এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.180.220 | ০৬ জুলাই ২০১৩ ১৪:৪৩609387
  • কুসুম্বা,
    আরও লিখুন। গ্রামীণ জীবনের চলমান জলছবির গ্যালারি দেখছি আপনার লেখায়, আর সোশ্যাল ডায়নামিক্স।
    ছত্তিশগড়ে সরপঞ্চ-পতির অবাধ অধিকার নিপাতনে সিদ্ধ। অর্থাৎ মহিলা সরপঞ্চের স্বামী সব কিছু করবেন খালি কাগজে স্ত্রীর টিপছাপ নিয়ে নেবেন।
    সত্যি কথা, শুধু দিনযাপনের শুধু প্রাণধারণের গ্লানির চোটে শ্রেণী ভুলে ব্যক্তিগত সুবিধা নেয়াটাই প্রাধান্য পায়।
  • ম্যাক্সিমিন | 69.93.245.221 | ০৬ জুলাই ২০১৩ ১৭:৩৫609388
  • 'চিটফাঁকের পর তার বিশ্বাসযোগ্যতা অনেক কমে গেছে সাধারণ মানুষের কাছে।'

    এই প্রসঙ্গে জিগাসা করি, আপনাদের গ্রামে কতজন লোক এইসব ফান্ডগুলোয় টাকা রেখেছে, আর কতজনই বা এজেন্ট হিসেবে টাকা নিয়েছে?
  • ম্যামি | 69.93.245.221 | ০৬ জুলাই ২০১৩ ১৭:৪৯609389
  • 'এই নির্বাচনে লোবা অঞ্চলে সবকটি আসনে ভোট লড়ছে কৃষি জমি রক্ষা কমিটি।' কারা আছে কমিটিতে? কেষ্টা মন্ডল, অনুব্রত, এরা আছে?
  • PT | 213.110.243.21 | ০৬ জুলাই ২০১৩ ১৮:১৮609390
  • কাল এবিপি আনন্দ-এ সি নিয়েলসেনের যৌথ জনমত সমীক্ষা দাবী করেছে যে তিনো ঝেঁটিয়ে জিতবেঃ
    http://www.anandabazar.com/6raj1.html.
  • ranjan roy | 24.99.37.147 | ০৭ জুলাই ২০১৩ ০০:১৩609391
  • ম্যামি,
    বোলপুরের কেষ্ট মন্ডল আর অনুব্রত একই লোক।
    পিটি,
    যদ্দূর মনে পড়ছে গত গোটা দুই নির্বাচনে এবিপি-নিয়েলসনের যৌথ সমীক্ষাই বাস্তব ফলের সবচেয়ে কাছাকাছি ছিল।
  • PT | 213.110.243.21 | ০৭ জুলাই ২০১৩ ০৮:৪২609392
  • ঠিক! সেইজন্য ভাবছিলাম যে গ্রাম-জীবনের তাত্বিক আলোচনার সঙ্গে ভোটের প্যাটার্নের কি যোগাযোগ? যেমন ১০০ দিনের কাজ যদি ভাল হয়ে থাকে তার জন্য সাধুবাদ তো পঞ্চায়েতের প্রাপ্য - সেক্ষেত্রে বামেদের তো বেশীর ভাগ আসনে পুনর্বার নির্বাচিত হওয়া উচিত। কিন্তু মনে হয় মমতার মিথ্যাচারের জোর পঞ্চায়েতের ভাল কাজের চাইতে বেশী।

    আরও একটা ব্যাপার কাজ করছে বলে আমার বিশ্বাস। বিপুল পরিমাণ টাকা স্থানীয় ক্লাবগুলোকে পাইয়ে দিয়ে একটা বিশাল সংখ্যক কম বয়সী ভোটারদের হাত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই স্থানীয় ভাবে তিনোর পেশীশক্তি হিসেবে কাজ করছে। এই ব্যাপারে মমতা বামেদের বিলক্ষণ লেঙ্গি মেরেছে।
  • ম্যামি | 69.93.246.110 | ০৭ জুলাই ২০১৩ ১০:১৮609393
  • সর্বত্র মিডলম্যান। কে এদের সংগঠিত করবে? কেউ পারবে না। শ্রেনী ইত্যাদি কন্সেপ্ট বাতিল হয়ে গেছে। নাকি হয়নি, কে জানে!
  • ম্যামি | 69.93.246.110 | ০৭ জুলাই ২০১৩ ১০:৩৮609394
  • যদিও আবার গ্রামের বাইরে বসবাসকারী মজুরীদাতা মালিকের সঙ্গে সমস্ত গরীবদেরই একধরণের অস্ফুট ঐক্য তৈরি হচ্ছে, আর লেবার-দালালরা থাকার ফলেই এটা সম্ভব হচ্ছে।
  • কুসুম্বা | 233.223.133.79 | ০৭ জুলাই ২০১৩ ১৮:০৫609395
  • ১০০ দিনের কাজ ভালো হওয়ার গল্পোটা কাগজ কলমের, অর্থাত মাস্টার রোলের ধাপ্পা। ১০০ দিনের টাকা লুটের ব্যপারটা এখন সুব্যবস্থিত। যেহেতু ইচ্ছুক ব্যক্তিমাত্রেই জব কার্ড করতে পারে তাই গেরস্থ বা বড়লোকেরও জব কার্ড আছে এমন বহু দেখেছি। তারা কাজ করে খাতায় কলমে, সই করে একটা পার্সেন্টেজ তুলে নেয়, বকীটা নেতাদের। যারা দিনমজুর তাদেরো অনেককে একই ব্যবস্থায় কো-অপ্ট করে নেয়া হয়েছে। পুকুর চুরির গল্পের সন্ধান পেলাম বেশ কয়েকটি। বস্তুত এই প্রকল্পটি গ্রামে কি ধরনের কাজে লাগানো হবে তা ক্লিয়ার নয় আর। এ'কদিন বেশ কিছু গ্রাম ঘুরলাম। কোনো দলের দেওয়াল লিখনেই কোনো শ্লোগান লেখা নাই দেখলাম। যে কয়েকটা গ্রামে সিপিআইএমএল এর দেয়াল দেখেছি তাতে দেখলাম ১০০ দিনের কাজকে ক্রিষি(রি কার কিভাবে দেয় গুচ লেআউটে?) কাজের সাথে নিযুক্ত করার শ্লোগান আছে। এ বিষয়ে আপনাদের মত কি?

    আমাদের এদিকে রোজভ্যালির রমরমা। এল্কেমিস্ট ও প্রয়াগও দেখছি। এমন একলা প্রৌঢ়াকেও চিনি যিনি তাঁর পুরো সঞ্চয়টাই রেখেছিলেন রোজভ্যালিতে, এখন আতঙ্কিত হয়ে তুলতে চাইছেন কিন্তু পাচ্ছেননা। এজেন্ট কয়েকজনকে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে বেড়াতে দেখলাম কয়েকদিন, এখন নাকি আবার কাজ শুরু করেছে বোল্লো।

    প্রত্যন্ত গ্রামের ভেতোরে ঐ যে দুলক্ষ টাকা ক্লাবপিছু সেটা যায়নি, ওটা মফস্বলগুলোতেই মনে হয়। বায়েনপাড়ার একটা ক্লাবে দেখলাম হাজার দশেক টাকার হাঁড়ি কড়াই দিয়েছে একটি দল, কিন্তু ক্লাবেরই কয়েকজন তা এখনো ক্লাবে ঢোকাতে দেয়নি। ঐ একই পাড়াতে তিনোরা একটা কালি মন্দীর বানিয়ে দেয়ার জন্য কয় গন্ডা খাস জমি দখল করে দুতিন গাড়ি ইঁট ফেলেছে।
  • ম্যামি | 69.93.246.110 | ০৭ জুলাই ২০১৩ ১৮:২৭609397
  • পড়ছি। রি কার -- krri.
  • ম্যামি | 69.93.246.110 | ০৭ জুলাই ২০১৩ ১৮:৩০609398
  • ও না সরি। গুচ লেআউটে বড় হাতের আর
  • paniNi | 132.177.237.14 | ০৭ জুলাই ২০১৩ ১৮:৪৭609399
  • kRi= কৃ
  • কুসুম্বা | 233.223.133.79 | ০৭ জুলাই ২০১৩ ১৯:২৬609400
  • ভোটের একদম আগের দুটো রাত টাকার ঝুলি পৌছে যাবে পাড়াতে- বলছিল অনেকে। কেউ কেউ বলল যে অনেক দিনমজুরই(বিশেষত যারা কোনো দলেই সঙ্গঠিত নয়) ঐ সময় ২০০ টাকা মজুরী ছেড়ে ভোট দিতে যেতে চাইবেনা। তাদের টিএমসি ঐদিনের মজুরীটা দিয়ে ভোট কিনবে। সাঁওতাল পাড়াগুলোতে দেখলাম যে, যে পার্টির জন্য জানও দিয়ে দিতে পারে সেই পার্টির কাছেও ভোটের দিনের জন্য একটা শুওর বা নিদেনপক্ষে মহুয়া মদ প্রত্যাশা করে তারা, খানিকটা কথাবার্তা পাকা হওয়ার স্মারক গোছের রিচুয়ালের মত।

    তিনোরও এবং আরো বেশী কং রাই মূলত শেষ রাতে সব হিসাব ওলোটপালট করে দেবার ছকে থাকে। টাকা দেয়া নেয়া বিষয়ে সিপিএমের প্রচার হল- "যে যা দিচ্ছে নিয়ে নাও, ভোট সঠিক জায়গায় দাও"!

    একটা গ্রামে গত ৫বছর ফব'র মেম্বার ছিল। বাফ্রন্টেরই বোর্ড। সে তার গ্রামের জন্য একটিও ইন্দীরা আবাসন দাবী করেনি, সমপরিমান
    ণ অর্থ সে ১০০দিন ঝাতে নিয়েছে। বড় টাকার বড় ভাগের রিস্ক না নিয়ে সে জব কার্ডের সিস্টেমেটিক ইনকাম প্রেফার করেছিল। তবে ব্যাপার্টা দেখলাম খেটে খাওয়া মানুষেরাও চর্চা করছে, তাদের গাঁয়ে একটাও ইন্দীরা আবাস এলনা কেন?
  • কুসুম্বা | 233.223.133.79 | ০৭ জুলাই ২০১৩ ১৯:৩৭609401
  • এমএল বন্ধুটির বক্তব্য যে তারা সিপিএমের ঐ যে যা দিচ্ছে নিয়ে নেওয়ার প্রচারটাকে "চরম অপমানজনক" মনে করে এবং পাড়া প্রচারে তারা টাকা দিয়ে "রাজনৈতিক অধিকার" কিনতে আসা "ভোট মাফিয়া"দের ঝাঁটা নিয়ে তাড়া করার পরামর্শ দিচ্ছেন।!
  • কুসুম্বা | 233.223.133.79 | ০৭ জুলাই ২০১৩ ১৯:৪০609402
  • পাশের অঞ্চলে টিএমসি নেতা আকবর বাবু তাঁর নিজের পরিবারের ৬ জনকে ৬ টি গ্রামে প্রার্থী করায় মানুষজন খুব মজা পেয়েছে।
  • কুসুম্বা | 80.39.185.34 | ০৭ জুলাই ২০১৩ ২০:৫৭609403
  • 'মিডলম্যান' বলুন বা নেগোশিয়েটর, গ্রামীন রাজনীতিতে যেন এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে। সেই যে ফবর ছেলেটি, যে তার মায়ের হয়ে সই করত, বছর চল্লিশের সেই যুবকটি সারা বছর বাউড়িপাড়া বায়েনপাড়ায় পড়ে থাকে। হসপিটাল, থানা পুলিশ, কাগজপত্রের কাজ করে দেয়। বিনিময়ে সে পেয়েছিল বছরে পঞ্চায়েতের ৫লক্ষ টাকার ম্যানেজমেন্টের অধিকার(মায়ের নামে)। জমি খুব বেশী নাই, রিটায়ার্ড সরকারী চাকুরে বাপের একমাত্র পুত্রের ওটাই চাকুরী। এবার চাকরিটা যাওয়ার সম্ভাবনা। নক্সাল তিনো আর ফব সমান সমানে চলছে। মাঝখান থেকে, বখরায় না পোষানোয় তার পোষা কর্মীদের একাংশই দল ভেঙ্গে কাস্তে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে প্রবল প্রচার শুরু করেছে। শেষ মুহুর্তে কিছু দিয়ে থুয়ে ওদের ঘোরাতে পারলে চাকরীটা টিঁকেও যেতে পারে চ্যাটার্জী মশায়ের।
  • pinaki | 227.211.165.106 | ০৭ জুলাই ২০১৩ ২৩:৫৭609404
  • এতকিছুর পরেও তো শুনলাম প্রতিদ্বন্দিতা না হওয়া আসনের সংখ্যা বাম আমলের চেয়ে সামান্য কম। আর বহু জায়গায় তিনোরা প্রার্থীর বাড়ীতে সাদা থান পাঠিয়েছে ভয় দেখিয়ে উইথড্র করানোর জন্য। এই সৃষ্টিশীল পাদ্ধতিটিও কিন্তু জনপ্রিয় হয় বাম আমলে। গ্রামের দিকে সন্ত্রাসের মাত্রায় কোনো গুণগত পরিবর্তন আদৌ হয়েছে কি তিনো আমলে? নাকি যা ছিল তেমনই আছে? জাস্ট পাল্লাটা উল্টোদিকে ঝুঁকে গেছে।
  • h | 127.194.241.60 | ০৮ জুলাই ২০১৩ ০০:১৩609405
  • উত্তর টা কারোরি পুরো জানা নেই। তবে উত্তর টা অঞ্চল ভিত্তিক।
  • Blank | 69.93.244.89 | ০৮ জুলাই ২০১৩ ০০:৩৩609406
  • হিসেবে তো দেখলাম প্রতিদ্বন্দিতা না হওয়া আসনের সংখ্যা এবারে সবচেয়ে বেশী।
  • h | 127.194.241.60 | ০৮ জুলাই ২০১৩ ০০:৩৬609408
  • হ্যাঁ পিনাকির ডেটার সূত্র টা দিলে ভালো হয়।
  • ম্যামি | 69.93.244.23 | ০৮ জুলাই ২০১৩ ০০:৩৭609409
  • কুসুম্বার সৌজন্যে অনেক কিছু জানছি।
  • PT | 213.110.240.200 | ০৮ জুলাই ২০১৩ ০৮:৪৩609410
  • "সাদা থান"-এর ব্যাপারটা একটু পোষ্কার হওয়া দরকার। এর কতটা সত্যি আগে ছিল আর কতটা সত্যি এখন সেটা কেউ জানে? মানে ৩৪ বছরে কত হাজার সাদা থান সিপিএম কিনেছিল আর এই দুবছরে কত হাজার কেনা হয়েছে সেই সংখ্যাটা জানালেই হবে। সেসব না জানা থাকলে এই গপ্পের সম্প্রচার অবিলম্বে বন্ধ হোক।
  • b | 135.20.82.164 | ০৮ জুলাই ২০১৩ ১০:০৮609411
  • সাদা থানের ফ্যাক্টরিতে খবর নেওয়া হোক। এর বিক্রি ইলেক্টোরাল সাইকল ফলো করে কি না সে সব বিষয়েও গুরুগম্ভীর প্রবন্ধ ইত্যাদি লেখা হোক। তাছাড়া টাইম সিরিজে স্ট্রাকচারাল ব্রেক আছে কি না, সেটাও এফ স্ট্যাটিসটিক্স কষে দেখা হোক। নইলে,

    চোপ।
  • j | 230.227.106.153 | ০৮ জুলাই ২০১৩ ১০:৪৫609412
  • এনজয় করেন !

    ষোল লাখি মাসমাইনের চাক্রি ছেড়ে , লক্ষ লক্ষ মনুষের টাকা মারা চিটফান্ডে যুক্ত থেকে তিনি আবার অমৃতবাণী ছাড়ছেন , আজকের বিষয় "জ্যোতি বাবু"

    http://eswabhumi.com/
  • pinaki | 227.211.165.106 | ০৮ জুলাই ২০১৩ ১১:৪৯609413
  • আমি আবাপতে পড়েছি। খুব সম্ভবতঃ নমিনেশন উইথড্রয়ালের লাস্ট ডেট চলে যাওয়ার জাস্ট পরে। ডেটটা কবে মনে নেই। খুঁজে দেখবখন।
  • pinaki | 227.211.165.106 | ০৮ জুলাই ২০১৩ ১২:১০609414
  • এই যে পেয়েছি। ১৯শে জুনের আবাপ।

    http://www.anandabazar.com/archive/1130619/19raj5.html

    ২০০৩ এ ৫৮৩১৩ আসনের মধ্যে ৬৮০০ তে কোনো প্রতিদ্বন্দিতা হয় নি। আর সেগুলোর মধ্যে ৯৮% জিতেছিল বামেরা। এবার ৫৮৮৬৫ আসনের মধ্যে ৬২৫০ এ কোনো প্রতিদ্বন্দিতা হচ্ছে না। তার মধ্যে ৯৮% জিতছে তিনোরা।

    এবারে প্রথম দফার মনোনয়ন শেষ হওয়ার পরে মনে হয়েছিল তিনোরা পূর্বতন সব রকমের সন্ত্রাসের রেকর্ড ভেঙে দেবে। সমস্ত দফার মনোনয়ন শেষ হওয়ার পরে দেখা গেল ২০০৩ এর করা বামেদের রেকর্ড এখনো অক্ষত।

    প্রথম দফার পরে আমিও ভেবেছিলাম এরকম সন্ত্রাস বোধহয় আগে কখনো হয়নি। কিন্তু এই পরিসংখ্যান তো তা বলছে না।
  • কুসুম্বা | 80.39.185.96 | ০৮ জুলাই ২০১৩ ১২:১৬609415
  • গ্রামের কোন রসিক নেতা ফিল্মি কায়দায় সাদা থান কখনও পাঠিয়ে থাকতে পারে। আমার জানা নাই। কোন পরিচিত মানুষের কাছ থেকে সেরকম ঘটনা শুনিনি কখনো। কিন্তু পঞ্চায়েতের ঘুঘুর বাসা নিয়ে প্রশ্ন তুললে দৃষ্টান্তমূলক শাস্তির বিভিন্ন ব্যবস্থা চালু ছিল। অধিকাংশ ক্ষেত্রেই চরম শাস্তিগুলো ধার্য্য হত কৃষিমজুর বা গরিব কৃষকদের স্থানীয় বিদ্রোহ আটকাতে। নব্বই দশকের গোড়ার দিকে এরকম একটা বিক্ষোভ-বিদ্রোহের স্রোত ভেতরে ভেতরে বইছিল। দমনমূলক পদক্ষেপ হিসাবে সেই সময় সিপিএম সবচেয়ে বড় বার্তা দিতে পেরেছিল যে ঘটনার মাধ্যমে তা হল করন্দা গণহত্যা, যেখানে শিশু সন্তানসহ ৬জনের এক কৃষিমজুর পরিবারকে পুড়িয়ে মারা হয়েছিল। নৃশংসতা এক্সিবিট করা হয়েছিল সন্ত্রাস উত্‍পন্ন করার জন্য। জ্বলতে জ্বলতে যারা আগুন থেকে বাইরে এসে প্রাণভিক্ষা চাইছিল তাদের অস্ত্রের খোঁচায় আবার আগুনের ভেতর ফেরত পাঠান হয়েছিল। ওই পাড়ার গরিব মানুষেরা পঞ্চায়েতে প্রকাশ্য দুর্নীতির প্রশ্নকে ধরে বিদ্রোহ করেছিল এবং বিকল্প সংগঠন গড়ে তুলছিল। বর্ধমান জেলাতেই আরেকটি গ্রাম ইসলামপুরে ক্রুশবিদ্ধ করে টাঙিয়ে রাখার ঘটনা জানা আছে। আরামবাগ খানাকুলের কথা সবাই জানেন। মালদা ও দক্ষিণ দিনাজপুরের বর্ডারে একটি অফিসকে বিস্তীর্ণ এলাকার গরিব মানুষ 'লাল কুঠি' বলত।

    সন্ত্রাসের সেই শীতলতার বিরুদ্ধে এক গণজাগরণ সিঙ্গুর বা নন্দীগ্রাম ও রেশন বিদ্রোহকে হাতিয়ার করে চলেইছেত। সুযোগমত পেলে অতি বড়ো শাসককেও যে সবক শেখান যায় তা আরেকবার দেখেছে সবাই, নিজেদের তাকতটাও আরেকবার দেখেছে। তিনোদের সন্ত্রাসের ধরণ আলাদা। মানুষ আবার কিভাবে প্রতিরোধ গড়বে তা কে জানে।
  • শকুনি | 69.93.203.34 | ০৮ জুলাই ২০১৩ ১২:৩৭609416
  • এইবারে ইনিও 'বুজী' ছাপে কোয়ালিফায়েড হতে চললেন। '.... কাস্তেটা দাও শান হো...'
  • PT | 213.110.243.23 | ০৮ জুলাই ২০১৩ ১৩:০৮609419
  • বামেদের নির্বুদ্ধিতার জন্য তারা যে মানুষের সমর্থন হারিয়েছে সেটা তো পরিষ্কার। তা নিয়ে কোন প্রশ্ন নেই-প্রশ্ন হচ্ছে যে সেই সব দোষীদের এই জমানাতেও কেন দ্রুততার সঙ্গে শাস্তি হচ্ছে না? ...The victims of Karanda massacre are still awaiting justice from the Supreme Court after the guilty were all acquitted by the High Court ...http://cpiml-lib.blogspot.in/2013/05/fwd-ml-update-22-2013.html

    সব চাইতে কুখ্যাত ঘটনা তাপসী মালিকের হত্যার তদন্তের কি অবস্থা? এই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের শস্তি দিতে এখ্নকার সরকারের অসুবিধে কোথায়?
  • কুসুম্বা | 80.39.185.91 | ০৮ জুলাই ২০১৩ ১৩:০৮609417
  • কেনেরে মামু! গাঁয়ের লোকের বুদ্ধিবৃত্তি হতে পারেনা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন