩] [৯৪] [৯৫] [৯৬] [৯৭] [৯৮] [৯৯] [১০০] [১০১] [১০২] [১০৩] [১০৪] [১০৫] [১০৬] [১০৭] [১০৮] [১০৯] [১১০] [১১১] [১১২] [১১৩] [১১৪] [১১৫] [১১৬] [১১৭] [১১৮] [১১৯] [১২০] [১২১] [১২২] [১২৩] [১২৪] [১২৫] [১২৬] [১২৭] [১২৮] [১২৯] [১৩০] [১৩১] [১৩২] [১৩৩] [১৩৪] [১৩৫] [১৩৬] [১৩৭] [১৩৮] [১৩৯] [১৪০] [১৪১] [১৪২] [১৪৩] [১৪৪] [১৪৫] [১৪৬] [১৪৭] [১৪৮] [১৪৯] [১৫০] [১৫১] [১৫২] [১৫৩] [১৫৪] [১৫৫] [১৫৬] [১৫৭] [১৫৮] [১৫৯] [১৬০] [১৬১] [১৬২] [১৬৩] [১৬৪] [১৬৫] [১৬৬] [১৬৭] [১৬৮] [১৬৯] [১৭০] [১৭১] [১৭২] [১৭৩] [১৭৪] [১৭৫] [১৭৬] [১৭৭] [১৭৮] [১৭৯] [১৮০] [১৮১] [১৮২] [১৮৩] [১৮৪] [১৮৫] [১৮৬] [১৮৭] [১৮৮] [১৮৯] [১৯০] [১৯১] [১৯২] [১৯৩] [১৯৪] [১৯৫] [১৯৬] [১৯৭] [১৯৮] [১৯৯] [২০০] [২০১] [২০২] [২০৩] [২০৪] [২০৫] [২০৬] [২০৭] [২০৮] [২০৯] [২১০] [২১১] [২১২] [২১৩] [২১৪] [২১৫] [২১৬] [২১৭] [২১৮] [২১৯] [২২০] [২২১] [২২২] [২২৩] [২২৪] [২২৫] [২২৬] [২২৭] [২২৮] [২২৯] [২৩০] [২৩১] [২৩২] [২৩৩] [২৩৪] [২৩৫] [২৩৬] [২৩৭] [২৩৮] [২৩৯] [২৪০] [২৪১] [২৪২] [২৪৩] [২৪৪] [২৪৫] [২৪৬] [২৪৭] [২৪৮] [২৪৯] [২৫০] [২৫১] [২৫২] [২৫৩] [২৫৪] [২৫৫] [২৫৬] [২৫৭] [২৫৮] [২৫৯] [২৬০] [২৬১] [২৬২] [২৬৩] [২৬৪] [২৬৫] [২৬৬] [২৬৭] [২৬৮] [২৬৯] [২৭০] [২৭১] [২৭২] [২৭৩] [২৭৪] [২৭৫] [২৭৬] [২৭৭] [২৭৮] [২৭৯] [২৮০] [২৮১] [২৮২] [২৮৩] [২৮৪] [২৮৫] [২৮৬] [২৮৭] [২৮৮] [২৮৯] [২৯০] [২৯১] [২৯২] [২৯৩] [২৯৪] [২৯৫] [২৯৬] [২৯৭] [২৯৮] [২৯৯] [৩০০] [৩০১] [৩০২] [৩০৩] [৩০৪] [৩০৫] [৩০৬] [৩০৭] [৩০৮] [৩০৯] [৩১০] [৩১১] [৩১২] [৩১৩] [৩১৪] [৩১৫] [৩১৬] [৩১৭] [৩১৮] [৩১৯] [৩২০] [৩২১] [৩২২] [৩২৩] [৩২৪] [৩২৫] এই পাতায় আছে৯৭১১--৯৭৪১

    আপনার নামঃ

    বাংলা লিখুন(গুগল লেআউট)

    বাংলা লিখুন(গুরুচন্ডালি লেআউট)

    বাংলা বা ইংরিজি লিখুন(নিজস্ব সফটওয়্যার)

    এই টইতে মন্তব্যের সংখ্যার সর্বোচ্চ সীমা পেরিয়েছে। মতামতের জন্য অন্য একটি টই খুলুন।
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ১২:৫৩588880
  • পূরের প্রশ্ন গুলো sm কে। কপি করতে দিয়ে ছড়িয়েছি
  • sm | 233.223.157.56 | ১১ জানুয়ারি ২০১৫ ১৩:০০588881
  • Name: sm

    IP Address : 53.251.89.156 (*) Date:09 Jan 2015 -- 04:52 PM

    আম্মো আপনার সঙ্গে একমত, SEZ দেয়ায়ই যাই, যদি বিরাট কোনো ক্ষতি রাজ্যের না হয়।
    কিন্তু রাজ্য সরকার ই বা এত অনড় কেন?
    যিনি শিল্প দেখছেন তাঁর বুঝিয়ে বলা দরকার, কেন অনুমতি দিতে পারছেন না?
    সাধারণ লোক যাতে দুদিকের মতামত ই জানতে পারে; কারণ বহু লোকের চাকরি ও জীবিকা জড়িত।
    -----

    আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি। আমি তো রাজ্য সকারের ভূমিকা কি আরো স্পষ্ট করার জন্য লিখেছি।
  • PM | 53.251.88.25 | ১১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৭588882
  • sm আপনার মাতামতের জন্য ধন্যবাদ। SEZ না দেওয়ার বিনিময়ে আমাদের রাজ্য নিজের ক্ষতি স্বীকার করতে প্রস্তুত। আমাদের CM একাধিকবার বলেছেন কেঃসঃ যে কর ছাড় দেয় তা রাজ্য সাবসিডি হিসেবে দেবে। কিন্তুক সেজ চাহিয়া লজ্জা দিবেন না। রাজনৈতিক কারনে উহা সম্ভব নহে।

    ঘটনা চক্রে এই প্রতিশ্রুতিতে ভরসা করে কেউ বিনিয়োগ করতে রাজী হয় নি এখনো পর্য্যন্ত।
  • s | 117.131.42.250 | ১১ জানুয়ারি ২০১৫ ১৪:১১588883
  • আমি আইনের লোক নই। আমার ভুল হতেই পারে। আমি যা দেখেছি যা শুনেছি তাই বলেছি। আপনারাও বহু ক্ষেত্রে নিজের দেখা শোনার কথা হরবখত বলে থাকেন।
    তার জন্য আমাকে মিথ্যেবাদী, অতিবোদ্ধা এসব বলে দাগিয়ে দেওয়া অন্তত আমার কাছে আপনাদের ভদ্রতার নিদর্শন হিসাবে দেখতে পারছি না।
    যাই হোক। এই যে কেন্দ্রীয় সরকারের STP র জন্য কিছু নিয়মকানুন। খেয়াল করবেন এটা ২০১০ এর শেষে চালু হয়েছে। মানে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
    http://sezindia.nic.in/writereaddata/Instructions/Instruction%20No.70.pdf
    এখানে বলা হচ্ছেঃ
    1. Shifting of units to SEZ:-
    (i) The provisions of SEZ Act, 2005 and Rules framed thereunder do not prohibit transfer of used capital goods or businesses from existing DTA or STPI unit to SEZ. The only deterrent for transfer of
    such capital goods or businesses is not getting the exemption under Income Tax Act when the value of used capital goods exceeds the 20% of the total capital goods and in respect of businesses no
    exemption can be availed while the Development Commissioners will be intimated about the transfer of goods/businesses, the final decision regarding the IT exemption will lie with the Income Tax
    Department. The ratio 80:20 of new:used capital goods shall be reckoned on the date the unit starts to produce goods or services.
    (ii) There is no limitation on the transfer of manpower to the SEZ units.
    (iii) In respect of the IT companies which operate Master Contracts and which have units in STPIs and DTA etc. and which farm out the subcontract
    to their various units, they must have an individual and distinct sub-contract in respect of each of its SEZ Units.
    এটা খেয়াল করবেন। একটা MSA হলে হবে না। SEZ এর জন্য আলাদা আলাদা কন্ট্রাক্ট লাগবে।
    (iv) The spirit of the SEZ Act & Rules is that the investment for infrastructure development in the SEZ has to be new. The transfer of used goods/business is only with respect to the SEZ Units.
    ইনভেস্তমেন্ট নতুন কাজের জন্য হওয়া বাঞ্ছনীয়।
    2. DTA sale by IT SEZ Unit:- In the SEZ scheme, there is neither an export obligation on a unit nor
    there is ban on DTA sale. However, they must achieve NFE positive earnings within five years of the commencement of the commercial operations failing which action may be taken as per the provisions of relevant rules and instructions.
    পুরোনো ক্লায়েন্টের কাজ সেজে করা যেতে পারে কিন্তু নেট ইনকাম সে ক্ষেত্রে সবসময় পসিটিভ দেখাতে হবে। সেজে প্রজেক্ট করে লস দেখানো যাবে না।
    3. Shifting of Unit from one SEZ to another:-
    Instructions in this regard have already been issued vide letter No. C-4/2/2010-SEZ dated 18.6.2010 (Instruction No. 59) which provides that there
    is no objection in-principle to the shifting the unit from one SEZ to another.
    However, all such proposals are required to be placed before the Board of Approval for its consideration.
    এক সেজ থেকে অন্য সেজে শিফট করতেও প্রশাসনের অনুমতি লাগবে।

    যাই হোক। আপনারা অতিবোদ্ধা নন জেনে খুশিই হলাম।
  • PT | 213.110.243.23 | ১১ জানুয়ারি ২০১৫ ১৫:১৯588884
  • যাদের বয়স ২০-২৫-এর মধ্যে, খুব বেশী হলে BA/BCom/BSc পর্যন্ত পড়েছে তারা দিশার সন্ধানে বসে আছে যে........ ও মহায় শুনতে পাচ্ছেন?
  • PT | 213.110.243.23 | ১১ জানুয়ারি ২০১৫ ১৫:৩৮588885
  • That adjustment makes the analysis in the rest of the report irrelevant, in my opinion.

    এই যুক্তিতে গুজরাট, তামিলনাডু ইত্যাদিতে চাকরী সৃষ্টির দাবীও কি irrelevant হয়ে যায়। যায়?

    "এবার আর একটা ফ্যাক্টর দরকার। বাম সরকারের লেবার ডিপার্টমেন্টের ডেটা; যাতে সেই সময়ে বঙ্গে বন্ধ কারখানার ফলে কত চাকরি গেল সেই হিসেব।"

    মানে ১৯৭৯-এ আমার বাবার চাকরী গেলে আর ২০০৯-এ আমার চাকরী হলে বাম আমলে নীট চাকরী সৃষ্টির সংখ্যা শুন্য। তাইতো?
  • ?? | 59.207.249.211 | ১১ জানুয়ারি ২০১৫ ১৮:০০588886
  • sm আপনাকে মিথ্যাবাদী বলা হয়নি । আমি এই ক্থাই বলেছি যে এই সব আইন মানা হয়। আমার একসময়ের কোম্পানীতে নিয়ম করা হয়েছিল নতুন যারা চাকরীতে যোগদান করবে তাদের সেজেই নিয়োগ করা হবে।
    কাউকে বদলী করতে হলে (সেজ থেকে STP আগে কর্তৃপক্ষের কাছে আবেদেন করতে হত। অ্যাসেটের ক্ষেত্রেও এক ব্যবস্থা।বন্ডিং এর জন্য বা ডি-বণ্ডিংএর জন্য কাস্টমসের লোকেরা এসে ইন্সপেক্ট করতে আসেন। অন্ততঃ বড় কোম্পানীগুলি করে থাকে।
    আপনি যদি অন্যকিছু জানেন তাহলে জানান। বাকিরাও তো একই রকম কথাই বললেন তাদের কোম্পানীর ক্ষেত্রে।
  • ?? | 59.207.249.211 | ১১ জানুয়ারি ২০১৫ ১৮:০০588887
  • সরি ওটা s কে উদ্দেশ্য করে লেখা।
  • ranjan roy | 113.240.98.104 | ১২ জানুয়ারি ২০১৫ ০০:৩৮588888
  • পিটি,
    বুঝেও না বোঝার ভান করছেন?
    না, ওটুকু কান্ডজ্ঞান আছে বলেই এত সব কথা বলেছি।
    মানে হল যদি ২০০৪-২০০৯ এর কথা হয় তো ওই একই টাইম স্কেলে কত কারখান বন্ধ হয়েছে ফলে কত চাকরি কমেছে; আর কত কারখানা খুলেছে ফলে কত নতুন চাকরি হয়েছে--- এ' দুটো ডেটার ডিফারেন্স।
  • PT | 213.110.246.230 | ১২ জানুয়ারি ২০১৫ ০৭:৪৬588890
  • তাহলে তো মহারাষ্ট্রে যত হোসিয়ারি কারখানা বন্ধ হয়েছে তার ফারাক দিয়ে সেখানকার নতুন চাকরীর হিসেব করতে হয়। কস্মিন কালেও এমন হিসেব কাউকে করতে শুনিনি। নাকি সেই অতি পুরাতন অন্ধ সিপিএম বিরোধিতার জন্য এইসব বেমাক্কা মাপকাঠি শুধু পব-র বাম সরকারের জন্য?
  • dc | 213.109.107.251 | ১২ জানুয়ারি ২০১৫ ০৮:২০588891
  • আমার মনে হচ্ছে PT আর রঞ্জনবাবু দুজনেই নিজের নিজের মতো করে ঠিক বলছেন ঃ-) জব ক্রিয়েশন যেমন একটা দরকারী প্যারামিটার, ঠিক তেমনি নেট জব ক্রিয়েশনও আরেকটা দরকারী প্যারামিটার। আবার তার সাথে ওয়ার্কিং এজের পপুলেশন গ্রোথও দেখা দরকার - এই তিনটে মিলে বোধায় একটা রাজ্যের জব সিনারিওর পরিষ্কার ছবি পাওয়া যাবে।

    তবে একটা ব্যাপার হলো, পবতে দীর্ঘদিন বড়ো কোন ইন্ভেস্টমেন্ট হয়নি বা বড়ো কোন প্রোজেক্ট আসেনি। কাজেই ২০০৪-২০১১ এই পিরিয়ডে জব লসও নিশ্চয়ই হয়েছে, কারন অনেক পুরোনো কারখান বন্ধ হয়ে গেছে। বুদ্ধবাবুর সরকার চেষ্টা করছিল সেই জব লসটাকে জব ক্রিয়েশন দিয়ে কভার করতে। মানে আগের জ্যোতি বসুর সরকারের অপদার্থতা বুদ্ধবাবুকে কভার করতে হচ্ছিল। বুদ্ধবাবুকে আরেকটা টার্ম সময় দিলে, আর উনি সিঙ্গুর-নন্দীগ্রামের প্রোজেক্টগুলোকে সফলভাবে চালু করতে পারলে নেট জব ক্রিয়েশনেও নিশ্চয়ই অনেকটা এগোতে পারতেন। কারন সিঙ্গুর-নন্দীগ্রামে কারখানা আর কেমিকাল হাব বানাতে পারলে ডাইরেক্ট আর ইন্ডাইরেক্ট জব ক্রিয়েশন হতো শুধু তাই না, আরো অনেক শিল্পপতি ইনভেস্ট করতে এগিয়ে আসতেন। একটা চেন এফেক্ট তৈরী হতে পারতো।

    জ্যোতিবাবু আর মমতার আমলে আমরা নেগেটিভ চেন এফেক্ট দেখছি। শিল্পপতিরা এই রাজ্যে ইনভেস্ট করতে ভয় পেতো/পায়। বুদ্ধবাবু ঠিকমতো এগোতে পারলে পজিটিভ চেন এফেক্ট দেখতে পেতাম।
  • PT | 213.110.246.230 | ১২ জানুয়ারি ২০১৫ ০৮:২৬588892
  • "জব ক্রিয়েশন যেমন একটা দরকারী প্যারামিটার, ঠিক তেমনি নেট জব ক্রিয়েশনও আরেকটা দরকারী প্যারামিটার। আবার তার সাথে ওয়ার্কিং এজের পপুলেশন গ্রোথও দেখা দরকার - এই তিনটে মিলে বোধায় একটা রাজ্যের জব সিনারিওর পরিষ্কার ছবি পাওয়া যাবে"

    অসুবিধে নেই। কিন্তু সেটাতো সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তার পরে তো তুলনা আসবে।
  • dc | 213.109.107.251 | ১২ জানুয়ারি ২০১৫ ০৮:৪২588893
  • PT, নিশ্চয়ই সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। তবে কোন রাজ্যেই বোধায় এতোটা ডিটেলে দেখেনা।

    বেসিক ফ্যাক্ট হলো পবতে কোনরকম ইন্ভেস্টমেন্ট বা প্রোজেক্ট আসার সম্ভাবনা তৈরী হলেই নানারকম বিপ্লবী জুটে গিয়ে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের কালো হাত গুঁড়িয়ে দিতে থাকে। ছোটবেলার থেকে আমরা পবর লোকেরা এই দেখেই অভ্যস্ত। অন্য রাজ্যের লোকেরা ওসব কেয়ার করেনা, তাই অন্য রাজ্যে প্রোজেক্ট হতেও অসুবিধে হয়না। সেইজন্যই সিঙ্গুর আর নন্দীগ্রামে প্রোজেক্ট যতোটা সহজে আটকে দেওয়া গেছিল, অন্য রাজ্যে ওরকম দুদুটো বড়ো প্রোজেক্ট অতোটা সহজে আটকানো যেতোনা। তো এখন পবতে ঢালাও সিঙ্গাপুরি কলার চাষ ছাড়া আর কিছু তো হচ্ছেনা :p
  • ranjan roy | 113.240.98.104 | ১২ জানুয়ারি ২০১৫ ০৮:৫১588894
  • সব তুলনাই লেভেল গ্রাউন্ডে হয়।
    কাজেই তুলনাটা একটি নির্দিষ্ট কাল খন্ডে নির্দিষ্ট রাজ্যগুলোর মধ্যে একই প্যারামিটারে দেখতে হবে। যদি ২০০৪-২০১১র মধ্যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ এর দাবি করি তাহলে শুধু সেই পিরিয়ডে রাজ্যগুলোর মধ্যে নেট জব ক্রিয়েশন ও পার ক্যাপিটা জব ক্রিয়েশন এর তুলনা করতে হবে।
    ফলে ঃ
    ১)"মানে ১৯৭৯-এ আমার বাবার চাকরী গেলে আর ২০০৯-এ আমার চাকরী হলে বাম আমলে নীট চাকরী সৃষ্টির সংখ্যা শুন্য। তাইতো?"
    এবং
    ২)"তাহলে তো মহারাষ্ট্রে যত হোসিয়ারি কারখানা বন্ধ হয়েছে তার ফারাক দিয়ে সেখানকার নতুন চাকরীর হিসেব করতে হয়।"
    দুটোই অবান্তর এবং অন্ধ সিপিএম ভক্তির এঁড়ে তক্কো!
    মহারাষ্ট্রে কাপড়ের কল কোন পিরিয়ডে বন্ধ হয়েছিল?
    ৩)"কস্মিন কালেও এমন হিসেব কাউকে করতে শুনিনি।"
    --- আমি/আপনি এমন অনেক কিছুই শুনিনি। শোনার জন্যে কান খোলা রাখতে হয়, শুধু নিজেদের পছন্দের নগর সংকীর্তন শুনলে হয় না।
    dcর বক্তব্যের থেকেই দেখতে পারছেন আমি কি বলছি আর বাম সরকারের লেবার রিপোর্ট দেখুন, তাহলেই ধরতে পারবেন।
    ৪) পিটির লিং থেকেই দেখা যাচ্ছে কমরেডরা দাবী করছেন যে বঙ্গে শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের জোয়ার এসেছে মূলতঃ মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে জোর দেওয়ায়, যা নিয়ে এই পাতায় খুব হাসাহাসি হয়।ঃ)))
  • dc | 213.109.107.251 | ১২ জানুয়ারি ২০১৫ ০৯:০১588895
  • "বঙ্গে শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের জোয়ার এসেছে মূলতঃ মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে জোর দেওয়ায়, যা নিয়ে এই পাতায় খুব হাসাহাসি হয়"

    আমার মনে হয় বড়ো, মাঝারি, ছোট তিনরকম সেক্টরেই জোর দেওয়া উচিত। বড়ো শিল্পে জোর দেওয়ার সুবিধে হচ্ছে, ওখান থেকে ইনডাইরেক্টলি মাঝারি আর ছোট শিল্পেও জব ক্রিয়েশন হবে। কেউ যদি মনে করে আমি শুধু ছোট আর মাঝারিতে জোর দেব আর বড়ো প্রোজেক্ট আটকে দেব, তাহলে ভুল করবে। কয়েকদিন আগে কলকাতায় ঘুরে এলাম, আমার অনেক আত্নীয় আর বন্ধুরা বলছিলো কলকাতায় চাকরির সুযোগের কি অভাব। শুধু ছোট আর মাঝারিতে জোর দিলে বোধায় এটাই হবে।
  • PT | 213.110.246.230 | ১২ জানুয়ারি ২০১৫ ০৯:০৭588896
  • হিন্দুতে প্রকাশিত তথ্য আলিমুদ্দিনে তৈরি নয়। ওটা রাজ্যসভাতেও লিখিত ভাবে পেশ করা হয়েছে। কাজেই ঐ খবরটি একেবারেই জলে ফেলে দেওয়ার মত তথ্য নয়।

    তাই এত কথার দরকার নেই। শুধু জানান যে গুজরাত-পব-র তুলনামুলক আলোচনাতে যাওয়ার আগে আপনি গুজরাত প্রসঙ্গে হোম ওয়ার্ক করে (জব লস ইত্যাদি) তারপরে আপনার বক্তব্য রেখেছিলেন।

    তাছাড়া ২০০৪-এ কোন কারখানা বন্ধ হলে আর ২০১১-তে চাকরী তৈরি হলে সেটা চাকরী সৃষ্টি বলে ধরা হবে না এই সব কুযুক্তি শুধুই হাস্যরসের সৃষ্টি করবে।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১২ জানুয়ারি ২০১৫ ০৯:২৭588897
  • পিটিবাবুর প্রফেশনাল বিষয় কি 'এঁড়ে তক্কো'?
  • ranjan roy | 113.240.98.104 | ১২ জানুয়ারি ২০১৫ ০৯:৩৩588898
  • হে হে! দিদিও লিখিত ভাবে দেখিয়েছেন , আবার কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির সামনে বলেছেন যে গ্রোথ প্রতিশতে বঙ্গ গত বছরে গোটা ভারতের গড়ের থেকে অনেক এগিয়ে।
    আপনি মেনে নেবেন?
    হিন্দুতে বেরোলে আর রাজ্যসভাতে পেশ করলে সেটাকে আলোচনা করা যাবে না? কোনট কুযুক্তি?
    dcর দেওয়া লিংকে ওই হিন্দুর রিপোর্ট নিয়ে একজন খ্যাতনামা প্রফেসর "লিখিত ভাবে" দেখিয়েছেন যে এই ধরণের রিপোর্ট প্রকাশ করার আগে সম্পাদক ও রিপোর্টারের স্ট্যটিসটিক্সে কিছু বেসিক কোর্স করা দরকার। কেন দরকার তাও বলেছেন।
    সেটা দেখবেন না?
    আপনি সবার থেকে "আপনি আগে বলুন" বলে ডিমান্ড করেন, নিজে বলেন না/
    এবার আপনি আগে বলুন যে আপনি বাম সরকারের শ্রমদপ্তরের প্রকাশিত কারখানা বন্ধ ও জব লসের রিপোর্টের স্টাডি করেছেন কি না?
    আর হাসি পেলে খুব হাসছেন। তিনবার হাসুন। ২০০৯, ২০১১ তে হেসেছেন। এবার ২০১৬ তে হাসার জন্যে তৈরি হোন। অট্টহাসি, মুচকি হাসি না দেঁতো হাসি?
  • PT | 213.110.246.230 | ১২ জানুয়ারি ২০১৫ ০৯:৪৮588899
  • কুযুক্তি একের অধিক আর সব কিছুরই শুরু ঐ অন্ধ সিপিএম বিরোধীতা।

    যে প্যারামিটার ধরে পব-র গ্রোথ ২৪ থেকে ৮-এ নামিয়েছেন সেগুলো ধরে গুজরাতের গ্রোথ কোথায় নামে তা জানননি। তাই এই jobless growth-এর সোনার সময়ে গুজরাতের job creation-এর গতি কোথায় তা জানা গেল না। তাই অন্যের মুখে ঝাল খেয়ে শুধু পবর বিরোধীতা করা বন্ধ করুন।

    আর আপনি তিন কেন দরকার হলে তেত্তিরিশ বার হাসুন। কিন্তু ২০০৪-এ একটা চটের কারখানা বন্ধ হলে আর ২০১১-তে IT সেক্টরে একটা নতুন দোকান খুললে সেটা দিয়ে গড় জব লসের হিসেব করার প্রচেষ্টাটা নিছকই মুর্খামি। কেননা ২০১১-তে দশটা নতুন IT-র দোকান খুললেও সেখানে চটকলের শ্রমিককে চাকরী দেওয়া যাবেনা।

    তবে আপনার এই কুযুক্তি যে বিজেপিকে আগামী নির্বাচনে বিপুলভাবে সাহায্য করবে সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশই নেই।
  • ranjan roy | 113.240.98.104 | ১২ জানুয়ারি ২০১৫ ১০:৩০588901
  • রাগের চোটে কিছুই পড়ছেন না। আমি ৮% এ নামাই নি, ডিসির দেওয়া লিং এর চার্ট দেখুন। তাতে অবশ্যই গুজরাট বঙ্গের পেছনে আছে, কিন্তু গায়ে গায়ে। বৃন্দা কারাত বা হিন্দুর মত নয়,
    আর নিজের মুখে ঝাল খাওয়া?
    বৃন্দা বা হিন্দুর মুখ তাহলে আপনার মুখ?
    আমার বক্তব্যের মূলে কি জেনেই বসে আছেন? নিজের বক্তব্যের মূলে?
    এসব আঙুল তোলা ছেড়ে বক্তব্য নিয়ে কথা বলুন।
    হিন্দুর রিপোর্টের যা হাল ইকনমিক্সের বিদেশি অধ্যাপকটি করেছেন (dcর লিং দেখুন) তার পরেও এত কথা? নাকি ওই বিদেশি অধ্যাপকও অন্ধ সিপিএম বিরোধী বা সাম্রাজ্যবাদের দালাল?
  • PT | 213.110.246.230 | ১২ জানুয়ারি ২০১৫ ১০:৩৭588902
  • আরে ধুস, আসল কথাটাই বোঝার চেষ্টা করছেন না। যে প্যারামিটার পব-র ক্ষেত্রে apply করা হয়েছে সেটা গুজরাতের ক্ষেত্রেও করা হয়েছে কিনা? সে ব্যাপারে আপনি নীরবতা পালন করছেন কেন?

    আর আপনার সিপিএম বিদ্বেষ আবার প্রকট হল। বৃন্দা বা হিন্দু কেউই ঐ সংখ্যাতত্ব সৃষ্টি করেনি। করেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত একটি সংস্থা NSSO। সেখানে সকল মুর্খ একসাথে বসে আছ সেটা বিশ্বাস করা একটু চাপের।
  • dc | 213.109.107.251 | ১২ জানুয়ারি ২০১৫ ১০:৫৩588903
  • PT একটু ভুল করছেন। যে প্রফ রিপোর্টটার সমালোচনা করেছেন, দেখুন উনি সব কটা রাজ্যেরই পার ক্যাপিটা হিসেব কষে দেখিয়েছেন। পব আর গুজরাট দুটোরই পার ক্যাপিটা হিসেব আছে।

    তবে আমার পয়েন্ট ছিল, পার ক্যাপিটা হিসাবেও পব গুজরাটের আগেই আছে, আর সেটা আমার বেশ তাত্পর্য্যপূর্ণ মনে হয়েছে। মানে পার ক্যাপিটা হিসেবেও ভালোমতো জব ক্রিয়েশন হয়েছিল। সেইজন্যই বলেছি যে বড়ো প্রোজেক্টগুলো করতে পারলে পবর জব সিনারিও আর ইনভেস্টমেন্ট সিনারিও আজ একেবারেই অন্যরকম হতো। রঞ্জনবাবু যে জব লস বা ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার কথা বলছেন সেটা কভার হয়ে যেত।
  • dc | 213.109.107.251 | ১২ জানুয়ারি ২০১৫ ১০:৫৯588904
  • আগের পোস্টটা শেষ হয়নি।

    জব লস কভার হয়ে যেত মানে কিন্তু এই নয় যে চটকলে বা অন্য স্মল সেক্টরে যারা চাকরি হারিয়েছেন তাদের সব্বাই আবার অন্য কোথাও চাকরি পেয়ে যেতেন। সেটা কখনৈ হয়্না। তবে নেট জব ক্রিয়েশন পজিটিভ হওয়া মানে যতোজন চাকরি হারাচ্ছেন তার থেকে বেশীজন চাকরি পাচ্ছেন। বড়ো ইন্ডাস্ট্রি তৈরি হতে থাকলে নেট জব ক্রিয়েশন পজিটিভ হয়, ফলে পাঁচ-দশ বছরে রাজ্যের অর্থনীতিও একটু বেটার হয়। এই প্রসেসটা জ্যোতিবাবুর আমলে থেমে গেছিল, বুদ্ধবাবু সেটা শুরু করেছিলেন, মমতার আমলে আবার থেমে গেছে।
  • ASG | 192.75.25.67 | ১২ জানুয়ারি ২০১৫ ১১:১৪588905
  • সময় খারাপ হলে বহু সংস্থা বলে থাকে যে কেবল অবসর নেওয়া কর্মীদের জায়গায় লোক নেওয়া হবে. এছাড়া আর লোক নেওয়া হবেনা. এবার এইযে নতুন যারা কাজে যোগ দিচ্ছে, তাদের সংখ্যা কি নতুন জব ক্রিয়েশন হিসেবে ধরা উচিত? তাছাড়া কোনো সানসেট সেক্টর যেমন জুট মিল ইত্যাদিতে জব কমে যাচ্ছে আবার আই টি তে নতুন নিয়োগ হচ্ছে. এতে তো কর্মহীনের সংখ্যা কমছেনা. জনসংখ্যার হিসেবে যখন জন্ম ও মৃত্যর নেট বৃদ্ধি কে ধরা হয়, এখানেও প্রতি বছরের নেট জব ক্রিয়েশন কে ধরা উচিত. এই ভাবে ধরলে পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয়.
  • ন্যাড়া | 172.233.205.42 | ১২ জানুয়ারি ২০১৫ ১১:১৯588906
  • সিপিয়েম যা করে গেছে তাতে আগামী বছর দশেক অন্ধ সিপিয়েম বিদ্বেষ কারুর না থাকলে তাকে সাইকায়াট্রিস্ট দেখানো উচিত।
  • - | 109.133.152.163 | ১২ জানুয়ারি ২০১৫ ১১:২১588907
  • ১১টা১৯-কে ক-য়ের চেয়েও বেশী কিছু দিতে পারতাম যদি! খুব, খুব সত্যি কথা।
  • PM | 122.79.37.39 | ১২ জানুয়ারি ২০১৫ ১১:৪৬588908
  • Rন্জনদা, শিল্পে জব লস হবেই। কেউ ঠেকাতে পারবে না। প্রোডাক্ট পুরোনো হবে, ইনেফিসিয়েন্সির খেসারট দিতে হবে। এই গ্লোবালাইসএসনের যুগে পুরোনো ইন্ডাস্ট্রি বন্ধ হবেই। আমরা না চাইলেও এটাই বাস্তবতা। পঃবঃ তেও হবে গুজরাটেও হবে। প্রশ্ন হলো কতো নতুন জব তৈরী হচ্চে
    আর হ্যা, বন্ধ শিল্পের জমি পুনর্ব্যবহারের জন্য শক্ত পোক্ত আইন চাই
  • PM | 122.79.37.39 | ১২ জানুয়ারি ২০১৫ ১১:৪৯588909
  • আঅর কাউকে না হোক ন্যড়াকে দেখানো উচিত এব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্রুত সুস্থ্য হয়ে উঠুন
  • Arpan | 233.227.174.70 | ১২ জানুয়ারি ২০১৫ ১২:০১588910
  • ২০১৯ নাগাদ ন্যাড়াদা কেন অনেকেই সিপিয়েমকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে শুরু করবেন।

    এত অধৈয্যো হলে চলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন