এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.221.192.249 | ০৮ জুলাই ২০১৩ ১৩:৪৮609420
  • কুসুম্বা আপনি এই সব ধরণের ঘটনার কথা লিখুন, সব তো আর কাগজে পাওয়া যায় না, আমরা জানতেও পারি না।
  • PT | 213.110.240.200 | ০৮ জুলাই ২০১৩ ১৪:১১609421
  • বুজি, গুজি, মাজি সকলে মিলে আমাদের কত বোঝাল ৬/৭ বছর ধরে আর এখনও বুঝিয়ে যাচ্ছে যে তিনোরা সিঙ্গুরে কৃষি-জমি-বাঁচানোর আন্দোলন করে কৃষকের স্বার্থ রক্ষা করছে। আর কাগজ দেখি কি সব লিখছেঃ

    Land sharks allegedly protected by two Trinamool Congress leaders are gobbling up large patches of fertile land near the abandoned Tata Nano site. http://articles.timesofindia.indiatimes.com/2013-07-07/india/40420882_1_singur-land-land-sharks-fertile-land
  • কুসুম্বা | 233.231.32.252 | ০৯ জুলাই ২০১৩ ২৩:৫৯609422
  • এমএল পার্টির গ্রামের এক কর্মী, নাম তার গোপিনাথ, আমাকে তাদের সমর্থক ভাবে( ঠিকি ভাবে, মধ্যে মাঝে চাঁদা দিই)। গোপির সাথে আজ দেখা। বল্লো, মনে হচ্ছে দেনায় পড়ে যাব, বিড়িইত খরচ হয়ে যাচ্ছে তিন চার প্যাকেট, এই দ্যাখেন, নমিনেশনের দিন থেকে আর কাজে যায়নি, আজকে বলরামপুরে গিয়ে বসলাম, একবার বিড়ি বের করতেই এগারো জন হাত বাড়ালো, এগারোটা বিড়ি বেড়িয়ে গেল। সত্যি, ভোট পেছনোয় এদের খরচ বেড়ে গেছে। তবে আমাকে এসব বলার আসল উদ্দেশ্যটা আমি বুঝি। বল্লাম, কত চাঁদা দেব? ৫০০তেই খুশি। এখন নেই পরে দেব। গোপি বলল হিমাতপুর-বলরামপুর আসনটা তারা জিতবেই। ওরকম সব বারই বলে!
  • কুসুম্বা | 233.231.32.252 | ১০ জুলাই ২০১৩ ০০:১৩609423
  • বামফ্রন্টের একটা প্রচার টীমের সাথে দেখা। ধনমারা নামের একটা গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থী একসাথে বেড়িয়েছে, যথাক্রমে সিপিএম, ফব ও ফব দলের প্রার্থী। এদিকে আবার পঞ্চায়েত সমিতিতে সিপিআই জোট না মেনে ফবর বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিয়েছে। জিগ্যেস করলাম, সিপিআই নেই আপনাদের সাথে? আমতা আমতা করল, বোঝা গেলনা সিপিএমের সবাই পঞ্চায়েত সমিতিতে ফবকে দেবে নাকি সিপিআইকে!
  • কুসুম্বা | 233.231.32.252 | ১০ জুলাই ২০১৩ ০০:৩১609424
  • আমাদের গ্রামে বিজেপিও প্রার্থী দিয়েছে, যদিও তেমন লোকজন নেই। যে দুয়েকজনকে চিনতাম বিশ্বহিন্দু পরিষদ বা বিজেপি বলে তারা দেখলাম কংগ্রেসের হয়ে ভোট করছে। জিজ্ঞাসা করেছিলাম সেরকমই একজন প্রাইমারি স্কুল শিক্ষককে। বলল, দেখুন আমরা সেভাবে কোন পার্টি করিনা, তৃণমূলকে হারানই আমাদের উদ্দেশ্য, যারা হারাতে পারবে তাদেরই ভোট দেব।
  • কুসুম্বা | 233.231.32.252 | ১০ জুলাই ২০১৩ ০০:৩৯609425
  • তিনোরা হেব্বি ক্যাম্পেন করছে। বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে মাধ্যমিক বা তার বেশী পাস করা ছেলে মেয়ের সন্ধান পেলেই একদম কাগজ কলম নিয়ে তাদের নাম ঠিকানা ও যোগ্যতা লিখে নিচ্ছে সিরিয়াস ভঙ্গীমায়, সমস্ত সার্টিফিকেটের অরিজিনালগুলো নিয়ে নিচ্ছে, চাকরী এই হোলো বলে, কেবল পঞ্চায়েতটা হয়ে যাওয়ার অপেক্ষা।
  • কুসুম্বা | 233.231.32.252 | ১০ জুলাই ২০১৩ ০১:৩৮609426
  • বোলপুর শহর থেকে দশ বারো কিলোমিটার দূরে বাহিরী গ্রাম। বিশাল গ্রাম, যেসব গ্রামকে লোকে বলে আঠরো পাড়া, সেরকমই একটি গ্রাম। একটি গ্রামেই ৫টি গ্রাম পঞ্চায়েত আসন। আর এস পি ছিল দোর্দন্ডপ্রতাপ। পরিবর্তনের পর আরএসপি অফিসশুদ্ধ তিনো হয়ে গেল। সম্মিলিত হওয়ার পর পুরন ও নতুন বিভিন্ন দল ও উপদলগুলি রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলির ওপর প্রভুত্ব কায়েম করতে দুটি গোষ্ঠিতে ভাগ হয়ে প্রবল বোমাবাজি শুরু করল। লোহার ও বাগ্দি সম্প্রদায়ের খেটে খাওয়া গরিব মানুষগুলো বিভ্রান্ত হয়ে দেখেই গেল শুধু, খুব্ধ হল, বিরোধিতা করারও চেষ্টা করল কিছুটা। কিন্তু সংগঠিত হতে পারলনা শেষ পর্যন্ত। আসলে বামফ্রন্টের জমানাতেও হিন্দু উচ্চবর্ণের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব বা আধিপত্যের ধারাটা অব্যাহতই ছিল এবং প্রয়োজন হলে এরা দল বদল করেও তা ধরে রাখতে মরিয়া সেটা বুঝেছি। আমাদের গ্রামে এমনকি সিপিআইএমএল পার্টিতেও যে মুখার্জী বাবুকে দেখি তারো কথার ভাঁজে সেই সত্যের ইঙ্গিত আমি পাই।
  • ম্যামি | 69.93.241.131 | ১০ জুলাই ২০১৩ ০৩:৪২609427
  • বাঃ, দারুন লাগছে পড়তে।
  • b | 135.20.82.164 | ১০ জুলাই ২০১৩ ১০:২২609428
  • ওরকম ক্যাম্পেন আমাদের হোস্টেল ইলেকশনে হয়েছ্লে। হঠাৎ দেখি প্রচ্ছন্ন এবিভিপি-র প্রার্থীদের বগলে বগলে নীলগগন কোম্পানীর আঠারো টাকা আট আনা দামের বাঁধানো খাতা, ঘরে ঘরে গিয়ে অভাব অভিযোগ লিপিবদ্ধ করছে। পাল্টা ( পড়ুন এস এফ আই) প্রার্থীর প্রায় জামানত জব্দ হবার অবস্থা।

    বিটিডব্লু, আমার অনেকদিন ধারণা ছিলো সি পি এম শৃগাল, আর তৃণমূল বলীবর্দ। এখন দেখছি সত্যিকারের পরিবর্তন। গুরুমারা বিদ্যা।
  • bb | 127.216.211.23 | ১০ জুলাই ২০১৩ ১০:২৩609430
  • এই মুখার্জী আর বাঁড়ুজ্যের দলই সব কটা দলকে কুক্ষিগত করে রেখেছে। কুলীন বামুন বা কায়েত ছাড়া নেতা আসুক কিছু - দলিত শ্রেনীর কান্তি বিশ্বাস বা মুসলমানদের মধ্য থেকে রেজ্জাক মোল্লার মত লোকেরা।
  • ranjan roy | 24.99.32.194 | ১০ জুলাই ২০১৩ ১১:২৫609431
  • বিবি,
    এটা গোটা ভারতবর্ষের সমস্যা। আর শুধু রাজনৈতিক দলের নয়, সব ফিল্ডে। উত্তম-সৌমিত্র-সাবিত্রী থেকে গুনে দেখবেন। রবীন্দ্রনাথ, তিন বাঁড়ুজ্জে, আরও। সংগীতে হেমন্ত-সতীনাথ-সন্ধ্যা-প্রতিমা-আল্পনা। আদৌ সরল সমস্যা নয়।

    হিন্দি বলয়ে আরো প্রকট। কাশ্মীরি ব্রাহ্মণ নেহরু এদের মধ্যে সবচেয়ে ডেমোক্র্যাট। কিন্তু চ্যালারা ওঁকে পন্ডিতজি বানিয়েই ছাড়লেন। কিছু কংগ্রেসি নেতা তো পা বাড়িয়েই রাখেন, আগে পা ছুঁয়ে তবে কথা।
    রিজার্ভ ব্যাম্কে দেখেছি এসে পা ছোঁয়া।

    মুসলমানদের মধ্যেও সৈয়দ, কুরেশি। এমনকি প্রান্তিকদের নিয়ে লেখার জন্যে প্রসিদ্ধ সাদত হসন মন্টো ও সৈয়দ।

    হয়ত ঐতিহাসিক কারণে আগে শিক্ষিত হওয়া ও ক্ষমতার কাছাকাছি থাকা এর একটা কারণ।
  • চান্দু মিঁঞা | 181.25.193.20 | ১০ জুলাই ২০১৩ ১২:২৩609432
  • এটা অন্য টই-এও লিখেছি এখানেও রাখলাম উত্তরের আশায়। অ নিয়ে এখানেও কথা হয়েছে কিনা তাই।

    এই পঞ্চায়েত ভোটের বাজারে যে নিরপেক্ষ তুলনাটি চলছে তা নিম্নরূপ। তৃণমূল এতগুল আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে তো বামফ্রন্ট ২০০৩ এ অতগুলো জিতেছিল। এর মাঝে এক আপাত নিরপেক্ষতার ভান রয়েছে। আমার দুটি প্রশ্ন

    ১) তৃণমূলের সরকারে ২৫ বছর হয়েছে? ভূমি সংষ্কার গোছের কিছু কাজ কি ওরা করেছে যার সুফল পেয়েছে পঞ্চায়েতের অধিবাসীরা। কৃষিতে পশ্চিমবঙ্গ আজ যেখানে তার পিছনে বামেদের যে অবদান তাকি তৃণমূল করেছে, করার কোন ইচ্ছে দেখিয়েছে?

    ২) নাকি বামফ্রন্ট তাদের ক্ষমতায় আসার পরে প্রথম পঞ্চায়েতেই অতগুলো আসন বিনা যুদ্ধে জিতেছিল।

    দুটোর একটার ও উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই তুলনার মানে হয়। নইলে আমি কোন মানে খুঁজে পাচ্ছিনা। হয়ত কিছু মিস করে যাচ্ছি। তেমন হলে দেখিয়ে দিন। বোঝান কেন দুটো পরিস্থিতি তুলনীয়।
  • bb | 127.216.211.23 | ১০ জুলাই ২০১৩ ১৫:০৫609434
  • রঞ্জনদা , এই উপরের (???) জাতের হেজেমনি যতদিন না কমবে ততদিন আমাদের মধ্যে আসল সচেতনা আসবে না। আর তার ফলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে না। আমি মায়াবতীর বা রামবিলাস পাশোয়ানের মত নয়, কিন্তু অন্য আম্বেদকরবাদী বা টোটো, ভিল ইত্যাদি উপজাতি বা শুদ্র, মেথর/ভাঙ্গী এইসব সম্প্রদায়ের থেকে প্রকৃত প্রতিনিধি খুব কম দেখি আমাদের রাজনীতিতে। যতদিন না এঁরা তাদের জনসংখ্যার হার হিসাবে প্রতিনিধিত্ব বাড়াতে পারছেন সংসদে ততদিন এই জাতের নামে বজ্জাতি থেকেই যাবে ঃ(
  • কুসুম্বা | 233.176.194.8 | ১০ জুলাই ২০১৩ ১৬:৫২609435
  • পিটি,
    পশ্চিম মেদিনিপুরে পূর্বতন মাওবাদীর তিনো হয়ে যাওয়াটা অবাক হওয়ার মত কিছুনা আমার কাছে। ঘটনাচক্রে গত বিধানসভা নির্বাচনের সময় ঝাড়গ্রামে ছিলাম আট দশ দিন। একখান ক্যমেরার বলে বলীয়ান হয়ে সাংবাদিকের ভেক ধরে ছত্রধর মাহাতর ক্যাম্পেন টীমে নিজেকে গুঁজে দিতে পেরেছিলাম। তাছাড়াও কয়েকজন বন্ধুর সহযোগিতায় এমপিএস ফার্মে যাতায়াত করে শ্রমিকদের সাথে অনেক কথা বলার সুযোগ পেয়েছিলাম। তো, তখনই দেখেছি নেতৃত্ব বিহীন গ্রুপগুলো, যেগুলো জনগনের কমিটি ইত্যাদি বিভিন্ন নামে একদা সংগঠিত ছিল, তারা কেমন দ্রুত টিএমসিতে পরিণত হচ্ছে। আসলে গল্পটা একই। সামাজিক ও আর্থিক ক্ষমতাশীল গোষ্ঠিগুলো সময় সুযোগমত ভুমিকা বদলে নিচ্ছিল। লালগড়ের আদিবাসী বিদ্রোহে মাওবাদীদের হস্তক্ষেপ মুলত আদিবাসীদের মধ্যেকার উচ্চ কৃষক অংশের ওপর নির্ভর করেই হয়েছিল বা নিদেন পক্ষে এটুকু বলা যায় যে আদিবাসীদের মধ্যেও শ্রেণী বিভাজন আছে তা অস্বীকার করেছিল। অত্যাচারী সিপিএম নেতাকে ব্যক্তিগত আঘাত হানতে পারলেও সিপিএম জমানায় গড়ে ওঠ 'কুলাক' শ্রেণীর সামগ্রিক আধিপত্যকে চ্যলেঞ্জ জানানর জন্য শ্রমজীবি ও গরিব কৃষকের কোন শ্রেণী শক্তির বিকাশ ঘটাতে চায়্নি, তার জন্য যে ধৈর্য্যশীল ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক কার্যকলাপ প্রয়োজন তা তাদের ছিলনা, অন্ধ্র বা ছত্তিশগঢ়ে থাকতে পারে, জানা নেই।

    আমাদের জেলার বিস্তীর্ণ এলাকা আদিবাসী অধ্যুষিত। ঝাড়্খণ্ড বর্ডার। ক'দিন আগে কাটিকুন্ডুতে রিভেঞ্জ অ্যাকশন হওয়ার পর এদিকে পুলিশী টহলদারী বেড়ে গেছে। এই বেল্টটাতে মাওবাদীদের থাকটা স্বাভাবিক ছিল। কিন্তু আসলে নেই। বীরভুম আদিবাসী উন্নয়ন গাঁওতার গত ৫ বছরের আন্দোলন সেই স্পেশটা আগেই নিশেষ করে দিয়েছে বলে আমার ধারণা। গাঁওতার আন্দোলন এখন যথারীতি কো-অপ্টেড ও অধপতিত হওয়ার পথে, কিন্তু তা নিয়ে এখানে এখুনি বেশী বলতে চাইনা, শকুনি মামু ক্রুদ্ধ হয়ে পড়বেন আবার!
  • saikat | 212.54.74.119 | ১০ জুলাই ২০১৩ ১৭:০১609436
  • এইটা একটা ব্যাপক টই। কিন্তু কদ্দিনই বা থাকবে ! কুসুম্বা, আপনার অভিজ্ঞতাগুলো লিখতে থাকুন।
  • কুসুম্বা | 233.176.194.8 | ১০ জুলাই ২০১৩ ১৮:২৫609437
  • আজ রথ। ১২টা সাড়ে১২টা নাগাদ ক্যানেলপাড়ের রাস্তা হয়ে ফেরার পথে বানভাসী পাড়ার কাছে তিনটি বালক বলিকা, শিশুই বলা চলে, তিনটি ছোট্ট ছোট্ট রথ টানতে টানতে ফিরছে। রাস্তাটা পিচ হবে। মোরাম ছিল, গুঁড়ো স্টোন চিপস ইত্যাদি ফেলে রোলার করা হয়েছে। প্রখর রৌদ্রে তেতে আছে। বাচ্চাগুলোর খালি পা, প্রত্যেকের হাতে একটা করে নাইলনের ছোট থলে কাঁধে লটকে চলেছে। জিগ্যেস করলাম, হ্যাঁরে কোথায় ফিরছিস তোরা, কখন বেরিয়েছিলি? মেয়েটি বলল কালীডাঙ্গা। অর্থাত ক্যানেল বরাবর দক্ষিণে আরো প্রায় দু কিমি! কখন বেরিয়েছিল তা ঠিক বলতে পারবেনা জানতাম। বলল সকালে। থলেগুলো দেখিয়ে বললাম, কিছুইত পাসনি, ঐটুকু চালে তোদেরইত পেট ভরবেনা। ওরা শুধু হাসে। বললাম, ও, পয়্সাও পেয়েছিস তার মানে! ভাবছিলাম আমার কাছেও পয়সা চাইবে। কিন্তু চাইলনা। রথযাত্রা দেখিয়ে পয়সা তোলা হয়ে গেছে, এখন উল্টোরথে ওরা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে, তবু শেষ প্রশ্নটা ছুঁড়ে দিলাম, তোরা কাকে ভোট দিবি? খিলখিল করে হেসে ওরা সিপি এন কংগেস সিপি এন কংগেস বলতে বলতে ঘড়ঘড় করে চলে গেল। ব্যাপারটা যা বুঝলাম দল বলতে ঐ দুটো নামই এখনো মুখে মুখে প্রবাহিত হয়। তিনোমুল শব্দটা এখনও বাচ্চাদের মুখে পৌছায়নি? নাকি ঐ দুটো শব্দের ছন্দমিল? এই দুই ছাড়া তৃতীয় যে রজনৈতিক পরিচয় বোধক শব্দ সর্বত্রই পাই তা হল নক্সাল। নক্সালরা সিপিএনও না কংগেসও না।

    কাল বিকেলে মৌরলা গ্রামে নক্সালদের মাইক সভা শুনতে যাব। এই প্রথম প্রকাশ্যে ওদের মিটিংয়ে গিয়ে বসব। বামফ্রন্টের বন্ধুরা আহত চোখে তাকাবে পরশুদিন, বলবেনা কিছু, তারা ঠিক বুঝতে পারেনা আমার মতিগতি, জানে যে ওদের সভাও শুনি আমি। তিনোরা ভয় পায় আমাকে, কারন ওরা জানে যে আমি ওদের বিন্দুমাত্র ডরাইনা। সুযোগ পেলে ওরা আমায় কড়কে দেবে। কিন্তু সে সুযোগ আমি ওদের দেবনা। তবু সাধু সাবধান। আমাদের গ্রাম নিঃসন্দেহেই পশ্চিমবঙ্গের সব্চেয়ে গৌরবময় গ্রাম এখন। এই গ্রাম থেকেই উঠে এসেছেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।
  • pi | 118.12.169.134 | ১০ জুলাই ২০১৩ ১৯:০০609438
  • কুসুম্বা, যোগাযোগ করা যাবে ? একটা মেইল করবেন , palbhowmicki জিমেইল এ ?
  • siki | 132.177.223.56 | ১০ জুলাই ২০১৩ ২০:০৩609439
  • কুসুম্বা জাস্ট ফাটিয়ে লিখছেন। সঙ্গে আছি।
  • Ishan | 202.43.65.245 | ১০ জুলাই ২০১৩ ২১:১৬609441
  • ভাল্লাগছে। কুসুম্বার কোন জেলা? বর্ধমান?
  • h | 127.194.245.92 | ১০ জুলাই ২০১৩ ২১:২৭609442
  • আমারো কুসুম্বার লেখা খুব ভালো লাগছে। সম্ভবত আমাদের জেলা বীরভূমের নানা রেফারেন্স এর কারণে।

    তবে কতগুলি অল্প আপত্তি আছে বিভিন্ন অবস্থানে, সেটা নগন্য। ফাল্তু ক্যাচালে এত সুন্দর লেখা নষ্ট করতে চাই না।
  • cm | 116.213.50.178 | ১০ জুলাই ২০১৩ ২১:৩৭609443
  • আমার প্রশ্নটার উত্তর পেলে ভালো লাগত।
  • ppn | 126.202.147.120 | ১০ জুলাই ২০১৩ ২১:৪৪609444
  • দাদা আম্মো জান্তে চাই।

    গুজি আর মাজি কী বা কারা? বুজির সাথে এক নিশ্বাসে উচ্চারিত হচ্ছে আজকাল।
  • PM | 233.223.153.216 | ১০ জুলাই ২০১৩ ২১:৪৭609445
  • কুসুম্বর লেখা ভালো লাগছে
  • cm | 116.213.50.178 | ১০ জুলাই ২০১৩ ২২:০৩609446
  • মাজি তো পদবী বলেই জানতাম। এই টই এ কোথাও এসেছে নাকি? যেমন সুজি সেটি অক্ষত আছে তো?
  • | 24.97.15.127 | ১০ জুলাই ২০১৩ ২২:০৭609447
  • অ্যাঁ সিএম দেখতে পাচ্ছেন না? এই তো এই পাতাতেই রয়েছে ৮-ই জুলাই 2:11 PM এর পোস্ট
  • ranjan roy | 24.96.70.252 | ১০ জুলাই ২০১৩ ২২:৩৭609448
  • কুসুম্বা,
    কোন একটা চ্যানেলে আজ দেখলাম একটি গাঁ যেখান থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উঠে এসেছেন বলা হচ্ছে। সেখানে রিপোর্টার গাঁয়ের লোকজনকে জিগ্যেস করছেন কাছাকাছি একটি গাঁয়ে গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন। আপনারা শুনতে যান নি কেন?
    ওঁরা হেসে উঠে বললেন--- গিয়ে শিলাদিত্য হতে চাই না।
    তাতে তো জায়গাটা মেদিনীপুর জেলার মনে হল। অবশ্যি আমার বুঝতে ভুল হতে পারে।
  • bb | 127.216.211.23 | ১০ জুলাই ২০১৩ ২২:৪০609449
  • মাজি - মাও জীবি (?)
    গুজি - গুরু জীবি (?)
  • dd | 132.167.14.206 | ১০ জুলাই ২০১৩ ২২:৪৭609450
  • কুসুম্বার লেখাটা ভারী ভাল্লাগছে। নামটিও বলিহারী।

    লেখা ভালো লাগছে ক্যানো না আদার দ্যান অন্যান্য গুন, এটা একটা সত্যিকারের প্রত্যক্ষদর্শীর লেখা। শুধু লিং আর কোটেশন নয়তো স্রেফ গুল্পোয় ভর্তি প্রচন্ডো তাত্ত্বিক/শিশুভোগ্য মিথ্যাকথা গোছের লেখা আর পড়তে ভাল্লাগে না।

    চোখ বড়ো বড়ো করে পড়ছি।
  • PT | 213.110.246.230 | ১০ জুলাই ২০১৩ ২৩:০৪609452
  • বিবিকে থ্যাঙ্কু!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন