এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৭৫১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • adhuli | 190.148.69.210 | ১৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৬588946
  • সিকি মাইন্ড রিডার। আমি জাস্ট এটাই লিখতে যাচ্ছিলুম।
  • dc | 133.201.212.17 | ১৩ জানুয়ারি ২০১৫ ১২:০৬588947
  • PM আর আধুলি, আপনাদের যুক্তি অস্বীকার করছিনা। এমনিতেও কোন ঘটনা তো কখনো লিনিয়ার হয়না, অনেকগুলো ফ্যাক্টর থাকে। সফল পলিটিশিয়ানরা এইসব ঘটনাতে প্রফিট ম্যাক্সিমাইজ করতে করতে এগোন, যারা সেটা পারেন না তারা ব্যর্থ হন।

    মমতার ওপর সারদার সাংঘাতিক চাপ সে তো বটেই। এটাও লিখলাম যে উল্টোদিকে মোদী-শাহের মতো জুটি, যারা সবরকম প্রত্যক্ষ আর পরোক্ষ চাপের খেলায় ওস্তাদ। তো এই যে মমতা এক পা পিছিয়ে দু পা এগোলেন, মানে ভিসিকে রিজাইন করিয়ে একটা পজিটিভ পাবলিসিটি বানালেন, সেটাতে আমার মনে হচ্ছে এই দানটা উনি বেশ ভালো দিলেন।

    আরেকটা কথা, একটা আন্দোলন দানা বাঁধতে দিয়ে তারপর সেটাকে ডিফিউজ করাটাও একটা পলিটিকাল আর্ট। যাদবপুরের আন্দোলনের একেবারে প্রথমেই যদি ভিসিকে রিজাইন করাতেন, তাহলে কি মমতা আজকের মতো পাবলিসিটি পেতেন? বরং আগে রিজাইন করালে রাজ্য সরকারের ব্যর্থতা আরো বেশী ফুটে উঠত। সেটা না করে আন্দোলনটাকে একটা প্রেসার পয়েন্ট পর্য্যন্ত যেতে দিয়ে তারপর যে ডিফিউজ করা হলো, এটাতে কিন্তু মমতা মরাল হাই গ্রাউন্ডটা একটু বেশী পেলেন। এবার ওনার পাবলিসিটি মেশিনারি আবার প্রচার করতে শুরু করবে, দিদি কতো দরদী, দিদি ছাত্রদের কথা ভাবে ইত্যাদি। "দিদি" ইমেজটায় বহুদিন পরে আবার একটু হাওয়া পড়লো। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা কাল যে দানটা খেললেন সেটার মাইলেজ উনি খুব ভালোই পাবেন।
  • dc | 133.201.212.17 | ১৩ জানুয়ারি ২০১৫ ১২:১২588948
  • "সিঙ্গুর আন্দোলনের সময় চুড়ান্ত চাপেও তিনি পেছন নি।"

    PM, সিঙ্গুর আন্দোলনের সময় মমতার পেছনোর কোন প্রশ্নই ছিলনা। খেলাটা ওনার দিক দিয়ে দেখুন, আমার বা আপনার দিক দিয়ে নয়। সিঙ্গুর আন্দোলনে মমতা রাজ্য সরকারকে পুরো বেকায়দা করে ফেলেছিলেন। ওনার প্রফিট ম্যাক্সিমাইজ মুভ ছিল ওই আন্দোলনটাকে জিইয়ে রাখা আর যে করে হোক কারখানাটা বন্ধ করা। ঠিক সেটাই উনি করেছেন, মেধা, অনুরাধা ইত্যাদিদের ব্যবহার করে টাটাদের তাড়িয়ে ছেড়েছেন। ওখানে উনি কেন পিছিয়ে আসবেন। কারখানা বন্ধ হলে ইকোনমির বেহাল অবস্থা হবে, তাতে ওনার কি? ওনার অবজেক্টিভ তো ছিল ক্ষমতা দখল করা।
  • তাপস | 233.29.204.178 | ১৩ জানুয়ারি ২০১৫ ১২:২২588949
  • কাগ বাইরে তাই মদ অন্দরে - আর কুলুকুলু ধ্বনি - এর বেশি বলা বারণ
  • তাপস | 233.29.204.178 | ১৩ জানুয়ারি ২০১৫ ১২:২২588950
  • কুলকুল *
  • কল্লোল | 125.242.152.172 | ১৩ জানুয়ারি ২০১৫ ১৫:৫০588951
  • রবিঠাকুরের দূরদর্শিতার জবাব নাই।
  • PT | 213.110.246.22 | ১৩ জানুয়ারি ২০১৫ ১৮:৫২588952
  • "আর মমতা সরকার ভালো পারফরমান্স দেখালে, সেটা বাম সরকারের ফেলে যাওয়া সোনার গহনার দ্যুতি আর খারাপ পারফরমান্স মানে গুড়ের কলসি তে বালি ফেলা তাই তো?"

    লিংটা পড়েননি বুঝলাম। ওখানে বলা আছে "With over 43,000 jobs generated in the small and medium enterprises (SMEs) sector between April 2011 and up to February 15, 2012"। মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন 20 May 2011-থেকে। তিনি ক্ষমতায় যাওয়ার আগে থেকেই কি করে চাকরী সৃষ্টিতে লেগে পড়লেন কে জানে!! আর small and medium enterprises মানে বিড়িশিল্প!!

    কার সঙ্গে তক্ক করছি?
  • sm | 233.223.159.109 | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:১১588953
  • স্মল এন্ড মিডিয়াম সেক্টর, মানে তো আপনার কাছে শ্রমনিবিড় বিড়ি শিল্প। তা এযাত্রা, এটাই আপনার মুখ রক্ষা করলো, কি বলেন !
    -----
    পুরো পোস্ট টা ভালো করে পড়ুন, বিশেষ করে "এযাত্রা" শব্দটি। অর্থাত স্মল এন্ড মিডিয়াম সেক্টর এর জব ক্রিয়েশন পুরোটাই বাম সরকারে কৃতিত্ব, তাই "আপনার মুখ রক্ষার" কথা বলা হয়েছে।আপনি সাদা বাংলার অন্য মানে করলে আমি অসহায়।
    তবে শ্রম নিবিড় বলতে বিড়ি শিল্প বোঝায়, সেটা আপনি ই অতীতে বহুবার বক্রক্ত্যি করেছেন। এক্ষেত্রে আপনার সিলেক্টিভ এমনেশিয়াও লক্ষনীয়।
  • ranjan roy | 24.99.49.180 | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৫২588954
  • আমার আর কিচ্ছুটি বলার দরকার নেই।
    পিটি ও ডিসির লিং গুলৈ যথেষ্ট।
    পিটি আর ডিসি যা লিং দিলেন তা থেকে এই কথা গুলো স্পষ্টঃ
    ১) যে হিন্দু আর শ্রীমতী কারাতের রিপোর্ট উদ্ধৃত করে পিটি বিরাট ইয়ে করছিলেন তাকে ধুয়ে দিয়েছেন বিদেশি অর্থনীতির অধ্যাপক।
    ২) পিটির অ্যাসোচাম লিং অনুযায়ী বঙ্গ যদি কিছুতে কয়েক বছর আগে গোটা ভারতকে টেক্কা দিয়ে থাকে তা হল স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজে ( তা বাম বা ডান যেই করে থাকুক।)
    ৩) অবশ্যই ডিসি যা বলছেন সত্যি-- যে শুধু স্মল ও মিডিয়াম নয়, বৃহৎ শিল্পও দরকার। শুধু একটা দিয়ে চলে না।
    তবে ইকনমিক্স অনুযায়ী অল্পকালীন জব ক্রিয়েট করতে স্মল ও মিডিয়াম বৃহৎ শিল্পের থেকে বেশি কার্যকর।
    কারণ, অ) এর জেস্টেশন পিরিয়ড ছোট; ফলে বিনিয়োগের অল্পদিনের মধ্যেই উৎপাদন শুরু হয়,আউটপুট আসে, জব ক্রিয়েশন সম্ভব হয়।
    ব) এই শিলপগুলো অপেক্ষাকৃত ভাবে অনেক বেশি শ্রমনিবিড় হয়; বৃহৎ শিল্প অনেক বেশি পুঁজি নিবিড়। ফলে জব পার ইউনিট অফ ইনভেস্টমেন্ট রেশিও অনেক হাই।
    স) উপরোক্ত কারণেই এই ধরণের শিল্পে স্থানীয় লোকের নিযুক্তি বেশি হয়; কারণ বড় শিল্পে অনেক উচ্চস্তরের স্কিল দরকার হয়। ফলে স্থানীয় বিস্থাপিত লোকজনের চেয়ে বাইরের টেকনলজি দক্ষ লোকেরা বেশি কাজ পায়।
    তাই বঙ্গে বৃহৎ শিল্পের বৃদ্ধিতে বিস্থাপিত লোকজনের তুলনায় অপেক্ষাকৃত দক্ষ অন্য রাজ্যের লোক কাজ পাবে।

    এর মধ্যে বিবেক দেবরায়কে টেনে আনা বা ওঁর মত প্রাতিষ্ঠানিক বড় অর্থনীতিবিদের সঙ্গে গুচ তে আড্ডা মারতে দু'চার কথা লেখা হরিদাস পাল রঞ্জনের তুলনা ("তবে বিবেকের চাইতে বেশী ভাল লিখতে পারেননি সেটা বলতে পারি।")
    শুধু অনাবশ্যকই নয়, ছেলেমানুষির চরম!
    আপনার প্রবলেম ইকনমিক্স না বোঝা নয়, প্রবলেম হল \ যাক গে!
  • ranjan roy | 24.99.49.180 | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৫২588955
  • আমার আর কিচ্ছুটি বলার দরকার নেই।
    পিটি ও ডিসির লিং গুলৈ যথেষ্ট।
    পিটি আর ডিসি যা লিং দিলেন তা থেকে এই কথা গুলো স্পষ্টঃ
    ১) যে হিন্দু আর শ্রীমতী কারাতের রিপোর্ট উদ্ধৃত করে পিটি বিরাট ইয়ে করছিলেন তাকে ধুয়ে দিয়েছেন বিদেশি অর্থনীতির অধ্যাপক।
    ২) পিটির অ্যাসোচাম লিং অনুযায়ী বঙ্গ যদি কিছুতে কয়েক বছর আগে গোটা ভারতকে টেক্কা দিয়ে থাকে তা হল স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজে ( তা বাম বা ডান যেই করে থাকুক।)
    ৩) অবশ্যই ডিসি যা বলছেন সত্যি-- যে শুধু স্মল ও মিডিয়াম নয়, বৃহৎ শিল্পও দরকার। শুধু একটা দিয়ে চলে না।
    তবে ইকনমিক্স অনুযায়ী অল্পকালীন জব ক্রিয়েট করতে স্মল ও মিডিয়াম বৃহৎ শিল্পের থেকে বেশি কার্যকর।
    কারণ, অ) এর জেস্টেশন পিরিয়ড ছোট; ফলে বিনিয়োগের অল্পদিনের মধ্যেই উৎপাদন শুরু হয়,আউটপুট আসে, জব ক্রিয়েশন সম্ভব হয়।
    ব) এই শিলপগুলো অপেক্ষাকৃত ভাবে অনেক বেশি শ্রমনিবিড় হয়; বৃহৎ শিল্প অনেক বেশি পুঁজি নিবিড়। ফলে জব পার ইউনিট অফ ইনভেস্টমেন্ট রেশিও অনেক হাই।
    স) উপরোক্ত কারণেই এই ধরণের শিল্পে স্থানীয় লোকের নিযুক্তি বেশি হয়; কারণ বড় শিল্পে অনেক উচ্চস্তরের স্কিল দরকার হয়। ফলে স্থানীয় বিস্থাপিত লোকজনের চেয়ে বাইরের টেকনলজি দক্ষ লোকেরা বেশি কাজ পায়।
    তাই বঙ্গে বৃহৎ শিল্পের বৃদ্ধিতে বিস্থাপিত লোকজনের তুলনায় অপেক্ষাকৃত দক্ষ অন্য রাজ্যের লোক কাজ পাবে।

    এর মধ্যে বিবেক দেবরায়কে টেনে আনা বা ওঁর মত প্রাতিষ্ঠানিক বড় অর্থনীতিবিদের সঙ্গে গুচ তে আড্ডা মারতে দু'চার কথা লেখা হরিদাস পাল রঞ্জনের তুলনা ("তবে বিবেকের চাইতে বেশী ভাল লিখতে পারেননি সেটা বলতে পারি।")
    শুধু অনাবশ্যকই নয়, ছেলেমানুষির চরম!
    আপনার প্রবলেম ইকনমিক্স না বোঝা নয়, প্রবলেম হল \ যাক গে!
  • ranjan roy | 24.99.49.180 | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৫২588957
  • আমার আর কিচ্ছুটি বলার দরকার নেই।
    পিটি ও ডিসির লিং গুলৈ যথেষ্ট।
    পিটি আর ডিসি যা লিং দিলেন তা থেকে এই কথা গুলো স্পষ্টঃ
    ১) যে হিন্দু আর শ্রীমতী কারাতের রিপোর্ট উদ্ধৃত করে পিটি বিরাট ইয়ে করছিলেন তাকে ধুয়ে দিয়েছেন বিদেশি অর্থনীতির অধ্যাপক।
    ২) পিটির অ্যাসোচাম লিং অনুযায়ী বঙ্গ যদি কিছুতে কয়েক বছর আগে গোটা ভারতকে টেক্কা দিয়ে থাকে তা হল স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজে ( তা বাম বা ডান যেই করে থাকুক।)
    ৩) অবশ্যই ডিসি যা বলছেন সত্যি-- যে শুধু স্মল ও মিডিয়াম নয়, বৃহৎ শিল্পও দরকার। শুধু একটা দিয়ে চলে না।
    তবে ইকনমিক্স অনুযায়ী অল্পকালীন জব ক্রিয়েট করতে স্মল ও মিডিয়াম বৃহৎ শিল্পের থেকে বেশি কার্যকর।
    কারণ, অ) এর জেস্টেশন পিরিয়ড ছোট; ফলে বিনিয়োগের অল্পদিনের মধ্যেই উৎপাদন শুরু হয়,আউটপুট আসে, জব ক্রিয়েশন সম্ভব হয়।
    ব) এই শিলপগুলো অপেক্ষাকৃত ভাবে অনেক বেশি শ্রমনিবিড় হয়; বৃহৎ শিল্প অনেক বেশি পুঁজি নিবিড়। ফলে জব পার ইউনিট অফ ইনভেস্টমেন্ট রেশিও অনেক হাই।
    স) উপরোক্ত কারণেই এই ধরণের শিল্পে স্থানীয় লোকের নিযুক্তি বেশি হয়; কারণ বড় শিল্পে অনেক উচ্চস্তরের স্কিল দরকার হয়। ফলে স্থানীয় বিস্থাপিত লোকজনের চেয়ে বাইরের টেকনলজি দক্ষ লোকেরা বেশি কাজ পায়।
    তাই বঙ্গে বৃহৎ শিল্পের বৃদ্ধিতে বিস্থাপিত লোকজনের তুলনায় অপেক্ষাকৃত দক্ষ অন্য রাজ্যের লোক কাজ পাবে।

    এর মধ্যে বিবেক দেবরায়কে টেনে আনা বা ওঁর মত প্রাতিষ্ঠানিক বড় অর্থনীতিবিদের সঙ্গে গুচ তে আড্ডা মারতে দু'চার কথা লেখা হরিদাস পাল রঞ্জনের তুলনা ("তবে বিবেকের চাইতে বেশী ভাল লিখতে পারেননি সেটা বলতে পারি।")
    শুধু অনাবশ্যকই নয়, ছেলেমানুষির চরম!
    আপনার প্রবলেম ইকনমিক্স না বোঝা নয়, প্রবলেম হল \ যাক গে!
  • ranjan roy | 24.99.49.180 | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:০২588958
  • সিবিআইয়ের ডাক পাঠানোর ওয়েভ দেখে আমার মনেও গান কুলকুলিয়ে উঠছেঃ
    " ফিরে ফিরে ডাক দেখিরে, পরাণ খুলে ডাক, ডাক, ডাক, !
    দেখব কেমন রয় "সে" দুরে, ডাক, ডাক, ডাক!
    ডাক সকালে, রাত্রিবেলায়,ক্ষণে ক্ষণে"
  • Abhyu | 107.81.101.128 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৭:৪০588959
  • আর কাল ভাটে যে গান দিয়েছিলাম সেটা রঞ্জনদা দেখেন নি! http://www.tinyurl.com/pnva6y6

    যাক, মার্সকবাদে বিশ্বাস হারাননি অনেকেই :)
  • PT | 213.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৮:১৬588960
  • "যে হিন্দু আর শ্রীমতী কারাতের রিপোর্ট উদ্ধৃত করে পিটি বিরাট ইয়ে করছিলেন তাকে ধুয়ে দিয়েছেন বিদেশি অর্থনীতির অধ্যাপক।"

    আবার ইচ্ছাকৃত ভাবে একটা ভুল তথ্য নিয়ে লড়ে যাচ্ছেন। ঐ রিপোর্টটি তৈরি করেছে একটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত একটি সংস্থা NSSO।
  • ranjan roy | 113.242.197.87 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৮:১৯588961
  • অভ্যুঃ)))
    গানটি এক্ষুণি শুনলাম!
  • PT | 213.110.246.23 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৮:২৯588962
  • ....আর কলম্বিয়ার ঐ ব্যক্তিটি বিশেষ "ধুয়ে" দেননি। তাঁর ব্যবহৃত শব্দটি হচ্ছে "much less dramatic"। কিন্তু ঐ normalisation ইত্যাদির পরেও পব কাজ সৃষ্টিতে গুজরাতকে তো বটেই, বাম-বিরোধীদের বহু ব্যবহৃত উদাহরণ তামিলনাডুকেও পব পেছনে ফেলে দিয়েছে। সেতা RR কেন বলছেন না কে জানে!!
  • SC | 34.3.17.255 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৮:৩৫588963
  • তিনোদের দলে যারা নাম লিখিয়েছিল, এদের মধ্যে বেশিরভাগ কোনো লয়ালটি থেকে নাম লেখায়নি। ভালো সময়ের বন্ধু এরা অনেকেই, সুতরাং তরী ডুবছে দেখলে অনেকেই অন্য শিবিরে একটা পা বাড়িয়ে রেখেছে।
    মুকুল বাজার সরকারের ভূমিকা পালন করে একধারসে যেসব পঞ্চায়েত, জেলা পরিষদ কিনেছিলেন, এবার তাদের সকলের যাওয়ার লাইন পড়বে.।সেই ভাঙ্গন আটকাতে ত্রিনমুলেশ্বরির একটাই স্ট্রাটেজি, পদত্যাগ ও ভোট। আর এই পদত্যাগ/শহীদ/ভোট এটা মমতা বন্দোপাধ্যায়ের প্লে বুকের সবচেয়ে পরীক্ষিত স্ট্রাটেজি। সুতরাং, মিলিয়ে নেবেন মমতা যে শহীদ তাস খেলবেন কয়েক মাসের মধ্যেই। মুকুল এর কেসটা কি হয় সেটা দেখার পরেই।
    লক্ষ লক্ষ মুকুল বিজেপির সাথে ব্যাক চ্যানেল খোলা রাখছে।
  • aranya | 154.160.5.103 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৮:৪১588964
  • পিটি-র চার্ট-টা তো মারাত্মক, হোম স্টেট এত ভাল করছিল!!
  • !! | 59.207.249.211 | ১৪ জানুয়ারি ২০১৫ ১০:১৪588965
  • আচ্ছা রঞ্জন এই যে কেমিষ্ট্রি নিয়ে পিটি কে খোঁচা দিল এটা বোধহয় ব্যক্তিগত নয় তাই না? নইলে তো গুরুর প্রতিবাদী জনতা ওনাকে বকে দিত তাই না - কারণ ওনারাই সবাইকে বলেন বক্তব্য নিয়ে কথা বলুন ব্যক্তি নয় - কি জানি একটু কম বুঝি তো
  • কল্লোল | 111.63.193.248 | ১৪ জানুয়ারি ২০১৫ ১১:২৬588968
  • !! - রঞ্জন পিটিকে কেমিস্ট্রি নিয়ে খোঁচা দিলো নাকি? কোথায়?
  • de | 69.185.236.52 | ১৪ জানুয়ারি ২০১৫ ১২:৩৭588969
  • আহা শুধু চাষীভাইরাই নয় - ঘরে ঘরে বোমা বানানোর কুটীরসিল্পোর কথা ভুলবেন না কমরেড!

    এই সিল্পোই আমাদের ভবিষ্যত!
  • PM | 122.79.38.10 | ১৪ জানুয়ারি ২০১৫ ১২:৪৯588970
  • রন্জনদা বারবার NSSO রিপোর্টকে বৃন্দা কারাটের রিপোর্ট বলছেন কেনো? আমি জনগননার রিপোর্ট রেফার করলে কি সেটা PM এর জনগননার রিপোর্ট হয়ে যাবে ? ঃ)
  • PM | 122.79.38.10 | ১৪ জানুয়ারি ২০১৫ ১২:৫১588971
  • PT র লাস্ট গ্রফটা বুঝতে অসুবিধা হচ্ছে। মুল রিপোর্টের লিন্ক চাই
  • sm | 233.223.159.109 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৩:০৫588972
  • আগে একটা লিংক দিয়েছিলাম বোধহয় ২০১২ সালে, ইনফি বলেছিল জমি ফেরত দেবে। এখনো তো দেয় নি। তাহলে কি করে বোঝা গেল তারা জমি ফেরত দেবে?ফেরত দিলেও কোনো ক্ষতি নাই। কারণ জমির বর্তমান মূল্য কয়েকশ কোটি টাকা। বরঞ্চ তারা বুঝিয়ে বলুক কেন সেজ ছাড়া এক পা এগোতে পারছে না।যেখানে কোম্পানি বাম্পার বোনাস দিচ্ছে। তবে এক্ষেত্রে সরকারের ও জনগণ কে বোঝানো দরকার কেন সেজ নয়?

    আর শালবনী তে সরকারের পক্ষ থেকে কোনো বিরূপতা সৃষ্টি করা হয়নি। এখানে জিন্দাল রা কেন কারখানা করতে পারবেনা ; তাদেরই ব্যাখ্যা দেবার কথা। কোনো প্রকল্পের নাম করে আইন মাফিক সরকার কৃষকের জমি কেড়ে নিতে পারলে ঠিক আছে, কিন্তু শিল্পপতি অধিগৃহীত জমি তে কারখানা না করতে পারলেও সরকারের ঘাড়েই দোষ ?
  • PM | 122.79.38.10 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৩:১৮588973
  • ভাই sm তার আগে আপনি বলুন ইন্ফি এখানে ডেলিভেরি সেন্টার করার জন্য যে লস হবে (সেজ না পাওয়ার জন্য) সেটা কি করে শেয়ার হোল্ডারদের বোঝাবে? ধরুন আপনি ইন্ফির শেয়ার হোল্ডার, আপনাকে আমি বোঝচ্ছি " যদিও পঃবঃএ সেন্টার করার জন্য আপনি ডিভিডেন্ড ২০% কম পাবেন তবুও দিদিকে সমর্থন করার জন্য আর রাজ্যকে ভালোবাসার জন্য জয়্পুরের থেকে কলকাতাকে বাছ হচ্ছে। যদিও জয়্পুরে সেন্টার হলে SEZ পাওয়া যাবে আর আপনার ডিভিডেন্ড কমবে না " শেয়ার হোল্ডার হিসেবে আপনি ইন্ভেস্ট করেছেন কোম্পানীতে প্রফিটের জন্য । কেনো এই প্রস্তাব আপনি অ্যাপ্রুভ করবেন? কিছু কারন দেখান প্লিজ।
  • dc | 133.201.213.125 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৩:৩০588974
  • sm, ইনফি জিন্দাল আরো সবাই নিশ্চয়ই করে ব্যাখ্যা দিক, প্রচুর ব্যাখ্যা দিক। ব্যাখ্যা না দিলে যেন ওদের সব্বাইকে পব থেকে বার করে দেওয়া হয় ঃ-) আমি ভাবছি এই তালে ইনফি বা অন্যদের ইনভেস্টমেন্টগুলো যদি সাউথে করে তো বেশী ঘোরাঘুরি না করে ঘরের কাছেই আমার প্রোডাক্ট বেচে আসতে পারব। পব সরকার খুব কড়া হাতে এসব আজেবাজে ইন্ভেস্টর আর শিল্পতিদের নিয়ন্ত্রন করুক। যেকোন শিল্পপতি এলেই দশ পাতার ব্যাখ্যা আর তেরো পাতার টীকা দিতে বলা হোক।
  • PM | 122.79.38.10 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৬:২২588975
  • শুধু সারদা, রোজভ্যালি , সিন্ডিকেট ইত্যাদি সিল্পে কোনো ব্যাখ্যা টিকার দরকার নেইঃ) এক্স্সেমটেড। কি মজা
  • DKG | 132.169.165.215 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৬:৩৬588976
  • @sm - SEZ এর পরিবর্তে যে কোনো রাজ্য সরকার এর যাই incentive থাকুক, তা কোম্পানির Balance Sheet এ যাবে - কিন্তু P & L Statement এ যাবে না -- কারণ P & L Statement এ শুধু Revenue Cost ছাড়া Income Tax Interest Depreciation etc থাকে। এবং এগুলোর কোনোটাতেই রাজ্য সরকারের কোনো incentive impact করে না

    তাই SEZ :)
  • সিকি | 131.241.127.1 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৬:৪২588977
  • নতুন টই খুলে দিলাম তো! ওতেই লিখুন না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন